অনেকে বলতে পারেন যে স্যার এখানে কেনো বিষম বাহু বা হেরন্স ফর্মূলা ব্যাবহার করা হয় নি? উত্তর টা হচ্ছে ভিডিও তে যে জমিটি দেখেছেন তা হচ্ছে পরিপূর্ণ আয়তাকার এর কাছাকাছি। অর্থাৎ এক বাহুর সাথে অন্য বাহু এর ব্যাবধান খুবই সামান্য। দৈর্ঘ্য ৪০ এবং অন্য দৈর্ঘ্য প্রায় ৩৯ ফুট। প্রস্থ ৩৩.১৭ ফুট ও ৩৩.১৭ ফুট। আর কোণগুলো ও সমকোণ বা ৯০° এর কাছাকাছি এই রকম জমিতে হেরন্স ফর্মূলা তে জমির পরিমাণ যা আসবে এবং আয়তাকার বা গড় পদ্ধতি তে সেম একই আসবে। কেউ সমালোচনা করতে চাইলে গঠনমূলক আলোচনা বা সমালচনা করবেন। নেতিবাচক মনোভাব বা কমেন্ট করলে পরবর্তী ভিডিও দিতে অনূৎসাহিত হবো।
@arifrahaman72344 жыл бұрын
আমি কিন্তু কোনো নেতিবাচক সমালোচনা বা মনোভাব এখানে প্রকাশ করিনি এবং করতেও চাই না। আপনাকে শিক্ষক বলে মানি। যেহেতু আগের ভিডিওগুলো তে আপনি নিজেই ব্যক্ত করেছেন যে গড় পদ্ধতি একটি ভুল প্রথা সেজন্যই আমার এমন মন্তব্য। একজন ছাত্র যেভাবে শিক্ষক কে প্রশ্ন করে; আমি সেভাবেই মন্তব্য করছি। অন্য কোনো অভিপ্রায় যে আমার নেই সেটা আমার বিগত কমেন্ট দেখেই বুঝতে পারবেন। আমার মন্তব্য গুলো একজন ছাত্রের মন্তব্য বা সমালোচনা হিসেবে নেওয়ার অনুরোধ করছি। আশা করি বোঝাতে পেরেছি আমার মনের কথা। দয়া করে ভুল বুঝবেন না। পাশে আছি। এগিয়ে নিয়ে চলুন আমাদের। অনেক ধন্যবাদ। অস্সালামলাইকুম🙏
@bdlandsurveyor80674 жыл бұрын
জনাব, আপনাকে উদ্দেশ্যে করে কথাটা বলি নি। আপনাকে আমার ছাত্র এর মত মনে করি। কিন্তু অনেকেই আছেন যারা প্রতিটি ভিডিও তে নেতিবাচক মনোভাব বা কমেন্ট করে থাকে। আর জমি বন্টন পদ্ধতি নিয়ে অনেকেই আমার পদ্ধতির সমালোচনা করে আগে পড়ে। যেটা আমার কাছে খুবই খারাপ লাগে। এ সমস্ত কন্টেন্ট উপকারের জন্য ই বানানো হয়। কিন্তু অনেকের কমেন্টে ব্যাথিত হতে হয়। আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আপনি, এস এম শরিফ, একে সাহা, লিমন ফকির, সুবেদ আলী, মহসিন মিয়া, কামরুজ্জামান, কে কে ইন্টারন্যাশনাল সহ আরও অনেক কে পছন্দ করি । আপনারা নিয়মিত কমেন্ট করেন এতে আমি বেশী করে অনুপ্রাণিত হয় । কিন্তু অনেকেই আছেন যারা ইচ্ছে করে নেতিবাচক কমেন্ট করে আপনি রিসেন্ট কয়েকটি ভিডিও বা পোস্ট এর কমেন্ট দেখলে বুঝতে পারবেন। তবে খারাপ টা লাগে কারণ আমি সবার কমেন্ট পড়ি। সময় পেলে সবার আগে কমেন্ট পড়তে চলে আসি।
@toyubullah32294 жыл бұрын
Nindukera ninda korbei asobe kan dewar dorkar nai,,,,,, amra apnar pase aci and thakte cai. Apne agia jan.
@arifrahaman72344 жыл бұрын
@@bdlandsurveyor8067 নতুন ভিডিও দেওয়ার অনুরোধ করছি।
@user-tasnimagrodairy3 жыл бұрын
সমালোচক থাকবেই ভাই,, এভাবেই এগিয়ে যেতে হবে,,,আল্লাহ আপনার সহায় হোন।
@kamrulislambadal63984 жыл бұрын
হাজার সমালোচনার মাঝে যে তার কাজ সঠিক ভাবে করে যায় সেই হচ্ছে একজন প্রকৃত কর্মী।আপনি এগিয়ে যান আমি আপনার পাশে আছি।
@md.kamruzzamankonok31334 жыл бұрын
ধন্যবাদ ওস্তাদ খুব উপকারী দিক
@eshosopnocuy77154 жыл бұрын
Onk onk upokrito holam dada...onk onk valo lagce khub valo bujyte paren. thnks
@mdbayazidjakir6436 Жыл бұрын
ধন্যবাদ ভাই সহজভাবে উপস্থাপন করার জন্য।
@bdlandsurveyor8067 Жыл бұрын
আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ! ভূমি বিষয়ক বিভিন্ন প্রয়োজনেঃ- আমাদের হোয়াটসঅ্যাপ/ইমু নম্বরটিতে মেসেজ করতে পারেন- 01811-811182
@kafiluddin3742 жыл бұрын
আপনার ভিডিওটা অনেক ভালো লাগলো বুঝতে অনেকটা সহজ লাগে
@sarkarmyeaseen8132 жыл бұрын
ভিডিও টা অসাধারাণ হয়ছে তাছাড়া আমার জন্য অনেক সহায়ক ভূমিকা পালন করবে
@dolankantibarua53154 жыл бұрын
অভিনন্দন স্যার, গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করার জন্য জন্য....
@farshednewaz6204 жыл бұрын
স্যার খুব সুন্দর শিক্ষনীয় ভিডিও। ধন্যবাদ।
@arifrahaman72344 жыл бұрын
আপনার কাছে অনুরোধ যে 100% সঠিকভাবে মাপটাই সবসময় দেখান; বা যেভাবে মাপা উচিত সেভাবেই। যেহেতু আপনি আগেই বলেছেন যে গড় পদ্ধতিতে কখনোই মাপা উচিত নয়, এটা ভুল পদ্ধতি, তো সেকারণেই এই অনুরোধ আপনি যেভাবে ফিল্ডে মেপে থাকেন, আমাদেরও সেভাবেই সেখান। যেহেতু আমরা আপনাদের অনুসরণকারী। অনেক ধন্যবাদ এভাবে শেখানোর জন্য। অস্সালামালাইকুম
@bdlandsurveyor80674 жыл бұрын
জি। গড় পদ্ধতি সঠিক না তবে বিডিওটিতে যেরকম জমি পেয়েছেন বাস্তবে এমন জমি পেলে গড় পদ্ধতি ও হেরন্স ফর্মূলা তে কাছাকাছি রেজাল্ট আসবে
@arifrahaman72344 жыл бұрын
@@bdlandsurveyor8067 জি বুঝলাম। ধন্যবাদ
@ajoychandroroy87304 ай бұрын
ভাই, আপনার ভিডিও গুলো আমার খুব ভালো লাগে, জটিল জটিল ভাগ বন্টন দেখান
@AmerulSk-ru6uv4 ай бұрын
khub sundor hoyeche sir ami India thake dekhchhi aro agiye jan dada
@ahmedsiddiquee8352 жыл бұрын
ধন্যবাদ ভাই।এইভাবে ভিডিও আপলোড করবেন
@landmmeasurement39054 жыл бұрын
Sir খুব ভাল ও সঠিক হয়েছে আর 2 inch =0.166
@eimuahamed6705 Жыл бұрын
অসংখ্য ধন্যবাদ সারোয়ার আলম ভাই
@pathanaliakbarbd87103 жыл бұрын
ঠিকাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই।
@gaanguitar7374 жыл бұрын
এটা খুব ভালো লাগলো। পরের পর্বের অপেক্ষায় আছি।
@annihilationgameplaybd70163 жыл бұрын
অনেক ভালো লাগলো
@jainulabidin29044 жыл бұрын
সালামালাইকুম স্যার, খুবই সুন্দর ভিড়িও দিয়েচেন ধন্যবাদ।
@sumitmaiti9783 Жыл бұрын
Very nice.....👍👍
@sowatali50362 жыл бұрын
Khub sundr
@quaziabulbasar11634 жыл бұрын
Thank you, Next video sir!
@ibnanis54293 жыл бұрын
আসসালামুয়ালাইকুম। ধন্যবাদ স্যার । আরো পর্ব আশা করছি।
@isaac1233874 жыл бұрын
You are doing wonderful job for me as beginner of learning land measurement. Keep going!
@mbmasud49754 жыл бұрын
Thank you sir very nice
@mdmottalebhossenshadin9532 жыл бұрын
Thank you so much Sir.♥U.
@theexplainerbd.10904 жыл бұрын
interesting cilo... thank u Sir.
@BashirAhmed-dz7qx4 жыл бұрын
Sir aponak onk onk dnnobad
@mayeenmozumder15532 жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে..........
@habibchannel75208 ай бұрын
প্লিজ স্যার আপনি বেশি বেশি সরজমিন ভিডিও দিয়েন সবাই উপকৃত হবে এবং আপনি ফেইসবুক পেইজে আপলোড দিলেও ভাল হবে, ইনশাআল্লাহ
@bdlandsurveyor80678 ай бұрын
ধন্যবাদ
@habibchannel75208 ай бұрын
@@bdlandsurveyor8067 রিমন ভাইয়ের জমি মাপার সরজমিনের ভিডিও দিলে অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ।।
@isaac1233874 жыл бұрын
Waiting for the next video on land partition....
@MdKhokon-xp3in7 ай бұрын
Nice
@sharifhossain24254 жыл бұрын
ধন্যবাদ, স্যার!
@kaziraju6783 жыл бұрын
Sir donnobd & salam
@Rashidul7974 жыл бұрын
অসাধারণ
@pulakendubhattacharya77294 жыл бұрын
Good calculation
@kamrulislambadal63984 жыл бұрын
স্যার আপনি যে ফিতা দিয়ে জমি পরিমাপ করেন সে ফিতা নিয়ে একটি ভিডিও তৈরী করেন,ফিতা সম্পকে আমাদের বিশুদ্ধ একটি ধারনা দেন।ধন্যবাদ
@mdziaulislam10252 жыл бұрын
nice
@abrarsujoyrahman29462 жыл бұрын
অনেক উপকার হল বাকা জমি করতন করার ভিডিও চাই
@MdKhokon-ji9oy4 жыл бұрын
Sir, Thanks a lot for this video. In future , Discuss Low of cosine in manually please , sir.
@bdlandsurveyor80674 жыл бұрын
আচ্ছা ঠিক আছে
@rahman24live554 жыл бұрын
Thanks
@abmruhulaminakanda88594 жыл бұрын
ভাই, পর্ব নম্বরগুলো নতুন করে দেওয়াতে আপনার ভিডিওগুলো পেতে সমস্যা হতে পারে। বিশেষত অনেকে অনেক ভিডিও মিস করতে পারে। যেমন পর্ব-৪৫ এর পর পর্ব-৪৬ এরপর পর্ব-৪৭ আসবে বলে আমরা মনে করি। সেক্ষেত্রে পর্ব মিসের কোন সম্ভাবনা নাই। কিন্তু হঠাৎই যদি বন্টননামা পর্ব-১ কিংবা নকশার প্রকারভেদ পর্ব-১ ইত্যাদি দেন তাহলে কোনটা কত পর্বে শেষ হলো তাই বুঝা যাবে না।আশাকরি ব্যাপারটা সংক্ষেপে বুঝাতে পেরেছি।
@mdsolayman22683 ай бұрын
বণ্টনের জন্য দৈর্ঘ্যর পরিমাপ:(দুইপাশের ব্যবধান ÷মোট জমি)×ভাগকৃত অংশ ফলাফল যত হবে তার সাথে ছোট দৈর্ঘ্য যোগ করলেই বের হবে। এবং প্রস্থের সুএ:(বন্টনকৃত অংশ×শতাংশ)÷দুইপাশে দৈর্ঘের অর্ধেক
@likenilakas4 жыл бұрын
আমি আগে দেখতেছি
@bdlandsurveyor80674 жыл бұрын
❤❤❤
@didarhossain25233 жыл бұрын
ধন্যবাদ স্যার🥰
@didarulalam7094 Жыл бұрын
নাইস
@bdlandsurveyor8067 Жыл бұрын
আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ! ভূমি বিষয়ক বিভিন্ন প্রয়োজনেঃ- আমাদের হোয়াটসঅ্যাপ/ইমু নম্বরটিতে মেসেজ করতে পারেন- 01811-811182
@mahfuzshah81 Жыл бұрын
স্যার আপনার ব্যাবহিত ক্যাল্কুলেটর টা কি আপনারা সরবরাহ করেন?দাম কত?
@bdlandsurveyor8067 Жыл бұрын
আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ! ভূমি বিষয়ক বিভিন্ন প্রয়োজনেঃ- আমাদের হোয়াটসঅ্যাপ/ইমু নম্বরটিতে মেসেজ করতে পারেন- 01811-811182
@gaanguitar7373 жыл бұрын
জমি বন্টনের মাত্র ২ টি পর্ব করেছেন। আরো হবে কি?
@mohammadsohid92214 ай бұрын
Thanks you
@biplabghosh10849 ай бұрын
Sir 8 katha mane 16 desimal korbo kon dike koto nile hobe
একটি ভিডিও বানাতে অনকে কষ্ট করতে হয় তারপর এখন স্যারের খুব কাজের চাপ আমরা কেউ যেন অনৈতিক কথা না বলি আসুন আমরা স্যারের নিকট থেকে কিছু শিখি ধন্যবাদ সবাইকে
@bdlandsurveyor80674 жыл бұрын
❤❤❤
@asiksorder27212 жыл бұрын
স্যার ৫১ ফুটের সাইডে কত ফুট পাবে এবং৷ ৪৭ ফুটে কত ফুট পবে সেইটার একটা ভিডিও করে দেখাবেন।
@its-muddasirOfficial Жыл бұрын
Sir মোট ক্ষেত্রফল কত? আর3 শতক বের করার পর বাকি জমি পরিমান কত?
@bdlandsurveyor8067 Жыл бұрын
আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ! ভূমি বিষয়ক বিভিন্ন প্রয়োজনেঃ- আমাদের হোয়াটসঅ্যাপ/ইমু নম্বরটিতে মেসেজ করতে পারেন- 01811-811182
@alaminhossain18162 жыл бұрын
Map a na mepe wide ber korte hobe
@riazsk37554 жыл бұрын
আমি এ্রিভুজ কোথায় বানাবো ।নকসায় না কোথায় একটু ভালো করে ভিডিও করে বলবেন প্লিজ ভাই ।খাতায় অঙ্কন করলে হবেনাতো।একটা ভিডিও করবেন আপনার ছোট ভাইএর জন্য
@user-tasnimagrodairy3 жыл бұрын
ভাইয়া, এভাবে যতবার এভারেজ নিব, ততবার কমবেশি হয় বা হবে,,,সেক্ষেত্রে কতবার এভারেজ করবো
@mahmudhossan6670Ай бұрын
আসসালামুয়ালাইকুম ভাই দৈর্ঘ্যের দিক দিয়ে ইঞ্চি কে গুণ করলেন আর প্রস্থের দিক দিয়ে ভাগ করলেন ব্যাপারটা বুঝলাম না
@robiul9960 Жыл бұрын
ভাই আসলে আপনি অনেক গুলি হিসাব কারনে আমি বুঝতে পারিনি আসলে আমি তিন সতাং জমি কেনেছি কিন্তুু আমি হিসাব বুঝিনা লমবা কত ফিট এবং খাট কত ফিট দয়া করে জানাবেন
@bdlandsurveyor8067 Жыл бұрын
আমিনশিপ ১ম ভিডিও দেখতে হবে আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ! ভূমি বিষয়ক বিভিন্ন প্রয়োজনেঃ- আমাদের হোয়াটসঅ্যাপ/ইমু নম্বরটিতে মেসেজ করতে পারেন- 01811-811182
@delwarhossain59594 жыл бұрын
SIR 3 JONER MODDE JOMI BONTONER VIDIO DEKHAN DOIRGO 119'101AND PROSTO 26' 39
@isaac1233874 жыл бұрын
How to calculate diagonal of a irregular rectangle? I know diagonal of a rectangle is calculated as a square+ b square = c square. Will be glad to hear from you in this. Thank you, sir.
@smsharif45224 жыл бұрын
👉👉👉👉 guru's.a খতিয়ারের হিস্যা কিভাবে বাহির করবো এটার মধ্যে তো মোট জমির পরিমাণ দেওয়া আছে অংশ কলামে আলাদা করে যার যার অংশ দেওয়া নেই। এখানে তো কড়া ক্রান্তি তিলের হিসাব থাকে না মোট জমি থাকে এটা কি আপডেট ভাবে বাহির করা যায়। এনি একটি ভিডিও চাই গুরু।
@remon24912 жыл бұрын
৪০ টা কই থেকে আসলো,,বল্লে বুজতে পারতাম
@jabbarkazi95442 жыл бұрын
টোটাল দৈর্ঘ্য ৪৭ ফিট বাই ৫০ ফিটের যেইটা আছে এটা অনুপাত করে দিলে একটু ব্যবধানের দিক হবে কারণ হল যে যদি মনে করেন বলে যে ৪৭ ফিট অনুপাতে নিতে হবে ৫১ ফিট অনুপাতে নিতে হবে সেই বিষয়টা একটু ক্লিয়ার করে দিলে সবচাইতে ভালো হয় এক সাইডে বেশি আছে এক সাইডে কম আছে এটা একটু ক্লিয়ার করে দেবেন অনুরোধ করছি
@mdfaruk-eo7fm4 жыл бұрын
ধন্যবাদ
@sadiproy85514 жыл бұрын
স্যার জমি পরিমাপের জন্য লাইসেন্স কতটা জরুরি?
@MAMamun-m9j2 ай бұрын
❤❤❤❤❤
@sirazulislam85162 жыл бұрын
দুই মৌজার বাডারে জমি কী ভাবে পরিমান কর বো
@mdkhalidhossain56423 жыл бұрын
6 কোনা জমি কিভাবে ভাগ করতে হয় কত দিয়ে সুরু করতে হয়
@mdfaruk-eo7fm4 жыл бұрын
ভাই । আমার একটি প্রশ্ন আমার দাদার জমির দলিল ব্যাংকে জমা দিয়ে আমার ভাই কিছু টাকার লোন আনে। দশ বছর পরে দাদার জমি টি নিলাম হয়ে যায়। আমার আব্বা নিলামকৃত জমির নিলাম কিনে আনে। দুই বছর পরে জমি টি আমার কাছে আমার আব্বা বিক্রী করে দেয় এখন কথা হলো ব্যাংকের টাকা কে দিবে অথবা ব্যাংকের দলিল কি বাদ হয়ে গেছে কি না ব্যাংক কি আমারে কোন বিপদে ফেলতে পারবে কি না জানাবেন
@bdlandsurveyor80674 жыл бұрын
না।
@mdkarim86904 жыл бұрын
দাদা আমার কিছু জানার আছে দয়া করে উত্তর টি দেওয়ার চেষ্টা করিয়েন ধরেন আমাদের জমির পরিমাণ 203শতক 1মা 8ছেলে 1মেয়ে তবে কে কত টুকু অংশের পাবে
@rabiuddinskrabiuddin35474 жыл бұрын
Moja note EKTA video korben
@amfurniture92113 ай бұрын
ব্যাকা বা গোল জমি বন্টন করে দেখান
@rahimbahadur75703 жыл бұрын
চমৎকার তবে আপনার ফোন নাম্বার প্রয়োজন।
@mrb74204 жыл бұрын
সারে আট শতাংশ জায়গা কি দুই ভাগে ভাগ করব
@professorking94099 ай бұрын
স্যার আবার ভিডিও দিন প্লিজ
@bdlandsurveyor80678 ай бұрын
ইনশাল্লা
@riazsk37554 жыл бұрын
অবশ্যই করবেন
@dkgurujigamer69413 жыл бұрын
Treebhuj jomi ke tin vage vag koro
@safikamalseikh13843 жыл бұрын
5 এর উপরে আসন্ন মান হিসাবে 1 যোগ করতে পারি।
@Rayhanahmed974 жыл бұрын
দৈর্ঘ ৯০ প্রস্থ ৩৪ ফুট হলে ৪ ছেলে ৩ মেয়ে কত ফুট করে পাবে?
@JahidHasan-yo6if3 жыл бұрын
স্যার,আপনি বরনীয় ইতিহাস হয়ে থাকবেন জমি জমার শিক্ষাবিদ হিসেবে।
@AmirulIslamEmam22 күн бұрын
স্যার এক শতাংশ থেকে ১পোয়া শতাংশ বে করুন দেখি
@AbdulmominMomin-v7r Жыл бұрын
ভাই কেমোনআছেন জমি হ20,40সোতাংস আচ্ছা20ডিসিমাল বুজলামকিন্ত40সতাংসোবুজিনা এটা একটুজানাবেন
@bdlandsurveyor8067 Жыл бұрын
আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ! ভূমি বিষয়ক বিভিন্ন প্রয়োজনেঃ- আমাদের হোয়াটসঅ্যাপ/ইমু নম্বরটিতে মেসেজ করতে পারেন- 01811-811182
@mahmudhossan6670Ай бұрын
ভাই 67 ইঞ্চি কে 12 দিয়ে গুণ করলেন 8 ইঞ্চি কে 12 দিয়ে ভাগ করলেন কেন
@mdfaruk-eo7fm4 жыл бұрын
ধারাবাহিক ভাবে করবেন ভাই
@md.abulhasnat88104 жыл бұрын
জমি থেকে কিছু অংশ পৃথক প ব'-2 দেক্তে পারচি না।
@kamrulislambadal63984 жыл бұрын
স্যার জমির পরিমান ২৬৩৬ এখন উনি গভীরতা করবে ছয় ফুট নয় inc এখন কিভাবে পূরন করবো ৬.৯, ৬.০৯
@bdlandsurveyor80674 жыл бұрын
৬.৭৫
@superman-dq7hn2 жыл бұрын
ভূল সূত্র দিয়ে ভূল শিক্ষা দিতেছেন। সঠিক সূত্র হল ,১শতক=৪৩২বগফুট ।
@YasinMia-du1kc6 ай бұрын
আপনার জেলা কোন জায়গায়
@buddhadebpan23334 жыл бұрын
দাদা আধুনিক অঙ্ক করুন
@monshiebdsabbirmonshie92174 жыл бұрын
hi
@mdshaidul58394 жыл бұрын
স্যার আপনার ফোন নাম্বারটা দিলে আমার ভালো হয়।আমি কুড়িগ্রাম থেকে বলছি
@md.shahinranashahinrana94032 жыл бұрын
৪০ কেনো
@sabumia51352 жыл бұрын
আসসালামু আলাইকুম স্যার। আপনাকে অনুরোধ করছি জমি মাপার জন্য সঠিক নকশা গুলি দিয়ে মানুষকে সঠিক সহযোগিতা করবেন। আশা রাখি।