Bangla Bazar | আজকের হেডলাইন | আজ সুপ্রিম কোর্টে সি বি আই তদন্ত রিপোর্ট পেশ করবে।

  Рет қаралды 4,973

BANGLA bAZAR

BANGLA bAZAR

Күн бұрын

১) আরজি করের ঘটনার প্রতিবাদে অভিনব মানববন্ধন, সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত দীর্ঘ পথ জুড়ে হাত হাত ধরে দাঁড়িয়েছেন মানুষ। তৈরি হয়েছে মানবশৃঙ্খল। এই কর্মসূচিতে সমাজের সর্বস্তরের মানুষকে শামিল হওয়ার ডাক দেওয়া হয়েছিল। বহু সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে মানববন্ধনে যুক্ত হয়েছেন। আজ আর জি কর মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে, সি বি আই জমা দেবে তাদের তদন্তের রিপোর্ট। তার আগে রবিবার রাতে অভূতপূর্ব প্রতিবাদ দেখল কলকাতা। শহর এবং শহরতলির নানা প্রান্তে নানা ভাবে মানুষ প্রতিবাদ জানিয়েছেন। কেউ রাস্তা আটকে বিক্ষোভ দেখিয়ে, কেউ মিছিল করেছেন, কেউ আবার কালো বেলুন উড়িয়ে চেয়েছেন ন্যায় বিচার।
২) ১৪ অগস্টের পর ৮ সেপ্টেম্বর। ‘মেয়েদের রাতদখল দিনবদল’-এর ডাক দিয়েছিলেন রিমঝিম সিংহ আর তাঁদের সদ্য গড়ে ওঠা সংগঠন। রবিবার রাতের কর্মসূচি শেষে দু’টি দাবি পেশ করেছেন তাঁরা। তিনি বলেন, “আমাদের দু’টি দাবির একটি, আরজি কর-কাণ্ডের সুবিচার চাই। সুপ্রিম কোর্টে নিরপেক্ষ বিচার হোক। যত বড় ব্যক্তিত্বই এর সঙ্গে জড়িত থাকুক না কেন তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।” তিনি আরও বলেন, “আমরা শুধু আরজি কর-কাণ্ড নিয়েই প্রতিবাদ করছি না। ভবিষ্যতেও এ রকম ঘটনা যাতে না ঘটে, তা সুনিশ্চিত করতে চাইছি। এর জন্য পরিকাঠামোগত কিছু পরিবর্তন দরকার। এখানেই আমাদের দ্বিতীয় দাবি, স্কুলের পাঠ্যক্রমে লিঙ্গ বিষয়ক পড়াশোনা বাধ্যতামূলক করা হোক। সরকারি আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন সমাজকর্মীরা যাঁরা লিঙ্গবৈষম্য এবং নারীবাদ নিয়ে চর্চা করেন তাঁদের নিয়ে পাঠ্যক্রম তৈরি হোক।”
৩)আবার পথে নামল টলিউড। আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে মিছিল করছে তারা। সেই মিছিলে পা মিলিয়েছেন টলিউডের শিল্পী এবং কলাকুশলীরা। এর আগেও একাধিক বার আরজি কর-কাণ্ডের প্রতিবাদে তাঁরা পথে নেমেছেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিলে হেঁটেছেন, রাত জেগেছেন, গলা ছেড়ে স্লোগান দিয়েছেন। সকলের স্বরে একই ধ্বনি, ‘বিচার চাই’। হাজরা মোড়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে শামিল হন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‘এক মাস ধরে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে প্রতিবাদ করছেন। মহিলাদের সুরক্ষার দাবি অনেক দিন ধরেই উঠছে। দুঃখের বিষয় এমন নারকীয় ঘটনার পর মানুষকে পথে নেমে প্রতিবাদ করতে হচ্ছে। আমি সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে রয়েছি।’’
৪) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবেও সাড়া দিলেন না জহর সরকার। দলনেত্রীর অনুরোধ প্রত্যাখ্যান করে জানিয়ে দিলেন রাজ্যসভার সাংসদ পদ থেকে তিনি পদত্যাগ করবেনই। রবিবার সকালে সাংসদ পদ থেকে পদত্যাগ ও রাজনৈতিক জীবনে ইতি টানার ঘোষণা করেন প্রাক্তন আমলা জহর। বিকেলে তাঁকে ফোন করেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রে খবর, বেশ কিছু ক্ষণ কথাও হয় তাঁদের মধ্যে। মমতা তাঁকে সিদ্ধান্ত বদলের অনুরোধ করেন বলে সূত্রের খবর। কিন্তু দলনেত্রীকে জহর জানিয়ে দেন, বর্তমান পরিস্থিতিতে তাঁর আর সাংসদ পদে থাকা সম্ভব হচ্ছে না। সূত্রের খবর, মমতাকে তিনি বলেন, ‘‘মানুষকে কথা দিয়েছি, আর ফেরা সম্ভব নয়।’’ সুখেন্দু শেখর রায় কিন্তু এই পদত্যাগ নিয়ে কোনও কথা বলতে রাজি হন নি।
৫) রবিবার রাতে আরজি করের ঘটনার প্রতিবাদে আবার পথে নামলেন শহরের দুই প্রধান ফুটবল ক্লাবের সমর্থকেরা। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের বিরাট মিছিল হয়েছে উত্তর কলকাতায়। সিমলা পল্লীতে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে থেকে ওই মিছিল শুরু হয়। তা চলেছে শ্যামবাজার পর্যন্ত। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকেরা আরজি করের বিচার চেয়ে আগেও পথে নেমেছিলেন। ফুটবল মাঠে এই দুই ক্লাব চিরপ্রতিদ্বন্দ্বী। কিন্তু আরজি কর তাঁদের মিলিয়ে দিয়েছে। মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর তাঁরা নানা ভাবে প্রতিবাদে শামিল হয়েছেন। প্রতিবাদের আবহে গত ১৮ অগস্ট বাতিল হয়ে গিয়েছিল কলকাতা ডার্বি। সে দিন সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামের সামনে ইস্টবেঙ্গল, মোহনবাগানের সমর্থকদের সঙ্গে বিক্ষোভে শামিল হয়েছিলেন মহামেডান ক্লাবের সমর্থকেরাও।
৬) বিনেশ ফোগতের সোনা জয়ের স্বপ্নভঙ্গ নিয়ে কটাক্ষ করেন ব্রিজভূষণ শরণ সিং। তাঁর কথায়, 'একদিনে দু'টি ওজনের ক্যাটিগরিতে ট্রায়াল দেওয়া যায়? ওজন মাপার পাঁচ ঘণ্টা পর ট্রায়াল হতে পারে? কুস্তির প্রতিযোগিতায় আপনি জেতেননি। চিটিং করে ওখানে গিয়েছিলেন।' এই ব্রিজভূষণের বিরুদ্ধে দেশের একাধিক মহিলা কুস্তিগির যৌন হেনস্থার অভিযোগ তুলে পথে নেমেছিলেন। প্রথম সারিতেই ছিলেন বিনেশ ফোগত, বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা। সর্বভারতীয় কুস্তি সংস্থা থেকে তাঁর অপসারণ এবং শাস্তির দাবিতে আন্দোলনে সামিল হয়েছিলেন তাঁরা। কিন্তু বিনেশ ফোগতের বিরুদ্ধে চিটিংয়ের অভিযোগ তুলে বিপাকে পড়লেন ব্রিজভূষণ শরণ সিং। সূত্রের খবর, তাঁকে BJP-র তরফ থেকে সতর্ক করা হয়েছে। হরিয়ানার নির্বাচনকে মাথায় রেখেই সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতিকে বিনেশ ফোগত, বজরং পুনিয়া প্রসঙ্গে কোনও মন্তব্য করতে নিষেধ করেছে দল।
৭) বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ। তার জেরে সমুদ্রও উত্তাল রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সাগরে হাওয়ার বেগ আরও বাড়বে । এর জেরে কলকাতা এবং সংলগ্ন দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঝড়বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়। একই পূর্বাভাস হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়াতেও।
৮) একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত আসামি ও জামায়াতে ইসলামির প্রাক্তন আমির প্রয়াত গোলাম আযমীর ছেলে প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী মুখ খোলার পর থেকেই বাংলাদেশের একটা অংশ থেকে ‘জাতীয় সঙ্গীত’ পরিবর্তনের দাবি উঠেছে। আবার তার পাল্টা গানে-গানেই প্রতিবাদ জানাতে শুরু করেছেন দেশবাসীর একটা বড় অংশ। সিলেটে এমনই এক ‘সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত’-এর আয়োজন ভেস্তে গেল স্রেফ পুলিশি বাধার মুখে পড়ে।

Пікірлер: 42
@prithwishroy9125
@prithwishroy9125 11 күн бұрын
এবার হোক, বিনা চিকিৎসায় গরিব মানুষের মৃত্যুর বিচার চাই। কিন্তু না, কেউই পাশে দাঁড়াবে না। কারণ তারা যে গরিব মানুষ।
@KartickMaity-ju7lj
@KartickMaity-ju7lj 11 күн бұрын
হিম্মত নেই ওই রাত জাগা মাননীয়াদের,যার বিচার শীর্ষ আদালত নিয়ছে, তার জন্য অনর্থ আন্দোলন। যে 23 জন বিনা চিকিৎসায় মারা গেলেন,তাদের জন্য কেউ নেই,কারন তারা সঙখ্যায় অধিক এবং গরীব।
@avishekdas4667
@avishekdas4667 11 күн бұрын
We want justice for Vikram
@chandankumardas1103
@chandankumardas1103 11 күн бұрын
এক দল ছাত্র সমাজের আড়ালে আর এক দল সাধারণ মানুষ নামের আড়ালে ।
@biswajitmallik639
@biswajitmallik639 11 күн бұрын
@chandam Kumar das আপনি কোন দলের আড়ালে?
@SelimKhan-kh6lr
@SelimKhan-kh6lr 11 күн бұрын
Konagar, SSKM
@parnabanerjee4198
@parnabanerjee4198 11 күн бұрын
Dhanyabad sir, etar apekkhay chilam... good morning
@jayeetaghose
@jayeetaghose 11 күн бұрын
Supreme court er shunani shunchhilam live. Tarporei facebook e dhuklam. Bhebechhilam totokhone facebook chheye jabe detective der posts e. Aschorhyo jonok bhabe shunani sesh hoyar 30 min poreo sheirom kono post chonkhe porlo na. Tar maane posts ekhon "manufactured" hochhe. Bajare chhara pele shokoler timeline e shei ek konthe kora post gulo eksathe bhore jabe. Ja etodin dhore hoye aschhe. Mogoj dholai. Manush nije bujhe shune, nije bhebe, tar nijer boktobyo pesh korte bhule gechhe.
@jayeetaghose
@jayeetaghose 11 күн бұрын
Aniket babu, apnar protyek ti protibedoner jonno apnake ashonkhyo dhonyabad 🙏🙏 ei kothin somoye, ekdike sarkar er seemaheen durneeti, birodhi pokkher shukoushol gujob chhorano, opor dike shadharon manusher juktiheen abege abhutopurbo nojirbiheen ga bhashano, ebong tar sathe ashol doshir (Sanjay Roy) chhara peye jaoyar ashonka, ei poristhiti te ekmatro apnar juktisommoto, niropekkho protibedon gulo shune mone ektu shanti pai. Apnar "headlines" shune ghumote jai ebong shokale uthe kaje jaoyar pothe apnar "motamot" shune din shuru kori. Khuuub bhalo thakben 🙏🙏🙏🙏
@Thekudghat
@Thekudghat 11 күн бұрын
Aii andolon akdom e elite class ar ...akdom e patta debe na...se jotoi bibhinno district e protibad hok .. rickshaw wala der protibad hok, swiggy Zomato ar protibad, mritsilpi ar protibad...apnara jotoi bolun ami jani eta elite class ar andolan 😮
@pinakibose4392
@pinakibose4392 11 күн бұрын
Sob hujug.
@malaghosh9958
@malaghosh9958 11 күн бұрын
আর জি করে বিনা চিকিৎসায় মৃত্যু হল দুর্ঘটনায় পা কাটা পড়া একটি ২৮ বছরের ছেলের। এস এস কে এম এ কিডনির অসুখে আক্রান্ত বিনা চিকিৎসায় মৃত্যু হল আর ও একটি ছেলের। দুটোরই কারণ ডাক্তারদের ধর্মঘট। হরিয়ানাতে বাঙালি ছেলেকে পিটিয়ে খুন, রাজস্থানে বাঙালি ছেলেকে পিটিয়ে খুন। মানে এক সপ্তাহে চারটি তরতাজা যুবক খুন হয়ে গেল। তারা কি কারোর সন্তান নয় তাদের জন্য কি একটি মোমবাতিও জ্বলতে পারে না? তাদের মা-বাবারা কি বিচার চাইতে পারে না ? নাকি এগুলো R G Kar এর মত অত সেন্সেশনাল হবে না, তাই এদের বিচার চাওয়ার দরকার নেই। মৃত্যু নিয়েও প্রশ্ন উঠেছে। এখানেও politics?
@malaghosh9958
@malaghosh9958 11 күн бұрын
কোন্নগর RG Kar, SSKM, Hariyana, Rajasthan নিয়ে বক্তব্য নেই? এই ঘটনাগুলোর Victim রাও তো কারোর সন্তান। যে নির্মমতা নিষ্ঠুরতার শিকার এই ছেলেগুলোর অপরাধ কি ছিল? প্রথম দুজন ডাক্তারদের ধর্মঘটের কারণে বিনা চিকিৎসায় "খুন হল", পরের দুজন বাঙালি হওয়ার অপরাধে। কেন আমরা তাদের জন্য বিচার চাইবো না ?
@TapasRakshit-mh4mv
@TapasRakshit-mh4mv 11 күн бұрын
যদি পোগাট চিটিং করে থাকে তবে তার দায় কি ভারতীয় অলিম্পিক অ্যাসসিয়েশনের নয়? কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কি পদক্ষেপ নেবে?
@chandanaray3728
@chandanaray3728 11 күн бұрын
Shakshi maliker jonyo east bengal mohnbagan k protibad korte michhil korte to dekhini
@SelimKhan-kh6lr
@SelimKhan-kh6lr 11 күн бұрын
jara rgkar er bichar cheye pothe namchen tara ki piriseba na peye jara morche tader jonno pothe nambe ?
@malaghosh9958
@malaghosh9958 11 күн бұрын
আর জি করে বিনা চিকিৎসায় মৃত্যু হল দুর্ঘটনায় পা কাটা পড়া একটি ২৮ বছরের ছেলের। এস এস কে এম এ কিডনির অসুখে আক্রান্ত বিনা চিকিৎসায় মৃত্যু হল আর ও একটি ছেলের। দুটোরই কারণ ডাক্তারদের ধর্মঘট। হরিয়ানাতে বাঙালি ছেলেকে পিটিয়ে খুন, রাজস্থানে বাঙালি ছেলেকে পিটিয়ে খুন। মানে এক সপ্তাহে চারটি তরতাজা যুবক খুন হয়ে গেল। তারা কি কারোর সন্তান নয় তাদের জন্য কি একটি মোমবাতিও জ্বলতে পারে না? তাদের মা-বাবারা কি বিচার চাইতে পারে না ? নাকি এগুলো R G Kar এর মত অত সেন্সেশনাল হবে না, তাই এদের বিচার চাওয়ার দরকার নেই। মৃত্যু নিয়েও প্রশ্ন উঠেছে। এখানেও politics?
@malaghosh9958
@malaghosh9958 11 күн бұрын
না নামবে না। তাদের কোমড়ের জোর অত নেই। তারা BJP বা CPM এর মতো এত powerful প্রাণী নয়।
@bhabaniprasadghosh1974
@bhabaniprasadghosh1974 11 күн бұрын
Mohila doctor nahoye jodi hospital woman sweeper hoten taholay ki ato hoichoi dorkar nei ? Dorkar achhe kintu etato desher bivinna jaigay regular hochhei Eke komabar chesta kortay hobe but it id impossible to make it 0 😊
@somenathbose1409
@somenathbose1409 11 күн бұрын
কাল কোনো ভিডিও পোস্ট হয় নি কেন?
@subhashbanerjee7430
@subhashbanerjee7430 11 күн бұрын
SUPREME COURT'SJUDGEENT WOUD NOT, I APPREEND,TE MOVEMENT WILL.NOT BE STOPPED BECAUSE AFEW CERTAIN VESTED INTERESTED POLITICAL PARTIES WOULD NOT SLLOW TO STOP HE MOVEENT.
@debdasbandyopadhyay9822
@debdasbandyopadhyay9822 11 күн бұрын
আইএনটিটিইউসি এর মিছিলের খবর পরিবেশন যোগ্য নয়?
@sasankasekharbhattacharyya2883
@sasankasekharbhattacharyya2883 11 күн бұрын
Joy bangla
@kumarkishoreghosh3042
@kumarkishoreghosh3042 11 күн бұрын
Aaj Brij bhusan goto kal Kangana Ranaut....odi ke Anurag Thakur. Non Biological er Manipur shunlei mounota. Ei sabkatar Mukherjee kobe bandho hobe. Ekhane to ek Subhendu ke nieyei Bangalir kan jhala pala..ekhane teo Onara Mukherjee bandho rakhar Hukum jari korle pare. Sudhu matro shader awaz theke Bangali ke bachate!
@subhasishbhattacharjee7011
@subhasishbhattacharjee7011 11 күн бұрын
Apni to bolchen na je rasta atke জনগণকে চরম bhogantir swikar হয়েছেন...5 - 7 km hete train dhare bari firte houeche...egulo arajnaitik pratibad???
@diptendupurkait2167
@diptendupurkait2167 11 күн бұрын
Aj Supreme Court e CBI er tarafe sudhui ajuhat o dosaroper political khela cholbe. Kajer kaj kichu hobena. Eta obosyo oder babader nirdesh.
@malaghosh9958
@malaghosh9958 11 күн бұрын
আর জি করে বিনা চিকিৎসায় মৃত্যু হল দুর্ঘটনায় পা কাটা পড়া একটি ২৮ বছরের ছেলের। এস এস কে এম এ কিডনির অসুখে আক্রান্ত বিনা চিকিৎসায় মৃত্যু হল আর ও একটি ছেলের। দুটোরই কারণ ডাক্তারদের ধর্মঘট। হরিয়ানাতে বাঙালি ছেলেকে পিটিয়ে খুন, রাজস্থানে বাঙালি ছেলেকে পিটিয়ে খুন। মানে এক সপ্তাহে চারটি তরতাজা যুবক খুন হয়ে গেল। তারা কি কারোর সন্তান নয় তাদের জন্য কি একটি মোমবাতিও জ্বলতে পারে না? তাদের মা-বাবারা কি বিচার চাইতে পারে না ? নাকি এগুলো R G Kar এর মত অত সেন্সেশনাল হবে না, তাই এদের বিচার চাওয়ার দরকার নেই। মৃত্যু নিয়েও প্রশ্ন উঠেছে। এখানেও politics?
@sumitsen7076
@sumitsen7076 11 күн бұрын
মুখে বলা যতটা সহজ,কাজে করা ততো সহজ নয়,তাই আমার দাবী রিমঝিম সিংহ কে মুখ্যমন্ত্রী করা হোক😂
@ProudIndian2024
@ProudIndian2024 11 күн бұрын
কাউন্সিলর হওয়ারও যোগ্যতা নেই।
@Utpalsingha-q5i
@Utpalsingha-q5i 11 күн бұрын
একদম ঠিক
@arabindakumarmukhopadhyay6663
@arabindakumarmukhopadhyay6663 11 күн бұрын
পো৺দ মন্ত্রী করা হোক।
প্রসূনের পাঞ্চ। প্রসূন গুপ্ত
31:33
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 947 М.
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 46 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
Yogendra Yadav On Why It's Time to End EVM Conspiracy Theories? | Deshkaal
18:18
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 947 М.