আসসালামুয়ালাইকুম, ভূমি বিষয়ে একটি পরামর্শ চাই। আমার পিতা ও চার চাচা মিলে আমার ফুফুর কাছে বাড়ি তৈরির জন্য 22.5 শতাংশ জমি বিক্রি করেন। আজ থেকে 42 বছর আগে। ঐ সময়ে আমার ছোট চাচা নাবালক থাকায় তার পক্ষে আমার পিতা জমি বিক্রি করেন। বর্তমান ঐ ছোট চাচা জমি দাবি করেছেন। এমতাবস্থায় সে কি জমি পাবে?