বসন্তে শুনলাম বর্ষার গান। অদিতি অসাধারণ অসম্ভব সুন্দর গেয়েছ এই গান বাদল দিনের প্রথম কদম ফুল। গারামে বর্ষার মাঝে বড় হয়েছি আমি। শীতলখখা নদীর তীরে আমার প্রিয় গারাম কি যে ভালো লাগলো বর্ষার গানগুলো বুঝাতে পারবো না। আমি একজন মুক্তিযোদ্ধা সিনিয়র সিটিজেন পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ষাটের দশকে। সোনালী স্বপ্নের সময়ে। সানজিদা আপা রবীন্দ্র সংগীত শিল্পী ছিলেন। রেজোওয়ানার গান ভালো লাগে। তুমি অনেক উচ্চতায় পৌঁছেছ। দোয়া করি আরো বড় শিল্পী হ ও
@goutampalchowdhury5403 жыл бұрын
অদিতি এই প্রজন্মের রবীন্দ্রসঙ্গীত এর শিল্পীদের মধ্যে প্রথম বা দ্বিতীয় স্থানে থাকবেন অবশ্যই ! যে গানটি ই গান এমন ভাবে আত্মস্থ হয়ে পরিবেশন করেন , আমি নিজেও হারিয়ে যাই , এই অনুভূতি অদিতি ছাড়া দু ' এক জন শিল্পীর মধ্যে সেটা পাই ! অদিতি যখন কথা বলেন তখন বোঝা যায় কি অসাধারণ ব্যক্তিত্ব ওর ! অদিতি , শান্তিনিকেতনে ওর রবীন্দ্রসঙ্গীত শিক্ষা এবং গুরুদেব সব মিলেমিশে একাকার !
অসাধারণ। তোমার মিষ্টি ব্যবহার এখন ও মনে পড়ে। খুব দেখতে ইচ্ছে করে । ভাল থেকো।
@sunildas36293 жыл бұрын
বৃষ্টি ভেজা সকালে দারুণ লাগলো।
@tapangupta27264 жыл бұрын
অদিতি তার class দেখিয়েছেন। ফ্যান্টাস্টিক গায়িকা।High energy level in voice। প্রত্যেকটি গান উনি খুব যত্ন করে গান। বজ্রমানিক, আবার এসেছে আষাঢ়,ওগো সাঁওতালি ছেলে আমার বিশেষ করে ভাল লেগেছে। তাঁর কন্ঠে বেদনা ঝোরে পরে। বাংলাদেশের এই শিল্পী কে পেয়ে আমরা ভাগ্যবান।
@prakashdharmajumdar60072 жыл бұрын
অদিতির গায়ওয়া বর্ষার গানগুলি বিশেষ করে, আবার এসেছে আষার "গানটি শুনে মন ভরে গেল। অনবদ্য গায়কি। এগিয়ে চলো। প্রকাশ।
@a.s.m.kamruzzaman46683 жыл бұрын
একেবারে লা-জবাব। কী মধুর কন্ঠ, নিপুণ উচ্চারণ ও গায়কি! প্রকৃতি যেন সব সুর উজাড় করে দিয়েছে তোমার কন্ঠনালিতে। দীর্ঘ জীবন লাভ কর বোন। আমি তোমার খুব ই ভক্ত।
@port-k-s2 жыл бұрын
বাংলাদেশেই প্রকৃত রবীন্দ্র সংগীত চর্চা হচ্ছে। খুব ভালো লাগল।
@dipakchakraborty2171 Жыл бұрын
সম্পূর্ণ একমত
@ashitdas6035 Жыл бұрын
@@dipakchakraborty2171 খুব ভাল লাগল
@dantesengupta62193 жыл бұрын
" তুমি কেমন করে গান কর যে গুণী , আমি অবাক হয়ে শুণি , কেবল শুণি ।" অসাধারণ । অনবদ্য । অনন্য ।অদ্বিতীয়া
বাহিরে আষাঢ়ের ঝুম বৃষ্টি! এমন দিনে আমার ভীষণ শৈশব মনে পড়ে। সেসব বৃষ্টি ছুঁয়ে দেখা দিনগুলো। আর প্রিয় শিল্পীর কণ্ঠে রবীন্দ্রনাথ! আমাকে যেন প্রবাহিত করে বিবিধ ধারায়, আবেগে।
@jayantikata61532 жыл бұрын
Khubhi sundor
@jayantikata61532 жыл бұрын
Khubhi sundor
@somnathghara10193 жыл бұрын
আপনার জনম সার্থক,ঠাকুর প্রণামের এমন প্রয়াস সবাই পারে না।আপনাকে শ্রদ্ধা,ভালবাসা জানাই।
@sujitsengupta46042 жыл бұрын
মোহিত হয়ে শুনলাম ।অসাধারণ শিল্পী আমার শুভকামনা ।
@gitabhattacharya4782 жыл бұрын
অপূর্ব অসাধারণ সুন্দর গান গুলো। মুগ্ধ হলাম শুনে। ❣❣
@dipughosh70962 жыл бұрын
আপনি আমার ভিষণ প্রিয়শিল্পীর মধ্যে একজন আমার অন্তরের শ্রদ্ধা জানাই,খুব ভাল থাকুন সুস্থ থাকুন।
@prasunroy96673 жыл бұрын
আধুনিক যুগের শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পী। ওর মঙ্গুল কামনা করি।
@tanishadey4685 Жыл бұрын
অসাধারণ 🙏
@shaktibrataaditya90034 жыл бұрын
অদিতি একদম গানের মধ্যে ঢুকে যান..এখনকার কালের খুবই গুণী শিল্পী...অবাক হয়ে গানের সাথে ওনার একাত্মটা দেখি শুনি !
@badhanchakraborty51183 жыл бұрын
শিল্পী অদিতি মহসিন-এর নাম শুনেছি অনেক। কিন্তু গান শোনার সুযোগ হয়নি তেমন। মন ভরে গেল।
@jyotidas27342 жыл бұрын
Kolkata= In true sense, this song took me to the Rainy- season-day scene.Thanks for good presentation.
বাদল দিনে আপনার গাওয়া এই গানগুলো বার বার শুনতে কি যে ভালো লাগে!ভালো থাকুন।আপনার কণ্ঠ- সুধা চিরকালীন হয়ে থাকুক।💐💐💐
@farhanadilshad44444 жыл бұрын
True.
@farhanadilshad44444 жыл бұрын
Exactly.
@miraroy25633 жыл бұрын
গানগুলি অপূর্ব সুন্দর লাগলো
@nirmalraynirmalray70213 жыл бұрын
Ha
@debasishalder54883 жыл бұрын
যা বলেছেন।
@haradhanchakraborty26062 жыл бұрын
অসাধারণ, অনবদ্য পরিবেশনা। শিল্পী কে কুর্নিশ।
@suprabhatsarkar51683 жыл бұрын
অসাধারণ.. মনে হয় শুধু মাত্র রবীন্দ্রনাথের গান গাইতে এই পৃথিবীতে আসা.. নমস্য শিল্পী..
@rabindranathbanerjee82712 жыл бұрын
খুব সুন্দর গান । মনে হচ্ছে যেন রমা মন্ডল গাইছেন । জানিনা উনি রমা মন্ডলের কাছে গান শিখে ছিলেন কিনা । এই গানগুলোতে বাঙালি আবেগ কাজ করে । তাঁর প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা রইল ।
@mojiburbhuiyan7365 Жыл бұрын
আজকের রাতে বাদল দিনের গান শুনছি অসাধারণ অপূর্ব সুন্দর
@madhumitasengupta76643 жыл бұрын
অতুলনীয় একটি অ্যালবাম। আমার খুব প্রিয় শিল্পী।
@krishnapadaghosh33133 жыл бұрын
রবীন্দ্রসংগীতের সুর ও গায়কী ঠিক্ ঠিক্ বজায় রেখে উপস্থাপনার সুন্দর প্রচেষ্টা আমাদের মুগ্ধ করেছে।
@lalimamazumdar55623 жыл бұрын
আমার ভীষন প্রিয় শিল্পী অদিতি মহসিন। অন্তর ছুঁয়ে যায়, অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা পাঠালাম
@dwiptenmukherjee32833 жыл бұрын
অসাধারণ অদিতি,যত শুনি তত ভালো লাগে। 👌
@lokjay20122 жыл бұрын
Bar bar shuni ! Bah! Ki sundor ! Ki misti voice! Ki osadharon! Ki osamamnmo!
@nilotpalbhattacharjee38963 жыл бұрын
শ্রাবণে শ্রবণ করি ভাবে মহসীন মহসিনের গাওয়া গান..... বন্যা এলে ভেষে যাই দূরে দেশ রাষ্ট্রের সীমানা ছাড়িয়ে ভরে যায় প্রাণ.......
@srabanimukherjee82343 жыл бұрын
মুগ্ধ হয়ে শুনি আমি অদিতির গান, বিশেষ করে বর্ষার গান।
@shahkamalhossian4645 Жыл бұрын
অসাধারণ এই গুনী শিল্পীর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছি।
@dhurjatibhattacharyya59952 жыл бұрын
অপূর্ব। রবীন্দ্রনাথের গানের যথার্থ মূল্যায়ন আজকে একমাত্র অদিতি মহসিনের নিবেদনে পাওয়া যায়। আমি তো মুগ্ধ অনুরাগী।♥️🙏
@nusratkamal45512 жыл бұрын
সত্যিই অসাধারণ !!!
@rupakroychoudhury97853 жыл бұрын
অসাধারণ। গানগুলি শুনে মন ভরে গেল। কি সুন্দর উচ্চারণ ও গায়কী। এই মূহুর্তে শ্রেষ্ঠ রবীন্দ্র সঙ্গীত শিল্পী।
@bipulkumarroy36643 жыл бұрын
এ যেন মোহরদি (কণিকা বন্দ্যোপাধ্যায়) এবং বাচ্চুদি (নীলিমা সেন) এই দুজনের কণ্ঠস্বর কোথাও একসঙ্গে মিলে গেছে। অপূর্ব লাগলো। নমস্কার নেবেন।
@nirmalkumarsarkar22263 жыл бұрын
আমার প্রিয় শিল্পী র গাওয়া এই গান গুলি শুনতে শুনতে মন প্রাণ ভরে গেল। এইতো আমার স্বর্গের অমৃত সুধা,আর কীইবা চাইবার আছে এই বাকী জীবনটুকুতে!
@champakundu-v2z5 ай бұрын
Oó lo l😊😊😊ll9l
@dipankarhalder7375 Жыл бұрын
সাধু সাধু। অসাধারণ সুন্দর একটি উপস্থাপন। নববর্ষার বৃষ্টির সাথে গান গুলি মিলেমিশে একাকার হয়ে গেছে।
@ujjalsarkar7101 Жыл бұрын
Q
@ujjalsarkar7101 Жыл бұрын
Q
@ujjalsarkar7101 Жыл бұрын
Q
@ujjalsarkar7101 Жыл бұрын
A
@suumbo50352 жыл бұрын
ESO Shamal Sundaram apansure Aditi Mohsin pronam.
@arjundebnath5602 жыл бұрын
Didi darun...tulona hoi na.....
@beyblastslasher25674 жыл бұрын
গান শুনতে শুনতে মনে হয় রবীন্দ্রনাথের শিল্পজীবনের ব্যাপ্তির কথা। আমরা কতো ভাগ্যবান , কি মধুর কণ্ঠে এই সব গান শুনতে পাই।
@subalkundu89184 жыл бұрын
aq
@sanghamitragupta3124 жыл бұрын
Aditi apurba anabadya.bhalo thak,ei kamoña kori.
@shibdaschatterjee219 Жыл бұрын
আহা,অনবদ্য। একরাশ মুগ্ধতা।
@rumabhowmick50992 жыл бұрын
অসাধারণ!! অপূর্ব 🌹🌹🌹♥️👏👏👏
@malachaudhury6654 Жыл бұрын
আপনি আমার প্রিয় শিল্পী।অসাধারন গলা
@sabitabiswas56673 жыл бұрын
অসাধারণ গায়কী! মন ছুঁয়ে গেলো যেনো।
@PadmaBhattacharya-bx1gd Жыл бұрын
কি মধুর কণ্ঠ ও গান
@SaraswatiDeb-g6m Жыл бұрын
Opurbo gaan😇😇👍👍👌👌
@MrProloy12342 жыл бұрын
অদিতি আজকের দিনের সেরা রবীন্দ্র গীতি শিল্পী । অনেক শ্রদ্ধা ।
@munmunbasak83763 жыл бұрын
এত অসাধারণ কন্ঠে এত অসাধারণ গান শুনে কী লিখবো কিছুতেই ভাষা খুঁজে পাচ্ছি না। অপূর্ব অনুভূতি।
@sujitmukherjee6904 Жыл бұрын
অসাধারণ গায়কী, কি সুমধুর গলা, আহা মন ভরে গ্যালো।
@aninditachatterjee63283 жыл бұрын
বাইরে আষাঢ়ের বৃষ্টির সাথে গানগুলি মিলেমিশে একাকার হয়ে গেছে। আর প্রিয় শিল্পীর অতুলনীয় গায়কী .....❤️❤️❤️
@mojiburbhuiyan7365 Жыл бұрын
আজ ও আরেক বার তোমার গান শুনছি। অসাধারণ অপূর্ব সুন্দর
@k.k.chakraborty51323 жыл бұрын
আপনার কন্ঠে শুদ্ধ উচ্চারণ,সুর,আবেগ ও লয় মিলিয়ে শুদ্ধ রবীন্দ্র সংগীত শুনলাম। অসাধারণ নিবেদন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানাই।
@niradrighosh7514 жыл бұрын
অদিতি মহসিন বর্ষার গান শুনে মন ভরে গেল প্রতিটি গান অসাধারণ
@amiyamukherjee6720 Жыл бұрын
অপূর্ব সুন্দর গান মুগ্ধ হোয়ে শুনলাম। এযুগে শ্রেষ্ঠ এক দুজনের মধ্যে আপনার গান। ভাল থাকুন এরকম ত্রুটি বিহিন গায়িকা বিরল।
@minanath44064 жыл бұрын
যত শুনি ততই ইচ্ছে জাগে আবার শুনি।খুব খুব সুন্দর গেয়েছ ভাই।।
কি অপূর্ব ! একদিকে বাহিরে বৃষ্টি অন্যদিকে অদিতি দিদির গানের মিল খুঁজে পাচ্ছি । মন ছুঁয়ে গেছে । ভালবাসা আার শ্রদ্ধা জানাই 🙏🌷।
@swapansharma11043 жыл бұрын
গানগুলো শুনে আমার হৃদয়টা ভরে গেল।
@malaychatterjee59362 жыл бұрын
Darun!!
@pramitamukherjee14902 жыл бұрын
বড়ো সুন্দর গান। বারবার শুনতে ইচ্ছে করে।
@subhasisguha14753 жыл бұрын
গেয়ে চলুন অদিতি। কান পেতে আছি।
@MrGautamaditya3 жыл бұрын
Best রাবীন্দ্রিক voice
@asishgopalmazumder99534 жыл бұрын
জয় হোক তব কল্যাণী । অনেক অনেক শুভেচ্ছা রইল ।।
@dr.sambhunathsaha41013 жыл бұрын
ওম শান্তি। বাস্তব দুনিয়া থেকে আধ্যাত্বিক দুনিয়াতে সুর-গায়কী-জাদুর স্বচ্ছন্দ বিচরণ। আরো আরো অনেক এলবাম পেতে চাই। ঈশ্বর শ্রদ্ধেয়া শিল্পীকে শতায়ু করুন, ভালো রাখুন, সুস্থ রাখুন।।
@sujatachandra31852 жыл бұрын
অসাধারণ গায়কী। আমার প্রিয় শিল্পী কে জানাই আন্তরিক শুভেচ্ছা।
@maitrabiplab51774 жыл бұрын
অদিতি মহসিনের কন্ঠে রবি ঠাকুরের বর্ষার গান অনবদ্য নিবেদন ।
@susantadas81524 жыл бұрын
এত নিখুঁত উচ্চারণ, এত হৃদয় ছুঁয়ে যাওয়া গানের সুর ভাষার অতীত।
@sujaykumarmajumdar65567 ай бұрын
Your mellifluous voice inundated me in the ocean of Rabindra sangeet. Goddess Saraswati is residing in your voice. Continue to render this heavenly music eternally. As far as Rabindra sangeet is concerned you come next to Mitadidi(Haque).We are very very unfortunate to lose Mitadidi. My heartfelt felt regards to the departed prodigy of Rabindra sangeet. May God bless you with good health and happiness in life.
@safalkantipaul65534 жыл бұрын
শিল্পীর কণ্ঠে অতিযত্নে গীত গানগুলো হৃদয় ছঁয়ে গেল। এরকম গান আরো শুনতে চাই।
@namitabanerjee59942 жыл бұрын
amon gan sune mon bhore galo .apni sustho thakun bhalo thakun ei prarthona kori. anek subhechcha roilo.
@minumandighosh56782 жыл бұрын
Khub valo laglo.suvechcha neben.
@tamaligoswami41574 жыл бұрын
সারারাত ধরে গান শুনে গেলেও ক্লান্ত হবোনা - অসাধারণ আমার খুবই প্রিয় শিল্পী।