আপনার কথাগুলো খুবই বাস্তব আপনাকে আনার জন্য অনেকেই চাই কিন্তু পারে না টাকার অভাবে তাই আপনার রেটটা যদি কিছু কম করে পুরো জগতে বিচরণ করেন সেটাই ভালো হয় কিনা
@abhinoyhazra25624 ай бұрын
জয় নিতাই জয় গৌড় হরি,জয় দীন কৃষ্ণ ঠাকুর, দীর্ঘ জীবি হোক উনি যুক্তি বাদী বাস্তব বাদী সমাজ সংস্কারক বিজ্ঞান সম্মত কথা বলেন, উনি জ্ঞানের সাগর আগামী প্রজন্মের দিশারী, কলিযুগের চৈতন্যদেব,মহাপ্রভু চৈতন্যদেবের অসমাপ্ত কাজ কে দীন কৃষ্ণ ঠাকুর বাস্তবে রূপাইতো করছেন, ধর্মের আসল সংজ্ঞা জেনে কমেন্ট করবেন,ধর্মই অধর্মের মূল কারণ,মানবতা আসল ধর্ম , বর্ণ বৈষম্য ধর্মঃ নয় ,মহামিলন সাম্য মৈত্রী আসল ধর্ম,,🕉️🕉️🕉️🌄🌄🌄🙏🙏🙏 সাম্যবাদীর জয় হোক ,পশ্চিম বর্ধমান ।
১০০%সত্যি কথা বলেছেন? আমার ঠাকুরমায়ের শ্রাদ্ধের কাজে আমার তিক্ত অভিজ্ঞতা হয়েছে, আমাদের গ্রামের ব্যাহ্মন বৈষ্ণব সমাজ ১৯৭০ সালে ২৭০০ টাকা খরচের হিসাব দিয়ে ছিলেন। অথচ কলকাতা হাতিবাগানের টোলের পণ্ডিতদের কাছে যেতে উঁনারা বললেন বাবা শূন্য বাদ দিয়ে শ্রাদ্ধকরতে পারবে,আশ্চর্য হলাম আমার মেজদা আমাকে নিয়েগিয়েছিলেন।ফিরে আমাদের এখানের ব্যাহ্মন বৈষ্ণব সমাজ বললেন,হাঁ উঁনারা ঠিক বলেছেন তবে বাবা তোমাদের নিয়েই তো আমাদের চলে। বাস্তব চিত্র।