বহুদিন পর এতো ভালো সুর সমৃদ্ধ মন ছুঁয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত শুনলাম, গায়ককে আমার অন্তরের শশ্রদ্ধ প্রনাম।
@priyasankarchoudhuri439311 ай бұрын
মুগ্ধতা। শুধুই মুগ্ধতা।মন শান্তিতে ভরে গেল। প্রণাম এই গায়ক কে।
@anuppathak47154 ай бұрын
এই অসাধারণ শিল্পীর গান আগে শোনা হয়নি,বলতেও লজ্জা লাগে! অতুলনীয়।
@lailaferdous3097 Жыл бұрын
অনবদ্য। অতুলনীয়। প্রিয় কলিম শরাফীর কণ্ঠে বিমূর্ত হয়ে ওঠা প্রিয় গানগুলো। কতবার শুনেছি, বার বার শুনতাম। রেকর্ডিং এর দোকান থেকে রেকর্ড করিয়ে বন্ধুদের উপহার দিতাম।আশির দশকের শেষে সদ্য তারুণ্যে পা দেয়া বন্ধুরা মন প্রাণ ভাসিয়ে দিয়ে শুনতাম তখনকার লিভিং লিজেন্ড কলিম শরাফীর গান। রবীন্দ্র সঙ্গীত বড্ড টানতো আমাদের। বন্ধুরা অনেকেই ছিল তাঁর প্রতিষ্ঠান 'সংগীত ভবনে' তাঁর শিক্ষার্থী হিসেবে।সৌভাগ্য হয়েছে সরাসরি তাঁর গান শোনার, গান শেখাতে দেখার। নিজেকে ধন্য মনে করি। প্রিয় শিল্পীর জন্য অতল শ্রদ্ধা।
@SayedaSuraiyaSubahan3 ай бұрын
I'm
@MD.ShahAlamSikder-o7p2 ай бұрын
রবীন্দ্র সঙ্গীতের ভাবের দ্যোতনা কলিম শরাফির মধুর কণ্ঠে যেভাবে ফুটে উঠেছে তার তুলনা মেলা ভার। তাঁর গলার সুর অজর, অমর, অক্ষয়!
@mksguptag8 ай бұрын
দুর্ভাগ্যক্রমে, এই গায়কের গাওয়া গান আগে শুনিনি, যদিও এই সব গানগুলো অন্য গায়কদের কন্ঠে বহুবার শুনেছি। ❤❤❤
@asokeranjan9926 Жыл бұрын
অসাধারণ এই শিল্পীকেও 46 এর ভ্রাতৃঘাতী দাঙ্গায় এই বাংলা ছেড়ে তদানীন্তন পূর্ব পাকিস্তানে চলে যেতে হয়েছিল একথা মনে পড়লে লজ্জায় ম'রে যেতে হয়!
অসাধারণ | কলিম সরাফি আমার কাছে Best | ওনার গান শুনলে আর কারো গান ভাল লাগেনা | আজ ওনার শতবর্ষ | আমার নিনম্র শ্রদ্বা ও প্রনাম জানাই | ওনাকে এদেশে ধরে রাখা যায়নি বলে লজ্জায় মাথা নত হয়
@RuhulAmin-mo4ps Жыл бұрын
🙏🙏🌷🌹💖 অসাধারণ
@sarbanihome1620 Жыл бұрын
Khub bhalo laglo. Anek pronum janai
@tapanchattopadhyay21699 ай бұрын
Truly a great artiste! Darun bhalo lagchhe.
@swapanpal11514 ай бұрын
অসাধারণ গান শুনলাম অনেক দিন পরে। খুব ভালো লাগলো
@bhaskarsengupta91209 ай бұрын
অসাধারন।মন ভরে গেল
@srabanimukherjee82345 ай бұрын
আজ এই শিল্পীর জন্মশতবর্ষ । আনন্দবাজার পত্রিকায় ওঁনার কথা লেখা পড়ে আবার গান শুনলাম এবং মুগ্ধ হলাম।
@anushreesarkar8955 ай бұрын
Amio editorial ta porei elam.
@profdrjnansil5066 Жыл бұрын
অসাধারণ গায়ণের জন্য অভিনন্দন জানাই।
@BiswanathDebnath3 ай бұрын
The #4 track in this collection, "ami tomay jato" - this is the second time I am listening to this song in more than 40 years. The first time I heard this was a recording by K.L. Saigal in the early 1980s. Kalim Sharafi's rendition is equally good or maybe even better.
@swapanmahmud861810 ай бұрын
The Legend!!!
@cine12711 ай бұрын
বেঙ্গল ফাউন্ডেশন এক আশীর্বাদ তরুণ প্রজন্মের জন্য!
@mirade16985 ай бұрын
জন্মশতবর্ষে সশ্রদ্ধ প্রণাম জানাই এই অসাধারণ শিল্পীকে।
@shilabasuray72225 ай бұрын
কি সুন্দর কণ্ঠ শুনে মুগ্ধ হলাম. Pronam janai.
@rajatkantinath7715 Жыл бұрын
খুব খুব ভালো লাগলো... মন ভরে গেলো
@tapanchattopadhyay2169 Жыл бұрын
Wonderfully sensitive rendering of the songs. A great artiste.
@nirmalbiswas594511 ай бұрын
Osadharan. Osadharan.
@digjoymanna35208 ай бұрын
Akhon mohan shilpi abong bola jete pare Robindra Songeet jogote shrestotomo. Onake Amar ontorer sroddha janai
@malaysarkar4107 Жыл бұрын
অনবদ্য! অনবদ্য ! অনবদ্য।
@RahmanKarigor Жыл бұрын
ভরাট কন্ঠের অন্যন্য সুরের মূর্ছনা।
@MD.ShahAlamSikder-o7pАй бұрын
কলিম শরাফির কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শোনলে মনে হয়, যেন স্বয়ং রবীন্দ্রনাথই গান গাইছেন!
@shilabasuray72224 ай бұрын
Ei ashadharon shipir ei gaanti amar mone hoey ku ato shundor kore gaeyni.Amar pronam janai..
@satyajitchanda5864 Жыл бұрын
ওপারে-ও কত মণিমুক্তো ছড়িয়ে ছিল বা আছে!
@shyamalbhattacharya48484 ай бұрын
Monta bhore gelo eto sundor
@arunkumarchakrabarti7139 Жыл бұрын
মন ভরে গেল।
@taniachanda7902 Жыл бұрын
ProNam roilo..vishoN valo laglo
@runarunkumar5173Ай бұрын
গায়ক,উচ্চারণে দেবব্রত বিশ্বাসের ছাপ। প্রতিটি গান সুখশ্রাব্য।
@Debolina666 ай бұрын
অসাধারন কণ্ঠস্বর । নির্বাক হয়ে শুনে যেতে হয় কেবল ।
@bimolroy2404 Жыл бұрын
অনেক দিন পরে শুনলাম,৯০ এর দশকে খুব শুনতাম।প্রিয় শিল্পীদের একজন,ধন্যবাদ।
জানিনা কেন, আমার মনে হয় কলিম শারাফির মত এত ভাল রবীন্দ্রসঙ্গীত আর কেউ গায় নি। মনে হয় রবি ঠাকুর বোধয় এই চেয়েছিলেন, শুধু গান, বেশি স্টাইল নয়, বেশি বাদ্যি নয়, চোখ উল্টে আঁতলামো নয়, মাথা নেড়ে বোদ্ধাবাজি নয়।