🔥এসএসসি এবং এইচএসসিতে বাণিজ্য বিভাগে পড়াশুনা করলে ভবিষ্যতে কি কি করা যেতে পারে🔥 ব্যবসা শিক্ষা থেকে ছেলে মেয়েরা মুলত বিবিএ/এমবিএ পড়তে চায় বিবিএ হলো চার বছর মেয়াদী সন্মান ডিগ্রি। ব্যবসায় শিক্ষায় উচ্চতর ডিগ্রি অর্জনের প্রথম সোপান হলো বিবিএ বা Bachelor of Business Administration. আমাদের দেশে সরকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা, রাজশাহী, কুষ্টিয়া, চট্রগ্রাম, খুলনা, জাহাঙ্গীরনগর, শাহজালাল বিশ্ববিদ্যালয়সহ নবগঠিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে বিবিএ পড়ানো হয়। ইতোমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে সম্প্রতি এই কোর্স চালু হয়েছে। তাছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় সবগুলোতোই বিবিএ পড়ানো হয়। বিবিএ’র কারিকুলাম এমনভাবে ডিজাইন করা হয় যাতে ব্যবসায় শিক্ষার পাশাপাশি একজন শিক্ষর্থী বিজ্ঞান, মানবিক, সামাজিক বিজ্ঞান প্রভৃতি বিষয়ে অল্পবিস্তর জ্ঞান লাভ করতে পারে। বিবিএ তে বিভিন্ন বিষয়ে (Major) প্রধান বিষয় রয়েছে। সেগুলো হলো: ১. মার্কেটিং ২. হিসাব বিজ্ঞান ৩. ফিন্যান্স ও ব্যাংকিং ৪. ব্যবস্থাপনা ৫. হিউম্যান রিসোর্স ব্যবস্থাপনা ৬. ম্যানেজমেন্ট ইনফরমেশন সিসটেম প্রভৃতি কোন বিষয়ের উপর বেশী চাহিদা সেটা online থেকে একটু research করে জেনে নিতে পারবেন। এবং এটা সময়ের সাথে পরিবর্তন হয়ে থাকে । তাও বর্তমান এ ধরা হয় যে সবচেয়ে টপের দিকে আছে - মার্কেটিং এবং ফিন্যান্স ও ব্যাংকিং। international market এ professional accountant বা হিসাব বিজ্ঞান এর অনেক চাহিদা রয়েছে। Management বা ব্যবস্থাপনা ও আছে। আজকাল বিশেশ করে short courses এর জন্য, বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোতে হিউম্যান রিসোর্স ব্যবস্থাপনা বা HRM এর পড়াশোনা কে বেশ প্রাধান্য দেয়া হচ্ছে। কারন কোম্পানি গুলো বুঝতে পারছে, মানবসম্পদ ই সবচেয়ে বড় এবং এর সঠিক ব্যবস্থাপনা , planning এবং policy এর দরকার রয়েছে। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিসটেম বা MIS বেশ জনপ্রিয় চাকরির বাজারে বিবিএ (মার্কেটিং, ব্যাংকিং ফিন্যান্স, একাউন্টিং,ম্যানেজমেন্ট,) ডিগ্রি লাভ করার পর কোন শিক্ষার্থী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা অন্য কোন বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়াশুনা করতে পারেন। বিবিএ ডিগ্রি অর্জন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অধিভুক্ত যে কোন বিষয়ে এমবিএ করার সুযোগ রয়েছে। তবে এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেতে হয়। দেশে ব্যবসায় প্রশাসনে অধ্যয়নের জন্য পাইওনিয়র প্রতিষ্ঠান হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ। একজন শিক্ষার্থী যে কোন বিষয়ে স্নাতক পাশ করার পর এখানে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেতে পারে। তবে আইবিএতে ভর্তি পরীক্ষা একটু ব্যতিক্রম। ইংরেজি, গণিত ও জ্যামিতিতে ভাল দখল থাকলে এখানে চান্স পাওয়া সম্ভব। আইবিএ থেকে অর্জিত ডিগ্রির মান দেশে অবস্থিত অন্য যে কোন বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত এমবিএ ডিগ্রির চেয়ে নিঃসন্দেহে অনেক বেশি। তাই দেশের অন্য যে কোন বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করার পরও কোন শিক্ষার্থী যদি এখান থেকে এমবিএ ডিগ্রি অর্জন করতে পারেন তবে এটা তার জন্য অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছড়াও রাজশাহী, খুলনা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইবিএ’র অনুরূপ স্বতন্ত্র এমবিএ পড়ার সুযোগ রয়েছে। তবে এক্ষেত্রেও আইবিএ স্টাইলেই ভর্তি পরীক্ষা দিতে হয়। এমফিল, পিএইচডি ও পোস্ট ডক্টরাল ডিগ্রিঃ এমবিএ ডিগ্রি অর্জন করার পর একজন শিক্ষার্থী আরও উচ্চতর ডিগ্রির জন্য গবেষণামূলক কাজ করতে পারে। এক্ষেত্রে তিনটি ধাপ রয়েছে। সেগুলো হলো-এমফিল, পিএইচডি এবং পোস্ট ডক্টরাল ডিগ্রি। এমবিএ ডিগ্রি অর্জন করার পর সর্বপ্রথম দুই বছর মেয়াদী এমফিল কোর্সের জন্য ভর্তি হয়। অবশ্য সরাসরি তিন বছর মেয়াদী পিএইচডি প্রোগ্রামেও ভর্তি হওয়া যায়। সেক্ষেত্রে কলেজ/ বিশ্ববিদ্যালয় পর্যায়ে কমপক্ষে দুই বছরের শিক্ষাকতাসহ আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশনা থাকতে হবে। উল্লেখ্য এমফিল ও পিএইচডি গবেষণা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয় হতে নিয়মিত (মাসিক/বাৎসরিক) বৃত্তি/অর্থ প্রদান করা হয় কোন কোন ক্ষেত্রে। ঢাকা, রাজশাহী, চট্রগ্রামসহ দেশের প্রায় সকল সরকারি বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি করার সুযোগ রয়েছে। পিএইচডি ডিগ্রি অর্জনের পর একজন গবেষক হওয়ার ইচ্ছে করলে দেশের বাইরে পোস্ট ডক্টরাল গবেষণা করতে পারেন। কেননা আমাদের দেশে পোস্ট ডক্টরাল গবেষণার ব্যবস্থা নেই।👍
@AllinOne-tf3wo6 жыл бұрын
Tnx a lot vhaia.ভাইয়া আমি তিতুমীরে ম্যানেজমেন্ট ১ম পছন্দ দিয়েছি সেটাই এসেছে।ভাইয়া আমার গনিত করতে বোর লাগে তাই এটা নিয়েছি। এখন একটা দ্বিধার মধ্যে আছি যেটা হলো"বর্তমান এবং ভবিষ্যতের আলোকে সর্বাধিক চাহিদা,উচ্চপদস্থ এবং স্যালারিমূলক বিষয় কোনটি ম্যানেজমেন্ট নাকি মার্কেটিং?? দয়াকরে রিকমেন্ট করবেন (ভাই আামার)
@tasnimjannat63616 жыл бұрын
@@AllinOne-tf3wo menegmant ar marketing 2 tare demand royece tobe seta depend Kore apnar nijer profession ar opor ,, ,, apni kon profession bece niben setar opor depend Kore menegmant ,marketing 2 tai valo,,,ar amaro 1st choice menegmant ,,amio titumir college ar student
@AllinOne-tf3wo6 жыл бұрын
@@tasnimjannat6361 "TNX a lot #VHAIA" আমরা আপনাকে সব সময় পাশে চাই"😍😍😍😍"
@mdbodrulalom49895 жыл бұрын
Bro science o top 5 subject nam bolben
@siamhossain8415 жыл бұрын
এতদিন জানতাম মানবিক থেকে বিজ্ঞান বা ব্যবসায় শিক্ষা শাখায় যাওয়া যায় না। কিন্তু ইংরেজি বইয়ের সিভিতে দেখলাম BSS ( Bachelor of Social Science) এর পর MBA (Master of Business Administration) করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, তাহলে কি BA বা BSS পাস করেও MBA করা যাবে? রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করার পরে কি মার্কেটিং এ MBA করা যাবে?
@md.bidyuth64415 жыл бұрын
ইসলামিক দৃষ্টিকোণ কে সামনে রেখে আলোচনা করার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে
@Something_important_for_you Жыл бұрын
ম্যানেজমেন্ট নিয়ে যদি পড়া হয় তাহলে কী সুদ থেকে দূরে থাকা যায় ?
@ismailhosan3271 Жыл бұрын
@@Something_important_for_youotaaa Institute er upor depend kore. Ekhon to sob jaygay ultapalta taka... But bank hocche 100% najayesh islamic dristy kone that's why oni eita bolse
@Dilkhurshida3 ай бұрын
Right Alhamdulillah
@ahmadrafe91345 жыл бұрын
সুদের ব্যাপার টা বলার জন্য ধন্যবাদ
@AbdullahAl26-z8u5 жыл бұрын
আর কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার জন্য " Never Eat Alone " বইটা আমি সাজেস্ট করব। অসাধারণ একটা বই।
@ferdoussanto33726 жыл бұрын
Thanks ব্যাংকের সুধ সম্পর্কে ওপেন বলার জন্য
@bebrainer6 жыл бұрын
আসসালামু আলাইকুম। এইটাই বাস্তবতা, শিক্ষার্থী রা বাস্তবতা জেনেই ক্যারিয়ার পছন্দ করলে পরে আর আফসোস করতে হবে ন। 👌
@ashikahmed794 жыл бұрын
অনেক ধন্যবাদ ভাই, সুদ নিয়ে সবাই বলার সাহস পায় না। সাবস্ক্রাইব করলাম
@jannatulferdous745 жыл бұрын
ভাইয়া ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে একটা ভিডিও বানাবেন প্লিজ.. আর টপ ১০ টা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এর ধারনা সহ বিদেশে চাকুরি বিষয় আলাচনা করবেন প্লিজ
@anika.tahseeen5 жыл бұрын
jannatul ferdous kon college ??
@mdimranhussen99063 жыл бұрын
Islamic dristikun take bolar jonno donnobad
@nazmulhossain81852 жыл бұрын
ধন্যবাদ ভাই আপনার কথাগুলো ভাল ছিল
@fardinafarha61252 жыл бұрын
islamic dik ta tule dhorar jnno onek dhonnobad
@mdlokmanhossain97175 жыл бұрын
ধন্যবাদ ভাইয়া অনেক কিছু জানতে পারলাম। আমি ম্যানেজমেন্ট পেয়েছি। দোয়া করবেন ❤️
@mdtanmoy59776 жыл бұрын
ম্যানেজমেন্ট আমার সাবজেক্ট।আরো ভাল লাগলো ভাইয়ার মুখে সাবজেক্টটা ভালো এই কথাটা শুনে 😍😍😍😍
@bebrainer6 жыл бұрын
@misspurple45186 жыл бұрын
Vaiya Ami DU affiliated 7 clg e management paise ....Ami management niye pora Sona korle ki rokom job Pete pari and ei subject niye ki C.A korte parbo ??
@affanhridip5 жыл бұрын
Ami du 7 college e management portasi
@irfanrhidoy70605 жыл бұрын
Vai..management a ki math ase? Ami math a onek weak.. BBA newa ki amar uchit hobe??
@kazifahmid58605 жыл бұрын
Irfan Rhidoy amio same dude management e kono math nai may b because eta maximum theory. Amio math pari na Ami inter 1st year er student management amar favorite subject
@SajjadSdp975 жыл бұрын
May Allah Bless You Bro😍😍
@mosabbirhasanbkash-ui3ho2 ай бұрын
ধন্যবাদ, ভাইয়া।বুঝিয়ে বলার জন্য।
@kawsarhossainshohan21203 жыл бұрын
Valo laglo...shudh er bishoy ta nished korsen🤗💗🥰
@mdtohiduzzamanneyon59257 ай бұрын
সুদের বিষয়ে বলার জন্য ধন্যবাদ
@jubayerdewaan55265 жыл бұрын
ভাই ডিগ্রি করতে চাইতেছি,জব করার পাশা পাশি,বিজ্ঞান বিভাগ থেকে BBS করতে চাইতাছি, এর উপরে কিছু বলে বা বুঝিয়ে একটা রিভিউ চাইছি, আশা করি পাবো 🙂
@ferdoussiddiquesaymon22046 жыл бұрын
আপনার ভিডিও গুলো আমাদের জন্য খুব উপকারী।গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়টি নিয়ে বিভিউ দিলে খুব ভালো হতো।আর সেটা যদি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে হয় তাহলে আসলে কতটুকু মূল্যায়ন হতে পারে এই বিষয়ে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে মতামত চাইছি।দয়া করে মোটিভেশনাল ফাকা বুলি না দিয়ে বাস্তবতা কেমন সেটা যানতে আগ্রহী। যেহেতু এটা ক্যারিয়ারের বিষয়। ধন্যবাদ
@differentsoul7866 жыл бұрын
Onek upokar holo vaiya video ta theke...Ami o HSC science theke pass korsi,,,BBA te admit hoisi...dowa koiren..
@md.ismailhossainabid41703 жыл бұрын
রেস্পেক্ট বেড়ে গেলো। ইসলামি দৃষ্টিকোন থেকে কথা বলেছেন তাই৷ আল্লাহ আপনাদের বরকত দান করুক আমিন।
@meherafrojfarhana88934 жыл бұрын
In sha allah Accounting niye vabchi
@Abir_Hossain111Ай бұрын
ইসলামী দিয়ে আলোচনার জন্য লাইক করলাম
@mdfajlarabby39425 жыл бұрын
Kotha gula onek sundor laglo
@MehediHasan-dq1cx3 жыл бұрын
Amr background science silo,unfortunately honours a ase science er subject pai nai,amr subject Finance and Banking, Atar jonno ami first kubi depression a thaktam,but akn valo lage,cz Finance subject ta onek ta physics er moto,rule mone rakle Math kora khubi simple,, 🙃🙃
@mdyeamin8255 жыл бұрын
Mashallah thanks vai for your information
@AminulIslam-cn1sp6 жыл бұрын
স্যার 'ল' আর 'ইকোনমিকস' এর রিভিউ চাই। বিশেষ করে স্কলারশিপ আর রিসার্চ ফিল্ড সম্পর্কে জানতে চাই।
@bebrainer6 жыл бұрын
ইনশাআল্লাহ ভাইয়া। শীঘ্রই আসবে এই দুই জনপ্রিয় সাবজেক্ট এর ভিডিও রিভিউ। ❤
@saimonrodex8136 жыл бұрын
hae bhaiya. Amader English Economies and Law er review chai.
@shahriarmasum92195 жыл бұрын
O
@siamhossain8415 жыл бұрын
ভাইয়া Kindly (BA এবং MA) ও (BSS এবং MSS) নিয়ে একটা রিভিউ দেন।
@yesiam54492 жыл бұрын
Islamic akta fact er jonno like roilo ❤️
@MdLiton-xr3zz5 жыл бұрын
Vai marketing subject er somporke aro vistarito chai
@nothingsunfair30915 жыл бұрын
tourism and hospitality management sub er bepare details jante chacci vai...ai related kono book thakle suggest koren, jeno bujte pari j asolei vlo kicu kora possible future e 😌
@sanasana7694 жыл бұрын
na na na🤣
@gameteria3376 жыл бұрын
Hrm major neya niye and aitar future niye video up den plz
@jahidhasanjoy45055 жыл бұрын
onek valo laglo mia vi.
@HumayunKabir-wz6nn3 жыл бұрын
ফাইনালি সেকেন্ড টাইমে সায়েন্স থেকে বিবিএ ম্যানেজমেন্ট সাবজেক্ট পেলাম।আপনার ভিডিও দেখে একটু ভরসা পেলাম ভাই🥰
@md.toufiq-urrahmankobir73195 жыл бұрын
Vaiya science thaka jara Commerce a jata chai tara varsity ar janno krvaba preparation neba ai subject ta neya akta video banan... Plz vaiya...full youtube a ai concept ta clear kora khoteo deya nai....plz plz plz vaiya...
@Itzyousufbd5 жыл бұрын
amro same ques
@sathishkumar-xm7lc4 жыл бұрын
Apply for BBA Admission at Good Shepherd institutions.To know more admission details visit our website : www.gseinstitutions.org/courses/best-bba-colleges-in-bangalore
@BabuVhaai2 жыл бұрын
2:36 thank you💙❤️
@farshishohail6 жыл бұрын
At last 😌 Thank you so much ❤️
@bebrainer6 жыл бұрын
😍 Welcome bhaiya. Thanks a lot for your patience. ❤
@hiccupminions14676 жыл бұрын
Vaia,math review den.vaia,hsc jara ebar fail korse,tara porer bosor kon kon versity te aply korte parbe ba abr ki sb sbjct exam dite hobe naki faill kora gulote dilei hobe,ei related question gulor ekta videi chai.
@afsanatonny18656 жыл бұрын
just awesome. .....1 ta video te shob questions clear😇😇❤❤❤
@bebrainer6 жыл бұрын
Awww! মাশাল্লাহ। ❤
@afsanatonny18656 жыл бұрын
Ma Sha Allah.....and In Sha Allah.....doa kori admission charao shob stage er student der jonno NEURON + chanel ta onk helpful hobe.......💘💘💘
@mizanur_sajid3 жыл бұрын
0:14 Entire education system in one line 😂
@harunorrashid57113 жыл бұрын
আার সাভজেক্ট ম্যানেজমেন্ট ্অনেকভালো লাগলো
@zilanjaman12566 жыл бұрын
Thanks. It was very helpful❤
@MahathirMihad-hf8fu Жыл бұрын
অনেক ধন্যবাদ
@minarrahman97626 жыл бұрын
Thank you so much for this channel ❤❤❤
@arrahim65836 жыл бұрын
ভাইয়া, মানবিক বিভাগের ভবিষৎ নিয়ে একটা রিভিউ
@mahmudulhasanjibon14866 жыл бұрын
ভাইয়া, সাইন্স থেকে যদি আর্টস এ যেতে চাই তবে কিভাবে কি করব ? প্লিজ এটা নিয়ে একটা ভিডীও করেন।আমার মনে হয় যারা বিভাগ চেঞ্জ করে তাদের বেশির ভাগই আর্টস এ আসে।আমাদের অনেক উপকার হবে।কারন ২/৩ দিনের মদ্ধেই সাব্জেক্ট চয়েছ শুরু হয়ে যাবে।
@faridahmed80495 жыл бұрын
খুব ভাল লাগলো। ধন্যবাদ আপনাকে। বিদেশ গিয়ে চাকুরী করতে হলে কোন সাবজেকটে বিবিএ করা ভাল হবে?
@saunsaun93695 жыл бұрын
Tnx vaiya ami management theke bba korchi
@mithilafarzana35522 жыл бұрын
Vaiya, public varsity te Teacher hobo ki vabe? Ekta video obboshoi obboshoi obboshoi chai apnar kase. Please vaiya please
@fariharaha65646 жыл бұрын
International relations niye ekta video banale vhalo hoy. (Video bananor aage comment er reply e kichhu suggestions diye rakhle vhalo hoy ei subjecte ta niye .)
Sir, with due respect I want to know have you ever tried your hands at marketing or not? I appreciate how you are guiding students in selecting their BBA major. But I found your information regarding marketing to some extent misleading. Being a student of marketing I can assure you that you can't do any good in this field if you don't have a strong mathematical base. The graphical presentation is a part of marketing but it doesn't cover the entire marketing thing. Suppose you need to run a promotional campaign, there you need graphical stuff but to whom will you show it, how effective will be your campaign, how much money do you need to run the campaign, What will be your return from that campaign all these questions need a mathematical answer to it. You can't succeed in marketing hence business if you don't take decisions on a mathematical basis. Regardless of sales and branding department, everyone needs to know mathematics. And by mathematics, I mean the knowledge of general math, higher math and statistics. But often people misinterpret marketing as just a process of promotion. And they think promotion doesn't need math. This thinking discourages them to take an interest in mathematics, later on, which makes them suffer. To them who are considering marketing as their major subject: You need to have a good mathematical base to do good in this field. If you don't have a strong mathematical base I assure you that you are going to have a hard time studying marketing. And dear host, Hope you will do your research before designing your content and guide people with more true pieces of information. Make sure you guide not misguide. #Good_luck
@sabbirbhuiyan66923 жыл бұрын
which subject is The best? Statistics or marketing? For BBA From NU. Please suggeste me sis 🖤 I'm not so bad in Mathematics... And i want to start a company...
@NusratMehjabin3 жыл бұрын
@@sabbirbhuiyan6692 Though I wasn't a student of Statistics so I can't say how stat would turn out for you and your goal but as you mentioned that you want to be an entrepreneur so I would suggest you to acquire knowledge of marketing. But please note when I say you should acquire the knowledge of marketing it doesn't mean you have to do BBA/MBA in particular. Honestly speaking NU doesn't offer any practical knowledge on marketing. If you choose to do a major in Marketing then rest assured that you will only get to learn the theoretical aspects of marketing. But it's also true that if you can implement those knowledge practically then your odds of success will increase. So, I would suggest that you may do a major in marketing, solve business cases, take part in business competition. This will help you sharpening your business management skill. Good luck.
@sabbirbhuiyan66923 жыл бұрын
@@NusratMehjabin Thanks sis For your suggest. It will be help me rest of my life. And sorry for late response, maybe i Don't get any notification of your reply from KZbin . Or something else. Now I'm admitted in a nu in Economics Department . And it’s a private nu 😪 And there have marketing Department but this is so poor. So that i decided to study in economics. But this collage maybe can't give me proper knowledge of economics. if i Don't try hard to achieve some knowledge from other site. I realize this think from previous classes of this collage. But there haven’t any option infornt of mine for admit in other University, So that sometimes i feel so bad. Is there have any platform for improve my economics and marketing knowledge? Plz tell me if you know something like that. Your advise is so important for me. I think this wil be help me in my future. Thank a lot and take love 🖤 And lastly, if you Don't mind can get your Email adress or something like that? That's will be help me a lot, for communicate with you. Pardon my mistake... Thank you.
@sleepingkitty0003 жыл бұрын
@Nusrat Mehjabin Apu I’m in a serious dilemma between finance and marketing. As i dreaded maths I don’t know which subject should I choose. What major should I go for in DU bba? Please kindly let me know your advices and experience
@NusratMehjabin3 жыл бұрын
Hi @@sleepingkitty000, I hope you are keeping well. Studying something really requires you to be interested in that particular subject/topic. Undergrad is a journey of 4 years at least, so if u don't feel interested in your course then you are surely going to hit a bumpy road. Most of the business math are quite easy if compared to engineering/physics math. So, rest assured that it won't make you uncomfortable. If u have a good basic understanding of math then business math is going to be an arresting topic for you. Now to answer your question I can't decide on behalf of you cuz I don't know about your academic strengths and weaknesses, your aspiration, your passion, your interest but you know all of them. So, it will be the best if you make the decision. But I perhaps I can help you in choosing the best alternative. For that let me share a brief about the two courses and their opportunities associated with them. Courses of finance is designed to provide you with theoretical knowledge which will enable you to access the money and financial market, it'll enable you to make well informed and better investment decision which is an integral part of every profit/non profit organisation. Other then that it emboldens you to better manage your personal finance. On the contray marketing gives you an extensive idea about business management which encompasses knowledge of product development, it's distribution and all other relevant knowledge. Now here comes the question what do you expect from life? If you want to maintain a handsome figure in your account then finance will be a very good alternative. But here comes the catch that almost all of us want to look at our bank account with an ear to ear grin. Don't go after finance if you don't enjoy being around facts and figures. A finance official's job requires him/her to be in love with facts and figures which he uses to make better investment decision. On the contrary Being in marketing profession doesn’t really require you to be in love with facts and figures ( albeit being in love with it will be an added bonus) but it definitely asks you to be creative. If you are a creative and innovative one then go for marketing. Marketing also makes your bank account look good but finance makes it look better. In sum, Before making your mind ask yourself what you want to be then decide on which road will lead you there. Analyze your strength and weaknesses, analyze the opportunities that you can avail yourself of then make your mind. I wish you a good future.
@kazijamil27456 жыл бұрын
Thnx Vaiya ♥️
@bebrainer6 жыл бұрын
Welcome brother. ❤
@fardinalam87855 жыл бұрын
ভাইয়া বিসিএসের ক্যাডার সমূহ, পোস্টিং, এবং প্রস্তুতি নিয়ে একটি ভিডিও করলে উপকৃত হতাম
@debashishroydev89246 жыл бұрын
ভাইয়া মানবিক থেকে ঢাবির IBAতে কিভাবে পরীক্ষা দেওয়া যায় এর সম্পর্কে একটা ভিডিও দিয়েন plz
@bebrainer6 жыл бұрын
Okkk Bhaiya. ❤
@fazlerabbi59036 жыл бұрын
ভাইয়া হামদর্দ এ ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন & সার্জারি এই বিভাগ এ পড়তে চাই, কেমন হবে...? ইউনানী নিয়ে একটি ভিডিও আশা করছি...! এবং এত এত ভালো ভিডিউ আমাদের উপহার দেয়ায় আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।
@realheroesstats53153 жыл бұрын
I like this video
@puresoundvibes34086 жыл бұрын
Vai Economics niya ekta review koren?
@sanasana7694 жыл бұрын
এই ভিডিও টা যদি আমি আজ থেকে ৫ বছর আগে পেতাম তাহলে আজ আমার লাইফ টা নষ্ট হয়ে যেতো না। পেলাম আজ। ভাইয়া আপনার সাথে কনটাক্ট করবো কি করে?
@rithihossain77645 жыл бұрын
What should I choose management or marketing as my subject? Plz say.
@healthylife64305 жыл бұрын
You.know better sister.
@tanimahmedzakariya39363 ай бұрын
Then which subject you chosen?
@fttanzilhasan34106 жыл бұрын
Tnx brother for kind information
@bebrainer6 жыл бұрын
❤ Thanks a lot bhaiya. 😀
@kaziasszadhossan20046 жыл бұрын
ভাইয়া((ল’)) এর ডিমান্ড বেশী না ((মার্কেটিং))
@sairinakter36156 жыл бұрын
bhaiya NU thka BBA pore DU te MBA korte chai...MBA r jonno ki dhoroner preparation neta hoy or question pattan kmn hoy a besoy ta nea jodi akta video korten onk uopkrito hotm..
@sahajadafahim12572 жыл бұрын
Finance... accounting er mdhe konta best ?
@amirhussaintufayel76804 жыл бұрын
assalamualikum vai, Food Engineerning & tea Tecnology sub niye review dile upokrito hotam
@lemon14056 жыл бұрын
Vai ..Dhaka University (ঘ) ইউনিট এর ভবিষ্যৎ কী? কোন subject basi valo future ER job ER jonno.....sob gulo jobi explain kortan...amj 19 a HSC dibo... science ER student...
@unknownone61705 жыл бұрын
Vaia butex er admission test er bisoe ekti video toiri koren.
@MdArif-yf1qj5 жыл бұрын
vaiya..... CA somondda kicu akta bolan....akta video... 🙂
@bksroy46755 жыл бұрын
ভাই management সবার সেরা subject
@mdriad30095 жыл бұрын
ভাই আমি কমার্স এর ছাত্র। আমি এখন আর কমার্স নিয়ে পড়তে চাইনা। আমি মানবিক এ পড়তে চাই । আমি বেশি ভালো ছাত্র না মানবিক এ কোন বিষয় নিয়ে পড়লে ভালো হবে????? দয়া করে আপনার কষ্ট হলে ও একটু কষ্ট করে আপনি আমাকে জানান। আমি আশা করি আপনি আমাকে সাহায্য করবেন
@emonkamruzzaman83556 жыл бұрын
Bhaiya....architecture engineering sub re upor akta episode korle khub bhalo hoto....Ami architecture engineering subject ta nite chai...but ei sub er akjon student er future development, job opportunities kmn ta somporke Jana chilo...but I found no clue about it....please....make a video about it....please brother...I'm requesting you
@bebrainer6 жыл бұрын
Emon Kamruzzaman, oborsoi bahiya I will, In sha allah. Please stay connected with us. ❤
@emonkamruzzaman83556 жыл бұрын
@@bebrainer thank you so much vhaiya.....🙌😊
@lucifar1646 жыл бұрын
architecture engineering subject na vaiya..eta B.Arch or Bechelor of Architecture not BSc in Engineeeing..Civin Engineeeing ta holo Engineering.
@emonkamruzzaman83556 жыл бұрын
@@lucifar164 you see brother...I'm totally in a misdirection right now...that is why i totally need a subject review about this subject....😢😑
@kowshikahmed3096 жыл бұрын
Thanks a lot ❤
@akterfaria6456 жыл бұрын
Vaia economics niye eivabe details vedio dile valo hoto.
@supremepower95516 жыл бұрын
Vai karigori shikkha niye ekta video chai and ekhaner CSE,EEE,ME,CE er mullo kotokani and career
@tawhidulislamtanvir82554 жыл бұрын
helpful video😍
@akhiakhter36856 жыл бұрын
Assalamualaikum vaia......vaia CA vs MBA niye acta video banaben pls... Jate amra bujhi je konta better career er jonno....ar MBA krar por ki CA kora jabe.....
@monjurrahman11056 жыл бұрын
Ha Ca kora jay MBA er poreo. Ca MBA er theke better.CA professional degree.
@naim.bangladesh6 жыл бұрын
Varsity vs subject this video was much better than it. I have a little bit confusion here you say - Math e valo hole Finance or Accounting & Math e kharap hole Management or Marketing. For your kind of Information in BBA where 8th semester & per semester 5 courses in public University so total 40 courses. Minimum 30 courses are same to all departments whatever it Fin or Acc or Mgt. So, Math e valo tai acc or fin eta thik na. Recently I completed BBA in Management & I had General math, Statistics part 1,2, Economics, Taxation, Accounting 1 2 3, Etc etc
@fahimislam6336 жыл бұрын
)l
@mdarifulislamabir34993 жыл бұрын
Bhai,Management porle extra time pawa jay tution ba part time job er jnno? Pora thik rekhe shb krle ki pressure hye jay?
@redwanhossainrisann2 жыл бұрын
you completed BBA now where are you? if you don’t mind can you share your salary?
@MRMAA-mg5zz Жыл бұрын
Science background theke bba management cover kora ki tough hoi jay?
@Ibnuls.learning.academy Жыл бұрын
@@MRMAA-mg5zzsame question
@sabbirtech24556 жыл бұрын
ভাইয়া আমি যদি HSC তে ইকোনমিক্স না নিয়ে পৌরাণীতি নেয়। আর এটা হলো আমার এডিশনাল সাবজেক্ট । কারণ আমি একজন মাদ্রাসা স্টুডেন্ট। আর মাদ্রাসায় এই দুইটা সাবজেক্ট হলো এডিশনাল সাবজেক্ট। তাহলে আমার জন্য কি কি জবের সুযোগ রয়েছে প্লিজ জানাবেন...
@md.hridoymony49925 жыл бұрын
Textile nie chai vai khob e dorkar
@sadikulmobasshir27625 жыл бұрын
ভাইয়া আমি সাইন্স এর ছাত্র।আমি এই বার এইচ এস সি উর্ত্তীন হয়েছি। আমি CA করতে চাই। সাইন্স এর ছাত্র হিসেবে কি কোন সমস্যা হবে??অনেক এ বলে CA অনেক কঠিন!!তার উপর আমি সাইন্স এর ছাত্র।
@jannatulnayeemjannatulnaye89142 жыл бұрын
math parle kora jay.onekey kore.tbe hard hbe
@kamilhassan53425 жыл бұрын
What is the difference between BBA of IBA and BBA of other public universities?
@CRISTIANO_ZIDANE_07 Жыл бұрын
Science theke BBA korte koto point dorkar
@fitofficial6510 Жыл бұрын
IBA means BBA & MBA FROM DHAKA UNIVERSITY
@kazirazan40242 жыл бұрын
Many Many thanks vaia
@shuaibupol4642 жыл бұрын
ভাইয়া আমি সাইন্স ব্যাকগ্রাউন্ড এর। ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এই দুইটা আমার ফেভারিট। এখন কনফিউশানে আছি কোনটাতে পড়লে ভালো হবে! ভাইয়া আমার উদ্যোক্তা হবার ইচ্ছা। নিজ থেকে কিছু করার ইচ্ছা ছাত্রজীবন থেকেই। এখন ব্যবসা করার জন্যে এবং কোনো কারণে ব্যাবসায় ডিফেটেড হলে সহজে চাকুরীতে ঢুকতে কোন সাব্জেক্ট টা বেস্ট হবে? ম্যানেজম্যান্ট নাকি মার্কেটিং । বিঃদ্রঃ আমি এডমিশন ক্যান্ডিডেট। পাবলিক, ন্যাশনাল যেটাই পড়ি এই দুই সাবজেক্টই আমার চয়েস
@mohammadimranhasan23816 жыл бұрын
Gha unit er aro kichu sub ee review dien. #qualityContent
@bebrainer6 жыл бұрын
In sha allah bhaiya. সামনে ঘ ইউনিট এর সাবজেক্ট গুলো নিয়ে রিভিউ বানিয়ে ফেলবো। ❤