Рет қаралды 220
৩ নভেম্বর ২০২৪
মতিঝিল, ঢাকা
শ্রদ্ধেয় বাবা,
আমার সালাম নিবেন। আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। অনেক দিন হলো আপনার পত্র পাচ্ছিলাম না। পত্র পেয়ে আপনার কুশলাদি জানতে পেরে চিন্তামুক্ত হলাম।
বাবা, কিছুদিনের মধ্যে আমাদের নতুন শ্রেণির ক্লাস শুরু হবে। নতুন শ্রেণির বই কেনা প্রয়োজন। তাই বই কেনার জন্যে ১০০০ (এক হাজার) টাকা পাঠাবেন।
মা ও তমা ভালো আছে। আপনি কবে বাড়ি আসবেন চিঠিতে জানাবেন। ইতি
আপনার স্নেহের
দিপা