নস্ট্যালজিক হয়ে গেলাম দাদা। চোখে জল চলে এল দেখে। বেড়ে ওঠা কাটোয়াতেই। আমার ঠাকুর্দা, বাবা ন্যারোগেজ লোকোতেই চাকরি করতেন। বাবা 5 বছর হল অবসর নিয়েছেন। কত যে স্মৃতি এই ছোটো লাইন ট্রেনকে নিয়ে তা শেষ হওয়ার নয়। ছোটবেলা থেকেই ছোটলাইন ট্রেনের চলাচল দেখে বড় হওয়া আমাদের। এখনো ছোটলাইন ট্রেন কে নিয়ে অধিকাংশ খবরের কাগজের কাটিং সযত্নে রাখা আছে। অনেক ধন্যবাদ আপনাকে। ইউটিউবের হঠাৎ রেকমেন্ডশনে আপনার এই ভিডিওটি খুঁজে পেলাম।
@amrabhabaghure22224 жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকেও। পুরোনো স্মৃতি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য
@anantabiswas70633 жыл бұрын
ৈৈঐ্য
@dbsworld60283 жыл бұрын
@@anantabiswas7063 ??
@latifmonjur25052 жыл бұрын
কথাগুলি সাধারণ, অথচ কি অসাধারণ আবেগ। আজ আবারও দেখলাম এবং শেয়ার করলাম...
@amrabhabaghure22222 жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলে আছে অনেক ভ্রমণ ভিডিও। সেগুলো দেখুন, কমেন্ট করুন, ভালো লাগলে শেয়ার করুন।
@Aritra5513 жыл бұрын
এতদিন আগের এতো সুন্দর video ভাবাই যায় না, মনটা জুড়িয়ে গেলো
@pritamdebnath22133 жыл бұрын
পুরো ভিডিওটাই দারুন। ভিডিওর সব থেকে মন কেরেছে বাচ্চা মেয়েটির হাসি। যে মেয়েটি ঝুড়ি করে শুকনো গাছের ডাল নিয়ে যাচ্ছিলো।
@bkmaji94223 жыл бұрын
Right
@biplabchakrabortty38873 жыл бұрын
Dada, ora khub sorol hoy....
@pradipkumar11733 жыл бұрын
দারুণ,বলগনা থেকে কাটোয়া----- এ পথে ন্যারো গেজে চলাচল করার মন্দ-মধুর অভিজ্ঞতা হয়েছিল, পুনরায় মনে পড়লো সুন্দর বর্ণনা ও চলমান দৃশ্যে, নমস্কার, ধন্যবাদ
@kushalbhaskar44013 жыл бұрын
১৯৭০ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত এই ট্রেনের নিত্যযাত্রী ছিলাম আমি... আমার জীবনের সোনালী দিনগুলো মিলেমিশে আছে এই ট্রেনের সঙ্গে.... কত যে স্মৃতি এই লাইনকে নিয়ে
@avijitpramanick75203 жыл бұрын
Akhon ke puro pure bandho.. ?? Katwa gale chorte parbo ..??
@rabinmondal87063 жыл бұрын
@@avijitpramanick7520 ২-৩ year holo bandho hyeche amr katwa bari 🙏🙏
@kushalbhaskar44013 жыл бұрын
@@avijitpramanick7520 Ekhon baro line hoye geche.....
@skmahabubhossin56683 жыл бұрын
কিছু স্মৃতি কথা রোমন্থন করুন জানতে আগ্রহী ।
@mdmasumali79863 жыл бұрын
দাদা কাটোয়া কোন জেলায় অবস্থিত
@rahulofficial78283 жыл бұрын
আমি এই ট্রেনেই চেপে অনেক বার বর্ধমান গিয়েছি,,2004 থেকে 2013 মধ্যে,,, সত্যিই আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়া এক স্মৃতি!!! অনেক ধন্যবাদ ইউটিউবার দাদাকে,,,যে এই রকম একটা ভিডিও ফুটেজ তুলে ধরার জন্য,,,🙏🙏
@saikatbakuli5554 Жыл бұрын
😊
@amit-theboss9233 жыл бұрын
মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙ্গে রঙ্গে ছবি আঁকে😢
@apareshbhowmick78963 жыл бұрын
খুবই ভালো লাগল আপনার এই প্রয়াস,সত্যিই খুব nostalgic হয়ে পড়ছি ধন্যবাদ জানাই।
@palashpaul55583 жыл бұрын
খুব সুন্দর একটা ভিডিও, খুব খুব ভালো লাগলো
@skde16023 жыл бұрын
বেশ বেশ ভাল লাগল। পূরাণ দিনের স্মৃতী যিনিতুলে পোস্ট করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ।
@masudparvez9043 жыл бұрын
আমি বাংলাদেশ থেকে দেখছি,তবু আমার অনেক আপন মনে হচ্ছে, স্টেশন গুলো কি সুন্দর বাংলা লেখা,আমাদের দেশের ছোট ছোট স্টেশন গুলো ও দেখতে এ রকম ই মনে হয়।আসলে আমরা মানচিত্রে আলাদা কিন্তু আর সবই একরকম।
@amrabhabaghure22223 жыл бұрын
একদমই তাই। মনে প্রাণে সবাই একই আমরা❤️
@latikachannel19173 жыл бұрын
বাংলাদেশকে আমি নিজের দেশ মনে করি ।কারন আমার পূর্বপুরষ রা সব বাংলাদেশের , আর আমার দাদু পর্যন্ত।তবে আমার জন্ম India ।🇧🇩🇧🇩❤️❤️
@srmusicadhunik3 жыл бұрын
@@latikachannel1917 bap Dada ra to palie eseche opar theke. Tokhon onader Amar desh mone hoi ni?
@smartjeet3643 жыл бұрын
@@srmusicadhunik you are right bro...
@anindyamitra26813 жыл бұрын
@@srmusicadhunik ekdm
@sanjeebgoswami11313 жыл бұрын
খুব ভালো লাগলো।আমাদের ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম আপনার সাথে।
@soumitradas97563 жыл бұрын
Darun laglo video ta. Sotti e khub pochondo holo. Eirokom aro nostalgic video banan.
@aftarmunshi20163 жыл бұрын
সত্যি দাদুভাই আমার যৌবন স্মৃতি ফেরালে৷
@surajitmondal8233 жыл бұрын
ছোটোবেলায় গ্রামে যেতাম এই ট্রেনে চড়ে। ট্রেনটি যখন শেষ যাত্রা করে সেদিনও চড়েছিলাম। আজ শুধু কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে আছে হারিয়ে যাওয়া ইতিহাসের স্মৃতি হিসাবে। আসা যাওয়ার মাঝে দেখতে প্রায়ই। আধুনিকতার প্রয়োজন তো অবশ্যই কিন্তু দার্জিলিং টয়ট্রেন বা কলকাতা ট্রামের মতো এটাকেও হেরিটেজ হিসাবে বাঁচানো যেতো।
@murshidriaz25593 жыл бұрын
Tik 🤝🇮🇳
@subhrabaranghosh84242 жыл бұрын
এই বর্ণনা এত মনোরম এত হৃদয়স্পর্শী! এ ভ্রমণকারীদের এই সাহিত্যমনস্কতাকে আন্তরিক সাধুবাদ জানাই।
@amrabhabaghure22222 жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে
@biplabdas3562 жыл бұрын
Very nice......khub moja peyechhi.thanks emon drissho dewar jonno.
@madhumita99353 жыл бұрын
Amar jiboner sob theke valo video dekhlam aaj Thanks for sharing us this heaven
@amrabhabaghure22223 жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে
@indrabairagya43173 жыл бұрын
ভীষন ভালো লাগলো দেখে ভিডিওটা, অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার ছোটবেলার, আমার বাড়ি ছিল বনকাপাসীর পাশের গ্ৰামে। ভিডিওটা দেখে আমার দুচোখ ভরে গেল জলে। মনে পড়ে যাচ্ছে কতো কতো কথা।।
@znexrahul9813 жыл бұрын
কি অসাধারণ বর্ণনা ll খুব ভালো লাগলো
@somnathbagdhi50303 жыл бұрын
খুব সুন্দর লাগলো ধন্যবাদ আপনাকে সৌদি আরব থেকে
@amrabhabaghure22223 жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে
@ankitamalakar8469 Жыл бұрын
কাল সারাদিন মনটা বিষন্নতায় ভরা ছিল কিন্তু যখন ই এই ভিডিও টা দেখলাম এক আকাশ সমান আনন্দে ভরে উঠছিলো মনটা যে এই ভিডিও টা বানিয়েছেন তাঁকে অনেক অনেক ধন্যবাদ,আবারো একবার ছোটবেলার এই সুন্দর স্মৃতিটাকে উপভোগ করার সুযোগ দেয়ার জন্য 🥹❤️
@amrabhabaghure2222 Жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে
@SoumitraGope-sm3nl3 ай бұрын
ন্যরো গেজ কোচ এর ইতিহাস জানতে পেরে আমি আনন্দিত হলাম। আপনাকে ধন্যবাদ দাদা দারুন।
@villageviewofficial3 жыл бұрын
এক সুন্দর দৃশ্য পুরোনো দিনের কথা মনে পরে গেল
@kalyandas64833 жыл бұрын
Dhanabad dada amar purana sriti yayad karar jana, ami aaj sudur Rajasthan ar basinda
@Biltu-u7u10 ай бұрын
এক ইতিহাস মনে পরে গেল ! এখন ২০২৪সাল//২২বছর আগের কথা রাজস্থান থেকে বাড়ি ফিরছিলাম তখন দিন সময় মানুষ জন খুব খুব ভালো ছিল তাই আমি হাওড়া থেকে লাস্ট ট্রেনে বর্ধমান আসি সেই রাতে আমার আশ্রয় হয়েছিল সকলের প্রিয় ট্রেনটিতে!! আমার গ্রামের নাম সিঙ্গী !!মহাকবি কাশীরাম দাস জন্মভূমি
@amrabhabaghure222211 күн бұрын
মহাকুম্ভের ভিডিও গুলো আমাদের ভবঘুরের চ্যানেলে আপলোড হয়েছে। আপনারা দেখুন এবং সুচিন্তিত মতামত দিন ।ভালো থাকবেন।
@alokekumardas18053 жыл бұрын
খুব সুন্দর উপস্থাপনা। গ্রাম বাংলার সহজ সরল মানুষ গুলোর মুখ গুলো দেখতে বেশ ভাল লাগছিল। শিশুদের সারল্য, চারদিকের পরিবেশ সত্যিই এক আলাদা জগতের স্বাদ পেলাম। মনে হচ্ছিল যেন কয়েক মুহূর্তের জন্য প্রায় ১০০ বছর পিছনে চলে গেছি ! 🙄😉👌❤👍😆
@somnathbagdhi50303 жыл бұрын
খুব সুন্দর লাগলো ভিডিও ধন্যবাদ আপনাকে সৌদি আরব থেকে
@santanilbhattacharya23653 жыл бұрын
বেশ ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
@PAUL-kg2mz3 жыл бұрын
Darun akta video dekhlm ❤️
@sujitpurkayastha82755 жыл бұрын
খুব ভালো লাগল।কত অজানা জায়গা আছে দেখবার ।
@pritiranjangoswami75172 жыл бұрын
খুব ভালো ভিডিও তখন আমার কাছে স্মার্ট ফোন ও ছিল না। তাই এই হেরিটেজ জার্নি ধরে রাখতে পারিনি আপনার কাজ কে সম্মান জানিয়ে বলি আমার ছোটো বেলা স্কুলিং সব এটির সঙ্গে জুড়ে রয়েছে। অনেক নস্টালজিয়া কাজ করে যখন এই সব ভিডিও দেখি, এবং দেখতে দেখতে গ্রামের সেই অকৃত্রিম সরল নির্লোভ সাদাসিধে জীবনের কথা মনে পড়লো। এই সময় যা আমুল পরিবর্তন হয়ে গেছে। এখন কার ওখানের জীবন দেখলে বেশ কষ্ট হয়। ঢাক পেটাচ্ছি না, ওখানের মানুষের কথা কোনো দিন ভুলে যাবো না।
@amrabhabaghure22222 жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে
@Hinduculture243 жыл бұрын
মনটা পুরো জুড়িয়ে গেলো
@kartickdas74603 жыл бұрын
১৯৮৬ খৃঃ, আমার তখন ২২ বছর বয়স। আমার এক বন্ধুর বাড়ি অগ্রদীপে। বর্ধমান স্টেশন থেকে কাটোয়া যাবার জন্য এই ট্রেনে চড়ে ছিলাম।সে এক অপূর্ব অনুভূতি।সমগ্র যাত্রাপথ কি যে ভালো লেগেছিল, তা বর্ণনা করার ভাষা আমার নেই।এই video র মাধ্যমে সেই যাত্রা পথের সুন্দর দৃশ্য গুলো আবার ফিরে পেলাম। আজ ৩৫ বছর অতিক্রান্ত। সেই কু ঝিক ঝিক ট্রেনও হারিয়ে গেছে আর আমার সেই বন্ধুও হারিয়ে গেছে।এই video টা এতো ভালো লাগলো যে channel টা subscribe করে ফেললাম। ধন্যবাদ "amra bhabaghure" কে।
@saugatabairagi1242 жыл бұрын
আপনার বন্ধুর কি খবর???
@mithumukherjee1262 жыл бұрын
Satti excellent video thanks to u khub valo apner vlog mon vare jai chokh chuye jai ami kolkattai thaki khub miss kori gatchpala khet grambangler sundor ceanary thank u sustho thakben r amader onek video shere korben plz 👌👍👌👍💜
@গ্রামওসৌন্দর্য3 жыл бұрын
খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ৷ কয়েকবার না হলেও অন্তত দুইবার যাতায়ত করেছি এই ট্রেন এ ৷ তার অভিজ্ঞতা আমার মনে এখনও বিরাজমান | সাল 2013 আমার বিয়ের জন্য মেয়ে দেখতে যাওয়া বাজার বনকাপাশি কাটোয়া টু বাজার বনকাপাশি ৷ এর পর আট দিনপর যাতায়ত ৷ আমার মনে কোথায়যেন উঁকি মারে সেই ভ্রমণের কথা ৷ লাইনের ধারে ছোট ছোট খেজুর গাছের ঝাপটা লাইনের দুই ধারে চাষিদের কাজ করে ঘড়ে ফেরা | সব কিছু মিলে যেন একটা অসাধারণ পরিবেশ৷ নিউ দিল্লি থেকে দেখলাম ৷ ভালো থাকবেন ৷🙏🙏🙏🙏
@amrabhabaghure22223 жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে 🥰
@subratanandy98083 жыл бұрын
Khub sundor laglo video ta
@sanjubasak27413 жыл бұрын
Khub Sundar Laglo apnader ei hriday chuye jawya video ti...!! Apnar barnauo atyanta pranbanto...!!! Ebang marmasparshi....!!!! Khuje Pete iccha kore ei poth din somay o Lok gulike...tader arombarhin....athocho....soundarjamayota ke...🙏❤️🙏
@explorerofinfinity7222 жыл бұрын
খুব সুন্দর উপস্থাপনা ❤️
@amrabhabaghure2222 Жыл бұрын
অনেক ধন্যবাদ
@indramazumdar93833 жыл бұрын
Puro documentary ekta..just darun laglo..
@purnachandrachandra38723 жыл бұрын
আমি জানিনা আমার এই লেখা তোমার ( যার কন্ঠ শুনলাম ) চোখে পড়বে কিনা? তোমাকে ভাই অজস্র অজস্র ধন্যবাদ । তোমার ভাষা চয়ন ও সুললিত কন্ঠে উপস্হাপনা আমাকে বিষম মুগ্ধ করেছে । আমার শৈশবে আমি মাত্র একবারই এই ট্রেনে চড়েছি । খুব আবছা মনে আছে । সালটা ১৯৫৭ হবে, আমি তখন চতুর্থ শ্রেণিতে পড়ি। তোমার এই সুমধুর বর্ণনায় নষ্টালজিক হয়ে পড়লাম । ভালো থেকো ভাই । ভালোবাসা রইল ।
@haruroy23453 жыл бұрын
দাদা ভিডিও খুব ভালো লাগলো
@ShakilKhan-ow9xn3 жыл бұрын
ভিডিও দেখে যে কি ভালো লেগেছে আপনাকে বুঝাতে পারবো না দাদা,,,সত্যি অনেক মিস করি ফেলে আসা দিনগুলোকে , বাংলাদেশ থেকে,
@dipankarbiswas51553 жыл бұрын
খুব সুন্দর দৃশ্য
@CrazyBoyMM032 жыл бұрын
আমি চোড়েছি এই ছোট্ট ট্রেনে , কাটোয়া থেকে শীখন্ত পর্যন্ত চড়েছি , অনেক ছোট বেলার কথা মনে করিয়ে দিলো ভিডিও টা ,
@biswabratabhattacharya58653 жыл бұрын
Darun laglo video ta ami unlucky je oi train e kono din chapte parini
@prabhatkumarbandopadhaya98453 жыл бұрын
Oti sundor...very nice presentation...memories of Golden past.
@anindyabakshi20103 жыл бұрын
দেখার ইচ্ছা ছিলো... পূর্ণ হোলো 👍👍👍👍
@skmahabubhossin56683 жыл бұрын
আনুষ্ঠানিক ভাবে এই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে আমার খুব ইচ্ছা ছিল এই ট্রেনে ভ্রমনের কিন্তু সেই আশা আশায় থেকে গেলো । খুব ভালো লাগলো ধন্যবাদ ।
@saifuddinsekhshabazsekh37723 жыл бұрын
একই আমারও
@latifmonjur25053 жыл бұрын
অসাধারণ উপস্থাপনা...
@sukumarbanerjee11673 жыл бұрын
good khub valo laglo apnar katha gulo sune ro anek kichu jante parlam. thanks
@debapriyabiswas69743 жыл бұрын
সত্যিই অসাধারণ, আর আসবে না সেই দিন। বড় বেদনাদায়ক।
@Sonarpura-BSB3 ай бұрын
WELL SAID DADA
@mamunmamun47663 жыл бұрын
আমার ধারনা কাজি নজরুল ইসলাম ও এই ট্রেন এ ভ্রমন করেছেন। যেহেতু তার বাড়ি বরধমানে ছিল, তাই নয় কি? সবশেষে বলছি অসাধারন। heart touching.
@bkmaji94223 жыл бұрын
Right
@safiurrahaman7433 жыл бұрын
Hmm bro
@BabuBabu-jc4om3 жыл бұрын
না ভাই, কাজী নজরুল ইসলামের বাড়ি আসানসোলের কাছে চুরুলিয়া গ্রামে। তার বাড়ি থেকে এই রেললাইন অনেক দূরে
ধন্যবাদ আপনাকে 🙏 অনেকেরই অজানা এই রেলপথকে সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য ।
@vnskhan9114 Жыл бұрын
ধন্যবাদ দাদা আমাদের সাথে ভিডিওটি শেয়ার করার জন্য ❤
@amrabhabaghure222211 күн бұрын
সম্প্রতি আমাদের চ্যানেলে আপলোড হয়েছে কুম্ভ মেলার উপর ভিডিও। এছাড়াও হিমালয়ের পথে পথে, কুমায়ুন হিমালয়ের পথে পথে ,দেব ভূমি হিমালয়, শহর থেকে দূরের মতো সিরিজ রয়েছে সেগুলো দেখুন। কমেন্ট করুন ,ভালো থাকবেন।
@nirmalkumarsarkar22264 жыл бұрын
কেন আগে দেখিনি।আজ বড়ই কষ্ট হয়।কী যেন হারিয়ে ফেলেছি তাই আর ফিরে পাব না,--_
@amrabhabaghure22224 жыл бұрын
সত্যিই
@dbsworld60284 жыл бұрын
সত্যিই স্যার, ভীষণ কষ্ট হয়। আবেগে চোখে জল চলে আসে।
@ShakilKhan-ow9xn3 жыл бұрын
সত্যি খুব কষ্ট হয় ফেলে আসা দিনগুলোকে,আর একবার যদি ফিরে পেতাম তাহলে জীবন আবার নতুন করে সাজাতাম,,,,
@dharmarajnath31093 жыл бұрын
@@ShakilKhan-ow9xn খুব সুন্দর কথা বললেন !! মন ছুয়ে গেল... ভালো থাকবেন l 🙏🙏
@somnathmitra24483 жыл бұрын
ভীষণ ভীষণ ভালো লাগল
@faruqueahmed3053 жыл бұрын
সত্যিই দারুণ দেখলে ভাই। আমার ছেড়ে আসা বাড়ির কাছে মার্টিন কোম্পানির কলকাতার বাগুইআটি টু রাইগাছি হয়ে রাজারহাটের দিকে ন্যারো গেজের কোন VDO থাকলে দেখাবে । যদিও এখন এটা বাসরোড হয়ে গেছে । এখন ঢাকায় থাকি । কোথায় গেল সেই ছোট বেলার দিন গুলো ।
@skeletonbro99393 жыл бұрын
খুব ভালো লাগল
@soumyaroychowdhury7259 Жыл бұрын
Thanks for making this exllent video # It's makes me Nostalgic ☺️🤗💐🕉️🙏🙋# I had travelled in that "Toy Train" powered by Steam Engine from Burdwan to Katwa in My Childhood on the way to Khagraghat> Baharampur>Bhagirathpur(village)- My Maternal Grandfather's Home in the decade of 1970's# Reminds Me of My Childhood's Golden Days # Happy Days were of My Childhood ☺️🤗🙋🫡💐🕉️🙏
@amrabhabaghure222211 күн бұрын
আমাদের ভবঘুরে চ্যানেলে সম্প্রতি আপলোড হয়েছে কুম্ভ মেলার ওপর ভিডিও ।এছাড়াও আমাদের চ্যানেলে 'হিমালয়ের পথে পথে', 'দেব ভূমি হিমালয়', 'কুমায়ুন হিমালয়ের পথে পথে', 'শহর থেকে দূরে'র মতো সমৃদ্ধ কিছু সিরিজ। সেগুলো দেখুন, ভালো লাগলে কমেন্ট করুন। ভালো থাকবেন।
@animeshbanerjee71763 жыл бұрын
অতীতের এক ইতিহাসদেখালেন মনটাখুবভালোলাগলো
@susantamondal17585 ай бұрын
আমি বর্ধমান কাটোয়া যায় নি তবে আহমদপুর কাটোয়া অনেক বার গিয়েছি, তাই আমার মনের মধ্যেই এখনো ছোট লাইনের রেলের কথা মনে পরে, তাই পুরান সেই দিন গুলি ভুলতে পারি না।
@bakulhalder38693 жыл бұрын
আমি একবার গিয়েছিলাম প্রায় ৪৫ বছর আগে, তখন ছিল স্টিম ইঞ্জিন। তার সৌন্দর্য ছিল আরো অনেক বেশী।
আমাদের চ্যানেলে আছে অনেক ভ্রমণ ভিডিও সেগুলো আপনি দেখুন ,এইভাবে আমাদের পাশে থাকুন ,কমেন্ট করুন।
@s.sghosh35393 жыл бұрын
অসাধারণ লাগলো ❤️।
@ashimgupta32383 жыл бұрын
Very nostalgic. Carry on to video of this type.
@Sonarpura-BSB3 ай бұрын
UR RIGHT OLD GOLDEN DAYS FULL NOSTALGIA
@sunilbanerjee60733 жыл бұрын
আমি এই গাড়ীর একজন দীর্ঘ সময় এর যাত্রী ছিলাম,১৯৬০-১৯৭৪-৭৬ পর্যন্ত বর্ধমান থেকে বনকাপাসী ওখানে ই ছিল আমার মামার বাড়ি, দারুন লাগতো
@subhrabaranghosh84242 жыл бұрын
বনকাপাসি রেলওয়ে স্টেশন কে আমরা পাই বনপলাশীর পদাবলী উপন্যাস ও সিনেমায়
@biplabdas3562 жыл бұрын
আমি কখনো সুযোগ পাইনি এই ট্রেন চরা।।। প্রচুর মিস করি এখন ......অনেক ধন্যবাদ এই ভিডিও ফুটেজ টি দেওয়ার জন্য। ।।
@manikchaklader62703 жыл бұрын
Beautiful video. Subscribed.
@soumyaghosal19593 жыл бұрын
Narration ta durdanto... Puro nostalgic kore dilen apni.. Video simple othocho darun.. Hats off
@subhrabaranghosh84242 жыл бұрын
ছোট রেল কে হারিয়ে যেতে দেওয়া উচিত নয় অন্তত পর্যটন ক্ষেত্রে রাখা যেতে পারে। এমন বহু জায়গা আছে যেখানে বড় ট্রেন যেতে পারবেনা অথবা যেখানে জীবন চলেছে ধীরগতিতে এবং দূর গ্রামের থেকে পণ্য পরিবহনের ক্ষেত্রে, সেখানে ছোট রেল চালানো হোক। ধানের ক্ষেতের মধ্যে দিয়ে ছোটরেল যখন যেত সে এক অপূর্ব অভিজ্ঞতা।
@amrabhabaghure22222 жыл бұрын
সত্যিই তাই দাদা
@nidhirambag22533 жыл бұрын
Khub valo laglo dada
@biswajitnath3010 Жыл бұрын
দাদা ধন্যবাদ,এই অনবদ্য দলিল দর্শনের সূযাগ করে দেবার জন্য। সুন্দর ভাষ্য্ পাঠ আরো সুন্দর করেছে এই video কে❤❤❤❤❤🌷🌹🌹🌹
@amrabhabaghure222211 ай бұрын
অনেক ধন্যবাদ আপনাকে।
@sibpadasarkar1383 жыл бұрын
খুব ভালো লাগলো। এই রকম ছোট লাইনের ট্রেনে চড়ার অভিগ্গতা আমার ও একবার হয়েছিল, নবদ্বীপ থেকে কৃষ্ণ নগর,সেই স্মৃতি টাই চোখের সামনে ভেসে উঠল। ধন্যবাদ।
@suvendudasgupta92273 жыл бұрын
MANY MANY THANKS FOR SHARING IT.
@avijitbose41843 жыл бұрын
Nostalgic narration , good video .
@goutamgolui8662 жыл бұрын
খুব ভাল লাগল ভিডিওটা দেখে। বর্তমানে ট্রেন বা ইঞ্জিন গুলো কোথায় সংরক্ষিত আছে সেটা জানালে ভাল হয়।
@ambikanathmukhopadhyay41232 жыл бұрын
Khub bhalo hayechhe
@surya77647 ай бұрын
Sesher kotha guli anaboddhya. Jeno kono kobi tar sara jiboner obhigotar uposanhar tanlen. Khub valo laglo❤
@amrabhabaghure222211 күн бұрын
আমাদের মহা কুম্ভের পর্ব গুলো দেখুন ।মতামত দিন। ভালো থাকবেন।
@mitabhaumik96953 жыл бұрын
Khub anondo pelum ei video ti dekhe ... rural Bengal, simple life, chokh jurono scenery, railway r purono history....ki sundar video korecho😊 Apurbo!
@amrabhabaghure22223 жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে দিদি
@rupalidey12743 жыл бұрын
Excellent presentation.
@subhrakantidey21745 жыл бұрын
Darun vedio ta...kintu amar ektai afsos ami kokhno nijer chokhe dekhlam na ei train
@spadventurevlogsourav2 ай бұрын
Darun choke jol chole elo dada ❤❤❤❤
@amrabhabaghure22222 ай бұрын
আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। এই ধরনের বেশ কিছু ভিডিও আছে আমাদের চ্যানেলের সেগুলো দেখুন, আর সুচিন্তিত মতামত দিন।
@tirthabhattacharya27553 жыл бұрын
Uff আবার সেই ২০১২ সালের কথা মনে করিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ দাদা😊🙏 আজ খুব MISS করি আগের দিনগুলো😥 দারুন লাগলো ভিডিও টা😍😍
@rajudebnath69553 жыл бұрын
Khub sundo kotha gulo apnar pokritir sathay mil roya say
@shyamaprasadbanerjee8613 жыл бұрын
খুব সুন্দর তথ্য
@pappujohnassardar30953 жыл бұрын
বর্তমান ভারত সরকার কোনো Nostalgiaতে বিশ্বাসী নয়।সব কিছুরই যে আধুনিকরন করা বা পালটানো উচিৎ নয়, সেটা এদের পক্ষে বোঝা অসম্ভব।ভারতীয় রেলওয়ের কাছে পূনরায় বিবেচনা করার অনুরোধ রইলো।।।ধন্যবাদ।
@pikulsagain9323 жыл бұрын
রাজ্য সরকার ন্যারোগেজ রেল তুলে দেওয়ার পক্ষে ।
@pritiranjangoswami75172 жыл бұрын
অনেক ধন্যবাদ বিকেআর কে ডিজিটাল ফর্মে ধরে রাখার জন্য
@devilbangs2833 жыл бұрын
খুব ভালো ভিডিও
@6191110 ай бұрын
২০২৪ সালে কে কে দেখছেন
@amrabhabaghure222211 күн бұрын
মহাকুম্ভের ভিডিও গুলো আমাদের ভবঘুরের চ্যানেলে আপলোড হয়েছে। আপনারা দেখুন এবং সুচিন্তিত মতামত দিন ।ভালো থাকবেন।
@atanuzworld3 жыл бұрын
আমার শৈশবে Sripat Srikhanda যেতাম বাবার হাত ধরে। আমার দেশের বাড়ি। Steam Engine দিয়ে চলতো সেই রেলগাড়ি। সেই ভালো লাগার ছোঁয়া পেলাম আবার।
@subhasishdutta83513 жыл бұрын
সত্যি বলতে কি আপনার এই ভিডিওটি অনবদ্য। তবে মানুষ যেমন পুনর্জন্ম নিয়ে ফিরে আসে ঠিক তেমনই ভাবে এই ন্যারো গেজ ট্রেন আজকের দিনে ব্রড গেজ হয়ে ফিরে এসেছে। যা আজকের বর্ধমান কাটোয়া আমোদপুর লাইন। ভালো থেকো ছোট ট্রেন। ধন্যবাদ।
@niladrimukherjee20983 жыл бұрын
Khoob Bhalo laglo. Dhonnobad 🙏
@sankarnarayanroy72393 жыл бұрын
Apurba mon chuya galo
@pradipsasmalyoutubechannel66183 жыл бұрын
এই ট্রেনে চাপাটা সৌভাগ্যের ব্যাপার। যা আমাদের নেই😢😢
@Youtoo2103 жыл бұрын
খুব ভালো লাগলো। দুর্লভ জিনিস। বিস্মৃত অক্ষর এর মত। কথা আরো কম হলে আরো উপভোগ্য হতো। প্রকৃতি আরেকটু বেশি ধরা দিত
@nabojitbhattacharjee63703 жыл бұрын
মনটা জুড়িয়ে গেল যদি পারতাম এই ট্রেন টা চড়তে।
@uttamsaha89503 жыл бұрын
দারুণ লাগল
@swaruppramanik122 жыл бұрын
ছেলে বেলায় গ্রামের বাড়ি যাওয়ার একমাত্র সওয়ারী। অনেক স্মৃতি জড়িয়ে আছে।