গত দুই-তিন বছর আগেও মাতৃ ভাষায় বিজ্ঞান নিয়ে এতো সুন্দর ক্লিফ ভাবাই যেতনা। কিন্তু আপনাদের পরিশ্রমের ফলে আমরা এত সু-কঠিন বিষয়ও খুব সহজে বুজতে পারছি। আপনার কথা যদি বলি, এক কথায় অসাধারণ। 🧡🧡🧡
@BigganPiC2 жыл бұрын
ধন্যবাদ 💟
@arju.ahamed85642 жыл бұрын
Nijer id diye nijer channel ei comment kore bokachoda kothakar
@md.shofiul90322 жыл бұрын
সহোমত ভাই
@sultanarajia9732 жыл бұрын
Science mind bangla,,, bong factory,, Akash bormom aro 5/6 years age ii asob banay rakhse..... With bangla vhasa!/
@imtiazgaming07942 жыл бұрын
@@BigganPiC Answer is ayan father
@debisankarmodak Жыл бұрын
একজন PHYSICS এর শিক্ষক হিসাবে আপনাকে এইটুকু বলব যে আপনার তথ্য সংগ্রহ, বিষয় নির্বাচন ও উপস্থাপনা দারুন, চালিয়ে যান ভাই.....
@rojobuddin83322 жыл бұрын
বিজ্ঞানের জটিল বিষয়গুলো যা বাংলা ভাষায় সচরাচর পাওয়া যায় না তা মাতৃভাষা বাংলায় সুশৃঙ্খলভাবে বিশ্লেষণ করার জন্য মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জানি আপনাদের পরিশ্রমের মুল্য দেওয়া অসম্ভব তবুও অভিনন্দন জানাচ্ছি আপনাদের এই উদ্যোগের।
@BigganPiC2 жыл бұрын
ধন্যবাদ
@BONGOKNOWLEDGEBD2 жыл бұрын
@@BigganPiC VI এই CHANEL E এই VIDEO দিসি। কিন্তু 100 ভিও হয় নাই। কষ্ট লাগে।
@dipumia22342 жыл бұрын
Ayan er baba...😍😍
@gamingSinha7 Жыл бұрын
@@BONGOKNOWLEDGEBD 🙁
@MahmudSukurSukur-vq4hd Жыл бұрын
সম্পর্কটা মামা হবে।
@anilchandrabiswas8620 Жыл бұрын
অসাধাৰণ ব্যাখ্যা,সত্যিই তো । বিজ্ঞানে তো আগে এমন ব্যাখ্যা পাইনি।তাহলে অত দিন বিজ্ঞানে কিছু ভূল তথ্য দিয়েছিল। বিজ্ঞানেৰ এমন ব্যাখ্যা ও বিশ্লেষণ কৰতে অনেক দেৰি হইয়ে গেল। সত্যিই বিশ্বব্ৰহ্মাণ্ডেৰ প্ৰকৃত সত্য উদ্ঘাটন কৰতে আৰ অনেক যুগ সাধনাৰ প্ৰয়োজন আছে।এবং আজকেৰ বিজ্ঞান বিশ্লেষণ কাল হয়তো বদলেও যেতে পাৰে। 🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍
@Maraksap3 ай бұрын
এটা ১৪০০ বছর আগে আমাদের নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। সায়েন্স যেখানে শেষ কোরআন সেখান থেকে শুরু,,,কোরআন কোন মানুষ এর লিখা গ্রন্থ নয়, স্বয়ং আল্লাহ প্রদত্ত।
@nobinkhan2 жыл бұрын
এরকম কমপ্লেক্স টপিক এর এত সুন্দর এক্সপ্লেইন ইংরেজিতে পাওয়াও মুশকিল! আর সেইখান এ আপনি এত বিস্তারিত তাও আবার এত অল্পসময় এর মধ্যে এত সুন্দর করে উপস্থাপন করলেন! যার উপকারিতার কথা আমি বলে বুঝাতে পারব না!!! সত্যি খুবই খুবই কৃতজ্ঞ আপনার প্রতিটা টপিক আর ভিডিও গুলোর প্রতি জুম্মান ভাই!!! হ্যার্টস অফ ফর ইউ!!! এইয়ে যান আরও সামনে আর আমাদের এরকম কমপ্লেক্স ভিডিওর সহজ সহজ ব্যাখ্যা উপহার দিতে থাকুন ধন্যবাদ ভাই!!!
@mehedihmithu69222 жыл бұрын
আপনার মাধ্যমে কত জানা প্রশ্নের উওর পেয়েছি বলে বোঝানো দায়। কত প্রশ্ন মনে ঘুরপাক খেত। এগিয়ে যান আমরা আপনার পাশে আছি ভাইয়া।
@abdussobhan41382 жыл бұрын
বাবা - ছেলের সম্পর্ক🧑🍼। ধন্যবাদ ভাইয়া নিয়মিত এ ধরনের ভিডিও দেওয়ার জন্য।🤍
@mdsobuzhossainakon95402 жыл бұрын
baba chele
@tajmultajmulislam-gw6zd Жыл бұрын
Baba chele🎉🎉🎉
@dustuapon4954 Жыл бұрын
সঠিক উত্তর ❤
@monmajhi5927 Жыл бұрын
কতো নিখুঁত কিন্তু অত্যান্ত জটিল মহান সৃষ্টি কর্তা আল্লাহর সকল সৃষ্টি।সুবহানাল্লাহ।
@sbgamingcreator Жыл бұрын
আল্লাহ সৃষ্টিই হয়েছে ১৪০০ বছর আগে
@Erosemz Жыл бұрын
@@sbgamingcreatorমুসলিমদের প্রধান আাসমানি কিতাব চারাটি সর্বশেষ আসমানী কিতাব কোরআন যা ১৪০০ বসর আগে এসেছিল তার আগের ৩ টি হলো ১.তাওরাত ২.যাবুর ২.ইন্জিল এবং অরও ১০০ টি ছোট ছোট কিতাব রয়েছে
@Erosemz Жыл бұрын
@@sbgamingcreatorইসলাম ধর্মে ১ বা ২ লক্ষের ও বেশি নবি রাসুল এসে ছিলেন তার মধ্যে শর্বশেষ নবি ও রাসুল হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ১৪০০ বসর আগে ইসলাম প্রচার করেছিলেন
@sbgamingcreator Жыл бұрын
@@Erosemz সেই ছোটো ছোটো কিতাব গুলো কোন মিউজিয়াম এ রাখা আছে????
@sbgamingcreator Жыл бұрын
@@Erosemz সেই এক দুই লক্ষ নবী রসুল তো অনেক মসজিদ ও বানিয়ছিলো তো একটা 5000 বছর পুরোনো মসজিদ দেখা যেটার ধ্বংসাবশেষ পাওয়া গেছে মাটি খুড়ে
@sosonyo11622 жыл бұрын
ভাই আমি বেশি একটা পড়াশোনা করতে পারিনি, কিন্তু তারপরও বিজ্ঞানের প্রতি অন্যরকম এক টান ছিলো, ১-২ বছর আগে বিজ্ঞান নিয়ে বাংলা ভাষায় কেউ কনটেন্ট বানাো না। আপনার প্রতি ভালোবাষা অবিরাম। এগিয়ে যান 🥰
@indranilmitra12 жыл бұрын
এত সুন্দভাবে বোঝানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সপ্তাহে অন্তত দুটি ভিডিও পোস্ট করার অনুরোধ রইলো। এতদিন অপেক্ষা করে থাকা খুবই কষ্টকর।
@ThingTV-kn2th2 жыл бұрын
অবশেষে এটাই প্রমাণ হল সূর্য ও ঘুরছে।যা মহান আল্লাহ অনেক আগেই আমাদের জানিয়েছেন।
@Desiuniquecollection Жыл бұрын
পৃথিবী স্থির এটা বললি না? কোরানে
@TasdidMustakim-ee3rv Жыл бұрын
@@Desiuniquecollection jodi gotal prithibir gach guli hoi kolom sob sagor moha sagor er sathe osongkho + o kora hoi allahr bani ses hobe na! Quran biggan jagoron er jonno ase nai Quran ek moha nosihot. Upodesh mala ebong nirvul mohagrontho ja sobar sristi korta allahr torof hoite Quran manus ke ondho theke alor dike niye asar nsiot o upodesh mala Kintu biggan er jagoron jonne ei kitab najil kora hoi nai Kintu allah pak short cut a manus er ondho bissas vangar jonne onk boyigyanik songa o diyechen!!! Keno pech pakan torker khatire?
@PolokAnna7 ай бұрын
তাহলে ১৪ শো বৎসর আগে কিছু ছিল না? যারা ছিল সব ফালতু বিজ্ঞানী😂 এগুলার মদন যে কেন আপ না বা এগুলা বিজ্ঞানে এই সব দেখে অহেতুক ক্যাচাল করে।
@nazmulhussain42917 ай бұрын
😂 মুসলমানদের ট্যাবলেট বাজি বন্ধ করা উচিত । ট্যাবলেট বাজি মানে চাপাবাজি । নিজের যোগ্যতা নাই অথচ সাইনবোর্ডের মতো করে কথায় কথায় কোরআনের রেফারেন্স । সে নিজেও হয়তো জানেনা আল কুরআন কি । বেচারারা হতভাগ্য দুর্ভাগ্য কপাল পোড়া কোন বিদ্যাশিক্ষায় নাই । কি যে করুন বেহাল অবস্থা মুসলিমদের । আল্লাহ সুবহানাল্লাহ তায়ালা সব বলেছেন । আল কোরআনের কথাগুলো যে সত্য সেটা প্রমাণ করলো কে ? সম্মানিত অন্যান্য ধর্মের ভাই-বোনরা গবেষণা করে সব উপস্থাপন করেছেন । এখনো করছেন । এমনকি সাম্প্রতিক কালের করোনার প্রতিষেধক পর্যন্ত অন্য ধর্মের শ্রদ্ধেয় ভাই-বোনরা আবিষ্কার করেছেন । আর মুসলমান ভাই-বোনরা নাক ডেকে ঘুমিয়েছেন আর খেয়েছেন । এবং যতক্ষণ জেগে আছেন শুধু চাপা পিটাচ্ছেন । আশ্চর্য হাতে গোনা সামান্য কয়েকজন মুসলিম বিজ্ঞানী ছাড়া সমগ্র মুসলিম জাতির কোন অবদান নাই । সামান্য দুই চারটা যে মুসলিম বিজ্ঞানী ছিল তাদেরও অবদান এমন কিছু না পৃথিবীর ইতিহাসে তাদের অবদান ২% বা ১% আল্লাহ সুবহানাল্লাহ তালা কি মুসলিম জাতিকে নিকৃষ্ট জাতি রূপে দুনিয়াতে পাঠিয়েছেন যারা অন্য ধর্মের সম্মানিত ভাইবোনদের আবিষ্কৃত করোনা ভ্যাকসিন ব্যবহার করবেন , অন্য ধর্মের ভাই-বোনদের আবিষ্কৃত উড়োজাহাজ ব্যবহার করবেন অর্থাৎ সবকিছুতে অন্য ধর্মের ভাই-বোনদের উপর নির্ভর করবেন । অবশ্য এটা খারাপ না । অন্য ধর্মের ভাই-বোনরাও তো মানুষ । সৃষ্টিকর্তার সৃষ্টি । আমরা তাদেরটা অবশ্যই গ্রহণ করব । তবে আমরা মুসলমানরা দাবি করে থাকি সমগ্র মানবজাতিকে আল্লাহ্' আশরাফুল মাখলুকাত হিসেবে অর্থাৎ সকল মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে বানিয়েছেন । কিন্তু দেখা গেল সকল মানুষ সকল কিছু আবিষ্কার করছে -------------- তারা সৃষ্টির সেরা জীব হচ্ছে -------------- জ্ঞানী বিজ্ঞানে চৌকস হচ্ছে -------------- আর আমরা মুসলমানরা পরনির্ভরশীল হচ্ছি। অন্য ধর্মের সম্মানিত ভাই-বোনদের থেকে নিচ্ছি কিন্তু কোন কিছু দিচ্ছি না । আল্লাহ্' বোধহয় আমাদেরকে এই ভাবেই তৈরি করেছেন ------- যা ------------------- দুনিয়াতে যা --------- আর নিকৃষ্ট জীবন যাপন কর। ছিঃ কত বড় লজ্জার কথা । আল্লাহ তো আসলে সবাইকেই ভালোভাবে সৃষ্টি করেছেন । আশরাফুল মখলুকাত অর্থ সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন -------------- আসলে আমাদের মুসলমানদের খাসিলিয়ত খারাপ , মন মানসিকতা খারাপ , চিন্তা বিবেচনা খারাপ । আমরা মুসলিমরা অথর্ব-অকর্মণ্য মূর্খ অযোগ্য অপদার্থ । আমরা পরজীবী প্রাণী অথচ আল্লাহ তো আল কুরআনে কোথাও বলেন নাই যে -------------- আমি মুসলমান জাতিকে পাঠাচ্ছি আন্ধা লেংড়া লুলা করে যাতে করে তারা বিকলাঙ্গের মত জীবন নির্বাহ করে । অন্যদের সাহায্য নিয়ে চলে পরগাছার মত । কোরআনের ভাষা কোরআনে আছে । আমরা মুসলমানরা শ্রদ্ধা করি সম্মান করি । কিন্তু মুসলমান আমাদের কোন অবদান নাই । অতএব অন্ততঃপক্ষে আমাদের মুসলমানদের জন্য চাপাবাজি ট্যাবলেট বাজি ঝারি বাজি ধান্দাবাজি চাপা পিটাপিটি থেকে বিরত থাকা উচিত । কিছু কাজ করা উচিত । জ্ঞান অর্জন করা উচিত । ঠিক কিনা ?
@foridulislam89487 ай бұрын
কোথায় পেলেন এই কথা? নিজের অজ্ঞতার জন্য আপনি নিজে দায়ী। @@Desiuniquecollection
@nirashkabita5646 Жыл бұрын
সুবাহান আল্লাহ! অনেক কিছু শিখলাম। সূর্য কিভাবে তার গ্লাক্সিতে আবর্তিত হচ্ছে সেটা একটু ভিডিও দিবেন৷
@darklightstar72112 жыл бұрын
অসাধারণ একটা চ্যানেল!!❤️বিজ্ঞানের প্রতি ভালবাসা বাড়িয়ে দেওয়ার মত উত্তর আয়ানের বাবা
@BigganPiC2 жыл бұрын
💟
@stavlogsyoutube2 жыл бұрын
Quiz Answer: Father-Son Big fan of this channel. Thanks for all the amazing videos. Have learnt so many things so far. Keep it up.
@UpdateMamun2 жыл бұрын
প্রত্যেকেই তার নিজ নিজ কক্ষপথে ঘুরে।। সুবহানাল্লাহ।।
@sabbirhossainnoyon1002 жыл бұрын
পাগল
@Goodman9893-k8q2 жыл бұрын
@@sabbirhossainnoyon100পাগল কেন
@R-MDMarufIslamB-2 жыл бұрын
@@sabbirhossainnoyon100 কে তুই?
@mdnazrulislamrajib179 Жыл бұрын
@@sabbirhossainnoyon100 সুরা ইয়াসিন , আয়াত,৩৭-৪০ পর্যন্ত পড়ে তারপর কমেন্ট করিয়েন।
@EnbFeed-th1tj Жыл бұрын
@@sabbirhossainnoyon100 daka suna comment kor
@abhijitmandal2540 Жыл бұрын
খুব জটিল বিষয় গুলিকে দারুন সুন্দর সহজ সরল ভাবে ভিজুয়্যাল অ্যানিমেশন সহ বোঝানোর জন্য অনেক ধন্যবাদ স্যার 🙏 অনেক কিছু শিখছি আরো শেখার আগ্রহ বাড়ছে যেটা স্কুলে বা কলেজে হয়নি. চ্যানেল টা চেনা জানা সবাই কে রেফার করেছি। এভাবেই আমাদের শেখাতে থাকুন। অনেক শুভকামনা রইলো with Love 💕 from 🇮🇳
@tanhakotha15152 жыл бұрын
1 week earlier I randomly find this channel...i didnt even expect that things about physics and Astrophysics can be explained in bengali in that way..thank you bhaiya...
@ms47232 жыл бұрын
সব গ্রহ নক্ষত্রই তার নিজ নিজ কক্ষপথে ঘোরে আজ "কোরআনের" এই কথার সত্যতা বুঝতে পারলাম। আলহামদুলিল্লাহ।। এর সাথে সাথে আপনাকে অনেক ধন্যবাদ এত সহজে জিনিসটা বোঝানোর জন্য।
@kousikray4721 Жыл бұрын
R islamer name e jihadi bomb nie sara prithibi ghore
@pratiksingha251 Жыл бұрын
বাল.. কুরআন এ তো পৃথিবী কে চেপ্টা আর স্থির বলা হয়েছে..... 🤣🤣🤣🤣
@md.shofiul90322 жыл бұрын
প্রতি নিয়ত কিছু না কিছু নতুন শিখছি 😍 Thank you BigganPic❤️😘
@storagelaptop Жыл бұрын
খুব সুন্দর একটা ভিডিও//জীবনে প্রথম আজ ব্যরীসেনটার সম্পর্কে জানলাম & it's very interesting..😱👌👍
@broy51542 жыл бұрын
I knew this stuff from my physics class when she taught us center of mass. Great respect for you brother. You did excellent job for our Bengali community, and it will be helpful all astronomy and physics lover.
@ahmedfaruquenaim72242 жыл бұрын
এতো সুন্দর করে যদি কেউ স্টুডেন্ট থাকা অবস্থায় বিজ্ঞান বুঝাইতো.....!!!!😭😭
@AlaminKazi-g8j Жыл бұрын
এতো সুন্দর করে মনোযোগ দিয়ে আপনার অন্য কোথাও শেখার আগ্রহ নাই যে
@cartoonv823611 ай бұрын
@@AlaminKazi-g8j Bhai age amn shubhidha chilo na . Airokom Teacher o Pai nai.
@Tawhid_kun2 жыл бұрын
আপনার ভিডিও থেকে আরও একটা জিনিস জানতে পারলাম।love u vaiya🥰
@pranballavbasu48707 ай бұрын
খুব সুন্দর উপস্থাপনা, আরো বিজ্ঞান ও প্রযুক্তি গত বিষয়ে সহজ করে জানতে চাই।ভালো থাকবেন
@fishtravelbd.7772 жыл бұрын
এতো সহজ করে বিজ্ঞানের জটিল তত্ত্বকে বুঝিয়ে দিলেন।অসাধারণ বিশ্লষণ!ধন্যবাদ ও কৃতজ্ঞতা
@samul83082 жыл бұрын
সত্যিই খুব সুন্দর সহজ এবং সাবলীল ভাষায় প্রকাশ করা হয়েছে, যা সত্যিই প্রশংসার দাবিদার । অনেক অনেক ধন্যবাদ 💐💝👍। আশা করবো আর অনেক কিছু জানতে পারবো শিখতে পারবো আপনার চ্যানেলের মাধ্যমে । 💐💝
@eliashhossain64752 жыл бұрын
এই বিষয়টি আমার বই পড়ে বুঝতে হলে দশ বছর সময় লাগতো কিংবা তারও বেশি। এরোকম একজন শিক্ষক আমার স্কুলে দরকার।
@mdarifulislam28772 жыл бұрын
কোর আন পড়েন সহজে বোঝা যাবে
@pinturoy74602 жыл бұрын
গিতা পরেন সহযে বুঝবেন
@mdarifulislam28772 жыл бұрын
@@pinturoy7460 গীতা বেদে ভুল আছে অনেক প্রমাণ দিতে পারবো
@pinturoy74602 жыл бұрын
@@mdarifulislam2877 কোরানে অনেক ভুল আছে প্রোমান সহো বলতেপারি। কোরান মারামারি হিংসা জাতভেদ শিখায় কিন্তুু গিতা বেদ তা শেখায়না গিতা বলে তুমি মানুষের মতন মানুষ হয়ো হিংসা করোনা অহংকার করোনা দুর্বল মানুষকে সাহায্যো করো কে কন জাত সেটা দেখোনা। কোরান ভুল গিতা ঠিক।।
@mdarifulislam28772 жыл бұрын
@@pinturoy7460 অধ্যবেদের ২ নং অধ্যায়ের ২৩ নং শুত্রের ২ নং মন্ত্রে বলা হয়েছে চাঁদের নিজিস্ব আলো,,, এটা এটা ভুল।।।পৃথিবীর সবাই জানে সূর্য থেকে চাঁদ আলো ধার করে নেয়,,,এর মানে কি তোর ভগবান মিথ্যা কথা বলেছে।।।।।।কোর আন শরিফে ১ টা ভুল দেখাতে পারলে ১০ লাখ টাকা দিবো😎😎
@s.biswas1018 Жыл бұрын
ইউটিউব থেকে যে ভালো কিছু শেখা যায়, আপনাদের ভিডিওগুলো দেখলে বোঝা যায়, অাপনাদের পরিশ্রমের প্রতি রইলো শ্রদ্ধা।
@kaukeparan24s32 жыл бұрын
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বলছি। এত সুন্দর বাংলার চ্যানেল আমাদের পশ্চিমবঙ্গে নেই , যেখানে বিজ্ঞান নিয়ে এত সুন্দর আলোচনা হয়। আমি অনেক চ্যানেল ফলো করি কিন্তু তার মধ্যে দেখলাম আপনার বক্তব্য গুলো খুব স্পষ্ট এবং নির্ভরযোগ্য।
@SanjibPramanik-wu5ph6 ай бұрын
Akhane ki korchen chole Jan.
@pappodas73992 жыл бұрын
অসাধারণ ভাই, এত সুন্দর সাবলীল উপস্থাপন।🖤🖤 Centre of mass diye অনেক জটিল ম্যাথ সলভ করেছি, কিন্তু এমনভাবে কোনদিন চিন্তাই করি নি। 🌸🖤
@suvrodevshil1195 Жыл бұрын
আপনারা দেখি একেক জন ভালো বিজ্ঞানী
@aTruePatriot.232 жыл бұрын
Relationship between Mr. Suman and Ayan is "Father & Son". And your videos are really educative & informative.
@prokriti137 Жыл бұрын
অনেক দিন পর একটা অসাধারণ চ্যানেল খুঁজে পেলাম। ধন্যবাদ এত সুন্দর ভাবে বোঝানো র জন্য
@saifulIslam-ct4nv2 жыл бұрын
পবিত্র কুরআনের সুরা রহমানে এটা পরিষ্কার করে বলে দেওয়া আছে।আলহামদুলিল্লাহ আবারো কোরানের আয়াতের একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা পেলাম
বাবা ছেলে সম্পর্ক 🥰 ধন্যবাদ ভাইয়া বিজ্ঞান নিয়ে এত বিস্তারিত আলোচনা করার জন্য
@BigganPiC2 жыл бұрын
🥰
@forjam.hossainhossain33582 жыл бұрын
বাবা ছেলে
@nurulhaydar68692 жыл бұрын
সূর্য কাকে কেন্দ্র করে ঘুরে এইটা নিয়ে আমার এক বন্ধুর প্রশ্ন ছিল। আজকে সেটার উত্তর পেলাম। আমি যদিও ভরকেন্দ্র পড়েছি, কিন্তু এইভাবে কখনো চিন্তা করিনি। ধন্যবাদ জুম্মান ভাইকে এতো সুন্দর করে বিষয়টি বুঝানোর জন্য।
@BigganPiC2 жыл бұрын
💟
@doge_692 жыл бұрын
অবশ্য সূর্য তার নিজ ভরকেন্দ্রের এর পাশাপাশি মিল্কিওয়ে গ্যালাক্সির ভরকেন্দ্রকেও প্রদক্ষিন করে এবং সকল তারাই মিল্কিওয়ে গ্যালাক্সির ভরকেন্দ্রকে প্রদক্ষিন করে
@tanvirhk72452 жыл бұрын
@@doge_69 ভাইয়া এইটা নিয়েও ভিডিও চাই একটা 😢
@dipakroy6091 Жыл бұрын
সঠিক সত্য টি, জানতে এবং বুঝতে পেরে খুব ই উপকৃত হলাম।।এর জন্য অনেক ধন্যবাদ।।
@alsaif65262 жыл бұрын
Ans: বাবা-ছেলে সম্পর্ক
@gwpavel7662 жыл бұрын
R8
@dj01972 жыл бұрын
Na .. Mama vagne hbe
@minarshaikh5191 Жыл бұрын
আল্লাহ্ কোরআনে যা বলেছে সেটাই প্রমাণ করেছো ভাই খুব ভালো লাগলো
@Desiuniquecollection Жыл бұрын
বাল বলেছে.. কোরান পড়লে Scienctist রা হেসে পাগল হয়ে যাবে
@babusekh76429 күн бұрын
কিন্তু এগুলো পাঁঠা মৌলবি রা কেন প্রমাণ করতে পারে না
@mugdhabest54102 жыл бұрын
Since your 1st video , i am watching and learning from these. Even i am only 15 but you helped me to understood the mystery of universe .Hope your channel will continue.
@BigganPiC2 жыл бұрын
💟
@Cypher114682 жыл бұрын
@@BigganPiC sir you are the best science youtuber that i have ever seen in my life. Sir carry on and give us all unknown ans of this universe:)
@XENON-FF2 жыл бұрын
I'm also 15+ And I have learned many things from this channel. Now I understand astrophysics more than an University student.. It's right that I also read books and watch many other video about it...🤗 Thanks Bigganpic
@@onlineschoolforeveryone2847hi I'm interested to see . Pop
@Musafir_tv3 ай бұрын
অসাধারণ, বাংলায় বিজ্ঞান বিষয়ক একটা সেরা ভিডিও। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জ্ঞানকে আল্লাহ আরও প্রসারিত করুক।❤
@sadiaafrin65672 жыл бұрын
Your videos never disappointed us😊💗💗
@BigganPiC2 жыл бұрын
🥰
@rammzann95502 жыл бұрын
I really appreciate how easily you explain such complicated things. Thank you.
@BigganPiC2 жыл бұрын
So nice of you
@habibfswd2 жыл бұрын
And it is He who created the night and the day and the Sun and the moon; all in an orbit are swimming. Surah Anbiya 21:33
@anonymoussoul33432 жыл бұрын
Lol, they are orbiting? Then who is in the center of Sun and moon?
@mubtasimzaoad16362 жыл бұрын
@@anonymoussoul3343 Barycenter
@anonymoussoul33432 жыл бұрын
@@mubtasimzaoad1636 You know that from science, no quran. I was asking the reference from quran or hadith. Apparently, it's acceptable to say earth is moving around sun, the center is close to the center of it. So, if you can show sun/barycenter whatever will be accepted. Accept the challenge.
@mubtasimzaoad16362 жыл бұрын
@@anonymoussoul3343 জনাব কোরআন হলো মানবজাতির জন্য পথনির্দেশ। এটি কোন বিজ্ঞান গ্রন্থ না যে সবকিছুর উল্লেখ থাকবে। তবে চিন্তাশীলদের জন্য অনেক বিষয়ের ইঙ্গিত দেয়া হয়েছে যেগুলো পরে ধীরে ধীরে আবিষ্কৃত হয়। এগুলো ইমানদারদের ইমান বৃদ্ধি করে এবং কাফিরদের পথভ্রষ্টতা বৃদ্ধি করে।
@jabedomor54992 жыл бұрын
@@anonymoussoul3343 Just from a barycenter topic you can write a whole book. How can you expect that The Quran will tell you all the knowledge in the universe. The first word revealed from quran was "Iqra" which means "read". Almighty Allah ordered us to read, research, and if we do then he will surely give us those knowledge that is why we should try and ask for those knowledge to him. Quran is not a wikipedia book. It is a speech, conversation between Creator and creation.
@MdSohel-km3wv Жыл бұрын
আপনার ভিডিও জত দেখি তত শিখি ❤
@Nazmus_Salehin2 жыл бұрын
ভিডিও খুবই useful হয়েছে।✨ কিন্তু আপনি সম্ভবত একটা বিষয় skip করেছেন। আমরা জানি সূর্য থেকে গ্রহ গুলোর দূরত্ব সব সময় সমান হয় না; গ্রহগুলো ঘুরতে ঘুরতে কখনো সূর্যের কাছে চলে আসে আবার কখনো দূরে অবস্থান করে। সূর্য এবং একটি গ্রহ যদি তাদের barycenter কে কেন্দ্র করে ঘোরে, তবে তাদের মধ্যে এই দূরত্বের হ্রাস বৃদ্ধি কিভাবে ঘটে, তা ব্যাখ্যা না করায় ভিডিওটি অপূর্ণ থেকে গেল।💔
@hungrylearners61482 жыл бұрын
ওটাও barycenter এর জন্য
@RayhanKhan-zs1ev2 жыл бұрын
Video te ki bujhlen tahole etokkhon dhore???? Barycenter er different er jonnoi to distance change hoi.
@gmm15812 жыл бұрын
এটা বুঝতে হলে আগে Central Force সম্পর্কে জানতে হবে
@mdmizanurrahman2193 Жыл бұрын
Your scientific explanations are outstanding, and your presentation skills are truly remarkable. I can't help but wish you had been my teacher during my school days.
@foysalahmad39742 жыл бұрын
ছোটবেলা থেকে এই বিষয় টা নিয়ে অনেক ভেবেছি আজ তার উত্তর পেলাম💌
@BigganPiC2 жыл бұрын
💟
@MdMoklesurRahman-j8k Жыл бұрын
এতদিন পরে বুঝলাম জিনিস টা কেমনে কি!!??!! সুবহানআল্লাহ!! বুঝানোর জন্য "জাযাকুমুল্লাহ"
@factburst-x2 жыл бұрын
আমি এতদিন ভেবেছিলাম সূর্য স্থির🤦♂️ যাক আজকে সত্যিটা জানতে পেরে খুবই ভালো লাগলো 😄😄😄
@rrstudyhelpbd27882 жыл бұрын
সূর্য আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির চারপাশে ঘুরে
@bdmngamer92152 жыл бұрын
সূর্য স্থির না তা কোরআন এ আছে
@anonymoussoul33432 жыл бұрын
@@bdmngamer9215 কুরানে শুধু বলছে কক্ষপথে চলে। আরো আছে জলাশয়ে ডুবে যায়, আরশের নিচে চলে যায় আল্লার পারমিশন নিতে, এগুলো হাইস্যকর। কিন্তু আপনি কোথাও পাবেন না, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, এমনি ঘুরে যে তাও পাবেন না।
@sujaydebnath33842 жыл бұрын
@@bdmngamer9215 কি বলা আছে
@sujaydebnath33842 жыл бұрын
আমিও
@swordofislam2 жыл бұрын
মাশাল্লাহ চমৎকার বিশ্লেষণ❤❤
@BigganPiC2 жыл бұрын
ধন্যবাদ
@timulata2 жыл бұрын
ভাই একটা সিজন সম্পর্কে ভিডিও করেন, মানে শীত বর্ষা গরম পরিবর্তন হয় কিভাবে
@md.nazrulislam27086 ай бұрын
Lot of thanks for representing such a valuable discussion.
@সত্যেরসন্ধানে-ঠ৩ঞ2 жыл бұрын
স্যার মহাবিশ্বের সব কিছু ঘোরে কেন এই বিষয়ে একটা ভিডিও চাই দয়া করে।
@mdrakibhassan41012 жыл бұрын
আমার মনে হয় এর উত্তরটা হবে এমন : কোন বস্তুর ওপর বল প্রয়োগ করলে ওই বস্তুটি ঘুরতে থাকে, যখন বিগব্যাং ঘটেছিল তখন তখন সব গ্রহ নক্ষত্র গুলো একটা বল পেয়েছিল আর এই বলের কারণেই গ্রহ নক্ষত্র একে অন্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে। আমার যদি ভুল হয়ে থাকে তাহলে বলবেন।
@theproperroad2 жыл бұрын
@@mdrakibhassan4101 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@manabbiswas1082 жыл бұрын
গ্রাভিটির কারণে অপেক্ষাকৃত বেশি ভর যুক্ত বস্তু কম ভর যুক্ত বস্তুর উপর আকর্ষণ বল প্রয়োগ করে যদি ছোট বস্তুগুলি তে গতিশক্তি থাকে তবে তা বিনা বাধায় সরলরেখার অগ্রসর হতে চাইবে কিন্তু গ্রাভিটি প্রতিনিয়ত টানার জন্য তার গতিপথ বিকৃত হবে ও মনে হবে ছোট বস্তুটি বড় বস্তুকে কেন্দ্র করে ঘুরছে । খোলা মাঠে আপনার কোন ছোট ভাইকে দড়ি দিয়ে টেনে যদি তারে না থেমে চলতে বলেন তবে তবে সেও আপনাকে কেন্দ্র করে ঘুরবে ও এর কারণে আপনাকেও ঘুরতে হবে। এইভাবে মহাকাশে সবকিছু সবকিছুকে কেন্দ্র করে ঘুরছে আপেক্ষিক ভাবে।
@debashisnaskar96512 жыл бұрын
Endless Content 😇 Thank you so much Uncle 💝😊🇮🇳
@BigganPiC2 жыл бұрын
💟
@mithunmahakurd38202 жыл бұрын
😁😁😁😁😁😁😁😁😁😁
@cric-folio2 жыл бұрын
দাদা, শুনছি নাকি JWST এ ওর্মহোলের অস্তিত্ব প্রমাণ করেছে, বিষয়টি নিয়ে একটি ভিডিও চায়।❤️
X-Planat সত্যিই আমাদের সৌরজগতে বিদ্যমান আছে ? অনুগ্রহ করে এ সম্পর্কে একটি ভিডিও দিন 🤔.
@mainulislam8179 Жыл бұрын
Osadaron ,,,, sohoj kre bojaicen ,,,, ja atoden bojini ,,,, doa roilo
@aahilali87992 жыл бұрын
ভাই, কিন্তু গ্রহ গুলো তো বৃত্তকার পথে ঘুরে নাহ। উপবৃত্তকার পথে ঘুরে। সেক্ষেত্রে বেরি সেন্টার কি এমনই হবে। ❍
@uzzalhossain95692 жыл бұрын
Barycenter k kendro Kore ghure bole ee aiti upobrittakar pothe ghure. Surjo k kendro Kore ghurle seti brittakar pothe ghurto
@aahilali87992 жыл бұрын
@@uzzalhossain9569 plz explain . How?
@uzzalhossain95692 жыл бұрын
@@aahilali8799 video te last er dik ta thik Kore kheyal Koren jekha puro sourojogot k ekti bostu hisebe bary center dekhano hoyece. Sekhane ekti grap o ace. Sekha dekhano hoyece prithi je pothe ghure porer bosor ba porer bar oi pothe ghure na. Kisuta poriborton Kore. Aite bary center er poriborton er jonno hoi. So ai poriborton , grap a lokkho korben puro bosor er grap ba ek bar ghurar grap a dekhben full bitto na hoye upobitto hoi. Ai jonno ee bola hoi prithibi upobittakar pothe ghure. Because ghurar jonno j center thake sei center poriborton hoi. Asa Kori bujhben
@aahilali87992 жыл бұрын
@@uzzalhossain9569 Ji vai. Thank you
@shawonsiam7922 Жыл бұрын
মাশা আল্লাহ! সুন্দর একটা পর্ব বানিয়েছেন, খুব চমৎকার ভাল লাগল। আয়ানের বাবা হলো দাদির মেয়ের ছেলের একজন মাত্র মামা।
@erremamulhossain6616 Жыл бұрын
সাড়ে ১৪ শত বছর আগেই এ কথা কোরআনে বলে দিয়েছেন আল্লাহ, সবাই নিজ নিজ কক্ষপথে বিচরণ করছে।বর্তমানের সকল আবিষ্কার কোরআন কে রিচার্স করেই করছে মানুষ।
@replyingToNaqeeb7 ай бұрын
অসাধারণ এক্সপ্লানেশন 🔥
@sanjoymajimder7560 Жыл бұрын
আপনি খুব সুন্দর বুঝিয়েছেন। খুব ভালো লেগেছে আপনার ভিডিওটা। আপনার প্রশ্নের উত্তর "পিতা-পুত্র"
@gourharibhowmik379 Жыл бұрын
অসাধারণ কিছু শিখলাম আজ। ভারতে বসে আপনার ভিডিও দেখে আমি সমৃদ্ধ হই।
@JadgeMia Жыл бұрын
আপনার ভিডিও দেখে মহাবিশ্ব সম্পর্কে অনেক জানতে পারছি ভাই। আপনার উপস্থাপনা ও অসাধারণ। আর হ্যা, নরসিংদী থেকে বলছি ভাই।
@indranilroy5633 Жыл бұрын
Very Beautiful and Best Exited Video of Biggan Pic.But I have Daughted about this Video.
@mohinmohin3566 Жыл бұрын
ভাই যেমন চমৎকার আপনার নিজের রিয়েলাইজেশন। তেমন অসাধারণ আপনার বুঝানোর ক্ষমতা। স্যালুট ❤ হাজারো স্যালুট। বাংলা ভাষার ভবিষ্যত প্রজন্ম আপ্নার উপর বিশেষভাবে ঋনি থাকবে।
@gopamaitra3493 Жыл бұрын
After long years your discussion is reminding me which we studied. Your demonstration is praise worthy. Thanks.
@insideofvillage772511 ай бұрын
নরসিংদী ভেলানগর থেকে দেখছি❤
@mwbdofficialАй бұрын
The Best science topic educational channel ❤
@SaheliMalik-wj7zg Жыл бұрын
Ami arts er student chilm. tao khub vlo lagche apnar video gulo dkhte... Jodio kichu video aktu jotil lage.. Bt onk tathyo jante parchi r chamatkrito hochi.... Evabei agiye jaan ro sundar sundar video upload krte thakun.
@Wahid_Chisty Жыл бұрын
অনেক সহজভাবে বুজিয়েছেন, চালিয়ে যান।
@RakibulIslam-bb4re Жыл бұрын
আপনি প্রথম থেকে সিরিয়ালি দারুন বোঝাতে পারেন, ধন্যবাদ।
thank you vai, for such knowledgeable video. Question's answer: আয়ানের মামা হবে।
@ArafatNahid-r7z Жыл бұрын
Thank you so much for reveal the real science
@er.swarupkumarrajak7479 Жыл бұрын
বিশ্লেষণ টি খুব সুন্দর লাগলো । এর আগে সত্যিই এত ভালো ভাবে জানতে পারা যায়নি। আগে যা জানতাম সত্যিই ধারণা টা পাল্টে গেলো। আপনার কাছে জানতে চাইছি গ্রহ দের কক্ষ পথ গুলি parabolic হয় কেন ? এবং একটি গ্রহ আরেকটি গ্রহের সঙ্গে একই পদ্ধতি তে ঘুরছে না কেন? একটু বিস্তারিত জানালে ভালো হয়। ধন্যবাদ
@mirsefaetullahtuhin6629 Жыл бұрын
সত্যিই অসাধারণ
@kidsfunny_moderntechnology Жыл бұрын
আসসালামু আলাইকুম বাই, কেমন আছেন, আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনার explain দেখে খুবই ভালো লাগছে, আমি আগে কোনো কিছু জানার কিউরিসিটি থাকলে হিন্দি এবং ইংলিশে দেখতাম, তাদের কথার ধরন, রিয়েল ইনফরমেশন,ইউজিং গ্রাফিক্স এবং explanation এর কারনে,
@yeaser8461 Жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 যাদের science ভালো লাগে না তারা এই ভিডিও দেখলে ইতিহাস নিয়ে পড়বে না। Many many thanks for your help
@Badal-Belay16 күн бұрын
সুন্দর বুঝিয়েছে। ধন্যবাদ।
@nahidkarimankur48283 ай бұрын
খুব সুন্দর ভিডিও
@arijitstan7 ай бұрын
The content of your channel is very good.
@tamannavlog5992 Жыл бұрын
Khub informative video. I follow all of your videos
@mahadihasan4519 Жыл бұрын
ভাই আপনার ভিডিওগুলো আমার কাছে ভালো লাগে অনেক জ্ঞান মূলক কথা, আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল আমি একজন শিল্পী পেইন্টর। মৌলিক লাল রং , নীল রং ও হলুদ রং কি দিয়ে তৈরি হয় ,
@keltukumar1952 Жыл бұрын
যুক্তিপূর্ণ ব্যাখ্যা!
@mustafizrahman9441 Жыл бұрын
ধন্যবাদ, এতো সুন্দর করে বুঝিয়ে বলার জন্য
@md.rakibulislam4650 Жыл бұрын
ভাই আপনার বিশ্লেষন গুলো অত্যান্ত সুন্দর।আর হ্যা আয়ানের সাথে ঐ মামার সম্পর্ক হলো বাবা আর ছেলে।
@physiaclub6467 ай бұрын
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর প্রেজেন্টেশন। আমার মনে প্রশ্ন জাগে যে কেপলার কীভাবে উপবৃত্তাকার কক্ষপথ বললেন আর নিউটন কীভাবে বৃত্তাকার কক্ষপথ বললেন?
@ajetgazi77688 ай бұрын
Vai tomar vidio gulo khub dami apnake salam
@atanurakshit6684 Жыл бұрын
দারুন ব্যাখ্যা। খুব ভালো লাগলো।
@onemanth8084 Жыл бұрын
😮এক কথায় অসাধারন
@MDSHAHIDULISLAM-vz3sk Жыл бұрын
এখানে আমার একটি মন্তব্য আছে।বৃহস্পতি গ্রহ পৃথিবী থেকে অনেক গুন ভারী এজন্য সূর্য ও বৃহস্পতি গ্রহের বেরিসেন্টার সূর্যের বাইরে চলে আসে যার কারনে বৃহস্পতি গ্রহ সূর্যে ও পৃথিবীর অনেক দূরদিয়ে বেরি সেন্টারকে কেন্দ্র করে ঘুরে। কিন্তু শনি গ্রহ এবং নেপচুন বৃহস্পতি গ্রহ থেকে অনেক ছোট এবং ভরও কম তাহলে শনি ও নেপচুন গ্রহের বেরি সেন্টার প্রায় সূর্যের ভিতরে হওয়ার কথা এবং সূর্যের অনেক কাছাকাছি থেকে ঘুড়ার কথা এবং বৃহস্পতি গ্রহ শনি ও নেপচুন গ্রহের অনেক দূরে থাকার কথা। কেনো এইরকমটি হয়নি? আশাকরি আপনি আমাকে এই বিষয়টি বুঝিয়ে বলবেন?
@yeasinhosen39699 күн бұрын
বিজ্ঞান যতই পরিপক্ক (adult ) হচ্ছে , ইসলাম ততই বোধযোগ্য সত্য বলে প্রমাণিত হচ্ছে। সুবহানআল্লাহ।