বহুদিন ধরে বলে আসছি এই মুহূর্তে বাংলাদেশে একটি উন্নত মানের ইংরেজি নিউজ চ্যানেল খুব প্রয়োজন। অবশেষে এমন একটা চ্যানেল আসছে দেখে ভালো লাগলো। সম্ভবত এর মূল স্টুডিও আমেরিকাতে হবে। তবে আশা করি, বাংলাদেশেও এর একটি স্টুডিও থাকবে। আর সামনে আরো ইংরেজি নিউজ চ্যানেল আসবে।