গানের কথাঃ বলে দাও মাটির পৃথিবী... গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার, সুরকারঃ কাজল রশিদ, মূলশিল্পীঃ আরিফুর রহমান(নবাগত), চলচ্চিত্রঃ কে তুমি (২৬/০৬/১৯৭৩ইং), শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক/কবিতা/আনোয়ার হোসেন প্রমুখ, পরিচালকঃ এম,এস,রহমান। ---------------- মাটির পৃথিবী তুমি..বলো..আমার..কি অপরাধ? নেই কি আমার তোমার বুকে..কোন আশা..কোন সাধ? Short Music বলে দাও মাটির পৃথিবী,কোথা শান্তি আমার জীবনে? কতদিন এমন করে,আমি জ্বলবো দুঃখের দহনে? ? বলে দাও মাটির পৃথিবী,কোথা শান্তি আমার জীবনে? Music আলো ঝলোমল বাসর আমার,ভরিয়ে দিলো ব্যথা নিরাশার! Short Music আলো ঝলোমল বাসর আমার,ভরিয়ে দিলো ব্যথা নিরাশার! ভরিয়ে দিলো নিরাশা, মধু স্বপ্ন ভেঙ্গে গেলো,কেন অশ্রু আমার নয়নে? বলে দাও মাটির পৃথিবী,কোথা শান্তি আমার জীবনে? Short Music কতো ছন্দে গানে দুটি মন,কতো ছন্দে গানে দুটি মন, দেখেছিনু মিলন ও স্বপন,দেখেছিনু মিলন ও স্বপন! Music কেন আমার সেই হাঁসি গান,কান্না হয়ে ভাসায় এ প্রাণ? Short Music কেন আমার সেই হাঁসি গান,কান্না হয়ে ভাসায় এ প্রাণ? কান্না হয়ে ভাসে প্রাণ! কেন ছন্দ থেমে গেলো,কেন দ্বন্দ্ব আমার ভূবনে? বলে দাও মাটির পৃথিবী,কোথা শান্তি আমার জীবনে? কতদিন এমন করে,আমি জ্বলবো দুঃখের দহনে? ? আমি জ্বলবো দুঃখের দহনে? আমি জ্বলবো দুঃখের দহনে? ------ আপলোডঃ মইনুল জীবন।
@gazipurshowroom63283 жыл бұрын
এই গানের মুল শিল্পী খন্দকার নুরুল আলম।
@sabinayesminsrecipe14382 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭
@mytube-Islam4 жыл бұрын
শিল্পী:- খান আরিফুর রহমান, গীতিকার:- গাজী মাজহারুল আনোয়ার, সুরকার:- কাজল রশিদ, ছায়াছবি:- "কে তুমি ?" - মূল চরিত্রে অভিনীত রাজ্জাক, কবরী, কবিতা ও আনোয়ার হোসেন (১৯৭৩) l