ভেরোনিকার "ঘরের কথা' আজ বলছি, শোনো বন্ধুঃ 'শেকড়ের খোঁজে' Home Affairs on a typical weekend in Sydney

  Рет қаралды 76,680

Boni Amin

Boni Amin

Күн бұрын

Пікірлер: 273
@mahmudaakter3966
@mahmudaakter3966 5 жыл бұрын
To Mr. Boni Amin@আসসালামুয়ালাইকুম ভাইয়া, আপনার প্রিমিয়ার শো দেখার জন্যে আমি ও আমার স্বামী সত্যি অপেক্ষা করবো। তখন আমাদের কানাডার টরেন্টোতে হবে ভোর ৭.৩০টা, এতো ভোর, প্রচুর ঠান্ডা। তবুও দেখবো। কিন্তু আজ আপনাকে একটি অনুরোধ করবো, দয়াকরে আর উদারতা দেখবেন না, বাংলাদেশী ৮০% অসভ্য ও বর্বর মুসলিমদের মুখোশ আর খুলবেন না। ওদেরকে যা চেনার তা হয়ে গেছে, আমি মক্কা হাসপাতালে দীর্ঘ অনেক বছর মেট্রন হিসেবে কাজ করেছিলাম, দেখেছি এই বাংলাদেশী বাজে কমেন্টকারীদের যুবতী বোন ও ভাবীরা কিভাবে সেখানে গিয়ে 'ঈমানী লিঙ্গ' আক্রমণের শিকার হতো, ওই অসহায় বাঙালি বীরঙ্গনাদের পেট ছাপ করতে করতে আমি অনেক কেঁদেছিলাম। এই বর্বর মুসলমানেরা বুঝবেনা ওদের বোনকে আরবের মুসলমানেরা কিভাবে 'ঈমানী দন্ড' দিয়ে অনাচার করে, তবুও আরবের নামে ওরা চুমো খায়। বাংলাদেশী একশ্রেণীর যন্ত্রনায় এবং লজ্জায় আমি (আমি টরেন্টোতে একজন রেজিস্টার্ড নার্স) কারো কাছে বাংলাদেশী মুসলমান বলে পরিচয় দিতে পারিনা, খুবই লজ্জা লাগে, এদের বেশিরভাগ এখানে বাংলাদেশী রাজনীতি, বাড়ি-বাড়ি ঘুরে দাওয়াত খাওয়া এবং ট্যাক্সিওয়ালা হিসেবে অভিশপ্ত জীবন কাটাচ্ছে। অথচ এরা নির্লজ্জের মত নিজেদেরকে বাংলাদেশী বিশ্ববিদ্যালয় শিক্ষিত হিসেবে দাবি করে, ওরা বুঝেই না যে ট্যাক্সি চালিয়ে কারো কাছে নিজের ঐ শিক্ষাগত যোগ্যতার পরিচয় দেয়া যে কত বড় লজ্জা, বাংলাদেশকে ডুবানো। বাংলাদেশের বেশিরভাগ মুসলিম (৭০%) টরেন্টোতে ট্যাক্সি চালিয়ে অভিশপ্ত জীবন কাটাচ্ছে, আমি মনে করি আপনাদের সিডনী এবং মেলবোর্ন এর ব্যাতিক্রম নয়। আপনার ব্লগে যদি কোনো খারাপ গালি বা কটু মন্তব্য যারা করবে আপনি ধরে নেবেন ওগুলো 'বাংলাদেশী হিজাবী মুসলিম বেশ্যার সন্তান (Children of Bangladeshi Hijabi Muslim-Whores), আপনি দয়াকরে এইশ্রেণীর দর্শকদেরকে সাথে সাথে ব্লক মেরে দেবেন। প্লীজ আমাদের বাংলাদেশী এই 'জারজ মুসলিম'গুলোকে আর প্রকাশ্যে বেইজ্জতি করবেন না, ওরা আপনার মত লোকের ভাষা বুঝে না, বেশিরভাগ ওরা (আপনার ভাষায়) মরু-মালয় অসভ্য বাংলাদেশী খেটে খাওয়া শ্রমিক। ভালো থাকুন ভাইজান
@emonhusaain2808
@emonhusaain2808 5 жыл бұрын
Ami God bolsi, real God !!!! Allah, bagamaan sob buaa Apnaara amakee worship koreen ami apnadeer ke 500 virgin girls/hur debo moraar poree. Amaar dhormeer naam love for humanity.
@crazyfoodreview1460
@crazyfoodreview1460 5 жыл бұрын
দাদা আপনার কাছে অনুরোধ থাকবে, আরও অনেক শিক্ষণীয় ভিডিও আমাদের মাঝে দিতে। বাংলাদেশের ইত্যাদির সম্প্রচারক জনাব হানিফ সংকেত যেমনটি পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষণীয় বিষয় প্রচার করেন, তেমনটি আমরাও আপনার কাছে চাই। যেন বাংলাদেশের মানুষ শিক্ষতে পারে। আমরা এখনো মূর্খ আমাদের অনেক কিছু শিখার প্রয়োজন আছে। তাই আপনি সেগুলো বেশি গুরুত্ব দিবেন। জনাব হানিফ সংকেত বলেন এখন কার ইউটিউবার হল ভিক্ষুক তারা সাবস্ক্রাইব এর জন্য ভিক্ষা চাই। শুধু আপনি ভিন্ন এক মহা নায়ক আমাদের মাঝে।
@mamunuddin5312
@mamunuddin5312 5 жыл бұрын
গাছ পাকনা বুম্বাই মরিচ কে টানা তিন মাস গ্রীষ্মকালিন রোদে শুকিয়ে। হালকা সরিশা তেলে বেজেঁ। মরিচ টার টিক মধ্যখানে ভঙ্গিয়া আপনার পশ্চাৎ দেশে রিপুন্দা কে দিয়ে কয়েক টা ডলা দিলে আমার মনে হয় আপনার শারীরিক ও মানসিক সমস্যা গুলো ঠিক হতে পারে....মাহমুদা আক্তার
@seikodmm9048
@seikodmm9048 5 жыл бұрын
Excellent comment. Mahmuda akter.
@SumonAhmed-lg3eo
@SumonAhmed-lg3eo 5 жыл бұрын
Ti so sad
@ZakirHossain-dq8fl
@ZakirHossain-dq8fl Жыл бұрын
অশেষ ধন্যবাদ দুলাভাই। আমি গৌরনদী থেকে।আসলেই ভাইজান আমরা কিন্তু সম্প্রীতির বন্ধনে একাকার। আপনার সব ভিডিও গুলোই আমি দেখি। আপনি আমাদের আত্মার আত্মীয়। best of luck. আবার আসবেন। " শশুর বাড়ির মধুর"হাঁড়ি।
@sankardebnath3834
@sankardebnath3834 5 жыл бұрын
আমি আপনার ফ্যান ।আপনি সুন্দর , সুন্দর আপনার মন ।সুন্দর আপনার চিন্তা ধারা, সুন্দর আপনার ধ্যান । এই রকম যদি সর্ব হৃদয় হতো , পৃথিবীটা সবার তরে স্বর্গ বনে যেত । আপনি চলুন আপন তরীর বৈঠা ধরে , আশা রাখি পৌছায় যদি সব মনের ঘরে । বনি আমিন বনি আমিন ।
@RobinKhan-lr4xg
@RobinKhan-lr4xg Жыл бұрын
"এই জীবনে যে কটা দিন রবো,তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে দেবো দোহে,স্বপ্ন মধুর মোহে" Love you sir❤
@ALIKhan-bf7jv
@ALIKhan-bf7jv 3 жыл бұрын
বনি আমিন একজন অত্যান্ত দৃঢ়চেতা ও বিবেকবাণ ভদ্রলোক, আমি এই বনি আমিনকে দারুণ ভাবে ভালোবাসি,, তার প্রত্যেকটি কথায় আমি মুগ্ধ হই,, ধন্যবাদ বনি আমিন আপনাকে, এগিয়ে চলুন,,,,
@shibachaitanya
@shibachaitanya 3 жыл бұрын
বনিদা, আপনার ও আমাদের অতি অন্তরান্তরিক আত্মীয় ভেরোনিকা ভাবী ও আপনার বংশপরম্পরার জন্য অফুরন্ত শুভেচ্ছা ও দোয়া কামনা। আপনি আপনার সুযোগ্য বিচক্ষণতা, মুক্তবুদ্ধি ও অসাম্প্রদায়িক মনোভাবের জন্য দিনেদিনে আমাদের আপন হয়ে উঠছেন। আপনি শুধু বাংলার বা অস্ট্রেলিয়ার নন, সারা বিশ্বের এক পরম শুভাকাঙ্ক্ষি ওো আলোকিত মানব। আপনার দ্বারা আপনার জাতি, ধর্ম, নেতা ও নবী গর্বিত ও সম্মানিত হবেন নিঃসন্দেহে। কেহ কটুক্তি করার কোন প্রশ্নই উঠে না। পক্ষান্তরে যারা মত, নেতার নামে নরহত্যার উৎসবে মেতে উঠেন তাদের জন্য নেতাকে কেউ প্রকাশ্যে না পারলেও নীরিহ মানুষের অন্তর দেবতা যে আন্তরিক ঘৃণা ও ধ্বিক্কার দিবেন তাতেও কোব সন্দেহের অবকাশ নেই। আপনি ব্লক না করলেও দেবেন করলেও দেবেন। আর কেউ খুন জখমের হুমকি দিলেতো গালি বা ঘৃনাবাদ আরো বেশি বৈ কোন মতেই কম দেয়ার প্রশ্ন উঠে না। এখানে আপনার নেতা ও জঘন্য কোন সাম্প্রদায়িক নাশকতাকারীর নেতা মূলত এক হলেও আপনাদের ভিন্ন ব্যক্তিত্বের ভিত্তিতে অবশ্যই ভিন্ন। আপনার আমার মহত্বের উপরই ভিত্তি করছে আমাদের ধর্ম ও মতবাদী নেতার মহত্ব। আসলে একই সূর্য, চন্দ্র, আকাশ, বাতাস, পৃথিবী, আগুন। এদের ভিন্ন ভিন্ন নেই কোন নেতা বা মতবাদ মানুষের কেন এত মতবাদ, মতভেদ, মতফাঁদ? আপনাদের অসংখ্য ধন্যবাদ।
@sagarkumarbandyopadhyay9233
@sagarkumarbandyopadhyay9233 3 жыл бұрын
Mr Amin Apnar asadhorn Protiva dekhe ami karonei mugdho hochchi, apnar surela kantoswar , manuser proti balobasa, khola moner manus aj kal prai durlov... Yeswar er dan chara asomvob.... Khub khub bhalo thakun,apnar poribarer proti amar suvechchha roilo...Nomoskar.
@santotv5657
@santotv5657 3 жыл бұрын
আমি আপনার ভিডিওগুলো যতই দেখি ততই মুগ্ধ হই।। আবার যদি কখনও বরিশাল আসা হয় তবে অবশ্যই আটঘর কুড়িয়ানা ভাসমান পেয়ারার বাজার পেয়ারা পার্ক বাংলাদেশের ভেনিস দেখার জন্য আমন্ত্রণ রইল।। আমাদের বাড়ি ওখানেই।।
@ohe-yd5mm
@ohe-yd5mm 3 жыл бұрын
অসাধারণ, জানতামনা যে-আপনি গাইতেও পারেন। অসাধারণ কণ্ঠ, শিল্পীমনা মানুষদের উপলব্ধি করতে হলে সেই শিল্পীমনের মানুষদের প্রয়োজন। ভাইজান, আপনার মেঝদির বাড়ি বরিশালে, শুনে ভালোলেগেছে, কারণ আমার গ্রামের বাড়িও বরিশালে-বরগুনা। ভালো থাকবেন।
@SomnathDas-nm9pv
@SomnathDas-nm9pv 4 жыл бұрын
শুনেছি আমার পূর্ব পুরুষদের বাসস্থান ছিল বরিশাল চানসি । দেখে খুব ভালো লাগলো, আমার খুব ইচ্ছা ছিল যাবার, কোনোদিন হয়ে ওঠেনি।
@chittabiswas9920
@chittabiswas9920 5 жыл бұрын
ধন্যবাদ দাদা। চির সুখের দেশ এই পৃথিবীর কথা শুনতে শুনতে কেন যে চোখে জল এসে যায় বুঝে উঠতে পারিনা । একটু বেশীই আপন করে নিতে আপনাকে স্যার বলা ছেড়ে দাদা বলে সম্বোধন করছি গত কয়েকদিন । ভাল থাকুন নমস্কার ।
@BoniAmin
@BoniAmin 5 жыл бұрын
Chitta Biswas@Thank you my dear brother. Please stay with us. This is Boni Amin
@chittabiswas9920
@chittabiswas9920 5 жыл бұрын
@@BoniAmin অজস্র ধন্যবাদ । আমি সর্বদাই আছি।
@padmaview
@padmaview 3 жыл бұрын
Ehar thake ar boro pawna ki ase Boni Aminer..." choker DU fota jol"..
@prabirdutta7472
@prabirdutta7472 3 жыл бұрын
দাদা, বেশ সুরেলা গলা আপনার। দারুণ লাগলো। আমাদের ভেরোনিকা বৌদির বাপের বাড়ী বরিশাল শুনে বেশ গর্ব অনুভব করছি। আমার বাবা, ঠাকুরদার দেশ বরিশাল কলস কাঠীতে। স্বাধীনতার পরে যে দাঙ্গা হয়, সেই সময় সব কিছুর মায়া ত্যাগ করে আমার বাপ - ঠাকুরদা কলকাতায় চলে আসে। পিছনে ফেলে আসেন কলস কাঠির দুটি বাড়ি ও বহু মূল্যবান স্মৃতি। সেখানে আমার ঠাকুরদা ছিলেন পোস্ট মাস্টার। কলস কাঠির জমিদারদের (শুনেছি ১৩ জন জমিদার) সঙ্গে তাঁর সখ্যতার কাহিনী বহুবার শুনে শুনে বড়ো হয়েছি। আমার পিতৃদেব অবশ্য মাত্র ১৪ বৎসর বয়সে স্বাধীনতার আন্দোলনে জড়িয়ে পড়েন ও মেট্রিক পরীক্ষায় এডিশনাল পেপারের পরীক্ষা না দিয়ে কলকাতায় পালিয়ে আসেন। তখন ওনার নাম ব্রিটিশ পুলিশের খাতায় বডি ওয়ারান্ট ছিল। আমার মায়ের বাপের বাড়ি ছিল বরিশাল লাইন রোড। বিয়ের পর কোনোদিন বাপের বাড়ি যাওয়ার সৌভাগ্য হয়নি তাঁর। আমার জন্ম কলকাতায়। আজ আমার ঠাকুরদা, ঠাকুরমা, বাবা, মা, বড় কাকা সবাই পরলোকে। আমি একজন ফ্রিল্যান্স ফাইন্যান্স কনসালট্যান্ট। যদি সম্ভব হয় কলস কাঠির কোনো ভিডিও কোনোদিন আপনার এই রকম কোনো প্রতিবেদনে দেখতে পেতাম তো জীবন ধন্য হতো! 🙏🙏🙏
@BoniAmin
@BoniAmin 3 жыл бұрын
Prabir @ thank you for your such emotional comment. Please contact us via email, LITUBONI@GMAIL.COM
@ashischatterjee4836
@ashischatterjee4836 4 жыл бұрын
খুব সুন্দর ডুয়েট শুনলাম ।দিদিকে আমার প্রণাম জানাই ।আপনার গায়কি তো অসাধারণ ।প্রণাম নেবেন ।
@golamkibria9115
@golamkibria9115 2 жыл бұрын
Thank you Mr Boni Amin from Babugonj , Barishal near Gournodi, Barishal, Bangladesh. You are our son-in- law.
@Rawshon_Habib
@Rawshon_Habib 5 жыл бұрын
প্রিয় বনি আমিন, কৃতজ্ঞ আপনার কাছে -অদেখা ভূবণ দেখানোর জন্য।
@drpkbala
@drpkbala 3 жыл бұрын
আমি আগৈলঝাড়া র কাঠিরাতে চাকুরীর সুবাধে তিন বছর ছিলাম। প্রথমেই ভাষা শুনে মনে হচ্ছিলো আগৈলঝাড়া হবে। বিশ্মিত হলাম যখন ই বললেন আগৈলঝাড়া তখন আমি ফিরে গেলাম 33 বছর আগে ।দীপালিকে মনে হয় আমি চিনতাম। আমি ঐ অঞ্চলের প্রতিটি বাড়ি চিনতাম কাজের জন্য। আমার প্থম কর্মক্ষেত্র স্মৃতিতে প্রোথোতিত হয়ে আছে । এখনো চির ভাস্বর আগৈলঝাড়া-বিষ্ঞু মন্দির -কাঠিরা-নাগির পাড় তরুন সেন, আরও কত নাম।
@rsarkar6662
@rsarkar6662 4 жыл бұрын
আপনা সুর এত সুন্দর কিভাবে হয় আপনার মন যেমন ভালো তাই আপনার আল্লাহ আপনাকে নিখুঁত ভাবে গুন দিয়ে দিলেন ,,,,গান শোনলে শুনতেই ইচ্ছা করে আমি চাই আপনাকে ভগবান আর আশিরবাদ করেন ,,,, ভালোথাকবেন boni sir
@antonygonsalves1976
@antonygonsalves1976 4 жыл бұрын
বাহ! গোলাপের গন্ধ এখান থেকে পেলাম, তার সঙ্গে প্রত্যেকটা video র মতই আপনার ভাষার সুবাস তো আছেই।
@পল্লিজীবন
@পল্লিজীবন 5 жыл бұрын
আপনার মতো মানুষের সমাজে আজ বিশেষ প্রয়োজন ।
@masumsarker7712
@masumsarker7712 5 жыл бұрын
হিন্দু, মুসলিম খ্রিস্টান সবাই মিলেমিশে একসাথে বাস করে। খুব ভালো লাগলো।
@padmaview
@padmaview 3 жыл бұрын
Luv jihad kiya hai? Jina essika nam hai kiya?
@susanta9657
@susanta9657 4 жыл бұрын
আগে মানুষ হয়ে ও তো কিছু হয়নি। তাই আপনার মতো অমানুষ হয়ে যাচ্ছি 💖💖💖
@biswajithaldar1235
@biswajithaldar1235 Жыл бұрын
খুব ভাল লাগল আপনার ভিডিও।
@ashisdas5635
@ashisdas5635 5 жыл бұрын
> আন্তরিকতায় ভরা আপনার (শ্রী বনি আমিন​) পারিবারিক আলোচনা, ভাল লেগেছে, ভীষন​। ধন্যবাদ​। ভাল থাকবেন​।
@kalyanpaul4401
@kalyanpaul4401 5 жыл бұрын
আজই প্রথম Ms Veronica র কণ্ঠস্বর শুনতে পেলাম । এতদিন শুধু তাঁর নির্মল হাসি দেখেছি। A very submissive and gentle lady . Mr. Amin , you are lucky enough.
@MrGolammoinuddin
@MrGolammoinuddin 3 жыл бұрын
আপনি সত্যি খুব ভালো মানুষ। হক কথা বলেছেন।
@biswajitbarik7292
@biswajitbarik7292 5 жыл бұрын
আপনাদের ভাষা কিন্তু আমাদের পশ্চিম বঙ্গ বাসিদের মতো সুন্দর। পূর্ব বঙ্গের মতো নয়। আর আপনি যে গানটি করলেন ' এই তো হেথাই কুঞ্জছায়াই... এই গানটি আমার খুব প্রিয় গান।
@alamgirhussain9008
@alamgirhussain9008 5 жыл бұрын
পশ্চিমবঙ্গের ভাষা সুন্দর😁😁😁😁😆😆😆
@abutahersalahuddin6880
@abutahersalahuddin6880 5 жыл бұрын
Every mother language is sweet to their speaker, do not try to be prejudice to others.
@rajatchakrabarty9525
@rajatchakrabarty9525 2 жыл бұрын
Ja bhorat gala tomar Boni.. Darun...Eta jantam na ekhon janlam. Chaliye jao.
@sanjoysom8054
@sanjoysom8054 3 жыл бұрын
বনিদা, আমাদের বেশ কিছু প্রতিবেশী বরিশাল থেকে এসেছিলেন। বরিশালের ভাষা, রান্না খুব সুন্দর এবং মানুষ গুলোও খুব সুন্দর। আপনি কিন্ত খুব ভাগ্যবান। খুব ভাল থাকুন।
@BoniAmin
@BoniAmin 3 жыл бұрын
Yes, right you are. I love BARISAL too. Thanks
@laxmanprashadsharma5912
@laxmanprashadsharma5912 4 жыл бұрын
দুসপ্তাহ ধরে আমার সময় কাটছে আপনার ভিডিও গুলো দেখে।ছোটবেলা থেকেই আমার ইচ্ছা আমি বিশ্বভ্রমন করবো। কিন্তু একটা কথা আছে অর্থ থাকলে তীর্থে যাওয়া যায়।আমার কোনটাই নেই।তবুও আপনার মাধ্যমে কিছুটা বিশ্ব ভ্রমন হচ্ছে আমার।আপনার চিন্তা চেতনা দৃষ্টি ভঙ্গি অনেক উন্নত। ধর্মীয় গোঁড়ামির বাইরে গিয়ে আপনি একজন প্রকৃত মানুষ।ধর্মের তাৎপর্য হলো চরিত্র অর্জন করা ও সামাজিক তথা রাষ্ট্রীয় ও বৈশ্বয়্যিক ঐক্য।কিন্তু বর্তমানে যুগে ধর্মীয় গোঁড়ামি জন্য যত অনৈক্যের মূল কারণ।বিশেষ করে ভারতীয় উপমহাদেশে যত হানাহানি, মারামারি,মতুয়া ফতুয়া,যত নিকৃষ্ট কাজ আছে সব।একসময় উপমহাদেশে জন্ম নিয়ে অনেক মহামনিষীগন নিজেকে ভাগ্যবান মনে করেছে । কিন্তু আমরা বর্তমানে নিজেকে অভাগ্যবান মনে করছি।কারন উপমহাদেশের সম্প্রতি পরিবেশ নষ্ট হয়ে গিয়েছে একমাত্র ধর্মীয় গোঁড়ামির জন্য।বনি আমিন আপনাকে আমার মনে থাকবে সারাজীবন।
@abdulwohab6620
@abdulwohab6620 5 жыл бұрын
ছালাম স্যার খুব সোন্দর আব্দুল ওহাব মালায়শিয়া থেকেই 30.11.2019
@chandrasekhardas5038
@chandrasekhardas5038 3 жыл бұрын
সর্বশক্তিমান আমার প্রিয় মানুষটিকে দীর্ঘজীবী করুন।
@mrhero8819
@mrhero8819 3 жыл бұрын
স্যার দিদি আমাদের বরিশালের হওয়ায় দিদির প্রতি অনেক শুভচ্ছা ও আপনার প্রতি রইলো অনেক ভালো বাসা।
@noyanmoni6972
@noyanmoni6972 3 жыл бұрын
হ্যা দিদিভাই তুমি ঠিকই বলেছো, বনি দাদার কণ্ঠ খুব মিষ্টি গো।💞💞খুব ভালো গান গায়।👌👌👌
@BoniAmin
@BoniAmin 3 жыл бұрын
নয়ন মনি@তোমার কমেন্ট আমি নিজেই পড়লাম। প্রশংসা শুনতে কার না ভালো লাগে? আমিও বা ব্যাতিক্রম হব কেন? ধন্যবাদ - সন্তানদ্বয় ও অলোক সহ ভালো থেকো তুমি - বনি দা
@noyanmoni6972
@noyanmoni6972 3 жыл бұрын
ধন্যবাদ দাদা। খুব খুশি হলাম। 💞💞💞🌹🌹🙏🙏
@siktaroy9715
@siktaroy9715 3 жыл бұрын
Tomar ganer gola darun, tomader husband wife er prem dirgho jibi hok I always pray to God for you
@bablubaidya3499
@bablubaidya3499 4 жыл бұрын
অসাধারণ বিস্ময়কর সুন্দর একটি ভিডিও স্যার। ম্যামের দিদিকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা এবং শুভেচ্ছা। অসাধারণ স্যার। বিরল অনুভূতি পেলাম। অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এবং চির শুভেচ্ছা জানাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি খুব ভালো থাকবেন আপনারা 🙏🌷💞
@powerassosiate2954
@powerassosiate2954 5 жыл бұрын
প্রিয় বনি আমিন, নমস্কার ও শুভেচ্ছা।আপনার ভিডিওগুলোর গুরুত্ব বা তাৎপর্য নিয়ে ভিন্নতা থাকতে পারে। তবে আপনার শুদ্ধ উচ্চারণ আমাকে মুগ্ধ করে। শুদ্ধ উচ্চারণে বলা আর সঠিক বানানে লেখার জন্য একটা বিদ্যার দরকার হয়। আমি মনে করি আপনার সেটা আছে। নিজের ভাষা যে সঠিকভাবে বলতে বা লিখতে ভুল করে সে অন্য ভাষাও ভুল করবে এটা আমি নিশ্চিত। আপনার ভিডিও দেখে বেশ কিছুদিন ধরে আমি নিজে একটা ইউটিউব চ্যানেল আত্মপ্রকাশের অনুপ্রেরণ বোধ করছি। এ ব্যপারে আমাকে সঠিক পরামর্শ বা উপদেশ দিয়ে বাধিত করবেন। এই জাতীয় ইউটিউব চ্যানেলের খারাপ-ভালো দুটো দিকেরই একটা সদুপদেশ আমাকে দিলে ভিষণ খুশি হবো। তদুপরি আমার অনুপ্রেরণার বিস্তার ও ব্যবপকতার ব্যাপারে একটা সম্মুখ উৎসাহ পাব। আমার অফিস ঢাকার মতিঝিলে। যদি কখনো ঢাকা আসেন তবে গরম এক পেয়ালা কফি খাওয়ার নিমন্ত্রণ রইল। চাইলে সরু চালের ভাত আর ছোট মাছের ঝোল দিয়ে দুপুরের খাওয়াটাও সারিয়ে দেয়ার অভিপ্রায় রইল।আমার নিজ জেলা গোপালগঞ্জ, গ্রাম টুঙ্গিপাড়া আমার নাম শ্যামল কান্তি জয়ধর। আপনার সুস্থতা ও সমৃদ্ধি কামনা করছি। ইমেইল : powerassociate.bd@gmail.com
@rabindranathbiswas9251
@rabindranathbiswas9251 5 жыл бұрын
Mr. Shyamal Do you know Mr. Varun Jaydhar ? I think he is the man of tungipara. And probably he is your relative. Thanks Rabindra Nath Biswas Form Kolkata
@uddinmuslem7967
@uddinmuslem7967 4 жыл бұрын
আপনার প্রথম প্রেমের কাহীনিটি সত্যিই মনমোগ্দকর।
@user-yj1fu2bb8k
@user-yj1fu2bb8k 4 жыл бұрын
Didi's bengali pronunciation not has the least difference with that spoken by Bengalees in India. Both ur melodious singing fills heart with such sweet, resonating tones. Still, politicised religion separates men with a gulf difference n animosity only because of insatiable greed n malice of a few leaders n inhuman religiosity. They can not care to measure how much tears n blood have shed their pride, greed, hatred n Intolerance. Ur soothing voice n warm, friendly attitude heals many a scar n carves for eternally more n more to give a lesson for others for life to bargain.
@robishilkumar3258
@robishilkumar3258 5 жыл бұрын
মিষ্টি আলুর মত আপনার গান ও ভিডিও খুব ই ভাল লাগল , 👍👍
@siktaroy9715
@siktaroy9715 3 жыл бұрын
Every day I wait for your vedio
@nesaruddinkhan9312
@nesaruddinkhan9312 5 жыл бұрын
This is my father in law upazila,Vill.Bashail, Borishal. thanks for visit Mr.boni amin....
@debasiskarmakar8525
@debasiskarmakar8525 3 жыл бұрын
সুন্দর ভিডিও , ধন্যবাদ
@jashimuddin2179
@jashimuddin2179 5 жыл бұрын
অসাধারন গান,আমরা বাংগালী এটা আমাদের গুন
@saydulnazim7929
@saydulnazim7929 4 жыл бұрын
অমানুষের মন খুব সুন্দর। নাজিম সিলেট
@nancybanerjee5538
@nancybanerjee5538 5 жыл бұрын
বরিশালের আঞ্চলিক ভাষা কিন্তু ভারী সুন্দর 😀😀😀। এরপর better half কে সঙ্গে নিয়ে একটা গান শোনাবেন আমাদের জন্য!
@shyamalpandey5938
@shyamalpandey5938 2 жыл бұрын
Darun
@mrinalray7509
@mrinalray7509 5 жыл бұрын
ভারতীয় উপমহাদেশে প্রতিটি মানুষ কবে বনি আমিনের মতো হবে।
@rabiulauwal9450
@rabiulauwal9450 5 жыл бұрын
খুব ভাল লাগলো আপনার গানটি আপনার গলাটা অনেক সুন্দর সত্যিই বলছি আমারও গান গাইতে ইচ্ছে করছে আর সবাই আমাকে বলে আমার গলাটাও নাকি অনেক মিষ্টি।
@kangangoswami2511
@kangangoswami2511 5 жыл бұрын
সহজিয়া ধর্মের নতুন বাংলাদেশ চাই ।লালন দর্শনের সাথে যেখানে মিশে যাবে মানুষের সকল সুস্থ মতবাদ ।বাক স্বাধীনতার আকাশ উন্মুক্ত হোক ।ধন্যবাদ ।
@PadminiBiswas
@PadminiBiswas 5 жыл бұрын
Dada khub bhalo laglo. Ekta request korchhi. Amar jonmo India te. Kintu amar babar family 1947 obdi Barishal e Jalabari (Pirojpur er kachhe) naame ekti gram e chhilen. Apni BD tour e gele jodi daya kore oi gram er ekti video tolen tahole khub khushi hobo. Amader last name Biswas. Please dada ektu help korun. Prochur jami chhilo shob gechhe khali purono Nayeb bari ta achhe. 1971 e Pakistanira amader dotala bari dhongsho korey diyechhe.
@madhu117
@madhu117 5 жыл бұрын
সুন্দর, ভালো লাগলো........
@hasanchoudhurymd
@hasanchoudhurymd 3 жыл бұрын
Excellent factual reporting of life and living in Bangladeshi rural areas and your life in Australia. Best regards.
@adhikaryprofulla457
@adhikaryprofulla457 4 жыл бұрын
dhanna bad .... ami o agailjharar santan.... dehke kub valo laglo .....
@biswajitdebnath5329
@biswajitdebnath5329 5 жыл бұрын
খুব ভালো দাদা, আজকে বনি আমিন নামে একজন অমানুষ আছেন বলেই আমরা ঘরে বসে বিশ্বের সব অজানা তথ্য জানতে পারছি, আপনাকে স্যালুট জানাতে একটুও পিছুপা হবো না | ভুল হলে ক্ষমা করবেন 🙏
@msahriarahmed2627
@msahriarahmed2627 4 жыл бұрын
বাহ্ ভালো লাগলো
@sportstube2591
@sportstube2591 5 жыл бұрын
অসাধারণ... আপনার কোনো ভিডিও আমি না দেখে থাকতে পারি না। ভালো থাকবেন....
@murshidayesmin2414
@murshidayesmin2414 5 жыл бұрын
VERY NICE DIFFERENT WAYS ....!!!
@AbdulHamid-gg9sm
@AbdulHamid-gg9sm 3 жыл бұрын
আপনার উপস্থাপনা খুব সুন্দর এবং আন্তরিক। দেশকে ভুলে না যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। বরিশালে বিয়ে করার জন্য আবারও ধন্যবাদ। তবে আপনি যতই চেষ্টা করুন আপনি কখনো বরিশালের dialect er accent ropto করতে পারবেন না দুঃখিত। Cassava এবং সুইট পটেটো দুটি ভিন্ন species বা প্রজাতি। সহজে বলা যায় সুইট পটেটো হলো herbaceous plant এবং cassava ta নয়। আপনার মেয়েকে দেখছেন কিছুদিন আগে। ও খুব সুন্দর আর শান্ত, দেখে মনে হল। আমি ওর জন্য দোয়া করি। চিরদিন o shukhe শান্তিতে থাকুক।
@ahmedhossain1800
@ahmedhossain1800 2 жыл бұрын
বনি ভাই আসসালামু আলাইকুম। আশাকরি ভাল আছেন। এই ক্লাসিকাল গানটা আপনার গলা খুব বেশী সুন্দর হবে,,,,, ডাকো যতনা নয়ন দু'হাতে শ্রাবণ মেঘে ঘুমাতে দেবেনা
@a.b.m.mahabubulhuque2980
@a.b.m.mahabubulhuque2980 2 жыл бұрын
আমি বরিশাল শহরের মানুষ বনি আমিন ভাই।
@bhajanbiswas3982
@bhajanbiswas3982 5 жыл бұрын
Sir ektu phahari chakma der jibonjabon niye ekta video korben please.
@binoychandrabarman3199
@binoychandrabarman3199 5 жыл бұрын
Very nice thanks a lot
@tilokdey1671
@tilokdey1671 5 жыл бұрын
সুন্দর ভিডিও, ভাল লাগলো। দাদা আমি অস্ট্রেলিয়া যেতে চাই। আমাকে সহযোগিতা করুন। আমি আপনার ফুটেজগুলো দেখি।
@sailendranathchakraborty7877
@sailendranathchakraborty7877 4 жыл бұрын
শুভ দুপুর বনি হাহেব। এটা কিশোর কুমার আর অনিতা গুহ অভিনীত "লুকোচুরি" ছবির গান ।
@msd805
@msd805 5 жыл бұрын
দারুন, অপূর্ব।
@Thefoodypepole
@Thefoodypepole 5 жыл бұрын
ভালো লাগে আপনাকে মাঝে মাঝে মন খারাপ থাকলে আপনার ভিডিও দেখি।। আর মনটা সত্যিই ভালো হয়ে যায়।।।।
@biswananda3791
@biswananda3791 5 жыл бұрын
Khub valo video sir
@HenrY-uf3fd
@HenrY-uf3fd 2 жыл бұрын
আগৈলঝাড়া আমার মামা বাড়ী।
@madhu117
@madhu117 5 жыл бұрын
আমাদের মামা বাড়ি, ও খুব সুন্দর.......
@subirkumarde1312
@subirkumarde1312 5 жыл бұрын
খুব ভালো লাগলো ! আর বৌদির নিশ্চই খুব ভালো লেগেছে ! কেননা ওখানে যে উনার পূর্ব পুরুষের অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে ! এগুলো যার ঘটে সেই একমাত্র উপলব্ধি করতে পারেন ! ভগবান আপনাদের খুব ভালো রাখুক ! তাহলে আমরাও খুব ভালো থাকবো !
@dollysarkar3548
@dollysarkar3548 4 жыл бұрын
Very good thanks boni da good man.
@TanmoySinha
@TanmoySinha 4 жыл бұрын
Hi Boni! You have such a splendid voice that a total video can be made of that. Waiting eagerly for that episode. Hope my wish will come true.
@nirmalenduroy5511
@nirmalenduroy5511 5 жыл бұрын
আমার ঠাকুরদাদাদের বাড়ী ছিল বরিশালে,বনিদা আপনার জন্য অনেক অনেক দোয়া রইল।
@jonyfar290
@jonyfar290 5 жыл бұрын
Khub valo lagche
@purnoshamol8354
@purnoshamol8354 5 жыл бұрын
ধন্যবাদ দাদাভাই
@mosarafhossain5728
@mosarafhossain5728 5 жыл бұрын
ভালো লাগলো কাকু, মিষ্টি আলু টি খাওয়ার ইচ্ছা হচ্ছে। পারলে রান্না করে আমার জন্য কিছুটা পাঠিয়ে দেবেন (স্বপ্নের মাধ্যমে) ইন্ডিয়াতে
@sankarbhadury6944
@sankarbhadury6944 4 жыл бұрын
Boni Da tumi khubi intelijent
@NHasn-li5fl
@NHasn-li5fl 3 жыл бұрын
Do not say any bad for the Muslims please and we should love all human beings
@masud0192
@masud0192 5 жыл бұрын
Very Beautiful!!!
@zamaalzamaal109
@zamaalzamaal109 5 жыл бұрын
খুব মজা করলেন ভাই। আমরা ও মজা পেলাম।
@bijoybarua3162
@bijoybarua3162 4 жыл бұрын
Good good thanks
@crazyfoodreview1460
@crazyfoodreview1460 5 жыл бұрын
দাদা আপনার কাছে অনুরোধ থাকবে, আরও অনেক শিক্ষণীয় ভিডিও আমাদের মাঝে দিতে। বাংলাদেশের ইত্যাদির সম্প্রচারক জনাব হানিফ সংকেত যেমনটি পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষণীয় বিষয় প্রচার করেন, তেমনটি আমরাও আপনার কাছে চাই। যেন বাংলাদেশের মানুষ শিক্ষতে পারে। আমরা এখনো মূর্খ আমাদের অনেক কিছু শিখার প্রয়োজন আছে। তাই আপনি সেগুলো বেশি গুরুত্ব দিবেন। জনাব হানিফ সংকেত বলেন এখন কার ইউটিউবার হল ভিক্ষুক তারা সাবস্ক্রাইব এর জন্য ভিক্ষা চাই। শুধু আপনি ভিন্ন এক মহা নায়ক আমাদের মাঝে।
@farukevhi3925
@farukevhi3925 5 жыл бұрын
বনি ভাই কে মন থেকে ভালো বাসি বাই আপনি এতো ভালো কেন ♥
@swapnagoswami6985
@swapnagoswami6985 5 жыл бұрын
Videoti dekhe bhalo laglo
@পেখরউল্লা
@পেখরউল্লা 5 жыл бұрын
নতুন কিছুর অপেক্ষা'য় থাকি। পিমিয়ার শো দেখার জন্য বসে আছি।
@md.abdurrazzaque6039
@md.abdurrazzaque6039 2 жыл бұрын
শাকালু বা মিষ্টি আলু আর কাশাভা আলাদা। মিষ্টি আলুর বৈজ্ঞানিক নাম Ipomoea batatas (Convolvulaceae family) এবং কাশাভা Manihot esculenta (Euphorbiacea family).
@arkabanerjee1627
@arkabanerjee1627 5 жыл бұрын
Khub valo. Laglo..
@gopaldas-1345
@gopaldas-1345 5 жыл бұрын
Happy and sweet family with good relative circle.
@imranbabul2213
@imranbabul2213 5 жыл бұрын
Boni Amin You are really real Man We love you so much
@nirmalyaonwheels5525
@nirmalyaonwheels5525 4 жыл бұрын
BONI the best.
@jemsbond319
@jemsbond319 4 жыл бұрын
আমাদের পাশের এলাকা আগইলঝাড়া।।কোটালিপাড়া থেকে বলছি।
@mrmasudrahman4770
@mrmasudrahman4770 5 жыл бұрын
আজ বুঝলাম কেন আপনি মুসলিমদের প্রতি এত অসন্তষ্ট ??? হিন্দুদের সংস্কৃতি বা তাদের ধর্মীয় কোন ব্যাপার নিয়ে কখনো আপনাকে বিরুপ মন্তব্য করতে দেখি নাই। আপনি যেমন আপনার স্বাধীন মতো বিভিন্ন মতামত দিয়ে থাকেন তেমনি আপনার মতামতের বিরুদ্ধে কেউ বললে অবশ্যই আপনাকে পজেটিভ নিতে হবে ।
@BoniAmin
@BoniAmin 5 жыл бұрын
Mr Masud@ I love you. Please being a Bangladeshi Muslim you owe me a special ‘Muslim Gali’, please do so ASAP
@mrmasudrahman4770
@mrmasudrahman4770 5 жыл бұрын
@@BoniAmin love you too.
@sarwarparvez6152
@sarwarparvez6152 3 жыл бұрын
Life is very simple but we are making it complex with much care.
@jemsbond319
@jemsbond319 4 жыл бұрын
আমার মুখে খাটি বাংলা শুনতে অনেক ভালো লাগে
@josephroy1566
@josephroy1566 5 жыл бұрын
My house is Morandi West site of Tarunsin.Fist of time I think Veronica Amain is Christan woman.Thats the right.To see your vedeol.
@princedishary
@princedishary 5 жыл бұрын
বনি আমিনের পারিবারিক ভিডিও এর আগেও প্রকাশ হয়েছে। পারিবারিক সব কিছু যখন প্রকাশিত হয়ে যাচ্ছে,বাকী থাকছে কি ? সত্যবাদী একটা প্রাণী ও সৃষ্টি কুলের সেরাদের একজন ছাড়া আর কেইবা পারিবারিক খুটিনাটি পর্যন্ত সবার সামনে প্রকাশ করতে পারে ? এটাই একজন মানুষের সচ্ছতার বহিপ্রকাশ !
@manabdasgupta9365
@manabdasgupta9365 4 жыл бұрын
মানুষ মানুষের জনে বনি দা সবার জনে
@santoshmanna4823
@santoshmanna4823 5 жыл бұрын
Dada खूब bhalo laglo
@soubrintika2004
@soubrintika2004 5 жыл бұрын
দারুন গলা
@afrozarahman4690
@afrozarahman4690 5 жыл бұрын
Outstanding...!!
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
HMPV Virus তবুও সতর্কতা | Prasun Gupta | NK Digital
25:53