Farida Madam is great. Her voice attracts everyone and she goes into the deep of the song.
@zulkar99nine472 ай бұрын
বেঙ্গল ফাউন্ডেশন অসাধারণ কাজ করে চলছে।অসাধারণ।
@Md.ShahidulIslam35757 ай бұрын
ছোটবেলা রেডিওতে এইসব গান শুনতাম। আহ ঐ সময় কত ভাল লাগত।
@mdal-amin20126 ай бұрын
পাগলের মতো কমেন্ট করেন কেন এখন কি ভালো লাগে না গানটা বুঝার চেষ্টা করেন ভালো লাগবে
@ZillurRahman-k8n4 ай бұрын
@@mdal-amin2012😊🙏🏻
@mdrezaulislam5718 Жыл бұрын
অসাধারণ একটা গান যতই শুনি ততই শুনতে ইচ্ছে করে!
@LovelyDachshund-pw3uj10 ай бұрын
আহা! অসাধারন, প্রানটা জুরিয়ে যায়
@gunadharnaskar37112 ай бұрын
কত কত দিন আগে! মানব আত্মার সংকেত দিয়ে এমন গান রচনা করেছেন।আমার সশ্রদ্ধ প্রনাম।
@RakibUddin-d2h2 ай бұрын
ফরিদা পারভীন আমার খুব প্রিয় শিল্পী, তার কয়েকটি গান শুনলে আমার আত্মা নরম হয়ে যায়
@md.ratankabir59358 ай бұрын
লালন কন্যা,গান গুলো শুরু তার কন্ঠেই মানায়
@eliasmardy20112 ай бұрын
অসাধারণ একটি গান। গানের অর্থ বোঝার জন্য গুগল সার্চ করলাম। জীবন নিয়ে লালন এত গভীরে যেতে পারেন গানটি না শুনলে হয়তো বুঝতে পারতাম না।
@somratpatowary425710 ай бұрын
এই গানগুলো শুনলে মনে হয় সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায়
@abdhulsalaam7631Ай бұрын
কত বার যে শুনেছি গানটা অসাধারণ।।।
@mdmasudrana55428 күн бұрын
বাংলার জীবন্ত কিংবদন্তি ফরিদা পারভীন
@AbdurRabKhan-ck4ib Жыл бұрын
অপরুপ সুন্দর লালনের বানী
@golamnizami74410 ай бұрын
অসাধারণ!
@ManindranathBiswas-hc4sp Жыл бұрын
দি দি আপনার তুলনা শুধু আপনি। আপনার কোনো বিকল্প নেই আপনার দীর্ঘায়ু কামনা করি। ভারত থেকে আপনার একটা অন্ধ ভক্ত
@JahangirAlam-ev6lu9 ай бұрын
Kato Sundar gan Ami bar bar aky gan suni
@mdrr-sv8er6 ай бұрын
আমি বাংলাদেশের মানুষ সুমন, মাইজভান্ডারি মুজিব বাবার গোলাম
@mdmuazzenbillah5435 ай бұрын
KOTHATA VISHON BHABEI SHOTTI FARIDA PARVIN ER KONO BIKOLPO NAI. TINI TULONAHIN.
@JahangirAsif-z9bАй бұрын
এই গানের মানে কি----?, আমি জানি না,-(-------- আমি আমার মতো করে মানে করে নিয়েছি। মানে যেই হোক , আমাদের সময় বদলে গেছে, ১৯৮৪ সালে এই গান শুনেছিলাম এখন ২০২৪ সাল ইউরোপের ছোট একটি দেশে বসে আবার ও সেই গান শুনলাম। কমেন্টেস বের করতে গিয়ে।
@azimsikder69566 ай бұрын
A king of Lalun geti Fadidha mam.❤️
@MohammodSohel-j7d6 ай бұрын
লালন একজন জ্ঞানী মানুষ ছিল 😢
@SabhabuddinKaje Жыл бұрын
অসাধারণ লালন এর গান মন ছুঁয়ে যায়।
@nandankumardutta56994 ай бұрын
Ekbar sunei onar bhokto hoye gelam...
@MariyaIslam-i5u9 ай бұрын
moner santi firey asey gaan gulo sunley
@najrulbiswas62169 ай бұрын
অসাধারণ
@maniksaha-pm1boАй бұрын
আপনারা হয়ত অনেকেই গানটির অর্থ জানেন না,, তবুও গানটিকে আপন করে নিয়েছেন। আশা করি অর্থ জানার পর গানটির প্রেম এ পরে যাবেন। এ গানটি এমন কিছু শব্দ বিন্যাস করে তৈরি যা আপাতদৃষ্টিতে একরকম মনে হয় কিন্তু ভিতরে আছে অন্য একটি অর্থ। রূপক শব্দ প্রয়োগ এবং দেশজ শব্দ ব্যবহার করা হয়েছে। **"বাড়ির কাছে আরশিনগর, সেথায় এক পড়শি বসত করে।" এখানে আরশিনগর বলতে প্রত্যক মানুষ এর মধ্যকার মন (হৃদয়, ) । পড়শি হলো - ঈশ্বর । মানুষের মধ্যেই থাকেন ঈশ্বর। **"আমি একদিনও না দেখিলাম তারে।" বহু সন্ধান করেও তাঁর দেখা পাওয়া যায় না। (আত্মস্বত্তা অনুসন্ধান করার সাধনা।) **"গেরাম বেড়ে অগাধ পানি, তার নাই কিনারা নাই তরণী পারে।" গেরাম - গ্রাম , বেড়ে -চারিদিকে অগাধ পানি-- অথৈ জল। তরনী-- নৌকা।অর্থাৎ চারিদিকে জল থৈথৈ করছে। অথচ পার হওয়ার মাধ্যম নেই, নৌকা নেই। এর নিগূঢ় অর্থ - বিষয়ের প্রতি বাসনা, মোহ, লোভ যেটাকে এখানে "অগাধ পানি" বলে প্রতীক করা হয়েছে। গেরাম বেড়ে মানে- মনের চারিদিকে । এই বিষয়ের বাসনা মানুষকে ঢেকে রাখে । অথচ সেই অথৈ জল পার হওয়ার উপায় নেই। নৌকা নেই অর্থাৎ মুক্তি নেই। **"বাঞ্ছা করি দেখব তাঁরে কেমনে সে গায় যাইরে।" বাঞ্ছা-- ইচ্ছে। ইশ্বর কে দেখার ইচ্ছে করলেও মোহ , বাসনায় মন ঢেকে থাকে তাই সম্ভব হয় না। **"বলব কী সেই পড়শির কথা, তাঁর হস্তপদ স্কন্ধমাথা নাইরে।"" এখানে ঈশ্বর এর সম্পর্কে জানানো হয়েছে। ঈশ্বর নিরাকার। হাত, পা, কাঁধ, মাথা নেই। সেই কথা বলা হয়েছে। **"ক্ষণেক ভাসে শূন্যের উপর ( বিশ্বব্রহ্মাণ্ড ), ক্ষণেক ভাসে নীরে। " (নীরে) অর্থ - জল। ঈশ্বর সবখানেই অবস্থান করছেন, তবু তাকে আমরা খুঁজে পাইনা। অনুভব করতে ব্যর্থ হই। **"পড়শি যদি আমায় ছুঁতো, যম যাতনা সকল যেত দূরে।" ঈশ্বরের সংস্পর্শে সমস্ত( যম যাতনা) মৃত্যু যন্ত্রনা দূরে চলে যেত, দুঃখ থেকে মুক্তি। **"সে আর লালন একখানে রয় লক্ষ যোজন ফাঁক রে।" ঈশ্বর এবং কবির মধ্যে যে দূরত্ব। প্রত্যক মানুষ এর সঙ্গে ঈশ্বর এর যে দূরত্ব অর্থাৎ ইশ্বর আমাদের এত কাছাকাছি থাকেন এমনকি তিনি আমাদের ভিতর ও থাকেন। এত কাছাকাছি থাকলে ও তাঁর সঙ্গে লক্ষ যোজন দূরত্ব। আমরা তাকে পাই না।
@sarowarmunsi29888 ай бұрын
আমার সবচেয়ে প্রিয় গান। জয় গুরু লালন সাইজি
@jesuisravi5 ай бұрын
Lovely.
@NaimH-c1v4 ай бұрын
অনেক ভাল লাগল ধন্যবাদ আপনাকে
@MojammelHoque-y3b8 ай бұрын
জয় গুরু 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SagorAli-w5r11 ай бұрын
ভালো লাগছে রাথুরার সাগর ঘিওর মানিকগঞ্জ
@sajalmondol5907 Жыл бұрын
❤❤
@MdHridoy-s7c2v6 ай бұрын
I love you mam 🖤🖤
@MaMa-dn5fi Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@YasinArafat-pe1wh10 ай бұрын
❤😢
@sajinabegum153310 ай бұрын
Who is the actual resident speaks the singer about ?
@gautambanegee582711 ай бұрын
An extra ordinary song it' is difficult to understand the meaning of this song