Рет қаралды 900,978
আমরা এইবারের সফরে গিয়েছিলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নে। এই ইউনিয়নের বেশ কয়েকটি চরে ঘুরে ফিরেছি। দেখেছি এই চরের মানুষের দূর্ভোগ। চরের মানুষের জীবনে সবচেয়ে বেশি কষ্ট যোগাযোগ ব্যবস্থায়। ব্রিজ না থাকায় কখনো বাশের ব্রিজ আবার কখনো খেয়া পাড় হয়ে যেতে হয়। এর পাশাপাশি রাস্তাঘাটের অবস্থা বিপর্যস্ত। এখনো এই চরের প্রধান রাস্তাগুলো পাকা হয়নি এমনকি ইট বিছানো হয়নি। চরের মানুষের সীমাহীন কষ্ট তুলে ধরার চেষ্টা করেছি