আব্দুল আলীমের গান কভার করলে আমাদের অনুমতি লাগবে - নুরজাহান আলীম | Nurjahan Alim | NewsgLifestyle

  Рет қаралды 709,129

Newsg Lifestyle

Newsg Lifestyle

Күн бұрын

Пікірлер
@abubakkar1995
@abubakkar1995 3 жыл бұрын
নুরজাহান আলীম ম্যাডামের শুভ কামনা রইলো,, খুবই ভালো লাগলো ওনার কথা গুলি
@MdHabiburRahman-co8zz
@MdHabiburRahman-co8zz 4 жыл бұрын
আমার সবচেয়ে প্রিয় শিল্পী আব্দুল আলিম। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। সেই সঙ্গে নুরজাহান আলীসহ তার সকল সন্তান-সন্ততিকে পিতার ঐতিহ্য ধরে রাখার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
@bdexplorer2942
@bdexplorer2942 Жыл бұрын
আমার জীবনের সেরা শিল্পী আব্দুল আলিম,অনন্তকাল বেঁচে থাকবে মানুষের মাঝে।
@SahidulIslam-gp3kz
@SahidulIslam-gp3kz 3 ай бұрын
L
@f.u.barbhuiya6061
@f.u.barbhuiya6061 4 жыл бұрын
আমি আব্দুল আলীমের একজন ভক্ত ও অনুরক্ত। এই পৃথিবীতে আব্দুল আলিমের বিকল্প কেবল আব্দুল আলীম নিজেই। যাইহোক, নূরজাহান আলীমকে ধন্যবাদ না জানিয়ে কি পারি! ভারতে এই মহান শিল্পীর স্মৃতি সংস্থা গড়ে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছি।
@sakinabegam488
@sakinabegam488 3 жыл бұрын
আবদুল আলীম এর রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
@sushilchowdhury4320
@sushilchowdhury4320 4 жыл бұрын
আমার পূর্ব পাকিস্তানে জন্ম।এবং স্বাধীনতার পর বাংলাদেশে ছিলাম।তাই আব্দুল আলিম আমার এবং আমার বাবার খুব প্রিয় শিল্পী।বাবার মাধ্যমে আব্দুল আলিমকে চেনা।তাঁকে শ্রদ্ধা করা উচিত সবার।এবং তাঁর গান গাওয়ার আগে তাঁকে ভালো করে জানা দরকার।তবেই তাঁর সম্মন্ধে বলতে পারা যাবে। আর এই সিদ্ধান্তের আমি সমর্থন করি।
@RaihanAli-qy4ye
@RaihanAli-qy4ye 7 ай бұрын
আমার প্রিয় শিল্পী আব্দুল আলীম।তার গান আমার হৃদয় কে বিগলিত করে। সারাদিন সারারাত গান শুনেও তৃপ্তি মেটে না।মনে হয় ইউটিউবে আরো আব্দুল আলীমের গান খুঁজে পাবো। গুগললে সার্চ দি মনে হয় নতুন গান পাবো কিন্তু পায় না।৮০ দশকে তখন রেডিও তে গান হতো।নানী-দাদীরা বলত আজ রাত ১০.০০টায় আব্দুল আলীমের গান হবে উঠানে পাটি বিছিয়ে সবাই গান শুনত।আর বলত আহা কি মধুর সুর আহা কি মধুর কথা আছো হৃদয়ে গেঁথে আছে "বধুর বাড়ী মধুপুর"পিনজিরার পাখির মত উইড়া যাইয়া তারে আমি দেখি"। বাংলা সাহিত্যে আর এরকম আব্দুল আলীম পাবো না।
@altabuddinmolla6775
@altabuddinmolla6775 4 жыл бұрын
এই মহান শিল্পীর কাজ আমাদের মন ভরিয়ে দেয় আল্লাহ তাকে খমা করেন এবং জান্নাত দান করেন আমিন
@alamgirsardarsardar7590
@alamgirsardarsardar7590 4 жыл бұрын
আমিতো আব্দুল আলীম স্যারের গান মাঝে মাঝে করে থাকি,অসম্ভব সুন্দর গেয়েছেন স্যার, এমন ক্লাসিকাল এবং দরদী কন্ঠ এখনও পর্যন্ত আমি আমার দেশের শিল্পীর ভীতরে পায়নি,,,,,,,,লালনগীতি ও গেয়েছেন ম্যাডাম।
@shofiqulazam1841
@shofiqulazam1841 4 жыл бұрын
আব্দুল আলীমের মত এমন একজন শিল্পী পেতে বাঙালি জাতিকে আরো হাজার বছর অপেক্ষা করতে হবে। আব্দুল আলীমের গান আমার কানে প্রবেশ করলে আমি আনমনা হয়ে যাই কি যে মধুর সুধা আল্লাহ উনার গলায় দিয়েছিলেন। আমাদের দুর্ভাগ্য উনাকে অকালে হারিয়েছি,আল্লাহ আব্দুল আলীমকে বেহেশত নসীব করুন।।
@layaknurul5381
@layaknurul5381 4 жыл бұрын
আমার জন্মের আগে এই কিংবদন্তি পৃথিবী থেকে বিদেয় নিয়েছেন। এই প্রজন্মের হয়েও আমার কাছে অসাধারণ লাগে আব্দুল আলিমের গান। উনারদের গান সংরক্ষণ করা উচিৎ। পরিচিত করা উচিৎ।
@ratanbaedday7636
@ratanbaedday7636 4 жыл бұрын
আব্দুল হালিম আমার ব্যক্তিগত আমার হৃদয়ের স্থানে যেন অফুরন্ত শিহরণ জাগানো সুর বেঁজে উঠে - যখন তাহার কন্ঠে গাওয়া গান কানে আসে - আরো একটা শিল্পীর গান এত যে ভালো লাগে নিনা হামিদ - এই দুই জনের মধ্যে সৃষ্টি কর্তার মহিমা তাদের কন্ঠে বেন্দে দিয়েছে। যতই শুনি ততই মনে হয় জগতের পর জগৎ ঘুরে বেড়াইতেছি ক্লান্ত হয়না মন।তবে একটা কথা না বলে পাচ্ছি না ওনার গান ওনি ছাড়া আর কারো কন্ঠে ভালো লাগে না।
@md.salahuddin6784
@md.salahuddin6784 2 жыл бұрын
নীনা হামিদ এর বাসা আমাদের এলাকায়।
@MdFaruk-nq1ie
@MdFaruk-nq1ie 3 жыл бұрын
সারাজীবন আবদুল আলিম বেঁচে থাকবে মানুষের মাঝে
@স্বপ্নীলসুন্দর
@স্বপ্নীলসুন্দর 4 жыл бұрын
আঃ আলিমকে জাতিয় শিল্পি হিসাবে শিকৃতি দেওয়ার জন্য সরকারের কাছে সকলের আবেদন করা উচিৎ !
@gsmukherjee7437
@gsmukherjee7437 4 жыл бұрын
Abdul Alim originally from Murshidabad of West Bengal and was an artist at Akashvani, Kolkata. The word Akashvani was created by Bushwa kabi Gurudev Rabindranath Thakur. Such an appropriate word "Akashvani" available in Bengali language and its equivalent word is probably will not be available in other languages ! "Moder garab moder aasha, A mori Bangla Bhasa" ! We wonder "is What is the necessity to use Arab words in place of Bangla words" !?
@alifhossainmiddya6339
@alifhossainmiddya6339 4 жыл бұрын
Jodi bola hoi pollgiti jonmo dea gacha akasbani hmv record abbusuddin ahamed kochbihar bolorampur .pollgiti somrat. Ter kontha ja sa song tolata traf. Pollgiti ph.d post west Bengal .nazrul ,jasimuddin nija bola gacha silpi abbusus abbsi.aktu history pora bollen please.ai book amr kacha acha 1944 abbusuddin life my history. Page number 34 line number 8.
@gsmukherjee7437
@gsmukherjee7437 4 жыл бұрын
@@alifhossainmiddya6339 So many many good artists, Shachin Dev Barman, Safi Mondal, Abbasuddin, Amar Pal, Nirmalendu Chaudhury, Prahllad Brahmachari, GostoGopal Das ....
@halimmusic413
@halimmusic413 4 жыл бұрын
ওনার গান পছন্দ করতেন আমার আব্বা ।তাই শখ করে আমার নাম রেখেছেন আবদুল আলীম ।সুদূর আমেরিকায় এসেও আমি আবদুল আলীম এর গান গাই বিভিন্ন জায়গায় ।
@gramennazrul11
@gramennazrul11 2 жыл бұрын
আবদুল আলিম আর হবে না, আল্লাহ যেন এই মহান শিল্পীকে বেহেস্ত দান করেন, আমিন
@mdisra9763
@mdisra9763 Жыл бұрын
একজন কিংবদন্তি শিল্পী আবদুল আলিম
@wealthcreation2-p5h
@wealthcreation2-p5h 3 жыл бұрын
ওস্তাদ আব্দুল আলীম সাহেবের গান আমার দাদা শুনতেন,আমার বাবা শুনতেন।গত দশ বছর থেকে প্রতি রাতে আব্দুল আলীম সাহেবের গান শুনে ঘুমাই।আহ্ কী আহ্লাদ গান গুলোর মাঝে।যেন হাজার বছরের বাংলাকে উনার গানে পেয়েছি।আল্লাহ উনাকে বেহেশত দান করুন, আমিন।
@kazimdhelaluddin2768
@kazimdhelaluddin2768 Жыл бұрын
May Allah grant Jannatul ferdous for The Legendary Islamic singer of Abdul Alim… Ameen.
@MominMia-h1f
@MominMia-h1f 3 ай бұрын
Must will.be say ❤❤❤😢
@dipakkumardas1103
@dipakkumardas1103 2 жыл бұрын
অনেক ভালো লাগলো উনার বিডিও গান দেখে। ভালো থাকুন পরপারে দাদা শুভকামনা রইল আপনার জন্য।
@Karimganjtower
@Karimganjtower 3 жыл бұрын
আমি ইণ্ডিয়া থেকে কমেন্ট লিখলাম । ছোট বেলায় আমার বড়ো আব্বার পুরনো রেডিও থেকে বাংলাদেশ বেতার ঢাকা / বাংলাদেশ বেতার সিলেট এবং কুমিল্লা প্রেরন কেন্দ্র থেকে আব্দুল আলিম চাচার এই গান গুলা শুনতাম আর গাইতাম । এখন বুঝতে পারছি এই গানগুলোর অর্থ । আল্লাহ উনাকে বেহেশ্ত নসিব করো আমিন। উনি কতো সালে মারা যান ?
@fokrulsylhet2173
@fokrulsylhet2173 2 жыл бұрын
1974
@akmunni8602
@akmunni8602 Жыл бұрын
আব্দুল আলীম আপনার বাবা হতে পারেন কিন্তু যখন দেশের মানুষের ভালোবাসায় আব্দুল আলীম হলেন, তখন তিনি সবার। আপনারা ছয় ভাইবোন, অনুমতি কার কাছ থেকে নিতে হবে! অথবা যিনি অনুমতি নিলেন কিন্তু একদমই সুরে গাইলেন না,তখন কি অবস্থা হবে! বরং যারা কভার করছে বা গাইছে তাদের ভুল থাকলে বলেন,শুধরে দিন অথবা স্বরলিপি বের করুন।আমাদের দেশের আবু বকর সিদ্দিক ভাই হলো আব্দুল আলীম এর ভাব শিষ্য। তিনি যখন গান করেন তখন চোখ বন্ধ করে শুনবেন। আমরা আব্দুল আলীমকে অন্তরে ধারণ করি,তার গান কন্ঠে তুলতে চেষ্টা করি। তাঁর মত গাইতে আমরা কেন আপনারাও পারবেন না। তিনি তার উপমা।আজীবন তার গান গাইবো।ভুল টুকু ক্ষমা করবেন।
@KN-gt6zd
@KN-gt6zd 4 жыл бұрын
আব্দুল আলীম , তুলনা শুধুই আব্দুল আলীম।
@AbulKalam-lf3in
@AbulKalam-lf3in 2 жыл бұрын
আমার জীবনে একজনই শিল্পী তিনি হলেন আব্দুল আলিম। ঠিক সন্ধায় মাগরিবের আযান হবে, এমন সময় দেখি বনানী কবরস্থানে প্রথম সারিতে মরহুম শিল্পী আব্দুল আলিমের কবর। দাড়িয়ে গেলাম শিয়রের কাছে, প্রাণ ভরে দোয়া করলাম আর নিজেকে বড় ভাগ্যবান মনে করলাম। আমার মন খারাপ হলেই আমি আব্দুল আলিমের গান শুনি। গান তো নয় যেন নসিহত, ওয়াজ।
@abdullatif874
@abdullatif874 4 жыл бұрын
আমি আব্দুল আলিমের গান খুব ভালবাসি। উনার গানগুলো আমার খুব পছন্দ।
@mdshahjahan656
@mdshahjahan656 2 жыл бұрын
গ্রামের বাড়ীতে ছোট বেলায় (১৯৬৭)আমার মান্নান কাকার একটি রেডিও ছিল। সে রেডিওতে যখন আব্দুল আলিমের গান হতো তখন সকলে সে গান শোনার জন্য উদগ্রীব হয়ে পড়তো। আব্দুল আলিম লোক সংগীত এর সম্রাট। আজকে জানলাম আব্দল আলিমের তিন পুত্র চার কন্যা। এক বোন এর গান শুনি কিন্তু বাকী তিন বোনের গান শুনতে চাই। আব্দুল আলিম বাংলার মানুষের মাঝে আছে, থাকবে।
@shakermasum2410
@shakermasum2410 8 ай бұрын
আব্দুল আলীম সাহেবের গান আমি প্রতিদিনই শুনি।আমার জীবনের অংশ হয়ে গেছে উনার গান।শ্রদ্ধেয় কানাইলাল শীল এর সুরে লেখা গান গুলো সেরা❤
@mdshadad4424
@mdshadad4424 4 жыл бұрын
আমার।পিয়।শিলপি।আবদু আলিম
@ashadashad5629
@ashadashad5629 4 жыл бұрын
আবদূল আলীম মত গায়ক আর একটা পাওয়া যাবেনা আমি ছোটবেলা থেকে শুনে আসছি
@mzamanmintu3694
@mzamanmintu3694 2 жыл бұрын
বিনম্র শ্রদ্ধা জানাই। আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তার গান গুলো শুনতে ভালো লাগে ।
@nantufokir8502
@nantufokir8502 4 жыл бұрын
আপনার জন্য শুভকামনা রইল।
@mdmoslem2303
@mdmoslem2303 4 жыл бұрын
, শিল্পী আব্দুল আলীমের গান আমি এখনো শুনি
@NazrulIslam-fe9qs
@NazrulIslam-fe9qs 4 жыл бұрын
আব্দুল আলিম তোমাদের একার নয়,সারা বাংলার মানুষ।আব্দুল আলিমের যত গান আছে অডিও ও ভিডিও একটা পেইজে ছেড়ে দাও।
@kazimdhelaluddin2768
@kazimdhelaluddin2768 8 ай бұрын
Abdul Alim was the best legendary singer of the world. That’s 100% truth. May Allah grant Jannatul ferdous for him.. Ameen. Ameen. Ameen.
@tahersongvlogs
@tahersongvlogs Жыл бұрын
কথা গুলো বলার জন্য অসংখ্য ধন্যবাদ আপু
@kamrulislam6292
@kamrulislam6292 4 жыл бұрын
আপু আপনার বাবার জন্য নামায পরে দোয়া করবেন। আপনার বাবা জেন বেহেশত নসিব করেন আমিন । এর মতো গুনি শিল্পী আর আশবে না তাঁর জন্য দোয়া থাকবে অবিরাম??আমি কাতার থেকে দেখেছি শুনছি তাঁর গান।
@Ehauqe
@Ehauqe Жыл бұрын
নুরজাহান আলীমের সুন্দরের কাছে, বাংলাদেশের অনেক নায়িকাই ফেল।
@AliAkbar-uu4kv
@AliAkbar-uu4kv Жыл бұрын
আব্দুল আলীম মৃত্যুবরন করেন ১৯৭৪ সালে। সে বছর ভাদ্র মাসে বাংলাদেশে ব্যাপক বন্যা হয়েছিল। আমি তখন ক্লাস থ্রি - এ পড়ি। বন্যা শুরুর প্রাক্কালে একদিন বিকালে আমার এক চাচাতো ভাই আমার বড় ভাইকে বললেন শিল্পী আব্দুল আলীম মারা গেছেন। তাঁদের কথোপকথন মনোরোগ দিয়ে শুনছিলাম। সেদিন থেকেই কেন জানি আব্দুল আলীম আমার প্রিয় শিল্পী। পরবর্তীতে তাঁর গান রেডিওতে কতবার শুনেছি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
@maladas5880
@maladas5880 Жыл бұрын
ছোটবেলা উনার গান কত শুনেছি।আমার খুব প্রিয় শিল্পী।
@mdbadsa7629
@mdbadsa7629 4 жыл бұрын
আব্দুল আলীম আমার প্রাণ প্রিয় শীল্পী
@RafiqulIslam-ez3bl
@RafiqulIslam-ez3bl 3 жыл бұрын
আমার প্রিয় শিল্পি।দোঁয়া রইলো।
@freedom2423
@freedom2423 4 жыл бұрын
গান কারো পৈতৃক সম্পত্তি বলে অাখড়ে রাখা যায় না।কারন প্রতিভা সবার মাঝে বিদ্যমান থাকেনা।তবে মুল্যায়ন দেয়া দরকার
@hasanahmed-xe2dh
@hasanahmed-xe2dh 4 жыл бұрын
আব্দুলকে,তো,জাতিও,সম্মান,পদক,পাওার,দরকার
@AnsarAli-sx1sr
@AnsarAli-sx1sr 4 жыл бұрын
Oshadaron sroddeo Abdul alim ar ganer akti archive thakle khub e valo hoto next generation ar jonno
@lukmankhan4544
@lukmankhan4544 5 жыл бұрын
আপু আপনার বাবার জন্য দোয়া রইলো তাকে যেনো বেহেস্তবাসি বাসি করেন আমিন।
@abulkalamkashim7759
@abulkalamkashim7759 5 жыл бұрын
Lukman Khan He was a great person and a singer his song are very nice voice to good to explain thanks
@dr.manzurahmed1652
@dr.manzurahmed1652 4 жыл бұрын
Apu salute to you.My dignity of respects to your family.I am a great fan of your father.Inspite of a physician If I free always listen your Father's Songs.May Allah bless you & your family. Your family has tremendous contribution for the country. .
@tyubctg6076
@tyubctg6076 2 жыл бұрын
আবদুল আলিম চিরকাল বেছে থাকবে
@fakhrolshaji53
@fakhrolshaji53 4 жыл бұрын
পর্দা করো এবং গান ছেরে দাও ও বাবার জন্য আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করো।ওনার মাগফিরাত কামনা করো।বাজনার সাথে গান হারাম। তাই ইসলামিক মাইন্টের গান গাও। তোমাদের সুরটা তখন আল্লাহর কাছে রহমত হিসেবে থাকবে। আমিন।
@latifabanusugandhi4746
@latifabanusugandhi4746 4 жыл бұрын
পর্দার উপদেশ দেওয়া ছাড়া আপনার আর কোনো কাজ নেই? আপনার পর্দা আপ
@arifinrazib5823
@arifinrazib5823 4 жыл бұрын
আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করেন।
@channelft6011
@channelft6011 4 жыл бұрын
আপনাদের অনুমতি নিতে নিতে একসময় হারিয়ে যাবে আবদুল আলীম৷
@MdMamun-ow9vk
@MdMamun-ow9vk 2 жыл бұрын
এই উদ্দোগকে স্বাগত জানাই।
@mukthizcreation
@mukthizcreation 3 жыл бұрын
তোমার অবগতির জন্য জানাচ্ছি, আব্দুল আলীম স্যার যখন রেডিও বা টিভি স্টুডিও বা কোন সুরকারের সাথে বসে গান শিখতেন, আলীম স্যার, স্থায়ী সুর শুনেই বলে দিতেন অন্তরা কেমন হবে? বলতেন এ রকম হবে না? সব সুরকার অবাক হয়ে যেতেন। একটি গান কখনোই আমাদের মত বহুবার শুনে মুখস্ত করা বা বার বার প্রাক্টিস করার অভ্যেস ছিল না আলীম স্যারের। আল্লাহর বিশেষ রহমত ছিল তাঁর উপর, তিনি সহজেই যে কোন গান অতি অল্প সময়ের মধ্যেই সুর তাল লয় এবং গানের কথা মুখস্থ হয়ে যেতো। জীবনে বহুবার তাকে দেখেছি, তাঁর গান সরাসরি টিভিতে সামনে দাঁড়িয়ে গাইতে দেখে অবাক হয়েছি। তখন আমি সবে মাত্র নতুন শিল্পী হিসেবে রেডিও টিভিতে সুযোগ পেয়েছি। আল্লাহ তাকে বেহেস্ত নসীব করুন। তোমরা চাইলে আমি তাঁর গান গুলো ধরে রাখার জন্য রিমিক্স করতে চাই। আমার নিজস্ব বাসায় হোম স্টুডিও করেছি। আমাকে এ কাজ গুলো করার ক্ষেত্রে তোমরা সহযোগিতা করবে আশা করি। গান তোমরাই গাইবে। কেবল আমাকে অনুমতি দাও। একটু আধুনিক মিউজিক কম্পোজিশন করে আরো সুন্দর করে করার ইচ্ছে ব্যক্ত করছি। ভালো থেকো সবাই।
@foridulislam1138
@foridulislam1138 4 жыл бұрын
We are Indian, Excellent Abdul Alim
@PKTTV848
@PKTTV848 3 жыл бұрын
আল্লাহ্ সবাইকে ভালো রাখুন। --আমিন
@mdbelayethossain2493
@mdbelayethossain2493 2 жыл бұрын
আমার প্রিয় একজন শিল্পী।
@abulkalam7092
@abulkalam7092 3 жыл бұрын
আব্দুল আলিমের গান অনেক অনেক ভালো গান
@ezazrouf5383
@ezazrouf5383 11 ай бұрын
এত বড় একজন শিল্পীকে আমরা কতটুকুই সন্মান দিতে পেরেছি? ভাবলে অনেক কষ্ট হয়।
@subashkantibaruanepal5913
@subashkantibaruanepal5913 4 жыл бұрын
হ্যাঁ, ঠিকই বলেছেন। ইদানীং অনেকের ক্ষেত্রে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে যে, গানের মুল শিল্পীর প্রতি কৃতজ্ঞতাবোধ তো দুরে থাক, এমনকি গান পরিবেশনের আগে মুল শিল্পীর নাম পর্যন্ত প্রকাশ করতে দ্বিধাবোধ করেন। এমন মানসিকতা কেন তৈরি হচ্ছে তা বোধগম্য নয়।
@tajrulislam7614
@tajrulislam7614 4 жыл бұрын
A.Alim is for us all.He is an asset for the nation.May Allah bless him and all of his family members .
@srcsmncz5535
@srcsmncz5535 4 жыл бұрын
আবদুল আলিম হলো জগতের সেরা । ও তো ভাটি য়ালি গানের জন্ম দাতা।
@mohammedmoslehuddin1505
@mohammedmoslehuddin1505 4 жыл бұрын
আসলে আপনারা অনেক দেরী করে ফেলেছেন, আপনারা আব্দুল আলীমের গানগুলি আরো অনেক আগেই organize করা উচিত ছিল । আমরা মনে করতাম মনে হয় আব্দুল আলীমে এমন কোন সুযোগ্য সন্তান-সন্ততী ছিল না , যারা আব্দুল আলীমের গানগুলি সংরক্ষন করবে এবং own করবে । আজ আমি এবং আমরা সবায় আশ্বস্ত হলাম নূরজাহান আলীমের মুখ থেকে শুনে তারা বেঁচে আছে , তারা আসলেই যোগ্য কাজটিই করছেন ।
@rezabdchannel9622
@rezabdchannel9622 4 жыл бұрын
,মন ছঁুয়ে যাও২া গানে আপনার বাবা একজন্ অনন্য পরিধির মানুষ। আমরা কিশোরগঞ্জের মানুষ চেয়েছিলাম আবদুল আলীমের কোনো প্রজন্ম যদি এখানে আসতো, তাহলে তবে এই প্রয়াত শিল্পী আবার নতুন করে জাগ্রত হতো। নতুন করে আপনকর আব্বাকে জানতে পারতাম। অনেক বিশ্বাসঘাতক শিল্পী আছে যারা আপনার আব্বার নাম উচ্চারণ করে না। আমরা সেই অবস্থার পরিবর্তন করতে চাই। ~~~~~~~~~~শুভেচ্ছান্তে, ভোরের আলো সাহিত্য আসর কিশোরগঞ্জ।
@khanwahid3029
@khanwahid3029 3 ай бұрын
বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন গায়ক মরহুম আব্দুল আলিম
@nurrahmanbhuyan5044
@nurrahmanbhuyan5044 15 күн бұрын
Thanks for your informations We resided in aboard, We love him so much.
@mimleather7519
@mimleather7519 4 жыл бұрын
ABDUL AALIM WAS A GREAT SINGER, ALL OVER THE WORLD. THANKS TO ALL OF HIS FAMILY MEMBERS. MANY THANKS. MAY AALLAW GIVE HIM HEAVEN.
@monikaislambangladesh205
@monikaislambangladesh205 3 жыл бұрын
অনেকেই আছেন যারা আব্দুল আলিমের ভক্ত ভালো বেসে গান গাইতেই পারে তার গান আমার ও অনেক ভালো লাগে
@subashkantibaruanepal5913
@subashkantibaruanepal5913 4 жыл бұрын
Endless regards & respect to our greatest singer Late Abdul Alim. He will alive among us. Thanks to Nurjahan Alim for take essential effort.
@hasinaakhtar772
@hasinaakhtar772 3 жыл бұрын
I love Alim songs always singing and leasing
@studiomonalisa9622
@studiomonalisa9622 2 жыл бұрын
অসাধারন
@traveladventure1818
@traveladventure1818 4 жыл бұрын
উনার প্রতি শ্রদ্ধা
@gsmukherjee7437
@gsmukherjee7437 4 жыл бұрын
Good. Abdul Alim had a melifluous voice of his own, so distinct and original - that is great. Thanks to his daughter that during speaking she used the Bangla words like Baba, Ma. This is the spirit by which Bangladeshis can maintain the purity of the great Bengali language.
@LiveFootball-kz1lv
@LiveFootball-kz1lv 4 жыл бұрын
*
@HabiburSheikhGoddda
@HabiburSheikhGoddda 11 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mdjobayare
@mdjobayare 4 жыл бұрын
দোয়া করি ভালো থাকেন
@MdAlamgir-o7b
@MdAlamgir-o7b Ай бұрын
ও বন্ধুরে চোখের জলে নদী ভাসে নদী বাঁশি রে বন্ধু চোখের জলে নদী ভাসে সেই নদীতে উড়ছে ঝর আলম পাগলে তালাশ কর আব্দুল আলিম ছিল যাযাবর প্রান বন্ধুরে আব্দুল আলিম ছিল যাযাবর কারন সে নিজের জ্ঞানী নিজে লিখেছে বিনা খাঁটি কুলি ছিল এজন্য আমি গান মিলাতে গিয়ে যাযাবর বলেছি
@md.razzaktalukdar5759
@md.razzaktalukdar5759 4 жыл бұрын
বাংলার সেরা গান আমার আব্দুল আলিমের গান আমার বয়স এখন 32 বছর আমার নাম মোঃ মমিন আমার তার গান অনেক ভালো লাগে
@bayzidmunshibayzidmohammed3754
@bayzidmunshibayzidmohammed3754 Жыл бұрын
Endless respect ❤
@AamirKhan-jh4xu
@AamirKhan-jh4xu 3 жыл бұрын
I love Abdul aleem & l like songs.
@eunusmolla1914
@eunusmolla1914 8 ай бұрын
আপনি আপনার জায়গা থেকে আগাইয়া যান সাথে আছি
@foridulislam1138
@foridulislam1138 4 жыл бұрын
We are Indian, Excellent Abdul Slim,
@sadmansajjat4737
@sadmansajjat4737 3 жыл бұрын
আব্দুল আলিম মুর্শিদাবাদের মানুষ
@mahiir2424
@mahiir2424 4 жыл бұрын
আমরা পুরাতন দিনের মানুষ। এখনো আব্দুল আলিম আমাদের কাছে পল্লিগীতিতে অদ্বিতীয় । আব্দুল আলিম কি জাতীয় শিল্পি নয়?
@mdkorim1080
@mdkorim1080 4 жыл бұрын
অবশ্যই
@sadekalee7675
@sadekalee7675 9 ай бұрын
আব্দুল আলীম আমার প্রিয় শিল্পী আমি যখন কাঁদিতে পড়ি তখন আমি তালিবপুর গিয়েছিলাম তার ভিটা দেখার জন্য
@nurmohammad8735
@nurmohammad8735 2 жыл бұрын
কখন রেডিওতে আব্দুল আলীমের গান হবে জানার পর ২/৩ মাইল দুরে যেখানে রেডিও আছে সেখানে অনেক আগে গিয়ে বসে থাকতাম !তারপর গান শুনে গলায় সে গান গুন গুন করে গাইতে গাইতে বাড়ী ফিরতাম ! এখন শুনি ভাল লাগে ! নতুন শিল্পীরা উনার ধারে কাছেও যেতে পারছে না !
@abulkashem8705
@abulkashem8705 4 жыл бұрын
আমি পদ্না নদী পাড়ি দিব মওলাজির নাম লইয়া।-প্রয়াত মরমী কন্ঠ শিল্পি আব্দুল আলীম।
@ezalshsk6731
@ezalshsk6731 Жыл бұрын
আব্দুল আলীমের মতো শিল্পী আর কোন দিন হবে নি।
@mdsukkor9284
@mdsukkor9284 4 жыл бұрын
যে যতই রকমের গায় তবে আমার দিলে লাগে না অন্যরা গাইলে আমার কাছে বিরকত লাগে আমার প্রানপ্রিয় মরমি আবদুল আলিম আমি মনে করি এখনও বেচে আছে ওনার সবটি গান আমিও গাইতে পারি ওনার গানের ইতিহাস হয়ে থাকবে
@SkForidForid-ry4yi
@SkForidForid-ry4yi 2 ай бұрын
আবদুল আলীম, এনডুকিশোর,বশির আহমেদ সংগীত দুনিয়ায় এদের অবদান অবিস্মরণীয়।।।
@gfbanglamedia9505
@gfbanglamedia9505 3 жыл бұрын
ধন্যবাদ আপনাদের
@nuddin2023
@nuddin2023 4 жыл бұрын
My favourite singer Abdul Alim shaheb from uk
@nowshadkhan2192
@nowshadkhan2192 4 жыл бұрын
Very nice good job
@thmallik
@thmallik 4 жыл бұрын
RESPECT.. TRY TO COLLECT ALL OF HIS SONGS..
@tofazzalhossain6156
@tofazzalhossain6156 3 жыл бұрын
My favourite singer
@durbin6574
@durbin6574 Жыл бұрын
AKS.আবদুল আলিমের মত শিল্পী বাংলায় আর হবে না। এই গুনী শিল্পীকে আরো সন্মান করা উচিত ছিল । নুর জাহান আলীম অততানত সুন্দর। আবদুল আলিমের চেহারার সাথে অনেক মিল রয়েছে। সরকারের উচিত আবদুল আলিমের পরিবারকে আরো সন্মান করা। পতিটি টিভিতে সপ্তাহে একবার আবদুল আলিমের গান পচার করার জন্য আইন করা উচিত।আবদুল আলিমের গান গুলো রাষ্ট্রীয় ভাবে সংরক্ষণ করা উচিত।পরিবারের গান গুলো নিয়ে বই করে চাপানোর উদোগ কে সাগত জানাই।
@dmriponbai7649
@dmriponbai7649 4 жыл бұрын
একদম রাইট কথা
@লোকমানহেকিম-থ৭ঝ
@লোকমানহেকিম-থ৭ঝ 4 жыл бұрын
বোন এগিয়ে যাও
@JoynalMia-j9s
@JoynalMia-j9s 2 ай бұрын
নুরজাহান আলী কথাগুলি সঠিক কারণ যে গান গুলি আব্দুল আলীমের সেগুলি আব্দুল আলিমের ৷ নাম নেওয়া উচিত
@abdulkarim9707
@abdulkarim9707 4 жыл бұрын
Amin abdul alimerneomito surya ami apna de shathe ki bhabhe joga jog korbo ami delhi theke bolder amar nam allah sayyad abdul karim
@abdurrahim-rz4ig
@abdurrahim-rz4ig 3 жыл бұрын
Excellent
@mdmoslem2303
@mdmoslem2303 4 жыл бұрын
নুরজাহান আলিম আম্মাজান আমি তোমার কথায় একমত
@NazrulIslam-nu4yy
@NazrulIslam-nu4yy 4 жыл бұрын
Very good and nices that not another person mr abdul alim
@mukthizcreation
@mukthizcreation 3 жыл бұрын
কত কস্টদায়ক কথা যে বাবার স্নেহ পাইনি।
@TamannaAfrose-n6b
@TamannaAfrose-n6b 5 ай бұрын
Allah bless you a, alim
@humyrazaman5928
@humyrazaman5928 4 жыл бұрын
Thanks you are dughter of abdul alim/
@mdaslam9841
@mdaslam9841 4 жыл бұрын
কমেন্স লিখে লেখা ষেষ করা যাবেনা,আমার সব চাইতে প্রিয় শিল্পী, আল্লাহ্ যেন ওনাকে জান্নাত বাসী করে, আপনারা যেমন আপনাদের বাবা কে ভালো বাসেন,আমিও এই মরমী শিল্পীকে অন্তর থেকে কতটা ভালো বাসী সুধু আমিই জানি।
@samirdhar6397
@samirdhar6397 2 ай бұрын
এক বিস্ময়কর দরদভরা সুরেলা কন্ঠের অধিকারী ছিলেন আবদুল আলীম। ভাবুন, তখনও রেকর্ডিং ততটা উন্নত নয়, তেমন যন্ত্র সহযোগিতা নেই, ডিজিটাল রেকর্ডিং তো কল্পনার বাইরে। অথচ কী অবলীলায় উদাত্ত কন্ঠে তিনি গেয়ে গেছেন কালজয়ী সব গান। একটাই অনুরোধ আপা-র কাছে। গানগুলো যাঁরাই গাইবেন মেহেরবানি করে একটু সুরে গাইবেন । আমরা কৃতার্থ থাকবো।
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
আব্দুল আলীম
1:11:38
Motivated Inspired
Рет қаралды 2,5 МЛН
Tomaro Lagiya Re Sodai
6:10
Nina Hamid - Topic
Рет қаралды 523 М.