দুঃখে সংকটে বিচ্ছেদে শোকে এবং একই সংগে আনন্দের বেদনায় দেবব্রত বিশ্বাস এর রবীন্দ্রসংগীত পরম আশ্রয়। সময় এই অনুভূতি কেড়ে নিতে পারেনি।
@goutammandal94692 жыл бұрын
সেই ছোট থেকে বাড়ি তে রবীন্দ্র সঙ্গীত শুনতে শুনতে কখন যেন রক্তে মিশে গেছে। আর ওনার কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত মানে অনন্য। সারাদিন যেন তন্ময় হয়ে শুনি। স্পর্শ কাতর মানুষ মাত্রেই রবীন্দ্র সঙ্গীত তাঁদের কাছে এক অনবদ্য সৃষ্টি।
@daliaguha60613 жыл бұрын
এই আত্মনিবেদন আর কার গলায় পাবো!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ranjankundu71103 жыл бұрын
ঈশ্বরের আশীর্বাদী গলা যে পায় তার আর কিছু পাওয়ার বাকি থাকে না। জর্জ দা আপনি যেখানেই থাকুন আপনাকে প্রনাম।🙏🙏🙏🙏
@ritabose82703 жыл бұрын
দেবব্রত বিশ্বাস এর কণ্ঠে রবীন্দ্র সংগীত মন প্রাণ ভরে যায়,সব সময়ের জন্য প্রিয় শিল্পী
@rubybanerjee20832 жыл бұрын
যার গানে মনের আরাম, প্রাণের শান্তি তিনি দেবব্রত বিশ্বাস
@kaberibanerjee92332 жыл бұрын
আহা, আহা, আহা! কি অসাধারণ শিল্পী, যেমন কন্ঠ তেমনই গায়কী!!
@Iamrashidgogol3 жыл бұрын
রবীন্দ্র সংগীত ও দেবব্রত বিশ্বাস সমার্থক। মুগ্ধতা! কৃতজ্ঞতা! ভালবাসা!
@udayboral64063 жыл бұрын
.ak vagaban likhachilen ar ak vagaban gayachilen
@jhumadebnath91794 жыл бұрын
বেঁচে থাকার ইচ্ছেটা বাড়িয়ে দেয়।
@reshmichakraborty18392 жыл бұрын
Akdom sathik anuvutir Prakash. Pran vore bachun.
@pratipchandra12652 жыл бұрын
রবীন্দ্রসঙ্গীতের প্রাণকে প্রাণে পেতে গেলে দেবব্রত বিশ্বাসই একমাত্র যথপোযুক্ত শিল্পী, যাকে হৃদয়ের মাঝে স্থান দেওয়া য়ায়।
@debasishmandal52902 жыл бұрын
পরের জন্মেও যেন এই সব গান শুনতে পাই। শুনতে শুনতে এক অপূর্ব অনুভূতিতে ভরে যয় মন প্রাণ।
আমার সবচেয়ে প্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী। প্রণাম কবিগুরুকে।প্রণাম দেবব্রত বিশ্বাস কে।
@biswajitbanerjee63782 жыл бұрын
নমস্কার করি ওনাকে গানের জন্যে শুধু নয় ভালো লাগলো একজন মানুষের সাথে আমার মনের মিল আছে
@goutamlahiri9279 Жыл бұрын
To mutch beautiful
@sukumardas52763 жыл бұрын
সর্ব কালের শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত শিল্পী। যুগ যুগ তিনি আমাদের মধ্যে অমর হয়ে থাকবেন।
@evamondal21332 жыл бұрын
তাঁর গানে যেন অন্য কোথাও হারিয়ে যায় মন!
@atandrasarkarsarkar469611 ай бұрын
1q11
@pulaknaskar5559 Жыл бұрын
চক্রান্ত করে প্রতিভার কণ্ঠ রোধ করা যায় না। জর্জ দা অসাধারণ, অণণ্য, তুলনাহীন। 🙏🙏🙏
@jibanghosh30992 жыл бұрын
জীবনের পথে চলতে চলতে যখন কোন কোন বাঁকে ভারাক্রান্ত হৃদয়ে এসে দাঁড়াই , তখন একমাত্র অবলম্বন দেবব্রত বিশ্বাস।
@AvijitBiswas-je8or2 жыл бұрын
Ami Sagore Sen ,Chinmoy Chattopadhya,Dwijen Mukhopadhya .keo sunte bhalobasi....Hemanrababu to achhen...." Prangane Mor jyano onno matra pay Hemantar konthe....
@mihirmondal7623 Жыл бұрын
চমৎকার কথা!
@anildutta1779 Жыл бұрын
হৃদয়ের সঙ্গে হৃদয়ের মিলনের গান ।
@user-od8wh4wg2h3 жыл бұрын
যখন ই মনে হয় জর্জদা নেই তখন ই তার গান শুনি আর মনে হয় "এসে ছিলে তবু আসো নাই,জানায়ে গেলে"।
@nirmalbiswas78782 жыл бұрын
আহারে কি আনন্দ!! শুধু শুনি আর শুনি।
@sarmilaghosh12012 жыл бұрын
জর্জদা আপনার সম্মন্ধে কোনো কথা বলার ভাষা হারিয়ে গেছে। পর জন্মে যেনো আবার দেখা হয়। প্রণাম জানাই
@bidishaghosh1579 Жыл бұрын
অনির্বচনীয়!রবীন্দ্রনাথের গানের কথা আর সুরের এমন মায়াজাল বিস্তার- এমন সার্থক সাঙ্গীতিক interpretation, অনন্য! এ কন্ঠ রুদ্ধ করা যায় না। এ যে যুগান্তকারী!
@mdshaheenurrashid2897 Жыл бұрын
আপনার গাওয়া গানের মাধ্যমে প্রতিদিন আপনার সাথে কথা হয়।সারাদিন ব্যস্ততার ফাঁকে আপনার গানেই ডুব দিয়ে আনন্দ-মুক্তো আহরণের চেষ্টা করি।আপনি যে অতুলনীয় প্রিয় শিল্পী।
@shantinathmukherjee26513 жыл бұрын
Debebrata Biswas Tha best artist of rabindra sangit till today
@barunneogi985 Жыл бұрын
রবীন্দ্র সংগীতের একজন অসাধারণ গুনী শিল্পী ছিলেন উনি । কি অসাধারণ গলার স্বর । ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম । 🙏🙏🙏
@swapansinha53182 жыл бұрын
An eternal Rabindra Sangeet Artist , a rarest voice never to be transcended by none in future.
@biswanathgarai630 Жыл бұрын
An epoch-making singer as he is , his exceptional voice & presentation will always be adorable to Rabigan lovers.There was one Debabrata Biswas, there is one Debabrata & there will be only one Debabrata. Pronam to him.
@stkd80173 жыл бұрын
সুর , ভাষা , ছন্দ এতো সর্বকালের সর্বস্রেষ্ট এক প্রতিভাবানের , দেবব্রত বাবু তার সংগে যাদুকরের মত মিশিয়ে ছেন হৃদয়ের অনুভূতি । হৃদয় দিয়ে না শুনলে তাই সুরের সুর শোনা যায় না। 🙏
আমার প্রিয় শিল্পি দেবব্রত বিশ্বাস । বিমহিত হয়ে শুনলাম ।ধন্যবাদ ।
@swapnasaha89063 жыл бұрын
আমার কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান দেবব্রত বিশ্বাস ছাড়া আর কেউ নয়। ওনার গানের গলা মনের শান্তি,প্রাণের আরাম এনে দেয়।
@musiclover57433 жыл бұрын
Debbtat ji ka rabindrasangeet can be compairred as elixer of life to a dieng Person.
@achintyakumarghosh52793 жыл бұрын
Absolutely
@haimantipal47102 жыл бұрын
ওনার কন্ঠে রবীন্দ্রনাথের গান বিশাল এক ব্রম্ভান্ড কে উপলদ্ধি করায়।
@snehashismukherjee52 жыл бұрын
তার কারণ ওনার অসাধারণ সঙ্গীতের শিক্ষা ....যে সুর এই গান গুলি তে প্রান প্রতিষ্ঠা করেছে, সেই সুর ওনার কন্ঠে যে ভাবে অনুরনিত হয়, সেভাবে বোধ হয় আর কারো কন্ঠে হয় না
@dipakparbati60722 жыл бұрын
@@musiclover5743 0099
@GopalMondal-vp3np2 жыл бұрын
জর্জ বিশ্বাস একমাত্র রবীন্দ্র সঙ্গীতকে মর্মে অনুভব করে গেয়েছেন, বাকিরা কেবল গলা দিয়েছেন।
আমার মনে হয় প্রতি জনের প্রচেষ্টা এক এক নতুন দিশা ----
@sayantimaitra61593 жыл бұрын
যত বয়স বাড়ছে আজকাল যেন দেবব্রত বিশ্বাস ছাড়া আর কারো কন্ঠেই রবীন্দ্রসঙ্গীত শুনতে ইচ্ছা করে না!
@snehashismukherjee52 жыл бұрын
এই উপলব্ধি বোধ হয় আমাদের সবার'ই...তবে কিছু রবীন্দ্রসঙ্গীত কোনো বয়সেই ওনার ছাড়া কারো কন্ঠে ভালো লাগে নি
@dbiswas0782 жыл бұрын
একদম ঠিক বলেছেন।
@gobindakumarchakraborty41632 жыл бұрын
It's like the flavour of Darjeeling tea
@mitalichatterjee44432 жыл бұрын
একদম ঠিক 👍
@swarupmaity44622 жыл бұрын
সাল টা ১৯৮৫ কি ১৯৮৬ হবে একটি article বের হয় আনন্দবাজার পত্রিকায় ব্রাত্য জনের রবীন্দ্র সঙ্গীত তবে থেকে আমি দেবব্রত বিশ্বাস কেই প্রথমে রাখি... আমি তখন ১৮ .... এতোটাই ভালো লাগে ওনাকে.....
@pankajghosh19793 жыл бұрын
অসাধারণ গান,রবি ঠাকুরের গান এযেন অন্য মাত্রায়।
@suklabhattacharya6850 Жыл бұрын
যতো বয়েস বাড়ছে ততই রবীন্দ্রনাথের গানের মানে গুলো অন্যভাবে উপলব্ধি করছি। আর ঋদ্ধ হচ্ছি। কিছু রবীন্দ্রসঙ্গীত আছে যেগুলো দেবব্রত বিশ্বাসের ই গান হয়ে গেছে। আহা! কী অপূর্ব! ওনার গান শুনলে একটা কথাই মনে আসে। সেটাও রবীন্দ্রনাথের থেকে ধার করে বলি__ " তুমি কেমন করে গান করো হে গুণী আমি অবাক হয়ে শুনি"....
@abhikgupta84082 жыл бұрын
George da can reach the deepest corners of a listener's heart at ease. My respects to his immortal soul.
@nabanitabanerjee76482 жыл бұрын
এরোম করে আর কেউ গাইতে পারবে না। এই আকুতি কারোর কণ্ঠে পাইনা। এখানেই পূজা, এখানেই প্রেম সবটাই পেয়ে যাই।আলাদা করে আর দরকার নেই
@kalyanchakravarty97942 жыл бұрын
Magical voice which attracts me no matter how many times.Pulls one out from the commercial world & comforts the mind & soul.
@goutamtalapatra3730 Жыл бұрын
এটা পরম সত্য জর্জদার গলাতেই রবীন্দ্রসঙ্গীত পূর্ণতা পায় ---- জর্জ দার গলা ঈশ্বর প্রদত্ত। জর্জদাকে প্রণাম ❤
প্রতিটি গানে শুধু মুগ্ধতা।আহা ! চুপ করে কেবল অনুভব করতে হয়।
@tarunghatak26793 жыл бұрын
যারা তার কন্ঠ রুদ্ধ করতে চায় তারা কেমন মানুষ বুঝে নিন।
@basudebdasgupta90722 жыл бұрын
Bachar Echhye bere jay 🙏🙏🙏
@user-od8wh4wg2h3 жыл бұрын
সবাই স্বরলিপি অনুসারে গান গায়, কিন্ত জর্জ দা গান দিয়ে মানসপটে ছবি অন্কন করেন।মনের মধ্যে তা গভীর ছাপ ফেলে। তিনি চিরন্তন হয়ে থাকবেন রবীন্দ্রনাথের গানের সঙ্গে । অবিস্মরণীয় গানের চিত্র কর।
@mukul55097 ай бұрын
Tai bale tini swaralipir abadhya hae gaan ganni. Biswa Bharati jato bar onar kache ei nie birodhita karechen uni tato bar onader representative ke swaralipi khule onar sur geye dekhie diten, tara kono vool dekte peto na. Asale ekta goshthi onar ke sesh karte cheyechilo.
@KaveriDas-si6zt7 ай бұрын
সত্যিই তাই, কি অসাধারণ !! অপূর্ব সৃষ্টির এক মেলবন্ধন।
@bimolsaha74038 ай бұрын
জর্জ সাহের প্রতি গভীর শ্রদ্ধা রইলো সেই সংগে প্রয়াত কিংবদন্তি শিল্পীর আত্মার শান্তি কামনা রইলো, মনো মুগ্ধ কর কণ্ঠে রবীন্দ্রনাথের গানের তলনা হয় না।।।
@haimantipal47103 жыл бұрын
ঈশ্বর প্রদত্ত কন্ঠ !
@haimantipal47102 жыл бұрын
আল মেটে না শুনে শুনে,।বার বার শুনতে খুব ভালো লাগে।
@syedabanu3163 жыл бұрын
দেবব্রত বিশ্বাসেই রবীন্দ্রসঙ্গীত পূর্ণতা পায়। তাঁর কন্ঠে, সুরে আবেগে এবং অনুভূতির প্রকাশে ! যত শুনি তৃষ্ণা বেড়েই যায়।
@goutammukherjee2979 жыл бұрын
Best of the Bests ! Rabindrasangit is the best form of music. Debabrata Biswas is the best singer. His songs are best on Hindusthan Records. Will it be too much to say that, this collection is the best ?
@susantosaha60157 жыл бұрын
Goutam Mukherjee ह
@user-vk1hz1ci1i6 жыл бұрын
subinou roy rabindra sangeet
@soumitralahiri93933 жыл бұрын
Goutam Mukherjee He is the BEST when he is at his best. All others fade before his easy , smooth and highly individualistic style. Most of the songs in this collection bear the stamp of his genius.
@BhairabMondal-ev2rz Жыл бұрын
At that time those who are very eminent by singing songs especially Rabindra Sangeet my respected Debabrata Biswas is one of them. He has reached Rabindra Sangeet at high extent.His enchanting voice makes a especial ambience around us. He has presented so many songs which are able to touch the depth of our mind. He has enriched the music world.He is the glory of our motherland. I believe that he would survive with his extraordinary creations so long as the world exits. May his soul rest in peace and happiness!
@GitaRoy-n3e9 ай бұрын
বলার কোন ভাষা নেই এক কথায় অসাধারণ অপুর্ব 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sripadabaidya3092 жыл бұрын
উনি আমার প্রানের গুরু।
@lipika.chumkirahabasu97174 жыл бұрын
এ গান কেবল চুপ করে শুনতে ইচ্ছে করে,শুনেই যেতে হয়।যারা ওঁর গানের পথ রুদ্ধ করেছিল তারাই ওঁকে বেশি করে শোনার এবং জানার পথ করে দিয়ে গেছে।ওঁর গান শুনতে শুনতেই ব্যক্তিমানুষ হিসেবে ওঁকে জানতে,চিনতে ইচ্ছে করে। আপনাকে আমরা ভালোবাসি,প্রণাম করি জর্জ দা।
@shampaguhathakurta3 жыл бұрын
প্রানের মানুষের গান প্রানের মানুষের থেকে শোনার সৌভাগ্য আমাদের, তা শুধু আপনার জন্যই হয়েছে।এমন গান যা বহু যুগের অপার থেকে ভেসে আসে অপার্থিব সুখ নিয়ে।ধন্য আপনি মহারাজা।আপনার অপমান তা কবেই ধুয়ে দিয়েছি আমরা ,আমাদের ভালোবাসায় আর শ্রদ্ধায় ।প্রনাম শিল্পী।
@urmisen84573 жыл бұрын
Apnake shatokoti Pronam Hey Mohaan Shilpi.. Amaar Baba'r shob theke priyo shilpi apni.. gyan hoye baba'r konthe apnar gaan shunechhi...apnaar gaaner modhye diye amaar ostityo khuje pai ami... 🙏🙏🙏🙏
@sudiptochatterjee67323 жыл бұрын
Madam, ami apna k somorthon korchi, Rabindra Sangeet manei JEORGE DA🌹
@binaghosh52233 жыл бұрын
U
@snehashismukherjee52 жыл бұрын
Absolutely....the people who resisted...has not onky yielded finally...but they also widened the way towards the ecstacy of his renditions of Rabindrasangeet. আমি একেবারেই একমত আপনার সাথে
@shantinathmukherjee26512 жыл бұрын
Debebrata Biswas is only Tha rabindra sangit artist till now
@enamulhoquekhaled7407 Жыл бұрын
তার ভরাট গলায় সত্যি মন ছুঁইয়ে যায়। পরিপক্ষতা আছে যে সুরে ভালো লাগে।
@ritadasgupta55422 жыл бұрын
এতো দরদ দিয়ে গান গাওয়া দেবব্রত ছাড়া আর কারো নাম আমার মনে আসছে না তুমি আমার পরম পূজ্য শিল্পী
@debasischakravorti17969 жыл бұрын
THE BEST ARTIST OF ALL TIMES AS FAR AS RABINDRA SANGEET IS CONCERN.TUNE,VOLUME AND THROWING IS MARVELOUS.HE IS GENIUS.
@asokroy23 жыл бұрын
Yes! absolutely.
@ashokachakraborty24473 жыл бұрын
@@asokroy2 1r
@ashokachakraborty24473 жыл бұрын
Rabindrasangit of sagar sen
@mainakgupta6822 жыл бұрын
Best Rabindrasangeet artist is Sagar Sen
@debasishroy11622 жыл бұрын
এক এবং অদ্বিতীয় দেবব্রত বিশ্বাস
@rekhagoswami3480 Жыл бұрын
যে কোন সময় যার কন্ঠ মন ভালো করে দেয় তিনি ই তো জর্জ বিশ্বাস।
@rebachakraborty2299 Жыл бұрын
🙏🙏🙏আহা!!! আমরা তাঁর অনুগামী
@madhusudandutta6905 жыл бұрын
শুনতে শুনতে পুরনো দিন গুলোতে ফিরে গেলাম। ধন্যবাদ।
@ফিরেপাওয়া3 жыл бұрын
অসাধারণ সব কিছু ছেড়ে চলে যেতে চাই একাগ্রতা দেশে ফিরে
@rupomanjarisanatchatterjee33512 жыл бұрын
The best Rabindrasangeet singer of all time.
@goutammoulik24953 жыл бұрын
Ek kothay apurbo, oshadharon. Jato-bar shuni mone hoy aaro aaro shuni.
@sanchayitahaldar23813 жыл бұрын
সর্বকালের সেরা .....🙏🏻
@tapatishome89164 жыл бұрын
যতবার শুনি ততবারই আবার শুনতে ইচ্ছে করে ।
@chhandatalukder69859 ай бұрын
মন ভরে গেল ধন্যবাদ
@tathagatabhowmik58993 жыл бұрын
বিশ্বসেরা জর্জ বিশ্বাস।। সত্যিই উনি মেঘে ঢাকা তারা।
@kalyanchakravarty9794 Жыл бұрын
Husky & yet melodious voice & the best part mates with any situation. Indeed a crafted voice of originality of the highest order. Dada chamatkar.🕊️✅
@nimaimishra6112 Жыл бұрын
দুঃখে যাদের জীবন গড়া -ব্যথিত জীবন -শ্রদ্ধেয় শিল্পী দেবব্রত বিশ্বাসের এই গানগুলি শুনলে মনে শান্তি ফিরে আসে জীবন হয়ে ওঠে মধুময় পরীক্ষা প্রার্থনীয়
@prafullamukhopadhyay84244 жыл бұрын
দেবব্রত বিশ্বাস এর কন্ঠে রবীন্দ্রনাথের গান শোনা এক অনন্য অভিজ্ঞতা।
@manoranjankarati42103 жыл бұрын
দেবব্রত বিশ্বাসের গলায় গান,যেন স্বর্গের সুধা, যত ইচ্ছা পান করা যায়।
@samitbhattacharya14554 жыл бұрын
Grew up with the songs of Debabrata Biswas .. and every time I hear him sing, it's a throwback to those wonderful and idyllic years of pure nostalgic heart warming music and tender and soft emotions. Along with Hemanta mukherjee he has taken Rabindrasangeet to the masses. He stays with you always, in your happiness and your sorrow. You can find both, refuge and exhilaration in his music. And I don't care if there is a better singer of Tagore songs , but what I know is there will never be another singer like Debabrata Biswas.
@nityaranjanpan77933 жыл бұрын
Akasbhota. Suryatara
@avrajitbiswas82893 жыл бұрын
@@nityaranjanpan7793 along with je rate mor duarguli bhanglo jhore,tumi robe nirobe,tomari nam bolbo,je dhrubopodo diyecho badhi,keno cheye acho go ma,eki maya lukao kaya,maharaj eki saje,amar matha noto kore dao he tomar,semar majhe asim tumi,sunilo sagarer shamal kinare,godhuligogone meghe dhekechilo tara and many other legendary songs
@bishwajitchakraborty49147 ай бұрын
Unparallel! Debabrata...greatest among all great rabindra singers......
He is just.not greatest exponent.of Rabindrasangeet or numer uno of Rabindra sangeet but Rabindrasangeet would be incomplete without him.He has.made Rabindrasangeet immortal like himself.Greatest tribute to him.
@shahadothossain56875 жыл бұрын
Legend of Rabindra Sangeet.
@asokeranjan99264 жыл бұрын
No comment ! These songs are sung by a master of masters!g
@dipakkumarmondal728 Жыл бұрын
দেবব্রত বিশ্বাসের জন্ম রবীন্দ্র সংগীতের জন্য, ঈশ্বর দত্ত প্রতিভা !
@rishiraj_iitg8 жыл бұрын
Just love the depth of his voice. :)
@pradiptabanerjee64628 жыл бұрын
m
@sanatansinha43143 жыл бұрын
দেবব্রত বিশ্বাসের গান শুনেই মনে হয়, রবীন্দ্রসংগীতই শুনছি ।
@ratnadas42163 жыл бұрын
গলাটি প্রাণের চেয়ে প্রিয়।
@shuklapaul423 жыл бұрын
অনবদ্যএগান ও গলা। অসাধারণ সুন্দর এই গলা আর সৃষ্টি হবে না।
@ratnadas42165 ай бұрын
তিনি যে মন প্রাণ জুড়ে 🌹💖
@moyezurrahman80144 жыл бұрын
An unparallel artist over Rabi songs, a real legend of last century.
@DiptenduNath-ro2vh5 күн бұрын
মৃত মানুষের জীবন ফিরে আসবে, অমৃত কন্ঠে গান শুনে।
@RukminiMitra10 ай бұрын
কি যে ভালো লাগলো। মন ভরে গেল
@sushilmajumdar63142 ай бұрын
When l listen to the song Ami chanchal Hey sitting by the side of window tears roll down with out my knowledge
@niladriniyogi54733 ай бұрын
প্রতিটা শব্দ অনুভব করে উচ্চারণ করেছেন।
@tuhinsengupta64865 жыл бұрын
What marvelous songs...what a voice...Classic .
@BhowaniporeKol4 ай бұрын
Osadharon, apurbo.
@chandnimitabanerjee17447 ай бұрын
আপনি আপনি'ই❤
@ashutoshdas17953 жыл бұрын
একদম। দেবব্রত বিশ্বাসের কন্ঠে মূর্ত্ত হয়ে ওঠে রবীন্দ্র সঙ্গীত।
@suranjanroy22812 жыл бұрын
দেবব্রত বিশ্বাসের গান আমার জীবনপ্রদীপ। তাঁর গানের নাটকীয়তা পাশ্চাত্য মিউজিকের সঙ্গে একটি অনন্য সংযোজন। রবীন্দ্রসংগীত জগৎ দেবব্রতময় হোক।
@dipankarsarkar86873 жыл бұрын
নতুন করে কিছু বলার নেই। কারণ গান রবীন্দ্রনাথের গেয়েছেন দেবব্রত বিশ্বাস।
@deepadutta834415 күн бұрын
এমন মুগ্ধ করা গায়কী শুধুই মুগ্ধ হই🙏
@prodipkumarsarkar791210 ай бұрын
Debabrata Biswas is the best RABINDRASANGEET SINGER of all time.
@PrabirSaha-hd4ik Жыл бұрын
Satyamebo Jayote. Pranipat. 🙏
@soumojitsarkar41193 жыл бұрын
Tumi kemon kore gaan koro he guni. Ami obak hoe suni sudhu suni.😍 ei doraj gola te gaan r keu kore na.
@diptisengupta4118 Жыл бұрын
একদম। অনেকের গান শুনি তবু শেষে ওনার গান না শুনলে মনে হয় কিছু একটা বাকি রয়ে গেল।
@parthachakraverti39358 жыл бұрын
The first and the last word of Rabindrasangeet is Debabrata- George- Biswas. Words and adjectives will get exhausted but the genius will still remain indescribable. I salute him.