সুজন ভাই ও রিপোর্টারকে স্যালুট। নস্টালজিয়া মনকে নাড়া দিয়ে গেল। আমি ৩৬ বৎসর পূর্বে ভক্সওয়াগান গাড়ি দিয়ে গাড়িচালনা শিখি। খুবই মজবুত গাড়ি।
@shahidulislam59411 ай бұрын
এই গাড়ি গুলোর প্রতি আমার প্রেম সেই ৯০ সাল থেকে,ঢাকায় বেড়াতে আসতাম রাস্তায় দেখতে পেলে একদৃষ্টিতে তাকিয়ে থাকতাম এত্তো ভালো লাগতো বলে বোঝাতে পারবো না আমার কাছে মনে হয় এই গাড়ির সাথে আমার রক্তের টান আছে আমার কাছে এমন মনে হয়।
@abdulmukit540011 ай бұрын
৮০ দশকের মাঝামাঝি সময়ে আমার এক আত্মীয়ের ক্রীম কালারের ভক্সওয়াগন বিটল গাড়ি ছিল। দুই দরজা বিশিষ্ট এই গাড়ির ইঞ্জিন পিছনে। সেই সময় খুব কম লোকের গাড়ি ছিল। এখন মাঝে মধ্যে রাজধানীর রাস্তায় এই গাড়ি দেখা যায়।
@azizmahmud520211 ай бұрын
ছোট বেলায় এই গাড়ীকে ব্যাং গাড়ী বলা হত যা কিনা দেখতে অনেকটা ব্যাং এর মত ৷ বর্তমান বিশ্বে vintage গাড়ীর অনেক কদর, দেখে ভাল লাগলো বাংলাদেশেও vintage প্রেমিদের এমন উদ্দোগে সংরক্ষনের জন্য।
@miltonzs11 ай бұрын
ব্যাং নয় ব্যাঙ
@sarminaktat93259 ай бұрын
VOX WAGON
@kenrutherford76078 ай бұрын
@@miltonzs তাও নয়। বলা হতো 'কচ্ছপ'।
@moviebuzz578811 ай бұрын
ফয়সাল তানভীর ভাইয়া যখন সাংবাদিক কে সালাম দিল সে তানভীর ভাইয়ের সালামের কোনো উত্তর দিল না!! দেশ থেকে আদব কায়দা উঠিয়ে নেওয়ার একটা মাধ্যম হলো এই রকম একটা নিউজ চ্যানেল এবং এই রকম সাংবাদিকতা!!
@kashinathpaul402611 ай бұрын
চোখের জল ( পানি) ধরে রাখতে পারলাম না আপনাদের এই ভিডিও টা দেখে। আমার প্রথম গাড়ি টা হারাবার পর। সেটা মনিপুর অথবা মিজোরাম কোনো এক জায়গায় হয়তো আছে। আমি পুরাণ গাড়ি ভালবাসি। খুব ভালো লাগলো আপনাদের নিবেদনটি। আমার বীটল মডেল ভীষণ ভালো লাগে। পরবর্তী ছবির জন্য হাঁ করে রইলাম। কলকাতা, ভারত🇮🇳
@swapanjahangir11 ай бұрын
আমি আপনাদের সাথে কথা বলতে চাই।
@arshadliton8 ай бұрын
I want to talk with summon bhai @@swapanjahangir
@ismailhossen861011 ай бұрын
ধন্যবাদ এখন টিভি ও ভো ভো কে এই রকম একটি প্রোগ্রাম করার জন্য।
@mdfaridul183 Жыл бұрын
এই গাড়ি গুলো আমাদের মতো বড়লোক দের জন্য না। কিছু কিছু সৌখিন গরিব আছে। যাদের কোটি কোটি টাকা পড়ে থাকে তাদের জন্য।
@regan385 Жыл бұрын
Loveed your comment brother
@MDMURAD-tz5br Жыл бұрын
Hala abal
@TruthSeeker-i4s11 ай бұрын
অথচ হিটলারের সরকার জনগণের জন্য সস্তায় ১৯৩৮ সালে এই গাড়ি চালু করেছিল। নাম দিয়েছিল Volkswagen (People’s car)
@sagordc533911 ай бұрын
তরে ভিডিও দেখতে বলছে কে? কান্দস কেন....
@mdfaridul18311 ай бұрын
@@MDMURAD-tz5br আবাল আমি না আপনি সেটা একটু হিসাব করে কমেন্ট করুন
@rizwanulhaque819111 ай бұрын
১৯৬৬ সালে প্রথমে বক্সওয়াগান আমার বাবা কিনেছিলেন, আমাদের বাড়ি চট্টগ্রাম আমাদের ব্যবসা ছিল চট্টগ্রামের খাতুনগঞ্জে, ১৯৯২ সালে এটাকে আমরা বিক্রি করে দিয়েছিলাম। তখন আমার বয়স ছিল ছয় একটু একটু এখনো সব কিছু মনে পড়ে। 😢😮
@moktadirbillah336410 ай бұрын
অভিজাত পরিবার
@RaiyanAhmedNabil5369 ай бұрын
@@moktadirbillah3364 Thik bolchen
@abdullahal-farooqfarooq20708 ай бұрын
আমার আব্বা ১৯৬৫ সালে গাড় নীল রংয়ের এই মডেলের গাড়ি কেনেন এবং আমি নিজে সেই গাড়ি চালানোর সৌভাগ্য লাভ করি।
@Noyonkhan-iu9ld9 ай бұрын
আমার খুব খারাপ লাগে যখন ৪০-৫০ বছর ধরে ট্যাক্স দেয়ার পরেও সরকারে ট্যাক্স খাওয়া বন্ধ হয় না।😢
@jahirulislam275611 ай бұрын
আমার অনেক পছন্দের গাড়ি এটা। বাংলাদেশে বিলুপ্ত হয়ে গেছে মালোশিয়া এই গাড়ি গুলো এখনো চলে
@nushamim Жыл бұрын
So elegant. Eye soothing outcome. Thanks to VW Bangladesh for maintaining these antics for so long for all the car lovers out there.
@sonjoydevnath16958 ай бұрын
দাদা ভাই , আমি তোমার বাংলা ভাষার উচ্চারণে মুগ্ধ ❤ 🫡🙏🏾
@salimbd3611 ай бұрын
এই ভিনটেজ গাড়ি গুলি দেশের সম্পদ।তাই সরকারের উচিৎ সকল ট্যাক্স,ভ্যাট মওকুফ করে দিয়ে এই ধরনের গাড়ি সংরক্ষনে উৎসাহিত করা।
@khsohel939911 ай бұрын
Right
@moynulislamshawon416710 ай бұрын
আমার খুব ইচ্ছে ছিল একটা গাড়ি কেনার কিন্তু টাকার কাছে স্বপ্নটা হেড়ে গেল 😢🥹
@mdsanu413911 ай бұрын
এই গাড়ীটা আমার স্বপ্ন,কেনার ইচ্ছা আছে।হয়তো একদিন হয়ে যাবে। ইনশাআল্লাহ।
@fantasticthings961111 ай бұрын
আমি ফক্স ভাগেন এর ফ্যান! ❤ ভালো প্রতিবেদন❤❤❤।
@rubelqatar156510 ай бұрын
পুরাতন সব গুলো জিনিস আমার খুব পছন্দ । তার মধ্যে এই গাড়ি গুলো বেশী পছন্দ ।
@farukmiah248410 ай бұрын
এই গাড়ি গুলি দেখলে পেলে আসা সৃতি গুলি মনে পড়ে,,আমরা এই আধুনিক পৃথীবি চায় না,আমরা পূরনো সেই দিন গুলি চাই পিরে পেতে চাই, জানি সেইটা আর কোন দিন সম্ভব হবে না,, এই গাড়ি গুলি যারা সং রক্কন করছেন তাদেরকে ধন্যবাদ
@Supportpalestain7 ай бұрын
এখন টিভির ভালো একটা দিক হলো, তাদের ক্যামেরা ও ভিডিওর মান অনেক উন্নত,😊
@ismailhossen861011 ай бұрын
আরও এমন ক্লাসিক কারের প্রোগ্রাম চাই।
@Healthlila11 ай бұрын
আজকাল এমন ক্রিয়েটিভিটি আইডিয়াকে কাজে লাগাচ্ছেন অনেক তরুনরাই। মেধাবী এই বাংলার মুখ গুলুকে আমরা ভালো করে দেখতে চাই
@ourapps988011 ай бұрын
আইওয়াশ। এই পার্টসগুলো ইউজ হওয়ার মতো না। বড়লোকদের সাইকোলজি ব্যবহার করে নতুন গাড়ি বানিয়ে কয়েকগুণ বেশি দামে বিক্রি করে এরা। পুরাতন গাড়ির পার্টস নেই এতে।
@TarabAli-z9f10 ай бұрын
একদম সত্যি কথা।
@স্বপ্নেরপৃথিবী-ল৪স9 ай бұрын
Right
@Blackcat-yx6up11 ай бұрын
ওয়াকসপ এর লোকেশন টা উল্লেখ করে দিলে ভালো হত
@badiuzzaman370510 ай бұрын
এই ভাবে তৈরি করতে করতে একদিন নতুন গাড়ি হবে বাংলাদেশর,ইসাআল্লাহ।
@SahanazAktar-v8q7 ай бұрын
পেনটিং আরো ভালো হওয়া দরকার ছিল, কালার আনকামন করা উচিত ছিল, যদি ও তিনি ওরজিনাল রাখতে চেয়েছে, গাড়ীটা দেখতেই ওরজিনালস,আমার মতে কিছু মুডি ফাই করা দরকার ছিল, যেমন,দুটা দরজা করা যেত,শুরতেই ডেনটিং এর কাজ করার সময় চেসিস একটু লম্বা করে দুইটা দরজা রাখা যেত। তাহলে পুরাতন নতুন মিলেমিশে এল ধারুন সৌন্দর্য বিরাজ করত। ওনার কথায় বুজা গেল ওনি সপূর্ন মিসএী নির্ভরশীল। যদিও তিনি উদোগ্যতা।গাড়ি গুলো কাজ করতে এতো সময় লগার কথা না। যদিও প্রথমবার আপানার যে কোন বিষয় নতুন কিছু করতে গেলে সময় লাগবে, কিনতু পরবর্তী এতো সময় লাগবে না
@aminulislamtalukder223611 ай бұрын
I drove a Volkswagen car of1300CC during 1969 1974. Really this car speaks the way you say.
@robotbikershafin32511 ай бұрын
ধন্যবাদ সুজন ভাই 🇧🇩❤️🇧🇩
@blackdragonbd52267 ай бұрын
আমার নানা পাকিস্তান আমলে আইনজীবী ছিলেন উনার এই ভক্সওয়াগন বা বিটল গাড়ি ছিল ❤❤
@alexnoel656910 ай бұрын
সৌখিনতা আসলে মানুষের মজজাগত।এটা পূরণ করতে হলে অর্থ, ধৈর্য্য,সময় দরকার। সব অর্থশীল মানুষ সৌখিন নয়। প্র্যাক্টিস এবং পড়াশোনা জানাটাও জরুরী।
@gamewavestar5306 Жыл бұрын
গাড়ি গুলো এনটিক❤
@marufadnan614 Жыл бұрын
exactly
@kamrul6485 Жыл бұрын
শখ আছে এমন একটি এন্টিক কার এর মালিক হওয়ার
@marufadnan614 Жыл бұрын
right. me too
@Chotoporda10 ай бұрын
what a look !! অস্থির
@Moshfiqur11 ай бұрын
It's truly a jewelry of the city
@MayshaKhatun-lh2nu11 ай бұрын
আমার কাছে খুব ভালো লেগেছে ধন্যবাদ
@FUNCHOTHEVLOGER11 ай бұрын
আমরা সবাই যদি পুরনো গাড়ী গুলোকে নতুন জীবন দেই এবং জাতীকে এটার প্রতি আকর্ষণ বাড়াতে পারি এবং সরকারি ভাবে কিড্স সহজলভ্য করেন এবং টেক্স এবং কস্টিং খরচ সহজলভ্য করেন তাহলে আমাদের দেশের ইম্পোট করা বাহনের সংখ্যা কমবে তারপর দাম ও কমবে আবার দেশের মোটা অংকের মুদ্রা বাহিরে যাবেনা এবং অকেজু গাড়িগুলা পড়ে থেকে পরিবেশ নস্ট করবেনা এবং দেশের অর্থনৈতিক অবস্থা বৃদ্ধি পাবে সরকারের ও লাভ হবে
@KnowTheUSA11 ай бұрын
মোটা অংকের মুদ্রা বাইরে যাবে না, সেটা ঠিক না। পার্টগুলো সব বাইরে থেকে আনতে হয়। দেশের অর্থনীতির উন্নতি করতে হলে নিজেদের গাড়ি বানাতে পারতে হবে, সেটা যতো সাধারণই হোক। তবে হ্যাঁ, এই যে ওনারা রিস্টোর করছেন, এখান থেকেই জন্ম নিবে আমাদের নিজেদের গাড়ি বানানোর মতো দক্ষতা।
@riadhossain3737 Жыл бұрын
আপনারা কি সুটিং এর জন্যে গাড়ি ভাড়া দেন
@OnlySajeeb11 ай бұрын
চমৎকার একটি ডকুমেন্টারি দেখলাম। ❤
@soumyadeepbarik5711 Жыл бұрын
In INDIA all cars bought or iported before 1977 , would be regarded as CLASSIC , before 1947 theyare VINTAGE , no tax has been taken by GOVERNMENT here , only FITNESS is done once that's it. Those cars cannot be use in daily basis.
@SyedAbdurrahman-mr4zy11 ай бұрын
এই যে ভাতিজারা শোনো, আমার জন্য একটা রেখো। ইনশাল্লাহ, আমি একটা কিনব তোমাদের থেকে। কারণ, ১৯৭৪সনে ছাদের উপর বিশাল-লম্বা ঢালাই কাজের ক্রেন সম্বলিত এবং তারই সামনে নুড়ি-পাথরের লম্বা লম্বা অনেকগুলি রাখা স্টেক সমৃদ্ধ তখনকার নির্মাণ-পরিত্যক্ত-জাতীয় সংসদের সামনে আমার বড়ভাই আমাকে ফোক্সওয়াগেন ড্রাইভিং শেখান ক্রিসেন্ট লেক রোডে। তিন দিন প্র্যাকটিস করে ৪র্থ দিনেি তাঁকে নিয়ে ড্রাইভ করে টংগী চলে যাই। জিয়া বিমানবন্দরও তখন অসমাপ্ত অবস্হায় ছিল। ঐ দুটির কাজ স্হগিত ছিল মুক্তিযুদ্ধের জন্য। সে যাক, এই গাড়ীটার ব্রেক দুর্দান্ত! এন্জিন পিছনে থাকে যাতে রেডিয়েটর স্বাভাবিক থাকে পানির বদলে তীব্র বেগে বাতাস পেয়ে! জার্মানী ফোক্সওয়াগেনে বাতাস চালানো পরে আমেরিকা ৮০-র দশকে এসে তার শাটল স্পেস ক্র্যাফটগুলির এন্জিনে ঐ ফোক্সওয়াগেনের মতই বাতাস ঢুকিয়ে ঠান্ডা রাখত! আল্লাহ আমাকে রোলসরয়েস কেনার দৌলত দিলেও তা কিনে পুরানো ফোক্সওয়াগেনই কিনব। একে আমি এতই ভালবাসি, বুঝেছ তোমরা? এই তোরা আমার জন্য একটা রাখবি কিন্ত! এন্জিন কিন্তু এটারই হতে হবে। যোগাযোগ করব।
@csnoor311 ай бұрын
❤ love from Bangladesh for such policy
@adiscreation584411 ай бұрын
Very good initiative, great job.
@iphonexsapple586311 ай бұрын
ধরেন, আমার এই ধরনের গাড়ি নাই, আমি যদি চাই একটা পেতে, কি করে পাব , আপনারা কি এই ব্যপারে কোনো সহযোগিতা করতে পারেন ?
@mdhasanKamrul11 ай бұрын
এই গাড়িগুলোই সিঙ্গাপুরের বিলিনিয়াররা চালায়......
@Mdaktrulislam-pn2dw7 ай бұрын
এই গাড়ি মালাএশিয়া রাস্তার পাশে অনেক পড়ে আছে যদি কারোর লাগে যোগাযোগ করতে পারেন
এই গাড়ি ভিনটেজ গাড়ি হতেই পারে না....ভাই কি স্পিড আছে গাড়ির দেখেই অবাক হয়ে যাচ্ছি❤❤❤...দাদা....আপনার সাথে একটা সেলফি তুলতে চাই❤❤❤
@sumankumarmahanta739911 ай бұрын
একটা আছে বগুড়া শেরপুর ফুড ভিলেজে।
@ronniehossain750011 ай бұрын
Not Fox Wagen. It is pronounced Volkswagen meaning people car. Its name is derived from the German-language terms Volk and Wagen, translating to "people's car" when combined. Adolf Hitler chose to sponsor an all-new, state-owned factory using Ferdinand Porsche's design (with some of Hitler's design suggestions, including an air-cooled engine so nothing could freeze). The intention was that German families could buy the car through a savings scheme. It is hard to roll over these cars. These cars are also known as Bettles because of its shape.
@mdmuazzenbillah54310 ай бұрын
VUL TOTTHO V DIYE LEKHA HOLEO UCHCHARON HOBE F DIYE
@kazimehedihasan179010 ай бұрын
উচ্চারণ হবে "ফোক্স-ওয়াগন"
@MdAsif-lb8uo11 ай бұрын
100% সঠিক গাড়ি মালিক এর কথা শুনে ও বুঝে
@haziabdullah8 ай бұрын
Unader location koi?
@sksabbirboos704211 ай бұрын
এই গাড়ি কতটা নিরাপদ??? এটা চালানো একেবারে ঝুঁকি থাকবে।যেটা মোটেও ঠিক না।
@mdazizulhakimrazin41311 ай бұрын
Eitar location kthay, keu jodi bolten
@MuslimUmmaApp8 ай бұрын
Philippines hazar boxwagon ase lagle boilen Running condition.
@wmosihurrahman6605 Жыл бұрын
অসংখ্য ধন্যবাদ আপনাকে
@MDAbulKalamAzad-m1q11 ай бұрын
খুব ভালো লাগলো, চেষ্টা চালিয়ে যান
@md.shaifulalam91759 ай бұрын
Amazing. Thank u so much.
@siddiqerrahman732511 ай бұрын
This type of vw car has no radiator. Water is used in radiator to cool the engine. Vw cools engine by air, so without radiator and water the car ern less weight which makes it to run more. Frontally it's body is curved, so on running air blowes away easily & does not hamper to move. Its engine situated on behind. Most parts of engine are made of aluminium. So engine is lighter than other cars. As a result the car vw uses 6 volt battery when other cars use12 volt batteries. It is a low cost car than others. It contain blue colour in birth which indicate good fate.
@tasnimahmedtuhin39845 ай бұрын
এই গাড়িগুলো কি বিক্রি হয়?
@NandiphaJantjies-sm2lm8 ай бұрын
Aslamualikum amazing ❤❤❤welcome south africa.
@juwelsarder432011 ай бұрын
আমার জানা মতে, বাংলা মটরে, একটি গাড়ি পরে আছে।
@rahathasan99009 ай бұрын
ekta car buy korte hole price koto porte pare
@mdshihab584011 ай бұрын
ভাই এই গাড়ি কিনতে চাই
@rafiq2264 Жыл бұрын
টাকা কুতকুতায়, কেউ শক নিয়ে মরে কেউ ভাতে মরে 😢❤❤
@abdullahalmahfuz1204 Жыл бұрын
এই টা যার যার ব্যক্তিগত ব্যাপার
@PewdiePie6969-h3s Жыл бұрын
আপনার মতামত আপনার কাছে রাখেন। এখানে আরেকজন এর কোটি টাকার শৌখিনতায় নাক গুলানোর কোন মানে দেখি না। নিজের জীবন নিয়ে চিন্তা করেন আগে। আপনার মতন নাক গুলানো পাবলিক দেশে যতদিন থাকবে দেশ তত দিন উন্নত হতে পারবেনা।
@mamavolkswagen Жыл бұрын
@@PewdiePie6969-h3s In our country most of us don’t have that automobile enthusiasm, except few. Recently last few decades enthusiasts are increasing. Other people who don’t understand this enthusiasm come up with this kind of comment and our responsibility to educate them with proper respect and knowledge: thanks for your contribution which also bound me writing this short note. Kind Regards Murtaza S Haq
@ashrafislam735611 ай бұрын
আমি সর্বশেষ হয়তো '৯০ দশকে দেখেছিলাম নারায়ণগঞ্জ মেট্রো হলের সামনে স্টান্ডে। তখনই এই লক্কর ঝক্কর গাড়ি ট্যাক্সি হিসেবে ব্যবহৃত করত ড্রাইভারেরা কম পয়সায় কিনে। কেহকেহ রসিকতা করে কাসিম ডিজাইনোর এই মডেলের গাড়িকে কাউট্টা গাড়ি বলত। আবার ২নং রেলগেট ও সদরঘাটে চলাচলকারী গুবরেপোকা সাদৃশ্য বাসকে মুড়িরটিন বলত। বেঁচে থাকুক পুরান ইতিহাস ভালোবাসার মাঝে মাথা উচুকরে।
@ashrafislam735611 ай бұрын
@@PewdiePie6969-h3sু
@nurulafsartitu390611 ай бұрын
অসাধারন।
@hijamacuppingtherapy911911 ай бұрын
এগুলোর দাম কত?
@ffsilentkiller436011 ай бұрын
vlo laglo program ta
@abrahamislamrafee381 Жыл бұрын
❤❤মাশাআল্লাহ।
@QaziAkash-z2l11 ай бұрын
Where is the location?
@kamrulzaman387011 ай бұрын
আমার একটা এই রকম গাড়ির দরকার পাওয়া যাবে
@shirinakterhabib306410 ай бұрын
এই গাড়িগুলো সব সরকারি রড় বড় অফিসে গেলে পাবেন । বড় বড় অফিসাররা একটু পুরনো না হতে সরকারের কাছ থেকে আরো উন্নত গাড়ি আদায় করে নেয় তারপর ঐ গাড়ি গুলো পচতে থাকে এই হলো আসল খবর ।