আপনার ভিডিও-র সবচেয়ে ভাল দিক আপনার সুন্দর এবং সাবলিল উপস্থাপন। চমৎকারভাবে ধীরে সুস্থে গুছিয়ে কথা বলেন আপনি।
@delowarhossain24173 жыл бұрын
অসাধারণ উপস্থাপন , অসাধারন ব্যাকগ্রাউন্ড সাউন্ড , সব কিছু মিলিয়ে খুবই ভালো হয়েছে, মিউজিক এর তালে তালে কখন যে পুরো ভিডিও শেষ হয়ে গেলো বুঝলামই না, নেক্সট পার্ট এর অপেক্ষায়।
@labibyousuf63242 жыл бұрын
মাশাআল্লাহ! ভ্রমণ পিপাসু এক দম্পতি। সুন্দর উপস্থাপনা। ভ্রমণ না করেও যেনো ভ্রমণের স্বাদ উপলব্ধি করি
@lds96143 жыл бұрын
কিছু দিন আগে থেকে আপনার blogs দেখছি। আপনার family খুব মার্জিত । কোনো show off নেই। খুব ভালো লাগছে। ......... from India.
@bdtravellers3 жыл бұрын
Thank you
@harunrashid3213 жыл бұрын
লাস ভেগাস শহরের একটি পাঁচতারকা মানের হোটেলের ভাড়া যেখানে 5 থেকে 6 হাজার টাকা, সেখানে আমাদের বাংলাদেশের ঢাকা শহরের একটি অনেক নিম্নমানের হোটেলের ভাড়া 15000 টাকা....সত্যি সেলুকাস।
@NRFP3 жыл бұрын
ভাই 5-6 হাজার ডলার না টাকা সেটা ভালো করে শুনছেন কি!!
@Abhirupaep3 жыл бұрын
@@NRFP demn 😂
@harunrashid3212 жыл бұрын
@@NRFP জি ভাই, ওনারা ছুটির দিনে ভাড়া নিয়েছিলেন, তাই প্রতিদিন পরেছে বাংলাদেশি মুদ্রায় দশহাজার টাকা। তবে ছুটির দিন বাদে অন্যান্য দিনে নিলে বাংলাদেশি টাকায় পাচ বা ছয় হাজারে এইসব রুমে থাকা সম্ভব। এটা ওনাদের বক্তব্য....। মনে হয় না আপনি পুরো ভিডিও টা ভালো ভাবে দেখেছেন....!!!
@insanulhaq22693 жыл бұрын
বাহ চমৎকার বাস সার্ভিস,, বাংলাদেশের বিমানেও এমন সুন্দর সার্ভিস দেয় না
আমি ভারত থেকে আপনার কথা বলা এবং ভালো করে বুঝিয়ে গুছিয়ে বলার অভিজ্ঞতা খুব ভালো লাগে ভিডিও গুলো
@bdtravellers2 жыл бұрын
Thank you
@kajolmia16122 жыл бұрын
হয়তো সরাসরি কোনো দিন ও যেতে পাবোনা তবে আপনার মাধ্যমে ত দেখতে পারছি এটাই গরিবের সান্তনা।
@malisavloginsouthkorea2 жыл бұрын
Gorib bole kichui nai porisram r likha pora korle je keu jei kono deshe jete pare jodi Allah chay
@JahidHasan-wn3bf3 жыл бұрын
ভাইয়া আপনার প্রতিটা ভিডিও খুবই সুন্দর হয়, যেমন ৯০ দশকের বাংলা সিনেমা দেখার সময় মনোযোগ এদিক সেদিক যেতো না ঠিক আপনার ভিতিও গুলি তেমনি, আমি ও আমার পরিবার সহ আপনার কোনো ভিডিও দেখা বাদ রাখিনি , কেমন করে যে স্রোতাদের মনযোগ ধরে রাখেন সোটা শুধু আল্লাহ ভালো যানেন, ভালো থাকবেন।
@bdtravellers3 жыл бұрын
অশেষ কৃতজ্ঞতা
@NazmulKhanbd3 жыл бұрын
বরাবরের মতোই অসাধারণ ❤ এই একটি মাত্র চ্যানেল যার ভিডিওর জন্য অপেক্ষা করি , ভালবাসা অবিরাম ভাই ❤
@bdtravellers3 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ
@GLOBALTOURPLAN3 жыл бұрын
ধন্যবাদ ভাইজান জানিনা কোন দিন যেতে পারব কিনা,আপনার মাধ্যমে কিছুটা হলেও স্বাদ মিটাচ্ছি
@mohiuddinahmad17923 жыл бұрын
অনেক ভালো লাগল ভিডিও।অনেক কিছু জানা হল।অল্প সময়ের জন্য মেলিনার ড্রইং দেখলাম ভালো লাগলো।বাস যার্নি আমার ভালো লাগে।মালিনার ফিডার খাওয়া দেখে আনন্দ পেলাম।বাস আবার চলার পর দুই পাশের দৃশ্য দেখে ভালো লাগল।ডবল ডেকার বাস দেখে ভালো লাগল।চমৎকার হোটেল সুট।রুমের ভাড়া অনেক কম।
@bdtravellers3 жыл бұрын
Thank you
@dhrubajyotimukhopadhyay97903 жыл бұрын
সত্যিই অসাধারণ একটা দেশ. আপনার বর্ণনা খুবই উপাভজ্ঞ.
@abidurrahman40752 жыл бұрын
সকল প্রশংসা আল্লাহতায়ালার।আপনাকে যত দেখছি ততই ভালো লাগছে। আপনার সুন্দর উপস্হাপনা আমাকে বেশ মুগ্ধ করেছে। সত্যি কথা বলতে আমার একটু একটু হিংসা করতে মন চাইছিল। হিংসা করা ভালো নয়।আপনার যাত্রা শুভহোক।আমার জন্য দোয়া করবেন। যাতে আপনার মতো একদিন আমিও ঘুরে বেড়াতে পাড়ি। মেলিনার জন্য শুভকামনা রইল।
@notviralbrand90823 жыл бұрын
Bangladesh ar akti you tube channel ato sundor kore vlog kore...mashallah.. We are very proud of you bhaiya....💝💝💝💝
@bdtravellers3 жыл бұрын
Thank you
@mahamudamou263 жыл бұрын
অনেকদিন পরে জিয়ার ভাইয়ার ভল্গ। অপেক্ষায় ছিলাম। নতুন একটা শহর দেখলাম। লাস ভেগাস শহর যা এর আগে কোন বাংলাদেশি ভল্গে দেখেনি। সত্যি অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ ভাইয়া ভাবিকে।💙
@rajuacharjee59553 жыл бұрын
পৃথিবীর সুশৃংখল দেশ হিসেবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্র, মানুষের স্বপ্নের দেশ খেত নামে পরিচিত হয়েছে এই দেশ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা 💖
@mahbubsourov85013 жыл бұрын
বহু অপেক্ষার পরে ব্লগ আসলো... আরেকটু তাড়াতাড়ি ব্লগ দেওয়ার অনুরোধ রইল ভাই।
@user-kq5be7hd3i3 жыл бұрын
আমি নিয়মিত আপনার ব্লগ দেখি খুব ভালো লাগে আপনার উপস্থাপনা।
@muhammadrahman67923 жыл бұрын
অত্যন্ত মনোগ্রাহী ভিডিও। অনেক ধন্যবাদ স্যার! আমাদের মধ্যে যাদের যুক্তরাষ্ট্রে যাবার বিত্ত বা সুযোগ নেই, তাদের জন্য এই ভিডিওটি খুবই মূল্যবান।
@Examhour013 жыл бұрын
আপনার ভিডিওর অপেক্ষায় ছিলাম। অনেক দেরিতে ভিডিও দিলেন।
@islammishon53523 жыл бұрын
মেলিনার ছোট্ট ছোট্ট কথা বেশ ভাল লাগে, শুভ কামনা রইল মা'মনির জন্য।
@tanveerahmad95803 жыл бұрын
আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে ভাইয়া চালিয়ে যান।
@explorewithnijhum3 жыл бұрын
অনেকদিন অপেক্ষার পর নতুন ভিডিও পেলাম,এতোদিন পুরোনো ভিডিওগুলো দেখে কাটাতে হয়েছে।😒 রেগুলার ভিডিও চাই,ভাইয়া। মেলিনার জন্য অনেক ভালোবাসা রইলো❤️
@md.asifmiaji56153 жыл бұрын
আমি একজন কুয়েত প্রবাসী, আগে আপনার প্রতিটা ভিডিও আমি দেখতাম, এবং আনন্দিত হইতাম, কিন্তু করোনা ভাইরাস এর কারনে আমি আমার প্রিয় চারকিটা চলে যায় 😭তাই আমি মানুষিক বাভে অসুস্থ, সবাই একটু দোয়া করবেন, আল্লাহ যেন আবার আমার চাকরি টা পিরে পাই,🤲
@anisatif87313 жыл бұрын
Insha allah fire paben.
@md.asifmiaji56153 жыл бұрын
Allah jeno afnar doa kobul kory. Amin 😭🤲
@russian65843 жыл бұрын
আপনার প্রতিটি কথা খুব সুন্দর ভাবে তুলে তুলে ধরেন আমেরিকানদের ব্যবহার খুবই অদ্ভুত আমি এটাআমিও এটা দেখেছি 2014
@khaledhossain3613 жыл бұрын
Very nice,--দেশে বসে লাছ ভেগাস দেখা-"!!!
@bdentertainment97183 жыл бұрын
অদ্ভুদ পৃথিবীতে কত কিছুই বাকী থেকে যাবে দেখার। আপনার এমন পরিদর্শণীয় ভিডিও আর উপস্থাপনা দেখে আত্মতৃপ্তি পাই। ভালো থাকবেন সব সময় প্রার্থনা রইল।
@MdHarun-uf6cs2 жыл бұрын
পৃথিবী অনেক সুন্দর তা আপনার ভিডিও না দেখলে জানতে পারতাম না ,,,,,,,,,, ধন্যবাদ ভাই,,,❤️❤️❤️❤️❤️
@bdtravellers Жыл бұрын
😊
@tahmidalizadeh99413 жыл бұрын
আপনার বাচ্চার মুখে বাংলা ভাষা শুনে খুব ভালো লাগেছে।আধুনিক ভাবে চলেও?বাংলাদেশকে ভুলে নাই।🥰🥰🥰💝💝🌹🌹🌹
@jihadstudiojihadstudio56193 жыл бұрын
কোনো দিন তো যাইতে পারবো না!!! দেখলাম আপনাদের কল্যানে, ভালো লাগে ভাই
@bhai-erlok66573 жыл бұрын
❤️❤️❤️❤️😔
@sumanhassan3 жыл бұрын
কালের শপথ, মানুষ নিশ্চয়ই ক্ষতিগ্রস্থ - সূরা আছর ,ভিডিওটা দেখে এখন বুজতে পারতেছি কারা ক্ষতিগ্রস্ত
@sujonmahamud21423 жыл бұрын
সত্যিই আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে। এক সেকেন্ড ও স্কিপ করতে মন চায় না। আর আপনার উপস্থাপনা টা দারুন হয়।।।
@bdtravellers3 жыл бұрын
Thank you
@Chotoporda3 жыл бұрын
কোনো দিন তো যাইতে পারবো না!!! দেখলাম আপনাদের কল্যানে
@martinmartin60733 жыл бұрын
আপনার উপস্থাপনা অত্যন্ত চমৎকার তা ধারাবাহিক ভাবে তুলে ধরার মাধ্যমে আলোচনা চালিয়ে যাচ্ছেন। আপনাকে ধন্যবাদ
@shohelkutub61383 жыл бұрын
উন্নত দেশের বাস গুলো বিমান থেকে সুন্দর।
@MehediHasan-hj7my3 жыл бұрын
অপেক্ষায় ছিলাম,নতুন ভিডিওর জন্য ধন্যবাদ,আশাকরি ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর স্থানের ভিডিও দেখতে পাবো,দুবাই থেকে ফেরত আসার ভিডিও টা কিন্তু পেলাম না ভাইয়া
@bdtravellers3 жыл бұрын
Assa dibo
@riadarfin44293 жыл бұрын
লাস ভেগাসের ৫ তারকা হোটেলে এক রাতে ভাড়া ১০ হাজার।আর আমাদের দেশে ৩ তারকা রিসোর্টে বা হোটেল রুম ভাড়া ২০ হাজার থেকে শুরু হয়
@ImtiazAhmmedSamrat943 жыл бұрын
এই পোস্ট টা যে পোরছে তার বাবা মা যেন জান্নাত বাসি হয় ,💌আমিন .👏👏
@mdaminulhaquekhadem3 жыл бұрын
So good travelling video 😊 🇧🇩
@deluarhossen85583 жыл бұрын
সুনীল গঙ্গোপাধ্যায়ের ভ্রমন কাহিনিতে গ্রে হাউন্ড বাসের কথা পড়েছিলাম, আপনার সৌজন্যে আজ দেখতে পেলাম, এই জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
@hussainmohammadaabid82863 жыл бұрын
I'm watching you from Cox's Bazaar ❣️
@rohitkarmakar75363 жыл бұрын
আমেরিকার সম্পর্কে অনেক নতুন কিছু জানার অপেক্ষায় ছিলাম.... আজ এখন অপেক্ষার অবসান হলো ধন্যবাদ ভাইজান🙏❤️❤️
@handbrokerbikershohag2783 жыл бұрын
Good to see you Both again
@majinnah20683 жыл бұрын
অসাধারণ আপনাদের ভ্রমণ। আমি বেশীর সময়ই আপনার কিউট মেয়েটিকে flow করছিলাম। খুবই সুন্দর লেগেছে ওর চালচলন, কথাবার্তা। ভালবাসা ও অভিনন্দন অবিরাম।
@solaymansheikh42093 жыл бұрын
ভাই পাপের শহর যেতে যেতে চোখে ঘুম চলে আসল আরেক দি দি দি ন🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃
@mstmonjuarabegum6083 жыл бұрын
আপনার পিচ্চি মেয়ে মেলিনাকে খুব ভাল লাগে। ওর হাসি হাত পা নাড়ানোর ধরন একদম পুতুলের মত, ওর খেলা দেখতে খুব ভাল লাগে। ওর হাসিটা এত এত কিউট। অনেক ভালবাসা থাকল মেলিনার জন্য❤️
@bdtravellers3 жыл бұрын
Dua korben
@sabirh50463 жыл бұрын
ভাই হিস্ট্রোরি চ্যানেলের রিক হ্যারিসনের বিখ্যাত পন শপটা দেখান...কাউন্টিং কারসের শো ড্যানির গ্যারাজটা দেখান
@shakil6593 жыл бұрын
অনেক অপেক্ষা ছিলাম 🥰🥰
@riadarefin29943 жыл бұрын
অনেক ধন্যবাদ।
@nazmaalam16243 жыл бұрын
Chotto Mamonita k onake din por dekhey Besh bhalo laghchey.Adoriter jonno roilo shudhu Ador R Ador.
@nr.noyon8883 жыл бұрын
*আপনার ভিডিওর অপেক্ষায় থাকি ভিডিও এতো দেরি করে আসে ক্যান?*
@bdtravellers3 жыл бұрын
Sorry bhai. Onno kaje engaged chilam ei koydin
@Candy_the_cat123 жыл бұрын
আপনার চ্যানেল অনেক বেশি ইনফরমেটিভ এবং আনন্দয়দায়ক।
@RIPONAHMED-904613 жыл бұрын
অসাধারণ 💘💘
@princemahmud253 жыл бұрын
ভাইয়া আপনার ব্লগ অনেক ভালো লাগে। এতো দেরিতে কেনো ভিডিও দেন। আপনার ভিডিওর জন্য অপেক্ষায় থাকি সবসময় ❤️❤️❤️
@محمدالعريث3 жыл бұрын
ভাইয়া এতো দিন পর 🥺🙄
@BangladeshivloggerSumaya3 жыл бұрын
অপেক্ষায় ছিলাম,,,,, ভালো লেগেছে,,,, আরো নতুন ভিডিও দেখার অপেক্ষায় রইলাম 😍😍
@iffat35473 жыл бұрын
৭০ বছরের ড্রাইভার!!! 😦😦😦 আমাদের দেশ হলে সিট নিয়ে মারামারি লাগতো সিট নাম্বার না থাকলে।
@shahriarafroz50263 жыл бұрын
অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম আপনার Vlog দেখার জন্য ❤️🙂
@windofchange72233 жыл бұрын
অবাজি জিয়া ভাই ইন্ট্রো সাউন্ড সেই রকম লাইগ্গি
@sabbirrahman88613 жыл бұрын
আপনাদেরকে অনেকদিন পরে দেখতে পেয়ে আমি অনেক খুশি হয়েছি। খুব মিস করতেছিলাম আপনাদের ❤️ এত সুন্দর গুছিয়ে কথা বলা অনেকদিন পরে শুনতে পেয়ে অনেক খুশি লাগতেছে। দোয়া থাকলো আল্লাহ আপনাদের অনেক দিন বাঁচিয়ে রাখুক আর এত সুন্দর ভিডিও দিবেন আমাদের জন্য ❤️
@kausarrabbani14493 жыл бұрын
ভাই যা দেখাইলেন, যা জীবনেও দেখী নাই!
@hasiburrahmanhhs103 жыл бұрын
Zia Vai eto din por video আপলোড দিলেন , wait korsi onek । আপনাদের কে অনেক ভালোবাসি ।
@Mr-90863 жыл бұрын
Goa নিয়ে একটি video বানাতে পরবেন কি?
@bdtravellers3 жыл бұрын
Chesta korbo
@farhanakhtar31613 жыл бұрын
অনেক দিন পর ভিডিও বানালেন,ভালো লাগলো ; জিয়া ভাই দঃকোরিয়া এবং ইন্দোনেশিয়ার ভিডিও চাই?
@ashsamrat72252 жыл бұрын
মাশাল্লাহ ❤️❤️❤️বাচ্চা মেয়েটা অনেক কিউট
@earmohammad47213 жыл бұрын
ভাই আপনার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করতেছি। কখন যে আপনি আপডেট দিবেন আপডেটের অপেক্ষায় আছে অনেকদিন ধন্যবাদ।
@CrSami73 жыл бұрын
most underrated youtuber.. Apnar subscribers minimun 2 million howar kotha 😒😒 Manush content cine na😰
@bdtravellers3 жыл бұрын
Thank you
@Tareq20013 жыл бұрын
আপনার ভিডিও জন্য চাতক পাখির মতো অপেক্ষায় থাকি ❤️
@mobinthesavagebhaiya94982 жыл бұрын
ইউরোপিয়ান,লন্ডন,আমেরিকানরা ব্যবহারের দিক দিয়ে অত্যন্ত ভালো
@VIPER03-s6c3 жыл бұрын
Apnara ki parmanent USA chole gechen? Khub valo laglo video ta😊 Waiting for next video❤️
@abuhenasajib5422 жыл бұрын
বাংলাদেশে ১৪০ কি.মি.+ যেতেই ৫ ঘন্টা লেগে যায়😛
@maakram44693 жыл бұрын
হয়তো কারো জীবনে এত জায়গায় ভ্রমণ করা সম্ভব নয়। ভাই আপনাদের সবার ভাগ্য সুপ্রসন্ন।
@notsure27573 жыл бұрын
অনেকদিন পর আপনাদের ভিডিও পেলাম অনেক ভাল্লাগলো 🥰
@shaheenahamedpersonal3 жыл бұрын
মিলিনার নাদুসনুদুস কথা গুলো ভালো লেগেছে। আল্লাহ আপনাদের সবার ভালো করুক। মিলিনার প্রতি ভালোবাসা।
@nargisbegum23423 жыл бұрын
kzbin.info/www/bejne/ZoiafpqZaN-ifrM
@nurnobeeislamshawon43933 жыл бұрын
ভাই ভাবী কি মারমা উপজাতী? ভাবীর মতো দেখতে আমার একজন ক্লাসমেট ছিলো তার নাম মেলিসা মারামা তবে ইনিই ভাবী কি না কনফিউজ 🤔🤔
@TechTravelByMasud3 жыл бұрын
আমি একজন প্রবাসী, আপনার ভিডিও সবসময়ই দেখে থাকি। আমার সবচেয়ে ভালো লাগে বিমান ভ্রমণ বিষয়ক ভিডিও গুলা। সেই ভালোলাগা থেকে আমিও দেশে যাওয়া আর আসার সময় আপনার মত ভিডিও করি। তারপর ভিডিওতে ভয়েস এড করে ইউটিউব এ আপলোড করি। আলহামদুলিল্লাহ, আমার ইউটিউব চ্যানেল এর প্রথম ভিডিওটিতে আমি ৫৩ হাজার + ভিউস পাই। এখনো ভিউ পাচ্ছি। দোয়া করবেন, যেনো আপনার মত আরো ভিডিও বানাতে পারি। ❤️❤️
@tomsarfar72433 жыл бұрын
মেলিনার জন্য ভিডিও টা বেশি ভালো লাগে
@mdanowarulhaque62163 жыл бұрын
জিয়া ভাই, মনে হচ্ছে আগের চেয়েও বেশি ভালো আজকের ভিডিও টি।মেলিনা মা মনিটা এখন কথার ফুল ফুটাচ্ছে।মেলিসা ভাবি আরও আধুনিক হয়েছে। শুভকামনা জানাই আপনারদেরকে।
@sumonta20213 жыл бұрын
এখানে👈👈👈👈👈👈👈👈👈🌹🌹🌹
@smfvlog26623 жыл бұрын
নাইস ভিডিও ভাইয়া আপনার অনেক ভিডিও আমি দেখেছি অনেক সুন্দর উপস্থাপনা করেন বিশেষ করে সবকিছুর দাম টা বলাতে অনেকেরই উপকার হয়। যাদের এসব সম্পর্কে কোন ধারণা নেই,
@monster-zd2nv3 жыл бұрын
This is the city of dream.
@ashrafuahmed91343 жыл бұрын
Dear Zia Bhai n Bhabi, Salam.. Thank you so much for uploading new content..beautiful and good 👍 quality of presentation as always, nice to listen your aesthetic description with the background music 🎶 A good thing is observed that Melina’s cute 🥰 baby talking is getting impotence in the video…❤️ Thank you 😊 and take care..
@bdtravellers3 жыл бұрын
Thank you Ashraf bhai
@subedasad19243 жыл бұрын
ভাই আপনার ভিডিও অনেক দেরিতে আসে কেনো!?
@bdtravellers3 жыл бұрын
Sorry bhai. Onnanno kaje jhamelai thaki tai deri hoy
এদের মত ইউটিউবার থাকতেও তৌহিদ আফ্রিদি টপ রেটেড হয় 🥴 সারাংশ: এটাই বাংলাদেশ 😆
@grammotraveler5202 жыл бұрын
hmm, thik kotha
@joya99053 жыл бұрын
love frome saudi arabia Frist time Comment korlam
@TheAzad083 жыл бұрын
পাপের শহর নামকরণের সার্থকতা হয়েছে
@md.majedhossain16863 жыл бұрын
Thank you for this colorful video. Now Melina is so fast and impressive. Her chirping is so adorable. Specially, sound recording of this video is very matching with surroundings. Hope you will deliver more and more interesting Videos. 🌹
@ShuklasBongRecipe3 жыл бұрын
আপনি ভারত ভ্রমণ এর একটি ভিডিও করুন
@lizasworld8533 жыл бұрын
ভাইয়া বহু দিন অপেক্ষায় ছিলাম, কবে দেখবো নতুন ভিডিও অনেক ধন্যবাদ আপনাদেরকে ভাল থাকবেন।
@papandash12253 жыл бұрын
৫-৬ হাজার টাকা মানেতো পানির দামে হোটেল কক্সবাজারে হোটেলের চেয়ে দাম তুলনামূলক অনেক কম।
@NRFP3 жыл бұрын
ভাই 5-6 হাজার ডলার না টাকা সেটা ভালো করে শুনছেন কি!!
@papandash12253 жыл бұрын
@@NRFP ৬ হাজার ডলার সমান ৫৪০০০ টাকা এতো টাকা ভাড়া অসম্ভব।