আমি কবিগুরুর উদ্দেশ্যে শতকোটি প্রণাম জানিয়ে বলছি এই সত্য ও মিথ্যার ব্যাপারে আমি সাহিত্য সম্রাটেরই সমর্থক। আপনাকেও অজস্র ধন্যবাদ এই ব্যাপারটি এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বন্দে মাতরম।
সত্য মিথ্যার মতো এত গুরুত্বপূর্ণ বিষয়ে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ দুজনের যুক্তি ও অভিমত এত সুন্দর ভাবে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ। খুব ভাল লাগলো বিষয় ও উপস্থাপনা। ভালো থাকবেন। নমস্কার।
@kaustavchatterjee42202 жыл бұрын
অত্যন্ত সুন্দর একটি আলোচনা । এই বিতর্ক হিসেবে স্থান পাওয়া ঐতিহাসিক দলিলগুলো আমাদের সাহিত্য কে যুগ যুগ ধরে সমৃদ্ধ করে চলেছে । বাংলা ভাষা বেঁচে থাকুক অমর প্রাণের কলমের অক্ষরে ❤️❤️
@masudzaman35492 жыл бұрын
Ei alochonar maidhome prnobonto abong shikhonio .onek moja pelam.jar joinno apnake lot of thanks.
@Mic_ON72 жыл бұрын
দুজনকেই আমি অনেক শ্রদ্ধা ও প্রনাম জানাই ❤️❤️। আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়া প্রয়োজন এই ঘটনা থেকে । উভয়ের মতই সর্বৈব সত্য । ❤️❤️ একজনের ধর্মের দিক থেকে , অপরজনের যুক্তির দিক থেকে ।❤️❤️ আর যে কোনো সুসভ্য তর্কের এভাবেই সমাপ্তি হওয়া উচিত ।🔱🙏🏽🔱
@diptikumarbhattacharjea63752 жыл бұрын
অজানা এক চিত্তাকর্ষক দিক তুলে ধরার জন্য আপনার চ্যানেলকে সাধুবাদ জানাই। দুই মহীরুহের মেধার লড়াইয়ে আমাদের ঞ্জানার্জনে বহুলাংশে সাহায্য হবে। এরকম বিষয়ের অবতারণার প্রত্যাশী থাকলাম। অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার নেবেন।
@tapatibanerjee89322 жыл бұрын
এই বাংলায় কি স্বর্গীয় পরিমণ্ডল ছিল একসময় , সেটা ভাবলেই বিস্মিত হতে হয়।কত উচ্চমার্গীয় দর্শন চর্চা হতো সেই সময়।কত তর্ক বিতর্ক,কত শ্রদ্ধা সম্মান,কত বন্ধুত্ব!! আর সেই বাংলা এখন নরকের দ্বার। পালিয়ে যেতে ইচ্ছে করে।
@golammahiuddinkazi45102 жыл бұрын
তখন কার মানুষ এতো সহজে সব কিছু জেনে যেত না। এখনকার মানুষ একটি মোবাইল হাতে থাকলে তো সে সব কিছু জানতে শিখতে বুঝতে পেরে যায়। তাই মানুষের মনে অহঙ বোধ তৈরি হয় তাই এখন কার মানুষ অন্য মানুষ কে মুল্য দিতে পারে না। মনের মধ্যে মুল্য বোদ আসে ছোট বেলার শিক্ষা।
@randomtubebangla48672 жыл бұрын
মানুষের অলস পূর্ন সময় ছিল সেই বাংলা তে। বাবুয়ানা করে কবিতা লিখে, সাহিত্য চর্চা করে, জমিদারি করে আজ বাংলা কাঙাল হয়েছে। যেসব জাতি সেই সময় কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে গেছে তারাই আজ দেশ চালাচ্ছে। সাহেব দের টাকা তে বিলাসিতা, গরীব আদিবাসী দের সর্বনাশ, মহিলা দের অকথ্য মানসিক ও শারীরিক নির্যাতন, শ্রমিক শ্রেণীর সম্পত্তি লুঠ, জাতিভেদ, দেশের বিপ্লবীদের ওপর বিশ্বাসঘাতকতা এই সবই হয়েছে বাংলা তে। তার মধ্যে থেকে দু চারটে ভালো সাহিত্য বেরোলে আশ্চর্য হবো না। আগে কার সময় ছিল নরক। এখন অনেক অনেক ভালো আছি আমরা।
@tapatibanerjee89322 жыл бұрын
@@randomtubebangla4867 যে যেরকম বোধ নিয়ে জন্মেছে,সে সেরকম মূল্যায়ন করবে। সবার সঙ্গে তর্ক চলে না।
@randomtubebangla48672 жыл бұрын
@@tapatibanerjee8932 উত্তর থাকলে তর্ক জমে ভালো। বিপক্ষ কে উপযুক্ত জবাব না দিতে পারলে তার পরিকাঠামো কে আঘাত করে তর্ক থেকে সরে আসা একেবারেই নির্বোধের মতোন কাজ। প্রকৃত শিক্ষা থাকলে বিপক্ষের রুচি বিচারের ক্ষমতা থাকে।
@kholajanala.24 Жыл бұрын
আসলেই তাই! আমরা অতীত থেকে শিক্ষা গ্রহন করিনা, ক্ষুদ্র স্বার্থ আমাদের শিক্ষা সম্প্রীতি মূলকে জরাগ্রস্ত করে তুলেছে আমাদের তার চিকিৎসা কারা উচিত জনাব উপস্থাপক সেই চেষ্টাই করছেন এবং আমারা তার সাথে আছি।
@auroraticroshan1812 жыл бұрын
ভীষণ ভালো লাগলো। আমি সম্পূর্ণরূপে বঙ্কিমকেই সমর্থন করছি।
@pujamondal96389 ай бұрын
আমি একজন সাহিত্যের ছাত্রী আপনার উপস্থাপনা খুব সুন্দর সহজ সাবলীল।
@namitamukherjee73452 жыл бұрын
অপূর্ব অপূর্ব ।আপনার বক্তব্য ও বিষয় বস্তু নির্বাচন এত ই সুন্দর ও মনো গ্রাহী যা আমাদের ঋদ্ধ করে ও প্রসংশিত হওয়ার যোগ্য। আঠারোশ শতক একটা হীরক খনি। কিছুই তো জানিনা। আপনার এই উদ্যোগ প্রসংসনীয়। ঈশ্বরের করুণায় ভাল থাকুন
খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ একটা আলোচনা। মিথ্যা কখনো ও সত্য হতে পারে না এই কথাটা অত্যন্ত সত্য। তবে পারিপার্শ্বিক কারণে অভীষ্ট লাভের জন্য মিথ্যা কে সত্য বলে প্রচার করা হয়। যেমন অশ্বথামা হত -- ইতি গজ। কূটনীতিক রা এই বিষয়ে বেশ পারঙ্গম।
@arkapravaghosh58632 жыл бұрын
দুজনের কথাই সত্য । মিথ্যা কখনো সত্য হয় না আবার প্রয়োজন বিশেষে মিথ্যা সত্য হয়। এখানে বিবাদের কিছু নেই । 🙏
@touhidtushar47942 жыл бұрын
Amio ekmot apnar sathe.
@basantisarkar23482 жыл бұрын
Prithvite2tipakshei bahu udaharan achhe
@rezaulhaque95262 жыл бұрын
পুলিশ আর চোর এক নই।
@arkapravaghosh58632 жыл бұрын
অনেক সময় চোর ধরতে পুলিশকে মিথ্যে বলতে হয় বা মিথ্যে সংবাদ প্রচার করতে হয়। তাহলে সেটা কি অন্যায় ?
@sushantasekharnaskar61822 жыл бұрын
@@arkapravaghosh5863 অন্যায় তো বলা হচ্ছেনা | বলা হচ্ছে মিথ্যা মিথ্যাই | চোর ধরাটা ভালো হোতে পারে, অন্যায় না হোতে পারে, তাই বোলে তা সত্য হবে কেন? আপনার প্রশ্নের মধ্যেই সেটা আপনি স্বীকার করেছেন | আপনি বলেছেন চোর ধরতে পুলিশ মিথ্যা বলেছেন | আমিও তো তাই বলছি যে পুলিশ মিথ্যা বলেছেন | উদ্দেশ্য যাই হোক পুলিশ তো সত্য বলেন নি!
@swapanbhowmick35792 жыл бұрын
মানুষের কল্যাণ তথা জীবন বাঁচানোর মত ঘটনা উপস্থিত হলে মিথ্যা বলাই শ্রেয়।
@swapanbhowmick35792 жыл бұрын
অমর শিল্পী ও মানবতাবাদী সঙ্গীতজ্ঞ ভূপেন হাজারিকা সৃষ্ট গান, মানুষ মানুষের জন্য /জীবন জীবনের জন্য /একটু সহানুভূতি কি /মানুষ পেতে পারে না। ধর্ম, বর্ণ নির্বিশেষে পৃথিবীর সকল মানুষ আসুন এই গান গাই।
@mousumichakrabarti183711 ай бұрын
ভীষন ভালো লাগলো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা কে সমর্থন করি। মানুষের কল্যাণ সাধনই আসল উদ্দেশ্য, সেখানে সবই সত্যি হয়ে যায়। মহাভারতের ঐ অংশ টা জানা ছিল না। ভীষন ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে 🙏
@rekhapathak792 жыл бұрын
বাংলা সাহিত্যের এই দুই অতুলনীয় নক্ষত্রের ফলাফল শূন্য তর্ক-বিতর্কের আলোচনা আপনার ভাবে- ভাষায়, কণ্ঠের সুধায় এত বেশি আকর্ষণীয় এবং উপভোগ্য হয়ে ওঠেছে যে, আর কোন কমেন্ট করার কোনো প্রয়োজন হয় না। ভালো থাকুন। নমস্কার।
দুজনের তর্ক যুদ্ধ ও আমাদের কত সুন্দর সাহিত্য উপহার দিয়েছে। আমরা কারো পক্ষ নাইবা নিলাম। 🎉🎉🎉
@aratisingh34742 жыл бұрын
অসাধারণ। আপনার বিষয় নির্বাচন এতোই ভালো লাগে, অনেক কিছু জানতে পারি। দুজনের বক্তব্যের সঙ্গেই আমি একমত পোষণ করি ।
@anamitramaiti1175 Жыл бұрын
O9 Saratchanfts
@Experimentalidiet9 ай бұрын
আপনার এত সুন্দর উপস্থাপনা আমাকে মুগ্ধ করে। আমি আপনার নিয়মিত দর্শক। আপনার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আমিও ইউটিউব এ পথ চলা শুরু করেছি। ভালো থাকবেন দাদা।
@ashokkumardarbar84512 жыл бұрын
খুবই ভালো লাগলো ,দুই মহান ব্যক্তির বিবাদ কেমন হয় ۔অর্থাৎ দুজন দুজনের প্রতি কেমন শ্রদ্ধাশীল থাকিয়াও বিবাদ করা যায়
@santanupain2143 Жыл бұрын
অনেক কিছু জানলাম। খুব ভালো লাগলো। আপনি ভবিষ্যতে আমাদের আরো নতুন তথ্য দিয়ে আমাদের মনের অন্ধকার দূর করবেন।
@bharatimazumder9613 Жыл бұрын
অসাধারন……!!! আমি বঙ্কিম বাবুর পক্ষে।
@shiblysadiq-xh9nn Жыл бұрын
A very worthwhile and illuminating video. Go ahead. Thanks to Golposolpo.
@RabindranathChakraborty20247 ай бұрын
এখানে কবিগুরু অবশ্যই সমর্থনীয়❤। সত্য সত্যই হয় আর মিথ্যা সবসময় মিথ্যা।❤❤❤❤ আর ও একদিক থেকে কবিগুরু কতটা নম্র তার বক্তব্য থেকে স্পষ্ট। অবশ্যই বঙ্কিম বাবু কে আমার নত মস্তক প্রণাম।❤
@kanchandasdas46412 жыл бұрын
দারুণ বাচনভঙ্গী। আনন্দমার্ঘ প্রচার সংঘের গুরুদেব শ্রীশ্রী আনন্দমূর্তিজী প্রভাত রঞ্জন সরকারকে নিয়ে একদিন আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাই।নমস্কার
@rubychakraborty1565 Жыл бұрын
আমি সাহিত্য সম্রাটের প্রতি শতকোটি প্রণাম জানিয়ে বলছি মিথ্যা সত্যর দিক থেকে আমি কবিগুরুর ও সাহিত্য সম্রাটের সমর্থক।।🙏🙏🙏🙏🙏🙏
@kanchanpaulsenglishclasses40212 жыл бұрын
Both are correct in their own concept. I personally respect the ideas of both of them.Salute to both Bankimbabu and Rabindrababu,the two great sons of mother India.🙏🇮🇳🙏
@banshibadanlaha72092 жыл бұрын
Asadharon collection.Kono samalochona korar spordha nei amar tobe emon ghotona parle aro sonale bhalo lagbe. Thanks a lot.
@abdunnoorlaskar2129 Жыл бұрын
উভয় ব্যক্তির জ্ঞানের পরিসর অপরিসীম। যার যার ব্যাখ্যা অনুযায়ী উভয়েই সঠিক। তবে উভয়েই জ্ঞান ও মহলের পরিচয় দিয়েছেন। উভয়কেই ধন্যবাদ ও শ্রদ্ধা জানাই।
@soudchoudhury39922 жыл бұрын
চমৎকার এই বিতর্ক নিয়ে আলোচনাটি শুনার আগেই আমি মেনে আসছি মিথ্যা মিথ্যাই, কোন পরিস্থিতেই তা সত্য হয়না। তাই আমি ‘রবীন্দ্রবাবুর’ দলে।
@achintaverygoodideabhattac3839 Жыл бұрын
খুব সুন্দর লগলো অনেক অজানা তথ্য পেলাম তবে মিথ্যা কখনো সত্যি হয় না যেমন ঠিক অপর দিকে যে মিথ্যা দিয়ে ভাঙাকে জোড়া লাগানো হয় সেই মিথ্যা সত্যর থেকেও মুল্যবান।
@kanchankarmakar2044 Жыл бұрын
আপনার উপস্থাপনা খুবই শ্রুতিমধুর ❤❤
@sharmisthasinha2613 Жыл бұрын
Khub bhalo laglo ei alochona, anek samriddha holam
@kamalchakraborty3249 Жыл бұрын
Thank you for your beautiful programme which is a controversial debate information between two great legend sons of Bharatmata & it is informative to me . Thank you
@manjulikasircar98652 жыл бұрын
I support Sir Bankim chandra Chatterjee.
@diptendranathghoshhazra3311 Жыл бұрын
It's a great post. Thanks for your analysis.
@shyamalchatterjee43082 жыл бұрын
Difficult to judge. Thinking. Thanks for posting such educational video. 🙏🙏
@goutamroychowdhury86772 жыл бұрын
খুব ভালো লাগলো আপনার উপস্থাপনা।এই ঘটনার কথা জানা ছিল না।
@tapannegel9214 Жыл бұрын
Thank you sir for your superb presentation. I have many lessons to learn from you. TAPAN Negel head master.
@pratimaganguli51192 жыл бұрын
Aapni sob somoy emon sob ghotona aamader bole thaken jaa beshir bhag manser ajana thake. Tai boro bhalo lage aapnar uposthapana. Onek dhanyabad janai.
@regiabegum86202 жыл бұрын
খুব ভালো উপস্থাপন করা হয়েছে।
@lashmidharhalder17662 жыл бұрын
বঙ্কিমবাবু যর্থাত বলেছেন এটাই বাস্তব ৷ তবে দুজনকে আমি শ্রদ্ধা জানাই
@krtikmndl60912 жыл бұрын
Ashadharan! Ai rakam video aroo chai
@mallikadas2857 Жыл бұрын
বাংলা সাহিত্যের দুই মহারথীকে আমার প্রণাম জানাই ,আর প্রিয় ভাই আপনার জন্য অপার স্নেহ। আমরা বাস্তব জীবনে দেখেছি , পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য অনেক সময় সত্যকে গোপন করে মিথ্যের আশ্রয় নিতেই হয়। সেটাই বুদ্ধিমানের ও সুবিবেচকের কাজ; নাহলে পরিস্থিতি আরো মারাত্মক হয়ে উঠতে পারে। একটা বাস্তব উদাহরণ দিচ্ছি । দিন কয়েক আগে আমাদের খুব পরিচিত ( সিঙ্গাপুরে অবস্থিত) এক বৌদির বাংলাদেশ থেকে তাঁর বাবার হার্ট এ্যাটাকের খবর আসে তিনি হাসপাতালে ভর্তি আছেন। বৌদির সে কি কান্না ! তাঁকে সামলানো যাচ্ছে না ।এক ছুটে সিঙ্গাপুর থেকে বাংলাদেশ যাওয়া সম্ভব নয়। দাদা বৌদিকে একটু শান্ত করার জন্য " বাবা এখন আগের থেকে সুস্থ ' এ কথা বলেন , বলাবাহুল্য তখন 'বাবা' মারা গেছেন । পরে পরিস্থিতি বুঝে বৌদির কাছে সত্য বলতেই হয়। আমার মতামত, মিথ্যেটা তো পরে 'সত্য'' হয়নি, মিথ্যেটা মিথ্যেই রয়ে গেল। আসলে আমরা অনেক সময় পরিস্থিতির " দাস" হয়ে পড়ি । আপনারা কি বলেন বন্ধুগণ । মল্লিকা দাস -- (সিঙ্গাপুর )
@hrishikeshsarker6622 жыл бұрын
দুই মহরথীকে সম্মান জানিয়েই বলছি-এ বিষয়ে বঙ্কিমচন্দ্রের বক্তব্যই আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে।
@sudeepdebchowdhury39802 жыл бұрын
দুই মহারথীর তর্ক বিতর্কে অনেক শিক্ষা পাওয়া যায় । ১. প্রবীন ও তরুণের এই শিক্ষা লাভ করা যায় যে , অতি সুন্দর ভাবে দুজনের বক্তব্যের অবতারণা করেছেন । ২. প্রবীন এবং তরুণের বক্তব্যে যথেষ্ট যুক্তি আছে । দুজনের যুক্তিই যথেষ্ট গ্ৰহণযোগ্য । সবচেয়ে আকর্ষণীয় বর্তমান যুগের তর্ক বিতর্কে যে ভাষা ব্যবহার করা হয় , তা এই দুই মহারথীর প্রবন্ধে অদৃশ্য । বর্তমান যুগে এই পরিশীলিত ভাষা ও শিষ্টাচার কি আমরা আশা করতে পারি ? বিশেষত তথাকথিত বুদ্ধিজীবীদের কাছে?
@India_Yogi2 жыл бұрын
Tai jonnei to aaj bjp rss desh saason korche karon onara mittha ke sotti bhojanor chesta cholche. Asol Congress je khoti koreche tar theke bjp besi mittha bole congress ke defame kore jacche
@gobindaganguly63922 жыл бұрын
যুগবতার ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে , ধর্ম রক্ষার জন্য যদি ছলনা করতে হয় তবে ছলনাও ধর্ম হয় , তাই এখানে সাহিত্য সম্রাট বঙ্কিম চন্দ্রের যুক্তি প্রতিষ্ঠিত সত্য বলে মনে করছি সাথে সাথে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি ও অন্তরের ভক্তিপুর্ন শ্রদ্ধা জ্ঞাপন করছি *
@dilipsardar88602 жыл бұрын
এই দুই মহান ব্যক্তির সমালোচনা আমার পক্ষে ধৃষ্টতা। পাঠক বন্ধুদের নিকট আমার একটাই প্রশ্ন যে অর্জুনের কল্পনা প্রসূত অহঙ্কার কে প্রাধান্য দেওয়া টা সত্য, নাকি অহঙ্কারের জন্য ভাতৃহত্যা ? এখানে অর্জুনের দুর্বলতার কথা প্রকাশ পায় সেই সঙ্গে অজ্ঞতা ও।
@rasomaybiswas35812 жыл бұрын
অসাধারণ আলোচনা আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে একমত।
@ankurbiswas66442 жыл бұрын
দুজনেই তাদের নিজ নিজ অবস্থানে সঠিক 'সত্য-মিথ্যা' বিষয়ে। তবে হিন্দু বিষয়ে বঙ্কিমচনদ্র সম্পূর্ণ সঠিক।
@sushantasekharnaskar61822 жыл бұрын
সত্য মিথ্যা অবস্থান ভেদে ভিন্ন অর্থ গ্রহণ করেনা | সে ধারণা ভুল | রবীন্দ্র নাথ এখানে হিন্দুত্ব নিয়ে বিস্তারিত কিছু বলেননি | একবার উচ্চারণ করেছিলেন মাত্র | তাই ধর্ম নিয়ে বঙ্কিম মত সত্য এবং বিপরিতে রবীন্দ্র মত বেঠিক এ ক্ষেত্রে তা পরিস্ফুট নয় |
@gokulsaha3799 Жыл бұрын
এ জন্য তারা মহান। ভালো লাগলো। ধন্যবাদ।
@biswanathsinha5454 Жыл бұрын
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধাজানিয়ে জানাই যে কার্যক্ষেত্রে বঙ্কিম বাবুর উপলব্ধ ই গ্রহণ যোগ্য 1
@bimangupta86912 жыл бұрын
আমি নিতান্তই সামান্য একজন মানুষ। তবু পেটে সামান্য স্নাতক ডিগ্রি আছে তাই সেই সাহসে ভর করেই বলছি *** আমি সাহিত্য সম্রাট বঙ্কিম চন্দ্রের পক্ষে। মানুষের মঙ্গলের স্বার্থে যদি নিতান্তই মিথ্যা বলতে হয়, আমি সেটা করবো এবং এর পিছনে আমার নিজের কোনও স্বার্থ রক্ষার জন্য অবশ্য ই নয়।
@kohinoorchatterjee60432 жыл бұрын
অত্যন্ত সুন্দর উপস্থাপনা তারচেয়ে সুন্দর কন্ঠ স্বরের অভিব্যক্তি।
@dilipkumarhowlader65102 жыл бұрын
সত্যি শব্দের অর্থ আর মিথ্যা শব্দের অর্থ সম্পূর্ণ আলাদা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রয়োজন এ প্রতিজ্ঞা ভঙ্গ করা উচিত বা দরকার। এতে সত্যি কখনো মিথ্যে হয়না আর মিথ্যা সত্যি হয় না। কবি গুরু সত্যি বলেছেন। তিনিই সঠিক।
@pradipsingharoy46392 жыл бұрын
আমারও এটাই মত
@Mdwasim2004-y8w2 жыл бұрын
বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক বলেছে এটি কুরান বাইবল ও বলা আছে যা মানসিক দিক থেকে বিচার করলে ও মন ঠিক বলবে
@amareshbiswas5730 Жыл бұрын
সত্য সত্যই, মিথ্যা কখনো সত্য নয়! তবে সৎ উদ্দেশ্যে প্রয়োজনে মিথ্যাকে আশ্রয় করা যেতে পারে। স্বামী বিবেকানন্দ বলেছেন, -- সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায় কিন্তু কোন কিছুর বিনিময় সত্যকে ত্যাগ করা যায় না ।
@anjankumarmahapatra586810 ай бұрын
অপূর্ব কাহিনী দুই যুযুধান মহারথীর এই কাহিনী অতীব চমৎকার ও মনোমুগ্ধকর ।
@bholanathchatterjee22902 жыл бұрын
অসাধারণ, অনেক অজানা জিনিস জানতে পারলাম
@tapasdutta94422 жыл бұрын
It is explicitly true that Rabindranath did not know the usage of truth in Bengali. The usage of truth in Bengali is explained by Bankim Chandra after being criticized by Rabindranath. Bankim Chandra is absolutely correct in his view. Whatever criticism Rabindranath had done was owing to lack of his ignorance. I definitely cast my vote in favour of Bankim Chandra Chattapadhyay.
@achintyabiswas53882 жыл бұрын
Your choice of subjects of discussion is very good. Your videos are very good .
@atanudutta92452 жыл бұрын
Darun bhalo laglo ei upasthapona ta. Amar mote duto dristi vongi thik nija nija jagiga te. Ekhane jeta dekhar bishoi seta holo je alochona ta thought process er variety and deepness er jonno very rich. Etai mone hoi bangali r intellectual debate er age old definition.
@mukherjeekalyani352 жыл бұрын
Khub sundor alochona khub bhalo laglo..tobe aei dui maharathi ke sanmam jani ei bolchhi Bankim babu r pakhei ami samarthan kori.
@tapansarkar14342 жыл бұрын
অবস্থার প্রেক্ষিতে দুই মহামানবের বক্তব্যই সঠিক ।🙏
@BiswajitDas-zx8bb2 жыл бұрын
নমস্কার দাদা আমি এপার বাংলা থেকে আপনার ভিডিও রেগুলার দেখি আপনার অসাধারণ বাচনভঙ্গি আমি ও পরিবারকে মুগ্ধ করে। আপনার ইমেইন এড্রেস জানালে বিভিন্ন আলোচনা করা যেতো
@sikhachakraborty5332 жыл бұрын
মিথ্যে কখনো সত্য হয় না,মিথ্যে মিথ্যেই, তবে কখনো সখনো মনের ভারসাম্য বজায় রাখার জন্য মিথ্যার আশ্রয় নেওয়া অপরাধ নয় বলে আমার ধারণা
@shuvodas3672 жыл бұрын
মিথ্যা শুনিনি ভাই , এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই। হৃদয় যা উচিৎ মনে করে তাই সত্য।
@nirmalmukhapodhyay71462 жыл бұрын
B and R is my teacher. Now I am a student. So........
@ওয়াহিদাবক্তিয়ার2 жыл бұрын
সত্যের অনুশীলন যেমন সমাজ ও জীবনের প্রয়োজনে অনিবার্য তেমনি মিথ্যের ব্যবহার ক্ষতিকর সত্যের চেয়ে গ্রহনীয়। সবটুকু বৃহত্তর পার্থিব জগতের স্বার্থ রক্ষার্থে বিবেচ্য।
@nilanjanroy27512 жыл бұрын
Apurbo! khub valo laglo
@upamanyuray31312 жыл бұрын
Very well researched content. Two stalwarts disagreeing on something. But instead of abusing each other, they are writing books. Such intellectual discourse is not rare, but absent nowadays.
@ashistaruhazra48802 жыл бұрын
এক্ষেত্রে আমি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে একমত । যদি বহুদিন ধরে ভারতবর্ষের ইতিহাস পর্যালোচনা করা হয় তাহলে দেখা যাচ্ছে যে সব না হলেও অন্তত ৯৯% রাজনৈতিক নেতাই বঙ্কিমচন্দ্রের পথের সাথী । যার ফল আজ সবাইকেই ভোগ করে নাজেহাল হতে হচ্ছে ।
@sitapatichowdhury14222 жыл бұрын
Both are right
@mojibrahaman2486 Жыл бұрын
বঙ্কিম বাবুর চেয়ে বরিন্দনাতের যুক্তি ধারাল। বঙ্কিম তার ভুল বুঝতে পেরে পরে আর এগোন নি। আমি রবীন্দ্রনাথের পক্ষে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
@ajitchakraborty9469 Жыл бұрын
কবিগুরু রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাশীল হয়েও আমি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের পক্ষেই আমার সমর্থন জানাচ্ছি ।
@pranabchatterjee60082 жыл бұрын
The interlocution between Bankim Chandra and Rabindranath is enjoyable. But my support is to Bankim Chandra as it is highly logical. It attracts our attention to a great extent.
@prabirkuila37032 жыл бұрын
সাহিত্য সম্রাট .... বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ❤️🌷🌷🌼🌼🌿🌿☘️☘️🌹🌹
@faizahmad10452 жыл бұрын
I am in support of Bankim Babu.
@trishnabera14702 жыл бұрын
২ jan lekhak er abosthan tader nijeder jaygate . Kaoke alada kore samothan kore choto korte pari na. ২ janei amar attntyo priyo. Khub valo laglo apnar dharavassyo. 🙏🙏
@nirmalendunanda7131 Жыл бұрын
জানতাম না। সত্য সম্পর্কে এতদিন বঙ্কিমচন্দ্রের ধারনা আমার সঠিক মনে হোত। কিন্তু এখন দ্বন্দে পড়ে যাচ্ছি রবীন্দ্রনাথ এর যুক্তি ও সঠিক মনে হচ্ছে । আবার শুনব।
@somnathsengupta69752 жыл бұрын
দারুন পোষ্ট, এটি শিক্ষামূলক, ভালো পোষ্ট
@m.k.s49932 жыл бұрын
Ami bankim babur pokhe. Tobe apnar prati o amar shradha roilo, bishoi tir sundar Upasthaponar janny. Namaskar.
@Sankalpa-rv9iv2 жыл бұрын
দুজনেই নিজ নিজ অবস্থানে ঠিক, তারপরও মনে করি সত্য চিরকাল সত্যই থাকবে, তার জন্য গল্পের আদলে সত্য, মিথ্যা গুলিয়ে গেলে সত্য চর্চা পথ ব্রষ্ট হতে পারে, তবে স্হান কাল, পাত্র বুঝে চলা অবশ্যই ভালো ,, স্যারের মন্তব্য জানতে চাই অসংখ্য ধন্যবাদ ।।
@dhananjoydas45722 жыл бұрын
Both are great man in the world Thanks for this post,
@sanjoychakrabarty64642 жыл бұрын
I agree with Mr Bankim Chandra views.
@ayangangopadhyay8775 Жыл бұрын
Apnar ei kaj ti shotti onobodyo....srota hishebe apnake kurnish!
@sushantabala2 жыл бұрын
Amar valobasa neben, ei post tir jonno ami bhisonvabe kritoggyo apnar kachhe
@syedfaisal3495 Жыл бұрын
সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই, যুক্তি দিয়ে প্রমাণ করা যায় ২+২= ৫ অথবা ৩, কিন্তু প্রকৃত পক্ষে হবে ৪, সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুরই ঠিক বলেছেন, ধন্যবাদ
@sonalikarmakar86212 жыл бұрын
আপনার কথাগুলো খুব ভালো লাগে।
@ankanghosh52722 жыл бұрын
রবিন্দ্রনাথ ঠাকুর আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর মধ্যে বেছে নিতে বললে আমি সর্বদাই বঙ্কিমচন্দ্র কেই বেছে নব। উনি সমাজতত্ত্ব নিয়ে বা ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে যেভাবে লিখেছেন তা বাংলা সাহিত্যের একমাত্র শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ করে উঠতে পারেননি
@bhupendranathmallik1474 Жыл бұрын
শ্রদ্ধেয় রবীনদ্রনাথ এবং বঙ্কিমচন্দ্র উভয়েই সত্যি এবং নিজ নিজ বক্তব্যে ও ঠিক কারণ ভিন্ন পরিস্থিতিতে প্রত্যেকে সঠিক ।
@debudayan2 жыл бұрын
জীবন দর্শন ও নিজ জীবনে আমি বঙ্কিম বাবুর দ্বিতীয় হিন্দু | স্বাভাবিক ভাবেই আমি বঙ্কিম বাবুর পক্ষে।
@pranabkumar6232 жыл бұрын
Very Good Analysis, Thanks.
@SUKESROYCHAUDHURI2 жыл бұрын
Bankim Chatterjee was definitely right. After all he was the SAHITYA SAMRAT. Nobody is comparable with him.
@suryakantadas80002 жыл бұрын
দারুন আলোচনা ধন্য বাদ
@zulfiquerhaider84162 жыл бұрын
সত্য সত্য ই, এখানে পান্ডিও দ্বারা মিথ্যাকে সত্যে রুপান্তরিত করার অথহীন।
@joyitabiswas79082 жыл бұрын
Sir August 8kono special day thakle seta nia aktu bolben pls
@santoshsarkar65692 жыл бұрын
ঘটনার সার্বিক যা দেখা যায় উভয় শ্রদ্ধেয় মহোদয় যথার্থ সঠিক তবে শ্রদ্ধেয় বঙ্কিম মহোদয় যা বলেছেন এ বেলায় নির্ভুল আছে
@abhijitkumarsarkar38502 жыл бұрын
আমার মনে হয় বঙ্কিমচন্দ্র ঠিক।কারণ তিনি আপেক্ষিকতা কে প্রাধান্য দিয়েছেন যা বাস্তব সম্মত।অন্য দিকে কবিগুরু চরম সত্য বোঝাতে চেয়েছেন তার বাস্তব প্রয়োগ অসম্ভব।
@sushantasekharnaskar61822 жыл бұрын
সত্যের কোনো অপেক্ষিকতার তত্ত্ব হোতে পারেনা | সত্য সর্ব অবস্থাতেই সত্য, মিথ্যা সর্ব অবস্থাতেই মিথ্যা | এক্ষেত্রে আপেক্ষিকাতা বাদ এক ধরনের সুবিধাবাদ | তা আমার মনে হয় |
@dulalruidas49672 жыл бұрын
আলোচনার প্রেক্ষিতে,আমি বঙ্কিম বাবুকেই সমর্থন করছি।
@myladdu555 Жыл бұрын
Aami ek jon hindi bhashi kintu aapna bisoy guno ato bhalo lage je ki bolbo mon bhare jay, chokher samne oi drishyo gulo upasthit hoy❤
@manotoshmandal7849 Жыл бұрын
আমি ছয় মাস আগে লিখেছিলাম -- সত্যের বাস্তব পরিভাষা জানার জন্য শ্রী শ্রী আনন্দমূর্তিজী রচিত "জীবন বেদ'" গ্রন্থটি পড়ার অনুরোধ করেছিলাম। ঐ গ্রন্থে সত্যের পরিভাষা --- "পরহিতার্থম্ বাঙ্মনসো যথার্থত্বম্ সত্যম্" । অর্থাৎ অন্যের কল্যাণার্থে বচন ও মনের যে যথার্থ ভাব, তার নাম -- সত্য। মনে রাখা উচিৎ ইংরেজিতে সত্য শব্দের সমার্থক শব্দ নাই। ইংরেজী TRUTH শব্দের সংস্কৃত শব্দ "ঋত" । অতএব রবীন্দ্রনাথের ব্যাখ্যাই ঠিক।
@tusharpurkaystha86232 жыл бұрын
এক্ষেত্রে মহান সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা অনুধাবনযোগ্য। "পথের দাবি'উপন্যাসে সব্যসাচীর কন্ঠে সেই বিখ্যাত উক্তি--সব্যসাচী মিথ্যে বলে না, প্রয়োজনে সত্য সৃষ্টি করে।