গানের কথা গুলো🔥 কিছু বুঝলাম না,,,,,কিন্তু মুগ্ধ হয়ে শুনলাম🙏
@babulsutradhar Жыл бұрын
জয় দয়াময় ❤ বানী গুলি দেখুন 🙏 বারে বারে চাই যে আমি,মনটি আমার দিতে তোরে হায় কি করি,দিতে নারি,প'ড়েছি এক বিষম ফেরে।। মন কেবল খেলায় চাতুরী তার সঙ্গীগুনে জোর দেখায়ে,আমি না পারি রংরাজে রংসাজে মজে,আছে বাজে কাজে বেহুইসারি।। মন আমার কথা শুনে না, যে দিক ইচ্ছা ঘুরে বেড়ায়,মানে না মানা কি করি,কেমনে তরি,ভবপারি সারি কেমন করে।। আড়াল থেকে বাজায়ে বাঁশরী, মন কে'ড়ে নেয় লুকিয়ে থাকে,খেলে লুকোচুরি ধরি ধরি দেয় না ধরা,সেতো ধরা দিয়ে যায় সরে।। পারলে না অার মনরে বুঝাতে সে যে হিতাহিত নাহি মানে,মজে যাতে তাতে, স্বভাব দোষে মন বেহুসে,ঢুকতে চায় না ভবের ঘরে।। যে জন অামায় ধরিয়া টানে সে ও খেলায় লুকোচুরি, মাতায়ে গানে, দিতে গেলে নিতে চায় না,যদি ষোল অানার কম পড়ে।। মন পড়েছে বিমনের ফেরে, মন নিয়ে মনোমোহন বিপাকে ঘুরে, সেতো কোন মতেই ঠিক থাকে না,ডুবল ভরা সায়রে।।