স্যার ধন্যবাদ আপনাকে নতুন নতুন চাষের পদ্ধতি দেখানোর জন্য
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই,সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন, আর এগিয়ে চলুন।
@noyansk58512 жыл бұрын
খুব সুন্দর হয়েছে
@amitkumerhalder96372 жыл бұрын
নতুন নতুন পদ্ধতি কৃষকদের খুব কাজে লাগবে।
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ।
@swarnavaghosh59802 жыл бұрын
'অনেক অনেক ধন্যবাদ' খুবই ছোট শব্দ স্যার আপনার থেকে যা পাই তার প্রতিদানে, আমি আপনার থেকে দেখে শিখে প্রয়োগ করে খুবই ভাল প্রতিক্রিয়া পাচ্ছি ও আপনার পথ অনুসরণ করে আজ পাঁচটি জেলার চাষিদের জৈব পদ্ধতিতে উদ্বুদ্ধ করতে পারছি। আমার অনেক প্রণাম ও শ্রদ্ধা নেবেন স্যার, আপনি আমার যথার্থ গুরুদেব।
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই , সেই সঙ্গে যে কাজে নিযুক্ত হয়েছেন তার সাফল্য কামনা করবো। আর বলবো আসুন আমরা সকলে মানুষদেরকে সঠিক পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করি।
গত সপ্তাহে ব্যাঙ্গালোর যাওয়া আসার পথে ট্রেন থেকে পাশের জমিতে এইরকম প্লাস্টিক ঢাকা দেওয়া কিছু চাষ হচ্ছে দেখেছি। জানার কোন সুযোগ ছিল না, তাই কৌতুহল থেকেই গিয়েছিল। আজ হঠাৎই আপনার কাছ থেকে জানলাম, ধন্যবাদ।
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই । ভালো থাকুন ।
@akmolhossain21453 күн бұрын
অসাধারণ ভিডিও
@monojibhattacharjee66352 жыл бұрын
Bha khub sondar ❣❣❣
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই।
@abumonir67262 жыл бұрын
অপেক্ষায় থাকবো সঠিক উত্তির পাওয়ার জন্য
@paramitam40022 жыл бұрын
Prachur porishram jache apnar.. Valo thakben sir
@chittabiswas99202 жыл бұрын
ধন্যবাদ স্যার । দেখলাম, শুনলাম । বুঝলাম, শেয়ার ও করলাম । মালচিং পেপার পাওয়া নিয়ে সমস্যায় ভুগছি।
@asikulsk74682 жыл бұрын
Online ea pea jaben
@chittabiswas99202 жыл бұрын
@@asikulsk7468 অনলাইনে মালচিং নেওয়ার অভিজ্ঞতা আপনার আছে ? ভাল করে না জেনে পরামর্শ না দেওয়াই ভাল । দাম, মাপ, মাইক্রোন কোনটাই ঠিক মত আসেনা । পাঞ্জাব, হরিয়ানা, দিল্লী পুণে সব দেখা হয়ে গেছে। গত পাঁচ বছর ধরে পাইকারী পাওয়ার চেষ্টা করছি।
@asikulsk74682 жыл бұрын
Flipcard a সাচ করুন mulching paper বলে।
@farmingadviseranathhalder75792 жыл бұрын
8001255862 পূর্ব মেদিনীপুরে এই ভদ্রলোক আমাদের এবং আশেপাশের সব সাপ্লাই দিচ্ছেন । উনি হোলসেল এজেন্ট । এটা আপনি Known you Seed কোম্পানির কিনতে পারবেন ।এখানে যোগাযোগ করতে পারেন একবার। চওড়া তিন ফুট পাবেন প্রায় চার ফুটের কাছাকাছি আমরা যেটা নিয়েছি ওটাও পাবেন।
@chittabiswas99202 жыл бұрын
@@asikulsk7468 আগের কমেন্টেই সব বলেছি।
@sksaifuddin7275 Жыл бұрын
খুব সুন্দর মাসাআলাহ
@honuman13842 жыл бұрын
Apnar vedio bohu manuser kaje lage.....apnar valo hok
সোনার বাংলার মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাই। সপরিবারে ভালো থাকুন, আর এগিয়ে চলুন, এই কামনা করবো।
@riteshshilvlog2 жыл бұрын
কোথায় পাওয়া যাবে এই মালচিং পেপার
@sumanmanna2275 Жыл бұрын
Flipkart Amazon
@surajitmondal3302 жыл бұрын
নমস্কার স্যর অনেক দিন পর ভিডিও টি পেলাম এই ভিডিও টার অপেক্ষায় ছিলাম থ্যাংক ইউ 🙏🙏🙏🙏🙏
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই। সপরিবারে ভালো থাকুন। আর এগিয়ে চলুন এই কামনা করবো।
@pradyotmayra21082 жыл бұрын
Drip irrigation ta jokon bichalen setar ekta vidio banaben toh .tahole aaro besi kore valo bujte parbo.
@somnathguchhait37052 жыл бұрын
Khub Bhalo laglo
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই।
@spgagriculture86622 жыл бұрын
Very nice video sir..
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই।
@rumanajuthi78182 жыл бұрын
Osadharon
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন আর এগিয়ে চলুন।
@ramakrishnajana29822 жыл бұрын
ড্রীপসেচের পাইপ সেটিং দেখালে উপকৃত হইব।
@pradyotmayra21082 жыл бұрын
Drip irrigation er full vidio den tobei toh poly mulching valo hobe
@mybonsaigardensantanu15992 жыл бұрын
খুব ভালো লাগলো।👌👍🪴🙏
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই। ভালো থাকুন।
@ranjitkuiry7542 жыл бұрын
Sir bina drip irrigation poly Malachi chas kora yaba ki
@debnarayangayen68342 жыл бұрын
স্যার আপনার ভিডিও অনেক দিন পরে পরে আসছে, আরও নিয়মিত ভিডিও ডাউনলোড করুন। আপনার থেকে অনেক কিছু জানতে পারি, আপনি আমাদের পথপ্রদর্শক। আপনার শরীরের যত্ন নেবেন।
@farmingadviseranathhalder75792 жыл бұрын
সত্যি কথা বলি , আমি অনেক কাজের মধ্যে জড়িয়ে আছি। আপনাদেরকে ঠিক বোঝাতে পারবো না। এ জন্য ভিডিও করতে একটু সমস্যা হয়। কিছু মনে করবেন না , আমি দেখানোর চেষ্টা করি কিন্তু এত কাজের চাপ ভিডিও করতে অসুবিধা হয়। আচ্ছা দেখা যাক কি করা যায়।
Sir, polyculture ও companion planting সম্পর্কে video বানাবেন kindly. সব video বিদেশি। পশ্চিমবঙ্গে ছোট জায়গায় কিভাবে ওইভাবে সবজি বাগান করতে পারি সে ব্যাপারে একটু শিখতে চাই।
@farmingadviseranathhalder75792 жыл бұрын
আচ্ছা, পরে ভিডিও করতে চেষ্টা করবো। ব্যাপার টা হলো ঐ প্লাস্টিকের উপরে পাশাপাশি দু / তিন রকমের ফসল একসঙ্গে চাষ করা।
@ars432 жыл бұрын
কাকা স্যার, সজিনার আপডেট দিয়ে ১ টা ভিডিও দেন।
@supriyopal29522 жыл бұрын
Sir Drip irrigation নিয়ে video বানান একটা।
@farmingadviseranathhalder75792 жыл бұрын
আচ্ছা চেষ্টা করবো।
@chhayasakar55702 жыл бұрын
দারূন👌🙏
@farmingadviseranathhalder75792 жыл бұрын
আমি বারবার বলি দিদি , সত্যিই আমি খুব কাজের মধ্যে জড়িয়ে আছি। নিশ্চয়ই ভিডিও দেখে কিছুটা বুঝতে পারছেন। এরপর টমাটো চারা বসাবো ,বেগুন চারা বসাবো। আপনি ভালো থাকুন দিদি ।
@jayantabarman8225 Жыл бұрын
Sr goborer bodole varmicompost chara bosale ki kharap hobe sr
@snehamoy24062 жыл бұрын
Drip irrigation niye video banaben please
@farmingadviseranathhalder75792 жыл бұрын
আচ্ছা পরে চেষ্টা করবো।
@pijushadhikary26952 жыл бұрын
Sir purba madnapur a ki sobji valo hoba jodi tai niya 1ta video dan khub valo hoy ...
@farmingadviseranathhalder75792 жыл бұрын
আর পনেরো দিন পরে ফুলকপি বাঁধাকপি চারা বসাতে পারেন অথবা শীতের বেগুন চারা খুব ভালো হবে বা ৮-১০ দিন পরে শসা বীজ বুনতে পারেন সামনে দুর্গাপূজা, লক্ষ্মী পূজা ,কালীপূজা।
@pijushadhikary26952 жыл бұрын
Thank you sir
@purokait2 жыл бұрын
স্যার চাষের ভিডিও অনেক দেখি, কিন্তু আপনার ভিডিও দেখার পরে মনের সন্দেহ দূর হয় , চাষের ব্যাপারে আপনার প্রতি যতটা ভরসা করতে পারি অন্য কোনো ব্যক্তির উপর সেটা হয়না
@farmingadviseranathhalder75792 жыл бұрын
আসলে আমি নিজের হাতে করছি তো এবং মানুষকে দিয়ে চাষ করাচ্ছি। ফলে আমি কখনো ভুল বলবো না। আমি চেষ্টা করি দেখাতে, এবার মাটির তফাতের জন্য হয়তো অনেক সময় আপনাদের সঙ্গে নাও মিলতে পারে। কিন্তু আমি এগুলোই করাচ্ছি মানুষকে দিয়ে। এবার পাঁচ হাজার টমেটো চারা বসাবো আর 5/6 দিনের মধ্যে। তারপর শীতের বেগুন চারা বসাবো।
@manisankarmaitymaity41482 жыл бұрын
Kub valo sir
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই। ভালো থাকুন।
@mrsohalbhuiya67572 жыл бұрын
কাকু পরবর্তি সার ব্যবস্তাপনা কিভাবে হবে দয়া করে তা কিন্তু বিস্তারিত জানাবেন ।বাংলাদেশ থেকে বলছি।কাকু আমাদের এখানে কিন্তু ফলিয়ার স্প্রে করার কোন সার নেই তাই মাটিতে কিভাবে প্রয়োগ করতে হয় জানাবেন।ধন্যবাদ কাকু
@farmingadviseranathhalder75792 жыл бұрын
আমরা রাসায়নিক সার জলে মিশিয়ে পাইপের সাহায্যে গাছে পাঠাবো।
@mkstatus8977 Жыл бұрын
যারা পাইপ দিবে না তারা কি করবে
@ashimroky8712 жыл бұрын
আমাদের দেশে এখন সব জেলাতেই পলি মালচিং ব্যাবহার করছে দাদুভাই। আর আমরা আপনাদের ইন্ডিয়ান মালচিংগুলাই ব্যাবহার বেশি করি। কোয়ালিটি ভালো সেজন্য। তবে এদেশে এনে মালচিং পেপারের দামটা খুব বেশি রাখে এখানে সেজন্য একটু ব্যাবহার কম। ( বাংলাদেশ, জয়পুরহাট জেলা থেকে। )
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ঠিকই বলেছেন তাছাড়া আমাদের এদিকে অনেক চাষী ভাইয়েরাও কিন্তু জানে না এর সঠিক ব্যবহারটা এই জন্য পিছিয়ে পড়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সপরিবারে ভালো থাকুন এই কামনা করবো।
@ashimroky8712 жыл бұрын
@@farmingadviseranathhalder7579 ধন্যবাদ ও শুভকামনা রইলো।😍
@soumenroy30782 жыл бұрын
Thank you স্যার
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই , ভালো থাকুন।
@josiahkulwa343 ай бұрын
Great
@farmingadviseranathhalder75793 ай бұрын
ধন্যবাদ জানাই।
@mdsaon51172 жыл бұрын
💯💯💯💯💯💯%❤️❤️❤️❤️❤️❤️❤️দাদু
@shyamasagriculture9422 жыл бұрын
স্যার কুল বাগানের একটি ভিডিও বানান।
@farmingadviseranathhalder75792 жыл бұрын
আচ্ছা চেষ্টা করবো। একটু সময় দিন।
@a2zchannel6952 жыл бұрын
Good job sir
@farmingadviseranathhalder75792 жыл бұрын
প্রথম দর্শককে অসংখ্য ধন্যবাদ জানাই। আসুন সকলকে নিয়ে এগিয়ে চলি।
@quran_ul_karim Жыл бұрын
বাংলাদেশ থেকে
@farmingadviseranathhalder7579 Жыл бұрын
সোনার বাংলার মানুষ কে অসংখ্য ধন্যবাদ জানাই।
@sudamsarkar55012 жыл бұрын
কাকু আমি ছোট চাষি ,যদি একটু ক্যাপসিকাম চাষের উপরে প্রথম থেকে একটা ভিডিও দেনতো খুব ভালো হয়।।।
@farmingadviseranathhalder75792 жыл бұрын
জৈব সার দিয়ে চারা বসাবেন। 15 দিন পর 10 26 26 সার 35/40 গ্রাম প্রতি গাছের গোড়ায় দিয়ে মাটি চাপা দেবেন।
@mohromali96572 жыл бұрын
স্যার আপনার মত এমন করে কেউ বুঝিয়ে বলে না ধন্যবাদ আপনাকে
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই , সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন , আর চলুন সকলে এগিয়ে চলি।
@abutalebhossain42682 жыл бұрын
Dada, amar vendi gach er ful asar agei fuler kuri holud hoye jhore porce, er protikar bolun
@farmingadviseranathhalder75792 жыл бұрын
দুটো কারণে হয়। পোকার জন্য হয়। আবার রোগের জন্য হয়। ঐ ফুলের ভিতরে পোকা আছে কি দেখুন। পোকা না থাকলে কম দামের ওষুধ টাটা মাস্টার প্রতি লিটার জলে আড়াই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার।
@rahulgolder67532 жыл бұрын
Sir.... আমি উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা ব্লক অন্তর্গত আপনার চ্যানেল এর নিয়মিত দর্শক 🙏
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই, সেই সঙ্গে সপরিবারে ভালো থাকুন, আর চলুন সকলে এগিয়ে চলি।
@rahulgolder67532 жыл бұрын
আপনি ও এই ভাবে আমাদের সাথে থাকুন । সুস্থ থাকুন ভালো থাকুন 🙏 শুভকামনা রইলো অনেক
@dipankarsarkar7143 Жыл бұрын
শসার জমিতে মালচিং দেওয়ার আগে কি কি সার বেসাল-ডোজ দিতে হবে জানাবেন
@gopalsarkar61262 жыл бұрын
sir khub sundar hoye6e kintu amar 1 ta prosno holo je gach boro hole hele jabe na? tokhon mathi deuya jabe na to ki hobe..
@farmingadviseranathhalder75792 жыл бұрын
পাশ থেকে মাটি নিয়ে তখন গাছের গোড়ায় দেওয়া যাবে।
@touhidmolla82512 жыл бұрын
ai dhoroner ar ki ki joibo shar dite par Bo ? Tober gache ..plz bolben 🙏🙏
30 মাইক্রন এর কালো প্লাস্টিক পেপার বিছিয়ে দেবেন। তাহলে মুথা হবে না।
@manisankarmaitymaity41482 жыл бұрын
Sir amar 8kata jaigai akta ghor acha .upora tali diya chowni daya acha .ghor r chardar khola surjar alo pora.ami ki or vitora palog.mulo ba anna kono sobji chas korta pari.plase bolban.sudu upor diya surjalok lagana .ghorar charpas diya alo duka sir please bolun
@rameshadhikary33972 жыл бұрын
স্যার, আমি আপনার চ্যানেলের নিয়মিত দর্শক। আপনার শিক্ষামূলক ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। আমি টবে একটি বেদানা গাছের চারা লাগিয়েছিলাম। কিন্তু গাছটি ধীরে ধীরে মারা যাচ্ছে। সম্পূর্ণ জৈব পদ্ধতিতে টবের মাটি তৈরি করেছিলাম। গাছটি রোপনের সময় গোরার মাটিটা বেশি করে ছাড়িয়ে ফেলেছিলাম। এমতাবস্থায় গাছটি কে বাঁচাতে গেলে কি করনীয় তা বিস্তারিত জানালে খুবই উপকৃত হব এবং কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ।
@farmingadviseranathhalder75792 жыл бұрын
জেলোরা Xelora প্রতি লিটার জলে তিন মিলি মিশিয়ে ওই জল গাছের গোড়ায় দেবেন তিন দিন ছাড়া দুবার। ওর কাজ গাছের শিকড় ও গোড়া পচার হাত থেকে গাছকে বাঁচানো।
@rajeshbiswas21872 жыл бұрын
Sir aush mulo r palong er jomite khub shama ghas hoyeche. Torka supar deowa jabe ki.
@farmingadviseranathhalder75792 жыл бұрын
অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন । মূল ফসলের কোন ক্ষতি হবে না । তবে স্প্রে দুপুরবেলা করবেন।
@dipankarbag84192 жыл бұрын
Sir humic acid ki spray Paya jai
@farmingadviseranathhalder75792 жыл бұрын
হ্যাঁ অবশ্যই স্প্রে করা যাবে।
@santughosal81042 жыл бұрын
Sir amar bagun gachar gorar kando ta Kalo hoya pocha jacha tarpor gachti jimiya mara jacha ki osud dubo janaban sir?
@farmingadviseranathhalder75792 жыл бұрын
দশ লিটার জলে দশ মিলি Amister Top সেই সঙ্গে তিন গ্রাম Plantomycin মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া ছাড়া দু বার।
@manisankarmaitymaity41482 жыл бұрын
Sir sitkal o goromkala vandi chas a ai papar a lagano jaba?rjodi jai sar kamon vaba dabo.gonga sagor thaka bolchi.plase bolban
@farmingadviseranathhalder75792 жыл бұрын
না , ঐ সময় ব্যবহার করবেন না। শুধু বর্ষাকালে ব্যবহার করবেন। আর বর্ষা তো শেষ হয়ে এল, এ বছর কিনবেন না।
@allrounder-kn6ye2 жыл бұрын
Ok thanks vai 🚭 💖 🇧🇩
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই।
@sanjupradhan8982 жыл бұрын
আমন ধানের রোয়ার ব্যাপারে একটি ভিডিও দিন প্লিজ
@farmingadviseranathhalder75792 жыл бұрын
আমার চ্যানেলে ভিডিও করা আছে। ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে।
@avijitdas18192 жыл бұрын
স্যার আজকে শ্রাবন মাসের 10তারিখ এখন কি গাজর,বিট লাগালে কি হবে। কি ভাবে লাগতে হবে য়দি এটু বলেলে ভালো হতো
@farmingadviseranathhalder75792 жыл бұрын
যদি এটেল মাটি হয় তাহলে আর ১৫ থেকে ২০ দিন অপেক্ষা করুন । যদি পশ্চিম মেদিনীপুর বা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ,পুরুলিয়া হয় তাহলে অবশ্যই এখন বীজ বুনতে পারেন।
@naeemhassantp72602 жыл бұрын
স্যার মালচিং পেপার সম্পর্কিত যাবতীয় সমস্ত তথ্য নিয়ে একটা ভিডিও বানান কিভাবে বর্ষাকালে চারা লাগাতে হয় কিভাবে শীতকালে চারা লাগাতে হয় কিভাবে সার দিতে হয় বেডের উচ্চতা কতটুকু হওয়া দরকার বেডের প্রশস্ত কতটুকু হওয়া দরকার মালচিং পেপারে কিভাবে চারা লাগালে চারা মারা যায় একই মালচিং পেপার বিছানো বেডে দুই তিন ফসল কিভাবে করা যায় এই সমস্ত যাবতীয় তথ্য নিয়ে একটা ভিডিও বানান
@farmingadviseranathhalder75792 жыл бұрын
একই বেডে অবশ্যই দুবার অবশ্যই চাষ করা যাবে। তবে প্লাস্টিক কাগজটা 30 মাইক্রন হলে ভালো হয়। বর্ষাতে এই কাগজে চাষ করলে ভালো হয়।
ধান গাছে জলে প্রচুর শ্যাওলা ভেসে আছে তার জন্য গোছ ভালো হচ্ছে না কি করতে হবে
@farmingadviseranathhalder75792 жыл бұрын
জল শুকনো করতে পারলে কোন পয়সা খরচ করতে হয় না এমনিতেই সব মারা যাবে। আর রাসায়নিক ভাবে করতে গেলে অনেক টাকা খরচ হবে এজন্য আমরা বলি না। বিঘাপ্রতি Blitox পাউডার ২ কেজি কিনতে হবে আর ইউরিয়া ৫ কেজি । পাতলা গামছায় ইউরিয়া ৫০০ গ্রাম আর ২০০ গ্রাম Blitox পাউডার একসঙ্গে মিশিয়ে ওই গামছায় বেঁধে ১০ /১২ টা গুছি ছাড়া ছাড়া জলের উপর দিয়ে টেনে টেনে যেতে হবে।
@jayantabarman8225 Жыл бұрын
Sr kalo lomba begun akto mota kon bijta valo jobe
@farmingadviseranathhalder7579 Жыл бұрын
আমার চ্যানেলে এই বিষয়ে ভিডিও করা আছে আপাতত দেখুন আশাকরি সব বুঝতে পারবেন।
@Rajesh-hz8xi2 жыл бұрын
Sir boost 3 পাচ্ছি না, তার পরিবর্তে কি দেবো। শশা গাছে ফুল অনেক কিন্তু ফল নেই
@farmingadviseranathhalder75792 жыл бұрын
কম দামের ওষুধ মিরাকুলান প্রতি লিটার জলে দু মিলি মিশিয়ে একবার স্প্রে করবেন।
@ashismandal8302 жыл бұрын
iffco fertilizer sagarika নিয়ে কিছু বলবেন ?
@farmingadviseranathhalder75792 жыл бұрын
হ্যাঁ ওইটা নিয়ে একটু ভিডিও করার ইচ্ছা আছে ।একটু সময় দিন।
@KalachandMurmu-ro4xz Жыл бұрын
কাকু আমাদের পশ্চিমবঙ্গে মালচিং পেপার কথায় পাওয়া যায়
@sksumon58722 жыл бұрын
Sir ami Bangladesh theke bolchi,, j jomite pani jome thake ai jomite pepar dile chasa bad kora jabe janaben plz sir
@farmingadviseranathhalder75792 жыл бұрын
হ্যাঁ অবশ্যই যাবে। তবে আপনাকে ভেলি বা আইল গুলো বা মাটির যে লাইনগুলো টানা হয়েছে ওগুলো অনেক উঁচু করতে হবে। সেখানে যেন জল না জমে যায়। এটা খেয়াল করলেই হবে।
@subrataghosh2372 жыл бұрын
স্যার, শীতের ভেন্ডী চাষ করতে চাই।কখন দানা বসতে হবে।কি ভাবে পরিচর্যা করতে হবে।
@hasiburmallick51622 жыл бұрын
Dada, aponar samasto video ami dekechhi bohubar, 24 th prosno uttor porber por ar prosno uttor porbo video hoyini. Amar prosno holo August e karola seeds lagale bhalo phalon hobe ki?
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ভালো কোম্পানির হাইব্রিড করোলা বীজ বুনবেন অবশ্যই ভালো ফলন হবে । PAN কোম্পানির 1350 করতে পারেন বা US 6214 এটাও চাষ করতে পারেন, অথবা আপনার ওখানে যে হাইব্রিড বীজ পাওয়া যায় সেই নিয়েও চাষ করতে পারেন, ভালো ফলন হবে।
প্লানোফিক্স এর সাথে piryproxifen+ emamectin benzoate+ acetamiprid begun gache ak sathe spray kora jabe?
@farmingadviseranathhalder75792 жыл бұрын
প্লানোফিক্স মাত্র এক ফোঁটা প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রেকরবেন বাকি অন্যগুলো মেশাতে পারেন তবে বিকেল পাঁচটার দিকে স্প্রে করতে হবে। অনেকগুলো ওষুধ যখন মেশাবেন তখন ওষুধের পরিমাণগুলো অর্ধেক করে নেবেন। না হলে গাছের পাতা জড়ো হয়ে যাবে। গাছের ডগার পাতাগুলো সমস্যায় পড়ে যাবে।
@uttammaiti78692 жыл бұрын
এখন কি এই জাতের ফুলকপি বীজতলা ফেলা যাবে?
@monojibhattacharjee66352 жыл бұрын
Fulkofi te molybdenum ta kokhon dite hoy...?
@farmingadviseranathhalder75792 жыл бұрын
অনুখাদ্য স্প্রে করলেই ওর মধ্যে মলিবডেনাম পেয়ে যাবেন। ওটা গাছ বসানোর একমাস পর থেকে সাত দিন ছাড়া তিনবার স্প্রে করবেন।
@monojibhattacharjee66352 жыл бұрын
@@farmingadviseranathhalder7579 but sir ami j micronutrients ta use kori tai modhe Boron,copper,iron ai 3 tai likha acha.🙄
@abutalebhossain42682 жыл бұрын
Dada, kartik agrohayon mase pepe chara ropon korle kmn hbe? Eisomoy ropon korle subidha na osubidha, problem hle ki problem seta janaben? R jodi eisomoy ropon kora na jay setao bolben.
@farmingadviseranathhalder75792 жыл бұрын
আশ্বিন মাসে ২০ /২৫ তারিখের পরে পেঁপে চারা বসালে ঠান্ডার কারণে গাছ বাড়তে চায় না। জড়ো হয়ে চুপচাপ বসে থাকে। সার দিলেও আপনি বাড়াতে পারবেন না। এইজন্য তার আগে বসিয়ে দিন।শীতের আগে গাছটাকে বড়ো করে নিতে হবে। সেজন্য ভাদ্র মাসে বসাতে পারলে খুব ভালো হয়।
@bhimmalik91602 жыл бұрын
Sir ,allwin gold super er sathe fipronil40%+imid.40% দেওয়া যাবে শশা গাছে?
@farmingadviseranathhalder75792 жыл бұрын
হ্যাঁ , একসঙ্গে ব্যবহার করতে পারেন।
@koushikbag69742 жыл бұрын
স্যার আপনি বলেছিলেন Amister top দিলে বরবটি মরচে পড়া বন্ধ হবে কিন্তু হচ্ছে না রোগ উপরের দিকে উঠছে কী করব বলুন
@babulchandradas94982 жыл бұрын
এই সময় আমের পরিচর্যার বলবেন
@samiranmahato43082 жыл бұрын
Thanks sir
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই।
@jahidakhatun17472 жыл бұрын
Assa ar mode pore ki sar denlage na ki jana ben
@touhidmolla82512 жыл бұрын
Pukurer paker bepar ta tober gacher uddesh shoi chilo sir ...amara ki dite par Bo ..? Plz 🙏 bolben 🙏🙏
@farmingadviseranathhalder75792 жыл бұрын
পুকুরের পাঁক মাটি টবের বাইরে রৌদ্রে শুকনো করে টবে আনবেন। অথবা সরিষার খোল ব্যবহার করবেন।
@ranajoydutta90602 жыл бұрын
Sir ai July mase ki ki sobji Chas kora jabe ai khane borsa Suru hoye gachy🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙁🙏🙏🙏
@farmingadviseranathhalder75792 жыл бұрын
মূলা বীজ বুনতে পারেন। ফুলকপি, বাঁধাকপি ,ওলকপি আর পালংশাক চাষ করতে পারেন কিন্তু ছাউনি করতে হবে মূলতে ছাউনি না করলেও চলবে।
@MDFARUK-iy5si2 жыл бұрын
Kaku matir upore 2t pipe er moto dekhlam ota ki pipe Naki bas r keno dewa holo janaben please.
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ওটা ড্রিপ ইরিগেশন পাইপ । ওর মধ্যে জল এবং সার মেশানো জল গাছের গোড়ায় পাঠানো হয়। এখানে তো জলের খুব সমস্যা , জল পাওয়া যায় না। বালি পাথর যুক্ত লালমাটি। এখানে এইভাবে কষ্ট করে চাষ করতে হয়।
@koushikdebnath92232 жыл бұрын
Matching paper o pipe koty dokan ache bole valo hoto
@farmingadviseranathhalder75792 жыл бұрын
পাইপ কেনা হয় জৈন irrigation system থেকে। আর ঐ পেপার টা নেওয়া হয়েছে Know you seed কোম্পানি থেকে। আপনি অন লাইনে কিনতে পারেন।
@manisankarmaitymaity41482 жыл бұрын
Sir borsai akon ki Sosa bij lagabo?
@farmingadviseranathhalder75792 жыл бұрын
রাজমাতা অথবা সেভেন স্টার, জাত চাষ করতে পারেন। 2/3 দিনের মধ্যে বীজ বুনবেন তবে পূজার বাজার ধরতে পারবেন।
@kamaldutta84462 жыл бұрын
Sir
@HarunurRashid-z8nАй бұрын
Sar Ami Bangladesh theke Apna der Neha Agro mulching film Kemon
@farmingadviseranathhalder7579Ай бұрын
মালচিং পেপার দিয়ে এখন অবশ্যই অবশ্যই চাষ করতে পারেন। ঐ কোম্পানির নিতে পারেন বা বাজারে অনেক কোম্পানি এনেছে যে কোনো একটা নিলেই চলবে।
Sir ami malching a khafi lagiyechi protree nursari kintu problem amar mati atel tiper ar mulching er gorome chara gulo sukiye jachee ami ki karbo
@farmingadviseranathhalder75792 жыл бұрын
শুধু গোবর সারের উপরে গাছ বসালে ভালো হয়। এখন আপনি কম দামের ওষুধ সাফ পাউডার প্রতি লিটার জলে আড়াই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার।
@babusonasarkar62372 жыл бұрын
কার্তিক অগ্রান মাসে লাউ শাক বিক্রি করব, এবং শীত কালে উচ্ছে চাষ করব একি মাচা তে এটা কি হবে? এবং কবে কি চার লাগাবো
@smartKRISHI66335 ай бұрын
Sir Ata ki 4fit mulching R amer charar boyos 30din hoyeche kando poche ja66e amister top deye6i kono kaj ho66e na ki debo ektu bolben bij tala te...😢😢
@farmingadviseranathhalder75794 ай бұрын
1 . 2 মিটার চওড়া ও 400 মিটার লম্বা বান্ডিল হয়। এক বান্ডিল দিয়ে 7 কাঠা জায়গায় চাষ করা যায়। Amister top প্রতি লিটার জলে এক মিলি সেই সঙ্গে NPK O O 50 তিন গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল পাঁচটার দিকে তিন দিন ছাড়া দুবার।
@dhananjaysardar69192 жыл бұрын
শাবণ মাসের শেষে দিকে মাচার শশা লাগাতে চাই । যাতে দূগাপুজার বাজার ধরা যায় ভালো জাতের শশা বীজের নাম বলবেন।
@tutorialhome41032 жыл бұрын
Sir আমন ধানের ক্ষেত্রে বিশেষত গোবিন্দভোগ ধানের ফলন বৃদ্ধিতে প্রথম থেকে কিভাবে পরিচর্যা নিব? দয়া করে আপনার মতামত অবশ্যই জানাবেন
@farmingadviseranathhalder75792 жыл бұрын
জৈব সার অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে। 10 26 26 সার বিঘাপ্রতি 14 /15কেজি ব্যবহার করবেন। যদি সম্ভব হয় জিঙ্ক 12%EDTA একবার প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করবেন। আর থোড়মুখে পটাশ সার বিঘাপ্রতি সাত কেজি দুপুর বেলায় ছড়িয়ে দেবেন।
@dipankarbag84192 жыл бұрын
Sir Solomon spray kore chilom 3 din chara kintu amar karala gach thik hoche na kukrache
@farmingadviseranathhalder75792 жыл бұрын
Diamond 30% প্রতি লিটার জলে দুই মিলি সেই সঙ্গে ল্যান্সার গোল্ড দু গ্রাম মিশিয়ে স্প্রে করবেন বিকাল বেলায় তিন দিন ছাড়া দুবার। আমি এখানে বেগুনের সাদা মাছি এইভাবে তাড়িয়েছি। আমি দেখাবো ভিডিওতে।