১৩ বৎসর আগে বগুড়ার দই খেয়ে মালয়সিয়া আসিয়াছি। আঙ্গুল চাটলে এখনও বগুড়ার দই এর স্বাদ পাওয়া জায়।
@sumaiyarahmanmim1934 жыл бұрын
Kon dokaner doi kheyechilen? Test korar iccha ache
@tanjimakter29784 жыл бұрын
@@sumaiyarahmanmim193 api bogura aso khaiyo ni 😍 deouat roilo😍
@sumaiyarahmanmim1934 жыл бұрын
@@tanjimakter2978 ok ashbo☺❤
@United-uz7tr2 жыл бұрын
13 bochor dhore tahole shaban diye haat dhowa hoyni 😂😝
@MdMasudRana-nz6dx5 жыл бұрын
ভাই আমাদের বগুড়ার দই সারা বাংলাদেশের ভিতর এক নম্বর আপনাকে ধন্যবাদ আমাদের বগুড়া আসার জন্য 💐💐💐💐💐
@md.jabidhasan90264 жыл бұрын
ওটা শেরপুর হবে
@SumonAhmed-jz8tp4 жыл бұрын
@@md.jabidhasan9026 শেরপুর কি বগুড়ার বাহিরে নাকি?
@nishadhossain2354 жыл бұрын
হামাকেরে বাড়িও বগুড়ায়
@rahat360entertainment84 жыл бұрын
Bogurar doi ar kumillar roshmalai
@mdmehedi76623 жыл бұрын
Ekdom
@moinmohan63414 жыл бұрын
ইচ্ছে করলে আপনিও বানাতে পারবেন। আমরা ছোটবেলা মায়ের হাতের মাটির সানতিতে পাতা দই খে তাম । কমপেয়ার করলে আমাদের সকল দুধজাতীয় খাবার প্রসিদ্ধ । এখনোও বিয়েতে ঐতিহ্যগতভাবে দই পরিবেশন করা হয়।যার স্বাদ অতুলনীয়। তবে আপনি যা দেখালেন এটাও অনেক ভালো । আর এজন্য আপনাকে অনেক ধন্যবাদ । ভালো থাকবেন । আল্লাহ সবাইকে ভালো রাখবেন ইনশাআল্লাহ ।
@MDISMAIL-vc1tz4 жыл бұрын
বগুড়া কে তুলে ধরার জন্য ধন্যবাদ ভাই ৷ কারন আমার বাড়ি বগুড়া ৷
@abdulaoualabdulaoual39163 жыл бұрын
ভাই আমি বগুড়ার দই আনবো দোকানে বিক্রি করার জন্য যদি কেহ একটি নাম্বার আমাকে দিতে পারেন তাহলে আমি উপকৃত হব।
@najmulsoikot10555 жыл бұрын
প্রিয় শহর। প্রিয় খাবার। বলতে গেলে দই খেয়েই বড় হলাম। আর সেই শুরু থেকেই পছন্দের তালিকায় শীর্ষে আকবর আলী মিয়াঁর আকবরিয়া। যারা আজ ১০০ বছর পর ও মান ঠিক রেখেছে।
@arifprem61803 жыл бұрын
ভাই এক বার বগুরার দই নিতে আসছিলাম।পুলিশ আমার সব দই গুলো চেকের নামে নষ্ট করে দিয়েছিল। রাগ করে ফেলে দিয়ে ছিলাম ।বল লাম আমার প্রবাসী সখ করে এসেছি। সুনলনা।কি যে কষ্টের কথা। সোনার বাংলা দেশ।
@jahangirbbh Жыл бұрын
পুলিশকে কমিশন দিতে হয় জানতেন না? নাকি বাইরের দেশে থাকতে থাকতে দেশের কালচার ভুলে গেছেন?
@arifprem6180 Жыл бұрын
@@jahangirbbh I live in SG 22 years thanks
@abdussattarchoton55574 жыл бұрын
এই দই খাওয়ার জন্য আমি চিটাগং থেকে পথম বগুড়া গেলাম বাস থেকে নেমে আকবরিয়া দই টানা ১৮ টা খেলাম আসে পাশে লোক তাকানো দেখে সরমে খাওয়া বন্ধ করলাম।দুপুরে ২৫ টা রাতে ১৪ টা খেলাম এই ভাবে টানা তিন দিন খেলাম মন ভরে খেলাম। আনেক মজা।সারা জীবন মনে থাকবে
@SalmaAkter-wz2ho3 жыл бұрын
Thank you ato sundor vabe dakhanor jonno... R apni khub mojar manus
@amarbangladesh26214 жыл бұрын
আমার বাড়ি বি বাড়িয়া। আমি জানি ভাল দই কিভাবে বানাতে হয়। এখানে কোন কিছুই গোপন করেনি। একদম পারফেক্ট রেসিপি দিয়েছে। এভাবেই বানায় ভাল দই।
@tophamukherjee88613 жыл бұрын
খুব ভালো লাগলো । যখন আমি বাংলাদেশ সফরে ঘুরতে যাব , অবশ্যই এই দৈ খাব ।
@tanvirsrabeya5 жыл бұрын
ভালো লাগলো ভাইয়া 😍😍
@SadmanMahi4 жыл бұрын
আপনি যে লিখেছেন "গরম গরম দই"- ভাই একবার গরম দই খাইসি, ভালো লাগে না। দই এর স্বাদ বোঝা যায় ঠান্ডা হলে।
@gamermuhin38083 жыл бұрын
তাহলে আপনি কি দই ফ্রিজে রেখে খান
@nayeemmotu48623 жыл бұрын
@@gamermuhin3808 haaaa
@yeaminhasan56193 жыл бұрын
op ppo. o po p pp p
@shahedmahamud65633 жыл бұрын
Thik bolechen vai
@mdibrahimibrahim63792 жыл бұрын
রাইট দই ঠান্ডা কইরা খেলে ভালো
@abusayeed99354 жыл бұрын
ধন্যবাদ ভাই ভিডিওটি খুব ভাল লাগলো। অনেকেই দইয়ের বীজের বিষয়টা গোপন করে, এখানে বিস্তারিত ভাবে দেখা গেল।
@pannapanna63933 жыл бұрын
আমি দই তৈরি করতে পছন্দ করি।বগুড়া দই তৈরি রেসিপি দেখানো জন্য ধন্যবাদ ভাইয়া।
@MdAbdullah-xd2vk4 жыл бұрын
খুব সুন্দর, আমি গেছিলাম আকবরিয়ায়, খাইছি, অাসলেই অসাধারণ
@NarutoThethHokage4 жыл бұрын
আলহামদুলিল্লাহ ভাই। ভালো লাগছে বলে খুশি হলাম।
@dangerhere24784 жыл бұрын
Vai.. Aisa ar doi try koren.. Best Akboreya thake aisa doi onek valo..
@MehediHasan-zn7ns4 жыл бұрын
@@dangerhere2478 ভাই আমি খাইছি অনেকবার এবং আমি বগুড়া গিয়ে নিয়ে আসছি
@rafiquechowdhury26545 жыл бұрын
আসসালামু আলাইকুম । আপনি যেভাবে খাওয়া দাওয়া করেন তা দেখে সত্যিই জ্বিবে পানি চলে আসে, দোয়া করি আল্লাহ্ পাক আপনাকে সুস্থ রাখুন । আপনার প্রতিটি ভিডিও আমি খুব আগ্রহ নিয়ে দেখি। ১লা জানুয়ারি দেশে আসব এক মাসের জন্য তখন চেষ্টা করবো এখানে এসে দৈই খেতে। ভালো থাকবেন।
@abdussalam53814 жыл бұрын
খুবই ভাল লাগল দই তৈরির কারখানার ভিডিও দেখে। আমার ইচ্ছে আছে দই এর ব্যবসায়ী হবার এই ভিডিও দেখে আমি অনেক উৎসাহ পেলাম।
@mojnualom65143 жыл бұрын
Vai amader bogura doi bangladeser sera doi Donnobad vai
@sbsifat44083 жыл бұрын
Vai apnar sob video Ami o amr family sobai dakhi... Kaon apnar sob video valo lage
@MoradCreative5 жыл бұрын
আমাদের ঐতিহ্য অনেক কাছ থেকে দেখলাম, ধন্যবাদ ভাই
@anwarulazad34175 жыл бұрын
প্লাষ্টিকের মগ ব্যবহার করাঠিক নয়; কারণ গরম কোনো কিছু পানির সাথে বিক্রিয়া করে। এনামেলের মগ ব্যবহার করার পরামর্শ রইল।
@zahidhasan-qx6tu4 жыл бұрын
@Saibal Ghosh শালার পুত অশিক্ষিত না বুইঝা কথা কস ক্যান??? তোর চুলকায়???
@rafiqulislam-fs7gt4 жыл бұрын
প্লাস্টিকের ব্যপারে,সহমত
@neloyboss18444 жыл бұрын
Shalar putra..... Barita tora pani khas kisha....
@preetomsahaarko81454 жыл бұрын
@@neloyboss1844 বাড়িতে নিশ্চয়ই প্লাস্টিকের বোতল থেকে আপনি গরম পানি খান না । room temperature এর বা ঠাণ্ডা পানি প্লাস্টিকের পাত্রে রাখলে সমস্যা নাই । শুধু গরম জিনিস প্লাস্টিকের পাত্রে রাখা ঠিক না ।
@mdshirf34163 жыл бұрын
Very nice video vai onk somoy apner video dekhi Valo lage Tobe kon kon jaigate Valo khabar pawa jaie ta video ar maddhome janaben ar kon hotel gulote kharap khabar pawa jai tawo janaben tahole socheton howa jabe
@sms10715 жыл бұрын
বগুড়ার দই কি যে মজার একবার খাইলে বার বার খেতে ইচ্ছা করে সেই কবে খাইছি মনে হয় এখনো জিহ্বা থেকে সেই স্বাদ যায়নাই😋
@ahnafislam57985 жыл бұрын
আমার জেলার ঐতিহ্য এই খাবার। ধন্যবাদ আপনাকে ভাইয়া ও ভাবিকে তো অবশ্যই। আমাদের ঐতিহ্যবাহী এই খাবারকে সুন্দরভাবে ও বিস্তারিত উপস্থাপন করার জন্য।
@m.m.zahidulislam53304 жыл бұрын
ভাই বগুরার দই কোন দোকানে টা বেশি ভালো সেই মালিকের মোবাইল নম্বরটা দেন প্লিজ
@hkhayder36673 жыл бұрын
Bhaia apni doi khaite hole takerhat and gouronodir doi khaben onek bhalo lagbe
@mariyajahan88812 жыл бұрын
Bogura te asia ar doi is best 🤤🤤🤤
@shadudshadud12323 жыл бұрын
বাংলাদেশের সেরা দই বগুড়ার দই
@চন্দ্রদ্বীপ-প৯ম4 жыл бұрын
জীবনে যত দই খেয়েছি বগুড়ার দই সেরা--বরিশাল থেকে
@shovon83412 ай бұрын
ফাহিম ভাই গাইবান্ধার রসমুঞ্জুরী বিখ্যাত। একবার আসেন গাইবান্ধায়। আর হ্যা বগুড়া আমাদের খুব কাছে হওয়ায় আমাদের দইয়ের স্বাদও ভাল। আপনি আমন্ত্রিত।
@mdraselsardar43535 жыл бұрын
প্রানের শহর সেরা হটেল এর ঐতিহ্যবাহি খাবার (দই) ধন্যবাদ ভাই রিভিউ করার জন্য ❤❤
@Protrainloverbd215 жыл бұрын
বগুড়া
@parishossain6848 Жыл бұрын
ভাই একটা দই বানানোর কারিগর এর নাম্বার দিতে পারবেন?
@iamashraful773 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ ভাই আপ্নাকে খুব ভালো লাগ্লো আজকের ভিডিও
@SalmaAkter-ze2vd4 жыл бұрын
দৈ.. দারুণ!my fev. মনে মনে রেসিপি খুঁজছিলাম আর সামনেই পেয়ে গেলাম। thank you very much!
@bharatigogoi61894 жыл бұрын
Everything is OK but one thing looks odd that two people are eating from the same pot,is it hygienic?
বগুড়ার সোনাতলার বিখ্যাত স্মরণিকার দই ট্রাই করেছিলাম, আমার কাছে বেস্ট লেগেছে!!!
@tasnimprince57362 жыл бұрын
আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? আমি আপনার ভিডিও গুলো দেখি ভালো লাগে। আজ প্রথম কমেন্ট করছি একটা প্রশ্ন ছিলো, সেটা হচ্ছে চিনি দেয়ার পর কতক্ষণ জ্বাল দিতে হবে সেটা তো বললো না। আর বীজ এর পরিমাণটা যদি বলতেন। তাহলে উপকৃত হতাম।
@lukmankhan45444 жыл бұрын
খুবই ভালো লাগলো দই আইটেম গুলো ধন্যবাদ ফাহিম ভাই।।।
@KChallengewithVideos-cx6yu3 жыл бұрын
Kara kara fahim vai er baby 👶🏻 hoyar pore dekhchen 👇🏻like den
@soniakhantun31043 жыл бұрын
Onek sundor hoysa
@suhanakanda77324 жыл бұрын
হে ভাই আকবরীয়ার ধই আসলেই বেস্ট
@farhanagafur5744 жыл бұрын
আকবরীয়ার একটা চানাচুর আছে, খেতে অসাধারন।
@mdbillalreja89314 жыл бұрын
অনেক সুন্দর হয়েছে ভাই ধন্যবাদ
@fathimabegum7103 жыл бұрын
খুব ভালো এবং মজার দই বগুড়ার
@mahimkawsar54104 жыл бұрын
ফাহিল ভাই আপনার ফ্যান হয়ে গেছি। আপনার সুসাস্থ্য কামনা করি।
@mdilias76484 жыл бұрын
বগুড়ার দই সেরা,,,,
@latesttiktokvideos56294 жыл бұрын
মুখে পানি আইসা gese😋😋
@mahjabinruhi34775 жыл бұрын
ভাইয়া আমি এই ভিডিওটা Missকরেছিলাম,এখন দেখলাম ভালো লাগল।এগিয়ে যান ভাই আমরা আছি আপনার পাশে।🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩😁🇧🇩🇧🇩😁🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
@parthasarathibanerjee11924 жыл бұрын
Nostalgic !!! ''Banglar mati, banglar jal........dhonna hok,...... he bhagaban''. Or is it ''Banglar doi, mishti doi,........dhonno hok,........he janagan''. It is one of the few things in which Bangla still leads the world !!! So proud to be a bengali !!! And, thank you, Akboria. Salute to Bogra.
@mitamajomder4633 жыл бұрын
আমার জন্য অনেক উপকার হইছে।দইএর উপরে ফেনা উঠে কিভাবে জানাবেন প্লিজ?
@farzanakanon98843 жыл бұрын
বগুড়ার দই মিস করি অনেক
@rumaycharuma5 жыл бұрын
Amar basha Bogura. Akboria doi to kothay alada onek tasty. Sundor kore dekhanor jonno apnake onek dhonnobad
@mdmasudurrhaman93243 жыл бұрын
Vaiya ami apnar sob video dekhi niomito ami o bogura jaite chai bt ai dukan a bogura thike ki vabe jaite hoi bolle valo hoto
@mdjnmafe48113 жыл бұрын
ভাই বগুড়ার টপ মিষ্টির দোকান এশিয়া সুইটস যারা দিন এ শুধু খুচরা ৫০-৬০ মন মিষ্টি বিক্রি করে এবং দই নিম্ন ১৫০০-২০০০ পিচ বিক্রি করে। এবং তারপরেই দই এর জন্য বিক্ষাত আসল মহরম আলী দই ঘর। এবং রফাত দই ঘর আকবড়িয়া কে বগুড়ার মানুষ দই এর হিসাবে ধরেই না৷
@shelyshikder60065 жыл бұрын
wow vaiya bogurar doi j koto ta vlo sata ami khub vlo kora jani karon amra sob somai e bogurar doi khai...r apner sob video e dekhi amr kasy khub vlo lage apner sob video sob chaits best bogurar doi....
@mrityunjoypaul92 Жыл бұрын
bhai biz kokhon dai ar👌
@hedaetullahkhan96493 жыл бұрын
হ্যালো ভাইয়া কেমন আছেন? আমি আপনার ভিডিও দুই তিন মাস জাবত দেখি, অনেকগুলো ভিডিও দেখছি, কিন্তু সিলেটের কোন ভিডিও দেখি নাই। সিলেট শহরে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে। পাঁচ ভাই, পানশি, ভোজন বাড়ি, উন্দাল, সাফরান, পড়শী, আমি দেশের বাহিরে নিউইয়র্ক থাকী।
ভাই , আমি অপেক্ষায় ছিলাম ওভেনের তাপ মাত্রা টা জানার জন্য , কিন্ত আপনি জিজ্ঞেস করে ও ভূলে গেলেন।
@MdSHaque-tm5kb5 жыл бұрын
Last Month I went to Bogra due to official work and fortunately I bought some card from Akbaria, though I dont know they are so famous. In a word I will say the taste was superb specially their specail variant; though the "shora" variant was I will say as usaul. But 100 out if 100 for their 'special' doi.
@mastinamoni47174 жыл бұрын
উনি দইবীজের কথা বলতে চাচ্ছিল না। আপনি জিজ্ঞেস করে বলিয়ে নিয়েছেন অনেক ধন্যবাদ
@DrHabiburRahimspeaking3 жыл бұрын
দই বীজ ছাড়া কখনোই দই হয় না। এটা সবাই জানে।
@kallanroy60043 жыл бұрын
আমি গাজীপুর এসে দই খাইলাম। কিন্তু দই খাওয়া পর মন থেকে তৃপ্তি পাইলাম না। খাওয়া সময় দই টক টক মনে হলো। মনো হলো দুই তিন মাসের বাষিয়া দই। সেই দিক থেকে কম্পিয়ার করলাম । আমাদের বগুড়ার দইয়ে সাথে করো তুলনা হয় না।
@adventuretogether52745 жыл бұрын
Thanks much - many people hv commented on this vlog but i hv connected at a deep emotional level....I live in w. Europe but my great grand father was born in Bogura and so was my grand father, my father....Dad had to move out from Bangladesh to India when he was very young and then he settled in Germany, where I was born....but watching this, i felt like going back to Bogura....and touch the land where my forefathers were born and died....who knows , may be they also liked this sweet........this episode bought tears to my eyes...God willing , i'd like to visit Bogura atleast once.....before i say Bye to this world...god bless u
@ERSHADERSHAD-c7p3 жыл бұрын
আমার পছন্দের হোটেল।
@qumrunnaher31112 жыл бұрын
Doi valo thake koto din??kono preservative use kore???
@shaktipal67284 жыл бұрын
Nicely covered all the steps of Curd preparation. Thank to you and your team.
@mdfaysal13044 жыл бұрын
আস সালামু আলাইকুম ভাই, আমি আপনার একজন সাবস্ক্রাইবার। আপনাকে অনেক ভালবাসি। আমি নারায়ণগঞ্জ এর সন্তান আছি জার্মান। যদি দেশে থাকতাম তাহলে আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে যেতাম নারায়ণগঞ্জ শহরে বোস কেবিনের চা খেতে। উল্লেখ্য যে, এটা সেই বোস কেবিনের চা যেই চা খেয়েছেন শেখ মুজিবুর রহমান, অমত্য শেন, এ কে ফজলুর হক, মাওলানা ভাসানী, সুভাস বোস এবং নারায়ণগঞ্জ সহ বাংলাদেশের অনেক বড় বড় রাজনৈতিক দলের নেতারা।
@abdussalam83534 жыл бұрын
Bhai Ami apnar sob video dekhi. Apnar video gulo kemon jeno desh prem bareya dey. Respect you always!
@MASUDRANA-zh1qo5 жыл бұрын
ভাই এই দইটা আমি খাইছি অনেক মজা লাগে🍪
@MdAbdullah-ql5bl4 жыл бұрын
bai akta kotha jananan. ja doi ar opar sor ar moton ki baba hoi please please please janaban
@stout15934 жыл бұрын
বগুড়ার মহরম আলী দই is the best....
@SG-yc5lj3 жыл бұрын
Bhalo laglo dekhe. Khawar ichche roilo.
@mrnawshad31775 жыл бұрын
Asia's curd is the best curd.Akboria is famous as an old restaurant and good food but the real king of curd is Asia.Honorable mention : Shompa.
@md.aminulislam9454 жыл бұрын
বগুড়া থেকে আপনার ভিডিও নিয়মিত দেখি। ভালোই লাগে। আর আকবরিয়ার দই সত্যিই বগুড়ার সেরা দই তাছাড়া আরও আছে যেমনঃ এশিয়া সুইটস, কোয়াইটি, মহরম আলী, সাউদিয়া ইত্যাদি উল্লেখ যোগ্য।
@mahbub4583 Жыл бұрын
ভাইয়া এই হোটেল গুলির নাম্বারটা যদি থাকতো বিশেষ করে আকবরিয়ার নাম্বারটা দিলে উপকৃত হতাম
@KawsirAhmed-dz7ti Жыл бұрын
কারখানার নাম্বার কি দেওয়া যাবে ভাই,
@NarutoThethHokage5 жыл бұрын
Bogurar doi mane sera. এটা মানতেই হবে। তবে ভাই দয়া করে আপনি জিলা স্কুলের সামনের কাবাবের রিভিউ করবেন প্লিজ সন্ধ্যাবেলায় বসে দোকানগুলা
@yasirrahmanelias85044 жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ আমাদের বগুড়াতে আসার জন্য
@AbdulMomin-hs4xy4 жыл бұрын
Akboria is best..in my bogura..
@HimadriSarkar3333 жыл бұрын
Have you ever tasted Nabadwip yogurt or miste doi..Believe me It taste heavenly. .thanks.
@hafezvai50985 жыл бұрын
Vai khete too kub ecci korci apnar khawar tast ta dekhi.valo laglo Vai video ta.
@piyam23483 жыл бұрын
Nice good luck to your next video☺
@spprity1325 жыл бұрын
বগুড়াতে এশিয়ার দই বেস্ট...😋
@FlowerGarden6765 жыл бұрын
Asia er full address ta diben pls
@spprity1325 жыл бұрын
@@FlowerGarden676 কাজী নজরুল ইসলাম রোড সাতমাথা বগুড়া
@ajijbappi49014 жыл бұрын
Ami ashsi o khaisi onek tasty
@mr.chairman98415 жыл бұрын
Bhai food review gula e best hy apnr❤ ai typ er vidw gula akto onno rokom🙄
@debnathmouna80355 жыл бұрын
Jibhe jol chole elo bhaiya🤤
@ratulhasan36054 жыл бұрын
ভাই দই আমার খুবই প্রিয় একটি খাবার। আমার বাড়ি শরীয়তপুর,,আমাদের এখানেও মোটামুটি ভালই দই পাওয়া যায়,,আমি বাজারে গেলেই দই খাবই।
@mimislam23144 жыл бұрын
Apni amader bogurai🥰🥰🥰. Amr onk diner icchaa chilo apni bogurar khabar er review deen. Kintu jantam e naa apni 1bochor age bogura te gechiln.🥰
@কাককালোকেনো১২৩4 жыл бұрын
ভাই আমি খাইছি খুব সাদ আপনার ভিডিও গুলি দেখি সব ভিডিও ভাল লাগে
@warloverbrothers7902 жыл бұрын
ভাইয়া দেশের সব জেলার মানুষরাই এই বগুড়া এসে দই নিয়ে যায়
@ranaahmed31473 жыл бұрын
Vaiya Tangail er doi khaite asben Balla Bajar a Asben doi khaite... plz.......?
@sathirahman20524 жыл бұрын
বগুড়ার দই আমার অনেক পছন্দ
@md.abdurrazzak22534 жыл бұрын
Vai zara sondor vabe and kono somossa na kore video korte dai tara asholei real man..❤❤❤
@sabbiryt39502 жыл бұрын
Vaiya big fan,,
@jahidulbbk99994 жыл бұрын
আসসালামু আলাইকুম ভাই ভিডিওটা দেখতে অনেক সুন্দর লেগেছে ইনশাআল্লাহ বগুড়া যাব খাইতে ভাই আর আপনার ভিডি ভালো লাগে ভাই
@islamicalowrpath Жыл бұрын
আপনার এত সুন্দর রিভিউ পর আমরা কুরিয়ারে এই দই কিনতে চাই।
@sankalpakumarnath96794 жыл бұрын
দই মানে ভালোবাসা, দই মানে দ্বিতীয় প্রেম!
@vinayakraj14872 жыл бұрын
দই তৈরির জন্য এক ধরনের bacteria powder ব্যবহার করা হয়। lacto basilius thermopilus জার জন্য দই ভাল ভাবে জমে এটি একটি probiotic suppliment।
@mumumu29353 жыл бұрын
আমি খাইছি অনেক মজা😋😋😋
@asifhabib95034 жыл бұрын
ফাহিম ভাই আপনার ভিডিও গুলো নিয়মিত দেখা হচ্ছে এবং আপনার সাবলীল উপস্থাপনা দেখে ভক্ত হয়ে গেলাম। ভালো থাকবেন। শুভ কামনা রইল।
@Spoonsofbengal5 жыл бұрын
Ami apnar valo ekjon fan from Kolkata.Akbarmiya ke bolun gorom milk ta plastic diye na dhale ... use metal pot
@mahmudaaktar96183 жыл бұрын
খুব ভালো
@shahriarmohammad9965 жыл бұрын
Bro ami apnar shob video dekhi valo lagey!! But apni description box ey Google map er link ta dilay aro valo hotoo.. don't take it otherwise.. best of luck..
@unboxingdaraz80844 жыл бұрын
Vi apner sob video deksi valo laglo thank you vi aigula dekanor jonno. ❤