Рет қаралды 55,523
জাফলং বাংলাদেশের অন্যতম একটি টুরিস্ট স্পট। বাংলাদেশে সিলেট জেলায় অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে যার মধ্যেও জাফলং জিরো পয়েন্ট অন্যতম আকর্ষণ। সৌন্দর্য দেখতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটক ছুটে আসে জাফলং এর সৌন্দর্য উপভোগ করতে। পর্যটকরা জাফলং এসে জাফলং এর বাজার থেকে বিভিন্ন ইন্ডিয়ান পণ্য কিনে নিয়ে যায়। জাফলং এর বাজার মূলত ইন্ডিয়া থেকে অবৈধভাবে চোরাই পথে মালের রমরমা ব্যবসা পরিচালিত হয়।
সিলেটে ইন্ডিয়ান অবৈধ মালের রমরমা ব্যবসা
জাফলং জিরো পয়েন্ট
Indian Border Market in sylhet
সিলেট
ইন্ডিয়ান মালের রমরমা ব্যবসা
ইন্ডিয়ান অবৈধ মাল
জাফলং সিলেট
জাফলং
সিলেট জাফলং
Indian border market in sylhet
indian border market
indian border
border market
sylhet
time to travel 001
jaflong sylhet
jaflong zero point
sylhet jaflong
border
market
india
জাফলং মার্কেট
jaflong
জাফলং এর ইন্ডিয়ান বাজার
অবৈধ মালের বাজার
জাফলং সিলেট
ইন্ডিয়ান চুরাই মাল
ইন্ডিয়া
ভারতীয় পণ্য
ভারত বয়কট পণ্য
ইন্ডিয়ান মালের ব্যবসা
জাফলং ইন্ডিয়ান মালের রমরমা ব্যবসা
সিলেটে ইন্ডিয়ান মালের ব্যবসা
ব্যবসা
সিলেট টুরিস্ট স্পট
ডাউকি বাজার
ইন্ডিয়ান ডাউকি বাজার
মেঘালয় রাজ্য
বাংলাদেশ-ভারত জয়েন্ট বর্ডার মার্কেট ফিজিবিলিটি স্টাডি কমিটির বৈঠক সিলেটে অনুষ্ঠিত হয়েছে। সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ বুধবার সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে বিকেল ৫টায় এ বৈঠক শেষ হয়।
তিনি জানান, বর্তমানে দু’দেশের মধ্যে চারটি বর্ডার হাট চালু রয়েছে। সীমান্ত এলাকার লোকজনের ব্যাপক চাহিদার প্রেক্ষিতে আরো ৬টি বর্ডার হাট চালুর উদ্যোগ নেয়া হয়েছে।
এর আগে সোমবার সন্ধ্যায় ভারতীয় প্রতিনিধিদলের সদস্যবৃন্দকে তামাবিল স্থলবন্দরে বাংলাদেশে স্বাগত জানানো হয়। মঙ্গলবার তারা নির্মাণাধীন ভোলাগঞ্জ সীমান্ত হাট পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে ২৩ অক্টোবর ভারত সফরকালে বাংলাদেশ ও ভারত সীমান্তের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত জনগণের সুবিধার জন্য পাইলট ভিত্তিতে সীমান্ত হাট স্থাপনের সিদ্ধান্ত হয়। একই বছরের ২৩ অক্টোবর দুই দেশের মধ্যে সীমান্ত হাট সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়। ওই চুক্তিতে পাইলটভিত্তিতে দুটি সীমান্ত হাট স্থাপনের কথা থাকলেও এরপর দুই দেশের সরকারের সম্মতিতে এ পর্যন্ত চারটি বর্ডার হাট স্থাপন হয়েছে
৪. সিলেট জেলার পর্যটক আকর্ষণসমূহ
সিলেট জেলার পর্যটক আকর্ষণসমূহের সংক্ষিপ্ত বিবরণ নিম্নে দেয়া হলো:
ক. জাফলং
নৈসর্গিক সৌন্দর্যের আধার জাফলং পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান। সড়কপথে সিলেট হতে জাফলং এর দূরত্ব ৫৬ কিমি। এটি ভারত বাংলাদেশের প্রবেশদ্বার।
খ. লালাখাল
সিলেট শহর হতে প্রায় ৩৫ কি.মি. দূরে জৈন্তাপুর উপজেলায় লালাখাল প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি।পাহাড়, নদী, চা-বাগান ও নানা জাতের বৃক্ষের সমাহার এই স্থানটিকে পর্যটকদের কাছে করেছে আকর্ষণীয়। লালাখালের নীলাভ পানি একে দিয়েছে আলাদা স্বাতন্ত্র।
সিলেট জেলা ১৭৭২ সালে সৃষ্টি হয় যার পূর্ব নাম ছিল জানালাবাদ। এই জেলার আয়তন ৩৪৯০.৪০ বর্গ কিলোমিটার। এই জেলাতে ৮২ টা হাওয়া রয়েছে
দেশে ৬৪ জেলার মধ্যে এখনো তম জেলা হচ্ছে এই সিলেট জেলা। সিলেট জেলা মূলত চা উৎপাদনের জন্য বিখ্যাত।
#sylhet #জাফলংবাজার #jaflong #ইন্ডিয়ানমালেরবাজার #timetotravel001 #time_to_travel_001
#boycott #india #india_bangladesh_border
➡️subscribe my channel#timetotravel001
➡️for business inquiries➡️
everyone subscribe my channel