আপনার কন্ঠে রবীন্দ্রনাথের গান শুনে আমি মুগ্ধ । আপনার দীর্ঘ জীবন কামনা করি এবং এমন আরো অনেক গান শুনতে চাই । প: বঙ্গ হাওড়া ।
@shibnathshealsharma50772 жыл бұрын
রবীন্দ্র সঙ্গীতের কথা আর সুরের যে মেলবন্ধন আমার মতো অনেকেই আশা করেন --- সেই আকাঙ্খা তোমার কাছেই পূর্ণ হল। ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে তোমাকে শুভেচ্ছা জানাই।
@pushpajitmahalder28222 жыл бұрын
প্রানটা জুড়িয়ে গেল। এই প্রথম আপনার গান শুনলাম। এক কথায় অসাধারণ,অনাবদ্য।
@md.lutforrahmanbhuiyan83412 жыл бұрын
শামা রহমানের গান প্রথম শুনলাম।ভাল লাগলো। শুদ্ধ উচ্চারণ।
@nirmalkumarsarkar22262 жыл бұрын
রবীন্দ্রনাথ চাইতেন তাঁর গানের বিশুদ্ধতা যেন পুরো বজায় থাকে,কেউ যেন তাঁর গানের ওপর রোলার না চালায়। তাঁর নির্দেশ সঠিকভাবে মেনে চলেছেন শামা রহমান তার গান গুলি শুনে মন ভরে গেল। শুধু তিনি নন, বাঙলা দেশের অন্যান্য শিল্পীরাও রবীন্দ্র সঙ্গীতের বিশুদ্ধতা বজায় রেখেই রবীন্দ্র গান গেয়ে চলেছেন। ধন্যবাদ জানাই সবাইকে।
@gayatriacharya7975 Жыл бұрын
apurbotulonahina
@gayatriacharya7975 Жыл бұрын
j এ mongalatemoiuhhronakkatiapurbo
@kpbiswas32382 жыл бұрын
তোমার গানের মধ্যে হারিয়ে গেলাম খুবই ভালো লাগল মনে হচ্ছে গুরুদেব তোমাকে প্রান ভরে আশীর্বাদ করছেন ধন্যবাদ তোমাকে আরো সুন্দর হোক তোমার গান তুমি মা স্বরসতীর প্রতিভু ভালো থেকো ।
@kalyanchattopadhyay3819 Жыл бұрын
তোমার দুচোখে যেন ধরেছো আকাশ স্নিগ্ধ নয়নে কাজলা দীঘির ঘোর, কন্ঠে রবির মরমিয়া সুর ও বাণী যেন আঁধার ঘুচে হয়েছে নতুন ভোর ।
Asadharan laglo! She has become my favourite artiste.
@sujoynandi61902 жыл бұрын
Khub khub misti golar sor,khub valo gaye6en 🙏
@sohelrana662Ай бұрын
মিষ্টি কন্ঠ। অসাধারণ লাগলো
@bireswarbhattacharjee7586 Жыл бұрын
Goddess of music, god gifted voice 🙏🙏🙏
@rabindranathmahata98672 жыл бұрын
আপনার কন্ঠে রবীন্দ্র নাথের কিছু অপ্রচলিত গান শ্রদ্ধা ভরা চিত্তে শুনে মন ভরে গেল ।আনন্দ পেলাম
@hazmmahegir8965 Жыл бұрын
আজ দেখা গিয়েছে যে রবীন্দ্রনাথের গানের উপর কাঁচি চালিয়ে সুরের ব্যাপোক পরিবর্তন করেছেন। বাংলাদেশের গানবাংলা টিভিতে এর প্রচলন আছে, বিদেশি পোশাক পরে ভিনদেশী রংঢং করে বাজনা চলছে। শামা রহমানের গান শুনেছি লাইভ প্রগ্রামে উপস্থিত থেকে। খুব মার্জিত স্বভাবে তিনি রবীন্দ্রনাথ সংগীত উপহার দিয়েছেন। তাঁকে শুভেচ্ছা জানাই। আর রবীন্দ্রনাথের গান সঠিকভাবে উপস্থাপন করার জন্যে অনুরোধ জানাচ্ছি।
@Tune_Dune2 жыл бұрын
আহ্ অসাধারণ 🙏
@joydebbhattacharyya21562 жыл бұрын
অসাধারণ লাগলো। একটা বিশেষ আলাদা গায়কী। গলায় রাবিন্দ্রক আবেদন আছে।🙏🏽
@subeshkar85168 ай бұрын
Osadharon Nibedon thanks
@syedansar-ulalam59812 жыл бұрын
অপূর্ব, অদ্ভূত, ছন্দে ও গানে আমার প্রাণ জুড়ালো, মন ভরালো
@goutamsharma36282 жыл бұрын
সুন্দর কণ্ঠ, প্রাণ ভরিয়ে দিল এই গানের ডালি উপহারে , অসম্ভব ভাল লাগলো।
@shyamalendukandar78852 жыл бұрын
আমার এক স্যার এর কাছে ইনার কথা প্রথম শুনি। সত্যি অপূর্ব! যেমন কন্ঠ তেমনি উচ্চারণ।
@shibaprasaddutta25502 жыл бұрын
Many MANY Thanks to your sweet voice..Long live Shama Rahaman.Ranaghat Nadia.
@golamkibria11382 жыл бұрын
Thank you very much.
@siddharthabrahmachari75352 жыл бұрын
আমি কেমন করিয়া জানাব তোমাকে জুড়ালো হৃদয় জুড়ালো----শ্রবনে মুগ্ধ হলাম।
@kkmalakar34532 жыл бұрын
সত্যিই সুন্দর। কলকাতা এইরকম গাইতে পারে না।
@sunilkumardas33972 жыл бұрын
অনেকদিন পর গান গুলি শুনে ছোট বেলায় তখনকার দিকপালদের গায়কী ও সুরমুর্ছনার স্মৃতি ফিরে এলো।মনে হচ্ছে রবীন্দ্রসঙ্গীত এর সম্পদ সুরক্ষিত রয়েছে এখনও।ধন্যবাদ শিল্পীকে।
@rajibdas17392 жыл бұрын
Sundar
@syamalchatterji8012 жыл бұрын
@@rajibdas1739 LOKKHO KORUN SHILPIR GUNOGRAHI SHROTADER MODDHE 47 JON HINDU O 6 JON MUSLIM. BANGLADESHIDER MODDHE BANGALI SONSKRITI R PROSAR JE KOTO SONKIRNO UPOROKTO PORISONKHAN TAR PROMAN..
Amaro apnar gaan abong apnake bhison bhalo lage.Apni kolkatay ele apnar sange dekha korte chai.Apni jadi anumati den khub upokrito habo.
@basudebch2 жыл бұрын
এককথায় অসাধারন। অনেকদিন পর এত সুন্দর রাবীন্দ্রিক শুরে গাওয়া অকৃত্রিম গান শুনে মনটা ভরে গেল।
@samarpaul5330 Жыл бұрын
ভাবতে অবাক লাগে এরকম অনন্য প্রতিভা কোথায় অন্তরীন হয়ে থাকে ! ইচ্ছে করে কাছে যাই , আর বয়সে ছোট হলেও পা ছুয়ে প্রণাম জানাই ! ধন্য , ধন্য শিল্পী সত্তা !❤ 16:26
@samarpaul53302 жыл бұрын
অতি সাধারণ , অথচ অসাধারণ শিল্পী সত্তা ! প্রণাম , তোমায় প্রণাম শতবার ।
@pradipganguly28252 жыл бұрын
More songs we want from you. Very nice voice and clear pronunciation which is very much required in rabindra Sangeet. Thanks.
@sheikhmasudrana4276 Жыл бұрын
অসাধারণ।
@24shelly49 Жыл бұрын
চমৎকার ❤
@rashkumardey24612 жыл бұрын
মন ভালো হয়ে যায় আপনার গান শুনলে। অনবদ্য গায়কি ও উপস্তাপনা রবীন্দ্রসঙ্গীত কে আপনি অন্য মাত্রা দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
@swatibiswas98772 жыл бұрын
অসাধারণ কন্ঠ ও সাবলীল উপস্থাপন। পবিত্র সৌন্দর্য।
@abirahad21522 жыл бұрын
অসাধারণ গায়কী! শুদ্ধ উচ্চারণ। মনে হয় সুচিত্রা মিত্র গাইছেন। শামা রহমান নিশ্চয়ই একদিন রবীন্দ্র সঙ্গীত জগতে নিজের আসন পোক্ত করে নিতে সক্ষম হবে বলে মনে করি: আবীর আহাদ মুক্তিযোদ্ধা লেখক ঢাকা।
@sudhirpaul44622 жыл бұрын
Ilikeveryverygoodthisrobindrara
@pradyotbanerjee79432 жыл бұрын
Khub bhalo laglo ,
@shyamapadadas65502 жыл бұрын
সুচিত্রা মিত্রকে যেন নতুন করে পেলাম।অসাধারণ।
@kalyanchattopadhyay3819 Жыл бұрын
সুন্দর, অতি সুন্দর। কমেন্টগুলো ইংরেজিতে না হয়ে বাঙলাতেই হলে ভালো হয়।
@bijitkumarsinha33592 жыл бұрын
শ্যামাদিকে অনেক শুভেচ্ছা এবং শ্রদ্ধা৷
@somagangulymunni2 жыл бұрын
অনবদ্য শ্রুতিমধুর রাবীন্দ্রিক কণ্ঠ,অনিন্দ্য সুন্দর গায়কী.......হৃদয়মনের এক অনাবিল তৃপ্তি।
@SUPRIYROYgood2 жыл бұрын
ঠিক বলেছেন ভাই
@SUPRIYROYgood2 жыл бұрын
অপূর্ব সুন্দর বিশ্লেষণ
@swapankuila66932 ай бұрын
অপূর্ব অপূর্ব অপূর্ব
@simachatterjee48324 ай бұрын
সাক্ষাৎ দেবী সরস্বতী। ভালো থেকো মা।
@bratitdas80142 жыл бұрын
Asadharan Apurba Thanks
@rdxsutriptadas69832 жыл бұрын
যেমন কণ্ঠ তেমন রূপ যেনো স্বয়ং ভগবান
@YesEducation4102 жыл бұрын
Unty many many thanks amar rabindra sangeet khub bhalo lage
@pampakundu13052 жыл бұрын
*রাবীন্দ্রিক* 🙏💕
@papiachakraborty34912 жыл бұрын
shama u will be in my mind fr ever like shyma .what a voice. i suppose u are so beautiful like yr voice. thank u
@dhritidhichakraborty79482 жыл бұрын
দারুন । 🙏
@sunilchatterjee99972 жыл бұрын
খুব ভালো লাগলো।
@swapankumarbarik29182 жыл бұрын
খুব স্পষ্ট এবং সুরেলা কন্ঠ । এপার থেকে।
@SUPRIYROYgood2 жыл бұрын
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর শ্রুতিমধুর কন্ঠ আমার তরফের শ্রদ্ধা নিবেদন করিলাম প্রকৃত রবীন্দ্রনাথের গানের সুর ও সংগীত, আপনার সাক্ষাৎ আশায় রইলাম, সুপ্রিয় রায় অমরার গড় বর্ধমান পশ্চিমবঙ্গ ভারত থেকে বলছি
@sanatshee30882 жыл бұрын
অপূর্ব গানের কন্ঠে রবীন্দ্রনাথের অমর সৃষ্টি আজ শামা রহমানের গলায় আমি মুগ্ধ হলাম। তুমি সুন্দর তুমি উজ্জ্বল তোমার প্রতি সহস্র আশীর্বাদ জানাই।
@kalonchakraborty13742 жыл бұрын
Asadharan .khub sundar mam.
@parijathira89932 жыл бұрын
অপূর্ব , যেমন চেহারা তেমন কন্ঠ এবং গয়কী, অসাধারণ। প্রাণটা ভরে গেল।
@bhaswatisircar9222 жыл бұрын
খুব ভালো লাগল।অসাধারন।
@ashismisra4032 Жыл бұрын
apurbo
@nusratkamal45512 жыл бұрын
অসাধারণ !!!
@SupriyaSarkar-qi1st11 ай бұрын
Outstanding representation !
@drkrittibasray31822 жыл бұрын
Tomake pranam pryotoma Shamadi. If I ever forgot to say, there is nobody beyond you - the supreme vocalist. Sonar par sharee, tomar sonar har gola bhora -- sonar Banglae eto sundari -o ar keu nei. 🤎🤎
@ahmedsyed62242 жыл бұрын
Can't believe, she's perfect.
@sisirkumar6932 жыл бұрын
Your voice is God gifted,
@parimalbhaskar38032 жыл бұрын
দারুন। ফাটাফাটি।গানের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছিলাম।
@pranatibanerjee78952 жыл бұрын
,, yn
@biswajitroy8517 Жыл бұрын
Asadharan kanthya
@biswanathghosh43142 жыл бұрын
Very nice 👍 দিদি
@amitbaran26812 жыл бұрын
তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রানে। কি অসাধারণ গায়কী। আমি মুগ্ধ । আমার কাছে ওনি মা সরস্বতী। অনেক প্রনাম ও শুভেচ্ছা জানাই।
@lokeshkumarray75602 жыл бұрын
The combination of Rabindrasangeet rendered so melodiously and clearly is outstanding. The modern day Suchitra.
@runubanerjee50542 жыл бұрын
অসাধারণ গায়কী !
@lipikahazra79442 жыл бұрын
অসাধারণ।কী যে ভালো লাগল। কোথাও সুচিত্রা মিত্র আবার কোথাও কণিকা বন্দ্যোপাধ্যায়ের ছ়ো৺য়া পেলাম।অনেকে অনেক ধন্যবাদ
@pradipkumarnath40542 жыл бұрын
হ্যোয়াট!
@jatindramohanroy62442 жыл бұрын
Your pronounsation is very clear and Tune is good Thanks.I am from India.Assam.
@imaratkathabwn78482 жыл бұрын
অসাধারণ কন্ঠ শিল্পী আপনি ।
@jitenmistri45582 жыл бұрын
মন ছুঁয়ে গেল।
@eakramulhaque77202 жыл бұрын
Time Dilation of Einstein feel when your song listen . May ALLAH swt blessed you to reach your goal .
@haquetk2 жыл бұрын
Fantastic Montreal canada 🇨🇦
@baneswaracharya30832 жыл бұрын
সাবিনা ইয়াসমিন,অদিতি মহসিন,লাইসা আহমেদ,শিরীন সুমাইয়া ও আপনি( আরো অনেকে আছেন,তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি) রবীন্দ্র সংগীতের শুদ্ধ ঘরানা, গায়ন রীতি বজায় রেখে পরিবেশন করছেন। আমার শুভেচ্ছা ও শ্রদ্ধা রইলো।আপনদের আরো সুনাম হোক।
@sureshdutta72022 жыл бұрын
বাক্যহারা পরিবেশনা ❤️
@anjalideb1642 жыл бұрын
অসাধারণ প্রকাশ। শিল্পী আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
@gopinathbhattacharjee73132 жыл бұрын
গান শুনে মনটা ভালোতে ভরে গেলো ।
@shyamalsaha59192 жыл бұрын
খুব ভালো। খুব ভালো। খুবই ভালো।
@abmjferdous73112 жыл бұрын
Excellent singing.
@biswadebroy42682 жыл бұрын
Excellent thanks a lot Shama Rahaman.
@somanandadurga54022 жыл бұрын
আমার খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
@asimchakrabarti82942 жыл бұрын
Long live, my child.
@alokchakrabati2 жыл бұрын
কথায়, সুরে, পরিবেশে ও নিবেদন( এ) কবিগুরু যা আশা করেছিলেন তাঁকে শুনতে পেলাম l