দারুণ! দারুন! প্রাণটা জুড়িয়ে গেল । ৭৮ বছরের এই বয়সে অশক্ত শরীরে সামনাসামনি বসে অর্থাৎ কোন অনুষ্ঠানে বসে শোনার সৌভাগ্য বোধ হয় আর এ জীবনে সম্ভব হবে না। ওর কন্ঠে সুরের ঝর্ণা ধাযায় আমি আপ্লুত হয়ে যাই।ওর দীর্ঘ সঙ্গীত জীবন কামনা করি।
নিঠুর দরদী সব সময় কাঁটার ব্যথা দিতেই আনন্দ পায়। সেই ব্যথাকেই আপনি আপনার সুন্দর কন্ঠে, সুন্দর হৃদয়ে ডুব মেরে তুলে এনেছেন অমূল্য রতন আর নির্দ্বিধায় বিলিয়ে দিয়েছেন আমাদের মধ্যে। আমরাও হলাম ধন্য। অপেক্ষায় রইলাম আরোর।🙏❤️🙏