আগেকার দিনে খুব ছোট্ট বেলায় বিয়ে হতো তখন বউকে কোলে করে আনার প্রথা ছিল ।এখন যে বয়সে বিয়ে হয় সেটা কি কোলে ওঠানোর মতো বয়স ।বুঝদার পরিবারে এসব নিয়ম নেই।
@kalurjhuli19256 ай бұрын
গ্রামের অনেক নিয়ম প্রথাগত ভাবে চলে আসছে।যার কোনো মানে বা অর্থ আজকের দিনে হয়তো নেই। কারণ এতো কিছুর পরেও কেউ বাড়ীর লক্ষ্মী বউ, কেউবা অলক্ষ্মী। কেউ সুখী সংসার করে, কারোর সংসার ভেঙে যায়। তাই এইসব নিয়ম বন্ধ হয়ে যাওয়া ভালো। এতো অর্থ খরচ করে বিয়ের অনুষ্ঠান না করে ,মনের বন্ধনে আবদ্ধ হলে ভালো। কারণ দেখবেন সব কিছু আজকাল লোকদেখানো হয়ে যাচ্ছে।
@kalurjhuli19256 ай бұрын
আপনি ঠিকই বলেছেন। আজকের দিনে এইসব নিয়ম চলে না। আমি এই সব সামাজিক নিয়ম এর ঘোর আপত্তি আছে। কিন্তু ভেবে দেখুন কোন নিয়মের কোন কিছুর মানে নাই। এতো অর্থ খরচ করে বিয়ের পর, কিছু না কিছুর কমতি লোকজন করে যাবে। তাই জন্ম, বিয়ে, মৃত্যুর সমস্ত নিয়ম অনুস্ঠান বন্ধ হয়ে যাওয়া ভালো বলে আমি মনে করি।