স্যার, এতটুকুও বোর হইনি বরঞ্চ আপনার গল্পে ডুবে গেছি । আপনি এরকম ভাবেই মণি মুক্তো ছড়িয়ে যান আমাদের মধ্যে , এটাই কামনা রইলো ।
@KrishnaDas-km1iu Жыл бұрын
Apurba
@robidadurgaan Жыл бұрын
ছোটবেলা থেকে পূজা বার্ষিকী তে আপনার লেখা পড়ে মুগ্ধ হতাম, আর এখন আপনার কাছ থেকে এমন সুন্দর সুন্দর বিশ্লেষণ শুনে মুগ্ধতা আরো অনেক গুণ বেড়ে গেছে।আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন।🙏🙏
@ajoypandit96692 жыл бұрын
ভীষণ এই বিশ্লেষণমূলক আলোচনায় সত্যিই জ্ঞান পিপাসার বেশ নিবৃত্তি হয়। আপনি দীর্ঘায়ু হন এবং আপনার সুস্থ জীবন কামনা করি।
@kishalaymukherjee9657 Жыл бұрын
Bes sundor uposthapona. Pronam
@avinandanful Жыл бұрын
অসাধারণ, অনবদ্য। এটাই আমি অন্বেষণ করছিলাম এতদিন।
@musicaljourney5138 Жыл бұрын
Sir khub bhalo lage apnar ei procesta.. khub samriddho hoi..pronam
@chandraaditya28732 жыл бұрын
নমস্কার জানবেন। আপনি যখন বলেন আমরা বোর হবো কিংবা অন্য প্রসঙ্গে চলে যান তবুও আশা করি আমার মতো সকলের ই ভালো লাগে। কখনও মনে হয় না কিছু অপ্রাসঙ্গিক। এইরকম অসাধারণ প্রতিবেদন প্রচারের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।
@আনন্দছন্দ2 жыл бұрын
সত্যি বড়ো সমৃদ্ধ হচ্ছি শুনে। খুব আগ্রহের সঙ্গে আনন্দ নিয়ে শুনছি। 🙏
@DrAmalKKumar-learnjoyfully Жыл бұрын
আমরা bore হচ্ছি না, অধীর আগ্রহে আপনার আলোচনায় নিমগ্ন আছি ।
@bivadeb99405 ай бұрын
প্রনাম আপনাকে বহুবার। আজকের প্রসঙ্গ খুব মনোরঞ্জক ছিল, শুনতে শুনতে অনেক বার প্রান খুলে হেসে ছি।
@subinitachowdhuri12 жыл бұрын
মুগ্ধ , মোহিত হয়ে শুনলাম। Boring লাগার কোন কারণ নেই।আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই sir ,আপনি যে পরমানন্দে বোলে চলেছেন , শুনে সেই পরমানন্দ লাভ করলাম।
@prajjwalray70302 жыл бұрын
স্যার, বেদের রুদ্র এবং পুরানের শিবের ভিন্নতা/অভিন্নতা এবং সর্বোপরি শিব মহাদেবকে আমরা যেভাবে চিনি, সেই রূপের বিবর্তন সম্বন্ধে আলোচনা করার সবিনয় অনুরোধ রইলো। আমার প্রণাম নেবেন।
@somdevbanik23202 жыл бұрын
স্যার, খুব ভাল লাগল শুনে। বেদ, উপনিষদ, মহাভারত এগুলোর socio-historical timeline এর ওপর যদি কিছু আলোচনা করেন। আপনার কচ থেকে অনেক কিছু শিখছি।🙏🙏
শৈব সম্প্রদায়ের মূল গ্রন্থ বেদ ও নয় , পুরান ও নয় । শৈব সম্প্রদায়ের মূল গ্রন্থ হল শৈব আগম । ভারতে মূলত দুটো শৈব দর্শন আছে ,শৈব সিদ্ধান্ত ও ত্রিক শৈব (কাশ্মিরি শৈব )। শৈব সিদ্ধান্তের মূল গ্রন্থ 28 টি শৈব আগম (যেমন -কামিকা , মৃগেন্দ্র , মাতঙ্গ , সর্বজ্ঞানউত্তর ইত্যাদি । আর কাশ্মিরি শৈবদের মূল গ্রন্থ হল - শিব সুত্র , স্পন্দ কারিকা , বিজ্ঞান ভৈরব তন্ত্র ইত্যাদি । বেশির ভাগ পুরান আসলে বিভিন্ন দর্শন থেকে একটু একটু করে নিয়ে তৈরি , এবং পুরান গুলো পরে লেখা হয়েছে । আসল জিনিস জানতে মূল শৈব দর্শন পড়ুন ।
মুগ্ধ হয়ে শুনে যাচ্ছি। দু একবার এই ভিডিওতে এবং সম্ভবত অন্য ভিডিওতেও আপনি সন্দেহ প্রকাশ করেছেন যে আমরা দর্শকরা বোধহয় bore হয়ে যাচ্ছি আপনি মাঝে মাঝে একটু অন্য প্রসঙ্গের অবতারণা করছেন বলে। আমি এটুক বলতে পারি এখানে যাঁরা শ্রোতা (তাঁদের আমি যদিও চিনিনা) তাঁরা কেউই bore হচ্ছেন না এতটুকু। বরং আমরা সবাই চাই আপনি যতখুশি বলুন, যা আপনার মন চায় দয়া করে বলুন। যাঁরা এই সিরিজ তৈরি করছেন, তাঁদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওর thumbnail এর ডিজাইন থেকে শুরু করে সব কিছুর মধ্যে রুচি ও যত্নের ছাপ মুগ্ধ করার মতো। পরের ভিডিওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবো।
@archanadebnath26422 жыл бұрын
স্যার আপনার মুখ থেকে মুক্ত ঝরে ।খুব শান্তি পাই ।আপনার সুস্থতা কামনা করি ।
@ratnachattopadhyay3068 Жыл бұрын
হোতা এবং উদগাতা এই দুটি পদবি এখনও উড়িষ্যার ব্রাহ্মণ দের মধ্যে শোনা যায় আপনাকে সশ্রদ্ধ প্রণাম জানাই
@samiranpramanik3348 Жыл бұрын
আপনি এত সুন্দর শব্দের ব্যাখ্যা করেন যার অভিঘাত মনে অনুরণন সৃষ্টি করে । মনের আনন্দঘন পরিবেশ উৎপন্ন করে যা আমি মনে করি ভগবত অনুপ্রেরণার জন্ম দেয় । ধন্যবাদ SIR। আমি অনুরোধ করবো আপনি একটা পূর্ণাঙ্গ সংস্কৃত বাংলা অভিধান নির্মাণ করেন ।
@ramabhattacharyya7126 Жыл бұрын
Master mosai apnar ei gnanaratnabali joto amra sunchhi totoi jeno pipasa aro bere jacchhe mone hocche ei srot jeno ndir moto boye chale abirato.bhagaban jeno apnake sokti o utsaha den .valo thakun apni dehe mone .pranam obhalobasa neben sir
@ranjanadhar93452 жыл бұрын
পরিস্থিতির চাপে 3 বার চেষ্টার ফলে সব টা শুনলাম। বেদ, উপনিষদ আর গীতার মর্মাথ্য অনেকটাই বোঝা গেল। ভীষণ ভালো লাগলো। প্রণাম রইলো।
@shabaridasgupta60522 жыл бұрын
Anek kichhu nijedir sastra sambandhe jante parchhi. Bhisan valo lagchhe. Sradha janai apnake.
@ameyobhowmik9613 Жыл бұрын
বাংলাদেশ থেকে শুনছি আর সমৃদ্ধ হচ্ছি। আরো শুনতে চাই। ধন্যবাদ, স্যার।
@jaydeepraj89152 жыл бұрын
Gurudev aapnake joto shuni toto mohit hoyi, mesmerized hoi je Aapni to Knowledge Angel.. 🙏🙏🙏🙏🙏
@sarmisthadas4304 Жыл бұрын
Osadharon laglo sir, koto ki janer achhe,sotti,pronam neben
@muktimaity76462 жыл бұрын
সশ্রদ্ধ প্রনাম নেবেন স্যার।গোবিন্দের কৃপায় আপনি সুস্থ থাকুন।অনেকের অনেক আবদার মেটাতে হবে হচ্ছে এবং হয়,সেই সঙ্গে বিভিন্ন আঙ্গিকে আলোচনা একটু এদিক ওদিক হওয়া স্বাভাবিক।আমরা এমন রত্ন ভান্ডার খোলামেলা অবস্থায় পেয়ে বিমোহিত।খুব ভালো থাকুন।
@minatigoswami15353 ай бұрын
Very important,interesting n bhabuddipak,! I always wait for your programme.Kouti kouti namaskar !
@kamrupexpress2 жыл бұрын
Apnar sab description khub I bhalo lage. Apnake sasradha pranam. Ganit er chatro hoye o apnar video gulo montromughdo hoye suni.
শুনতে খুব ভালো লাগছে, বিশ্লেষণ খুব সুন্দর। আপনি বিস্তারিত ভাবে বলেন, তার পারিপার্শ্বিক যা বলেন সবই ভালো লাগে। সুস্থ থাকুন ভালো থাকুন, এই ভাবে আমাদের জানাতে থাকুন, আমরা সমৃদ্ধ হই। আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাই🌹🌹
@kanhailalmukherjee34362 жыл бұрын
Sir, enlightened and enjoyed very much. Sanskrit pundits like you are rare. I always watch your channel. Thanks. Pranam
@LalitaChattopadhyay2 жыл бұрын
অসাধারণ অসাধারণ অসাধারণ।সশ্রদ্ধ প্রণাম আপনাকে ।ঈশ্বর আপনাকে সুস্থ ও নিরাপদে থাকুন এই প্রার্থনা করি তাঁর চরণে
আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন স্যার 🙏। আমি খুব সামান্য একজন , ছবি আঁকা আমার পেশা। আপনার কাছে আমি ভীষন ভাবে কৃতজ্ঞ। আপনার প্রতিটা ভিডিও থেকে অনেক অনেক কিছু প্রকৃত অর্থে শিখতে পারছি । আপনার চরণে আমার প্রণাম স্যার🙏
@ashutoshdey97662 жыл бұрын
আমি বাংলাদেশ থেকে বলছি , ভগবান শ্রীকৃষ্ণের শতঅষ্টনামের বিশ্লেষণ ধর্মী লিখিত বইয়ের সন্ধান চাই ।
@sroatchatterjee21817 ай бұрын
আপনাকে প্রণাম,,,, অতুলনীয়
@uttamsamaddar70732 жыл бұрын
স্যার, আরও ভীষণ ভাবে বিস্তারিত জানতে ইচ্ছে করছে। আপনার রচিত সমস্ত বই কিনেছি এবং অল্প অল্প করে পড়ছি। ভাল থাকুন এবং আমাদের আলোকপাত করুন।
@rimakundu25002 жыл бұрын
সম্পূর্ণ সমুদ্র মন্থন নিয়ে একটা ভিডিও করার আবেদন রইল।😍🙏
@rekhapathak792 жыл бұрын
স্যার, আমার শত-শত প্রণাম নিবেন। আমি রেখা পাঠক কানাডা হতে মন্ত্রমুগ্ধ হয়ে আপনার জ্ঞান ভাণ্ডর হতে অভূতপূর্ব বাণী সুধা শ্রবণ করছি। স্যার, আপনি বাংলা তথা ভারতবর্ষের এক মহা সম্পদ। শ্রীভগবানের চরণে আপনার সুস্থ দেহে সুস্হ মনে দীর্ঘ জীবন প্রার্থনা করি।
@jaydeepraj89152 жыл бұрын
Theek se rokomi Aamar feelings Gurudev er jonne.. 🙏
@dulalchandrabandyopadhyay4297 Жыл бұрын
জীবনের শেষ প্রান্তে এসে আজ প্রকৃত ঋত্বিকের দেখা পেলাম।
@sanjoybandyopadhyay5491 Жыл бұрын
আপনি অতুলনীয়। যাঁরা আজেবাজে সমালোচনা করেন, তাঁরা কি সম-রূপ হওয়ার যোগ্য?
@tumpadas-qn5kx Жыл бұрын
প্রণাম নেবেন স্যার, এই আলোচনা বৈদিক পর্ব অতিক্রম ক'রে উপনিষদে ইতিমধ্যেই উন্নীত হয়েছে, তাই আগামী দিনে উপনিষৎ-প্রসঙ্গে বিশেষত "শ্বেতাশ্বতর উপনিষদ্" নিয়ে একটা আলোচনা করবার অনুরোধ রইলো স্যার। ভালো থাকবেন।🙏
@sankarroy796 Жыл бұрын
কি বলবো ভাষা খুজে পাছি না।সব কিছূ ছেড়েসারা দিন রাত কানের কাছেবাজলেও আখঙ্ক্ষা মিটবে না শোনার । এই পরম মানুষ টির সান্নিধ্য এ জীবনে হয়তো আর পাবনা। আপনি দির্ঘ্য জীবী হয়ে থাকুন মহমহিম । আশীর্বাদ চাই।
@rajasreebhattacharya94982 жыл бұрын
Sir, Bramhan der poite dewa ki reason/history tar opor plz taropor video karun , And annaprason (rice ceremony)requested you 🙏🙏 Keno kora hoy jante chai tai plzz…. 🙏🙏
@suuto68962 жыл бұрын
গুরুমশাই, আপনার প্রত্যেকটি আলোচনা শুনেই সমৃদ্ধ হচ্ছি। দয়া করে যদি ঈশ্বর শব্দের ব্যুৎপত্তিগত অর্থ নিয়ে আলোচনা করেন তাহলে অনেক সংশয় দূর হয়।
@SWAPANKUMARDUTTAKOLKATA2 жыл бұрын
অসাধারণ স্যার , প্রণাম নেবেন
@skbhatto2 жыл бұрын
আপনার মহাভারতের ভারত যুদ্ধ এবং কৃষ্ণ বই অধ্যয়ন করে কৃষ্ণ সম্পর্কে সমৃদ্ধ হয়েছি। আপনি যদি বাসুদেব ও কৃষ্ণ নিয়ে একটু বিস্তারিত আলোচনা ও মীমাংসা করে দেন।
@Fairsinglegirl8882 жыл бұрын
আপনার প্রেমে পড়েছি। এরকম এ যুগে সত্যি বিশ্লেষণ করে না।💕💕🥰🥰
@priyankamazumder66032 жыл бұрын
Mind blowing discussion.... vition valo lglo..... pronam naben sir🙏
@namashiva1 Жыл бұрын
প্রণাম রইলো
@sunitachaudhuri4685 Жыл бұрын
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এইসব বিষয়গুলো এত প্রাঞ্জল ভাবে বলা, মনে হয় "প্রাণের ভিতর দিয়া মরমে পশিল""! আপনার সুললিত ভাষায় " হিন্দু র গরু ভক্ষণ বিষয়ে জানতে অত্যন্ত আগ্রহী, দয়া করে দিলে খুবই প্রীত হব। শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই।
@sribassarkar10442 жыл бұрын
খুব ভালো লাগলো আপনার আলোচনা। এরকম আরো শুনতে চাই। ভালো থাকুন।
@kajalchakrabarty23368 ай бұрын
প্রণাম
@sohamkumarsengupta23952 жыл бұрын
অসাধারন। ধন্যবাদ জ্ঞান ভান্ডার প্রদান করলেন।
@sankarde1908 Жыл бұрын
প্রণাম নেবেন স্যার।
@wonji53852 жыл бұрын
কেউ যদি এই বিষয়ে জানতে চাই , মাধবাচার্যের লেখা " সর্ব দর্শন সংগ্রহ" বইটা পরে দেখতে পারেন । ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর এর আগ্রহে এই বইটি ইংলিশ এ অনুবাদ হয় । বইটিতে বৈদিক ও অবৈদিক মিলিয়ে 16 টি দর্শনের বর্ণনা আছে ।
@jagadishkoner86502 жыл бұрын
স্যার অপূর্ব লাগল । প্রণাম।
@sagormoybanerjee80542 жыл бұрын
আপনার কোনো আলোচনা ই boring নয়, বরং অনেক সময় পুনর্বার শুনতে হয় কোনো প্রশ্ন ঐ বিষয়ে মনে এলে
Sir আমি আপনার চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা । আপনার live program দেখার আসা রাখলাম। sir একটা live program করুন ।একান্ত অনুরোধ রইলো 🙏🙏🙏🙏🙏
@debalkumarupadhaya98422 жыл бұрын
Osadharan Sir.
@revolutionist24682 жыл бұрын
সমৃদ্ধ হইলাম🙏
@shibanighosh11602 жыл бұрын
স্যার আপনাকে প্রণাম 🙏🙏🙏
@saswatichattopadhyay149810 ай бұрын
খুব দেখতে ইচ্ছে করে আপনাকে । বাবা চলে যাবার পর এমন করে বলার মত কাউকে পাইনি ।
@Fairsinglegirl8882 жыл бұрын
আপনাকে সত্যিই পন্ডিত (শিক্ষিত) মানুষ।
@arijitbhattachrya2 жыл бұрын
স্যার যদ্দুর জানি, বিদ্যাসাগর মশাই ১৮২০ সালে জন্মগ্রহণ করেছিলেন। আপনি বলেছেন ১৮২৪ নাগাদ উনি সংস্কৃত কলেজে পড়ছেন। যদি এই টি একটু জানান তবে আরো আরো জানা যাবে। অশেষ ধন্যবাদ স্যার এই অসামান্য পর্ব গুলির জন্য।
@pinkpasa26342 жыл бұрын
এ তথ্য ভুল।
@IchapurAleya Жыл бұрын
উনি ১৮২৪ সাল টিকে কোন প্রামাণ্য করেন নি। আন্দাজে একটি সময়ের ধারনা দিয়েছেন বলেই মনে হয়। তথ্যে জানা যাচ্ছে যে বিদ্যাসাগর মশাই ১২ বছর একাদিক্রমে সংস্কৃত কলেজে পঠন পাঠন শেষে ১৮৪১ সালে স্নাতক হন। সেই হিসেবে ১৮২৮-২৯ নাগাদ তিনি সেখানে পাঠ গ্রহণ শুরু করেন বলে ধরে নেওয়া যায়।
@dr.baisakhi2 жыл бұрын
Amader moto jader curiosity ache tader kache motei boring lagbe naa sunte; Ai channel'r sob topics interesting. Apni ato depth'e giay ato sohoj vave ai mystical bishoi gulo alochona koren, clarify koren sunte khub valo lage... 🙏🙏🙏
@NrisinghaPrasadBhadurii2 жыл бұрын
ধন্যবাদ।
@alpanasikder48332 жыл бұрын
Anek notun kichu jan chi. Apni ekti complex culture mane hindu dharma ebong culture ameder kache sunder kore blisheshon kore tule dorechen. Etto easily explain korechen je amer moto lay woman bujte parchi. Sankrit ameder school gulo te part of the cariculam holoyee khub bhalo hotto. Ami apner notun follwer. Amer subbecha naben 🙏
@rupalideb11442 жыл бұрын
Pronam.
@sayardutta81202 жыл бұрын
apurbo
@sandipnaskar97752 жыл бұрын
স্যার আপনি খেয়াল করেন নি; বিদ্যাসাগর 1824 সালে সংস্কৃত কলেজে ওনার জন্ম তো 1820 ।খুব ভালো লাগলো আপনার কথা গুলো। সমৃদ্ধ হলাম।প্রণাম নেবেন।
@shangkarkumarroy18062 жыл бұрын
দণ্ডবৎ প্রণাম 🙏🙏
@arc48582 жыл бұрын
আপনার কথা শুনতে শুনতে প্রেমে পড়ে যাই আপনার, ইশ যদি আপনার ছাত্রী হতে পারতাম!
@malabanerjee8424 Жыл бұрын
Prajjal Roy মত আমারও অনুরোধ সবিনয়ে।
@swetas40102 жыл бұрын
Gato dui mashe aei channel er subscription rate dekhe bujhte parchi, " Bangali bhalo jinisher kadar bojhe "
@achintyabiswas5388 Жыл бұрын
Whatever you want you will get God is kalpataru but your desire will change when you are tired of enjoying. Body has limited capacity to enjoy.
@rittickdey4355 Жыл бұрын
মাননীয়, স্যার, যুগবিভাগের সুস্পষ্ট সময়সীমা খুঁজে পাবো আপনার কোন রচনায়? যদি এ সম্পর্কে আমাকে একটা সুস্পষ্ট ধারণা দেন তাহলে বাধিত হব। প্রণাম নেবেন।
@VitthalGucci Жыл бұрын
🙏🙏🙏
@abhishekbhadra7861 Жыл бұрын
স্যার,অনুগ্রহ করে যদি জ্যোতিবিজ্ঞান,জ্যোতিষশাস্ত্রর বিষয়ে কিছু আলোকপাত করেন, তবে উপকৃত হইতাম।
@bijitdas51992 жыл бұрын
প্রণাম স্যার কাল অশুচ সম্ভধে একটু বলেন আমার জানার ইচ্ছে করে আমার মা গত হয়েছেন
কেমন অসম্পূর্ণ রইলো মনে হলো, আরও part কি আসবে এই বিষয়ে?
@NrisinghaPrasadBhadurii2 жыл бұрын
হ্যা, আসবে।
@nilabjaghosh18037 ай бұрын
Most beautiful. But I wish to disagree also with some interpretations. Perhaps the joggyos evolved also as economic policies rather than search for God which itself seemed a good motivation. They were occasions when then emperor could give back to the people and the vassals what he amssed and generate income and get their support. Even today the rich powerful and gov resort to such ptogrammes to us citizen beggars esp artists karigars food producers priests managers and the poor. This does not mean that the spiritual side you explain so nicely about the transition of Hinduism is anything lesser. Look forward to knowing more on this.
স্যার আপনি এতো জানার পর ও কারো পক্ষে অবস্থান করাটা কি বাঞ্ছনীয়? আপনার প্রতি শ্রদ্ধায় মাথা নত ।
@somabandyopadhyay90672 жыл бұрын
সীতারাম আপনাকে সনির্বন্ধ অনুরোধ উপবাস বা উপোস শব্দটির বিশদ আলোচনা করে বলুন এর অর্থ কি সত্যিই জল পর্যন্ত না খেয়ে থাকা ? এবিষয়ে তথ্য সহ আলোচনা করলে বহু মানুষ উপকৃত হবেন।
@arindambardhan27652 жыл бұрын
দয়া করে বেদান্ত দর্শনের ওপর ভিডিও বানান🙏🙏
@rk86042 жыл бұрын
Sir Mahabharata ar Ramayan er timeline niye Jodi akta video Banan
@mrashokpaul23712 жыл бұрын
Nrisingha. babu puraner barnona ki apurbo vabe korchen ta ami sab somoy shuni.Jodi sambhab hoi Manu sanghita sambondhye ektu bisad alochona shunar abdar korchi.
@sohamkumarsengupta23952 жыл бұрын
আমরা ও বাঙাল।
@sunetraadhya51702 жыл бұрын
Nijjer lobh ta purana korun please. Amar llobh hochhe shunte.
@mayukhbanerjee88772 жыл бұрын
Kali pujoye baji phathano ki dhormeo prothar moddye pore??
@SwatiChoudhury-j8m4 ай бұрын
অসাধারণ, প্রশংসা করলে কম হবে
@kasturisengupta31392 жыл бұрын
Sir, eto sheshh holo na.... Antare Atripti roye gelo je....ar ekta parbo chai i chai... "DIYATAM VUJYATAM"... Pranams .
Apnar aalochona sunte gie kokhon je sesh hoye jae jante parina..boring hoyar kono kothai nei... 🙏🙏🙏
@debasisfadikar282 жыл бұрын
স্যার সতীদাহ প্রথা নিয়ে কিছু জানান আদেও কি হিন্দু শাস্ত্রে সতীদাহের কোন বিধান আছে। নাকি কিছু মানুষ তাদের সুবিধার্থে এই মনগড়া প্রথা চালু করেছিল। এটা আমার একান্ত প্রশ্ন অনুগ্রহ করে বিষয়টি যদি আলোকপাত করেন বাধিত হব।