আমি একজন মুসলিম হয়েও আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ৷ আপনার কথা গুলো মন্থন করার উপযোগী ৷ শুধু তাই নয় আজীবন পাথেয় করে চলার জন্য অাবশ্যক ৷ সুস্থ জীবন নিয়ে সাধন জীবনে এগিয়ে যান , এই শুভকামনা রইল ৷
@Moktaar54 жыл бұрын
দাদা আপনাকে ভালোবাসি |আমি একজন মুসলিম but follow করি ব্রাহ্মহাচারী (celibecy) জীবন... গত 1বছর যাবৎ এই জীবন যাপন করছি....
@ramendradas68554 жыл бұрын
জয় শ্রী কৃঞ্চ , এই মুল্যবান কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ ,পায়ের ধুলী দিন । আমার মনে হয় না বাংলার মানুষ এখনো বোকা আছে । আপনি যে হরিনামের দিকে আমাদের এগিয়ে যেতে বলছেন ,তা আমরা ভালো ভাবে বুঝতে পারছি । জয় হরিবোল । রাধে রাধে ।
@pabitroroy42504 жыл бұрын
শিরোনাম টা দেখেই আমি কয়েকটা গালি দেবার জন্য ভিডিও টা প্লে করি।ভাবি নাই যে এইভাবে চমকে যাবো।।অনেক সুন্দর হইছে প্রভু।।। hare krishna🙏🙏🙏
@anantokumarroynil84654 жыл бұрын
দাদা আপনার কথাগুলো আমার রৃদয় ছুঁয়ে দিয়েছে। দাদা আপনি আরো এগিয়ে জান আমি আপনার সাথে আছি। দাদা আজ আমি আরো একটি গবের সাথে বলছি যে আমি একজন হিন্দু। hare krishna hare krishna Krishna Krishna hare hare. Hare rama hare rama. Ram ram Hare Hare?
@kabilahmed14745 жыл бұрын
আসলেই নিরামিষ খাবার খুবই ভালো, শরীল ভালো থাকে, মেদ হয়না, Extra শরীল হয় না, রোগ দূরে থাকে... আজ ২৮ বছর বয়স, ওজন ৭৮ কেজি, কিছু রোগ ও ভিড় জমাচ্ছে.... ইশ যদি নিরামিষ খেতে পারতাম.... You are a good person, আমি মাঝে মাঝে শুনি।
@waytohinduism74614 жыл бұрын
আপনার title দেখে বুকটা ধড়াস করে উঠেছিল। কিন্তু পড়ে এই video এর মাহাত্ম্য বুঝলাম। ধন্যবাদ প্রভুজী , হরে কৃষ্ণ।
@dinajali96805 жыл бұрын
আপনাকে ধন্যবাদ,, সত্য কথা বলার জন্য,, সৃষ্টি কত্তা আপনাকে মংগল করুণ,,আমি গরভিত এক সৃষ্টি কত্তা এবাদ করি,,যে ধম পবিত্র,,, এই ধম অপবিত্র কোন ইষ্টাতান নাই,,
@dilipbhattacharya7964 жыл бұрын
এই পাপ সমুদ্রে আপনার অমৃত কথা আমার মন ছুঁয়ে গেলো প্রার্থনা করি সবার মন ঈশ্বর অভিমুখে অগগ্রসর হউক. জয় শ্রী কৃষ্ণ
@susmitanag5873 жыл бұрын
এইভাবে উল্টোপথে মানুষকে ভগবানের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বললেন, অপূর্ব।মহারাজ প্রণাম নেবেন
@hasanurrahaman3815 жыл бұрын
Prabhu ami ekjon Muslim hoeu bolchi u r great and also honest
@MD-nh2vo3 жыл бұрын
প্রভু চোখ দুটো জলে ভরে গেলো আপনার কথা শুনে ।প্রণাম রইলো আপনার মূল্য বান বক্তব্য আমাদের মধ্যে বিলিয়ে দেবার জন্য। হরে কৃষ্ণ 🙏🙏🙏🙏
@mygarden39563 жыл бұрын
খুব সুন্দর ভাবে সনাতন ধর্মের প্রচার করলেন, দারুণ লাগলো ভিডিওটি.... জয় নবকিশোর।
@golperdeshe19925 жыл бұрын
সত্যি! প্রভু আমিও বাকি দর্শকদের মতো প্রথমে আপনার ভিডিওটির শিরোনাম দেখে চমকে উঠেছিলাম, কিন্তু ভিডিওটি দেখার পর উপলব্ধি করতে পারলাম যে আপনি কত সুন্দর ভাবে শিক্ষা প্রদান করলেন। একটি পড়াশোনা না করতে চাওয়া ছেলে কে যেভাবে কৌশল অবলম্বন করে পড়িয়ে নেওয়া হয় তদ্রুপ আপনিও আমাদের মতো অজ্ঞানদেরকে গতানুগতিক জীবনের রুর বাস্তবকে তুলে ধরে প্রকৃত মার্গের হদিশ দিলেন। জয় গোবিন্দ !
@debrupdas13664 жыл бұрын
ইসকন প্রবল গতিতে এগিয়ে চলুক।সারা বিশ্বে সনাতন ধর্ম ছড়িয়ে পড়ুক। জয় শ্রী কৃষ্ণ
@brbanglachannel47205 жыл бұрын
প্রভু আপনার উদাহরন বুঝতে পেরেছি। প্রথমত একটু ভয় পেয়ে ছিলাম আপনার কথাগুলো শুনে। আমি ইসকনের মতে যেতে চাই।
একমাএ আপনা কে দেখলাম, মানব জীবনের বাঁচার স্বাধীনতার রাস্তা নিয়ে কথা বলছেন ।।🙏🙏🙏🙏🙏💐💐💐💐✌✌✌✌✌
@mrgjoy30595 жыл бұрын
আপনার কথা গুলো খুবেই গুরুত্বপূর্ণ প্রতিটি মানুষের জীবনে হোক সে হিন্দু কিম্বা অন্য সম্প্রদায়ের।যথার্থ বলেছেন।ধন্যবাদ আপনাকে।।
@purobipuja48154 жыл бұрын
"হরে কৃষ্ণ" প্রভু আপনার চরণে শত কোটি প্রণাম। ইসকন সারাবিশ্ব যে আলোড়ন সৃষ্টি করছে তা হিন্দুধর্মের অন্য কোন মত পথ এর লোক করতে পারে নি । আমার খুবই ইচ্ছে ইসকনে যুক্ত হওয়া।
@pramathanathbarai74054 жыл бұрын
হরে কৃষ্ণ ! ভাই আমি আর আমার ঘরনী ইস্কনের দিকে পা বাড়িয়ে আছি। দু এক বছরের মধ্যে দীক্ষিত হতে চলেছি। শ্রীকৃষ্ণ আদর্শ ,ভাবনা ও শ্রীপ্রভূপাদর আশীর্বাদে জীবন ধন্য করার জন্য জীবনকে সঁপে দিতে চাই শ্রী কৃষ্ণর পাদপদ্ম। জয় শ্রীকৃষ্ণ! জয় শ্রী প্রভূপাদ!
@samarhore58514 жыл бұрын
ইস্কন হিন্দু ধর্মের আলোকে সারা বিশ্বের কোনে কোনে পৌঁছে দিয়েছে, বিশ্বের হাজার হাজার মানুষ , তাদের অন্তর এই আলোতে আলোকিত করেছে এবং জীবনে পরম আনন্দ লাভ করেছে। আপনার মূল্যবান বক্তব্যের সিদ্ধান্তে এটাই প্রকাশিত হয়।
@bamsstudyzone37153 жыл бұрын
I am a medical student.after complete my study I want to join iskon..I want to do free treatment after becoming doctor..Hare Krishna🙏🙏🙏🙏🙏❤❤
@aditigniyogi86213 жыл бұрын
হরে কৃষ্ণ প্রভুজী 🙏🙏। আপনাদের এই video আমি প্রথম দেখি । তারপর আপনাদের কথা শুনতে শুরু করি , এখনো শুনি ।
@jayachakraborty69174 жыл бұрын
হে গোবিন্দ তোমাকে ছাড়া বাচব না তুমি আমার আমি তোমার
Khub sundor Prabhu... Jubak der jonne ...Hare Krishna 🙏🙏🙏🙏
@pobonkumar67564 жыл бұрын
ধন্যবাদ বহ্ম্রাচারী আপনার কথাগুলি অত্যাত্ত সুন্দর লেগেছে। আমাদের সমস্ত হিন্দু ভাইয়েরা যদি আজ আপনাদের কথাগুলো শ্রবন করত তাহলে অনত্ত খারাপ কাজের সাথে লিপ্ত হতোনা। সকলে সনাতন ধমের্র প্রতি বিসবাস ও গভীর ভাবে
@সনাতনমিডিয়া-ঠ৪স4 жыл бұрын
দাদা আপনি খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন ধন্যবাদ🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
@akashdebnath39504 жыл бұрын
আমি একজন কৃষ্ণ ভক্ত, আমি পরিবারের মায়া ও জড়জগতের এই মায়া থেকে মুক্ত হতে চাই, তাই আমি ইসকন গ্রহণ করতে চাই, আমাকে সাহায্যে করুন।
@saraswatiroy94514 жыл бұрын
Bojhanor dhoronta khubi vhalo laglo ...🙏🙏🙏🙏 joy guru ..hare krishna
@blood_tufan5 жыл бұрын
জয় শ্রীরাম জয় শ্রী কৃষ্ণ 🙏🙏 আমার একটি প্রিয় শব্দ #হরে কৃষ্ণ 🙏🙏 হরে কৃষ্ণ
@sobujnath26345 жыл бұрын
অনেক সুন্দর ভিডিও দিচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ , joy shrie ram
@netaibauri98613 жыл бұрын
হ্যালো প্রভু লেখা দেখে প্রথমেই আনলাইক দিয়েছি কিন্তু তারপর শুনতে শুনতে হাসিতে মন ভরে যাচ্ছে এবং তোমাকে দেখে ও তোমার ছলা-কলা দেখে আমি মুগ্ধ হয়ে উঠছি সত্যি এভাবে বললেও মানুষ অবশ্যই আকর্ষিত হবে সত্যি কথা প্রথমেই তোমাকে যতটা ঘিন্না করেছিলাম শেষে তার থেকেও অনেক গুণ ভালোবেসে ফেললাম
@tanmoyroy29773 жыл бұрын
হরি বোল প্রভু, আবার আপনার video টা দেখলাম। হরে কৃষ্ণ।
@mdshakilkhan4495 жыл бұрын
সালাম আপনার জন্য সঠিক কথা বলারজন্য
@ajoykumardas27324 жыл бұрын
খুবই ভালো। হরে কৃষ্ণ।
@bratatimaulik68604 жыл бұрын
প্রভু আপনি যা বললেন সেটা খুবই সুন্দর সেটা সত্য । সত্যের সন্ধানে যাওয়া সৃষ্টি কর্তা র সান্নিধ্য লাভের চেষ্টাই জীবনের এক মাত্র লক্ষ হওয়া উচিত কিন্তু প্রভু মানুষ হয়ে জন্মে যদি মানুষের জন্য কিছু না করতে পারি যদি তাদের কথা না ভেবে শুধু নিজের মুক্তির কথা ভেবে সংসার ধর্ম ত্যাগ করে সন্ন্যাস নিয়ে শুধু নিজের সুখের চিন্তা করি সেটা অন্যায় সেটা পাপ। গীতা তেও সংসারে লিপ্ত না হয়ে কর্ম করার কথা বলা আছে। তাই কর্ম ত্যাগ করে তো সন্ন্যাস নেওয়া পাপ প্রভু । অনেক মানুষ আপনার ভিডিও তে comment করেছেন হয়ত আমার টা আপনার চোখে পরবেনা তাও যদি পড়ে একটু চেষ্টা করবেন উত্তর দেওয়ার।হরে কৃষ্ণ ।।
@bhaskarghosh15515 жыл бұрын
আপনি কঠিন বাস্তব তুলে ধরেছেন ।তার জন্য ধন্যবাদ ।😢😢
@cksaha88045 жыл бұрын
হরে কৃষ্ণ প্রভু ধন্য আপনার বক্তব্য।
@cksaha88045 жыл бұрын
আমি অপরাধী যে, ভাবছিলামকৃষ্ণভাবনামৃতের বিরূদ্ধে হবে।কিন্তু না কৃষ্ণভাবনামৃতের সাথে।হরি বল।
@sowravmithon17805 жыл бұрын
আমি চাই ইসকন ধর্মটা বিশাল অাকার ধারন করুক। কারন এই ধর্মটা ধারন করার কারনে সনাতন ধর্মটা টিকিয়ে আছে । হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।
@bidubiddya63185 жыл бұрын
প্রভু গো চোখে জল চলে আসলো। এই ভাবে লজ্জা দিয়েন না। আমি বড় জন্মের অপরাদী। এই জনম সার্থক করতে চাই। জয় রাধে
@bashudev11685 жыл бұрын
হরে কৃষ্ণা, প্রভু। আপনাকে ধন্যবাদ.....
@dipanjankaur26855 жыл бұрын
খুব ভালো লাগলো । এই জিবন ধন্য হক কৃষ্ণ প্রেমে ।
@sanjitmondalmondal78345 жыл бұрын
মনের ভিতরে লাগলো, কিছু এখনে জন্য এতো ভালো কথা গুলো ধরে রাখতে পারি না ,, খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
@nayondas53554 жыл бұрын
ইসকন্ অাছে বলেই সনাতন ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হিসাবে পরিগনিত।জয়হোক সর্বত্র ইসকনের।হরে কৃষ্ণ।
@munnanandi11614 жыл бұрын
Hey prabhu ,apni khub bhalo manus, hare Krishna
@Paratattva4 жыл бұрын
Hare krishna 🙏 Thanks 😊
@miraayurveda83205 жыл бұрын
Ami muslim hoye bolchi.. Khta gulo khub sundor ar 100% thik khta ta....
@Iskcon034 жыл бұрын
I love iskon..provu dondobut pronam🙏🙏🙏 Onk valo laglo aponar kotha gulo provu. amio 4 months theke iskon flow korchi onk valo lagche porotidin mala job koechi provupater book porchi... Hore Krishna.......
@Tanushreesordinarylife5 жыл бұрын
Apner kotha gulo khub khub valo laglo.sotti khub khub valo achhen.valo thakun.
@sathibanik87365 жыл бұрын
U r superb,Provu....HARE KRISHNA
@MithunChandraDas-sw5qt5 жыл бұрын
এত সুন্দর কথাগুলো বলেছেন প্রভু আপনাকে অসংখ্যা ধন্যবাধ। আমাকে কৃপা করবেন। আমি ইসকনের সাথে যুক্ত আছি। আমি যেন কৃষ্ণ কৃপা লাভ করতে পারি। হরে কৃষ্ণ জয় প্রভুপাদ
@sukreetghosh45003 жыл бұрын
কথাটা উল্টো করে চমৎকার বলেছেন কিন্তু 👍👍👍👍
@prosenjitkumarbiswas2505 жыл бұрын
ইসকন সংঘটনটা হিন্দু ধর্মের জন্য অনেক করছে।জয় শ্রী রাম
@moumitapandit26983 жыл бұрын
Thank you Prabhu ji . Jay Shree Krishna ❤️🙏🙏🙏🙏
@narayanmallick86386 жыл бұрын
আপনাকে শতকোটি প্রণাম - ব্যঙ্গার্থক অপ্রিয় সত্য কথার জন্য।
@jahangirmondal96303 жыл бұрын
Every hindu youth should follow the great speech.
@rrworldbengali53403 жыл бұрын
হরে কৃষ্ণ প্রভুজি....🙏🙏🙏
@mdsiblu82105 жыл бұрын
ভাই আমি এক জন মুসলমান আপনার কথা খুব ভাল লাগল
@manishadey40105 жыл бұрын
Hare Krishna. You are great.
@manojdas50225 жыл бұрын
Hare Krishna 🕉️🙏. The world today needs more ISKCON like philosophies that teaches tolerance, respect and non violence. This world belongs to all the living beings, not just humans.
@arabindabauri77504 жыл бұрын
হরে কৃষ্ণ। খুব সুন্দর উপস্থাপনা।
@atul_murti5 жыл бұрын
আমি মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই.. 😢 😥
@hebad-i3o4 жыл бұрын
আমি আপনাকে ও আপনার মত সবাইকে অনেক ধন্যবাদ জানাই,এখানে ভাল কিছু শেখার আছে।
@nilsworld12135 жыл бұрын
প্রভু আমি আপনার উল্টো....আমি সব কিছু ছেড়ে ইস্ককোন এ যেতে চাই
@DevoteOFdestruction4 жыл бұрын
ভাই আমি ইসকনে দিক্ষিত না কিন্তু ইসকনের কাজে অনুপ্রানিত তাই হেডলাইন পড়ে গালি দিতে এসেছিলাম, এইভাবে চমকে যাবো ভাবি নি।।
@mitaghosh71323 жыл бұрын
খুবই ভালো লাগলো । বাস্তব সত্য
@manaspaul61894 жыл бұрын
খুব ভালো লাগলো ।নমস্কার নেবেন।
@Tit_fortat5 жыл бұрын
দণ্ডবৎ প্রণাম প্রভু আপনার শ্রীচরণে, আপনি খুবই চমৎকার, গুরুত্বপূর্ণ কথা বলেছেন।আমাকে কৃপা করবেন প্রভু আমি যেন আবারও iskconসংস্রবে আসতে পারি
@babulchandrabiswash61684 жыл бұрын
Excellent. Hare krishna🙏🙏🙏
@ranjonaraniroydphmmoulviba4595 жыл бұрын
Thanks a lot Mohan Krishna vokto. Padamuk nimai. May Krishna help you.
@subhajyotihait69153 жыл бұрын
Fantastic!!! Very nicely explained in a sarcastic manner...But not to degrade anyone, but to embrace his celebacy... 🙏
@suklaroy12974 жыл бұрын
I'm a follower of Sree Sree Thakur Anukulchandra & since '97 I'm full vegetarian .I love your speech very much ,enjoy it with heart & soul.
প্রভু দণ্ডবৎ প্রণাম নেবেন । প্রথমে আমি ভয় পেগিয়েছিলাম ।। আমার যে কবে কৃষ্ণ প্রেমে সুমতি হবে তা জানি না কিন্তু আমি খুব তাড়াতাড়ি যেতে চাই 😭😭 কিন্তু আমি যেতে পারছি না 😭😭 এই জড় জগৎ থেকে মুক্তি পেতে চাই।🙏🙏🙏 🙏🙏Hare Krishna 👏 Hare Krishna 👏 Krishna Krishna 👏 Hare Hare 👏 Hare Rama 👏 Hare Rama 👏 Rama Rama 👏 Hare Hare 👏🙏💓🌹🙏 🙏দণ্ডবৎ প্রণাম প্রভু🙏
@rajadas95044 жыл бұрын
শ্রীপদ্মমুখ নিমাই দাস প্রভু কি জয়🙏🙏🙏
@ghoshmoumita5853 жыл бұрын
হরে কৃষ্ণ 🙏🙏🙏 দাদা আমি সেই ভাবে কখনো কৃষ্ণ ভক্ত ছিলাম না। কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে অনেক দুঃখ কষ্টে জর্জরিত হয়ে জীবনটাকে শেষ করে দিতে চেয়েছিলাম কিন্তু জানিনা কেন হঠাৎ করে আমি একটানা দিন পনেরো ধরে কৃষ্ণ কৃত্তন শুনে গেছি।তার পর আমি যে কি অপার শান্তি লাভ করেছি বর্ননা দিতে পারব না।আজ আমি মনে প্রাণে একজন কৃষ্ণ ভক্ত।। কৃষ্ণ নাম জপতে জপতে সংসারে থেকেও আজ আমি ব্রহ্মচারী।। পরিবারের সকলের জন্য আমিষ রান্নাকরলেও আমার অন্তরাত্মা আর সেগুলো ছুঁয়ে দেখতেও ঘৃণা পায়।। আমার জীবন এখন শুধুই কৃষ্ণময়।।প্রভু আমায় দয়া করেছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।🙏🙏🙏🙏🙏🙏🙏
@priyashiqueen48145 жыл бұрын
না আমি হরিনাম বরজন করতে পারব না। My friend krishna. আজও যেন কোনো ভুল কাজ করতে গেলে আমার ভগবান আমায় বাধা দেয়। তাই Hara krishna
@kolidey50633 жыл бұрын
প্রভু আমার দণ্ডবদ প্রণাম গ্রহণ করুন |ভগবান শ্রীকৃষ্ণ আপনার মঙ্গল করুক| হরেকৃষ্ণ
হরেকৃষ্ণ প্রভু এই ভিডিওটা সকল মানব জাতিকে সঠিক পথ প্রদর্শন করবে কেউ যদি কোনরূপ ইসকনের সম্বন্ধে ভ্রান্ত ধারণা পোষণ করে তবে তারা নির্মূল হবে এই ভিডিওটা আমাকে অত্যন্ত অনুপ্রাণিত করেছে আমি আশা করছি এই অদ্ভুত ভিডিওটা সকল কেই অনুপ্রাণিত করবে। আপনি খুব সুন্দর ভাবে জড় জগৎ সম্বন্ধে ও চিনময় বস্তু সম্বন্ধে ও ইসকন সম্বন্ধে খুব সুন্দর ভাবি ব্যাখ্যা প্রদর্শন করেছেন হরেকৃষ্ণ প্রভু প্রণাম নিবেন।।
@jhilikbiswas45245 жыл бұрын
So nice.. 1st e dekhe matha gorom hoye gachilo j hoito abar keu amar Sree Krishna ke kichu bolche.. sorry.. eta sotti don't judge a book by it's cover.. khub sundor amon aro prochar dorkar jate manus aro bhalo hote sekhe🙏🏻
@ranajithalder16535 жыл бұрын
খুব সুন্দর কথা .....আমার খুব ভালো লাগলো
@ujjwalghosh32415 жыл бұрын
হরে কৃষ্ণ আপনাকে ধন্যবাদ। অতি সুন্দর বর্ণন।
@mr.khanra23665 жыл бұрын
জয় শ্রী কৃষ্ণ ।। পদ্মমুখ নিমাই দাস আপনার চরণে শতকোটি প্রণাম ।। আপনার বক্তব্যে আমি আমার চোখের জল ধরে রাখতে পারিনি ।। আপনি ভগবান তুল্য আমার কাছে ।। কৃষ্ণ চরণ পাওয়ার জন্য আমি ব্যাকুল ।। জয় শ্রী কৃষ্ণ ।।