আপনি একজন অত্যন্ত জ্ঞানী ব্যক্তি। আপনার অদ্ভুত বিজ্ঞান জ্ঞান আমাকে সর্বদাই আশ্চর্য করে। আপনি অত্যন্ত কর্মঠ এবং সম্পূর্ণরূপে বিশেষজ্ঞ হিসেবে অপরিসীম। আপনার প্রফেশনাল নলেজ আমার মনোয়োগ জুড়ে রাখে সর্বদাই।আপনি সত্যিই একজন অবিশ্বাস্য বিশেষজ্ঞ পরিষ্কার ও সহজ ভাবে বুঝাতে পারেন। আপনার মতামত সর্বদাই বিবেচিত এবং আপনার মতামত প্রতিক্রিয়া আমাকে আরও ভাল করে বুঝতে সাহায্য করে আপনার ভিডিও দেখার পর থেকে আমার ধ্যান ধারণা পাল্টে গেছে আশাকরি আপনার কাছ থেকে আরো নতুন কিছু জানতে পারবো । ধন্যবাদ
@Kausar_ahmed Жыл бұрын
বই পড়লে যে যে পরিবর্তন হয়- ১. শব্দভাণ্ডার সমৃদ্ধ হয় ২. কোন কিছুতে মনোযোগ বা ফোকাস বাড়ে ৩. ইমোশনালি ভালো রাখে, নেগেটিভিটি কমাতে সাহায্য করে ৪. ধৈর্য ধারণ ক্ষমতা বাড়ে ৫. অন্যের প্রতি সহানুভূতি বাড়ে
@kohenurakther390 Жыл бұрын
ইনশাআল্লাহ চেষ্টা করব
@prosenjitroy34289 ай бұрын
এগুলো জানার পর আমার বই পড়ার প্রতি আগ্রহ অনেক বেশি বেড়ে গেছে 😊
@@ahsanazizsarkar1690 স্যার আপনার সাথে দেখা করতে চাই।
@smnasim4818 Жыл бұрын
আপনার কথা বলার মধ্যে এতটাই স্বচ্ছতা ও নান্দনিকতা ফুটে উঠেছে। আমি মুগ্ধ। এত সুন্দর করে কিভাবে কথা বলেন। এই ভিডিওর প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ 😍
@anisurrahman9054 Жыл бұрын
আমি যখন খুব মানসিক চাপের মধ্যে থাকি তখন হঠাৎ বই নিয়ে বসলে সব চাপ দূর হয়ে যায়। কোনো সমস্যাকে সমস্যা বলে মনে হয়না। সত্যি বই পড়ে যতটা আনন্দে থাকা যায় আর কোনো কিছুতে সেটা পাওয়া যায় না। ধন্যবাদ স্যার।
@brillbond7878 Жыл бұрын
মানসিক চাপ কমাতে সাদা পাতায় লিখলে ভালো, আঁকাআঁকি করলেও ভালো, বাইরে প্রকৃতিকে খেয়ে এলে আরো ভালো।
@MdArif-to5jd Жыл бұрын
জ্ঞান অর্জনের জন্য দু একটা ভালো বইয়ের নাম বলতেন
@shaikhshahnurrahman6470 Жыл бұрын
অসাধারণ! শিক্ষা, চাকরি, বই ও বৈষম্য....এমন ভাবে ভাবতে ও আলোচনা করতে খুব কম মানুষই পারে । শুভ কামনা রইল ।
@musaibrahim84685 ай бұрын
বই পড়লে যেসব উপকার হয় ১. বুদ্ধি বাড়তে থাকে ২.কোন কিছুর প্রতি ফোকাস বারে বা মনোযোগ বাড়ে। ৩.বই পড়া আপনাকে ধৈর্যশীল বানায় ৪.ডিসিপ্লিন মেনটেন করা শেখায় ৫.অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া শেখায় ইত্যাদি ৬.সর্বোপরি পৃথিবীকে জানতে শেখায়
@pritamnath5942 Жыл бұрын
After scrolling for 9 years finally I got a person who explained the benefits of reading within a very short statement which is very clear and concise too. Thank you sir .. my humble request would be to make more videos like this .
@tajuhoque362 жыл бұрын
মাশাআল্লাহ আপনার কথা বলার ভঙ্গিমা। খুব ন্যাচারাল লেগেছে। আমি খুব সহজে আপনার কথা মাথায় ক্যাচ করতে পেরেছি।
@mdnayem61418 ай бұрын
Hmm...bro amio sem
@nil9343 Жыл бұрын
আপনার বলা কথাগুলো সত্য।।এটা আমি নিজে বাস্তব প্রমাণ পেয়েছি।।বই সত্যিই আমাদের প্রকৃত বন্ধু।।
@GolperAdda6 Жыл бұрын
স্যার সত্যি আপনি খুব বাস্তব সম্মত কথা বলেছেন। আজকাল বই অনেকেই পড়ে না। সত্যি বলতে ইন্টারনেট এর গুরুত্ব এগুলোর থেকে অর্থাৎ বইপড়ার থেকে বেশি গুরুত্বপূর্ণ। তবে আমি সম্পূর্ণ বিপরীত। আমি প্রচুর বই পড়ি । বাংলা এবং ইংরেজি। ধন্যবাদ স্যার 🙏
@rezaulhaquerimon Жыл бұрын
❤
@OmairMisbah Жыл бұрын
লাভ ইউ❤
@nahidhasansakib4087 Жыл бұрын
ধন্যবাদ স্যার,,,বই পড়ার গুরুত্ব ও তাৎপর্য সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য,,, আপনার কথা বলার ছন্দ অসাধারণ,সহজ ও সাবলীল,,,,সত্যিকার অর্থে আপনি একজন জ্ঞানী মানুষ,,,,,
@bramha40 Жыл бұрын
youtube.com/@bramha40?si=-JQeGxjb8jFa84R8
@thdrusselnoor3445 Жыл бұрын
আমি যখন ১ম নীটশের নিহিলিজম পড়ছিলাম,, বিষয়টাকে এত গভীরভাবে পড়েছিলাম যে আমার জীবনটা সত্যিকার অর্থে অর্থশূন্য হয়ে গিয়েছিল।প্রচুর হতাশাগ্রস্ত হয়ে নিয়মিত nexicital,indever, ঘুমের ঐষুধ এগুলো খেতে হয়েছে।বই পড়ে সমস্যাটা হয়ছিল (যেহেতু আমি রক্ষণশীল পরিবারে বড় হয়েছি), ৬মাস ঐষুধ খাওয়ার পর আমি পুনরায় বই পড়েই সমস্যা থেকে বের হয়েছি।বইয়ের মতো আশ্চর্যের জিনিস পৃথিবীতে খুব কমই আছে, আল্লাহর কাছে সবসময় চায় তিনি যে আমাকে সবসময় বইয়ের পাশে রাখে।
@jabedali229010 ай бұрын
বইটার নাম কি?
@NPA718 ай бұрын
আধ্যাত্মিক চর্চায় নীটসের বেশকিছু টার্মস প্রেকটিস করতে হয়েছিল, অনেক আলোচনায় নীটসের নামটা বারবার এসেছিল, কিন্তু উনার কোন বই পড়া হয়নি। আপনার কথা শুনে বুঝতে পারলাম কেন পীর সাহেব বারবার বলতেন "পীর ছাড়া মারেফাত চর্চা করলে বিপদ হতে পারে" নীটসের একটা বই পড়ে আপনার যে অবস্থা হয়েছিল সে অবস্থা লাভ করার জন্য আমি এত বছর ধরে চেষ্টা করে যাচ্ছি। অথচ আপনি একটি বই পড়েই
@SerajulIslam-xn4kh8 ай бұрын
বইটার নাম কি?
@AbdurRahim-360 Жыл бұрын
মাশাআল্লাহ খুব সুন্দর উপকারী বক্তব্য।
@sushmitapaul6015 Жыл бұрын
স্যার আজকাল প্রায়ই সবার মুখে শোনা যায় এই introvert , extrovert,ambivert এর ব্যাপারটা ..... স্যার introvert যে মানুষগুলো থাকে তাদের সমস্যাটা নিয়ে যদি একদিন আলোচনা করতেন সত্যি খুব ভালো হতো এবং কিভাবে একজন ব্যাক্তি এই introvert এর সমস্যা থেকে বেরিয়ে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারে এটা নিয়ে একটু বললে ভালো হতো🙏..... স্যার আপনার ভিডিওগুলো সত্যিই অনেকটা ভালো লাগে♥️.....
@arshadhaque963 Жыл бұрын
কেন বই পড়ি ? এ প্রশ্নের ব্যাখা অনেক ভালো লেগেছে । অসংখ্য ধন্যবাদ স্যার .............
@S_M_HABIBUR_RAHMAN8 ай бұрын
সত্যি ভাইয়া! টিকটক এর সস্তা বিনোদনের এই যুগে এ ধরনের তথ্য মূলক এবং গবেষণামূলক ভিডিও বলতে গেলে পাওয়াই যায় না! আপনার কনটেন্ট আমার অনেক ভালো লেগেছে! মানুষ আজ হোক কাল হোক যখন ম্যাচিউরিটি আসবে তখন সে এই ধরনের কনটেন্ট দেখবে যা তাকে জাগিয়ে তুলবে বলে আশা করা যায়! অনেকগুলো পয়েন্ট জানতে পারলাম! অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
@mk3k1872 жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে....বই পড়ার প্রতি আমার এক অন্য রকম ভালোবাসা ছোটবেলা থেকেই... এই ভিডিও দেখার পর বই পড়ার প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল
@AFRINJAHANSIMA-fc7xz Жыл бұрын
আপনার কথাগুলো খুব গোছানো এবং শ্রুতিমধুর। আর কথা বলার বিষয়টাও অসাধারণ।
@didarulislam75Ай бұрын
বই পড়া নিয়ে এত গুছিয়ে এত সুন্দর ভিডিও বানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রতিটা ভিডিও থেকে আমি কিছু না কিছু শিখি।
@iqbalhussin97392 жыл бұрын
increase IQ and Vocab 2. increase Focus 3. emotionally good 4. patience diciplane 5. increase Critical thinking, problem solving 6. Incease impathy power
@bramha40 Жыл бұрын
youtube.com/@bramha40?si=-JQeGxjb8jFa84R8
@mohammadsaifulislam59607 ай бұрын
Done
@mridahmayinuddinmozammel16382 жыл бұрын
ভাই আপনার কথা খুব ভালো লাগে এক দিন সব মানুষ মানুষে রুপান্তর হবে আপনার মতো ভালো মানুষের চেষ্টায় ভালো ভিডিওতে কেউ কমেন্ট করেনা এগিয়ে যান ভাই।
@ahsanazizsarkar16902 жыл бұрын
ধন্যবাদ।
@mafuzrahman939818 күн бұрын
আপনি ভাই কোন ধর্মাবলম্বি @@ahsanazizsarkar1690
@samairasadia9086 Жыл бұрын
Finally মনের মতো ভিডিও পাইলাম। awesome videos. keep it up. এমন ভিডিও আরও বেশি বেশি দরকার ❤️❤️❤️❤️
@ashamuddinsk5973 Жыл бұрын
খুব ভালো লাগলো আপনার আলোচনা শুনে । বই পড়া নিয়ে এইভাবে কেউ কখনো বলেনি। ভালো থাকবেন।
@HabiburRahman-fq3ih Жыл бұрын
অসাধারন বলেছেন যা প্রত্যেকটা মানুষকে উজ্জিবীত করতে যথেষ্ট.
@RuhulAmin-ki3pw Жыл бұрын
এতদিন জানতাম বই পড়া ভালো। আজ জানলাম বই পড়া কেন ভালো। বই পড়ার বিভিন্ন দিক গুলো অনেক স্পষ্টভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ।
@fahmidasiddikahabiba4469 Жыл бұрын
আপনার কথাগুলো বারবার শুনি। সাথে নিজেকে প্রাকটিস করাতে চাই। খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ।
@abhijitbarman-eq3ij Жыл бұрын
আপনাকে খুব খুব ধন্যবাদ এই প্রথমবার দেখছি ❤️🌻🙏
@Sharifulislamsojib Жыл бұрын
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্যার এত সুন্দর তথ্য মূলক ভিডিও দেওয়ার জন্য🥰🥰💖💖 বর্তমান সময়টা খুব স্ট্রেসে যাচ্ছিল এই ভিডিও দেখার পর বই পড়া শুরু করলাম
@mafuzrahman939818 күн бұрын
মাশাল্লাহ আমিও প্রিয় ভাই
@tutulchand54912 жыл бұрын
অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু দুখের বিষয় হলো যে আজকাল আর কেউ বই পড়ে না...
@abuhanif3217 Жыл бұрын
অনেক ভালো পরামর্শ। আমি এতো দিনে বুঝতে পারছি কেন মানুষের জন্য আমার দয়া বেশি
@letsreview63762 жыл бұрын
আর ও একজন জ্ঞানী মানুষের খোজ পেলাম 🥰
@lipirani6712 Жыл бұрын
ধন্যবাদ,মূল্যবান বাস্তব কথাগুলো শেয়ার করার জন্য।
@tarekmonsurreza23007 ай бұрын
আপনার কথার অনেকগুলো আলহামদুলিল্লাহ নিজের মধ্যে বিদ্যমান আছে💞
@renukakhatun9837 Жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ স্যার। ছাত্র -জীবনে এমন একটি ভিডিও পেয়ে আমি অনেক বেশি উপকৃত হলাম।🙏🙏🙏
@firojmahamud51203 күн бұрын
সুন্দর একটি পোস্ট দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার 🎉🎉
@hazihamid86862 жыл бұрын
আপনার এই উপস্থাপনার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমারা ঋণী থাকলাম।
@ashiqurrahman71062 жыл бұрын
ধন্যবাদ। বিষয়টি সুন্দর ভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য। এরকম বিষয়ভিত্তিক উপস্থাপন আগামীতে আপনি ধারাবাহিকভাবে করবেন আশা রাখি। মহান আল্লাহ সব সময় আপনার সহায় হোন। আমিন। আশিক, ঢাকা।
@ahsanazizsarkar16902 жыл бұрын
চেষ্টা করব।
@janta77chai Жыл бұрын
চমৎকার, এত সুন্দর জিনিস রেখে পড়ে আছি যেনো নগ্ন সোসাইটিতে।ধন্যবাদ
@ramisaanjum1505 Жыл бұрын
Oshadharon kichu knowledge gain korlam...
@ProbashiFinnBangladeshiBlogger2 жыл бұрын
আজ আমি আপনার ভিডিও থেকে একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখেছি। ফিন ভাই, ফিনল্যান্ড।
@kalponajana9399 Жыл бұрын
আপনার ভিডিও আমার ভিষন ভালো লাগে। প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনি। নিজের জীবনে পালন করার ও চেস্টা করি। আমার দেখা বেস্ট ভিডিওর মধ্যে পরে এগুলো
@codexzion Жыл бұрын
ভাই আপনার কথার সাথে অনেক মিল আছে বই পড়ার পর থেকে আমার জীবনে অনেক অনেক চেঞ্জ আসছে। একটা সময় অনেক রাগ ছিল আমার মধ্যে এখন তা অনেকটাই কমে গেছে।
@kuntal9846 Жыл бұрын
এটা আপনি অসাধারণ বিশ্লেষণ করে বিষয়টি তুলে ধরলেন, অনেক কিছু জানলাম, ধন্যবাদ 🙏
@mahadihasan65492 жыл бұрын
আপনার এই সুন্দর পরামর্শ দেয়ার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল
@saikathasan7837 Жыл бұрын
ইউটিউবে আমার এটা প্রথম কমেন্ট। সত্যিই এই ধরনের আলোচনা হওয়া উচিত।
@kashemali7672 Жыл бұрын
বই পড়ার যে কত গুণ তা আপনি সুন্দর করে বুঝিয়ে দিলেন। বই পড়লে অজানা জগতকে অনেকটা ভাল করে জানা যায়। বই পড়লে মাথার মধ্য থেকে অনেক অবাঞ্ছিত জঞ্জাল দূর হয়ে যায়। যারা বইয়ে একবার মজেছে তারা বই ছাড়া আর অন্য কিছুতে তেমন মজা পাবে না।
@robinson7066 Жыл бұрын
আমি অনেক দিন দরে এইরকম সাজেশন খোদাই পাবো এটাই চিন্তা করছিলাম আজ কিলিয়ার হলাম অনেক সুন্দর ধন্যবাদ
@nsr2017 Жыл бұрын
Masha Allah nice speech and very beautiful thinking
@shanchala Жыл бұрын
1.improve iq 2.improve focus 3.improve EQ 4.improive creativity 5.improve emphathy
@mohammadsaifulislam59607 ай бұрын
Done
@Missionbusiness24 Жыл бұрын
ধন্যবাদ স্যার,এমন ইউনিক একটা বিষয় নিয়ে আলোচনা উপস্থাপন করার জন্য
@adarshamandal9775 Жыл бұрын
ছাত্র জীবনে এই ভিডিও টা পেয়ে আমার অনেক লাভ হলো। ধন্যবাদ স্যার।💓💞💞💞💯💯💯💯💯💯💯💯💯
@MrTuhin1969 Жыл бұрын
খুব মূল্যবান আলোচনা।
@afrozabu Жыл бұрын
শান্ত ভাবে বেশ ভালো এবং সুন্দর করে বই পড়ার বিষয় তুলে ধরেছেন।
@alquransunnah4366 Жыл бұрын
Summary 1 stay focus 2 emotional good mind 3 increase patience 4 brain actively increase 5 hospitality 6
Right bro.....আমার সহানুভূতি প্রদর্শন আগের থেকে অনেক বাড়ছে।
@ParvesAhmed-je9rf8 ай бұрын
আসসালামু আলাইকুম স্যার। খুবই ভালো লাগে আপনার কথাগুলো। সরাসরি আপনার লেকচার শুনার সৌভাগ্য হয়েছিল আমার🥰 ভবিষ্যতেও এমন মূল্যবান কথা শুনার জন্য অপেক্ষা করবো।
@knowyourself48032 жыл бұрын
২০২৩ সালের সেরা ভিডিও দেখলাম ধন্যবাদ স্যার
@aniktonik6455 Жыл бұрын
Advantages of reading Book: 1. 16 min avg (normal) 2. 48 min avg (those who read more) 3. IQ, intelligence increases 4. Vocab increases 5. Concentration ability increases 6. Emotional wellbeing (escaping from reality) 7. Patience & discipline increases 8. Intellectual wellbeing 9. Empathy grows 10. Perspective shifts Non-fiction book: Paper printed book best, visual memory forms, comprehensive & interpretation capability increases. Fiction book: Both E-book & Audio book works Methods of reading book: 1. Cold reading 2. Slow reading (best for interpretation) 3. Critical reading 4. Speed reading 5. Hyper reading
@bramha40 Жыл бұрын
youtube.com/@bramha40?si=-JQeGxjb8jFa84R8
@amishachakma5852 жыл бұрын
অনেক ধন্যবাদ স্যার আপনাকে আশা করি,,,,, আপনার মতামত আমার জীবনে কিছুটা হলেও কাজ আসবে
@mr.badhonroy Жыл бұрын
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরু্বপূর্ণ ভিডিওটির জন্য। এভাবেই ভিডিও বানিয়ে ছড়িয়ে দিন জ্ঞান এর আলো, আমিও আছি আপনার সঙ্গে, ভিডিও টি অনেককে শেয়ার করলাম।
@পেন্ডুhddyugx Жыл бұрын
বই মানুষের জ্ঞানকে সমৃদ্ধ করে ৷ মানুষ অজানাকে জানতে পরে ৷ তাই মানুষের উচিৎ ভালো ও বিজ্ঞানসম্মত বই পড়া দরকার😊😊😊
@rakibhasan7279 Жыл бұрын
অনেক সুন্দর আলোচনা
@supriyobatabyal6652 Жыл бұрын
My respect and regard to you Dr. Sarkar for enriching about the efficacy of reading habits.
One of best KZbin channel that worth whole watch time. Can't thank you more for your valuable time to share us your knowledge. ❤
@md.saifulislam7156 Жыл бұрын
অসংখ্য ধন্যবাদ স্যার আপনার ভিডিও গুলো আমাদের জীবনকে পরিবর্তন করতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
@imtiazuddin4567 Жыл бұрын
I read book everyday at least 30 minutes. And I always read paper book. I feel paper book is much more beneficial for all prospects . I am 37 year's old.
@shahrimajannat5080 Жыл бұрын
1/iq bare 2/Kono kicothe focus bare 3/emotionaly balo take... Nagative emotion kome jay 4/doijjo komota baray Discipline mane cola sikay 5/creative Howa jay problem solve howar komota take Brain. Active take Disittion making komota bare 5/supportive person Howa jay 6/slow reading is best
@error0874 Жыл бұрын
MashaAllah ❤JajakAllah. That's makes some one Energetic mentally and inspires to study more.
@shrabonmohammad3508 Жыл бұрын
এত গুরুত্বপূর্ণ আলোচনা কমেন্ট না করে পারলাম না
@spiritualtalks5899 Жыл бұрын
Sir you are real preceptor. May God bless you.
@MostofaKamal-i5r12 күн бұрын
অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনার কাছ থেকে অনেক কিছু জানার ও শিখার আছে
@dr.r.chowdhury65392 жыл бұрын
Thank you Dr. Sarkar for this presentation on reading and its benefits.
@mahuadas26518 ай бұрын
Apni Book ব্যপার Ekdom Thik Kotha Bolchen.
@iftekharreza90 Жыл бұрын
বাহ, বেশ ভালো একটা ভিডিও ছিল। কতগুলো নতুন ও জ্ঞানলব্ধীয় তথ্য পেলাম।
@kakalijha2464 Жыл бұрын
খুব ভালো বিশ্লেষণ। ভালো লাগলো।
@ranaharry4762 Жыл бұрын
Khub sundor Laglo apnar katha gulo r ato kichhuo jodio jaan tam na ebong jinista jante pere sotti khub valo laglo , Ami punorai abar book read kora suru korbo .🙏🙏
@bandhanmadhu4267Ай бұрын
চমৎকার বিশ্লেষণ! ধন্যবাদ, স্যার!...
@moshiurkhan5341 Жыл бұрын
Highly appreciated for your speech.Your words tap my neurons of brain and open great synopsis/path through which now I can travel with more confidence during reading book.
@techbjn2 жыл бұрын
খুব সুন্দর ভিডিও 🌿 ধন্যবাদ 💕
@iftekharahmmad5120 Жыл бұрын
অনেক মূল্যবান কথা ।
@nature_fishing_bd Жыл бұрын
ভাই আপনার ভিডিও গুলা খুব ভালো লাগে। ভালবাসা রইলো আপনার জন্য।❤
@palashkhan4909 Жыл бұрын
আস-সালামু আলাইকুম স্যার! স্যার কাইন্ডলি কিছু বইয়ের লিস্ট যদি দিতেন 'পৃথিবী কীভাবে চলে এবং পৃথিবীর মধ্যে এত বৈষম্য কেন' এর উপর তাহলে জানতে সহজ হত।ধন্যবাদ...
@ahsanazizsarkar1690 Жыл бұрын
একটা দুইটা বই পড়ে তো এটা বোঝা কঠিন। Thumbnail এ কিছু বই Suggest করা আছে। এগুলো দিয়েই শুরু করেন না!
@dipalisaha61642 жыл бұрын
Khub valo information pelam ... 👍👍👍
@rathindranathmondal3096 Жыл бұрын
Khub bhalo, book readings SOMBONDHE eto sondor explain agey khono suni nai. Keep it up sir. We will follow you.
@sadhdarshanuntv Жыл бұрын
🙏 আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সুন্দর করে বুঝিয়ে দিলেন ।
@sony7275 Жыл бұрын
ধন্যবাদ স্যার এই ধরনের ভিডিও দিয়ে আমাদের উপকার করার জন্য।
@mahadihasan65492 жыл бұрын
আমি আপনাকে অনুরোধ করব যে মানুষের সফলতার জন্য যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়ে মোটিভেশনাল ভিডিওগুলো পোস্ট দেওয়ার জন্য অনুরোধ রইল
@ahsanazizsarkar16902 жыл бұрын
নিশ্চয় করব।
@marzanarahman34148 ай бұрын
Apnar Kotha gula khub e Valo laaglo😊
@Learning123-18 Жыл бұрын
আমার বয়স এখন 22। ছোটবেলায় টিভিতে কার্টুন দেখে বড়ো হয়েছি।। ক্লাসে ওঠার বই ছাড়া অন্য কোনো বই কখনো পড়িনি; কিন্তু এখন বুঝতে পারছি কত বড়ো ক্ষতি আমার জীবনে হয়েছে।। এখন নতুন করে আবার বই পড়ার অভ্যাস শুরু করতে চাই। বন্ধুদের কাছ থেকে কিছু ছোট গল্পের বই নিয়েও চেষ্টা করেছি।।ধৈর্য একদম থাকে না।। আমার কেমন করে এই বই পড়ার অভ্যেস গড়ে তুলতে হবে কেউ যদি সে সম্বন্ধে কিছু উপায় বলেন!
@mstmeghla2504 Жыл бұрын
Apni khub taratari 100k subs hobe, Apnar video jara ekbar dekhbe take abar fire aste hobe bises kore young generation 😅😅
@arpitaguchhait5624 Жыл бұрын
Ai kothaguli khube mulyoban o sampod tulyo... Thank you
@RakhiMondal-gp9cm Жыл бұрын
2024 সালের সেরা ভিডিও,,ধন্যবাদ স্যার।।
@bdcaptainn2 жыл бұрын
সাবলীল ভঙ্গিমায় অসাধারণ আলোচনা
@musaibrahim84685 ай бұрын
অনেক সুন্দর কথা বলেছেন। ধন্যবাদ
@ALAMIN-vc3lw Жыл бұрын
আলহামদুলিল্লাহ। খুবই ভালোই লাগলো। কমেন্ট নাহ করে থাকতে পারলাম নাহ
@nazmulislam90262 жыл бұрын
Masallah.. that's great sir .this was a wonderful and woesome topic..may Allah bless you and may Allah protect you sir..