ভারতের স্বাধীনতা আন্দোলনে বিপ্লবীদের ইতিহাস তৈরি করেছিলেন মেদিনীপুরের মাতঙ্গিনী হাজরা

  Рет қаралды 503

Mihir Kumar Halder

Mihir Kumar Halder

Күн бұрын

সম্রাট অশোকের পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রা বৌদ্ধধর্ম
প্রচারার্থে অর্ণবযানে প্রথম তাম্রলিপ্ত (বর্তমান তমলুক)বন্দরে
আসেন৷ চৈনিক পরিব্রাজক ফা হিয়েন ( ৪১১ - ৪১২ খ্রিষ্টাব্দ )
দুই বৎসর তাম্রলিপ্তে বাস করেন৷৬৩৫ খ্রিষ্টাব্দে হিউয়েন সাং
এই নগর থেকে সমুদ্র সৌন্দর্য উপভোগ করিয়াছিলেন৷তখন
তাম্রলিপ্ত সমুদ্র বন্দর এখানেই ছিল৷
বর্তমানে সমুদ্র ৭০ মাইল দূরে সরিয়া হলদিয়া নামক স্থানে
সমুদ্র বন্দর নামে পরিচিত লাভ করিয়াছে৷
পশ্চিমবঙ্গের মেদিনীপুর ( বর্তমান পূর্ব-
মেদিনীপুর ) জেলার তমলুকের নিকট অতি প্রাচীন
নগর৷ মহাভারতে সংস্কৃত নাম তাম্রলিপ্ত৷ ইতিহাস প্রসিদ্ধ
স্থানগুলির মধ্যে আছে :-
১৷ তমলুক রাজবাড়ি : মহাভারত থেকে ভারতের
স্বাধীনতার আন্দোলন আজও এই বাড়ির দেওয়ালে কান
পাতলে শোনা যায় সেই গল্প৷ মধ্যোত্তর যুগের অপূর্ব স্থাপত্য-
কলার উজ্জল দৃষ্টান্ত তমলুক রাজবাড়ির বর্তমান ধ্বংশপ্রাপ্ত
কাঠামোটি৷ মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে উল্লেখ পাওয়া
যায় অস্টম দিন কনকধ্বজ নামক পুত্রদের হত্যা করেন
ভীম৷
২৷ বর্গভীমা কালীমন্দির : বর্গভীমা বা ভীমারূপা মাতা
বঙ্গদেশের পৌরাণিক তাম্রলিপ্ত জনপদের অধিষ্ঠাত্রী দেবী৷
তিনি হলেন কালী মতান্তরে উগ্রতারা৷পশ্চিমবঙ্গের তথা
প্রাচীন বঙ্গদেশের ঐতিহাসিক বন্দরশহর তাম্রলিপ্ত শহরের
প্রানকেন্দ্রে প্রতিষ্ঠিতি রয়েছেন৷অনুমান করা হয়, পৌরা-
ণিক তাম্রলিপ্ত জনপদ প্রতিষ্ঠার পূর্ব থেকেই তাঁর মন্দির
এই স্থানে প্রতিষ্ঠিত৷অন্যতম জাগ্রত ও প্রধান শক্তিপীঠ৷
পীঠ নির্ণায়ক তত্ত্ব অনুযায়ী এটি ৫১ পীঠের প্রথম পীঠ৷
যা প্রাচীন ধ্রুপদী বাংলা মাতৃকা উপসনা ও শক্তি
আরাধনার চিহ্ন বহন করছে৷
তথ্য : বর্গভীমা মন্দির উইকিপিডিয়া৷
৩৷ নেতাজি সুভাষচন্দ্র বসু : ১৯৩৮ সালে ১১ই এপ্রিল
তমলুক রাজবাড়িতে সত্যাগ্রহ শিবির পরিদর্শণ করে এবং
খোসরং মাঠে বিরাট জন সমাবেশে বক্তৃতা দিয়েছিলেন৷
বক্তৃতার শেষে রাজবাড়ির আতিথেয়তা গ্রহণ করেন৷
৪৷ মাতঙ্গিনী হাজরা : জন্মঃ ১৯ অক্টোবর ১৮৭০ সাল,
তমলুকের “ হোগলাগ্রামে “৷ মৃত্যুঃ ২৯ সেপ্টেম্বর ১৯৪২৷
তমলুক বানপুকুরের ধারে ব্রিটিশ পুলিশের গুলিতে মারা
যান৷
মহাত্মা গান্ধীর আদর্শে প্রভাবিত হয়ে তমলুকের কাছে
আলিনান নামক জায়গাতে লবণ কেন্দ্রে লবণ প্রস্তুত করতেন৷
১৯৪২ এর ভারত ছাড়ো আন্দোলনে ২৯শে সেপ্টেম্বর তমলুক
থানা দখল অভিযানে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন৷ ব্রিটিশ
পুলিশ মিছিলের ওপর গুলি চালালে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ
হলেও নির্ভীক মাতঙ্গিনী হাজরা জাতীয় পতাকা হাতে
“বন্দে মাতরম” ধ্বনি দিতে দিতে এগিয়ে গিয়েছিলেন ব্রিটিশ
পুলিশের দিকে৷ পুলিশ তাঁর বুক লক্ষ্য করে তিনটি গুলি করে
এবং তখনই মাটিতে লুটিয়ে পড়েন৷ রক্তে মাটি ভিজে ওঠে৷
ঐ জায়গাতে মৃত্যুবরণ করলেও হাতে তাঁর তখনও ধরা ছিল
জাতীয় পতাকা৷ তথ্য সূত্রঃ উইকিপিডিয়া৷
Audio Music Credite to & Specify Contributing artists
Blissful Santoor Instrumental-Bhatiyali Dhun-Bengali
Folk by Pt. Shiv Kumar Sharma and Pt. Anindo Chatterjee
কি ভাবে যাবেন তার পথ নির্দেশ : সরাসরি ট্রেনে হাওড়া
থেকে হলদিয়া লোকালে শহিদ মাতঙ্গিনী হাজরা স্টেশনে নেমে
শুরু করবেন রাজবড়ি এবং ঐ রাজবাড়ির ধ্বংসাবশেষের এক
কোনে রাধামাধব ও রাধারমণ মন্দির দেখে রাজবাড়ির পাশে
খাটপুকুর জলাশয়ের পাশের রাস্তা দিয়ে হেঁটে রামজীউ মন্দির
এবং জগন্নাথ মন্দির , জিষ্ণুহরি মন্দির দেখে আসুন বানপুকুরে৷
যে পুকুরের ধারে ব্রিটিশ পুলিশের গুলিতে মাতঙ্গিনী হাজরা
শহিদ হয়েছিলেন৷এরপর গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির দর্শণ সেরে
টোটোতে মা বর্গভীমা মন্দিরে আসুন৷ একান্ন পীঠের প্রথম পীঠ,
কিছু চাইলেই মা নাকি ফেরান না!, মন্দিরে যাবার পথে পড়বে
হ্যামিলটন হাই স্কুল, এই স্কুলে পড়েছেন - ক্ষুদিরাম বসু, প্রাক্তন
মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায়, সুশীল কুমার ধাড়া৷ সব শেষে
তাম্রলিপ্ত মিউজিয়াম দেখে আপনার ভ্রমণ শেষ করে তমলুক
রেল স্টেশন থেকে ট্রেন ধরে নিজের বাড়ি ফিরে আসুন৷
হাওড়া স্টেশন থেকে ট্রেনে মেচেদা নেমে বাস যোগে তমলুক
এসে শুরু করতে পারেন৷কলকাতা থেকে সরাসরি বাস ও
গাড়ীতে তমলুক পৌছাতে পারেন৷ একদিনেই সব জায়গা
দেখে আপনার গন্তব্যে ফিরে যেতে পারেন৷

Пікірлер: 2
@freeflutistjagannathkoleyj9416
@freeflutistjagannathkoleyj9416 3 жыл бұрын
JOY Hind...তাঁদের শ্রীচরণে শত-শতকোটী প্রণাম💐🎂💐 (মিহির be happy)💐🎂💐🎂💐
@mihirkumarhalder8664
@mihirkumarhalder8664 3 жыл бұрын
আপনার মাঝে মধ্যে খোঁজ পাই না কেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কন্টেন্টি দেখার জন্য
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,6 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 11 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,6 МЛН