একমুঠো চাঁদের অপেক্ষাতে কালো ঘরের চারপাশ, কিছু আকাশ প্রহরী হয়ে আসে জানালাতে বারবার। দরজাতে হিমেল বাতাস যেন কড়া নেড়ে যাচ্ছে, বোবা সময় সান্ত্বনা দিয়ে যায় এই জোছনা আসছে.. আমার, ঘরের, সব ঘন-কালো যেন আঁধারী ভুবন.. ঘরের, ভেতর, ঘর তুলে রেখে আজ বন্ধ এই মন.. ও হো, ও হো শুধু অপেক্ষায়, কবে জোছনা আসবে.. কালো চাদর জড়িয়ে শুয়ে থাকে চাওয়া পাওয়ার দল-বদল, কড়িকাঠে ধোঁয়াটে উড়ে বেড়ায় যতো স্মৃতি সম্বল। কিছু আশা কবিতা বইয়ের পাতায় কেঁদে কেঁদে যাচ্ছে, তবু সময় সান্ত্বনা দিয়ে যায় এই জোছনা আসছে.. এদিক, সেদিক, সব এলোমেলো যেন আঁধারী ভুবন.. ঘরের, ভেতর, ঘর তুলে রেখে আজ বন্ধ এই মন.. ও হো, ও হো শুধু অপেক্ষায়, কবে জোছনা আসবে.. আমার, ঘরের, সব ঘন-কালো যেন আঁধারী ভুবন.. ঘরের, ভেতর, ঘর তুলে রেখে আজ বন্ধ এই মন.. ও হো, ও হো শুধু অপেক্ষায়, কবে জোছনা আসবে
@showmikdhar97772 жыл бұрын
এই গানটি দিয়ে তোমাদের চেনা। এই গানটি এক কথায় অসাধারণ।
@kenkaneki675 жыл бұрын
Ow I am loving Bangladeshi musics so much Next time I'll visit Bangladesh.
@themeloman75 жыл бұрын
আমাদের দেশে আইসো না দোহাই লাহে 😀
@asifurrahmanishaan84214 жыл бұрын
You are always welcome my brother 😍
@ruhanafzal70033 жыл бұрын
dont bro...we donta want ghouls in our country!!
@labibhasanspondon78963 жыл бұрын
U are fromwhich contry
@muajhasan602 жыл бұрын
Bad New Year 2022!! জানিনা কতদিন বেঁচে থাকবো আর!! চারদিকে যখন এতো আনন্দের ধনি তখন আমাদের শেষ কথা, "আমার দিকটা একটু ভাবা উচিত ছিল। অবসাদের কাছে সমুদ্র সমান ভালোবাসার অবসান। ভালো থেকো। "
@tonmoybanik4449 Жыл бұрын
Bhai beche asen?
@Rakibhasan-hw6jd4 жыл бұрын
Amra gorbito..Lrb,nagor baul, Warfaze, vikings,artcell, shironamhin, bay of bangle etc eto gula band amader deshe paisi❤🤘❤
@asifsiddique3382 Жыл бұрын
স্কুলের সেই দিনগুলো❤️ এই গানগুলোতে অন্যরকম নেশা ছিলো❤️
@sagarahamed77812 ай бұрын
Wow just rocking... Amazing
@irfan_shikder4 жыл бұрын
Opekkha Song Lyrics In Bengali : একমুঠো চাঁদের অপেক্ষাতে কালো ঘরের চারপাশ, কিছু আকাশ প্রহরী হয়ে আসে জানালাতে বারবার। দরজাতে হিমেল বাতাস যেন কড়া নেড়ে যাচ্ছে, বোবা সময় সান্ত্বনা দিয়ে যায় এই জোছনা আসছে.. আমার, ঘরের, সব ঘন-কালো যেন আঁধারী ভুবন.. ঘরের, ভেতর, ঘর তুলে রেখে আজ বন্ধ এই মন.. ও হো, ও হো শুধু অপেক্ষায়, কবে জোছনা আসবে.. কালো চাদর জড়িয়ে শুয়ে থাকে চাওয়া পাওয়ার দল-বদল, কড়িকাঠে ধোঁয়াটে উড়ে বেড়ায় যতো স্মৃতি সম্বল। কিছু আশা কবিতা বইয়ের পাতায় কেঁদে কেঁদে যাচ্ছে, তবু সময় সান্ত্বনা দিয়ে যায় এই জোছনা আসছে.. এদিক, সেদিক, সব এলোমেলো যেন আঁধারী ভুবন.. ঘরের, ভেতর, ঘর তুলে রেখে আজ বন্ধ এই মন.. ও হো, ও হো শুধু অপেক্ষায়, কবে জোছনা আসবে.. আমার, ঘরের, সব ঘন-কালো যেন আঁধারী ভুবন.. ঘরের, ভেতর, ঘর তুলে রেখে আজ বন্ধ এই মন.. ও হো, ও হো শুধু অপেক্ষায়, কবে জোছনা আসবে..