মনে করুন কেউ একটা ছোট কনিউর পাখি কিনবেন, যার দাম দেড় হাজার টাকা। তাহলে যিনি পাখিটা বিক্রি করছেন তাঁকে এক হাজার টাকা দিয়ে ট্রান্সফার দিতে হবে। আবার যিনি কিনছেন তাঁকেও এক হাজার টাকা দিয়ে রেজিষ্ট্রেশান করাতে হবে। মানে দেড় হাজার টাকার পাখির জন্য সরকারকে দুই হাজার টাকা দিতে হবে। তারপর বাকি ঝামেলা তো পরের কথা। কাজেই সরকার থেকে যা নিয়ম করছে সেগুলোকে জাস্ট মাথামুন্ডুহীন তুঘলকি কান্ড ছাড়া আর কিছু বলা যায় না। সমস্ত পাখি ব্রিডার এবং ট্রেডারদের, মানে যাঁরা পাখি থেকে রোজগার করেন, তাঁদের একজোট হয়ে প্রতিবাদ করা উচিত ছিল। কিন্তু কেউ সেটা করে নি। কাজেই যা হবার তাই হবে। যারা পাখি থেকে টাকা রোজগার করে না, কেবল শখে পোষে, তারা আর শুধু শুধু বাড়তি ঝামেলা পোহাতে যাবে না। তারা পাখি পোষা ছেড়ে দেবে। তারপর ব্রিডার-ট্রেডাররা কাদের পাখি সেল করবে?
@RSaviary2 ай бұрын
আপনি ভাবছেন এটা নিয়ে সকলেই চুপচাপ আছে এটা ঠিক নয়, আমি যতদূর জানি সরকারের এই পলিসির বিরুদ্ধে হাইকোর্টে কেস চলছে। তবে এখনো যা আপডেট আছে আমার মনে হয় রেজিস্ট্রেশন করে নেওয়াটাই ভালো। বাকিটা আপনার ব্যক্তিগত ব্যাপার।
@sr6797-z7v2 ай бұрын
আমার ব্যক্তিগত ব্যপার বলতে, আমি ব্রিডার বা ট্রেডার নই। পাখি প্রচন্ড ভালবাসি তাই বাড়িতে তিনটে হ্যান্ড টেমড পাখি রেখেছিলাম। আপাতত সেগুলো লোককে দিয়ে দিয়েছি এবং পাখি পোষার শখটাকে খারাপ লাগলেও ছাড়তে বাধ্য হলাম। কারণ, এত কিছু ঝামেলা করে পাখি পোষার পরেও যে কোন সময় অসুবিধায় পড়তে পারি। গ্রিন লাভবার্ডকে টিয়ার বাচ্চা বলে ঝামেলা করেছে এরকম ঘটনাও আছে। আবার সব পেপার থাকা সত্ত্বেও পাখি তুলে নিয়ে গেছে, কোর্টে দৌড়াতে হচ্ছে, এরকম ঘটনাও আছে। এখন আরও নাকি নিয়ম এসেছে পাখি রাখলে সেখানে অগ্নি নির্বাপন যন্ত্র লাগাতে হবে। পাখি মরে গেলে পোস্ট মর্টেম করতে হবে। লিস্ট ওয়ানের পাখি রাখলে ছয় মাস অন্তর ভেট সার্টিফিকেট দিতে হবে। এত কিছুর মাঝে কখন কোন অজুহাতে পাখি রাখার জন্য কেস করে দেবে তার কোন গ্যারেন্টি নেই। তারপর, যাদের বদলির চাকরি এবং সঙ্গে হ্যান্ড টেমড পাখি আছে তাদের বারবার আলাদা ঠিকানা দিতে হবে। ঝামেলার শেষ নেই। এদিকে অসুস্থ দেশি পাখি রেসকিউ করে বার বার ফরেস্ট ডিপার্টমেন্টে কল করলেও কেউ আসে না। আমি নিজে সুস্থ করে দেশি পাখি বাইরে উড়িয়ে দিয়েছি।
@sanjibsingh5502 ай бұрын
ঠিক এই কথা টাই বলতে চাইছিলাম, তবে সরকার যদি কিছু breeders দের সাথে একটা mating করে নিয়ে তার পর নিয়ম করত অনেক টা সুবিধা হতো
@basudebdey8847Ай бұрын
এটা বড়ো পাখি যেমন সান কনুর, কাকাতুয়া এইসব পাখির জন্য ঠিক আছে ছোট পাখির জন্য এই নিয়ম হলে পাখি পুসবে না কেউ।
@sr6797-z7vАй бұрын
একটা পাঁচ-ছয় মাসের সান কনিউর এখন 5k তে পাওয়া যায়। একটা সান কিনতে গেলে যে সেল করছে তাকে 1k দিয়ে ট্রান্সফার করাতে হবে, যে কিনছে তাকেও 1k দিয়ে রেজিস্ট্রেশান করাতে হবে। মানে 5k এর পাখির জন্য সরকারকে 2k দিতে হবে।😂@@basudebdey8847
@RajeshMaiti-v6fАй бұрын
Dada❤❤❤❤
@juntoshilАй бұрын
নমস্কার দাদা,আপনি ভালো আছেন? একটা ভিডিওতে পায়ের ইনজুরি দেখা গিয়েছিল এখন সেটা সেরেছে দাদা? দাদা একটা বিষয় জানার ছিলো।পারব্লু মেল এর সাথে গ্রীন অপালাইন ফিমেল স্পিল্ট ব্লু1 এর রেজাল্ট কি আসবে?
@RSaviaryАй бұрын
Parblue, blue, green/ B1 or B2 And all Male split Opaline
@pradyot5176Ай бұрын
গুটিকয়েক জন এতো ভুল তথ্য দিচ্ছে তার মধ্যে আপনী এক জম । আমি বনদপ্তরে গিয়েছিলাম তারা বলছে কোন খবর নেই । আর আপনারা এই সব বলছেন । ভুল খবর করে কি লাভ ।
@juntoshilАй бұрын
ফিশার মেল স্পিল্ট ইনো স্পিল্ট ব্লু1 এর সাথে গ্রীন অপালাইন পেয়ারের রেজাল্ট কি আসবে ? একটু জানাবেন প্লিজ!
@RSaviaryАй бұрын
Green fischer /Opaline Male 50% Green fischer female 50%
@birdloverabp2 ай бұрын
দারুণভাবে বুঝিয়েছেন থ্যাঙ্ক ইউ
@BiswajitMondal-up9edАй бұрын
Amar 10 jora kokatal ar goldian acha ar jonno Rajistason korta hoba
@RSaviaryАй бұрын
Na
@rajeshsk2230Ай бұрын
দাদা আমারকাছে ছয় টা বদরি আছে ও দুটো ককাটেল আছে ও দুটো ফিন আছে রেজিস্ট্রেশন করতে হবে পিলিশ বলবেন দাদা
@RSaviaryАй бұрын
Na
@somnathkar4444Ай бұрын
Dada ki bhabe new baccha add korbo ? Ki bhabe onno jon j transfer debo? Koto ki taka lagbe per birds transfer korte ? Esob niye ekta video banaben pls.
@RSaviaryАй бұрын
অবশ্যই চেষ্টা করব।
@pradyot51762 ай бұрын
অনেকে পাখি চাষ তুলে দেবে । হাতে গোনা কয়েক জন করবে ।
@RSaviary2 ай бұрын
নিয়ম সকলের জন্য সমান।
@shankarghosh51792 ай бұрын
দাদা আমার 30 জোড়া বদ্রি আছে 15 জোড়া নর্মাল লাভ বার্ড 50 জোড়া ফিঞ্চ 30 জোড়া জাভা আছে এর জন্য আমার কি পরিবেশ টুতে করতে হবে কিছু
@RSaviary2 ай бұрын
জাভা পাখি এবং Fischer লাভ বার্ড পাখির ক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে হবে।
@Kakulir_duniya2 ай бұрын
Khub valo hoyeche video
@RSaviary2 ай бұрын
তোমার ভিডিও আমি দেখেছি খুব ভালো হয়েছে
@RajkumarDgupta2 ай бұрын
আমি ২০২১ সালে ৪ তে গোলদিয়ান ফিঞ্ছ কিনেছিলাম মার্কেট থেকে কোনও কাগজ ছাড়াই। এখন বাচ্চা দিয়ে ৬ টা হয়েছে। আমাকে কি করতে হবে ??
@RSaviary2 ай бұрын
যেহেতু পরিবেশ 1 করেননি তাই আমার মতে এখন কিছুদিন ওয়েট করাই ভালো। আর প্রিন্স পাখির সম্ভবত রেজিস্ট্রেশনের প্রয়োজন পড়ছে না। তাই বলব এখন কোন চিন্তা না করাই ভালো। বিষয়টা আরো পরিষ্কার হোক।
@hossaingardenentertainment37892 ай бұрын
Ki ki bird rakhle Registration er dorkar nei ?
@Birdsgalary2 ай бұрын
দাদা আমি দুই জোড়া Love bird rekhechi. Yellow Fischer and Green Rosy. এর জন্য কি রেজিষ্টেশন করতে হবে?
@RSaviary2 ай бұрын
Fischer গ্রুপের বার্ড রাখলে রেজিস্ট্রেশন করার প্রয়োজন আছে, দুটো পাখির জন্য না করাই ভালো।
@Birdsgalary2 ай бұрын
@@RSaviary ok dada
@shrabonikachakraborty3182 ай бұрын
❤❤❤❤
@rittudas27552 ай бұрын
Dada conure ki registration krte hbe??
@RSaviary2 ай бұрын
হ্যাঁ করতে হবে
@rittudas27552 ай бұрын
@@RSaviary golden finch?? Ki ki krte hbe ki ki krte hbe na
@tataypanda5351Ай бұрын
Halo dada apnar nambar ta deban
@RSaviaryАй бұрын
9832048259 only WhatsApp❤️
@BiddyanNaskar2 ай бұрын
দাদা বদ্রী পাখি পালন করলে registrationকরতে হবে।
@RSaviary2 ай бұрын
না
@KoyelDas-nk2ww2 ай бұрын
Dada akhono ki hocche poribesh porerta 2.0
@RSaviary2 ай бұрын
না
@binubirdsinfo71282 ай бұрын
দাদা কোথায় গিয়ে করবো একটু বলুন
@RSaviary2 ай бұрын
পরিবেশ ওয়ানে আপনার কি রেজিস্ট্রেশন করা আছে ?
@manasmaity47312 ай бұрын
ককাটেল কি registered করতে হবে।
@RSaviary2 ай бұрын
না
@pet.bird2632 ай бұрын
আমি শখ করে ৪ টি বদ্রি ২ টি নর্মাল ফিশারলাভ বার্ড কিনেছি । ব্রেড বা বিক্রি করার জন্য নয় ।আমার কি রেজিস্ট্রেশন করতে হবে?
@RSaviary2 ай бұрын
গভারমেন্টের নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন করা উচিত। তবে আপনি যদি ট্রান্সফার সার্টিফিকেট না নিয়ে থাকেন তাহলে আপনি রেজিস্ট্রেশন করে বাড আপলোড করলেও এপ্রুভ হবে না। তাই আমার মতে আপনার এখন চুপচাপ থাকাই ভালো।
@pet.bird263Ай бұрын
Thankyou dada 😊@@RSaviary
@kingshukpal83052 ай бұрын
Ami Kal ak jora sun conure pakhi enachi .amni normal posar jonno .. amr ki registration korar darkar acha paribesh 2??
@RSaviary2 ай бұрын
আপনি যে কোন কারনেই হোক যদি বিদেশি পাখি রাখেন তাহলে রেজিস্ট্রেশন করতে হবে।
@subhankarsadhukhan2996Ай бұрын
দাদা আমাকে করে দেবে তোমার নাম্বার টা দাও
@RSaviaryАй бұрын
হ্যাঁ করে দেবো
@subhankarsadhukhan2996Ай бұрын
@@RSaviary তোমার নাম্বার টা দাও দাদা
@sarupdas13392 ай бұрын
আমার যদি ২টি ককাটেল পাখি রাখি তাহলে রেজিস্ট্রেশন করতে হবে?
@RSaviary2 ай бұрын
না
@sujaypodder9672 ай бұрын
Cockatiel pakhir registration lagbe na
@sanjibsingh5502 ай бұрын
ধরুন আমি breeding এর জন্য নয়, সখে এক(1) পিস fisher love bird রাখতে চাই, তাহলে কি registration করাতে হবে এবং 1000/- দিতে হবে plz জানাবেন 🙏
@chill_with_sayan2 ай бұрын
Na
@RSaviary2 ай бұрын
গভারমেন্ট যা নিয়ম করেছে সেই হিসাবে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করে পাখির ডিটেলস আপলোড করতে হবে। তবে আমার মতে একটা Fischer পাখির জন্য না করাই ভালো।
@sr6797-z7v2 ай бұрын
সরকারের নিয়ম অনুযায়ী একটা পাখি রাখলেও আপনাকে এক হাজার টাকা দিয়ে রেজিষ্ট্রেশন করাতে হবে। শুধু তাই নয়, আপনি পাখি কিনে এনে নিজে নিজে রেজিষ্ট্রেশন করাতে পারবেন না। যার কাছ থেকে পাখি কিনেছেন তার কাছ থেকে পাখিটার ট্রান্সফার পেপার নিতে হবে। সেখানেও এক হাজার টাকা লাগবে। সেই টাকা ক্রেতা বা বিক্রেতা যে কোন একজনকে দিতে হবে। মানে পাঁচশো টাকার একটা পাখির জন্য সরকারকে দুই হাজার টাকা দিতে হবে। তারপর, এত কিছু করার বাড়তি ঝামেলা তো আছেই।
@sanjibsingh5502 ай бұрын
@@RSaviary Thanks 🙏
@sanjibsingh5502 ай бұрын
@@sr6797-z7v Thanks dada comment reply দেয়ার জন্য, তবে এই নিয়ম এর জন্য সখে পাখি মনে হয় না কেউ পুষবে....... registration পর্যন্ত ঠিক ছিল