Bengali Podcast Story - এ কেমন বোধ...! | Story - Pinaki Gupta | Voice By Anindia | EP 1

  Рет қаралды 771

BENGAL FUSION

BENGAL FUSION

Күн бұрын

Bengali Podcast Story - এ কেমন বোধ...! | Story - Pinaki Gupta | Voice By Anindia | EP 1
✍️ 🟧 এ কেমন বোধ 🟧✍️
আমি অনেক দিন ধরে পর্যবেক্ষন কোরে দেখলাম ফেসবুক , ইউটিউব , ইনষ্ট্রাগ্রাম , হোয়াটস্ এ্যাপ -- ইত্যাদি নানা মাধ্যমের ভেতর দিয়ে মানুষ সভ্য ভদ্রতার মুখোসের আড়ালে চুড়ান্ত অসভ্যতামি যেমন কোরে চলেছে , সেই সঙ্গে সার্বিক ভাবে মানুষের ধীরে ধীরে চৈতন্য লাভও হচ্ছে । যদিও সেটা কেজি-টু এর পর্যায়ে। তবুও যে হচ্ছে এটাই ঢের ।
মানুষ স্বভাবকে পরিবর্তন করতে না পারলেও চিন্তাধারাকে বদলানোর একটা ক্ষীন প্রচেষ্টা সবার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে ।
যেমন, বাসে মহিলাকে দেখে ভদ্রলোক সিটটা ছেড়ে দিচ্ছে বটে ,-- কিন্তু সে যাচ্ছে রেডলাইট এরিয়াতে ভোগের নিমিত্তে । এই যে দুরকম চিন্তাবোধ একটা মানুষের ভেতর থেকে প্রকাশ পাচ্ছে , এটাই মুশ্ কিলের । লোকটার মনোবৃত্তি ভালো না খারাপ এটা বোঝা খুব কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে ।
একটা মেয়ে কোনো কারনে নিজের মায়ের কথার অবাধ্য হয়ে ঝগড়াঝাঁটি কোরে ঘর থেকে বেরিয়ে বয়ফ্রেন্ডকে নিয়ে বেলুড় মঠে ঠাকুরের প্রসাদ খেতে গেলো ---- এই রকম ধরনের মানুষদের বিচার করা খুব কষ্টকর ।
চিন্তাবোধ একটু পরিবর্তন হলেও স্বভাব পরিবর্তন হচ্ছেনা । তার ভালো ব্যাপারটা কিভাবে কখন কোথায় প্রকাশ পাবে কি পাবেনা তা ঈশ্বর ছাড়া আর কেউ বলতে পারবেনা ।
মানুষ এখন দরকচা মেরে গেছে । না কাঁচা - না পাকা । ফলে সবাই সবাইকে হ্যাঁ বা না এর মধ্যে সেরে ফেলতে চাইছে । কেউ কাউকে তেমন ভাবে মনের ভেতরে স্থান দিতে চাইছেনা , যে যতোই কাছের লোক হোকনা কেনো । সেই কারনে সমস্ত সম্পর্কের মধ্যে একটা কিন্তু দেখা দিচ্ছে সর্বত্র ।
মানুষ মুখোসের আড়ালে থাকতে ভালোবাসে । সে বোঝেনাযে , সর্বক্ষন সে নিজেকেই নিজে ঠেকিয়ে চলেছে । সে নিজেকে যেভাবে প্রকাশ করে মানুষের কাছে , সেটা আসলে তার বাইরের রূপ , অন্তরের রূপ নয় । এটা শতকরা ৯৯ জনের মধ্যেই বর্তমান । ফলে, কেউ কাউকে অন্তর থেকে বিশ্বাস করতে পারছেনা । সবাই সবাইকে সন্দেহের চোখে দেখছে , যতোই তারা ভালো বন্ধু বা স্বামী-স্ত্রী হোক্ না কেনো।
অন লাইনের সুবাদে সবার চিন্তাধারা নামমাত্র পরিমার্জিত হওয়ার দৌলতে সবাই সবার মিথ্যেটা ধরে ফেলতে পারছে সহজেই । কিন্তু নিজেকে সবার কাছে ভালো রাখার নিমিত্তে কাউকে মুখের ওপর কিছু বলতে পারছেনা । পারছেনা এই কারনে যে , সে ভয় পাচ্ছে তার সৎ সাহস নেই বলে । কারন সেও যে মিথ্যায় ভরা । ইঁট মারলেই পাটকেল খাওয়ার ভয়ে সবাই মুখে কুলুপ এেঁটে বসে আছে ।
এই ভাবে কোনো সমাজ সুস্থ ভাবে চলতে পারেনা । অবক্ষয় হওয়া স্বাভাবিক । খারাপ মানসিকতা নিয়ে মানবিক হয়ে লাভ নেই ।
ত্রান দিতে গেলো - আবার চারটে কম্বল বাঁচিয়ে চুরি কোরে নিয়ে এলো --- এইরকম মানসিক গঠনের মানুষ দিয়ে সমাজে শুদ্ধতা আনা সম্ভব নয় । যেদিন নিজের শরীরের প্রতিটি কোষে সত্যকে প্রতিষ্ঠা করা যাবে , সেইদিন মানবিকতা দেখালে তার একটা মূল্যায়ন করা সম্ভব হবে ।
আমি ভালো- আমি সুন্দর এটা আর কোনো মাধ্যম দিয়ে দ্যাখাতে বা বলতে হবেনা লোককে ।
লোকই তোমার গুনোগান করবে সর্বক্ষন প্রকাশ্যে । তাই সুস্থ মানসকিতা নিয়ে আগে একটা পরিপূর্ন মানুষ হতে হবে । মানুষরূপী হয়ে কোনো লাভ নেই ।। জেনে বুঝে নিজেকে হাসির খোরাক কোরে তোলা বুদ্ধিমানের কাজ হবেনা ।
✍️✍️✍️ পিনাকী গুপ্ত
Join this channel to get access to the perks:
/ @bengalfusion
Please Join us:
/ bengalfusion

Пікірлер
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 67 МЛН
Ozoda - Lada ( Ko’k jiguli 2 )
06:07
Ozoda
Рет қаралды 16 МЛН
আমার রোজা || Pinaki Bhattacharya || The Untold
10:07
Pinaki Bhattacharya
Рет қаралды 589 М.
Sunday Suspense | Feluda | Bhuswargo Bhayankor | Satyajit Ray | Mirchi Bangla
1:32:15