No video

বলিউডও কম যেতো না || 1930-এর Stunt নায়িকা || Fearless Nadia

  Рет қаралды 31

ORANGE BANGLA Kolkata

ORANGE BANGLA Kolkata

Күн бұрын

#bollywoodretro #stuntwoman #fearless
রাজা রাণীর দেশ ভারতবর্ষ। সেখানে "সার্কাস কুইন" নামে একটা সিনেমা এসেছিল ১৯৫৯ সালে। বলতে গেলে সার্কাস নিয়ে এটাই প্রথম হিন্দি সিনেমা। আর সার্কাসের রাণীর ভূমিকায় সেখানে দেখা গিয়েছিল সে সময়কার অতি বিখ্যাত এক মহিলা স্ট্যান্ট নায়িকাকে। জন্মসূত্রে তিনি অস্ট্রেলিয়ান। কিন্তু কর্মসূত্রে ভারতীয় শিল্পী। হিন্দি সিনেমার জগতে তার নাম ছিল ফিয়ারলেস নাদিয়া।
আর আসল নাম? ম্যারি অ্যান ইভান্স। ব্রিটিশ সেনাবাহিনীর এক অফিসারের মেয়ে ম্যারি, বরাবরই ছিল ডানপিটে। খুব কম বয়সেই সে ঘোড়া চড়া বা বন্দুক চালানোর মতো নানা কেরামতি রপ্ত করে ফেলেছিল। ভালো জিমন্যাস্টিকও জানতো। প্রথম বিশ্বযুদ্ধে তার বাবা মারা গেলে সে জারকো সার্কাসে শিল্পী হিসেবে কাজ করা শুরু করে। এক জ্যোতিষী তাকে "ন" অক্ষর দিয়ে নাম শুরু করতে বলেছিল। তাতে নাকি জীবনে বড় সাফল্য আসবে। ব্যাস! ম্যারি অ্যান এরপর থেকে হয়ে গেল নাদিয়া। আর তার কিছুদিনের মধ্যেই হিন্দি ছবিতে ডাক। ১৯৩৫ সালে "হান্টারওয়ালী" ছবিতে তাকে নায়িকা হিসেবে সুযোগ দেয় সে সময়কার বিখ্যাত ফিল্ম কোম্পানি "ওয়াদিয়া মুভিটোন"। আর এই সাফল্যের পরে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। জনতার এমন পছন্দ হয়ে যায় এই বিদেশিনী নায়িকাকে যে একের পর এক নায়িকা প্রধান ছবি তৈরি করতে থাকে ওয়াদিয়া মুভিটোন। ছবিগুলোর নাম শুনুন... মিস ফ্রন্টিয়ার মেল, লুঠারু ললনা, ডায়মন্ড কুইন, জাঙ্গল প্রিন্সেস, হান্টারয়ালি কি বেটি! ইত্যাদি ইত্যাদি। আর এই সব ছবির বেশির ভাগেরই পরিচালক ছিলেন হোমি ওয়াদিয়া। পরবর্তী কালে তিনিই নাদিয়াকে বিয়ে করেন।

Пікірлер
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 90 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН