Рет қаралды 328,355
নন্দসুত ছিল যে শচীর পুত্র হইল যে।
আর বলরাম হইল নিতাই।।
সেই রাধাকৃষ্ণ দুয়ে এক হয়ে এই কলিযুগে শ্রীগৌরাঙ্গ সুন্দর রুপে ধরাধামে অবতীর্ণ হয়েছেন।
তিনি দয়াল অবতার হয়ে কলির জীবের কর্ণমূলে পঞ্চতত্ত্ব শুনিয়ে কলির পাপীত জীবকে ধন্য করেছেন। যাহা চারিযুগের মধ্যে কখনো তিনি প্রেমভক্তি দান করেন নি। নিজে প্রেমে মত্ত হয়ে কলির জীবকেউ হরিনামে মাতিয়েছেন। এই পাপাহত কলিযুগের ভব পাড়ের কাণ্ডারি পূর্ণচন্দ্র গৌর সুন্দর জীবের একমাত্র পরম বান্ধব। তাঁকে ভক্তিভাবে ডাকলে তিনি পাড় করবেনই।
Lyrics:
ভাবের গৌর পূর্ণচন্দ্র উদয় নদীয়ায় রে
নিয়ে ভক্তবৃন্দ প্রেমানন্দ নাচে রে।।
চারযুগ গত হইল হেন মনে করি
রাধার পদে খর দিয়াছেন আপন শ্রীহরি
কলির জীবের জন্য চরণতরী সাজাইয়া রাইখাছেন রে
অন্তরঙ্গ ভাবে গৌরা হয়ে প্রেমে মত্ত
কলির জীবের কর্ণমূলে শোনায় পঞ্চতত্ত্ব
এবার তত্ত্বের দেহ নিত্য করে কে কে যাবি আয় রে
হরি নামের তরীখানা রাধা নামের গুড়া
ভক্তির স্রোতে রসিক নাইয়া দিয়াছে গুদারা
পাছায় বসে নন্দের ছেলে আপন বৈঠা বায় রে
কেদার চাঁন কয় পারের সন্ধি শিখিয়াছ যারে
ভক্তিভাবে ডাকলে মাঝি পাড় করে দেয় তারে
পাষণ্ড কেউ রবে না আমারে নেবে না রে
ঐ আমারে নেবে নারে।।