আসলে এই সব মানুষদের কথা শুনলে,আমার ভাষা হারিয়ে যায়... শুধুই চোখে জল আসে... কি আর বলবো 😢
@gdstudioofficialАй бұрын
আন্তরিক কৃতজ্ঞতা জানাই এভাবে পাশে থাকার জন্য।
@sushildas3425Ай бұрын
অসাধারণ
@gdstudioofficialАй бұрын
আন্তরিক ধন্যবাদ জানাই।
@SUPARNAMITRA2024Ай бұрын
Khub e Bhalo laglo
@gdstudioofficialАй бұрын
আন্তরিক ধন্যবাদ জানাই। খুব ভালো থাকবেন।
@subirkumardutta3983Ай бұрын
Such a nice presentation 🎉
@gdstudioofficialАй бұрын
আন্তরিক ধন্যবাদ জানাই। খুব ভালো থাকবেন।
@dipikakumar1803Ай бұрын
অসাধারণ প্রতিবেদন। ভানু বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যতই জানছি ততই তাঁর প্রতি শ্রদ্ধাবনত হচ্ছি। শুধু ই একজন অসাধারণ অভিনেতা হিসেবে নয় একজন মহান দেশপ্রেমিক এবং অত্যন্ত সংবেদনশীল দরদী মানুষ হিসেবেও তিনি আমাদের প্রণম্য। তাঁকে জানাই আমার প্রণাম।
@gdstudioofficialАй бұрын
আক্ষরিক অর্থেই ভানু বন্দ্যোপাধ্যায় আমাদের প্রণম্য। একদম ঠিক বলেছেন। আন্তরিক ধন্যবাদ জানাই।
@linux4samirАй бұрын
আমাদের বিপ্লবের ইতিহাসে এই তিনজন হলেন তিন রাজপুত্র । শ্রী শৈলেশ দে যখন আমি সুভাষ বলছি ধারাবাহিক হিসাবে লিখছেন তখন লুকিয়ে গোগ্রাসে গিলতাম লেখাগুলো । লুকিয়ে পড়তাম, কারণ আমাদের সেকেলে মানসিকতার বাড়িতে সিনেমা বিষয়ক পত্রিকা পড়া মনেই গোল্লায় যাওয়া । শ্রী দে অসম্ভব গুরুত্ব দিয়ে এই তিনজন মহান বিপ্লবীর কাহিনী লিপিবদ্ধ করেছেন বাইটাতে । এঁদের কথা স্মরণে এলেই চোখে জল চলে আসে । কোন দেশ গড়বেন বলে তাঁরা প্রাণ বিসর্জন দিলেন ! আর আজ আমরা কেমন দেশে বসবাস করছি ! আমাদের ক্ষমা করবেন মহান বিপ্লবীরা । 🎉🎉🎉🎉 🎉🎉🎉🎉
@gdstudioofficialАй бұрын
হ্যাঁ। ঠিকই বলেছেন। তাঁদের কাছে আমাদের ক্ষমা চাওয়াই তো উচিত।
@bipradaspal3808Ай бұрын
Great Bhanu Bandopadhyay 🎉
@gdstudioofficialАй бұрын
আন্তরিক ধন্যবাদ জানাই।
@Avijit-y4zАй бұрын
Unparallel presentation, so emotional, nothing can be expressed in words and sentences. You have so much of talent. Bengalis have not died yet, you are one of the proof of that.Salute to you.
@gdstudioofficialАй бұрын
কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমার। আমি আপনাদের কাছে নতজানু।
@ManidipaNagaАй бұрын
Ki bolbo .ei rokom ajona tothyo gene ki bhalo laglo .bhanu babuke pronam r tomake antorer bhalobasa .bhalo theko.manidipa.
@gdstudioofficialАй бұрын
আন্তরিক ধন্যবাদ জানাই এইভাবে পাশে থাকার জন্য। খুব ভালো থাকবেন।
@Babai-h9mАй бұрын
I born in Noakhali (Bangladesh)
@gdstudioofficialАй бұрын
আন্তরিক ধন্যবাদ জানাই।
@mrinmayeebhattacharya6708Ай бұрын
শৈলেশ দের লেখা পড়ে বিপ্লবীদের কথা কতো জেনেছিলাম ছোট বেলায়। ওনাকে প্রণাম।
@gdstudioofficialАй бұрын
আন্তরিক ধন্যবাদ জানাই। খুব ভালো থাকবেন।
@TapanDas-gr4ylАй бұрын
আমি আজ ৭২ এ । আপনি আমার ছোট হলেও আপনাকে প্রনাম ও ভালোবাসা জানালাম।
@gdstudioofficialАй бұрын
আমার প্রণাম গ্রহণ করুন। আশীর্বাদ করুন যেন ভালো কাজ করতে পারি।
@SwapanDasgupta-vl9vzАй бұрын
এতো দেখছি ভানু বন্দ্যোপাধ্যায় একজন স্বাধীনতা সংগ্রামী। জানার ইচ্ছে রইল এর স্বীকৃতি তিনি পেয়েছিলেন কিনা?
@gdstudioofficialАй бұрын
কোথায় আর সেভাবে স্বীকৃতি পেলেন? বাংলা সিনেমার একজন 'কমেডিয়ান' - এই তো ওনার মূল পরিচয় হয়ে রয়ে গেল।
@rabindranathsarkar7563Ай бұрын
🌟 ইতিহাস ,,, ভানুবাবু বাঙ্গালীর ঐতিহ্য--' আনন্দনুভুতি শ্রদ্ধা নিরন্তর ,,,
@gdstudioofficialАй бұрын
আন্তরিক ধন্যবাদ জানাই।
@jayabanerjee103Ай бұрын
🙏🙏🙏
@gdstudioofficialАй бұрын
আন্তরিক ধন্যবাদ জানাই।
@anuragmitra4187Ай бұрын
মানুষের হাতে এই বর্তমান ডিজিটাল যুগে সময় অত্যন্ত কম। পরিসংখ্যান বলছে বড় ভিডিও মানুষ বেশির ভাগ সময়েই দেখেন না। ঠিক সেইজন্য শর্টস এবং রিল নামক এক/দেড় মিনিটের ভিডিওর আবির্ভাব ঘটেছে। এই পরিস্থিতিতে আজ যাঁরা এই ভিডিওটি পুরো দেখেছেন তাঁদের প্রতিও শ্রদ্ধা রইল। আপনাদের মত দর্শক আছেন বলেই এখনও ভালো কাজ হয়।
@gdstudioofficialАй бұрын
আন্তরিক ধন্যবাদ জানাই।
@palighosh3674Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@gdstudioofficialАй бұрын
আন্তরিক ধন্যবাদ জানাই।
@sontoshchakroborty6830Ай бұрын
জয় ভারত মাতা কি জয়
@gdstudioofficialАй бұрын
আন্তরিক ধন্যবাদ জানাই।
@bishalakhighosh7487Ай бұрын
Koto sacrifice , koto sashosh ebong rokto daan kore amader ei sadhinota esheche, kintu amra ki shei guni jon der tik tak somman ditey pari? Hoito onekei amar moto ei ghotona janten na, apni samney niye elen, bhison bhalo laglo, chokh bhijey gelo, kintu mon er modhhey ekta gorbo feel korlam, salute eder ke... arr tar songe na jana - shree Bhanu Bondhopadhyar moto choto choto sangramider 🙏🙏🙏
@gdstudioofficialАй бұрын
আন্তরিক কৃতজ্ঞতা রইল। খুব ভালো থাকবেন। আপনাদের ভালো লাগাটুকুই আমাদের পরম প্রাপ্তি। এভাবেই পাশে থাকবেন।