দাদা আরেকটি কথা বলার বাসনা পোষন করছি। তা হল, আপনি সৃষ্টি-স্রষ্ঠা, কিংবা স্রষ্টা-সৃষ্টির মধ্যকার যে অবস্থার কথা উল্লেখ করেছেন তা কি লোক সমাজে প্রকাশ করা যায়??? বিষয় হল আপনি বিশ্বাস-অবিশ্বাস, জাগতিক-আধ্যাত্মিক, কোন কিছুরই ভেদ নেই, অভেদ নেই, পাপ নেই, পূণ্য নেই, কোন নামই যে নেই, কেবল ক্রিয়া ঘটতেছে। এই কথা গুলো বলা "সম্ভব নয়' আলোচনায় আমি কিন্তু বলেছি। সাঁইজী এক বাণীতে বললেন "সুক্ষ্মভাবে বিচার করলে পাপ-পূণ্যের আর নাই বালাই" এই কথাই আপনি বলেছেন, আর আমি জেনেও বলেনি। কারন এ কথা সাঁইজীর ভাষায় অকৈতব্য কথা। যা সাধারণ্যে বলা যায় না। ধন্যবাদ। ভুলে ক্ষমীয়।
@@দিব্যজ্ঞান-ভ৭ঢ ওরশের সময় ছাড়া সাপ্তাহিক কোন অনুষ্ঠান হয় কি? তাহলে আমার জন্য আসতে সহজ হবে।
@দিব্যজ্ঞান-ভ৭ঢ4 жыл бұрын
@@draleqsha3327 হে প্রতি সপ্তাহে প্রায় সাধু সংঙ্গ হতো কিন্তু করোনার জন্য এখন একটু সমস্যা হচ্ছে কিছু দিন পরে ঠিক হয়ে যাবে আশা করি ।
@souravbasu42254 жыл бұрын
মানুষকে বিভ্রান্ত করবেন না আপনি সাইজি কে নিয়ে ভুল তথ্য দিচ্ছেন উনি মানুষের কথা বলেছেন কোনো নির্দিষ্ট ধর্মের প্রচার করেন নি , শাহ আব্দুল করিম নিজেকে বাউল বলতেন তাঁকে কিভাবে ব্যাখ্যা করবেন , আপনি সাঁইজির নাম করে ইসলাম প্রচার করছেন
@দিব্যজ্ঞান-ভ৭ঢ4 жыл бұрын
দাদা আপনি বিষয় টি কে অন্যভাবে দেখবেন না , এক শ্রেনীর বাউল আছে ঘর সংসার ছেড়ে জটলা চুল নিয়ে রাস্তায় রাস্তার ঘুরে বেড়ায়, এখানে সেই সব মানুষ দের কথা বলা হয়েছে । ধন্যবাদ আপনাকে
@yaminhossain98274 жыл бұрын
Sothik kotha
@দিব্যজ্ঞান-ভ৭ঢ4 жыл бұрын
সাধুবাদ রইল
@mohammadshakil15724 жыл бұрын
লালন দর্শন ও সুফিবাদের মধ্যে কোন মিল আছে কি?
@দিব্যজ্ঞান-ভ৭ঢ4 жыл бұрын
লালন দর্শন সুফিবাদের বাহিরে নয় , বরঞ্চ একে অপরের সাথে যোগ সুত্র রয়েছে ।