এই গানগুলো যখন শুনি সেই ৬৭/৬৮ সালে ফিরে যাই, আমার বয়স তখন ১৪/১৫। সেদিনের অনেক কথা মনে পড়ে যায়। রেডিও ছিল গান শোনার একমাত্র মাধ্যম। অনুরোধের আসর শোনার জন্য বন্ধুরা গোল হয়ে বসে অপেক্ষা করতাম। এরপর কোন শিল্পীর গান বাজবে তা নিয়ে বেট হত। আজ শেষ বয়সে এসে সেই যখন শুনি, সেই সব হারিয়ে যাওয়া বন্ধুদের কথা মনে পড়ে পড়ে, তেমনি নতুন করে বেঁচে থাকার প্রেরণা পাই, নিজের শক্তিতে দাঁড়াবার সাহস পাই।
@manisankardebnath28 күн бұрын
harie gechhe seisob dingulo.
@khetrahalder24976 ай бұрын
ফিরে আসুক সেই মধুময় স্মৃতি। আমরা বড় হয়েছি এই সব গানগুলি শুনে।। আপনার সৌজন্যে ছোটবেলাকে ফিরে পেলাম।। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।।
@tapaskumardey1449 Жыл бұрын
কি মধূর কি আবেগ, আর কি আসবে ফিরে! জানিনা আজ আমরা কিসের পিছনে ছুটছি। জানি আমাদের প্রজন্ম শেষ, এই ভাবে সব ভুলে , এদের!! কষ্ট হয় এই আর কি
@tapaskumardey1449 Жыл бұрын
অনেক অনেক উঁচুতে এই শিল্পীর স্থান । বাঙালীরা সুবিচার করেনি, দূঃখ হয়, এই আর কি!
@arupkrroy Жыл бұрын
সঠিক মূল্যায়ন আপনার
@debasisbhattacharyya47995 ай бұрын
ঠিকই বলেছেন। তা ছাড়া ঐ সময়ে কী সব শিল্পী ছিলেন - অত্যন্ত কঠিন প্রতিযোগিতা ছিল তাতেও সন্দেহ নেই। তবে ওনার গানও সমাদৃত ছিল।
@sudhirbagchi31649 ай бұрын
অসাধারণ। সত্যি এই শিল্পীর যোগ্য মর্যাদা আমরা দিতে পারিনি ভেবে খুবই লজ্জা লাগছে।
@clergy39 ай бұрын
এই মহান শিল্পীর গায়কী, সুর, তাল, লয়, উচ্চারণ নিখুঁত। উচ্চাঙ্গ সঙ্গীতের উঁচু তালিম রয়েছে এটা বুঝতে কষ্ট হয় না। সেই সত্তর দশকের দিকে শোনা দুই একটা গান। "এই তুমি আমি একদিন চলে যাব, গান শুধু চিরদিন থাকে" খুঁজতে খুঁজতে সোনার খনি পেলাম।
@indranighosh-k5g10 ай бұрын
আমার ভীষন প্রিয় শিল্পী। মাঝে মাঝে ই ওনার গান ইউ টিউব এ শুনি আর পুরনো দিনের কথা মনে পড়ে যায়।৬৭/৬৮ সালে তখন ক্লাস সেভেন/এইট এ পড়ি। অনুরোধের আসর শোনা র জন্য হাঁ করে বসে থাকতাম।এই বয়সেও গান গুলো শুনে মনে খুব আনন্দ পাই। একদিকে আমরা সত্যিই খুব লাকি ছিলাম,যে অনুরোধের আসর হলে ই এনাদের মত শিল্পীদের গান শুনতে পেতাম।
@bharatpathik90362 жыл бұрын
রেকর্ড বিক্রির সংখ্যায় নয়, আপনি অমর হয়ে থাকুন অসংখ্য গুণগ্রাহীর সংখ্যায়।🙏
@subratachoudhury1960 Жыл бұрын
এই অপূঊঊঊঊর্ব সুন্দর গান অমর সঙ্গীত শিল্পী চিরদিনের নতুন হয়ে হৃদয়ে বেঁচে থাকবে। উনাদের সঙ্গীত শুনলে ৫০/৬০ বছরের পুরনো দিনের কথা মনে পড়ে যায়।
@pralayghosh2 жыл бұрын
সব গান আবার শুনে একই কথা বলতে হচ্ছে --- অসাধারণ।
@sunilchandrasaha78135 жыл бұрын
মন ফিরে যায় অলস দুপুরের হারিয়ে যাওয়া দিনগুলোতে
@parimaldebbarma47934 жыл бұрын
অপূর্ব কন্ঠস্বর ।বহু শ্রুত গান গুলো শুনতে এখনও খুব ভালো লাগে । শিল্পীকে আন্তরিক অভিনন্দন জানাই ।
@pralayghosh4 жыл бұрын
সোনালী যুগের অন্যতম প্রতিভাময়ী শিল্পী । মিষ্টি মধুর নিটোল কণ্ঠে অদ্ভুত সুন্দর সব গান গেয়েছেন । গজল নজরুল গীতি সব কিছুতেই সাবলীল ।
@coltentroy8083 жыл бұрын
I realize it's kind of randomly asking but does anyone know a good place to stream newly released tv shows online?
@estebanarchie32923 жыл бұрын
@Colten Troy Flixportal :P
@coltentroy8083 жыл бұрын
@Esteban Archie Thank you, I signed up and it seems to work =) I appreciate it!
এসব গান কখনও ভোলা যায় না। ফিরে নিয়ে যায় মনকে কত যুগ আগের দিনগুলেতে। মন শান্ত করা গান।
@BhairabMondal-ev2rz Жыл бұрын
Those who are very famous for singing the various types of songs in different languages in the period of 50's and 60's respected Madhuri Chatterjee is one of them. Her outstanding voice has given a especial dimension to the music world. Her mind-blowing melodies bewildes us whenever we listen to her songs attentively. She has enriched the music world of Bengal with her heavenly voice. She is immortal. Her songs never dies.
@belatalukdar81743 жыл бұрын
স্বর্ণযুগের গান গুলো ৫০-৬০ বছর বাদেও আমরা বুঁদ হয়ে শুনি, ভাল লাগে, মনে মনে বলি,"আহা কি গান", মন প্রাণ জুড়িয়ে যায়। অথচ আজ থেকে পেছনের ১৯-২০ বছরের মধ্যেকার গানগুলোর একটাও আমাদের মনের মধ্যে বেঁচে নেই। সাধে কি আর বলে, স্বর্ণযুগের গান !
@susmitadas14472 жыл бұрын
অপূর্ব কন্ঠ আর সুর।
@aziz-ur-rashid669310 ай бұрын
মাধুরীর কন্ঠের মাধুরী কৈশোর থেকেই মনেপ্রানে যে আবেশ আর ঘোর তৈরি করেছে তা আমৃত্যু থাকবে। প্রার্থনা করি, স্রষ্টা তাঁকে অমৃতলোকে বরন করুন।
@sourashismajumder97075 ай бұрын
কথা, সুর, গায়িকা সবেতেই স্বর্ণযুগ।
@parimalmisra71873 жыл бұрын
I have been listening Madhuri Chatterjee for more than sixty years . Bengal is not likely to get such a heavenly soul stirring voice in the foreseeable future . I will advice the present generation of listeners to develope taste for such music and songs of the golden age of modern Bengali songs . Parimal Misra . Kolkata .
@sanchitabanerjee45573 жыл бұрын
Mon pagol kore dey
@tusharmondal26572 жыл бұрын
0l
@sutapabhattacharyya73263 ай бұрын
কি আবেগ ভরা সব গান...এখন আর কোথায় এই সুন্দর সব গানের কথা ?
@pranatimajumder84542 жыл бұрын
স্বর্ণকন্ঠে স্বর্ণযুগের হারিয়ে যাওয়া দিনের গান আজ ও সমান আকর্ষণ আছে এবং থাকবে❤❤..... গানে মধ্য দিয়ে মনটা সুদূর অতীতে ফিরে যায় ❤❤
@somamajumder73112 жыл бұрын
আহা অপূর্ব ❤️❤️
@jishubhaumik19582 жыл бұрын
Awesome
@biplabbanerjee2428 Жыл бұрын
So sweet and heart touching voice,reminds my childhood memories
@mostafizurrahman57264 жыл бұрын
গানগুলোর সংরক্ষণ খুব দরকার। নাহলে কালের গতিতে হারিয়ে যাবে এই অমূল্য সম্পদগুলো।
@ratnaganguly580 Жыл бұрын
টিভিতে একজন গায়িকার গলায় প্রথম শুনলাম মাধুরী দির গান।মুগ্ধ হয়ে গেলাম।ইউ টিউবে খুঁজে শুনলাম। অপূর্ব গান, স্বর্ণ যুগের গানের এই হলো নেশা।
@nirmalendubiswas12712 жыл бұрын
ছোট বেলায় শোনা খান, মানের মণিকোঠায় যেন বদ্ধ অবস্থায় ছিল, ইউটিউবের মাধ্যমে নতুন করে উন্মোচিত হল।অজস্র ধন্যবাদ
@satchatful3 жыл бұрын
রবীন্দ্রসদনে দু বার লাইভ ফাংশন দেখেছিলাম। ২০০৫ আর ২০০৬ সালে। নিজেরে হারায়ে খুঁজি, তোমার আমার প্রথম দেখা ,কুহু কুহু কোয়েল যদি ডাকে ,এমনি বর্ষা ছিল সেদিন এই গানগুলি করেছিলেন। এখনো স্মৃতিতে অম্লান। 🙏🙏🙏🙏
@GuitaristChatterjee2 ай бұрын
মন ভোরে যায় ❤❤❤❤❤
@sureetbarua2393 жыл бұрын
ইসস, কি সুন্দর গানের, কথা, সুর এবং কণ্ঠ, এই গানের সুরে মন সাততই নস্টালজিক হয়ে ওঠে l আমাদের শৈশব, কৈশোর এবং যৌবনের শুনা এই গানগুলো কখনো পুরানো হবে না l স্বর্ণময় সোনালী অধ্যায় কখনো বিস্মৃত হবার নয় l এই গানের আবেদন চিরন্তন l মাধুরীর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি l
@amlandutta20332 жыл бұрын
আমার একজন খুব প্রিয় শিল্পী I
@chandrasekharkarroy88929 ай бұрын
যে কেউ পারবেনা❤ অসাধারণ গলা🌹❤
@sikhabasu22923 жыл бұрын
All time legend singer .je gan mon pran bhore uthe sei artist amra khuji ajker dine.
@MB-tx6di4 жыл бұрын
সঠিক সম্প্রচার না হওয়ার জন্য এই মহাসম্পদগুলি আমাদের পরবর্তী প্রজন্ম শুনতে পায়নি, তাই শিল্পীও প্রচার পাননি ও ওনার গানগুলি বছর পর বছর অনুল্লেখিত থেকে গেছে। এরজন্য আকাশবাণী ও রেকর্ড কোম্পানিগুলো দায়ী।
@papiyasarkar1705 Жыл бұрын
আমরা সেই সময়ের বাঙ্গালী জাতি ও দায়ী
@BhowaniporeKol Жыл бұрын
Ekdom sothik kotha.
@AmitDutta-xp2fs Жыл бұрын
@@BhowaniporeKol❤😊
@tanmoysen6123 Жыл бұрын
Sahomot 😢
@Mogahiuhehem Жыл бұрын
Akdom thik bolechhen vai
@rokhsanahaq50483 жыл бұрын
Good singer oprboo amoron sokoler hridoyee bechee acheen thakbennn Bangladesh 🌹 thanks for your shearing video 🌹🧡💚❤️
@pavelchoudhury814010 ай бұрын
আমাদের ছেলেবেলার গান। অসাধারণ।
@pranabkumarghosh4802 жыл бұрын
সত্যি এই গান শুনে য়েন মনে হয় নিজে কোথায় হারিয়ে গেছি।আর এইসব গান লিখবে কে,আর সুর দেবে কে,আর এমন দরদী কন্ঠ কোথায়।
@prasantakumarnandi29502 жыл бұрын
ছোটবেলায় এই গানগুলো অনু রোধের আসরে শুনতাম। এখন যখন শুনি, কত স্মৃতি মনে পড়ে যায়। কিযে ভাল লাগে বলে বোঝানো যাবে না। সোনালী দিনের এসব গান তাই বার বার শুনে তৃষ্ণা মিটাই।
@sonalisen84183 жыл бұрын
Ato shundar gan shune mon bhore galo 😍😍😍
@abhijitsengupta37714 ай бұрын
Apurbo.
@jahangiralam-tj1zc4 жыл бұрын
গ্রামোফোন রেকর্ড চলতো তার উপর পিনটা থেকে যে শ্রুতি মধুর আওয়াজ আসতো রাত কেটে যেত ঘুম আসতো না সেদিন গুলো আর আসবেনা ? কি নিয়ে বেচেঁ আছি ভাবতে কষ্ট হয়।
@sankarsengupta8216 ай бұрын
Thank to bring her back in our memory that sweet anurodher asar madhuri debi has never been given her dues ssg kolkata
@sitanshupahari94032 жыл бұрын
These songs returns the childhood days.Anurodher asar in radio was favourite programme
@bhagabatiroy2154 Жыл бұрын
অসাধারণ গান গেয়েছেন যেমন কথা তেমন সুর।এ গান কোন দিন কেউই ভুলতে পারবে না।
@____-ww5me4 жыл бұрын
স্বর্ণযুগের অনবদ্য শিল্পী।
@mahfuzasayeed16824 жыл бұрын
pan .w
@bidyutkumarbanerjee84103 жыл бұрын
নামের সাথে মানানসই কন্ঠ মাধুর্য।এই অসাধারণ প্রিয় শিল্পী চিরদিন বেঁচে থাকবেন সঙ্গীতপ্রিয় মানুষের হৃদয়ে।
@dipalighosh73472 жыл бұрын
ai gan guli amader sompod
@arpitanandi44926 жыл бұрын
apurbo gaan... Chhoto belar sab smriti bhese othe...
@GuitaristChatterjee2 ай бұрын
Amar Khub Pachonder Shilpi 🙏❤️❤️❤️❤️❤️❤️
@manojkdutto7368 Жыл бұрын
আহা সুরে যেন মধু ঝরে!! আগামী জন্মে যেন আবার এই প্রিয় শিল্পীর গান শুনতে পারি। অন্য কোন ভুবনে, অন্য কোন প্রান্তরে!!
@lakshmighoshalmusic21053 жыл бұрын
Khub sundor
@ritadas8406 Жыл бұрын
অপূর্ব সঙ্গীত
@kamalkumardutta3636 жыл бұрын
Outstanding!
@digantajana79972 жыл бұрын
খুবই ভাল লাগল
@chayanikasaha55672 жыл бұрын
Great songs. ❤️❤️❤️
@parthoghosh33055 жыл бұрын
Ai praner shilpira ganer jagater sampad.jato suni tato sunte ichchha kare.pranam janai.
@pavelchoudhury81403 жыл бұрын
unique, but now a days this singer is quite unknown to younger.
Madhuri didir gaan Durga pujor samoy sunte powa jai. Onar asadharan gaan guli moner modhye alada anuvuti eney dai...
@malabanerjeetalkshow7213 жыл бұрын
Apurba...tulona nei.
@prabirkumardasgupta98243 жыл бұрын
She had lot of potentials but could not go to that extent ! She sang such nice songs and our younger days passed by listening such sweet voices and lyrics ! Some extra ordinary female singers were there at that point of time but blocked their further progressions , as a singer ! Many more talented lady singers we had during golden days , like her , but had to face same fate !! Very unfortunate !!!
@keyaghosh33006 жыл бұрын
আমাদের ছোটবেলা জড়িয়ে আছে এই সব গানের সাথে। কি অমলিন ভালোবাসার গানগুলি সোনালী দিনগুলোকে মনে পড়ায়। এমন সব গুণী শিল্পী। প্রচার তেমন পেতেন না। কিন্তু সুরসাধনায় কোন প্রভাব ছিল না তার। এখন তো দুটি গান গাইলেই কত প্রচার কত টাকা।
@durgadasroy18126 жыл бұрын
You. Are right. Beautiful blend of Katha and sir.
@mdalamin-mm2bm5 жыл бұрын
Manner katha balechan.
@bharatimukherjee70885 жыл бұрын
Mone pade 50 bachar age r anurodhergan er asar eigulor jemon katha temon sur ....aha mone hoy bar bar suni
@shefalichatterjee29004 жыл бұрын
Durdhorso durdanto . Ai rokom silpi o gan vobissot e R hobe na.
@tapanchakraborty996311 ай бұрын
Apurbo ,kono vasha nei
@debamitabhatta7822 Жыл бұрын
Mon o pran jurae uni iswar konthe sawraswati.pronam janai
@partharoypartharoy8396 Жыл бұрын
Swarna kanthe swarna juger gaan radio te sunechi chelebalay Aaj sunlaam you tube e Maan anande bhare gelo aar dukkho lagche jara er asal srota chilo Tara nei keu.
@azizeesimage74707 жыл бұрын
তুলনাহীন, মনপ্রান হারিয়ে যায় কোন অজানায়। এ গান এসূর শুধুই অনুভূতির।
@ainulislam95764 жыл бұрын
গান গলো ভালই লাগল।
@subratamajumder12352 жыл бұрын
হারিয়ে যাওয়ার গান
@pratapdas98978 ай бұрын
কি-ই বা comment করতে পারি!এমন গান তো শুধু অনুভবের জন্য।
@sushantabhattacharya48282 жыл бұрын
Eisomosto gan konodin purono hobena🙏
@sachidulaldhar62377 ай бұрын
Choti belar sona gaan satti bhola jai na,katha gulo eto sundar,ekhon kar gaan e seta pai na
@debamitabhatta78222 жыл бұрын
Soni o robibare anurodherashor hoto amara sakole bostom gan sunarjenno.dinketeche kianonde my favourite artist madhuridebi pronam janai ki darun gan Mon bhore gelo go sune chokher jole vashi silpike amar ajosro bhalobasha janai
@madhuriroymallick10682 жыл бұрын
অসাধারণ।26.8.22
@tapaskumardey1449 Жыл бұрын
Young generationon কি কোনও দিনও মূল্য দেবেনা এই শিল্পীদের অবক্ষয়ের লক্ষন আর কি!
Onek onek dhonnobad. Tomar amar ganti ami pray 52 botsor khuje khuje aschilam. Sara jibon khujechi. Kaner modhe moner modhe sudhu gungun krechi. Kar gan ar ki shunte pabo ? Aj mone holo ekta mukta pelam. Samir
@anuradhasarkar42402 жыл бұрын
আমার প্রিয় গান। প্রিয় শিল্পী। 8.12.22
@manidipabagchi98294 жыл бұрын
Anabadya Thank you apnader
@sanyolimitra24313 жыл бұрын
অনবদ্য সংকলন
@Stvrlightttt40536 жыл бұрын
Firey jai 40 bachor ager dingulotey... monta bishonnotae vorey jae.....
@Debashischakraborty-db5eu Жыл бұрын
Sob gan kodin volanaina❤ mor 🙏🙏🙏
@shuprova12 жыл бұрын
কী যে ভালো লাগে!
@mithubhattacharya61569 ай бұрын
🙏❤️🙏❤️🙏❤️ 🙏
@amitaadhikary48603 жыл бұрын
Apurbo mon feere jaaj sei dine je din ei gaan sune din katto
@samitkarmakar71799 ай бұрын
Music is Magic. Music is Medicine. Music Therapy Te Madhuri Chaterji er gaan guli most effective and powerful remedies. Thank you, Madhuri Chaterji.
@Dilipkumar-sw7yh Жыл бұрын
❤
@amitkumarmajumder30828 жыл бұрын
Most remarkable and unforgettable songs...
@rakhuchoudhary43337 жыл бұрын
AMIT KUMAR MAJUMDER c
@rakhuchoudhary43337 жыл бұрын
AMIT KUMARAJUMDER
@rakhuchoudhary43337 жыл бұрын
AMIT KUMAR MAJUMDER lyes
@rakhuchoudhary43337 жыл бұрын
Rakhu
@amarnathpaul85137 жыл бұрын
Rakhu Choudhary ?
@subhasprodhan43676 жыл бұрын
দিদি খুব ভালো থাকুন ওঃ অসাধারণ গান কিছু বলবার ভাষা নাই দিদি 😁😁😁😐😐😐🌳🌻🌳
@debasischakraborty17156 жыл бұрын
Madhuri Chattopadhy amader chere amortoloke chole gechen,rekhe gachen Ei sob shmriti medur ganer sombhar.
@NivasPTVlog4 жыл бұрын
Always my favorite singer
@sandhyaghosh1462 Жыл бұрын
প্রণব কুমার ঘোষ যে বলেছেন ওইটাই সত্যি কথা ওইটাই সবচেয়ে ঠিক কথা
@samadritamaity39324 жыл бұрын
Good singer
@nanditanazma19425 жыл бұрын
আজি শরতের আকাশে, মেঘে মেঘে স্বপ্ন ভাসে, বল মোর কাছে কি চাও? মন নিয়ে যাও।
@somnathdey76593 жыл бұрын
A ganer kono tulonai hoi na .mone pore jai sai choto baler din guli. Monta bhore jai.
@sutanumitra26745 жыл бұрын
বাংলা ছায়াছবিতে ব্যবহার ই করা হল না এই সুধাকন্ঠী সাবলীল গায়কীর শিল্পী কে।
@chandankumarballav68993 жыл бұрын
এমন কন্ঠ কোন সুরকারের চোখেই পড়ল না? খুবই আশ্চর্য হওয়ার মতো একটি বিষয় । ওঁর সময়ে সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দোপাধ্যায় ছিলেন ঠিকই । ছিলেন লতা-আশা । তথাপি মাধুরী চট্টোপাধ্যায়ের প্রয়োজন কোন অংশে কম ছিল বলে মনে হয় না । উত্তম-সুচিত্রা জুটির জন্য হেমন্ত-সন্ধ্যা জুটি অপরিহার্য হয়ে উঠেছিল ঠিকই । তথাপি মাধুরী চট্টোপাধ্যায়ের কন্ঠ অন্য নায়ক নায়িকার জন্য ব্যবহার করা যেত না একথা খোলা মনে মানা কঠিন ।
@jabinchowdhury9513 жыл бұрын
@@chandankumarballav6899 প্রতিমা বন্দোপাধ্যায় ছিলেন ঠিকই কিন্তু উনিই বা কটা সিনেমার গান গেয়েছেন বলুন তো? ভাবতে অবাক লাগে যেখানে সন্ধ্যা, প্রতিমা, মাধুরী, নির্মলা মিশ্র,ইলা বসু, আরতি মুখার্জির মতো শিল্পীরা ছিলেন সেখানে কি লতা-আশা না হলেই চলতোনা? চন্দ্রানী মুখার্জি, ললিতা ধর চৌধুরী - এদের কথাই কি ভোলার মতো?
@jaydevsardar66507 жыл бұрын
best singer
@dulalchandraghosh35245 жыл бұрын
স্যার, অনিল মন্ডল বাবু আমাকে দয়া করে এই গান টি শুনাবেন, গানের কলি- ভুল সব ভুল এই জীবনের পাতায় পাতায় লিখা সবই ভুল