Bengali Podcast Story - মানুষ মিথ্যা বলে কেন...! | Story - Pinaki Gupta | Voice - Shankha | EP 2

  Рет қаралды 711

BENGAL FUSION

BENGAL FUSION

Күн бұрын

Bengali Podcast Story - মানুষ মিথ্যা বলে কেন...! | Story - Pinaki Gupta | Voice - Shankha | EP 2
মানুষ মিথ‍্যা বলে কেনো ? -- এই রকম একটা প্রশ্ন মাথায় আসতেই গভীর ভাবে ভাবতে বসলাম।অনেক ভেবে চিন্তে যেটা বুঝতে পারলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি।
মানুষ মিথ‍্যা বলে --------
1 ) আত্মসম্মান বজায় রাখার জন‍্য।
2 ) লোকের কাছে সহানুভূতি আদায় করার জন‍্য।
3 ) সে যা নয় - সেটা লোকসমাজে বাড়িয়ে তুলে ধরে নিজেকে অহেতুক বড় প্রতিপন্ন করার জন‍্য।
4 ) ভয় মিশ্রিত কারনে আত্মরক্ষা করার জন‍্য।
5 ) কাউকে বাঁচাতে বা মারতে নাটক করার জন‍্য।
আরো অনেক কারন থাকতে পারে বটে -- তবে মূলত এই পাঁচটা কারনে মানুষ মিথ‍্যার আশ্রয় নেয়।
এখন কথা হচ্ছে ,- মানুষ কেনো মিথ‍্যার আশ্রয় নেয়। ----- নেয় এই কারনে যে, সত‍্য প্রতিষ্ঠিত স্থায়ি আনন্দ সম্মন্ধে তার কোনো ধারনা নেই বলে। সে ভাবে মুর্হূতের মিথ‍্যা তাকে যদি এতোটা সুখ বা খুশী রাখে তাহলে শুধু শুধু সত‍্যের পায়ে পড়ে কি লাভ।
আনন্দটাকে অস্থায়ী জেনেও ক্ষনিকের সুখ বা প্রানের আরামকে সে উপেক্ষা করতে পারেনা। ফলে মিথ‍্যা বলাটা স্বভাবের সাথে সাথে রক্তে মিশে যায়। যা পরবর্তী কালে বুমেরাং হয়ে দাঁড়ায়।
নিরানব্বই ভাগ মানুষের নিত‍্য সঙ্গী হলো মিথ‍্যা। সারাদিনে অন্তত একবার সে কোনো না কোনো অবস্থায় মিথ‍্যাকে সে প্রয়োগ করবেই করবে । এমন একটা মনোগত চরিত্র গঠন করে ফেলেছে যে, জান্তে বা অজান্তে সেই মিথ‍্যার প্রকাশ ঘটাবেই। তার মানে, সে যে সত‍্য বলেনা সেটা বলছিনা , সত‍্য যদি তার ফ্রেন্ড হয় মিথ‍্যা হলো তার বেষ্ট ফ্রেন্ড ।
এবার আমার প্রশ্ন হলো,--- এই মিথ‍্যার মধ‍্যে থেকে আদপেই কি কোনো লাভ হয়?।--- নিজেকে যদি এক শতাংশের মধ‍্যে রাখা যায় তাহলে উত্তর হবে-- 'না'। আখেরে কখনই লাভ হয়না। সাময়িক খুশি ফাঁসি নিয়ে আসতে পারে।
আর নিরানব্বই জন মানুষ ঐ একজন মানুষটাকে তুলে ফেলে দিয়ে বলবে , - আহাম্মক! ব‍্যাটার কোনো সাহসই নেই। -- জীবনের প্রতিটা মুহূর্ত তা সে যতো মিথ‍্যাই হোকনা কেনো তারিয়ে তারিয়ে উপভোগ করে নিতে হয়, কতো দিন বাঁচবো তার কি কোনো ঠিক আছে ।
দুর্জনের যে ছলের অভাব হয়না সেটা সবাই জানা ।
কিন্তু এটা মাথায় রাখা দরকার -- সত‍্যের একটা সাকিন আছে। কিন্তু মিথ‍্যা বড়ই জটিল। অনন্ত অন্ধকারে বিবেক-মনকে নিয়ে যায় অবলীলায়। একবার এর খপ্পরে পড়লে এর থেকে বেরোনো বড় শক্ত। সবাই রত্নাকর হতে পারেনা, মরা - মরা বলতে বলতে রাম নামে ফিরে আসতে গেলে যে মনের জোর ও সাধনার দরকার হয়, সেটা কোটিতে গুটি মাত্র।
আপনি এই গুটির মধ‍্যে পড়ছেন কিনা দেখুন। যদি না পড়েন, তাহলে আজ থেকে সত‍্যের পথে নেমে পড়ুন। নচেৎ মিথ‍্যাকে বুকে জড়িয়ে ঘুরে মরতে হবে অনন্তকাল ধরে।
অস্থায়ি আনন্দের মিথ‍্যা লোভটাকে ত‍্যাগ করে,-- সত‍্যের পথে এগিয়ে যেতে কেনো এতো গড়িমসি করছেন। পদে পদে মিথ‍্যা বলার অভ‍্যাসকে প্রশয় না দিয়ে উপলব্ধি করুন একটা অন‍্য রকমের অনুভূতি। যার জন‍্য এই পৃথিবীতে আসা।
একটু ভেবে দেখুন,-- আপনার উত্তরসূরীরা যদি আপনার মতো মিথ‍্যার আশ্রয়ে থাকে, তবে তো আপনি শান্তিতে মরতেও পারবেন না। জান্তে অজান্তে এই পৃথিবীতে আপনার মতো আর একটা মিথ‍্যার বৃক্ষরোপন করে গেলেন।
বিবেককে জাগ্রত করুন। আজ থেকে নিজেই নিজেকে শাসন করে বলুন,-- মিথ‍্যা আমি তোমাকে দেহ-মন থেকে বিদায় জানালাম। সত‍্যই হলো আজ থেকে আমার বেষ্ট ফ্রেন্ড ।।
✍✍✍ পিনাকী গুপ্ত
Join this channel to get access to the perks:
/ @bengalfusion
Please Join us:
/ bengalfusion

Пікірлер
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 71 МЛН
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,7 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 69 МЛН
Sunday Suspense | Nesha | Taradas Bandyopadhyay | Mirchi Bangla
32:27
Mirchi Bangla
Рет қаралды 447 М.
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН