সুন্দর আলোচনা। ঐ তাঁরা চলে দলে দলে মুকহতি পতাকা তলে...!...
@maloypramanik42502 сағат бұрын
স্যার বাংলা ব্যাকরণের ক্লাস করান , অনেক ভালো হয়
@chittabiswas29917 сағат бұрын
দই আর দৈ ❤ অসাধারণ উদাহরণ। 🙏
@Banglaobanglarprokriti5 сағат бұрын
ধন্যবাদ মান্যবর🙏
@biswajitsaha54523 сағат бұрын
১) ঐ এবং ঔ এই দুটি বর্ণ দ্বিস্বর | সুতরাং স্বরদুটিকে পাশাপাশি রেখে স্পষ্টতা স্থাপন যুক্তিপূর্ণ বলে মনে করি| ২) আপনার উদাহরণ টেনে বলি : দৈ বনাম দই বা কৈ বনাম কই - এক্ষেত্রে যদি বর্ণবিশ্লেষণ করি তাহলে দাঁড়ায় - দৈ = দ্ + ঐ এবং দই = দ্ + অ +ই এ বিষয়ে আপনি কী বলবেন ? অ + ই > অই > ওই > ঐ ??? ৩) আমার কাছে বিশ্বভারতী প্রকাশিত সহজ পাঠ নেই তাই অনুগ্রহ করে জানাবেন যে পঃবঃ সরকার প্রকাশিত বইয়ে দ্বিতীয় পাঠে মুদ্রিত 'ব্যাবসা' ( ... সৌম্য পাটের ব্যাবসা করেন । ) বানানটি এবং শালিক / শালিখ ( তিনটে শালিক ঝগড়া করে ; শালিখরা সব মিছিমিছি ) বিশ্বভারতী প্রকাশিত বইয়ে কী আছে ।
@uttampaul16306 сағат бұрын
কোন কোন ক্ষেত্রে ঐ অই বৈ বই কৈ কই,তবু জুতসই মানানসই বলে মনে হচ্ছে না, কেমন যেন নড়বড়ে লাগছে। আগরতলা ত্রিপুরা।🙏🙏
@TohidulIslam-k8n8 сағат бұрын
ما شاء الله بارك الله فيك
@bhupenmal4127 сағат бұрын
পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বানান অনুসারে লিখতে হবে মানলাম কিন্তু কেনো মানবো সেটা তো বুঝাতে হবে😂
@shrawankumaragarwala28633 сағат бұрын
স্থানের দিক নির্দেশের প্রথমত 'ঐ' এবং তার পাশাপাশি বিবরনের জন্য 'ওই' ব্যবহার হয়েছে স্বাভাবিক
@noyonsinha7582 сағат бұрын
0:51 sishu volanath er duorani kobitar line ei tinti
@jharnabanerjee19157 сағат бұрын
তথ্য পূর্ণ বিশ্লেষণ
@rakimabegum67417 сағат бұрын
Dhonyobad video ta tule dhorechen, accha sir, sohoj path boi ta "Sohoj path" naam dewa hoyeche kano? Ai uttar dewar bishesh anurodh roilo.🙏
@noyonsinha7582 сағат бұрын
0:18 মধ্যে oti শেষে নয়
@JorgoraPrimary-y8o2 сағат бұрын
রবীন্দ্রনাথ যে বানান লিখেছিলেন সেটাই রাখা উচিত বলে মনে করি
@gokulpal79244 сағат бұрын
স্যার বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে সর্বনামে কীভাবে চন্দ্র বিন্দুর ব্যবহার হবে বললে ভালো হয়।
@somalichakraborty4848 сағат бұрын
পশ্চিমবঙ্গ সরকার যা চাইবে তাই মানতে হবে নাকি?
@KartickChandraKayal-bf1te2 сағат бұрын
আপনি একটি ভিডীও করে বোঝান , বৌদি বউদি, বৌমা বউমা, এসবের পার্থক্য। আপনাকে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি যা বলবে মানতে হবে কেনো? সিপিএম আমলে যা যা বানান বিধির পরিবর্তন করা হয়েছে সেগুলো মানছেন কি করে? কোন শিক্ষাগত পাণ্ডিত্যের যুক্তিতে।
@maloypramanik4250Сағат бұрын
এমনিতে শিক্ষার বারোটা বাজিয়ে দিয়েছে , সেখানে আবার বানান শিখাচ্ছে ,আসল কথাটা সব কিছু সহজ সরল করতে চাইছে বর্ণ কমিয়ে।এখন বানান এই ভাবে লিখতে বলছে ,পড়ে ওই শব্দ গুলো বাদ পরে যাবে।
@think_chiruly-main7 сағат бұрын
অনেক কবির কবিতায় “অই” কথাটি এসেছে। সেকি কীসের জন্য?
@SantoshGiri-e1t8 сағат бұрын
আলোচনা সুন্দর। কিন্তু চলন-সই বানান বিধি এখনো সঠিকভাবে নির্ধারিত হয় নি। তবে গ্রহণযোগ্য বানান বিধি থাকা উচিত কারণ এই সকল ক্ষেত্রে প্রায়শই সমস্যা থাকে এবং দ্বি-মত থেকে গেছে যেহেতু দ্বিত্ব রূপ রয়েছে।