যখন ছোট ছিলাম তখন বাবা গানগুলো শুনত আমি বলতাম বাবা কি শুনো এইগুলা বলে এই গান একটা সময় তোরা নিজেরা শুনবি তারপর ওইদিন নিজেই উত্তর পাবি যে বাবা কি শুনতো💓
@sslibraryandcomputer Жыл бұрын
কেসেট থেকে ইউটিউব .......... বাপ্পার গাওয়া অসাধারণ গানটি অনেক বছর থেকেই মানুষের মনে গেঁথে আছে
@sudiptosaha5577 Жыл бұрын
পশ্চিমবঙ্গ থেকে লিখছি,গানটা যতবার শুনি ততবারই আটকে যাই নতুন নতুন অনুভুতির বেড়াজালে।ধন্যবাদ বাপ্পা দা কে।
@MadinaEngineeringWork Жыл бұрын
sotti valo lage amader west Bengal er manush jon jakhon amader gan gulo shune and valobase ete amader shekor khuje pai
@aktarkamal7317 Жыл бұрын
আহা কি গানরে বাবা, কেমন জানি পুরো শরির নির্বিঘ্নে ঝিমঝিম শুরু হয় আর মনে লাগে হালকা হালকা প্রলয় শান্তি, ঘুমহিন প্রেম জেগে উঠে তার প্রতি
@জীবনসুন্দর10 ай бұрын
গুরু বাপ্পা দা- 'অনিঃশেষ ভালোবাসা জানবেন।' সবসময় ভালো থাকুন,সুস্থ থাকুন। আর আমাদের মাঝে হাজার বছর বাঁচুন❤
@srupom5137 Жыл бұрын
যেদিন প্রথম শুনি,অবাক ভালোবাসার সৃষ্টি হয় গানটার প্রতি,এটা ২০১৬ শেষের কথা,"শেষের দিকে সুমাইয়া শিমু যে লাইনগুলা বলে তাতে গানটাকে আরো অর্থবহ করে তুলেছে।আসলেই সুন্দর। এখন ঢাকা থেকে খুলনা যাচ্ছি, এখনো ব্লুটুথে এই গানই বাজতেছে। Love you bappa Sir🖤
@sheikrana60484 жыл бұрын
পরী গানের প্রতি আপনাদের ভালোবাসা আমাকে বারংবার মুগ্ধ করে। গীতিকার হিসেবে কৃতজ্ঞতা জানিয়ে গেলাম। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভেচ্ছা নিরন্তর।
@asifbihon63444 жыл бұрын
গানটা প্রথম শুনি যখন মনে হয় ক্লাস ৪-৫ এ পড়ি।আর এখন ভার্সিটি প্রায় শেষ হতে চলল।এতগুলা বছরেও এই গানের feelings change হয় নাই।এখনও শুনতে সেই আগের মতই ভাল লাগে। আপনাকে মনের গভীর থেকে ধন্যবাদ এত সুন্দর একটি গান শ্রোতাদের উপহার দেওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক ভালবাসা আর শুভ কামনা রইল ❤❤
@salimm974 жыл бұрын
কথা গুলো অনেক বিমোহিত করে। ধন্যবাদ
@HappyBites-004 жыл бұрын
ভালোবাসা
@mdanowarulhaque3824 жыл бұрын
কত সুন্দর আপনার মন আর কল্পনা! অভিভূত আমরা।লিখুন এ গুলো ইতিহাসে থাকবে।
@raispatwary44454 жыл бұрын
Mama, Pori-2 likho. Hopefully valo Hobeeee.
@jayosanalex14943 жыл бұрын
আহারে কোথায় হারিয়ে গেলো সেই এফএম এর গানগুলো😊🥰 গানগুলো শোনার জন্য একসময়ে পেন্সিল ব্যাটারি কেনার জন্য টাকা জমিয়ে রাখতাম💕💕
@raihanhasme9243 жыл бұрын
Z
@pulokchanda61463 жыл бұрын
pp
@mahediimran40103 жыл бұрын
wow.. !! pencil battery kenar jonno taka jomiye rakhten ! asholeo din gulo eto shundor chilo j ekhn taar replacement e haate jodi samsung galaxy s9 o dhoriye deya hoy , tao shei ' fm ' er onuvuti k chapiye jete parbena
@nasim973 жыл бұрын
এফএম কেনার জন্য কত বায়না ধরতাম গান শুনবো তাই। অনেক ক্ষন ধরে অপেক্ষা করার পরে প্রিয় সব গান গুলো যখন বাজতো তখন আহহ কি শান্তি।❤️
@jrmamun97513 жыл бұрын
আহারে সময়!
@mokul1718Ай бұрын
আগে কখনো গানটি শুনা হয় নাই, আজ রেডিসন ব্লু তে গানটি শুনে সার্চ করে দ্বিতীয় বারের মতো শুনলাম। ৯ বছর আগে কত রোমাঞ্চকর গান গাইছে আহ্!
@kayes_sheikh2 жыл бұрын
উৎসর্গঃ সেই মানুষদের, যাদের সত্যিকারে পরী ভেবেছেন তাদের প্রিয়জন।❤️❤️ তামান্না তুমি আমার পরী😍😍
@diptomh19123 жыл бұрын
গান টা প্রথম শুনি বাবার মুখে ৯ বছর আগে । আমার মা রেগে ছিল, আর আব্বু রাগ ভাঙাতে গেয়েছিল। সেই থেকে গানটা মনে বেধে গেছে। আজও শুনি গানটা, বাবার মন ভালো থাকলেই গায়। ধন্যবাদ বাপ্পা দা কে এত চমৎকার একটা গান উপহার দেওয়ার জন্য ❤️
@সায়েমবাংলাদেশী2 жыл бұрын
বাহঃ চমৎকার আঙ্কেল কে সালাম দিবেন। শুভ কামনা থাকল
@princessoshin69682 жыл бұрын
Apnar Babar proti onk vhalobasa r Ammar proti sroddha roylo ..trader jnno dowa o roylo🥰🥰🥰🥰
@MusaikaYara2 жыл бұрын
This comment made my day.. Not a lot of people are destined for so much love❤️ Duijon kei sroddha ar shusthota kamona
@mohammadferdausalam52952 жыл бұрын
গানটা আগেও শুনেছি। আপনার মন্তব্য পড়ার পর গানের প্রত্যেকটি শব্দ আলাদা আলাদা ভাবে অনুভব করলাম! 💕
@MdRana-lt9wt Жыл бұрын
মাই ফেবারিট 🌹
@mongthui89369 ай бұрын
পরী গানটি আসলেই অন্যান্য গানের থেকে অনেক ভিন্ন....! সত্যি আপনি আমার কাছে সবসময় পরী হয়ে থাকবেন...! 🥰 আপনি আমার শখের পরী😊😊
@tushersvlog13443 жыл бұрын
এই গানগুলোর অতীতে নিয়ে যাওয়ার এক অদ্ভুত ক্ষমতা আছে। এই গানগুলো শুনলেই ছোট বেলার কথা মনে পড়ে যায়।কত সুন্দর ছিল সময় গুলো। এখনকার মত এত ব্যস্ততা, দায়িত্ব ছিল না। তাই বার বার ফিরে আসি শোনার জন্য।
@unKnown_cuber10Ай бұрын
একটি রিল থেকে আসলাম। ২০২৪ এ শুনছি। আমি 90's না। কখনো ক্যাসেট, রেডিওতে এই গান শুনিনি। ২৪ এর এই সময়টাতেও গানটি মনে এক অন্য অনুভূতির সৃষ্টি করছে। Definitely a MASTERPIECE!✨
@imransabri560919 күн бұрын
জানিনা কত হাজার বার শুনলে এই গানে বোরিং ফিলিং আসবে। সেই ছোট থেকে আজ পর্যন্ত শুনছি।প্রেমিকা থাকা অবস্থায় তাকে গেয়ে শুনিয়েছিলাম,এখনও তাকে শুনাই বউ হিসেবে। বাপ্পা মজুমদার আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন অনবদ্য সৃষ্টি আমাদের উপহার দেবার জন্য।
@ToukirUniverse3 жыл бұрын
আমি কমেন্ট করে যাচ্ছি! যাতে অনেক বছর পরে যখন কেউ এই কমেন্টে লাইক করবে আর আমার কাছে নোটিফিকেশন যাবে আর তখন আমি এই মাস্টারপিস গানটি আবার শোনার সুযোগ পাই!❤️❤️🇧🇩❤️❤️
@abulkashemchand30973 жыл бұрын
নিন আবার গানটি আবার শুনুন।
@ToukirUniverse3 жыл бұрын
@@abulkashemchand3097 ok
@nasrinnaherbeauti76263 жыл бұрын
gaan ta ajk r ekbar shunen
@mdantim45963 жыл бұрын
Same
@samiha88433 жыл бұрын
Abar shunun
@nahiannahid2031 Жыл бұрын
আহা পুরনো সেই দিন গুলো ❤ কমেন্ট টা রেখে গেলাম এখন থেকে ১০/১৫ বছর পরের জেনারেশন এর জন্য।। কত Nostalgic ছিল এই জেনারেশনের গান গুলো 🤍
@basicenglishcare...94124 жыл бұрын
গানটির বিশেষত্ব হল যতই শুনি খারাপ লাগে না।আর বাপ্পা দার আদরী কন্ঠে গানটা মধুতে পরিণত হয়ে গেছে।One of the legendary songs band history.Hats off dada 😍.
@Toon_sticky_story3 жыл бұрын
গানটা শুনতে শুনতে কখন যে হৃদয় মাঝে এক অন্যরকম জায়গা করে নিলো বুঝতেই পারি নি। যদিও যখন গানটি রিলিজ হয় তখন feel নিয়ে শোনার মত সৌভাগ্য আমার হয়নি। কিন্তু যতবার এই এই গানটা শুনতে আসি আর কমেন্ট গুলো পরই তখন কমন জানি এক অন্যরকম ভালোলাগা কাজ করে। বাপ্পাদা সত্যি কৃতজ্ঞ। এত্ত সুন্দর একটা ছেলেবেলা উপহার দেয়ার জন্য🖤🖤🖤❣️❣️❣️❣️
@nisho39972 жыл бұрын
আমি তোমার জন্য এনে দেবো মেঘ থেকে বৃষ্টির ঝিরিঝিরি হাওয়া সে হাওয়ায় ভেসে যাবে তুমি 💜
@rakibpwf3 жыл бұрын
বাপ্পা মজুমদারের গলায় অদ্ভুত একটা ম্যাজিক আছে। অনেকদিন পর গানটা শুনছি। নস্টালজিক হয়ে গেলাম ❤️❤️
@shehrinatabassum54844 жыл бұрын
রাত ২:১২ সাল ২০২১ এখনো মন খারাপের দিনের এবং রাতের সঙ্গী এই গানগুলো। এ রকম গানগুলো উপহার দেয়ার জন্য ধন্যবাদ ❤️❤️❤️
@মোঃতাসবিরহোসেনকাওছার3 жыл бұрын
Thik bolsen.... Bistir jhiri jhiri hawa... She hawai veshe jabe tmi..... Bosss song
@bohinggo69713 жыл бұрын
মিলে গেলো! আমি শৈশবের টানে আসছিলাম!
@PKRoy19933 жыл бұрын
2:09 am, 14/05/2021, I am listening this song!
@limonkhan45283 жыл бұрын
2.12 (11-09-2021) sunsilam r comment ta o dekhlam.. Timing is very effective
@sharifhussain648110 ай бұрын
1:47 AM, 2/24/2024 - Still Favorite One....
@haniffci21835 жыл бұрын
কলেজ লাইফের অনেক সৃতি জড়িত এই গানটির সাথে।এখন ও মনে হলে হারিয়ে যাই স্মৃতির সাগরে।।।
@ehmilon01 Жыл бұрын
হায় রে গান! ধন্যবাদ ইউটিউব এলগরিদম, ক্লাস ৪/৫ তে তখন আব্বু আমাকে ক্যাসেট এনে দিছিলো। সেই থেকে বাপ্পা মজুমদার'কে চেনা 😌 সত্যি অনেক অনেক অনেক বছর পর শুনলাম। কিছুক্ষণের জন্য ঐসময়ে চলে গেছিলাম🤤
@GaziSalauddin-su3gy3 ай бұрын
২০১৭ তে drmc তে রি ইউনিয়ন এ শুনেছিলাম। কত দ্রুত সময় চলে যায়।আর এক সাথে গান শোনা মানুষ গুলো আজ একেকজন একেক জায়গা। মিস ইউ অল❤
@kamaluddin47024 жыл бұрын
বাপ্পা মজুমদারেরর গান আমার রক্তের সাথে মিশে আছে।আমি বাপ্পা মজুমদারেরর গান ইনজয় নয়,সম্মান নিয়ে এবং সম্মান দিয়ে শুনি।বাপ্পা মজুমদার বাংলাদেশের একজন সুরের রাজা এবং মেলডি সিঙ্গার।
@nuru_cu3 жыл бұрын
দাদার এই গান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে জাতীয় সংগীত ছিল, সম্ভব এখনো আছে
@hosnearakader72844 жыл бұрын
বাপ্পাদার বিভিন্ন কনসার্টে গাওয়া বেস্ট উপভোগ্য গান, স্টেজে তিনি এই গানটি দিয়ে এমনভাবে সবাইকে মাতান......যাস্ট ওয়াও........ থ্যাঙ্কিউ গানটি আপলোড করার জন্য ❤
@safwan176 Жыл бұрын
গানটি এক কথায় অসাধারণ সেরা। আমার রেজাল্ট ফলাফল ভাল হওয়ার জন্য এই গানটা শুনতে আসলাম। আমিও ফলাফল খুব ভাল পেলাম❤💯A
@safwan176 Жыл бұрын
Result valo korar jonno ei gaan ta shunar jonno ashlam❤. Best of the Bappa mojumdar💯💯🖤
@tamalmukherjee72710 ай бұрын
এক অন্য মাত্রার মুগ্ধতা.. বাংলা বেঁচে থাকুক গানের হওয়ায়...
@masumahmed57734 жыл бұрын
এই গান শতবছরেও পুরনো হবে না, যতশুনি ততই মুগ্ধ হই ❤️ লাভ ইউ বাপ্পাদা ❤️
@normanbates95653 жыл бұрын
৯০ এর দশকের ছেলেমেয়েরাই আজনে এই গানগুলোর মর্মার্থ, এদের সাথে কি এক মধুর স্মৃতি, কি এক আবেগ জড়িয়ে আছে।❤️❤️❤️ স্টিল লাভ ইট
@rafiqbhuiyan54013 жыл бұрын
ষাটের দশকের চাচারা ও এই গান শুনে।
@mdrashel2502 жыл бұрын
এক্সক্সক্সক্স "স্লস"ই@য্য 😅😅🥰😐😚
@sumonhuda16572 жыл бұрын
হুম একমত।
@sayeedakram47982 жыл бұрын
Hmm asolei 2007-08er dikey Nokia 1100 tey onek suntam radiotey😍😍.Ajker ai generationer durvaggo arokom songs ar sunber payna kisu khetur Tik-tok ar livey asey nokhrami korey naformani.
@hwheyre Жыл бұрын
তুই শালা বলদ এটা 90 দশকের গান না,আগে ভালো করে গানটার ইতিহাস জেনে কমেন্ট কর
@hasinabina14214 жыл бұрын
এতো সুন্দর গান, শুনতে শুনতে মনে হয় যেন শেষ না হয়, কানে যেন বাজতে থাকে, অসাধারণ আবিস্কার।
@rubelhossain-nz2rk Жыл бұрын
২০১০ সাল সবে এসএসসি পাশ করেছি, এক আপুর থেকে রসায়নের পুরাতন বই নিয়েছিলাম সেই বইয়ের কোন এক পাতায় লেখা ছিল 'আমি তোমার জন্য এনে দেবো মেঘ থেকে বৃষ্টির ঝিরিঝিরি হাওয়া...' আপুটাকে আর সেই দিনগুলোকে অনেক মিস করছি!!
@rubel30412 жыл бұрын
বাপ্পা মজুমদারের সব গানের ভিতর খুব পছন্দের একটা গান আমার, মনে হয় হৃদয়ের একটা অংশ।❤️❤️
@mdsaddam47383 жыл бұрын
'পরী' এক না পাওয়া আক্ষেপের নাম❤️❤️❤️
@shadhinsiddiqui69613 жыл бұрын
কাল প্রথম শুনলাম। ইফতারের পর। এখন দুপুর ১টা ৩২। কমপক্ষে ২৫ বার শুনেছি। কি অপরূপ। গানটার প্রেমে পরে গেছি।
@JannatulFerdous-z6w8 ай бұрын
২০২৪ এ কেউ শুনছেন গানটা??😐😑🙂
@musafirrahad16218 ай бұрын
hae
@DriverSalman-s5s8 ай бұрын
Yes
@mnaminnoor8 ай бұрын
Just listening ..
@mdeliasjoman19738 ай бұрын
মাএ শুনতেছি😊
@farhadiba77268 ай бұрын
আমিই তো এখন শুনছি
@1212-g5f11 күн бұрын
গানটা শুনলেই অসাধারণ অনুভূতি তৈরি হয়। ❤️❤️❤️❤️
@md.imranulhabib82793 ай бұрын
প্রতিটি পুরুষেরই না বলা/অজানা কষ্টের/অভিমানের কথাগুলি অজানাই থেকে যায় আর এরকম কিছু গানে গানে ভেসে বেড়ায় যাকেউ কোনদিনই জানতে পারেনা কখনোই না..
@Ashikkhan-sc2mo5 жыл бұрын
হাজার বছর টিকে থাকবে এই গান গুলো কোটি শ্রোতার মধ্যে! প্রথমবার শুনে যে ভালোলাগা কাজ করেছিলো তা একটুও কমেনি!
@sahilhasan48433 жыл бұрын
বেঁচে আছি যতদিন হয়তো এইগান শুনে যাবো ততদিন, এই গান যেন মানুষের মনে কথা। কখনো পুরানো হবার নয়।
@Vascodagama-1 Жыл бұрын
As an Indian I never heard these songs.. but now I am listening. These songs are so nostalgic.. I like these old vibes
@ridwanahmedb3706 Жыл бұрын
পরি তুমি ভাসবে মেঘের ভাঝে ... অসাধারণ কহনি ❤❤
@saddamhossain1990118 минут бұрын
২০২৫ সালে এসেও আমার প্রিয় গায়ক বাপ্পাদার গানটা শুনতেছি আমার ১৬ বছরের একমাত্র ছেলের সাথে। আমার ছেলেও বাপ্পাদা র ভক্ত।। ভালাবাসা অবিরাম দাদা❤❤❤
@mollahrashal61503 жыл бұрын
এ-ই গানটি কতটা মাধুর্যপূর্ন তা বলার অপেক্ষা রাখে না।
@mohammadalam17213 жыл бұрын
স্মৃতিতে জড়ানো সেই টেপ রেকর্ডার।। অনেক মিস করি তখনকার একাকিত্বের সঙ্গী।।
@shiponhossain27853 жыл бұрын
Shei 2010 er 5 August Nondon park e apni ei gan ta perform korechilen, r aj 1st march 2021, ekhono gan ta mone geche ache, thanks bappa da ❤️❤️❤️
@rafshanjohnny82452 жыл бұрын
আমাদের ৯০' দশকের জন্ম নেওয়া সার্থক। কেননা আমাদের ভালোবাসা গুলো ছিল ১ জন কে ঘিরেই।। তাকে নিয়েই সব চাওয়া পাওয়া। আর FM Radio তে এই গানগুলো।
@muktaashfa96772 жыл бұрын
আহারে!!!! কতোটা মধুর আর সোনালী সময় পার করে এসেছি😞😞😞😞 এই গান গুলো কখনো পুরনো হবে না
@Khadimul_3014 жыл бұрын
বাপ্পা মজুমদারের অনেক অনেকগুলো ভালো গানের একটি ... 🌷🌷🌷 God gifted tune , সম্পূর্ণ পারিবারিক আবহটাই সংগীত সান্ন্যিধ্যে ভরপুর , এতো কিছুর পরেও যথাযথ প্র্যাকটিস বা রেওয়াজ চালিয়ে যাচ্ছে , সবসময়ই নতুন কিছু আরো ভালো কিছু দেয়ার নিমিত্তে বাংলা গানের এ প্রজন্মের আইকন হয়ে উঠায় , বাপ্পা মজুমদারের জন্য আন্তরিক শুভ কামনা রইলো ... 🌷🌷🍀🍀🌷🌷
@birdsloversandpassion89664 жыл бұрын
In 2002 I bought a videotape in New York that was a TV programming show where I got and listened to this Pori song. I was so overwhelmed and fascinated to hear such heartthrob beautiful songs after I became a crazy fan of Bappa Da. When I was in America. I bought all the albums of Bappa Da's songs.
@bappamazumderbd4 жыл бұрын
Thanks a lot
@Sakil-H0ssain3 жыл бұрын
বাপ্পা বলে কথা ভাল যে লাগতেই হবে আরও একটা বিশেষ ব্যাপার হচ্ছে এই গানের নামের সাথে ছোট্ট একটা সৃতি জড়িত যে সৃতি আজও দাগ কাটে হৃদয়ে।
@beingtahmid2741 Жыл бұрын
ধন্যবাদ বাপ্পা ভাই এই রকম একটা মাস্টারপিস উপহার দেওয়ার জন্য, রাতে যখন তাকে খুব বেশি মনে পরে তখন এই গানটা শুনতে থাকি এবং চোখের কোন দিয়ে জল গড়িয়ে যায়, আর ভাবতে থাকি "কোন তোমার সাথে আমার দেখা হলো" 😢
@sumonkhanvlog25555 жыл бұрын
আজ তোমার মন খারাপ মেয়ে, তুমি আনমনে বসে আছো। আকাশ পানে দৃষ্টি উদাস, আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া, সেই হাওয়ায় ভেসে যাবে তুমি সেই হাওয়ায় ভেসে যাবে তুমি। আজ তোমার মন খারাপ মেয়ে তুমি আনমনে বসে আছো। আকাশ পানে দৃষ্টি উদাস আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া, সেই হাওয়ায় ভেসে যাবে তুমি সেই হাওয়ায় ভেসে যাবে তুমি। আজ তোমার চোখের কোণে জল বৃষ্টিও অবিরাম কাঁদে তোমার সাথে সাথে আমার পথে পথে। আজ তোমার চোখের কোণে জল বৃষ্টিও অবিরাম কাঁদে তোমার সাথে সাথে আমার পথে পথে। আমি তোমার জন্য এনে দেব রোদেলা সে ক্ষণ পাখিকে করে দেব তোমার আপনজন, পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে। আজ তোমার জোছনা হারায় আলো প্রজাপতির ডানায় বিষাদ করে ভর যখন তখন বিষাদ করে ভর, আজ তোমার জোছনা হারায় আলো প্রজাপতির ডানায় বিষাদ করে ভর যখন তখন বিষাদ করে ভর। আমি তোমার জন্য এনে দেব অঝর শ্রাবণ আকাশ ছোয়া জল জোছনা। পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে। আজ তোমার মন খারাপ মেয়ে তুমি আনমনে বসে আছো। আকাশ পানে দৃষ্টি উদাস আমি তোমার জন্য এনে দেব মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া, সেই হাওয়ায় ভেসে যাবে তুমি সেই হাওয়ায় ভেসে যাবে তুমি। সেই হাওয়ায়......
@jahirulislamsajib90833 жыл бұрын
"আমি তোমার জন্য এনে দেব,অঝোর শ্রাবন,আকাশ ছোঁয়া জল..জোছনা.."
@fattahtouhid Жыл бұрын
One of your masterpieces Mr Bappa ❤
@mubt4sim2 жыл бұрын
ইউটিউবের সাজেস্ট করা একটা প্লেলিস্ট থেকে খুঁজে পেলাম গানটা। ছোটবেলার কথা মনে পড়ে গেলো ♡
@saimumrayan12 күн бұрын
প্রায় ৪ বছরের প্রেম আমাদের। কত শত ঝগড়া ঝামেলা কিন্তু আমার কখনোই একবার মনেহয় নি আসলেই আমি তাকে ভুলে যাবো। এই প্রথম আজ আমার মনেহলো আমার তাকে ভুলে যাওয়া উচিত। এই রকম বিষন্ন রাত এর আগে আমার জীবনে আসেনি। কেনো তোমার সাথে আমার দেখা হলো?
@ruma89353 жыл бұрын
Wow ... reminded me of my college days ❤ love from kolkata, India
@joyeetarubaiyat56133 жыл бұрын
১৯ শতকের তরুণী না হয়েও এই গান গুলোই মনে ধরে আছে❤️ কি সুন্দর লিরিক্স, কি সুন্দর সুর, আর বাপ্পা স্যার গান টির প্রাণ❤️ ২০২১ এ এসেও এই গান শুনছি.. খুব ভালো লাগে..❤️❤️
@MdHasan-cm7 Жыл бұрын
🥰
@masumsaife6001 Жыл бұрын
❤❤
@siamrahman3338 ай бұрын
২০ শতক *
@MdNahid_Hasan8 ай бұрын
এখনো শুনি 2024❤️ আপনারা কেউ আছেন?
@alimshoe13744 ай бұрын
Asi re vi
@tonaymahmud61974 ай бұрын
আছি
@tamannasultana9845Ай бұрын
2024
@tamannasultana9845Ай бұрын
মন ছুঁয়ে যায়
@rofikulIslam-wb9lbАй бұрын
First time
@wanderersantosh001 Жыл бұрын
আহহ এই গান শুনলেই পাগলা মনটা আবার প্রেমে পড়তে চাই...! এবার গ্রিন পরী দা বাপ্পা মজুমদার বস.. ☘️💚
@shriyad2558 Жыл бұрын
আমার প্রিয় গান, এফএম রেডিওতে প্রথম শুনেছিলাম। গানটা আজ যখন আবার শুনলাম আমার প্রিয় মানুষের চেহারা কল্পনায় ভেসে উঠলো। mim 💙
@captainlimodrawingschool63183 жыл бұрын
back in 2007, when I was a kid I used to love this song a lot. Nostalgia hit me hard. Best Wishes Mr. Mazumder.
@abdullapatowary2 жыл бұрын
রেডিও ফূর্তির হট লিষ্টের গান ছিল বাপ্পা মজুমদারের এই পরী গানটি।খুব ভালো লাগে গানের কথা গুলো
@mishadmzubayer4 жыл бұрын
nostalgia strikes so hard listening this song. what golden time those were! gone! gone r those days! ❤
@shaheduzzaman442 ай бұрын
শ্রুতিমধুর এতো মায়াবি কণ্ঠ শুনে যেন গায়ে কাঁটা দিয়ে উঠলো,সত্যিই অসাধারণ গানের কথা গুলো ️️️ এই গান শুনলে অতীত চোখের সামনে স্পষ্ট ভেসে ওঠে ❤🌹🌿
@Sabbir_Musfikur4 ай бұрын
It's been many years since I saw her at the final exam of school . The memories of her blowing over my heart . The first expression when she was entering the classroom & my eye sight goes to the infinity scenario which I never want to forget even after my life pass away near her graveward. Really, it's so tough to stay far from a person whom you love from your heart .. It's remain infinity..
@rubaiatzamanwami90584 жыл бұрын
Thank you Bappa da for such an amazing creation . This song will be evergreen from generation to generation ❤️
@rinatfouzia87453 жыл бұрын
কি যে ভালো লাগে গান টা।কখনো পুরোনো হয় না।যত বার শুনি আরো শুনতে ইচ্ছে হয়।💖💖💖💖
@MizanurRahman-ls2pj3 жыл бұрын
Suntei thakun... Amio shunchi
@mehedimenon39433 жыл бұрын
P
@mostafizurrahman034 жыл бұрын
If you're listening to this ever green song in 2020 and onward then you have a great taste in music..
@nawshinrahmanpromi46702 жыл бұрын
Listening 💓
@ahmedjubayerakash4810 Жыл бұрын
Thank you bappa da❤❤❤❤apni,partha da,,Bacchu sir r James guru k....amder coto bela gula colourful korar jnno..❤❤❤❤❤
@adnanisteak3 жыл бұрын
FM রেডিও এর সেই অপেক্ষার দিনগুলো এবং এই গানগুলোর.... রোমাঞ্চ tiktok প্রজন্ম কখনোই বুঝবে না...... 💔
@Ahsan_Shanto2 жыл бұрын
It was 2007 i was posted in khagrachori hill track, there was no tv signal, no phone, just nothing there except the beautiful scene which was not so beautiful after long time stay…i bought a radio and there was faint signal, i used to hear this song every day, actually waited whole day for this song in radio, one day battery died and i waited many days for helicopter to arrive just to bring pencil battery and amazingly when i opened radio after so many days this song was the 1st i heard ..so beautiful melodious song from Bappa..
@SaikatDharSD3 жыл бұрын
I am blessing my ears by listening this beautiful song!❣
@ranbirpranto18163 жыл бұрын
প্রতিদিন যেহেতু গানটি শুনি, কমেন্টটি রেখে গেলাম, এরপর লাইক দেখে বুঝে নিবো,,, কতজন গান শুনতে এসে কমেন্টটি পড়ে গেল,,,
@jasimuddin9601 Жыл бұрын
❤❤❤
@Marshal4110 ай бұрын
0:48 @@jasimuddin9601
@progga_eloraАй бұрын
Winter ea ey gaan ta onno vabe valobasha kaj koray 💕❄️
@MdMaruf-gl4jm2 жыл бұрын
Age kokhono songta shuni nai.but amr beste k akdin dekhlam songta shunte.. amr bester mon kkharap thakle song ta shune 😊 tai sedin theke ami songtar preme pore gelam🥰..tnx my beste🥰
@rasheedkibria10273 жыл бұрын
Bappa Da, you are one of my most favorite singers.....Love from the US...Keep rocking like this in the music world...Always....
@birdsloversandpassion89663 жыл бұрын
New comers generation will enjoy the Pori when our time over, everything expires over time. Once the time is up. No one will be able to hold us, we all have to go.
@sazitdaku77393 жыл бұрын
যেভাবে বাবা মায়ের প্রিয় ছিলো, ঠিক একই ভাবে আমারও প্রিয় গানটি🖤
@shamiaakterbadhon15043 жыл бұрын
ahare gan ta... Amon gan gulo shob somoy moner moddhe gethe thake.... Beche thakle buri hoiye o gan gulo sunbo... Valo basa thakbe apnader jonno. Jibon Ato sundor korar jonno gan gulo diye.
@MdRezonahameed3 күн бұрын
Fast time gan ta sunlam khub valo laglo suner po😊❤
@papon7704 Жыл бұрын
Don't know how many times i heard this song, but always feel the same...This song is amazing with amazing words!!!!Really love it.
@raxlitude112 жыл бұрын
Thank you so much, Bappa for this timeless masterpiece ♥You are the pride of Bangladesh
@legendsofficial3702 Жыл бұрын
I'll never get tired of listening this! but the masculine urge to dedicate this song to someone.. :'3
@HabiburRahman-gv4be10 ай бұрын
১২/১৩ বছর আগে "পরি" গানটা প্রথম আমার এক বন্ধু আমাকে এফএম রেডিওতে শুনিয়েছিল। জাস্ট মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তারপর সারাক্ষণ এফএম রেডিও চালিয়ে অপেক্ষা করে বসে থাকতাম, কখন আবার গানটা বাজবে। তখনতো আর এখনকার মতো যেকোন গান চাইলেই শোনা যেতো না।
@NiloyNisho2 ай бұрын
আধুনিক গান মানেই বাপ্পা দা।প্রকৃতির দেয়া অসাধারণ এক কন্ঠস্বর।❤❤
@anantikchowdhury9935 Жыл бұрын
Listened recently for the first time.That era was something special. Bappa Da always has a own flavour of singing.also the tune of guitar is fantastic ❤️
@smitaanjum68365 жыл бұрын
tokhon schoole portam jokhon ei gan shuntam..porashonar pat chukechhe onek din kintu ajo ei gan mon kharaper shongi..
@dipttorema46822 жыл бұрын
এই যুগের নতুন প্রজন্ম যারা এই গান নতুন শুনছে , তারা ভালো গানের মর্ম বুঝলে এই গানটি পছন্দ করবে💙
@Opx12628 күн бұрын
Thank to bappa and Many many thanks to sheik rana(Ruetian)...such a great talented writer.
@LifeMore2 жыл бұрын
ki shundor gan ta ..Ganer kotha shur ...bappa da ..shimur Apu visuals ...shab miliye ei gaaan ta amr shab cheya priyo ..koto bar je shunsi gune bolte parbona ..but koto bar shuni shei eki bhalo Laga ... Bhalo basha roilo shobar jonno Jara ei ganta sristi korese ...
@ritikaprasad3417 Жыл бұрын
This song feels like a soft hug ❤
@MahmudulHasan-gc6kf3 жыл бұрын
14 February 2021, anyone else? Favorite manushter kotha mone porlo hotat kore🙂.2 jon aksathe song tah shuntam🌺 she is not with me but still ami take valobashi... Jekhane e thak ar jevabe e thak allah jeno take shobshomoi happy rakhen🖤🥀
@newazshah74235 жыл бұрын
পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে❤
@NewGamer2.05 жыл бұрын
hi friend
@monanaa1289 Жыл бұрын
Choto bela vaia ke ei gan shunte dekhtam. Vaiar priyo chilo hyto onk. Aj boro hoye gelam koto dur vaia theke... ei gan shuni r mone pore vaia ke. Koto shundor ei gan!
@hasansikder99275 ай бұрын
tumi anmone boshe aso, this line🥰😇
@MdSohag-yt1eg3 жыл бұрын
আমার প্রিয় মানুষটাকে পরী বলে ডাকতাম।কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেছে ২ বছর হলো।খুব মিস করি পরীটারে