বরিশালের নির্মানাধীন হাইরাইজ বিল্ডিং সমূহ || Future highrise buildings of Barishal City

  Рет қаралды 5,651

City Scraper

City Scraper

2 жыл бұрын

বরিশালের নির্মানাধীন হাইরাইজ বিল্ডিং সমূহ || Future highrise buildings of Barishal City
বরিশালকে প্রাচ্যের ভেনিস হিসেবে অবহিত করা হয়। বরিশাল বাংলাদেশের একটি বিভাগীয় শহর। বরিশালে কি কি হাইরাইজ বিল্ডিং নির্মিত হচ্ছে সেটা নিয়েই এই ভিডিও।
Music Credit:
(PRO License)
QUEEN OF THE SKIES by Nicolai Heidlas
"Royalty-Free Music from HookSounds"
www.hooksounds.com

Пікірлер: 130
@sheikhtm4181
@sheikhtm4181 2 жыл бұрын
বাংলাদেশের ১০টি বড় শিল্পাঞ্চল জেলা নিয়ে একটি ভিডিও দিয়েন।❤️
@abdullaallen9456
@abdullaallen9456 2 жыл бұрын
Vai please din
@hmsanadim3210
@hmsanadim3210 4 ай бұрын
Watching from Saudi Arabia
@dewanasikraja3528
@dewanasikraja3528 2 жыл бұрын
বাংলাদেশের বৃহত্তর জেলা ছিল ১৭ টি। আর এই ১৭ জেলার জেলা সদর শহরগুলোই ছিল তৎকালীন বৃহত্তর জেলা সমূহের আওতাধীন সকল মহকুমা শহরের প্রাণকেন্দ্র তথা রাজধানী। অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল ক্ষেত্রই এই বৃহত্তর জেলার জেলা সদর শহরগুলোকে কেন্দ্র করে আবর্তিত হতো। বর্তমানে এই ১৭ টি শহরের কিছু শহর সিটি কর্পোরেশন আবার কিছু শহর পৌরসভা দ্বারা পরিচালিত হচ্ছে। পরবর্তীতে সেই ১৭ টি বৃহত্তর জেলা ভেঙ্গে ১৯৮৪ সালে সকল মহকুমা শহরকে জেলা উন্নীত করা হয় ফলে দেশে জেলার সংখ্যা দাঁড়ায় ৬৪ টি। ঢাকা , চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, নারসিংদী কেন্দ্রীক শিল্পের বিকাশ, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অভাব এবং অর্থনেতিক অগ্রগতি এবং ব্যবসা বানিজ্যের প্রসার না হওয়ায় এককালের এই বড় শহরগুলোর গুরুত্ব হ্রাস পায় এবং উন্নয়ন অগ্রযাত্রায় কিছু কিছু নবগঠিত জেলা শহরের তুলনায় পিছিয়ে পড়ে। বর্তমানে ১৭ টি বৃহত্তর জেলার সেই পুরোনো ১৭ টি জেলা শহর বর্তমানে কোন পর্যায়ে আছে। ৬৪ টি জেলা শহরের মধ্যে কে কোন অবস্থানে আছে তা নিয়ে একটি ভিডিও চাই।
@sheikhtm4181
@sheikhtm4181 2 жыл бұрын
এক লেখা বারবার কপি পেস্ট না করে নতুন কোনো তথ্য লিখতে পারেন। আপনার এই এক কপি পেস্ট লেখা দেখতে আর ভালো লাগে নাহ।😑
@dewanasikraja3528
@dewanasikraja3528 2 жыл бұрын
@@sheikhtm4181 ভাই আসলে কষ্ট না করলে কেষ্ট মেলে না। তাই যদি কিছু পেতে হয়, তখন তার পিছনে লেগে থাকতে হয়। আশাকরি city scraper ভাই বৃহত্তর ১৭ টি জেলার শহর নিয়ে ভিডিও বানাবেন।
@dewanasikraja3528
@dewanasikraja3528 2 жыл бұрын
@@sheikhtm4181 ভাই চেষ্টা করবো নতুন কোন তথ্য সংশ্লিষ্ট কমেন্ট করার জন্য।
@Abusayem123
@Abusayem123 2 жыл бұрын
খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে 🥰
@sheikhtm4181
@sheikhtm4181 2 жыл бұрын
ভাই, বাংলাদেশের ১০টি বড় শিল্পাঞ্চল জেলা নিয়ে একটি ভিডিও দিয়েন।
@MdJohir-ob7mo
@MdJohir-ob7mo 2 жыл бұрын
❣️Nice.City Barisahll Nohakali teke❣️
@hmsanadim3210
@hmsanadim3210 4 ай бұрын
beautiful
@islammylife6028
@islammylife6028 2 жыл бұрын
রেজা ভাই ময়মনসিংহ এ সিডনির আদলে আচ স্টিল সেতু নির্মাণ হবে এই নিয়ে ভিডিও দেন প্লিজ
@user-ow2pc9by2k
@user-ow2pc9by2k 2 жыл бұрын
ভাই, খুলনার top 10 building নিয়ে একটা ভিডিও দেন 🥴
@ogmusicstation4776
@ogmusicstation4776 2 жыл бұрын
Barishal Is growing But some corrupted people slowing it down May Allah forgive us
@saroarmuhammad9625
@saroarmuhammad9625 2 жыл бұрын
বরিশাল অনেক উন্নত হয়েছে। এখন শুধু রেল সংযোগ দরকার।
@udoy8377
@udoy8377 2 жыл бұрын
agaia jak puro bangladesh love from mymensingh
@armanhosain9661
@armanhosain9661 2 жыл бұрын
Vai jessore ke niye korben plz
@MrDark-qu3gr
@MrDark-qu3gr 2 жыл бұрын
Nice video onk sundor hoise. Bhai Rajshahi niye ekta video den pls😭😭😭
@hmsanadim3210
@hmsanadim3210 4 ай бұрын
Please let me know whether Metropolitan Sessions Judge Court Barisal Shapan Gazette is published or not
@lelyt5785
@lelyt5785 2 жыл бұрын
Op
@monarchyofjackalliancesind3937
@monarchyofjackalliancesind3937 2 жыл бұрын
2nd comment, 2nd like,2view😘😘
@sumonroy9329
@sumonroy9329 2 жыл бұрын
Barisal a high rise building com thaker kissu karon acha. karon akhaney soil abong r kissu shamosha thaker karoney akhaney baro building kora jassilona tobe akhon sob shamosha shamadan hoyecha inshaallah akhon thyke shabai baro building korar onumodhon pabe
@tanvirislam591
@tanvirislam591 2 жыл бұрын
ভাইয়া বাংলাদেশের সকল Upcoming 5 star hotel নিয়ে নতুন ভিডিও চাই...ধন‍্যবাদ।
@mdsiamhasan7437
@mdsiamhasan7437 2 жыл бұрын
ময়মনসিংহ আর্চ স্টিল সেতু নিয়ে একটা ভিডিও চাই
@udoy8377
@udoy8377 2 жыл бұрын
sathe new city o
@mdsiamhasan7437
@mdsiamhasan7437 2 жыл бұрын
Right
@soumik2426
@soumik2426 2 жыл бұрын
Hmm new city
@KhairulIslam-wr5du
@KhairulIslam-wr5du 2 жыл бұрын
Our Mymensingh city is more developed than Barishal city! Totally I love whole 🇧🇩
@rifatiqbal9983
@rifatiqbal9983 2 жыл бұрын
হাইরাইজ বিল্ডিং দিয়ে শহর তুলনা হয় না,,,,,বরিশাল ময়মনসিংহ থেকে ব্যাস্ত এবং গুরুত্বপূর্ণ শহর
@rifatiqbal9983
@rifatiqbal9983 2 жыл бұрын
@irfan mahi আর্থিক ভাবে বরিশাল উন্নত এবং গুরুত্বপূর্ণ,,,, ময়মনসিংহ তেমন গুরুত্বপূর্ণ নয়
@KhairulIslam-wr5du
@KhairulIslam-wr5du 2 жыл бұрын
@@rifatiqbal9983 বরিশাল ময়মনসিংহের অনেক আগে বিভাগ হয়েছে! একসাথে হলে অনেক এগিয়ে থাকতো! এর পরেও দেশের ৪র্থ বৃহত্তম শহর, জনসংখ্যায় ৪র্থ বৃহত্তম জেলা, আয়তনে ৪র্থ বৃহত্তম জেলা, সরকার ঘোষিত ১ম শিক্ষানগরী। কয়েকটা সাইটে বরিশাল এগিয়ে বাকি অনেক সাইটে ময়মনসিংহ এগিয়ে। যাইহোক ২ জেলাই মহানগর, বিভাগ, সিটি কর্পোরেশন অর্থাৎ উন্নয়নশীল এবং দেশের টপ ১০ এর মধ্যকার জেলা! Love whole 🇧🇩
@rifatiqbal9983
@rifatiqbal9983 2 жыл бұрын
@@KhairulIslam-wr5du ময়মনসিংহ সিটি কর্পোরেশন কয়দিন হইসে? শিক্ষাবোর্ড কয়দিন হইছে??? এতদিন পর্যন্ত ও ময়মনসিংহএর মানুষ কে মানুষ ময়মেন্সিংগা কামলা বলে ডাকত,,,ইদানীং অনেক উন্নয়ন হয়েছে ময়মনসিংহের,,, আর বাংলাদেশের সবচেয়ে গরিব বিভাগ ময়মনসিংহ, রংপুর,,,আর বরিশাল শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার জন্য পিছিয়ে আছে,,আর ময়মনসিংহ ৪র্থ বৃহত্তর শহর কবে থেকে হইল
@rifatiqbal9983
@rifatiqbal9983 2 жыл бұрын
@@KhairulIslam-wr5du ময়মনসিংহ ৪র্থ বৃহত্তম হলে সিলেট কয় নাম্বার? কুমিল্লা কয় নাম্বার? রাজশাহী কয় নাম্বার? আয়তন বড় হলে বড় হয়ে যায় না,,,ময়মনসিংহ ৭/৮/৯ এই তিনটার মধ্যে থাকবে
@bdfacts1199
@bdfacts1199 2 жыл бұрын
1st comment 1st like
@user-xh2gl7eo6p
@user-xh2gl7eo6p 2 жыл бұрын
vai faridpur buildings gulo korben
@islammylife6028
@islammylife6028 2 жыл бұрын
রাজধানীর পরে বিভাগীয় শহর গুলো গুরুত্বপূর্ণ কিন্তু কিছু বিভাগীয় শহর অনউন্নত হওয়ার জন্য বিভাগীয় শহরের গুরুত্ব কমে যায় 😥
@saburstudent6935
@saburstudent6935 2 жыл бұрын
অতীতে ঢাকাও অনুন্নত ছিল,,, বর্তমানে দেশের সকল শহরেই অনেক উন্নয়ন প্রকল্প হচ্ছে!!!ঢাকা, চট্টগ্রামের পর বিভাগীয় শহরগুলোতেও অনেক উন্নয়ন প্রকল্প হয়েছে ও চলমান!!!জেলা শহরগুলোতেও উন্নয়ন প্রকল্প চলমান!!!
@saburstudent6935
@saburstudent6935 2 жыл бұрын
বরিশালেও অনেক প্রকল্প চলমান!!!
@islammylife6028
@islammylife6028 2 жыл бұрын
@@saburstudent6935 ভাই কিছু মানুষ বিভাগীয় শহর গুলো কে পাওা দেয় বাট বিভিন্ন টেলিভিশন চ্যালেন গুলো বিভাগীয় শহর গুলো কে অনেক অনেক গুরুত্ব দেয় এটা আমি লক্ষ করছি
@islammylife6028
@islammylife6028 2 жыл бұрын
@@saburstudent6935 বাংলাদেশের কিছু মানুষ গায়ের জোরে নিজের শহর কে বড় বানায় রাখে মফস্বল শহর কেউ তৃতীয় শহর বানায় ফেলে আমার ময়মনসিংহ এর লোক কখনই ময়মনসিংহ কে তৃতীয় শহর বলি না ময়মনসিংহ ৮ ৯ নাম্বার শহরে থাকবে
@islammylife6028
@islammylife6028 2 жыл бұрын
@@saburstudent6935 ঢাকা চিটাগং এর পরে বিভাগীয় শহরের গুরুত্ব বেশি এটা ১০০% আপনি নিয়মিত খবরে দেখলে বুজবেন টেলিভিশন চ্যানেল গুলো বিভাগীয় শহর গুলো কে অনেক অনেক গুরুত্ব দেয়
@worldvision98
@worldvision98 2 жыл бұрын
Vai Cumillar video ki R deben na?
@tasnimulhasantasim2926
@tasnimulhasantasim2926 2 жыл бұрын
Noakhali k niye airokom video cai
@nahian49
@nahian49 2 жыл бұрын
Op barishal🤘🤘🤘
@rijualam2604
@rijualam2604 2 жыл бұрын
Vhia Rajshahi Luxurious Hotel Niye Akta Video Post Korle Vlo Hoy
@CityScraper
@CityScraper 2 жыл бұрын
করবো
@harunorrashid3140
@harunorrashid3140 2 жыл бұрын
Vai Gazipur ❤✌
@comedyworld8534
@comedyworld8534 2 жыл бұрын
ভাইয়া ময়মনসিংহের নতুন ভবন নিয়ে যে ভিডিও বানিয়েছিলেন ঐগুলা ছাড়াও এখন আরও অনেক নতুন ভবন নির্মাণ হচ্ছে, এগুলো নিয়ে নতুন করে একটা ভিডিও বানান
@mdhafijulislam5889
@mdhafijulislam5889 2 жыл бұрын
Vai Tangail জেলা নিয়ে pls pls
@inzamamulhaquekhanalvy6568
@inzamamulhaquekhanalvy6568 2 жыл бұрын
টাঙ্গাইল শহর (এলেঙ্গা+করটিয়া+বিসিকসহ) নিয়ে একটা ভিডিও বানান।
@sheikhtm4181
@sheikhtm4181 2 жыл бұрын
ভাই, এলেঙ্গা, করটিয়া আর বিসিক এইগুলা কোনো শহরের কাতারেই পড়ে নাহ। এইগুলা যায়গা থেকে অন্যান্য একটা সাধারণ বাজারও বড় থাকে।
@MdHasan-er4ip
@MdHasan-er4ip 2 жыл бұрын
Brahmanbaria niye video banan
@saddamhosen7138
@saddamhosen7138 2 жыл бұрын
পাবনা নিয়ে একটা ভিডিও বানায়েন...
@CityScraper
@CityScraper 2 жыл бұрын
ওকে
@prakashkr2188
@prakashkr2188 Жыл бұрын
Love Radhakrishna
@suvodas8880
@suvodas8880 2 жыл бұрын
ভাইয়া বরিশালের কোন রোডে বাসা ছিল?
@CityScraper
@CityScraper 2 жыл бұрын
ভার্সিটি এরিয়ায়। তবে প্রথমে আমতলা আর থানা কাউন্সিলে ছিলাম
@iqbal1569
@iqbal1569 2 жыл бұрын
টুইন টাওয়ার নাকি ট্রাই টাওয়ার??? 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@MdJohir-ob7mo
@MdJohir-ob7mo 2 жыл бұрын
নেয়াখালী বানাম বরিশাল দুই শহরের কম্পায়ার ভিড়িও চাই
@mustafizurkhan6394
@mustafizurkhan6394 2 жыл бұрын
বিভাগীয় শহরের সাথে তুলনা করার মতো যোগ্যতা নোয়াখালীর নেই। তাকে জেলা শহরের সাথেই মানায়
@busaidid2825
@busaidid2825 2 жыл бұрын
ভাই বরিশালে 2011-12 এর আগে কোন 9তলা ছিল?
@CityScraper
@CityScraper 2 жыл бұрын
সম্ভবত তখন কোনো ৯ তলাই ছিল না। আমি ২০১৪ সালে এসে একটাই ৯ তলা দেখেছি
@busaidid2825
@busaidid2825 2 жыл бұрын
@@CityScraper ar bargunay tokhon 2ta cilo,ar akhon asepaser zila gulay 10tola hoye gese,kintu barisal entertainment ar ovab ase park,mall.
@samiulmahi2272
@samiulmahi2272 2 жыл бұрын
10-12 তলা ভবন ময়মনসিংহের চিপায় চাপায় পড়ে থাকে😂😂
@RifatAhmed-di5vg
@RifatAhmed-di5vg 4 ай бұрын
ময়মনসিংহ শহর তেমন চিপা ‌
@spiderriyad8482
@spiderriyad8482 2 жыл бұрын
ভাইয়া আপনি তোহ সকল শহর সম্পর্কে আমাদেরকে অনেক ধারনা দেন,,ভাইয়া আপনার একটা ভিডিওর মাধ্যমে জানতে চাই,,, সবচেয়ে বেশি উপজেলা বিশিষ্ট ১০ টি জেলার তালিকা,,যেই ১০ জেলায় সবচেয়ে বেশি উপজেলা আছে,,,আশা করি একটা ভিডিও বানবেন🥰ধন্যবাদ
@CityScraper
@CityScraper 2 жыл бұрын
চেষ্টা করবো ভাই
@spiderriyad8482
@spiderriyad8482 2 жыл бұрын
@@CityScraper আপনি ভিডিও দিলে খুব ভালো ভাবে বুঝিয়ে দিবেন জানি,,তাই আপনার কাছে বললাম ভাইয়া🥰
@udoy8377
@udoy8377 2 жыл бұрын
@@spiderriyad8482 hok kotha 😂😂 reja vai er video te information besi thake tai dekhtew valo lage
@islammylife6028
@islammylife6028 2 жыл бұрын
@@udoy8377 হুম
@spiderriyad8482
@spiderriyad8482 2 жыл бұрын
@@udoy8377 হুম,, এই ভাইয়া সকল কিছুই সবাইকে বুঝিয়ে এবং গুছিয়ে বলে দেয়,,,অনেক ইনফরমেশন পাওয়া যায় ওনার ভিডিও দেখলে,, তাই বলছি একটা ভিডিও বানানোর জন্য 🥰
@nextgear251
@nextgear251 2 жыл бұрын
হায়,,হায় এত কম হাইরাইজ বিল্ডিং বরিশালে,,, একটা বিভাগীয় শহর হিসেবে এটা মানা যায় না। তারপরও চাই বরিশালের উন্নতি হোক‌।
@CityScraper
@CityScraper 2 жыл бұрын
হুম
@mohammadridoykhan2304
@mohammadridoykhan2304 2 жыл бұрын
আপনাকে অনেক বার বলা হয়ে গেলো পাবনা Ishwardi কে নিয়ে ভিডিও দিতে
@islammylife6028
@islammylife6028 2 жыл бұрын
সিলেট রাজশাহী খুলনার মতো যদি বাকি বিভাগ গুলো উন্নত হতো তাহলে কোন জেলা শহরের লোকজন এর সাহস ছিলো না বিভাগীয় শহরের সাথে তুলনা করার ময়মনসিংহ ১০ আগে বিভাগ হলে অনেক উন্নত থাকতো ময়মনসিংহ নতুন বিভাগ কিন্তু রংপুর বরিশাল পুরনো বিভাগ কিন্তু সেই তুলনায় উন্নতি হয় নাই এই দুই বিভাগীয় শহরের জন্য বিভাগীয় শহরের গুরুত্ব কম 😥
@rijualam2604
@rijualam2604 2 жыл бұрын
Chittagong Kono Developed Hoy Nay
@islammylife6028
@islammylife6028 2 жыл бұрын
@@rijualam2604 চিটাগং কেন ডেবোলাপ হয় নাই আমি কিভাবে বলবো ঢাকার চেয়ে চিটাগং অনেক পিছিয়ে আছে
@parthadevdas8852
@parthadevdas8852 2 жыл бұрын
এটা কোন ধরনের কথা, বরিশাল অনুন্নত থাকার জন্য বিভিন্ন সময়ের সরকার সরকার দায়ী, পূর্ব পাকিস্থানের মতো বরিশালের সাথে বিমাতাসুলভ আচরণ করা হয়েছে
@islammylife6028
@islammylife6028 2 жыл бұрын
@@parthadevdas8852 বরিশালের বেশির ভাগ মানুষ ঢাকা মুখি আমার মনে হয় এই জন্য বরিশালের উন্নয়ন কম ঢাকা শহরে সবচেয়ে বেশি বরিশালের লোকজন থাকে
@forhadhosensujon2386
@forhadhosensujon2386 2 жыл бұрын
রাজশাহী বিভাগীয় শহর আর বগুড়া জেলা শহর তারপরও কিন্তু দুইটাই একই মানের শহর। কোন শহর কেমন উন্নত সেইটা কিন্তু বুঝা যায় কোন শহরে কতগুলো শিল্প প্রতিষ্ঠান আছে। সেই হিসাব করলে বগুড়া তে শিল্প প্রতিষ্ঠান অনেক বেশি। বগুড়া কে কিন্তু শিল্প ও বানিজ্যিক শহর বলা হয়। তারপর আপনি যদি শহর+ উপজেলা হিসাবে তুলনা করেন মানে পুরো রাজশাহী জেলা আর পুরো বগুড়া জেলার তুলনা করেন সেই হিসাব করলেও আরও অনেক বেশি এগিয়ে থাকবে বগুড়া। কারন শুধু বগুড়া শহর নয় বগুড়া জেলার বাকি উপজেলা গুলো অনেক উন্নত। আপনি বগুড়া জেলা পুরোটা ঘুরে দেখলে বুঝতে পারবেন। বগুড়া অনেক উন্নত তারপর ও কয়েকটা প্রকল্প শেষ হলে আরও উন্নত হবে।সেগুলো হলো বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজ, বিমানবন্দর চালু, ২/৩ টা ইকোনমিক জোন ও বিসিক শিল্প নগরী হওয়ার কথা আছে সেগুলো আর বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা করা। আশা করি কাজ গুলো সম্পন্ন হলে আরও উন্নত জেলায় পরিনত হবে। আর হয়তো মনে হতে পারে নিজের জেলা হিসেবে আমি এইসব বলছি আমার কথা যদি মিথ্যা মনে হয় তাহলে বগুড়া জেলায় বেড়াতে আসবেন তাহলে বুঝতে পারবেন।
@faridpur-3rdlargestcityinb999
@faridpur-3rdlargestcityinb999 2 жыл бұрын
🤣😂🤣😂🤣এই নাকি আবার বিভাগিও শহর। আমাদের পায়খানার টাংকিও এর থেকে ভালো। ফকিরের নগরি 😂।
@sheikhtm4181
@sheikhtm4181 2 жыл бұрын
আপনার কন্ট্রভার্সি করতে ভালো লাগে, সেটা বুঝতে পেরেছি। কন্ট্রভার্সি করেন ভালো কথা, যুক্তিসংগত কথা বলে করুন।প্রতিটা ভিডিওতে এরকম অযৌক্তিক কথা বলে কন্ট্রভার্সি করার মানে কি? এতে যে আপনার জেলার বদনাম হচ্ছে, সেটা বুঝতে পারছেন আপনি? আপনার প্রায় প্রতিটা কথায় যুক্তিহীন ও অবাস্তব। এতে করে আপনি ও আপনার জেলাকে সবার হাসির খোরাক বানাচ্ছেন। এছাড়া আর কিছুই নাহ।
@islammylife6028
@islammylife6028 2 жыл бұрын
একটা বিভাগীয় শহর কে এভাবে ছোট করা ঠিক না বরিশালের গুরুত্ব ফরিদ পুর এর চেয়ে অনেক অনেক গুন বেশি ওকে
@islammylife6028
@islammylife6028 2 жыл бұрын
আর আপনার চ্যানেল এর নাম চেঞ্জ করেন মিয়া রাগ লাগে 😡😡😡😡 আপনি ফরিদ পুর কে ছোট করছেন
@parthadevdas8852
@parthadevdas8852 2 жыл бұрын
বিল্ডিং এর তলা গুনে ফরিদপুরের মানুষ গর্ব করে।বরিশালের সাথে আপনাদের তুলনা খাটেনা,বরিশালের সাথে তুলনা হবে খুলনা,রাজশাহী,সিলেট,কুষ্টিয়া,বগুড়া, রংপুর,কুমিল্লা, ময়মনসিংহ,যশোর এসব শহরের সাথে।বরিশালের মাটি নরম এই কয়েক বছর আগেও ৬ তলার উপর অনুমতি ছিলনা।বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর দাবী করেন?তৃতীয় বৃহত্তম শহর খুলনার খালিশপুরে যত জায়গা আছে তার চেয়েও আপনার ফরিদপুর ছোট।বিল্ডিং এর তলা বাদে বরিশালের থেকে কোন দিক দিয়া আগাইয়া আছেন।
@sheikhtm4181
@sheikhtm4181 2 жыл бұрын
@@parthadevdas8852 khalishpur to Khulna city er moddhei porse.🥴
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 97 МЛН
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 36 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 61 МЛН
বরিশালে বুফে | Buffet in Barisal |
13:37
Unique Foodie
Рет қаралды 6 М.
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01