Bangla Bazar | আর জি করে দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু | আবার রাত দখলের ডাক ৮ তারিখে।

  Рет қаралды 6,933

BANGLA bAZAR

BANGLA bAZAR

Күн бұрын

১) আরজি করের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর থেকেই উত্তাল গোটা রাজ্য। বিচারের দাবিতে ওই হাসপাতালের জুনিয়র ডাক্তারেরা অবস্থান চালাচ্ছেন সেই প্রথম দিন থেকে। চিকিৎসকদের ধর্না অবস্থানের কারণে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ ওঠে। শুক্রবার এই আরজি কর হাসপাতালে দুর্ঘটনার কবলে পড়া কোন্নগরের এক যুবকের মৃত্যু হয়। অভিযোগ, বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে তাঁর। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কথা মনে করে দিয়ে আন্দোলনকারীদের আবারও কাজে ফেরার আহ্বান জানান।
২)দেশের সরকার মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ। রাজ্য সরকারও তাই। বাংলায় আগে যারা শাসন ক্ষমতায় ছিল তারাও একই গতের। এ ভাবেই বিজেপি, তৃণমূল, সিপিএমকে এক বন্ধনীতে ফেলে প্রথাসিদ্ধ রাজনীতির বাইরে গিয়ে বিকল্প মঞ্চ গড়ার ডাক দিলেন ‘রাত দখল করো, দিন বদল করো’র মেয়েরা। শুক্রবার রামমোহন লাইব্রেরিতে সাংবাদিক বৈঠক করে সেই মঞ্চ গড়ার আহ্বান জানিয়েছেন রিমঝিম সিংহ, রুবিয়া মণ্ডল, অনুষ্ণা দাসেরা। এই মঞ্চে রাজনৈতিক নেতাদের প্রবেশ নিষিদ্ধ। তবে সাধারণ কর্মীরা শামিল হতেই পারেন। কেন নেতারা নিষিদ্ধ? এই প্রশ্নে রুবিয়া বলেন, ‘‘নেতারা নীতি নির্ধারণের জায়গায় রয়েছেন। তাঁরা সুরক্ষা দিতে পারছেন না, পারেননি।
৩) আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আবারও রাত দখল করবেন মেয়েরা। মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার এক মাসের মাথায় নতুন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। গত ১৪ অগস্ট রাতে রিমঝিম সিংহের ডাকে মেয়েরা পথে নেমেছিলেন। পা মিলিয়েছিলেন পুরুষেরাও। সেই রিমঝিমদের ডাকেই আবার রাত দখল করতে নামবেন মেয়েরা। মূলত সংস্কৃতি জগতের মানুষদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার সাংবাদিক বৈঠক করে রিমঝিমেরা জানান, আগামী ৮ সেপ্টেম্বর রাতে সকলে পথে নামবেন আবার। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর’। সাংস্কৃতিক আঙ্গিকে রাত দখল হবে বলেও জানান রিমঝিমেরা।
৪) শিয়ালদহ আদালতে শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো হয়েছিল আর জি কর ধর্ষণ আর খুনের মামলায় অভিযুক্ত সঞ্জয় রায় কে। তাঁর জামিনের আবেদন করেন আইনজীবী। অভিযুক্তের পক্ষে তাঁর যুক্তি ছিল, এই মামলায় সিবিআই অনেক দিন ধরে তদন্ত চালাচ্ছে। কিন্তু এখনও তদন্তের কোনও অগ্রগতি দেখা যাচ্ছে না। তাই তাঁর মক্কেলকে জেলে রাখার কোনও মানেই হয় না। কিন্তু জামিনের আবেদন মঞ্জুর হয়নি। আদালতে সিবিআই তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন তোলেন ধৃতের আইনজীবী। এদিকে শুনানির সময়েই আদালতে সিবিআইয়ের আইনজীবীর অনুপস্থিতি নিয়ে শুক্রবার বিরক্তি প্রকাশ করেছেন বিচারক। আদালত কক্ষে সিবিআইয়ের আইনজীবী উপস্থিত ছিলেন না। দীর্ঘ ৪০ মিনিট পর তিনি সেখানে পৌঁছন।
৫) বিজু জনতা দলের ভাঙন বেড়েই চলেছে। মমতা মহন্তের পরে সুজিত কুমার, বিজেডির আরও এক রাজ্যসভা সাংসদ যোগ দিলেন বিজেপিতে। রাজ্যসভা সাংসদের পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই শুক্রবার সকালে তড়িঘড়ি তাঁকে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ বহিষ্কার করেছিল বিজেডি। বেলা গড়াতেই ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের একদা ঘনিষ্ঠ নেতা সুজিত কুমার যোগ দিলেন বিজেপিতে। লোকসভা ভোটের পর নবীন তাঁর দলের রাজ্যসভা সাংসদদের সঙ্গে বৈঠক করে অধিবেশনে ‘বিজেপি বিরোধী ভূমিকা পালনের নির্দেশ’ দিয়েছিলেন।
৬) ফের এক নৃশংস ধর্ষণের ঘটনা। প্রকাশ্যে ফুটপাথের উপর এক মহিলাকে যৌন নিগ্রহ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শী একদল জনতা। এমনকী, ক্যামেরাবন্দিও করা হয় সেই ভয়ঙ্কর মুহূর্ত। এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে। অভিযোগ উঠেছে ফুটপাথের উপর এই ধর্ষণের ঘটনা ঘটতে দেখেও কেউ মহিলাকে বাঁচাতে আসেনি। উল্টে ফোনের ক্যামেরায় সেই দৃশ্য ভিডিয়ো করে কয়েকজন। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের উজ্জয়িনীর কয়লা ফটক এলাকায় নির্যাতিতা ওই মহিলা কাগজকুড়ানি। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ফুঁসলিয়ে নিয়ে যান অভিযুক্ত যুবক। পরে রাস্তার ধারে প্রকাশ্যেই তাঁকে ধর্ষণ করা হয়। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে এক পথচারীর বিরুদ্ধে।
৭) শঙ্কর দীনকর কানের শততম জন্ম বর্ষ উদযাপন উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগদান করেছিলেন মোহন ভাগবত। মণিপুরে শিশুশিক্ষা নিয়ে দীর্ঘদিন কাজ করেছিলেন শঙ্কর দীনকর কানে। উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যের বাসিন্দাদের কাছে তিনি 'ভাইয়াজি' নামেই বেশি পরিচিত ছিলেন। সেই অনুষ্ঠানে RSS প্রধান বলেন, 'মানুষকে বুঝতে দিন আপনার মধ্যে ঈশ্বর রয়েছে কিনা। আমরা ভগবান হব কিনা তা জনগণকেই সিদ্ধান্ত নিতে দিন। নিজেদের তা ঘোষণা করা উচিত নয়।' লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, তিনি নিজেকে ঈশ্বরের দূত মনে করেন।
৮) সামনেই হরিয়ানার বিধানসভা নির্বাচন। রাজনৈতিক মহলের একাংশে চর্চা তুঙ্গে উঠেছে বিনেশ ফোগতের কংগ্রেসের টিকিটে প্রার্থী হওয়া নিয়ে। হরিয়ানার জিন্দ জেলার জুলানা বিধানসভা আসন থেকে তাঁকে প্রার্থী করা হতে পারে বলেও জল্পনা চলছে। এই জুলানাতেই বিনেশ ফোগতের শ্বশুরবাড়ি। বজরং পুনিয়াকে অবশ্য টিকিট দেওয়া হবে কিনা, তা নিয়ে কোনও খবর প্রকাশ্যে আসেনি। এই কুস্তিগিরকে তারকা প্রচারক হিসেবেও কাজে লাগাতে পারে কংগ্রেস। যদিও এখনও পর্যন্ত কারও সম্পর্কেই অফিসিয়াল কোনও ঘোষণা করেনি হাত শিবির। মাত্র দু'দিন আগেই দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন অলিম্পিয়ান দুই কুস্তিগির।
৯) বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও সংবিধান পরিবর্তনের দাবি জানিয়েছেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত আসামি ও জামায়াতে ইসলামীর প্রাক্তন আমির প্রয়াত গোলাম আযমীর ছেলে প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী। ৮ বছর ‘গুম’ থাকার পর গত ৭ আগস্ট মুক্তি পান তিনি। নিজের বন্দি জীবনের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে বেশ কিছু দাবি তুলে ধরেন তিনি। যার মধ্যে ছিল, নতুন জাতীয় সঙ্গীত ও নতুন সংবিধান রচনার দাবি।

Пікірлер: 76
@asifahmed4728
@asifahmed4728 9 күн бұрын
Aniket Babu you are great man thank you very much.
@MD.A.MONDAL
@MD.A.MONDAL 9 күн бұрын
Long live অনিকেত স্যার!
@bijoymakhal7228
@bijoymakhal7228 9 күн бұрын
এ এক ভয়ঙ্কর খেলায় মেতেছেন তথাকথিত ডাক্তারবাবুরা কত মানুষের জীবন চলে গেলে এদের হুঁশ ফিরবে ?
@chandankumardas1103
@chandankumardas1103 9 күн бұрын
রিমঝিম দরকার হলে পার্লামেন্টে বলবেন বলেছেন কোন দলের হয়ে দাঁড়াবেন ?
@satyajitchatterjee4774
@satyajitchatterjee4774 10 күн бұрын
যে ছেলটি চিকিৎসা না পেয়ে মারা গেল মহিলারা কি বলবেন?সুদীপ্তা কি বলবেন? কান ধরে ক্ষমা চাইবেন কি?
@Savlife634
@Savlife634 10 күн бұрын
কেন স্বাস্থ সাথী কার্ড ছিলোনা, ওতে তো প্রাইভেট হস্পিটাল ও চিকিস্বা পাওয়া যায় l
@babon2434
@babon2434 9 күн бұрын
​@@Savlife634বাংলাই বানান লিখতে পারেনা আবার কমেন্ট লিখছে, লজ্জাকর, কেনো প্রাইভেট হাসপাতালে যাবে এই হাসপাতাল কি তোর বাবার সম্পত্তি,তোর বাড়ির এরকম ঘটনা ঘটলে কি তাই বলতিস
@dhananjoybanerjee8574
@dhananjoybanerjee8574 9 күн бұрын
উনার কান আছে?
@babon2434
@babon2434 9 күн бұрын
​​​@@Savlife634বাংলাই বানান লিখতে আগে শিখে নিবি তারপর কমেন্ট লিখবি আর এটা কি তোর বাবার হাসপাতাল,ও কেনো প্রাইভেট হাসপাতালে যাবে,তোর বাড়ির কারো সাথে এরকম ঘটনা ঘটলে তুই তাই করতিস ,তার মানে বোঝা যাচ্ছে তোর কাছে স্বাস্থ্য সাথি কার্ড আছে,রেখেছিস কেনো ফেরত দে চার পায়া জন্তূ
@satyapriyasarkar6684
@satyapriyasarkar6684 9 күн бұрын
এই আন্দোলন এখন রাজনৈতিক এদের মুখোশ খুলে গেছে।
@jyotirmoybhowal9331
@jyotirmoybhowal9331 10 күн бұрын
Not only you are a journalism .you are admire most .
@skbasedali8138
@skbasedali8138 9 күн бұрын
আনদোলনের নামে ফুর্তি হচ্ছে ।
@shyamalkumargangopadhyay6139
@shyamalkumargangopadhyay6139 9 күн бұрын
Bichitra onusthan cholche
@CRACKINGDON
@CRACKINGDON 9 күн бұрын
রাতের ফেস্টিভ কার্ণিভ্যাল!!,.. 😆😆😅😅😂😂🤣🤣
@user-we2yt9zf7e
@user-we2yt9zf7e 10 күн бұрын
You are A great man aniketda.salute you for your honest journalisim
@sayahnachowdhury5494
@sayahnachowdhury5494 9 күн бұрын
এই যুবক কে নিয়ে আন্দোলন করা
@subhashbanerjee7430
@subhashbanerjee7430 8 күн бұрын
Please go on. We need such miscellaneous but also important and far reaching consequence news
@subratamukherjee4012
@subratamukherjee4012 9 күн бұрын
অপর্ণা সেন । নীতি নির্ধারণ করবেন। ওনার যোগ্যতা যদি কেউ বলেন
@nabanitachakrabarti295
@nabanitachakrabarti295 8 күн бұрын
MAKU DER GROUP E EGULO...
@shyamalkumargangopadhyay6139
@shyamalkumargangopadhyay6139 9 күн бұрын
Will be great if these doctors refuse their salaries in protest....what justice Rimjhim will give to tha t young guy died without treatment....
@pijushghosh4191
@pijushghosh4191 9 күн бұрын
Junior dactar der gono dholai hobe ta chada ar kono upai rakheni dactar ra.
@user-zi3cx3cg9k
@user-zi3cx3cg9k 9 күн бұрын
আর রিমঝিমের কথা কি বলবো? কোন এক টকশোতে সাগরিকা ঘোষ মহিলাটি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করেছিল তাতে মমতা ব্যানার্জি রেগে বেরিয়ে গেছিল। এখন সেই সাগরিকা ঘোষ তৃণমূলের রাজ্যসভার এমপি। এরাও আন্দোলন করছে কোন কিছুর জন্য। সবই ব্যক্তিগত স্বার্থ।
@nabanitachakrabarti295
@nabanitachakrabarti295 8 күн бұрын
EGULO SOB MAKU...
@nirmalkantimallik5756
@nirmalkantimallik5756 9 күн бұрын
আমার বয়স এখন ভরপুর সংসার আমার সন্তান আছে দুধে - ভাতে ,তাতে কি? আমার রক্তের নাম পুরুষ আমি সেই পুরুষ, যে বয়স মানে না আমি সেই পুরুষ, যে বিধবার থান মানে না আমি সেই পুরুষ , যে রোগ মনে না আমি সেই পুরুষ, যে নারীর অধিকারে মিছিলে হাটে - লালসার জ্বালা বুকে সময় খোঁজে - আমি সেই পুরুষ, যার এক পকেটে নামাবলী অন্যতে দেশি বোতল আমি সেই পুরুষ , পুরুষোত্তম কামুক মহাপুরুষ!! (সবাই বিচার চায়, প্রতিবাদ করে বিভিন্ন ঢংয়ে, পুরুষেরা মুখোশের আড়ালে থেকে যায় ,যদিও সব পুরুষ অ - পুরুষ নয়, আমার কবিতা, নিছক কবিতার জন্য)
@soumikmondal7764
@soumikmondal7764 9 күн бұрын
এরা নিজেদেরকে বাংলাদেশের মডেলের বানাতে চাই আন্দোলনকারি রা
@debjaniganguly4094
@debjaniganguly4094 9 күн бұрын
You are absolutely right. Now the Bangladesh ban student andolon in every college and University. Godi to paowa hoye gache. But we have no interest at their countries politics .But they influenced directly and indirectly
@BachhuBhatachary-bz3dt
@BachhuBhatachary-bz3dt 9 күн бұрын
Abar rimjim cpm ar annra agami ak baccar rat dakhal ar. Namma selfi chalba
@sisirbhattacharya4367
@sisirbhattacharya4367 9 күн бұрын
Akta. Lok. Dakhan jay nuttral.
@dhananjoybanerjee8574
@dhananjoybanerjee8574 9 күн бұрын
রিমঝিম সিংহের দলের নাম হোক Reclaim Bengali Party
@kunduhs
@kunduhs 9 күн бұрын
How much fund transacted to them
@sanjitdeb3034
@sanjitdeb3034 9 күн бұрын
Right lajobab Maine point natha na tubla 🤝
@AsimSen-b5x
@AsimSen-b5x 9 күн бұрын
A akta jolao thaka jalao thaka atka var. Kano anna hospital che lo na.
@dilipbanerjee7134
@dilipbanerjee7134 9 күн бұрын
Akhon eta sarbojanin durgotsober agey sarbojanin shokotsober roop dharon korchhe. Asol jaygata bhishan bhabe neglected hochhe , eta amar mone hochhe.
@joymatara1397
@joymatara1397 9 күн бұрын
Aniket Babu. Khub taratari Modi shado war suru korbe. Koyekta State aa vote achhe.
@rajamandal242
@rajamandal242 9 күн бұрын
Abar ader ka jut kare kalani r darkar . Ara doctor na dadjal ???
@sanjibchakroborty4475
@sanjibchakroborty4475 9 күн бұрын
Midia u call doctors to join duties and provide medical services to the patient, failing which people of bengal will take action against doctors.
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 91 МЛН
DD Bangla Live News at 8.30 AM : 17-09-2024
DD Bangla News
Рет қаралды 1,1 М.