I am Piyal Banerjee son of lyricist Pulak Bandyopadhyay. Thank you for uploading this song and beautiful presentation by Yousuf bhai.
@MusicalYousuf3 жыл бұрын
এটা আমার জন্য পরম পাওয়া। আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই ভালবাসার জন্য।।
@piyalbanerjee95573 жыл бұрын
@@MusicalYousuf Thank you Yousuf bhai, aro gan chai.
@koushikgoswami22412 жыл бұрын
@@MusicalYousuf p
@aujagamer Жыл бұрын
❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@piyalbanerjee9557 Жыл бұрын
@@aujagamer 🙏🙏🙏
@mohsinmani96322 жыл бұрын
ইউসুফ, এটি কোন সাদামাটা গান নয়। উচ্চ মার্গীয় গান; তুমি সাবলীল ভাবে গাইলে - তোমার দু:সাহস আমাকে আপ্লুত করে, স্বপ্ন দেখায়। গান নির্বাচনে তুমি রুচিশীল। তোমাদের মতো শিল্পীদের হাত ধরে বাংলা গান আরো অনেক দূর এগিয়ে যাবে এমন দুরাশা আমরা করতেই পারি। অতল ভালোবাসা।
@MusicalYousuf2 жыл бұрын
আমাকে দোয়া করবেন
@jogeshnaskar Жыл бұрын
গান শুনে নিজের ভাষা হারিয়ে ফেলেছি ।
@sukchandtudu3729 Жыл бұрын
@@MusicalYousuf lp
@starmakerglobal Жыл бұрын
Amio pari ❤ but eto valo pari na
@KeshobKar-r6d Жыл бұрын
অসাধারণ ❤
@syedashaukataramukhtar20423 жыл бұрын
তুখোড় তবলচী ও বংশীবাদকের সুপরিবেশনায় গাওয়া শিল্পীর গান চমৎকার লাগলো। যন্ত্রশিল্পীদের নাম জানতে আগ্রহী।
@MusicalYousuf3 жыл бұрын
অনেক ধন্যবাদ, তবলা বাজিয়েছেন অপুর্ব দেব, আর বাশি বাজিয়েছেন কামরুল আহমেদ।
@সরকার-ল৪ঝ3 жыл бұрын
ভাই তবলচী না বলে, তবলা বাদক শব্দটা ব্যবহার করা মনে হয় ভালো।
@goutambhowmik68213 жыл бұрын
@@সরকার-ল৪ঝ ekjon tabla shilpi hisabe tabolchi Katha ta anek sune6i...eta amaro bhalo lage na...tobe jantro shilpder bhumikar katha aneke bhule jai..ekhane tader porichoy jante chaoar janya dhanyawad
@oceanblue76793 жыл бұрын
বাঁশিতে কামরুল আহমেদ ভাই এবং তবলায় অপূর্ব দেব দাদা, সত্যিই অতুলনীয় ভূমিকা রেখেছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা🙏🌺🙏
@supriyoraha96073 жыл бұрын
হারমোনিয়াম তও ভালো বাজিয়েছেন ...ওঁর নাম .... তব্লা বাদক কেরজন্য ও বাঁশি জন্য নমস্কার থাকলো সাথে ইউসুফ দাদা কেও
@debarshiroy92742 жыл бұрын
তবলায় যিনি আছেন, তাঁকে কোটি কোটি প্রণাম। ভাষা নেই এই বাজনাকে কুর্নিশ জানানোর। 🙏🙏
@MusicalYousuf2 жыл бұрын
আন্তরিক কৃতজ্ঞতা
@Jayed-jad7 ай бұрын
তবলা সবচেয়ে বাজে হয়েছে!প্রথম দিকে তাল সুর মিলাতে পারে নাই!
@plantparent19947 ай бұрын
@@Jayed-jadভাই,আপনি মনে হয়,তবলা বাজান না, ওই জন্য কাজ গুলা বোঝেন নাই।
খুব ভালো লাগলো। অনেক ছোট বয়সে, শিল্পীর সম্মান রেখেও তাই তুমি বলছি। মঙ্গল হোক তোমার।
@MusicalYousuf4 жыл бұрын
অনেক ধন্যবাদ
@imranhossain80392 жыл бұрын
বাংলাদেশে একমাত্র আপনাকেই সংগীতকে ধারণ করতে দেখেছি। দরদী আপনার জন্য শুভকামনা 💛
@jayantaray16113 жыл бұрын
সত্যি এতো সুন্দর কম্পোজিশন,, আর অসাধারণ গাইলেন ভাই আপনি... বাঙালী হিসাবে সব সময়ই এই গানগুলোর জন্য গর্ব হয়.. কী ভারত কী বাংলাদেশ... শিল্প, সংস্কৃতি, ভাষা রুচি সবটাই যুগ যুগান্ত ধরে আমাদের মন প্রাণকে এক সূত্রে গেঁথে রেখেছে... কিন্তু তারপরও কোথাও যেন একটা পার্থক্য রেখা... সেই ধর্ম নিয়ে নোংরামি,, পারস্পরিক বিদ্বেষ হিংসা... খুব খুবই লজ্জাজনক.. যাই হোক ভালো থাকুন আর এভাবেই সুন্দর সুন্দর গান গেয়ে যান 🙏🙏
@utpalnath1991 Жыл бұрын
Eta thakbei ,anek a Bangla vasha ta na nijer bole vabe na, arbi prochlon chaichhe
@bappydey92724 ай бұрын
অসাধারণ গাইলেন ভাই
@sajibhalder7593 Жыл бұрын
অনেক গুলো ভার্শন শুনেছি গতকাল থেকে। সব থেকে আপনার গাওয়াটাই বেশি ভালো লেগেছে। আমার ফোনে আপনার গাওয়াটা ডাউনলোড করে নিলাম। মন ভরিয়ে দিলেন।
@shReYa23-st3 жыл бұрын
মন ছুঁয়ে গেল। আরো শুনতে চাই। শুভ কামনা রইল
@shouravdey11263 жыл бұрын
বাংলাদেশ থেকে এই ধরনের গান গাওবার শিল্পী এখনো টিকে আছে, অনেক ভালোবাসা আপনার জন্য
@MusicalYousuf3 жыл бұрын
আন্তরিক কৃতজ্ঞতা
@MusicalYousuf3 жыл бұрын
আন্তরিক কৃতজ্ঞতা
@MonuarHossain-s1q6 ай бұрын
বর্তমানে এমন ক্লাসিকাল বেইজ শিল্পী খুব একটা দেখা যায়না,সবাই ভাইরাল হবার জন্য চটকদার গান গাইতেই পছন্দ করে।শুভকামনা ইউসুফ ভাই।
@MusicalYousufАй бұрын
@@MonuarHossain-s1q আন্তরিক ভালবাসা
@sauravsarkar46502 жыл бұрын
স্মৃতিবিধুর এই গানকে অনিন্দ্যসুন্দর ভাবে শ্রুতিমধুর করে তুললেন শিল্পী ❤️
@MusicalYousuf11 ай бұрын
আন্তরিক ভালবাসা
@mousumirpaakshala9566Ай бұрын
কি অসাধারণ উপস্থাপনা কোনটা ছেড়ে কোনটা বলি যেমন বাদ্যযন্ত্র তেমন গায়কী অগনিত শুভেচ্ছা
@MusicalYousufАй бұрын
@@mousumirpaakshala9566 আন্তরিক ভালবাসা
@mst.fatimatujjohura45033 күн бұрын
বাহ বাহ বাহ, মন প্রাণ একদম জুড়িয়ে গেলো❤❤❤❤ গান করি না অনেক দিন হলো, এই গান শোনার পর ইচ্ছা হচ্ছে আবার শুরু করি 😢😢
@MusicalYousuf3 күн бұрын
doa korben
@bansariroy5112 жыл бұрын
সাবাস ইউসুফ ভাই মন ভরে.গেল!!!আরো অনেক অনেক গান শোনার আবদার রাখছি ।ঈশ্বর এর হাত আছে তোমার মাথার ওপরে। শুভকামনা রইল ।
@MusicalYousuf2 жыл бұрын
আন্তরিক ভালবাসা
@gnghosh1889 Жыл бұрын
মান্নাবাবুর এই বিখ্যাত গানটি আপনার কণ্ঠে অসাধারণ ,চমৎকার ও সুচারুরুপে গীত হয়েছে।আপনার গায়কী তৎসহ তবলা ও বাঁশির সহযোগিতায় এই গানটি একটি উচ্চতায় পৌঁছছে। মান্নাবাবুর আধুনিক কিংবা সিনেমার গান পরিবেশন করা বেশ কঠিন। আপনি একজন শিল্পী হিসাবে সাহসিকতার সাথে ,যথাসাধ্য ভাবে,সঠিকভাবে,সুন্দরভাবে এই গানটি পরিবেশন করার চেষ্টা করেছেন।আপনার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।আমি ভারত থেকে বলছি।ধন্যবাদ।
@MusicalYousuf11 ай бұрын
এই আমার অনেক অনেক বড় পাওয়া। ভালবাসা নেবেন। বাংলাদেশ ঘুরে যাবার নিমন্ত্রণ
@chakrabortyproma43483 жыл бұрын
আমার মা ও আমি আপনার গানের ভক্ত।খুব যত্ন নিয়ে গান করা শিল্পী এখন সংখ্যায় অনেক কম কিন্তু আপনার গানে সেই যত্ন টা খুজে পাই। আরও অনেক অনেক ভালো গান গাইবেন এই প্রার্থনা করি।
@MusicalYousuf3 жыл бұрын
দোয়া করবেন
@halimakhatun59142 жыл бұрын
এই গানটা এত ভালো গেয়েছেন তুলনা নেই। আমি তো সুযোগ পেলেই আপনার গান শুনি এবং আব্দুল জব্বারের গান শুনি
@MusicalYousuf2 жыл бұрын
আন্তরিক কৃতজ্ঞতা
@afsanahamid56964 жыл бұрын
আপনার সম্পর্কে আমার ফার্স্ট ইম্প্রেশন হচ্ছে আপনার গানের সিলেকশন বরাবরই খুব ভালো ۔ দুঃখের বিষয় আপনার মতো মানুষদের আমরা সঠিক মূল্যায়ন করতে পারি না ۔ যাইহোক ভালো থাকবেন 😊
@MusicalYousuf4 жыл бұрын
আন্তরিক কৃতজ্ঞতা
@mohsinmani96322 жыл бұрын
"মূল্যায়ন"-এর জন্য এখনো সময় আছে। এরা কখনো না কখনো মূল্যায়িত হবেই আমার দৃঢ় বিশ্বাস।
@dreamsandsuccess9382 жыл бұрын
ঠিক বলেছেন আপনি । এমন সুমধুর গায়কি আর উপস্থাপনা বিরল ! ইউসুফ ভাইকে অযুত ভালোবাসা !
@uttambiswas212Ай бұрын
সুর্ সৃষ্টি মান্না দে অনেক অনেক প্রোনা ম সঙ্গ আপনাকে অসঙখো ভালো বাসা
@sumaiyatrina62473 жыл бұрын
সবচেয়ে বেশি বার আমিই বোধহয় গান টা দেখছি।এত সুন্দর করে গান টা গাইলেন স্যার।
@MusicalYousuf3 жыл бұрын
আন্তরিক ধন্যবাদ
@chondrimahasan152421 күн бұрын
Ke j darun laglo.bishesh vabe tobla j bajiase.ahh....mon jure gelo.
@saimakaniz1363 жыл бұрын
ইউসুফ খান কে মনে মনে খুঁজছিলাম।এখন থেকে প্রতিদিন যেন ঐ সুন্দর কণ্ঠে অনেক গান উপভোগ করতে পারি।
@MusicalYousuf3 жыл бұрын
শুভ কামনা
@iramukherjee82994 жыл бұрын
সঙ্গে র সঙ্গত ও অসাধারণ। যা গানটি কে উচ্চ মানে নিয়ে গেছে।
@apudey86093 жыл бұрын
অসাধারণ, ফাটাফাটি, তবলা, হারমোনিয়াম, গলার টান। ভালোবাসা বাংলাদেশ থেকে। 🥰🍁
@MusicalYousuf3 жыл бұрын
আন্তরিক কৃতজ্ঞতা
@জেবাসুরসুধা11 ай бұрын
এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে,,,,,অপূর্ব,,,,
@MusicalYousuf11 ай бұрын
আন্তরিক কৃতজ্ঞতা
@tanimatasnim8260 Жыл бұрын
আহ কি অসাধারণ গায় আমার ভাইটা মাশাল্লাহ। আমি ফিদা ফিদাই হয়ে যাই ওর গান যখনই শুনি। মুগ্ধ মুগ্ধ মুগ্ধতা ভরে থাকে মন
@MusicalYousuf Жыл бұрын
আন্তরিক ভালবাসা
@bijonkumarsil412 жыл бұрын
অসম্ভব সুন্দর গেয়েছেন এই জনপ্রিয় গানটি। অসংখ্য ধন্যবাদ।
অপূর্ব গায়কী আর তার সাথে যোগ্য সংগত। ভারত থেকে এই ভাইয়ের অনেক ভালোবাসা❤️
@MusicalYousuf Жыл бұрын
এ আমার অনন্য পাওয়া.. ভালবাসা নেবেন
@sumangupta5240 Жыл бұрын
@@MusicalYousuf ভালো থাকবেন ভাই❤️
@deborajtalukdar97582 жыл бұрын
অসাধারন গেয়েছেন আর এসব গান হৃদয় ছোয়ে যায়
@ProggaDas-yx5qy7 ай бұрын
খুব ভালো লাগে আপনার এই গানটা।খুব প্রিয় গান..সাথে আপনার অসাধারন গায়কী🥀🥀
@comedyman32377 ай бұрын
সজনী থাকতে আমি সপ্তাহে ৪-৫ বার এই গানটি শুনতাম বাঁচাতাম। কিন্তু এখন তা আর হয় না। তারপরেও মাঝে মাঝে এসে গানটি চুপিসারে শুনি। I miss you my dear.... I will miss you all of my life... Stay well where are you....😢
@MusicalYousuf5 ай бұрын
@@comedyman3237 শুভ কামনা
@AyushDas-q4zАй бұрын
যেমন সুন্দর গান তেমন গায়ক আর তেমনই তবলা বাজক ❤️❤️ মন ভরে গেলো 💖
@MusicalYousufАй бұрын
@@AyushDas-q4z আন্তরিক কৃতজ্ঞতা
@AyushDas-q4zАй бұрын
@@MusicalYousuf 💖
@nazimuddin62232 жыл бұрын
অনবদ্য গায়কী। আমার প্রিয় একজন শিল্পী।💜
@tarunmaiti11944 ай бұрын
গানের ভাষা গুলো একজনের জন্য রেখে গেলাম ।
@MdSalman-zd6fs Жыл бұрын
কি দারুন গাইলো ভাই এসব গান হৃদয় ছুঁয়ে যায়
@sagarnilbandyopadhyay9264 Жыл бұрын
সবকিছু মিলিয়ে খুব আকর্ষণীয় পরিবেশনা 💐
@bappadey76502 жыл бұрын
শ্রদ্ধেয় মান্না স্যারের গান গুলো আমায় বেশ মুগ্ধ করে যাই। আর আপনার কন্ঠে তো একেবারে মন চুয়ে দেয়। ভালোবাসা নিবেন সবসময় । এই প্রজন্মের ধারে ধারে সঙ্গীত পৌছানোর জন্য আপনাদেরই প্রয়োজন ভীষণ
@MusicalYousuf2 жыл бұрын
আন্তরিক ভালবাসা
@DilipDas-qf4eh6 ай бұрын
Excellent, তুলনা হয় না, মুরশিদাবাদ থেকে
@sanjidashowrno933 жыл бұрын
অসাধারণ গায়কী... আপনার গাওয়া প্রতিটা গানই খুব উপভোগ করি
Ami kingbodonti shilpi manna dey r khub boro srota ... Apni o sir asadaron geyechen .... Dorod diye
@MusicalYousuf2 жыл бұрын
আমি চেষ্টা করেছি মাত্র। দোয়া করবেন।
@TAPANDAS-tj2ojАй бұрын
সত্যিই গায়ক। ধন্যবাদ নমস্কার ভাল ভাই।
@dibamugdhota2497 Жыл бұрын
আমার অসম্ভব প্রিয় এক শিল্পী ভাইয়া আপনি। প্রতিটি গানেই আপনি আপনার দক্ষতা, রুচিশীলতা ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন গায়কীর মাধ্যমে। আর আপনার সঙ্গতকারী তবলাশিল্পীর তবলার যাদু গানটিকে আরো অসাধারণ করে তুলেছে। অসাধারণ, অসাধারণ এক মুগ্ধতা গানটিতে। নিরন্তর শুভকামনা থাকবে ।
@MusicalYousuf Жыл бұрын
আন্তরিক কৃতজ্ঞতা জানাই, দোয়া করবেন আমাকে।
@bansariroy511 Жыл бұрын
অসাধারণ উপস্থাপনা ! সুরের আবেশে মন ভরে.গেল । শিল্পী কে আমার অনেক অনেক আশীর্বাদ ও ভালবাসা পাঠালাম কলকাতা থেকে।
যদিও আমি গানের 'গ' বুঝিনা, তবুও মন থেকে বলতে চাই আপনার গায়কী এককথায় অনবদ্য। মন ছুঁয়ে গেল। আপনার মতো করে, মান্না দে র আরো গান শোনার ইচ্ছে রাখলাম। আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, সার্বিক উন্নতি কামনা করি।
@MusicalYousuf3 жыл бұрын
আমি চেষ্টা করব। পাশে থাকবেন।
@sutapagoswami28644 жыл бұрын
আলাপ টা বার বার শুনলাম,,খুব সুন্দর।
@MusicalYousuf4 жыл бұрын
দোয়া করবেন
@learnplaywithspandansaha720211 ай бұрын
খুব খুব ভালো লাগলো। অনেক অনেক গান শুনতে চাই।
@farhanafarzana78993 жыл бұрын
Just awesome..er chaite ar valo hoi na...kotobar je shulam
@niladridebnath14853 жыл бұрын
Kya baat......jini flute bijiyechen uni khub valo bajay....apnader 2jn kei amar 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽