এই অসাধারণ গানটি চমৎকার শেখালেন। সঙ্গীত ভবনে প্রথমদিন এই গান এমন করেই শিখেছিলাম,1977
@kaberighosh45352 жыл бұрын
খুবই ভালো লাগলো আপনার পরিবেশন। গানটি ও খুব পছন্দের💐
@robiscope2 жыл бұрын
অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। 🙏🏻🙏🏻
@kalyanchatterjee2343 Жыл бұрын
Khub upokar holo sir.
@robiscope Жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে।
@sanatchatterjee9070 Жыл бұрын
অসাধারণ ! অপূর্ব সুন্দর ভাবে এই গান শিক্ষায় মুগ্ধ হলাম। 🙏
@robiscope7 ай бұрын
অনেক ধন্যবাদ
@sumitabhattacharya39022 жыл бұрын
Ami ai gaan ta natun tulchi. Apnar shekhano ato sundor laglo . khub bhalo laglo.Bar bar shune eta tule nebo
@robiscope2 жыл бұрын
ধন্যবাদ আপনাকে।
@bijayabanerjee53193 жыл бұрын
অপূর্ব গান গাই তাই শিখছি
@robiscope3 жыл бұрын
Thanks
@jayantibhattacharyya19573 жыл бұрын
Apnar sekhano sine mugdha holam.
@robiscope3 жыл бұрын
ধন্যবাদ
@lnpankp Жыл бұрын
ঋদ্ধ হলাম ।
@bijayabanerjee53193 жыл бұрын
অপূর্ব মন ভরে গেলো ।আমি গান গাই আরো শিখছি
@robiscope3 жыл бұрын
ধন্যবাদ
@jolybanerjee88442 жыл бұрын
এত যত্ন সহকারে শেখান আপনি দাদা সত্যিই আমরা যারা গান করি আমার মনে হয় আমরা প্রত্যেকেই খুব উপকৃত হচ্ছি । প্রণাম নেবেন দাদা ।
@robiscope2 жыл бұрын
ধন্যবাদ, আপনি আমার নমস্কার নেবেন।
@gokulchatterjee71653 жыл бұрын
সময়োপযোগি অত্যন্ত সুন্দর একটি গান শুনলাম,ভিডিও টি দেখলাম এবং পরে আপনার শেখানোর পদ্ধতিগত ভাবে গাওয়ার ইচ্ছা রইল। অসাধারণ লাগল স্যার। ভাল থাকবেন। নমস্কার।
@robiscope3 жыл бұрын
ধন্যবাদ আপনাকে। রবীন্দ্রনাথের গান সঠিক ভাবে গাইতে হলে আকারমাত্রিক স্বরলিপি অনুসরণ করা একান্ত প্রয়োজন। এই চ্যানেলে সেই বিষয়টার দিকেই নজর দেওয়া হয়। আপনাকে অনুরোধ, আকারমাত্রিক স্বরলিপি অনুসরণ করে রবীন্দ্রনাথের সমস্ত গান গাইবার চেষ্টা করবেন, তবেই রবীন্দ্রনাথের গানের সঠিক গায়কীর সন্ধান পাবেন। অনেক ধন্যবাদ। 🙏🏻🙏🏻
@Priyanka7776-b1t3 жыл бұрын
অসাধারণ শেখানোর পদ্ধতি। দাদা আমিও গান করি।আপনার সাথে কথা বলার ইচ্ছে ছিল।
@robiscope3 жыл бұрын
+918902685419 WhatsApp করতে পারেন।
@suklamojumder20153 жыл бұрын
দাদা আপনার শেখানোর কৌশলে মুগ্ধ হলেম। আমি ও শিল্পী বাঙলাদেশে থাকি। আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেছি
@robiscope3 жыл бұрын
স্বাগত জানাই আপনাকে।
@ArpitaChatterjee-im1kf Жыл бұрын
Apner rabindra sangeet sekhano khub bhalo laglo. Ami ekta katha Jante chai jara rabindra sangeet Sekhene ba gaite pare tara ki Gan recording studio te giye gan Record korte pare na. Apner Mobile no dile khata bala jeto. Sobe kichu clear hoye jeto. Ami studio te giye rabindra sangeet record korte chai. Ektu janale bhalo hoy. Dhanabad.
@robiscope Жыл бұрын
আমার মোবাইল নম্বর পরবর্তী সময়ের ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নেবেন প্লিজ।
@dollybhowmik23174 жыл бұрын
আমার স্বরলিপি অনুযায়ী গানটা তোলা ছিল,কিন্তু কারুকে ছোটো না করে আমি বলছি গানটার সৌন্দর্যের যে আসল বা গুপ্ত বৈশিষ্ট্যটা বোঝালেন তা অতুলনীয়। আপনাকে আমার আন্তরিক শ্রদ্ধা বা প্রণাম জানাই। আপনাকে আমার গানটা শোনাতে ইচ্ছা করছে ভুল সংশোধন করে নেবার জন্য।আপনার সঙ্গে সাক্ষাতে দেখা করার খুব ইচ্ছা দেখি যদি কোনোদিন সফল হয়।🙏🙏
@robiscope4 жыл бұрын
অনেক ধন্যবাদ। হ্যাঁ নির্দ্বিধায়... ভিডিওর মধ্যে WhatsApp নাম্বার দেওয়া আছে, গানটা রেকর্ড করে সেখানে পাঠিয়ে দিতে পারেন। অনেকেই পাঠান, আমি আমার সাধ্য মত মতামত দিয়ে থাকি। এর সাথে আমার কাছে অনলাইনে গানের ক্লাস করার কোনও সম্পর্ক নেই।
@robiscope4 жыл бұрын
kzbin.info/www/bejne/hZvCe2ZnZq5ogLs
@robiscope4 жыл бұрын
কিভাবে গান রেকর্ড করবেন, সে বিষয়ে আমার একটি ভিডিও আছে, দেখতে অনুরোধ জানাই।
@lifeiscreative26912 жыл бұрын
দাদা ১/দাও হে হৃদয় ভরে দাও ২/এমনি করে যায় যদি দিন যাক না গান দুটি শেখানোর অনুরোধ রইলো।
@robiscope2 жыл бұрын
খুব প্রিয় দুটি গান, শেখানোর ইচ্ছে রইল।
@jyotsnaghosh41662 жыл бұрын
খুব সুন্দর শিক্ষা পদ্ধতি। এ নিয়ে বলার কিছু নেই। কিন্তু অপরাধ নেবেন না যেহেতু সবার সামনে উপস্থাপনা করছেন সেইহেতু পোশাকের দিকে একটু নজর দিলে আরও ভালো হতো। রবীন্দ্রনাথ কিন্তু খুবই পোশাক সচেতন ছিলেন। 🙏
@anjanachatterjee18643 жыл бұрын
Taalmala er setting ta jodi kono vedio te dekhan valo hoi
@robiscope3 жыл бұрын
সুর সাধক অ্যাপ এর সেটিং নিয়ে একটা ভিডিও আছে, দেখতে পারেন।
@alamgirkabir89263 жыл бұрын
আপনার শেখানোর স্টাইলে বিমুগ্ধ! চ্যানেলটি সাবস্ক্রাইব করলাম, ভালো থাকবেন দাদা,, আর আপনার নাম কি সায়ান সেন গুপ্ত?