ট্রেনে কেবলমাত্র ব্লগার যায়না। বিভিন্ন বয়সের এবং মহিলা বাচ্চাদের সমস্যাগুলোর প্রতি লক্ষ্য রেখে যদি ব্লগাররা নিজেদের নিয়ন্ত্রণ করতেন তাহলে পরিস্থিতি এতো জটিল হত না। সংখ্যায় বেশি হলেই অন্যান্য যাত্রিদের প্রয়োজন এর প্রতি উদাসীন হওয়া এবং চ্যালেঞ্জ করা সঠিক নয়। কয়েকজন যাত্রি অনির্দিষ্টকালের জন্য অনিশ্চিত অবস্থায় স্ত্রী সন্তানদের নিরাপত্তার কথা ভেবে উদ্বিগ্ন হয়ে কিছু অবাঞ্ছিত মন্তব্য করেছেন বলে সবাইকে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী নিয়ন্ত্রণ করার কথা।
@explorershibaji Жыл бұрын
1. আপনি কারুর প্রতি অসন্তুষ্ট হলে তাকে নিশ্চয়ই বাবা মা তুলে গালাগালি দিতে অভ্যস্থ নন, বা ঘৃণ্য ভাবে আক্রমণ করতে উদ্যত হন না, তাই না? না কি হন? জানাবেন। ক্ষিপ্ত হয়ে আক্রমণ করা, বাবা মা তুলে গালাগালি দেওয়া কে কোনও যুক্তিতেই কি সমর্থন করেন? আপনার বক্তব্যে তার উল্লেখ থাকলে আপনার পরিচয় বুঝতে সুবিধে হত। 2. Vlogger রা ট্রেন যাত্রা শুরু করার পর থেকেই vlog করা শুরু করেছিল, vlogging এ আপত্তি থাকলে ওই যাত্রীরা প্রথমেই সেটা বলতে পারতেন। ট্রেন এ টিটি ছিল, RPF ছিল, তাদের কাছে ওই যাত্রীরা প্রথমেই Vloggar দের বিরুদ্ধে অভিযোগ জানাতেই পারতেন। 3. ওই গুটিকয়েক আক্রমণকারী যাত্রীর কেন মনে হল vloggar দের জন্যই ট্রেন বন্ধ হয়েছে তার কোনও যুক্তিগ্রাহ্য কারণ কোনও ভিডিও বা লাইভ এ পেলেন কি? 4. সেদিন সারা ট্রেন এ কোনও সাংবাদিক ছিলেন না, Vloggar রা যদি লাইভ টেলিকাস্ট না করতেন, যাত্রীদের আত্মীয় পরিজন রা সঠিক খবর পেতেন কি? আপনার হয়ত জানা নেই, সেদিন প্রাইম মিডিয়ায় যা খবর আপনারা দেখেছেন, বা যা ফুটেজ পেয়েছেন তার প্রায় সবটুকুই vloggar দের লাইভ টেলিকাস্ট এর উপর ভিত্তি করেই। 5. Vloggar রা যথেষ্ট সংবেদনশীল, ব্যক্তিগত ভাবে সকলেই মানুষ, অমানুষ নন, আপনার মতই তারা তাদের প্রফেশন এর প্রতি দায়িত্বশীল, কোনও মিডিয়া হাউস এর ছাপ নেই মানে তারা এই ধরনের বিপদে তাদের চ্যানেল এ কিছু জানাবেন না এটা ভাবা টা আপনার ভুল। জেনে নিন, vloggar দের রিচ কিন্তু মিডিয়া হাউস গুলির থেকে কম কিছু নয়, বরং সামগ্রিক ভাবে vloggar দের চ্যানেল এখন সমান্তরাল মাধ্যম। যারা analytics জানেন তাদের কাছে এই ব্যাপারে জেনে নিতে পারেন। সর্বোপরি, আবারও একই কথা বলব, অযৌক্তিক কারণে, হঠাৎ ক্ষেপে গিয়ে গুটিকয়েক মানুষের শারীরিক ভাবে জঘন্য গালাগাল সহ vloggar দের উপর চড়াও হওয়ার ঘটনাকে তীব্র ভাবে ধিক্কার জানাই, কিছু অসুস্থ মানুষের এই আচরণ একেবারেই অনভিপ্রেত এবং আইনের চোখেও তা অপরাধ বলেই গণ্য। যারা vloggar দের দোষ ধরতে ব্যস্ত, তাদের উদ্দেশ্যে বলব, আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক, আর যারা নিন্দনীয় ভাষায় এখনও কমেন্ট সেকশন এ কমেন্ট করে চলেছেন তাদের জানাই, আপনারা অকিঞ্চিৎকর, আপনাদের কোনও মূল্য নেই, কমেন্ট সেকশন আপনারা দেখলেই বুঝবেন, অগণিত মানুষের শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ রয়েছে আমাদের সাথে, যারা ঘৃণ্য মেসেজ করছেন, কমেন্ট করছেন আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। আমরা এগিয়ে চলব আরও দ্রুত গতিতে, আরও বেশী উদ্যমে, যারা হিংসায় জ্বলছেন তাদের হিংসা আরও বাড়িয়ে দেব, এই প্রতিশ্রুতি রইল।
@pradipdebnath7256 Жыл бұрын
@dilip kumar Sen Apni doctor er kache jan.
@monideepb Жыл бұрын
@@pradipdebnath7256 যাকে বলছেন তাকে ট্যাগ করুন,,,নাহলে বোঝা যাচ্ছে না আপনি কাকে বলছেন
@subhasisdas3702 Жыл бұрын
শিবাজী দা! আপনার ও বাকি ব্লগার দের ওপর এই আক্রমণের তীব্র নিন্দা করছি! এবং এই ঘটনা আমাকে চিন্তিত হতে বাধ্য করছে। সাবধানে থাকবেন! আপনি যথেষ্ট বিচক্ষণ মানুষ! আপনাকে পরামর্শ দেবার মত ধৃষ্টতা দেখানোর সাহস আমার নেই, তবে কোনো প্রেস ক্লাবের সদস্য হয়ে যদি একটা প্রেস এর আইডি কার্ড সংগ্রহ করে কাছে রাখতে পারেন তাহলে এই ধরনের সমস্যায় কিছু সুবিধে হতেও পারে! অনেক মানুষ এখনও ব্লগের গুরুত্ব বা প্রয়োজনীয়তা বোঝেন না। সস্তা ও নিম্নমানের ব্লগার দের থেকে পাওয়া কিছু তিক্ত অভিজ্ঞতার সাথে আপনাদের মত বিদগ্ধ মানুষ দের এক করে একটা মুড়ি মিছরি একসাথে করে দেবার চেষ্টা করেন! এই ভিডিওটি দেখে খুবই আশঙ্কিত হয়ে পড়েছিলাম। আমার অনুরোধ রইলো যদি আমার কথা টি একবার বিবেচনা করেন! খুব ভালো থাকবেন দাদা! পৃত্বিজিত দা কেও আমার ভালোবাসা জানাবেন!
@saibhattacharya4364 Жыл бұрын
Thik bolechen, Dilip da. Besir bhaag blogger der kono sense nei. Manush jon er video kora uchit na anumati na niye.
@gopalchakraborty1788 Жыл бұрын
...."রেখেছ বাঙালি করে, মানুষ করনি"....জাস্ট কিছু বলার নেই। আশা করি শিবাজীদা তোমরা সবাই সুস্থ অবস্থায় বাড়ি ফিরছো। আমরা সবাই তোমার সাথে আছি। থেমে থেকনা, জানি তুমি থামার পাত্র নয়।
@Pia_sen Жыл бұрын
Shibaji da Is a decent vlogger with enough sensibility and maturity . The misbehavior and harassment that he faced from some co-passengers cannot be tolerated . Keeping calm and smiling even in the face of such public abuse reflects his dignity and heightens our respect for him.We are with you Shibaji da. Technological advancement should also carry responsibility to meet emergencies.
@marvelgaming8226 Жыл бұрын
It also shows shibaji da is very educated and the smile on his face in this situation proves his courage and dignity
@aiims891 Жыл бұрын
@@marvelgaming8226 , ABSOLUTELY 💯👍👍👍
@santanubanerjee7615 Жыл бұрын
আমি দীর্ঘদিন ধরে এক্সপ্লোরার শিবাজী চ্যানেল টির সাবস্ক্রাইবার। সব ভিডিও ই আমার দেখা। শুধু আমি নয় আমার পুরো পরিবার এবং আমার বহু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রাও এই চ্যানেলের গুণমুগ্ধ ভক্ত। শিবাজী দা সর্বদাই সততার সাথে চারিদিকের সব কিছুই আমাদের সামনে তুলে এসেছেন। সেটা কোন স্থানের প্রাকৃতিক সৌন্দর্য হোক বা খাবারের রিভিউ হোক বা পারিপার্শ্বিক পরিস্থিতি হোক না কেনো। সবই দাদা আমাদের দেখান। শুধু দেশের নয় বিদেশের ও। ওনার মত এমন একজন ভদ্রলোক যিনি অত্যন্ত বিনম্র, সুরুচিশীল এবং অবশ্যই সমাজ সচেতন। আমার মত আরো অনেক অনেক মানুষ আছেন যাদের কাছে শিবাজী বাবু অত্যন্ত শ্রদ্ধার পাত্র। শিবাজী দা এবং পৃত্থীজীৎ দা কে তো আমি অন্ততঃ খুব আপন বলেই মনে করি। আর আমার বিশ্বাস অনেকেই সেটা মনে করেন। এটা দেখে খুবই খারাপ লাগছে যে পরিস্থিতির সত্যতা তুলে ধরতে গিয়েই ওনাকে এই ভাবে অপমানিত হতে হলো। আর অবাক লাগছে এটা দেখে যে নিজে একজন বাঙালি হয়ে কিছু বাঙালির কাছে ওনাকে কটু কথা শুনতে হচ্ছে!!!!!!!! বাঙালি হিসাবে লজ্জা বোধ করছি। তীব্র নিন্দা করছি পুরো ঘটনাটির এবং চরম প্রতিবাদ জানাচ্ছি। যারা বিপক্ষে অনেক কিছু কথা বলছেন তাদের উদ্দেশ্যে বলছি পৃথিবীর চতুর্থ বৃহত্তম রেলওয়ে তথা ভারতীয় রেলের কি উচিত ছিল না বালাশোর স্টেশনেই যাত্রী দের আপৎকালীন কিছু সুবিধা প্রদান করা। হতেই পারে আকস্মিক ঘটনা। কিন্তু তার জন্য প্রস্তুত থাকা কি উচিত নয়??????? তার জন্যে খড়গপুর যেতে কেন এতগুলি যাত্রী কে। যারা এই প্রতিবাদ করেছেন তারা কি অন্যায় করেছেন???? না কোনো অন্যায় করেন নি। বালাশোর একটা যথেষ্ঠ বড় স্টেশন। সেখানে যাত্রী দের খাবার এবং জল দেওয়াই যেতে পারতো। সেটা যারা করলো না তাদের বিরুদ্ধে সোচ্চার না হয়ে এরা সব শিবাজী দার মত মানুষ দের অপমান করতে মেতে উঠলো। আজব ব্যাপার !!!! তবে হ্যাঁ এটাও জেনে রাখুন আজ শিবাজী দা এমন ঘটনা ভবিষ্যতে দেখলে আবার ও প্রতিবাদ করবেন।কারন উনি সত্যের পথে চলতেই ভালোবাসেন। অবশেষে বলি আমি কিন্তু অবশ্যই কোনো কন্টেন্ট ক্রিয়েটার নই। আমার সেই যোগ্যতাও নেই। হ্যাঁ এটাই সত্যি। এগুলো করতে গেলে অবশ্যই যোগ্যতা লাগে। আর শিবাজী দা হতে গেলে তো বুকের দম লাগে। দম থাকলে একহাতে ক্যামেরা নিয়ে পাথর ধরে উপরে উঠুন আর বিপজ্জনক বাঁশের সেতু ক্রশ করে দেখান। তারপর বিদেশ ঘুরে আসবেন। অতটা সহজ ভাববেন না। কন্টেন্ট ক্রিয়েটার দের কাজ গুলো কে সম্মান করতে না পারলেও অসম্মান ও করবেন না। মেনে নেবো না। অনেক কথা লিখে দিলাম। যাই হোক শিবাজী দা ও পৃত্থীজীৎ দা আমার দুই দাদা অনেক অনেক ভালবাসা নেবেন আর খুব খুব ভালো থাকবেন। 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@একটুঘরোয়াআড্ডা Жыл бұрын
একজন দায়িত্বশীল ট্রাভেল ব্লগার হিসাবে সমস্যাগুলো সবার সামনে তুলে ধরে প্রকৃত কাজ করেছেন শিবাজী দা। যাত্রীদের পক্ষ থেকে এমন দুর্ব্যবহার কখনোই কাম্য নয়। এদের সাধারণ জ্ঞান এবং ভদ্রতা দুটোরই অভাব আছে। এগিয়ে চলুন দাদা....♥️♥️
@subratachhatui4256 Жыл бұрын
Right
@pantu31 Жыл бұрын
Dhandabaz tui
@aapnarbangla Жыл бұрын
@@pantu31 Osovo murkho tui
@Sunny-tb7mj Жыл бұрын
Are Shibaji da nijeo rail er behaviour e khusi non.. uni o pochondo korchen na puro bapar ta...
@ARNAB262 Жыл бұрын
@@pantu31 tor baba dhandabaz
@s.m5107 Жыл бұрын
আমি ভীষন খুশী হয়েছি এরকম শক্ত হয়ে কঠিন পরিস্থিতিতে ও নিজেরা নিজেদের জায়গা থেকে একটুও সরেননি| থ্যাঙ্ক ইউ
@sumit83460 Жыл бұрын
Tick
@mramit5486 Жыл бұрын
shivaji kay dhora kalachana kno...? bola kina pant khula video kor...😆😆😆😆😆
@hazragoutam333 Жыл бұрын
Bengali ra khali khbe.
@sportslover2293 Жыл бұрын
@@mramit5486 apni NJP Vande Bharat er video te dekhlam gyan dichhen comment kore Vodrota niye ei toh apni nije darun vodro 😆
@guharup Жыл бұрын
@@mramit5486 cheleder pant kholar ato sokh kano tore?
@TS-TTP Жыл бұрын
খুবই ন্যক্কারজনক ঘটনা। আপনারা ভালো ভাবে ফিরে এসেছেন জেনে সত্যিই আশ্বস্ত হলাম 🙏। যেরকম পরিস্থিতি দেখলমা তাতে আপনাদের জন্য দুশ্চিন্তাই হচ্ছিল। এই এগিয়ে যাওয়ার চক্করে একদম নুন্যতম basic জিনিষ গুলো যখন কতৃপক্ষ ম্যানেজ করতে পারেন না, তখন তাকে অপদার্থ ছাড়া আর কি বলা যায়।
@shayakguha1793 Жыл бұрын
বাঙালির হিসাবে খুব খারাপ লাগছে। খাবার জল নেই, দরজা বন্ধ, AC বন্ধ করে গাড়ি চালাচ্ছে, এতে তো মানুষের মৃত্যু হয়ে যাবে। Shivajit আপনি দারুন কাজ করে চলেছেন। এগিয়ে চলুন। আমরা আপনার পাশে আছি
@dr.pallabchakrabarty3654 Жыл бұрын
ছিঃ। এই হলো আমাদের রাজ্যের মানুষ। যারা ব্লগার, তাদের এই ঘটনায় কি দোষ বোঝা গেলো না। আমরা সবাই শিবাজী আর পৃথ্বীজিৎ এর ট্রাভেল ব্লগের নিয়মিত দর্শক। আমরা পাশে আছি। থাকবো।
@kpmukherjee1993 Жыл бұрын
একদল স্থুলবুদ্ধির অস্থির অবিবেচক মানুষের মধ্যে থেকে যে সুস্থ শরীরে বেরিয়ে আসতে পেরেছ, কপালকে ধন্যবাদ।
@enzoferrari187 Жыл бұрын
Truth said sir, Railway frustration public tomader upore baar koche.. This is the reason even after so much resources available in India still India is lagging back in development. We blame politics but the truth is PPL like this are the real reason why India is underdeveloped. 👍🏽
@mrnonsenseju Жыл бұрын
@@crackwithnil03 Apni ki akhon Vande Bharat e bosen achen ?
তুমি ইংলিশে চাবালি মেরো না বাবা লুটতরাজের সীমা ছাড়িয়ে যাচ্ছে রেলওয়ে কোভিডের পর। প্রতিবাদী কন্ঠস্বর দরকার।
@Iamsayantanbasu Жыл бұрын
@@crackwithnil03 Na Passengers der mdyei onk e Train atkeche. Shibaji Da just ota cover korchiln. Uni kno opinion denni or Train bondho rakhte boleni.
@mainakpalmal38 Жыл бұрын
@@crackwithnil03 Video ta starting theke tarpor comment karo
@Partha_With_Guitar Жыл бұрын
ক্ষমতার অপব্যবহার, শিক্ষার অভাব মানুষকে কতো টা নিচে নামাতে পারে তার জলজ্যান্ত প্রমাণ.. খুব খারাপ লাগলো.. পাশে আছি আপনাদের... সুস্থ ভাবে ফিরে আসুন এই কামনা করি
@subhajitdas26 Жыл бұрын
শিবাজীদা লোক খেপাতে ভালোবাসতেন। কিন্তু ওনার জানা ছিল না, লোক সত্যিই খেপে গেলে কেমন লাগে।
@amitsankarmukherjee2868 Жыл бұрын
আপনি কি ডিম্ভাত খোর দিদির্ভাই?
@satyadutta7296 Жыл бұрын
Public should support shibaji as he is highlighting the situation... we support shibaji... We must appreciate shibaji that he is highlighting the actual situation & problem so that in future Indian railways will have a BACK UP PLAN / SOLUTION.... WE ARE WITH YOU SHIBAJI... GOD BLESS
@souravghosh3310 Жыл бұрын
Shibaji r akhon "mauka mauka". Akhon news manei views.
@debzb Жыл бұрын
People who are abusing Shibaji Da are inhumans.
@souravghosh3310 Жыл бұрын
@@debzb oporer 2 to comment er moddhe konta apnar abusive mone hlo?
@uglyindian4401 Жыл бұрын
@@souravghosh3310 yours is abusive... You are a failure... so if anyone does anything successfully, automatically that person is antagonized in your POV... Simply because... you yourself seem like an utter failure...
@amlanop5685 Жыл бұрын
@@souravghosh3310 video r kotha bolche Apni o jodi video ta puro dekhten tahole ektu bujhten
@gourabmukherjee7691 Жыл бұрын
ব্লগাররা সব জল খেয়ে নিয়েছে বলে ভেতরে কেউ জল পাচ্ছে না!! অদ্ভুত যুক্তি!! 😂😂
@BarnaliBurman-bh4fm Жыл бұрын
এ বড় দুঃখজনক ঘটনা, শিবাজী বাবু আপনি এবং আপনার সহযাত্রী ব্লগারদের আমরা খুব ভালোবাসি ও সন্মান করি ।এ অসম্মান আমাদের পরিবারের ।আপনি এগিয়ে চলুন,আমরা আপনাদের সঙ্গে আছি ।
@amitpaul7940 Жыл бұрын
সমাজে প্রচুর মানুষই মানসিক অসুস্থতা আর বিকৃতি নিয়ে ঘুরে বেড়ায়। এই বিকৃতি অপেক্ষায় থাকে কোন একটা ট্রিগার পয়েন্টের জন্য। ট্রিগার পেলেই সেটা জনসমক্ষে বেরিয়ে পড়ে, এই ঘটনা তার উদাহরণ।
@Life-with-us Жыл бұрын
People around the world watched the situation live. We are huge fans of Shibajida’s travel vlogs. Sad to see how some insensitive people behaved with such a humble and respectful person like him. Wish all the passengers of the train safely return to their homes and family.
@anupghosh73 Жыл бұрын
আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, দাদা আপনি আইনের পথে ব্যবস্থা নিন, ভালো থাকুন সুস্থ থাকুন |
@ayeshakhatun5225 Жыл бұрын
আমি পুরো অবাক হয়ে গেলাম এতগুলো মানুষ ওনাদের আজেবাজে কথা বলছে আর কেউ উনাদের সাথে প্রতিবাদ করার জন্য এগিয়ে এলো না 😢
@TOMJERRY-zn2pq Жыл бұрын
Protibad korar jonne ele tahole proman ki kore hobe j ora bangali...unity at the best wah bangali wah....
@debasisbera3292 Жыл бұрын
তাহলেই বুঝুন!ওনার সহযাত্রি অনেক পরিচিত ব্লগার ছিলেন তারাও চুপ।কেন?
@LETSSTARTARUP Жыл бұрын
তীব্র প্রতিবাদ জানাই, শিবাজী দা তুমি একদম ঠিক করেছো, তোমার সাথে যা হয়েছে তা ভীষণ অন্যায়
@jayantadebnathpapai2299 Жыл бұрын
হায়রে বাঙালি,সত্যিই নিন্দনীয়। শিবাজীদা মনখারাপ করবেন না। আমরা আপনার পাশে আছি আমরা আপনার পুরো লাইভটা দেখেছি সেখানে কি হয়েছে। সেগুলো বিষয় নিয়ে আর ভাবার দরকার নেই। আপনি এগিয়ে চলুন। ভালো থাকবেন🙏🙏🙏🙏👍👍👍👍❤❤
@sandipmukherjee210 Жыл бұрын
গালাগালি থ্রেট করা একদম সমর্থনযোগ্য নয় কিন্তু কিছু কিছু ব্লগারের জন্যে ট্রেন এ শান্তি তে যাওয়া মুস্কিল হয়ে যাচ্ছে, সবার হাতে একটা ক্যামেরা থাকলেই ব্লগার হয়ে যাচ্ছে, আর গোটা কামরা তাদের দখলে চলে যায়,তার উপর এতক্ষন ট্রেন দাড়িয়ে থাকায় মেজাজ এমনিতেই খারাপ সার্বিক ভাবেই এই reaction, vlogger দের আরো দায়িত্বশীল হওয়া উচিত
@prabirpal7812 Жыл бұрын
মানুষ যে অসভ্যতামির কোন সীমা পর্যন্ত যেতে পারে সেটা হয়তো এই লাইভটা না দেখলে জানতেই পারতাম না। যে লোকগুলো এইসব কথা বলছে এনাদের নিজেদের নূন্যতম মান সম্মান আছে বলে তো মনে হয় না....এই সমস্ত লোকদের ট্রেন থেকে বের করে দেওয়া উচিত। আপনি কোনো ভুল করেননি দাদা সেটা আমরা সবাই জানি এইসব লোকেদের কথা মনে নেবেন না
@raghunathbhattacharjee5555 Жыл бұрын
দাদা আপনি অত্যন্ত ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিয়েছেন. প্রচণ্ড প্রতিকূল পরিস্থিতি তে পরেও আপনি মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দিয়েছেন. যারা "বাচ্চা" সম্বোধন করে কথা বলেছে সেটা তাদের বাড়ির অভ্যাস. এতে আপনার কিছু করার নেই... বাংলা তে অত্যন্ত ভাল মানের আপনি একজন ইউটিউবার. এগিয়ে চলুন... ❤
@dipanjanbhattacharya1476 Жыл бұрын
এই সব অসভ্য বর্বর যাত্রীদের সাথে কোনোরকম আপস করবেন না।আপনারা নির্ভীক ভাবে আপনাদের কাজ চালিয়ে যান। আমরা আপনাদের সাথে আছি
@Ram-prosad Жыл бұрын
Era holo ondho vokto.
@sid_travels Жыл бұрын
This is quite unfortunate and apathetic with the way people are behaving. Instead of handling the situation with maturity, passengers are losing their composure and calmness. Such incidents can happen and are inevitable. Yes, railways could have pre empted emergency situations and drafted mitigation to help resolve the scenario efficiently. But, we as a society, as evident from lack of consensus, immatured behavior and inefficiency to tackle a challenging situation, have failed. Please continue with your endeavor Shibaji Da. God speed!!
@monamichoudhury2831 Жыл бұрын
এতক্ষণ অবধি বিভিন্ন সোশ্যাল প্লাটফর্মে প্যাসেঞ্জার দের নানাবিধ সমস্যার এবং অভিযোগের কথা vlogger দের মুখে শুনে (মানে ওনারা নিজেদের কথা বাকিদের মুখে যেভাবে বসিয়েছেন) আগের কমেন্ট টা করেছিলাম, এখন শিবাজীবাবুর vlog থেকে ওনাদেরই স্বরূপ দেখে কমেন্ট সরাতে বাধ্য হলাম।
@reetbhat Жыл бұрын
Oshadharon Sibaji,,, nirbhik tumi. Hats off. Situation ta kichu matha mota loker jonnyo ki theke ki hoye gelo,,, asha korbo enara shobai bhalo kore bari pouche jak aar matha thanda hole jate era nijera realise koruk j era ki korlo eta ,,, 🎉❤🎉❤
@bikashranjangupta5857 Жыл бұрын
এই ঘটনা কে ধিক্কার জানাই,, শিবাজী দা কে অনুরোধ রেলের কর্তৃপক্ষ কে পুরো ভিডিও টা দেখিয়ে ওই যাত্রী র বিরুদ্ধে অভিযোগ করুন লিখিত ভাবে,,, আমরা সবাই আপনারা সঙ্গে আছি 🙏
@ChandanNaiya550 Жыл бұрын
এই কারনে কাউকে উপকার করতে নেই। চড়িয়ে লাল করে দিন। দাদা আমরা always আপনার সাথে রয়েছি।
@Liverpool91lolfc Жыл бұрын
Apnake choriye laal kore deoa uchit! Vlogger khushti chole eseche dadar ta chatte
@saibaldey8419 Жыл бұрын
It seems those who heckled you were provoked by the Rly authority. It is really an unfortunate incident & we are with you. You were in no fault & were 1000 percent right.
@ratul4788 Жыл бұрын
Respect your type of dedication .... Your courage to stay with truth ❤ Salute you Mr. Shivaji
@ajutbarua5340 Жыл бұрын
দাদা এইসব মানুষজনের জন্য বাঙালিদের লোকে কাঁকড়া বলে।তুমি এগিয়ে যাও দাদা আমরা সবাই তোমার সাথে আছি।
@soumyadeep100 Жыл бұрын
ekdom ekmot
@dasbaburmuthophone2930 Жыл бұрын
আমি আপনার মুগ্ধ দর্শক। আজ পর্যন্ত আপনাকে অযথা নেতিবাচক ভিডিও করতে দেখিনি। যথেষ্ট কারণ যে রয়েছে বুঝতেই পারছি শিবাজিদা।
@sisirbhowmick6477 Жыл бұрын
We are with you and with the truth... shame on those hooligans who are using bad languages and rough attitude
@greenheavens9600 Жыл бұрын
অসুস্থ মানসিকতার মানুষ। এদের জন্যই তো আমরা আজকে এতো সু ব্যাবস্থার মধ্যে আছি ।😊
@samraggitd1758 Жыл бұрын
Hats off apnake ato cool rekhe video korar jonno.. ata human psychology je onner ragta onner opor deoa and definitely bangali public ai sob dik theke ank agia
@ghoshbaburboithok Жыл бұрын
It seems that Vande Bharat has advanced technology but the designer has not considered the backup and failover scenarios. Shivaji you did a excellent job. Pls don’t get involved with these low minded people. Yes they are releasing their frustrations with you. No worries situation will be under control
@railfan-in-iitkharagpur Жыл бұрын
All the youtubers disturbed the EC passengers yesterday
@MSDas-si8ou Жыл бұрын
Of course, designer should have asked God to stop Natural Calamity. Please come forward and try to design something for INDIA
@sudip2676 Жыл бұрын
It is the job of a designer and security expert to address, they can not escape from it.
@amiekai100 Жыл бұрын
@@railfan-in-iitkharagpuryou are 100 % right
@souravghosh3310 Жыл бұрын
@@railfan-in-iitkharagpur akdom thik bolechen. Kal era sobai mile ja koreche EC te seta kono vabei accepted noy.
@piuadhya5947 Жыл бұрын
আপনি যা করেছেন বেশ করেছেন শিবাজী দা, খুব চিন্তায় আছি, ভগবানের কাছে প্রার্থনা করি সুস্থ শরীরে ফিরে আসুন, আর যারা আপনাকে গালাগালি দিলো, তাদের যে কোনো শিক্ষা নেই সেটা তারা নিজেরাই প্রমাণ করে দিলো।
@dipanwitasom3326 Жыл бұрын
akdom thik..
@amartyamal7460 Жыл бұрын
সত্যি শিবাজীদা তুমি বলেই কিন্তু সেই সময় মাথা ঠান্ডা রেখেছিলে । আমাকে আপনি বলার দরকার নেই , আমি তোমরা ভাইয়ের মতো । এক ভাই তার দাদার অপমান কিছুতেই মেনে নিতে পারে না। আমার নাম অমর্ত্য
@AmitSarkar-ul9hq Жыл бұрын
Shivaji you need to be aware of those impatient and immature passengers who resort to violent outburst rather than resolving the issues in a peaceful manner. It clearly represents our mass identity of some people who dont know how to behave in a calm manner. Any malfunction can happen but this is not the way to show discontent. We Indians are proud for all our progress but some of our minds are still in need of thorough brush-up!
@ayonavoghosh415 Жыл бұрын
This is progress according to you? A train that has got no ventilation and no supply of air because of the non-working ACs , where no meals are being served and that too for a prolonged period of time. God forbid, had your child been in such a situation you would have understood why they were behaving this way. You have to prepare for natural disasters before you launch a train and start charging 1400 bucks for a ride. People are paying that much amount to get a fair service and not to be treated like this. This is what exactly the situation of the country is right now, all show and nothing functional.
@HighwayBirds Жыл бұрын
রেলওয়ে আরো সতস্ফুর্ততার সঙ্গে কাজ করা উচিত ছিল। Vande Bharat প্রোজেক্ট কতটা unplanned তার প্রমাণ আজকের ঘটনা। No plan B available for Indian Railway is a rake breaks down like that. Unfortunately Political.
@katnil8 Жыл бұрын
I am very happy with your dedication Dada !!! I am with you all along 👍
@suvendumukherjee710 Жыл бұрын
At least 100 times in my life gone through such a situation from highly literate people,police and rude villegers instigated by a few while travelling on assignment .Shibajida's reaction is the coolest. .Just a suggestion be secured yourself first .No one will come forward to save you and someone will take advantage of stealing your belongings .Travelling is fun but stress too. No one knows better than you. Take rest
@sudipbhaumik7905 Жыл бұрын
What kind of assignment?
@arkakundu225 Жыл бұрын
Joto oshobbhotami sob so called "Elite and Educated" class er lok e kore; this is fact
@apaul8321 Жыл бұрын
Saffron monkeys are expert in stealing others belongings. Stay safe from them
@arkakundu225 Жыл бұрын
@@apaul8321 irrelevant comment
@apaul8321 Жыл бұрын
@@arkakundu225 not at all. Saffronist monkeys are national thief . if u dont aware and take precautions ,one day u will see they will snatch your all thing and made u a begger immigrant.
@arijitpiyu Жыл бұрын
Hats off Shibaji da. Great bravery shown to those stupid co-passengers. Knowing nothing about what you are doing unnecessarily they harassed you. Make their faces more viral in every social media. Keep up your good work Dada.
@chandanghosh5671 Жыл бұрын
বর্তমানে ভারতীয় রেলের অবস্থা খুব খুব খারাপ। গত ২/৩ মাসে দুবার মুম্বাই হাওড়া দুরন্ত এক্সপ্রেস প্রায় ৭-১১ ঘণ্টা দেরীতে হাওড়া এসে পৌছেছে। দুবারই আমার আত্মীয় চিকিৎসা করিয়ে ফিরছিলেন। দুবারই এক অবস্থার সম্মুখীন হয়েছেন। ট্রেনে বয়স্ক মানুষ, বাচ্চা, অসুস্থ মানুষ যাতায়াত করেন, তাই এই ব্যাপারগুলো ভারতীয় রেলের অবশ্যই দেখা উচিত।
@justanotherperson2576 Жыл бұрын
Beche dewar sujog khujche arki!!
@sanubh5941 Жыл бұрын
@@justanotherperson2576 Bacha decha bas koracha
@mirajahmed6495 Жыл бұрын
India😂😂😂
@justanotherperson2576 Жыл бұрын
@@sanubh5941 সে তো বুঝলাম কিন্তু সবার আগে সরকার-টা বেসরকারী করে দিলেই তো ল্যাঠা চুকে যায়! ওনার গদি আঁকড়ে পড়ে থাকবেন কেন? দেশটাও টাটা-আম্বানিরা চালালে ক্ষতি কি?!! ফালতু ইলেক্টোরাল বন্ডগুলোও আর কাজে লাগানোর দরকার নেই!
@kaushikdatta2725 Жыл бұрын
Hwh-pune duronror-o eky abosyha..7-10hrs late cholche...5600 taka 2ACr jonyo ekdom lootmar..
@jayantasarkar1193 Жыл бұрын
One thing I understand that if majority of people do something,that does not mean they are right. Shibaji Da was very square at his behaviour. And I really think miserably for those who (saffron kurta ) profaned Shibaji Da and definitely yellow dressed guy who intimidated Shibaji Da to get him arrested. I must be conclusive that Shibaji Da behaved his best before such rowdy, rascals. I wish you have happy journey!!
@subhrojitcoomar6321 Жыл бұрын
Majority of public are fool and scared so majority is for nothing good they will suffer but not have the guts or audacity to stand for the correct decision making and all those public you say if they are alone they will just leave even after someone slaps or kick them or their family only when someone stupid jumps up they will join and then after leave from the site this is cowardness
@souvikray2121 Жыл бұрын
I am delighted to see our favorite Shibaji Da and Pritthi Da with all the vloggers have safely reached home. It is a lesson we should learn from Shibaji Da that even in a situation of utmost tense, he never loses his calm and that smile he puts on always. The people who accused vloggers for dysfunction of the train are basically the same people who blamed Anushka sharma for India losing matches and Virat not playing well. That was ridiculous, but I would strongly like to add, We are getting Impolite and passive aggressive day by day for no reason at all, but the gesture of rebuttal given by sitting to the side of that aggressive orange shirt man, and Shibaji Di be like " ashun amar babar sathe alaap korai " Was LIT 🔥 as a comeback. Don't bog down Shibaji Da, I and my parents watch you everyday at Dinner and we want you strong and smiling like you always. Take Care!
@nirmalyabubaisen5486 Жыл бұрын
Shame on to those section of passengers who slams the act of a person who is independently taking the responsibility of presenting the problem of all the passengers inside the train . They represent their identity by their language itself . Thanks Shibaji for your live feeds regarding every circumstances, doesn't matter what others thought process .
@samroy5967 Жыл бұрын
3:43 the real trouble passenger is this guy calling the railway headquarters and demanding food Of course other passengers lost their temper and started insulting our dear Shibaji with the thuggish attitude But that one passenger at 3:43 started it.
@avishekmitra2801 Жыл бұрын
Ki oshovvo sob lokjon...beshi mejaj..Shibaji da we are with you...Thank you for showing the truth but remain alert and take care❤👍
@TheJishnu009 Жыл бұрын
Hats off to you!!! Lakh er opor manush der tension theke apni relief diyechen,er theke boro ar ki hote paare. Roilo baki protibad ,seita toh apni ki situation e porechen bujhte parchi but oi projatir prani gulo(jara apnake harassed korlo) jodi na thakto tahole desh ta unnotir dik e jeto.
@asoksanyal1623 Жыл бұрын
খুবই অশান্তি হচ্ছে দেখতে পাচ্ছি। সাবধানে থাকুন এবং পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিন।
@sayakchakraborty9937 Жыл бұрын
Vlogger দের সাথে তাঁরাই এরকম আচরণ করেন যাঁদের জীবনে vlogger হওয়ার ইচ্ছে থাকলেও হয়ে উঠতে পারেননি। 😂 সত্যিটা সামনে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ শিবাজী দা।
@atanuch1961 Жыл бұрын
না, এরা সব বিজেপি সাপোর্টার, যাকে আমরা বলি অন্ধ ভক্ত
@paramitaguha6397 Жыл бұрын
😂😂😂😂..haan oi orange aar yellow jama pora dujon particularly
@subratachhatui4256 Жыл бұрын
😁😁😁
@livingwithrajib4020 Жыл бұрын
একদম ঠিক. এই ব্লগার দের জন্যে আজকাল অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে. ট্রেন, বাস, দর্শনীয় স্থান, ট্যুরিস্ট place সব জায়গায় এদের hurohuri.. privacy ও আর একটা concerns
@ytforro Жыл бұрын
এর কারণ টাকা কামানো। সত্যিই এবার আইন এনে এদের regulate কত উচিত।
@sayannagchoudhary8293 Жыл бұрын
Nijer okhomota key chagol marka kotha barta diye lokano jaena.
@parijat9733 Жыл бұрын
কথাটা ভ্লগার,ব্লগার নয় আর এই পরিস্থিতির জন্য একমাত্র রেল দায়ী সেটাকে আপনারা অন্য কারোর ওপর চাপিয়ে দিতে পারেননা।ইন্টারনেট আছে বলে সস্তায় দুই তিনটে কথা এসে বলে দিলাম কিছু past insecurity experience কথা মাথায় রেখে।একটু দায়িত্ববান হোন এবং জেনে বুঝে কমেন্ট করুন নাহলে হাসির খোরাক হয়ে যাবেন।
@manasidey3146 Жыл бұрын
এই পরিস্থিতিতে আপনার দৃঢ়তা এবং vloging এর জন্য dedication সত্যিই প্রশংসার যোগ্য। আপনার অপমান আমাদের ও অপমান যেহেতু আমরা আপনার extended family.আর কিছু করতে না পারি পাশে থাকার অঙ্গীকার রইল।
@sankarchowdhury5443 Жыл бұрын
কর্তৃপক্ষের দায় নিজেদের কাঁধে তুলে গালাগাল করে অনেকে উচ্চতায় নিয়ে যেতে চায়। নির্ভীকভাবে কাজ করুন। আমরা সংগে আছি।
@soumyasaha6510 Жыл бұрын
অতি উত্তম সবাইকে চিনে রাখলাম বেশ ভালো মানসিকতার পরিচয় পেলাম ওনাদের থেকে, বাজ পড়ে খালি ট্রেন না মানুষের মস্তিষ্ক টাও বিকল হয়ে যায় এটাই তার প্রণাম
@gourabroy87 Жыл бұрын
This is not expected from a section of passengers. All should come together to resolve the situation rather than quarreling. Vloggers are putting up the current situation and are playing the role of self reporting which is actually great and in ways will help the authorities to assess the situation quickly. We all are with you Sibaji Da and company.
@charanchinha5861 Жыл бұрын
@@ps2421 galagali keno?
@gourabroy87 Жыл бұрын
@@ps2421 dhonnyobaad. Aapnara age bhalo kore situation ta dekhun tarpore ei bhasha proyog korben
@gourabghosh1402 Жыл бұрын
@@gourabroy87 Ota Bhakt dada...chera din...2 taka per comment gulo akon youtube o chole asacha...sotti bolle eder problem
@ps2421 Жыл бұрын
@@gourabroy87 apnake na, onno ekjon ki likhte gechilam eta support kore kichu lekhar jonne, vul kore apnar comment e reply hoye gache
@KNBK_Productions Жыл бұрын
Vloggers and youtubers who put up situations in front of the society are always harrased. We all are with you Shibaji Da. Kichhu hole amra achhi tomar pashe. 💌💌💌
@rajkumarkarfa1142 Жыл бұрын
Ekdum Satya kotha, khub Satya. Shibaji da uchit kotha bola uchit. Apnara ja korchen satai thik. Rail k janan through Ministry of Railways,
@shamikkumarrakshit9123 Жыл бұрын
শিবাজিবাবুর জন্যে তো ট্রেন খারাপ হয়নি। এরকম ইতর প্রানী সমাজে সব স্তরেই থাকে। কাজ চালিয়ে যান, শিবাজিবাবু, এসব ফাঙ্গাসকে পাত্তা দেবেন না। ♥️♥️
@amitsankarmukherjee2868 Жыл бұрын
ডিম্ভাত খোর দিদির্ভাই
@missinggears Жыл бұрын
মানুষের এতো জঘন্য ব্যাবহার? শিবাজীদা আমরা তোমার পাশে আছি। সাবধানে ফিরে এসো
@suryasen1581 Жыл бұрын
Shibaji da you are correct, it's result of complete frustration, somehow those people have some failure in their life and it happens after seeing such a successful people like you in front of their eyes. Anyway, hope you and Prithvijit da and other colleagues of you reached home safely. Again wish you all the travel bloggers the best. Thank you🙏🙏
@souravbanerjeeju Жыл бұрын
Wishing a speedy recovery of the situation. As a big fan, Shibaji da, requesting you to stay calm please. Others have really lost their mind
@ratnadas9250 Жыл бұрын
যাত্রী দের এই অসভ্য আপনাদের সঙ্গে এটা একেবারেই কাম্যনয়।অত্যন্ত অসভ্য যাত্রী।ছিঃছিঃ
@happywithrakhi9030 Жыл бұрын
Amra Bangali banglay thaki ,.... Tai besi buddhiman
@sibashishpaul6681 Жыл бұрын
বন্দে ভারত যখন শুরু হয়েছিল তখনই আমি সন্দেহ প্রকাশ করেছিলাম । LHB কোচের সাথে WAP4 সহজেই integrate করা যায় । উইথ পাওয়ার connection , separate DG LHB এর সাথে থাকে । বন্দে ভারত অনেক টা EMU এর মত । combined unit । এতো হোনা হি থা 😊
@sumanmondal8819 Жыл бұрын
Exactly এটাই ভাবছিলাম। এই ঘটনার পর কি জেনারেটর car নেবার কথা ভাববে রেল ? আদেও সেটা কি সম্ভব ?
@sibashishpaul6681 Жыл бұрын
@@sumanmondal8819 আমার মনে হয় সম্ভব না ।
@NurulBachchu Жыл бұрын
Shibajee dada- I am from Bangladesh and we follow your video from beginning till today. We condemn Bande matorom train incident . We the followers your channel heartily protest and hate those Gundagiri and chotologs attitude. We the people of Bangladesh with you from our heart.
@tanmaydas2809 Жыл бұрын
কিছু মানুষ আছে যারা জাস্ট জানেনা কি ভাবে কথা বলতে হয়।।। কি ভীষণ বাজে একটি ঘটনা ঘটলো।। আপনার মত একজন ব্লগার সত্যিই পাওয়া কঠিন।। তাকে কিনা এই ভাবে গালিগালাজ খেতে হচ্ছে তাও সঠিক কথা বলার জন্য।। আশা করি সুস্থ আছেন দাদা আপনি আর টিমের সকল সদস্যরা।।
@subhajitbhadra6082 Жыл бұрын
Its unbelievable how Indian railways can be so careless about this situation.. To inaugurate, all the politicians queue up but when there is a problem, you find total lack of empathy and preparedness..
@somabhattacharya685 Жыл бұрын
আপনার ধৈর্য এবং সাহস দুই ই প্রশংসনীয়। আপনি ঠিক কাজই করেছেন। আপনি এগিয়ে যান শিবাজী দা। সবাই আপনার সাথে আছি।
@OorneeMitra Жыл бұрын
শিবাজীদা আপনি যথাযথ কাজই করছেন, আমরা আপনাদের সঙ্গে আছি।
@Sarkarsir Жыл бұрын
দাদা আমাদের মতো ছোটো ব্লগারদের কাছে ইন্সপিরেশন 🙏 মানুষ কতোটা বুদ্ধিহীন হলে এমন ভাবতে পারে, দাদারা নাকি ট্রেন বন্ধ করেছেন । লোকজনের মেন্টালিটি কতোটা নিম্নমানের সত্যিই ভাবা যায় না। আপনি লাইভ গুলো দেখুন বুঝতে পারবেন কে ঠিক । এই ঘটনার তীব্র নিন্দা জানাই । শিবাজী দা আমরা আপনার সাথে আছি 🙏🙏🙏🙏
@marvelgaming8226 Жыл бұрын
Shibaji da you are an extremely patient and sensible vlogger. Don't mind the words that people say and care only about yourself. This video proves how educated and sensible you are. We are with you shibaji da
@SaumyajitChakraborty-m7z Жыл бұрын
Yes, you are the real' Shibaji the Boss', You are a true resolute vlogger.Stay safe and strongly confront with challenging situations with bravery.We're all your well wishers.Awating for your next vlog fervently.May God bless you.
@ShouvikMukherjee-ishouvik Жыл бұрын
খুব খারাপ অবস্থা। সবাই যেন সুস্থভাবে বাড়ি ফিরে আসেন। তবে, ভ্লগারদের ওপরে এত রাগ কেন সেটা বুঝতেই পারলাম না। রেল কর্তৃপক্ষ কি কাছের কোন স্টেশনে অন্তত জল, খাওয়ার ব্যবস্থা করতে পারছেন না? টয়লেটগুলো কি পরিস্কার করা যাচ্ছেনা? এটা মেনে নেওয়া যায়না।
@subratachhatui4256 Жыл бұрын
Right
@aribankol Жыл бұрын
onekei ekhon vloggerder hingsha korte arombho koreche, dollar e kamachche eta janar por
@sanchitagoswami4394 Жыл бұрын
শিবাজী দা আপনাকে কুর্নিশ জানাচ্ছি সত্যি টা সাহসীকতার সঙ্গে তুলে ধরার জন্যে।আমরা সবসময় আপনাদের পাশে আছি। এই ঘটনা অবশ্যই সঙ্ববাদ মাধ্যমে তুলে ধরা উচিত।
@ekakinidebi2615 Жыл бұрын
লোকজন এর ভালো চাইতে নেই, এই হলো প্রমান।
@PB2325bh Жыл бұрын
Tweet to respective DRM and Rail minister about the problems you are facing I hope there will be solution Railways should have arranged the dinner for all bcoz of un expected delay due to calamity
@babulal83 Жыл бұрын
There should be a special inaugural train only for blogger so they can enjoy and report. Public should refrain travel when bloggers are there. Indian railways should charge blogger double ticket fare as they are earning money through their video
@arindamnarayanchowdhury8732 Жыл бұрын
একদম ঠিক করেছেন শিবাজীদা। আমরা সবাই বন্দে ভারত নিয়ে নাচবো, আর এই ট্রেনের যে এত Fault,তা Live না করলে বোঝা যেত না। রেলের উপর রাগ টা আপনার উপর দেখিয়ে দিল শুধু শুধু। অবশ্য সেখানেও আপনি হয়তো জিতবেন। রেলে কর্মরত অনেকে হয়তো আপনার Follower, তারাও এই অসন্তোষ দেখছে। পরবর্তীতে সজাগ থাকবে।
@greenmangomore6740 Жыл бұрын
অতিরিক্ত গোমূত্র পান করার ফল এটা। তানাহলে এই মাল গুলো রেলওয়ে সিস্টেম কে দায়ী না করে কি করে ব্লগার দের উপর দোষ চাপিয়ে দেয়। জিবনে অনেক ভক্ত দেখেছি কিন্তু এদের মতো আবাল দেখিনি।
@sportslover2293 Жыл бұрын
খুবই দুঃখজনক ঘটনা Shibaji দার জন্য 🥲। উনি কখনই এরকম অপমান Deserve করেননা। Shibaji Da ❤
@tamoghnaroy6510 Жыл бұрын
শিবাজী দা..যখন লাইভ এ প্রথম ঘটনা টা দেখি.. সাথে সাথে ABP,24 ঘন্টা, News 18 দেখলাম.. কিচ্ছু নেই.. আপনাদের থেকে ই প্রথম জানলাম..এগিয়ে যান.. অল্প হলেও পাশে পাবেন..
@samatadeb2667 Жыл бұрын
দাদা, প্রতিটা লাইভ দেখেছি। আমরা সবটাই জানি। আমরা দূর থেকেই আপনাদের সাপোর্ট করছি। আর কি বলবো ।যারা অপরকে সন্মান দিয়ে কথা বলতে পারেনা ,তারাই নিজেদের ভদ্রলোক বলে এই আর কি। আপনারা সাবধানে বাড়ি ফিরে আসুন ,ঠাকুরের কাছে এটাই পার্থনা করছি।🙏🏻
@sanjhbati4582 Жыл бұрын
দাদা, ক্যামেরা একদম বন্ধ করবেন না, মানুষ নিজের ভিতরের আসল রূপ টা দেখাচ্ছে.. মাথায় এটুকুও বুদ্ধি নেই যে live video মানুষ দেখলে যদি কোনো ভাবে কোনো সাহায্য করা যায়, এগিয়ে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবে.. আসলে রেল কর্তৃপক্ষের অক্ষমতার ক্ষোভটা আপনাদের ওপর উগড়িয়ে দিচ্ছে..
@sarthakbhattacharyya-k9q Жыл бұрын
Osadharon sir...apnar spirit dekhe mughdho...best way to treat all..."ami apnake challange korchi"
@HunterJanowar Жыл бұрын
ধন্যবাদ এই সমস্যাগুলো তুলে ধরার জন্য, এই ট্রেনে ভাড়া আবার ফ্লাইট এর সমতুল্য আবার এতো সমস্যা 😡😡😡
@olimagnus Жыл бұрын
Praying to God, that the situation normalizes and good sense prevail. There is nothing wrong what Shibaji da has shown in Live. He has only put forth what is the situation. Concerned if this is the manner in which India's premium train operates then it is really a ugly state of the matter.
@moumitachakraborty12 Жыл бұрын
তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই ঘটনার।যাত্রীরা তোমাকে কীভাবে এই পরিস্থিতির জন্য ব্লেম করছে??? সত্যি এই মানুষগুলোর ব্যবহার দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি এগিয়ে যাও দাদা আমি আছি তোমার পাশে। সিচুয়েশন থেকে বেরিয়ে কীভাবে আসা যায় সেটা না ভেবে অকারনে কনফ্লিক্ট আর সমস্যা তৈরি করছে যাত্রীরা। সত্যি খুবই খারাপ লাগছে তোমাকে এইরকম একটা হ্যারাসমেন্টের স্বীকার হতে দেখে। তুমি ও তোমার সঙ্গে যারা গেছেন তাদেরকে নিয়ে সেফলি বাড়ি ফিরে এসেছো এটাই আশা করছি।
@ritudas4672 Жыл бұрын
দাদা,আমরা সবাই আপনার সাথে আছি... আপনার live গুলো যদি এঁরা দেখতেন, তাহলে নিজেদের দাঁত -নখ-মুখ বের করার আগে দুবার ভাবতেন।আরও এগিয়ে যান,বহু মানুষের শুভকামনা আপনার সাথে সবসময় আছে
@ashimaroy8342 Жыл бұрын
Vlogerরা সবাই সুস্থ আছেন যেনে নিশ্চিন্ত হলাম। সভ্যতা অসভ্যতা সব ই দেখলাম। আপৎকালেই তো মান আর হুসের পরিচয় পাওয়া যায়।
@sudiptamitra1608 Жыл бұрын
সত্যি এদের কে দেখে নিজেকে শিক্ষিত মানুষ হিসেবে ভাবতে লজ্জা লাগছে, Shibaji দা আমরা আপনাদের total ট্রাভেল ব্লগার কমিউনিটির সাথে আছি, সাবধানে থাকুন এবং নিরাপদে থাকুন
@Somadas-ru3sj Жыл бұрын
আপনাকে ধন্যবাদ এত আক্রোশের পর ও আপনি গোটা ঘটনা তুলে ধরেছেন । অত্যন্ত নিন্দনীয় ঘটনা।
@rituparnadas4287 Жыл бұрын
Really very unfortunate situation..Pray to God..that you overcome this situation and come back safely..Shibaji da well done..stay steady and calm..as you have shown their loopholes the passengers have started shouting at you.. unexpected behaviour from them...keep on doing your job ..
@ayanroy5301 Жыл бұрын
জরুরী অবস্থা মোকাবিলার জন্য কিছু ব্যাবস্থা নেওয়া খুব খুব দরকার।
@plabanschoice2413 Жыл бұрын
ভক্তরা সব যায়গায় অতি সক্রিয়,,,, বুঝা গেল,,,, এরা গালিগালাজেও উস্তাদ। শিবাজী বাবুকে ধন্যবাদ,,,ঠান্ডা মাথায় ঘটনাটা শেষ করার জন্য।
@soumyaghosh334 Жыл бұрын
Dear Shibaji Please make a note Puri going train are always dirty. Please be sure of it and am confident bcoz a regular traveller to Bhubaneswar for office work. Secondly being a blogger please ensure your safety first. Thirdly those who are foul mouthed are basically third class fourth graded hooligans. They can only shout and threaten to be noticed. Arresting someone in a democratic nation is not at all a happening boss. The guy who was shouting and lecturing for the saving of water i doubt he have taken this in his life. Please not to comment on the bald head dadu willing to meet your respectable father. Apart from this please come back safely and post your experience. Waiting.
@souvansengupta72 Жыл бұрын
Indeed !!!
@apurbachoudhury7456 Жыл бұрын
Shameless Bald headed Dadu. Should I call him dadu or something else
@Bharatiya_Sanatan_Dharma Жыл бұрын
একদম!
@RAJ-km8gw Жыл бұрын
Yeah u are ri8
@souparnasantra6292 Жыл бұрын
তুমি update দিতে থাক। আমরা তোমার পাশে আছি। যিনি প্রথমে ঝগরা শুরু করেছিলেন তিনি অবশ্যই মানসিকভাবে অসুস্থ। একটু দূরে থাকুন। কামড়ে দিলে অসুবিধা আছে।
@ayantalukder936 Жыл бұрын
Kauke manosik bhabe osustho bolai j steryotype ta bojhano h66e seta thik na...amr vi mentally unstable ty kotha ta lage keu bolle
@sharmilamoitra2406 Жыл бұрын
😂😂
@moumitabhattacharya2371 Жыл бұрын
Respect to you for maintaining your calm . Railway authorities should take stringent actions against those passengers. Their behavior was totally uncalled for.
@jaydasg6 Жыл бұрын
There is no direct proof of you enforcing railway staff to impede movement of the train. So there is no ground of arresting you under railway act. The persons who are shouting and supporting railway at top of their voice are actually creating videographic evidence that they were not a party to the stopping of train.
@MSDas-si8ou Жыл бұрын
Rail Police can arrest any one who blocked movement or create obstacle of Train running.
@justanotherperson2576 Жыл бұрын
@@MSDas-si8ou As he said, shibaji didn't say anything for or against. He just presented the situation as it were.
@amondal3515 Жыл бұрын
@@justanotherperson2576 But he was there in front of engine room indirectly supporting the people who didn't want the train to run
@jaydasg6 Жыл бұрын
@@amondal3515 you mean abetment? It can be a secondary charge not primary and cannot be arrested.
@prabeenparida2629 Жыл бұрын
When so called premium ticket buyers behave like this you actually realise money is not everything in life😮😮😮happy that you both reached home safely😅
@souravmukherjee4777 Жыл бұрын
Shibaji da,ei byabohar tomader sathe ekdom mene nite parchi na..! মস্তিষ্ক ব্রিকৃত হওয়া মানুষদের দ্রুত সুস্থতা কামনা করি..! তুমি এগিয়ে চলো,আমরা সবাই তোমার সাথে আছি 🎉