ভেড়া পালন প্রশিক্ষণ | How to rearing Sheep| ভেড়ার খাবার, যত্ন, খরচ | লাভজনক ভেড়া পালন

  Рет қаралды 715

Traveling and Exploring

Traveling and Exploring

Күн бұрын

বর্তমানে সারা বিশ্বে ১০৬ কোটিরও বেশি ভেড়া আছে। আঞ্চলিক আবহাওয়া, পারিপার্শ্বিক অবস্থা এবং স্বল্প খরচে ও সহজ-প্রাপ্য খাদ্যসাম্গ্রীর উপর ভেড়া পালন নির্ভরশীল। সম্পূর্ণ ছেড়ে খাওয়ানো, সম্পূর্ণ আবদ্ধ অথবা মিশ্র পদ্ধতিতে ভেড়া পালন করা যেতে পারে। চারণ-ভূমিভিত্তিক এবং ভূমিহীন উৎপাদন ব্যবস্থায় ভেড়া পালন করা হয়। এ অবস্থায় খাদ্যর মূল উৎস্ চারণ-ভুমি। মধ্য এবং দক্ষিণ আমেরিকাসহ উন্নত প্রায় সব দেশেই চারণ-ভূমিতে ভেড়া পলন করা হয়। প্রায় তিন-চতুর্থাংশ ভেড়া চারণ-ভূমিতে পালিত হয়। কৃষি-উপজাত খাদ্য সামগ্রী যথা খড়, ভূষি ও কৃষি খামারের আগাছা সঠিকভাবে ব্যবহার করে পরিবেশ-বান্ধব ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গ-রাজ্যসমূহের অনুসরণে ভেড়া পালন করা হচ্ছে। পশ্চিম অস্ট্রেলিয়া এবং উত্তর আমেরিকায় সম্পূর্ণ আবদ্ধ রেখে ভূমিহীন অবস্থায ভেড়া পালন করা হয়। উন্নত দেশে তাজা কাঁচা ঘাস, সংরক্ষিত ঘাস, শুকণা ঘাস এবং দানাদার খাদ্য খাওয়ানো হয় যে কারণে অধিকাংশ সময়ই ভেড়া পালন ব্যয়বহুল হয়।
আমাদের দেশে আধা-নিবিড় সাবসিস্টেন্স পদ্ধতি, সম্পূর্ণ-ছেড়ে পালন, ক্ষুদ্র খামার পদ্ধতি এবং বরেন্দ্র এলাকার আধা-নিবিড় বানিজ্যিক পদ্ধতিতে ভেড়া পালন করা যায়।অর্থাৎ খামারিগণ গরু-ছাগলের সাথে মিশ্রভাবে ৩-৬টি ভেড়া পালন করেন। ভেড়া রাতের বেলা আলাদা ঘরে থাকে অথবা গরুর সাথে থাকে, দিনের বেলায় ফসলের খালি মাঠে, রাস্তার ধারে, ফলের বাগানে, ছেড়ে বা বেধে পালন করা হয়। এই সমস্ত ভেড়াদের সকালে বা সন্ধ্যায় কোন কোন ক্ষেত্রে সামান্য কুঁড়া, ভূষি, চাল-ভাঙ্গা বা ভাতের মাড় দেয়া হয়। এক্ষেত্রে প্রাকৃতিক সবুজ খাবারের প্রাপ্তির বিষয় বিবেচনায় রাখতে হবে।
আমাদের দেশে সাধারণ মানুষের আর্থ-সামাজিক এবং পুষ্টিগত অবস্থা উন্নয়ণের সহায়ক হিসাবে গরু, ছাগল ও মহিষের পরেই ভেড়া পালনের বিষয়টি গ্রামীণ কৃষক পর্যায়ে সর্বত্র বিবেচিত হয়। ভেড়ার মাংসের পুষ্টিমান এবং স্বাদ ছাগলের মাংসের প্রায় অনুরুপ। ভেড়ার মাংসে বিরক্তিকর গন্ধও নেই। এ ছাড়া গরুর সাথে একই খামারে বা ঘরে ছাগল পালন করা যায় না কিন্তু অতি সামান্য খরচ ও সহজ পরিচর্যায় গরুর সাথে ভেড়া পালন করা যায়। চর এলাকার বাথান কিংবা যে কোন চারণ ভূমিতে প্রাকৃতিকভাবে উৎপাদিত কাঁচা ঘাস খাইয়ে অল্প খরচে বৎসরের শুকনা মৌসুমে প্রায় সব সময়ই ভেড়া পালন করা যায়। ভেড়ার বিশেষ বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা যেতে পারে যে, ভেড়া দলবদ্ধ অবস্থায় গরুর সাথে অবস্থান করতে পছন্দ করে বলে ভেড়া পালনের জন্য তেমন কোন অতিরিক্ত জনবলের প্রয়োজন হয় না
ভেড়া পালনের সুবিধা কি?
ভেড়ার জন্য আলাদা উন্নত বাসস্থানের প্রয়োজন হয় না। গরু ও ছাগলের মত একই সাথে পালন করা যায়।ভেড়া নিজেদের খাদ্য নিজেরাই যোগাড় করতে পারে। ভেড়া পালনে প্রাথমিক খরচ তুলনামূলক অনেক কম।ভেড়ার সংখ্যা অতি তাড়াতাড়ি বাড়ে, ভেড়ার মলমূত্র জমির সার হিসাবে ব্যবহৃত হয়, জমির আগাছা খেয়ে উপকার করে, জলাশয়ের ঘাস চরে খেতে পারে এবং ভেড়ার রোগ-ব্যাধি কম হয়।
ভেড়ার খাদ্যাভ্যাস কি রকম?
গরুর মত মাটিতে বিচরণ করে খাদ্য খায়, আবার ছাগলের মত লতা-গুল্ম-জাতীয় গাছের পাতাও খায়, খাদ্যের প্রতি বাছ-বিচার খুবই কম। অতি সামান্য সময়ে পরিবর্তিত খাদ্য সামগ্রী খেতে অভ্যস্ত হয়। ঘাস, লতা-পাতা, সাইলেজ, খড় ও দানাদার খাদ্য খেয়ে ভেড়া জীবন ধারণ করে। খাদ্যের অভাবে ভেড়া খড়, নাড়া ইত্যাদি খায়।
#travelingandexploring

Пікірлер: 12
@nayemurrahmanrabby6213
@nayemurrahmanrabby6213 10 ай бұрын
Sundor uposthapona
@lyricsforbestmusic5483
@lyricsforbestmusic5483 Жыл бұрын
অনেক কিছু জানতে পারলাম, ধন্যবাদ ভাই ❤️ আরও উনার ভিডিও চাই খামার করা সম্পর্কে ।
@travelingexploringandpleas4920
@travelingexploringandpleas4920 Жыл бұрын
thanks, pase thakben ♥️
@HABIMIAH-x6t
@HABIMIAH-x6t Жыл бұрын
অনেক ধন্যবাদ
@rahulkumarwardhan9808
@rahulkumarwardhan9808 Жыл бұрын
Badhiya
@AdnanXgaming
@AdnanXgaming Жыл бұрын
great work
@Viral_kbk_videos07.
@Viral_kbk_videos07. Жыл бұрын
👍
@movieexplanation1831
@movieexplanation1831 Жыл бұрын
Wow
@waqasahmedmalik298
@waqasahmedmalik298 Жыл бұрын
👍👍
@shikshajunction41049
@shikshajunction41049 Жыл бұрын
🙂🙂
@sohagalam3897
@sohagalam3897 Жыл бұрын
good
@Howto-bz5uq
@Howto-bz5uq Жыл бұрын
ভেড়া এবং গাড়ল কি একই জিনিস?
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 51 МЛН
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 51 МЛН