তাদের নিজস্ব ভাষা রয়েছে তবে ভাঙা ভাঙা বাংলাও বলতে পারে।যেহেতু এখানে সবার ইন্টারভিউ শিক্ষিতদের নিয়েছে তাই বাংলাটা ভাল করে বলতে পেরেছে।
@musachy2 жыл бұрын
তাদের ভাষাগত জ্ঞান আমাকে মগ্ধ করেছে, ধন্যবাদ।
@Imranahmed-kx5eg2 жыл бұрын
সবাই থাকুক নিজের সংস্কৃতি নিয়ে আমরা ভালো থাকি সবাইকে নিয়ে....
@pallabnath90962 жыл бұрын
👃👃👃
@cilkklvmcihcyipc78202 жыл бұрын
খারাপ কিছু নয়। এটাও একটা সংস্কৃতি। সুন্দর নীতি।
@mainuddin-su5xq2 жыл бұрын
গারোরা খুব ভালো মানুষ, প্ররিশ্রমী,তারা আমাদের দেশের সম্পদ।
@jahangiridris81072 жыл бұрын
ভালোই লাগলো। শ্রদ্ধা জানায় সকল সম্প্রদায়কে এবং তাদের ধর্মীয় আচরণ ও সাংস্কৃতিকে। তাদের সাথে আমরা মিলেমিশে থাকতে চায়।তারা আমাদের বৈচিত্র্যপূর্ণ সৌন্দর্য।
@mdmoinulhasan33042 жыл бұрын
হালুয়াঘাটে আমার বাড়ি 😊 গারো মানুষ গুলা খুবাই সুন্দর, আন্তরিক, ভালো মনের। হালুয়াঘাটে গারো, মুসলিম এবং উল্লেখযোগ্য পরিমাণ হিন্দু সবাই একসাথে বসবাস করি। এত সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতি, দেখেই ভালো লাগে।
@sharfulislam962 жыл бұрын
আমারও বাড়ি হালুয়াঘাট
@mdmoinulhasan33042 жыл бұрын
@@buddhabani969 বেশিরভাগ এখন খ্রিস্টান, তবে একদম অজপাড়া গাঁয়ে র দিকে কিছু কিছু এখনো সাংসারেক( প্রকৃতি পূজা) করে থাকে
@lombo52932 жыл бұрын
আমেরিকা প্রবাসি। এই খ্রিস্টানরা আমেরিকায় কাউকে খ্রিস্টান রাখতে পারছে না গরীব দেশগুলাতে গিয়ে আদিবাসী সংস্কৃতি ধংশ করে।
@mdrazaulkarim65122 жыл бұрын
সকলের প্রতি রইল অনেক শ্রদ্ধা ও ভালোবাসা
@Armhah2 жыл бұрын
আলহামদুলিল্লাহ, আমাদের ইসলাম ধর্মের প্রতিটি রীতি নীতি মানুষ জন্য স্বাভাবিক, সুন্দর, ও শান্তিপূর্ণ।
@j.Hasan0072 жыл бұрын
এই বিচিত্র বা ভিন্ন ভিন্ন সংস্কৃতি নিয়েই আমার বাংলাদেশ।দয়া করে আমাদের এভাবেই থাকতে দিন।এটাই আমাদের সৌন্দর্য।
@awmiligbd2 жыл бұрын
আমাদের হালুয়াঘাট এর ড. লুসি দিদির সাক্ষাত দেখে ভালো লাগলো। ধন্যবাদ বিবিসি বাংলা কে।
@Budgerigars-e3e2 жыл бұрын
হালুয়াঘাটের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার জন্য ধন্যবাদ
@Shawonsourav2 жыл бұрын
ধন্যবাদ আমাদের সংস্কৃতি তুলে ধরার জন্য
@sharfulislam962 жыл бұрын
আমার বাড়ি হালুয়াঘাট গারোরা অনেক সরল মনের মানুষ।। গারোদের সাথে আমার প্রায় ৬ বছর একসাথে কাটানো ওদের ভাষাও আমি পারি
@somnathsarkar16322 жыл бұрын
সম্মান রইলো সবার প্রতি। নিজেদের রীতিনীতির উপর সব সময় ভরসা রাখবেন।
@imolux57432 жыл бұрын
অবশ্যই ফুটা নৌকার ভরসায় নদী পার হতে চাওয়াটাই বোকামি । সব কিছুই আপডেট হয় , রীতিনীতিও সময়ের তালে পরিবর্তন করতে হয় । এইগুলো আকড়ে ধরে রাখার কিছু নেই ।
@md.abumusha45042 жыл бұрын
আমি হালুয়াঘাটে অনেকদিন ছিলাম ওখানে সব জাতএর লোকের সাথে মিশেছি ওরা অনেক ভালো।ডাঃ লুসি দিদি অনেক ভালো মনের মানুষ।
@azizulhaque50972 жыл бұрын
নিজের দেশের কত কিছুই জানিনা ॥ বর ভালো লাগলো প্রতিবেদন টা ॥ গারো জাতি বাংলাদেশে তাদের স্বাধীনতা , সংস্কৃতি , নিয়ে সুন্দর ভাবে বসবাস করুক এবং তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রইল ॥
@MdSabbir-bn8pu2 жыл бұрын
6
@majharulislamnayem54052 жыл бұрын
অসাধারণ। আগে পড়তাম, আজ দেখলাম।
@ShohidUzZamanShakib2 жыл бұрын
ভালো লাগল প্রতিবেদনটা,
@sajjadmahmud25892 жыл бұрын
Diversity of culture! Our Bangladesh. The last song was unique. Can someone give the full song?
@zahidul3142 жыл бұрын
ধন্যবাদ বিবিসি।
@mdmithun89992 жыл бұрын
আলহামদুলিল্লাহ ইসলাম ধর্মে ছেলে- মেয়ে দুইজনের ভাগ আছে।
@burakceshmllg87602 жыл бұрын
অবশ্যই ছেলেদের তুলনায় মেয়েদের ভাগ অনেক কম
@burakceshmllg87602 жыл бұрын
@@mdshahadat3936 মানে
@mdshahadat39362 жыл бұрын
@@burakceshmllg8760 আমি আপনাকে সম্মান করেই বলছি। আমি আশা করবো আপনিও আমাকে সম্মান করবেন। এখানে উনি সম্পত্তির ভাগের কথা বলছেন।একটা মেয়ে তার বাবার কাছ থেকে সম্পত্তি পাবে একটা ছেলের অর্ধেক।আর একটা মেয়ে তার স্বামীর কাছ থেকেও সম্পত্তি পায় কিন্তু একটা ছেলে তার স্ত্রীর কাছ থেকে কোনো সম্পত্তি পাবে না। আর স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব তার স্বামীর।একটা ছেলে তার বাবার কাছ থেকে সম্পত্তি পাচ্ছে। কিন্তু একটা মেয়ে তার বাবার কাছ থেকে এবং তার স্বামীর কাছ থেকে পাচ্ছে। তাহলে ছেলেদের থেকে মেয়েদের ভাগ কম কিভাবে?
@burakceshmllg87602 жыл бұрын
@@mdshahadat3936 প্রথমত বাবার সম্পত্তি থেকে ছেলে মেয়ে পাচ্ছে কিন্তু বাবার অধিকাংশ সম্পদ ছেলে পাচ্ছে আর ছেলের অর্ধেক পাচ্ছে মেয়ে , আর আপনি যে বলেছেন যে মেয়েরা স্বামীর থেকেও সম্পদ পায় সেটা কোন ক্ষেত্রে যখন স্বামী মারা যায় যদি সন্তান থাকে তাহলে স্বামীর সবটুকু অংশ সম্পদ সন্তান পাবে এবং স্ত্রী পাবে এক ভাগের এক আনি আশা করছি আমি আপনাকে বোঝাতে পারছি কতটুকু সম্পদ পাবে , আর আপনি বলেছেন স্বামীরা স্ত্রীর থেকে কোন সম্পদ পায় না এটা আপনার ভুল ধারণা যদি স্ত্রী মারা যায় তার যদি কোন সন্তান থাকে সে সন্তানগুলো পাবে চার ভাগে দুইভাগ বা তিন ভাগ আর একভাগ ভাবে স্বামী । আবার স্বামীর সম্পদ থেকেও তার ভাইরা সম্পদ পায় যেমন স্বামী যদি মৃত্যুবরণ করে যদি স্বামীর ঘরে কোন সন্তান না থাকে তাহলে চার ভাগের এক ভাগ পাবে স্ত্রী আর তিন ভাগ পাবে তার ভাইয়েরা বা তার ভাইয়ের সন্তানরা , আপনি বলেছেন যে মেয়েরা তার বাপের থেকেও সম্পদ এবং স্বামীর থেকেও সম্পদ পায় কিন্তু মেয়েদের কোন কাজ করতে হয় না বা কোন দায়িত্ব নিতে হয় না এই একই কথা কি এই যুগে উপযুক্ত হবে আমরা দেখতে পারে অনেক ছেলে সন্তান তার বাবা মাকে রেখে চলে যাবে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসে মেয়েরা তার বাবা-মা দায়িত্ব নিচ্ছে , আর এইগুলো না হয় বাদ দিলাম , মেয়েরা যে তার স্বামীর জন্য তার ভবিষ্যৎ নষ্ট করেছে সেটা,। তারও হয় ইচ্ছা ছিল একটা বড় কিছু হওয়ার হয়তো সংসারে দায়িত্বের জন্য তার ইচ্ছা পূরণ হয়নি যেরকম তালেবান সরকার অনেক নারীদের তাদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছে চাকরি থেকে বিতাড়িত করে দিয়েছে এরকম তো আমাদের বাংলাদেশেও হয় যে মেয়েরা ঘরে কাজ করবে বাহিরে কি তারা তো তাদের ভবিষ্যতেও ঘরের কাজ করা এটা কি সত্যি ঘরে কাজ করা তাদের ভবিষ্য , একটি ছেলে যখন তার ভবিষ্যৎ দেখতে পায় বা দেখার ইচ্ছা করে তখন তাকে উৎসাহিত করা হয় আর সে একই জায়গায় যদি একটি মেয়ে তার ইচ্ছা পূরণের কথা বলে তখন তাকে বলা হয় মেয়েদের এত ইচ্ছা কিসে তা তো বড় হয়ে তার স্বামীর ঘরে যেতেই হবে বা ঘর গুছাতে হবে বা ঘর দেখতে হবে , এবং সারাদিন সন্তানদের দেখে রাখতে হবে এবং স্বামীরা যা বলবে চুপচাপ মেনে নিতে হবে , আপনি একটু সমান ভাবে দেখেন বা সমান চিন্তা নিয়ে দেখেন , আর দিন শেষে মেয়েরা যে সম্পদ পায় সেটা তার ভাই তার স্বামীর থেকে দশভাগের এক ভাগ তাদের সম্পদে কোন তুলনা হয় না তার ভাই এবং স্বামীর সাথে মানে সে সম্পদ এর তেমন একটা মূল্য নেই তো সেই সম্পদের ভরাই না দেখানোর ভালো
@mdshahadat39362 жыл бұрын
@@burakceshmllg8760 এখানে আমি সম্পত্তির কথা বলছি।আপনি যে বললেন মেয়েদেরকে ছেলেদের তুলনায় কম দেওয়া হয় আমি সেটা নিয়ে বলছি।আমি বলে রাখি প্রতি স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীর ভরণ পোষণ করা।একটা মেয়ের অর্থনৈতিক দায়িত্ব তার বাবা নেবে এবং বিয়ের পর তার স্বামী।এখন যদি কোন বাবার সম্পত্তি থাকে এক লক্ষ 50 হাজার তাহলে ছেলেটা পাবে 1 লক্ষ টাকা এবং মেয়েটা পাবে 50000 টাকা।যেমনটা আপনাকে বললাম এখন যদি কোন মানুষ তার সম্পত্তির বেশিরভাগই তার পরিবারের পেছনে খরচ করে তাহলে তার তো থাকেই কম টাকা আর আরেকজন মানুষ যাকে তার পরিবারের পেছনে খরচ করতে হবে না কিন্তু তারপরেও সে টাকা পাচ্ছে। একজনকে বলা হলো তোমাকে কোন টাকা দিতে হবে না তুমি থাকবা রানীর মত।আমাদের নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম মৃত্যুর আগেও বলে গিয়েছিলেন নারীদের সাথে ভালো আচরণ করবা কোন মানুষ যদি এখন খারাপ আচরণ করে নারীদের সাথে তাহলে তো সেটা ইসলামের কোন দোষ নাই ওই লোকটার দোষ।এখন যদি কোন ছেলে আর মেয়েকে সমানভাবে বন্টন করে দেয়া হয় আর ছেলেকে বলা হয় তুমি অর্থনৈতিক সকল দায়িত্ব পালন করবে আর মেয়েটাকে বলা হল তুমি কোন অর্থনৈতিক দায়িত্ব পালন করা লাগবেনা অর্থনৈতিক দায়িত্ব পালন করার পর তো থাকেই খুব কম টাকা তখন কি ছেলেটার উপর অবিচার করা হবে না?এখন না যে যুগে আসুক তোমাকে তোমার দায়িত্ব পালন করতে হবে একটা স্বামী যে করেই হোক তার স্ত্রীর দায়িত্ব পালন করতে হবে।জ্ঞান অর্জন করা হলো নারীর অধিকার নারীদেরকে করতে হবে আর কেউ যদি সেটা করতে না দেয় তাহলে তার শাস্তি রয়েছে।সর্বকালের সর্বশ্রেষ্ঠ নারীদের মধ্যে একজন ছিলেন আয়েশা তিনি ছিলেন অনেক জ্ঞানী।আর আর একটা মেয়ে নিশ্চয়ই চাকরি করতে পারবে সমস্যা নেই কিন্তু কোনো ছেলে যদি তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে এতে ইসলামের কোন দোষ নেই।
@Abdullahskbd2 жыл бұрын
ভালো লাগে তাদের জীবন চিত্র। বইতে পড়েছিলাম আজ দেখলাম।
@MdHasan-mg7ek2 жыл бұрын
👉 যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের জন্য একটি গাইড লাইন বা নির্দেশিকা প্রেরণ করেছেন , সেই নির্দেশিকা মানুষের অনুসরণ করা উচিত ! মন গড়া নয় !
@nakbocha2 жыл бұрын
Very fascinating!!
@yasinarafat15792 жыл бұрын
আমারে কেও নিয়ে যা । আর ভালো লাগে না পড়াশোনা চাকরি বাকরি করতে ।
@shorifjnu73612 жыл бұрын
🤣🤣🤣😂😂
@kawsarajamila58042 жыл бұрын
Haha
@saifulbari8252 жыл бұрын
🇧❤️🇧🇩❤️🇧🇩❤️🇧🇩❤️ বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ এবং দাবি জানাই, সরকার যেন গারো, চাকমা, ত্রিপুরা, রাখাইন, উর্দু (ভারতের বিহার থেকে ১৯৪৭ সনে আসা আটকে পরা পাকিস্তানী বালাদেশীদের ভাষা) ভাষা সহ সকল ভাষার বিকাশে সাহায্য করে। যাতে এই ভাষায় কথা বলা জনগোষ্ঠী তাদের স্বাধীন বাংলাদেশে নিজেদের স্বাধীনতার সাধ উপভোগ করে এবং বাংলাদেশকে তাদের যোগ্যতা দিয়ে এগিয়ে নিয়ে যায়। অমরা বাংগালীরা নিজেদের জীবন দিয়ে ১৯৫২ সনে বাংলা ভাষা রক্ষা করেছি। আমরা তেমনি বাংলাদেশের অন্য ভাষার সুরক্ষা নিশ্চিত করতে চাই। ❤️🇧🇩❤️🇧🇩❤️🇧🇩❤️🇧🇩
@Chaitali-jf1usАй бұрын
oh my God! আমিও গারো আদিবাসী এবং আমি মধুপুরের।❤❤❤
@Sandy-tw8ru2 жыл бұрын
মেয়েদের নামে সম্পত্তি হলেও তারা স্বামী ত্যাগ করতে পারে না, এটা তো খুব ভাল কালচার, এতে সংসার সুখের হবার কথা।
@arijitghosh52302 жыл бұрын
অনেক সুন্দর একটা প্রতিবাদ। এবং এনাদের ভাষা ব্যবহার অনেক সুন্দর। at least নোয়াখালীর মতো না।
@nobitanobi79642 жыл бұрын
Noakhali apner goa marse naki?
@arijitghosh52302 жыл бұрын
@@nobitanobi7964 হ্যঁা,,,শুধহ আমারে না,পুরা বাংলা ভাষাকে গুয়া মারছে
@OrchidBangladesh2 жыл бұрын
Interesting, Want to see more information or report about Bangladeshi Tribal peoples .
@mr.shahin9352 жыл бұрын
এদের নারীরা অনেক কষ্ট করে,সুখ কি জিনিস তা জানে না।
@NED4482 жыл бұрын
So sweet👍
@subolchambugong56262 жыл бұрын
মায়ের সম্পত্তি ছেলে মেয়েদের মাঝে সমবন্টন হওয়া উচিত। শুধু মাত্র মেয়েরা পাবে কেনো? সমাজের খারাপ প্রথা ও একনায়কতন্ত্র প্রথা পরিবর্তন হওয়া দরকার। তা হলেই সমাজ ব্যবস্থা আরো সুন্দর ও রুচিসম্মত হবে।
@tabassumnaherkhan98952 жыл бұрын
মেয়েরা দুইভাগ এবং ছেলেরা একভাগ এমনটা করতে বলছেন? যেটা চলছে সেটা তো তাদের সংস্কৃতি। আমরা আমাদের বিশ্বাস নিয়ে থাকি, তারা তাদের সংস্কৃতি নিয়ে থাকুক। সমস্যা তো দেখছিনা।
@Gamingzone008292 жыл бұрын
Feminist Ra oikhane jaye nai hasshokor . Ar meyera payed emneo Islam male female equal Kore
@farzanapoly739 Жыл бұрын
নারী-পুরুষ ডাইমেনশন আছে একটা।এটা চেঞ্জ হয় না।আমি যতদূর জানি,মাতৃতান্ত্রিক সমাজেও মহিলারা হাসবেন্ডদের ডিসিশনের উপর নির্ভরশীল। এই যে লোকটা বললো শ্বশুরবাড়ির সম্পত্তি দেখাশোনা করে।আবার আরেকজন বললো জামাই ভালো না হকে কাজ করে না,বসেই খায়।মহিলারা ঘরে বাইরে কাজ করে।আইনত যা-ই হোক।ভালোই আছে উনাদের পুরুষরা। তাই আমার মনে হয় মহিলাদের নামে সম্পত্তি রাখা সমস্যার কিছু না এখান।
@mnraihan Жыл бұрын
বাংলাদেশ এর প্রতি টি জাতি সত্তা আর সংস্কৃতি bece থাকুক স্বমহিমা তে .জয় বাংলা ❤
@mr.nobody40972 жыл бұрын
valo laglo video ta.
@luthfurrahman27542 жыл бұрын
Very nice family
@monjurhasan53392 жыл бұрын
চমৎকার তো বিষয়টা
@masudRana-lh7st2 жыл бұрын
খুব ভালো লাগলো
@skdey94732 жыл бұрын
Anek valo.atai o cai
@itbylord2 жыл бұрын
মহিলাতান্ত্রিক পরিবার গারো সমাজকে বলে এটাত ৩য় শ্রেণির কথা। অনেক আগে থেকেই আছে। আজ আবার সেই শৈসব মনে পরে গেল
@mehedihasanjoy1012 жыл бұрын
every culture we respect
@nomanmolla81652 жыл бұрын
Good
@imtiajsiam22052 жыл бұрын
অনেক সুন্দর প্রথা
@Nagpuri-boyzz37372 жыл бұрын
Nice...
@mdmahamudhasan7931 Жыл бұрын
ইসলাম একমাত্র সঠিক জীবন ব্যাবস্থা
@mdujjaltalukder82582 жыл бұрын
আমাদের এখান এই জাতি মানুষ বসবাস করে আমাদের সাথে চলা ফেরা করে কিন্তু বিয়ে করে ওরা বউয়ের বাড়ি চলে যা এদের মন খুব ভালো
@prodipdhali24232 жыл бұрын
It's very common in Meghalaya, India (specially in Khashi society).
@information68562 жыл бұрын
Tara garo, khashi society But Bangladesh a.
@lovelessZislam2 жыл бұрын
Amader meghalaya State garo hills se same hoi I'm from mankachar Ami garo bhasha Jani r ami always visit in ampati meghalaya India
@LifeAndLife-j5q2 жыл бұрын
Amer nij village Onk balo laglo
@Md.alamin012 жыл бұрын
বাংলাদেশে নানান ধরনের মানুষ বসবাস করে এটা আমার অনেক ভালো লাগে।
@Gameplayvideos.2 жыл бұрын
আমিও ঘর জামাই থাকতে চাই,,🤣🤣
@abidh0962 жыл бұрын
আমাকেও ঘর জামাই থাকার একটা ব্যবস্থা করে দেন।
@saddamsworld922 жыл бұрын
ভালোই নিয়ম এদের একটা মেয়ে বিয়ে করতে পারলে তো আর চাকরি বাকরির চিন্তা করা লাগতো না।
@md.hasinurrahman96992 жыл бұрын
😂
@shifulshakil35662 жыл бұрын
ছেলে নিজে থাকে অন্যের অধীনে, ঐ ছেলের মা বাবার কি অবস্থা হবে বৃদ্ধ বয়সে?
@salauddinumar38032 жыл бұрын
ইসলামে রয়েছে সর্বোত্তম পদ্ধতি ও সমাধান যা অন্য কোন ধর্মে নেই।
@babudocumentary28352 жыл бұрын
শুভ কামনা
@miasohel2952 жыл бұрын
যার সম্পত্তির রক্ষা করতে জামাই আনতে হয় তাহলে লাভ হল কি,, ছেলেদের সম্পত্তি রক্ষা করতে বৌ আনতে হয় না 😄 যার যার কাজ তাকেই মানায়😎
@TanzirRahman2 жыл бұрын
গারোদের এই নিয়মটা অনেক মজার।
@bjbappyjengcham31222 жыл бұрын
আমি বউ নিয়ে আসছি এখনকার ছেলেরা আর জামাই যাইতে চায় না