"দেহ মরণশীল, স্নেহ মৃত্যুঞ্জয়ী "🙏 such an eternal line ! 💮
@nayaranoor688Күн бұрын
অসাধারণ
@SeeyalКүн бұрын
Ektu ☕Chaa Hole Bhalo Hoto..😂 GoppoMirerThek team outstanding work and the Quality just Awesome..❤
@godindabarman11 сағат бұрын
বাহ দারুন তো 🎉
@rajudebnath4989 сағат бұрын
গল্প দিয়েও যে তথাকথিত কিছু রাবিশ fan fiction কে চড় কষানো যায় তার প্রকৃষ্ট উদাহরণ আজকের গল্পটা। সত্যি অসাধারণ
@thisissk20242 күн бұрын
একথা আমি হলফ করে বলতে পারি তথাগত বাবুর স্বর্গীয় পিতামহ ও পিতৃদেব এই গল্প শুনে তাঁকে দু'হাত ভরে আশীর্বাদ করছেন এবং আপামর শ্রোতাগণ তাকে অবিরাম ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছে। তারানাথের লিগাসি যথার্থ ও যোগ্য হাতেই ন্যস্ত হয়েছে। আরও তারানাথ চাই। ❤❤❤
@toursoul32912 күн бұрын
তারানাথ নাম টা শুনলেই মন টা আনচান করে ওঠে ❤❤❤❤ Thank you Mir da❤❤❤
@glaciergaminggКүн бұрын
একদম ঠিক কথা বলেছেন
@thisissk2024Күн бұрын
দু বার শুনলাম। আমার মনে হল বিজিএম এর কাজ আরও ভালো হওয়া উচিৎ ছিল। গল্পে দারুন দারুন হরর মোমেন্টস আছে কিন্তু সেখানে বিজিএম ঠিকঠাক দিতে পারলে আরও জমে যেত।
@neetdreamer2005Күн бұрын
@@thisissk2024 etei kanpie debe
@sayakdev684321 сағат бұрын
Copyright niye onno taranath gulo bondho hok. KZbin dhapabazi te cheye geche taranath er naame
@jee098Күн бұрын
আশা করিনি যে তথাগত বাবু তাঁর পিতা ও পিতামহের মতো এই চরিত্রটির ধারাবাহিকতা বজায় রাখবেন তাও আবার লেখনীর মান না খারাপ করে। গল্পের শেষে "আমি তারানাথ" শুনে সত্যি গায়ে কাঁটা দিয়ে গেলো। গল্পের মধ্যে হরর + স্লাইস অফ লাইফ দিক গুলো ক্লাসিক তারানাথের কথা মনে করিয়ে দিলো। তাছাড়া গল্পে যে আদর্শ হিন্দু হোটেল ও অরণ্যক উপন্যাস দুটিরও রেফারেন্স আছে তা শুনেও বেশ ভালো লাগলো। তথাগত বাবুর হাতে পরবর্তী তারানাথ গল্পের অপেক্ষায় রইলাম।
@TapasBarman-d6vКүн бұрын
তথাগত বাবুর উপর ওনার পিতৃপুরুষেরা গর্ববোধ করবেন। তাদের মান রেখেছেন। ভবিষ্যতে আরও এমন গায়ে কাঁটা দেওয়া গল্প পাওয়ার প্রত্যাশা তৈরী করে দিলেন আপনি, অনেক বড় একটা দায়িত্ব চলে এলো আপনার উপরে, অনেক শুভকামনা আর ভালোবাসা রইল আপনার প্রতি।😃😃😃😃
@KaminiRao-lx4llКүн бұрын
তথাগত বাবুকে ধন্যবাদ। হাজারী ঠাকুরের রান্নার কথা তো "আদর্শ হিন্দু হোটেল" কথা মনে পড়ে গেলো। খুব ভালো ❤
@AnikChakrabortyMathClassesКүн бұрын
”একটু চা খেতে হবে” is epic. 😂❤ অসামান্য ❤
@Himu-g4oКүн бұрын
@@AnikChakrabortyMathClasses 😄
@mausumihira11Күн бұрын
একদমই তাই অসাধারন!
@ankitmandal732Күн бұрын
Sera chilo ota😂
@timtimscreativity70Сағат бұрын
😂😂 seriously
@souvikdas9872Күн бұрын
এতো দেখছি একেবারে তারাদাস বন্দোপাধ্যায়ের চেয়েও বেশি। কি লেখা। সত্যি বলেছেন কেউ রক্ত কথা বলে। সত্যি অসাধারণ আরও গল্প চাই তথাগত ব্যানার্জি মহাশয়ের থেকে।
@kirtichakraborty1668Күн бұрын
উফ!!!🤯🤯🤯 দারুন লাগলো গল্পটা 🤩🤩🤩 তথাগত বাবুর ওপর তার পিতৃপুরুষের (বাপ-ঠাকুরদার) আশীর্বাদ রয়েছে নইলে এত সুন্দর লেখনশৈলী হতে পারেনা (Description box থেকে লেখকের নামটা আরেকবার দেখতে হল... নইলে মনে হচ্ছিলো যেন তারাদাস বাবুরই লেখা গল্প শুনছি 😅😅😅) এ যেনো সেই বহু পুরোনো প্রবাদের বাস্তবিক উদাহরণ 'রক্ত কথা বলে' লেখকের কাছে এটুকুই আবেদন এ লেখনী যেনো থেমে না যায়, আমরা যেনো আরও এইরকম দারুন সব গল্প পাই ওনার থেকে ❤❤❤
@GHOST00013Күн бұрын
কী লিখেছেন তথাগত বাবু 😮 একবারে অসাধারণ 🔥 আরও গল্প চাই । আপনি আরও গল্প লিখুন বিশেষ অনুরোধ।
@SuprioDas-i1cКүн бұрын
দেহ মরণশীল কিন্তু স্নেহ মৃত্যুঞ্জয়ী ----- অপূর্ব লেখনী ।
@shibajimajumder7742Күн бұрын
Beautiful✨
@dipankarroy9752Күн бұрын
What a language ❤
@suhamdas1160Күн бұрын
উফ কি গল্প শুনলাম, অসাধারন, তথাগত স্যার একদম কাঁপিয়ে দিয়েছে । প্রথম একদম আশা ছিলো না , কিন্তু যেই গল্প শুনছি উত্তেজনা আরো যেমন বাড়ছে। মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর যোগ্য উত্তরসূরি তিনি। কি সুন্দর করে ভয় , imotion , comedi manage করেছেন , wah দারুন দারুন । তথাগত স্যার কে বলতে ইচ্চা করছে "" মহারাজা তুমারে সেলাম"" । তথাগত স্যার pro pro ❤❤❤❤
@Mon-dg6siКүн бұрын
একটু চা পেলে ভালো হতো!! কিশোরীর মত আমিও তাজ্জব 😅😅 দারুন গল্প , উপস্থাপনাও অসাধারণ মীর দা ❤ ...এরকম অনেক স্বপ্ন ই দেখে থাকি, সাইকোলজি নিয়ে পড়াশুনা করেও আজও তার অর্থোদ্ধার সম্ভব হয় নি। শুধু এটা বুঝি এই পৃথিবীতে অনেক কিছুই ঘটে, যার খুব কম অংশই আমাদের বোধশক্তির মধ্যে। তারানাথ এভাবেই আমাদের ওই জগতে নিয়ে গিয়ে বিচরণ করাতে থাকুক। লেখক সুন্দর ছকে ফেলে জাল বিন্যাস করে গেছেন, আরো করতে থাকুন। জাল গুটিয়ে যেন না ফেলেন।।
@JannatulFerdous-q7q2oКүн бұрын
আহাহাহাহাহা! কত বছরের অপেক্ষার পর অবশেষে ক্যাপ্টেন মীর আফসার আলীর কণ্ঠে তারানাথের গল্প! যেনো হাজার বছরের তৃষ্ণার্ত মরুভূমির ওপর অঝোর জলধারা! এই সুখ বলে বোখাবার নয়। মীর দা'র মতো কেউ কোনোদিন তারানাথের ভূমিকায় কণ্ঠ দিতে পারেনি, আর পারবেও না। কি যে অসাধারণ একটা experience হলো! অনেক ধন্যবাদ মীর দা। আপনার গপ্পের ঠেকে তারানাথের আরও আরও অনেক গল্প চাই।
@rockingjoydeepКүн бұрын
সব থেকে বড় কথা এই যে The legacy continues!! তথাগত বাবু আপনি এগিয়ে চলুন, শ্রোতা মনোমুগ্ধ হয়ে শুনবে মীর দার গলায়❤️, শুভেচ্ছা, আর গল্পটা দারুণ ❤️
@SabujDey137Күн бұрын
অপূর্ব !! তথাগত বাবু আমাদের তারানাথ তৃষ্ণা পূরুন করার উপকরণ তৈরি করবেন , আর মীর দা তুমি এমন অসাধারণ উপস্থাপনার দ্বারা আমাদের তৃষ্ণা মেটাবে, আহা!! অসংখ্য ধন্যবাদ তোমাদের 💝 আর তথাগত বাবু যেন এমনি উপকরণ তৈরি করতে থাকেন তার অনুরোধ আর সাথে তাঁর প্রতি শ্রদ্ধা , আর মীর দা তোমার ও তোমার দলের প্রতি ভালবাসা রইলো 🪷💝
@arkajitganguly999221 сағат бұрын
তথাগত বন্দ্যোপাধ্যায়কে আমার বিনত প্রণাম জানাই। তারনাথ এর গল্পে ভয়, রহস্য, রোমাঞ্চ সবকিছুর পাশে যে এক গভীর দর্শনের উপস্থিতি বিভূতিভূষণ ও তারাদাস বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করিয়েছিলেন তা আজকের গল্পেও অনুভব করলাম। মনের সকল স্তরে পূর্ণ আনন্দ পেয়েছি... অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বোষ্টমীর চরিত্র ও তার আবির্ভাবের ফলে মনে যে ভয় ও শিহরণ জেগেছিল, তা স্নেহবশবর্তী বুঝতে পেরে এক অনন্য ভালো লাগার অনুভূতি পেলাম। আরও তারনাথের গল্প চাই। ভালো থাকবেন।
@animikaaditya7559Күн бұрын
আজ এই গল্পটা শোনার পর আবার যেন তারানাথের আসল রোমাঞ্চ অনুভব করলাম,এত দিন অনেক ফ্যান ফিকশন শুনেছি,তবে "যা চাই তা পাই কই"… আজ পেয়েছি 😊❤ তথাগত বাবুকে অসংখ্য ধন্যবাদ 🙏🏻🙏🏻 এবং অনুরোধ,উনি যেন এইভাবেই তারানাথ তান্ত্রিক কে বাঁচিয়ে রাখেন আমাদের জন্য 🙏🏻🙏🏻🙏🏻 অবশেষে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা,সবাই ভালো থাকবেন 🙏🏻🙏🏻
@rahkkasКүн бұрын
সেই আদি অকৃত্রিম তারানাথ তান্ত্রিকের গপ্পো !! ❤🔥 ক্যাপ্টেনের দৌলতে নতুন বছরের শুরুতেই এরকম উপহার পেলাম! 🙏
@SubashishChakrabortyКүн бұрын
গল্পটি শুনে একবারও মনে হলো না কোনো নতুন লেখক গল্পটি লিখেছেন। সেই একটি ধারা বজায় রেখে তথাগত বাবু যে গল্পটি লিখেছেন এবং আমাদের তারানাথ উপহার দিয়েছেন, তা সম্পর্কে কোনো সন্দেহ নেই। আশা করছি, পরবর্তী দিনে তথাগত বাবু এবং মীরদা আরো তারানাথ আমাদের উপহার দেবেন। ❤
@palashmondal9182Күн бұрын
স্যার সত্যি অসাধারণ আমার একটা নেশা সানডে সাসপেন্স সোনা !তাও আবার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাদাস বন্দ্যোপাধ্যায়ের মত বিখ্যাত লেখকদের ! মনের একটা শান্তি এনে দেয় , এবার থেকে এক গল্প আর বারবার শুনতে হবে না ! স্যার তথাগত বন্দ্যোপাধ্যায়ের গল্প শুনবে আমাদের পরের প্রজন্ম ! এমন একজন স্যার পেয়ে আমি এবং আমার আমাদের বঙ্গবাসী কলেজ ধন্য ,,,,,,,🙏🙏🙏🙏🙏 বঙ্গবাসী কলেজের অর্ধেকের বেশি ছাত্র-ছাত্রী জানেই না এমন একজন বিখ্যাত মানুষ আমাদের প্রফেসর ধন্যবাদ স্যার। 23:38 23:44 23:45
@ShamimTXКүн бұрын
রক্ত কথা বলে, তথাগত স্যার কেন জানি না এত দিন লেখিনি। দাদু, বাবার মতো সেই ভাষার ব্যবহার। অসাধারণ ❤❤❤❤
@debranjanmishra1642Күн бұрын
আমার মনে হয় এই গল্প উনি অনেক আগে থেকেই লিখতে শুরু করেছিলেন।
@rounikkar5366Күн бұрын
সত্যিই তথাগত বাবু কি লিখেছেন!! যতই যাই হোক legacy ধরে রাখার একটা পরীক্ষা শ্রোতার কাছে ছিল কিন্তু বলতেই হবে full marks with distinction 😅। গল্পটা শুনতে শুনতে স্কুলে পড়ার সময় সেই প্রথম রেডিওতে তারানাথ শোনার কথা খুব মনে পড়ছিল। তখন ছোট ছিলাম এত বুঝতাম না কিন্তু সত্যি বলতে captain এর কণ্ঠের জাদুতে এখন মাঝে মাঝে বইতে তারানাথ পড়লেও যেন মনে মনে আপনার কণ্ঠই শুনতে পাই।❤❤
@bimanmaitra5136Күн бұрын
যাই বলো intro.... আর গল্পের মাঝখানের Punch line..... গুলো সেরা ছিল পুরো জমে ক্ষীর দারুন দারুন।❤❤❤❤❤❤❤❤
@santupaul3901Күн бұрын
রানাঘাটের হাজারি ঠাকুরের উল্লেখ শুনে একটা আলাদা শিহরণ জেগে গেল❤️
@Mangal0638Күн бұрын
মীর দা আপনাকে কিভাবে ধন্যবাদ দিবো জানি না এই বছরে এরকম একটা উপহার দেওয়ার জন্য অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ দাদা 😊❤
@arghya1978Күн бұрын
টুক করে দেবযান উঁকি দিল। আর বর্তমান কালের most happening and in thing বজ্রযান আলতো করে ছোঁয়া দিয়ে গেল। কিন্ত তারানাথের soul টা intact. আর মীরভানার miracle!!! Bravo....Bravo...long live Taranath...long live গপ্পোমীর। long live the VOICE ❤❤❤
@SujitDey-n9v22 сағат бұрын
দেবযানের শেষ ক' লাইন মনে আছে ...আপনার? ..... ❤
@nilarghabagchi478Күн бұрын
তথাগত বন্দ্যোপাধ্যায় স্যার এর কাছে একটাই অনুরোধ তারানাথ তান্ত্রিক সিরিজ টা আপনার হাত দিয়েই চলতে থাকে যেনো ❤❤
@sudipmajumdar8229Күн бұрын
Sir plz onek lok a6ha ....jara taranath a asakto ❤❤
@souravkesh2164Күн бұрын
এই দাবি টা মির দা কে রাখতে হবে,
@mrinmoysaha-ud3spКүн бұрын
amio achi.
@ProdoshCmeterКүн бұрын
অপরাধ মার্জনা করবেন আমি এই গল্পটির মধ্যে ইনসেপশন, ইভিল ডেড সহ বেশ কিছু বিদেশি হরর সিনেমার দৃশ্যকল্পের ছায়া খুঁজে পেলাম, যদিও লেখক অসাধারণ মুন্সিয়ানায় সেগুলোকে নিজের মত করে ব্যবহার করেছেন। আমি ভুলও হতে পারি।
@sbemram7993Күн бұрын
সহমত❤❤❤❤ অসাধারণ লেখনি
@ankitamondal1715Күн бұрын
মনে হচ্ছিল যেনো সেই পুরোনো সুর ফিরে এসেছে..... শ্রদ্ধেয় লেখক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ..... আপনি এই চরিত্রটিকে আবার জীবন দান করেছেন। আরও গল্প চাই❤❤❤❤❤
@pradiphalder183Күн бұрын
আহা সেই কন্ঠস্বর, সেই গাম্ভীর্য, সেই ভাব, এই শীতে এমন এক গরম গল্প তাও আবার রাতে , সাথে পাসিংসো না হলেও একটা বড়ো গোল্ড ফ্ল্যাকের প্যাকেট জমে পুরো খেজুর গুড় মিরদা❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@compchem_SKКүн бұрын
"দেহ মরনশীল...স্নেহ মৃত্যুঞ্জয়ী"....অসাধারণ
@arpanpaul41242 күн бұрын
উফফ ভাবলেই মনটা যেন বারংবার সেই পরিচিত আনন্দের শিহরণে শিউরে উঠছে,, আবার ওই রোমাঞ্চকর পরিবেশ সত্যিই রচিত হতে চলেছে ... ❤️🩹 এ সত্যিই বছর শুরুর এক আশ্চর্য আনন্দদায়ক উপহার যা একদমই মুখে বর্ণনামূলক নয়।।।
@HXGolpoofficial2 күн бұрын
একদম ঠিক ❤❤❤
@payeljana8527Күн бұрын
Khub valo laglo .... অসাধারণ, অনবদ্য । সত্যি আমার ব্যাস্ততার জীবনে একমাত্র আনন্দ দেয় গপ্প মীর এর ঠেক ।।। Captain ..Tu se great ho ...😊😊😊😊 ...And finally Anujoy come back .. I am eagerly waiting for him ❤❤❤❤❤😊😊😊
@keshobmondol9170Күн бұрын
যোগ্য পুত্র, বাবা ঠাকুরদাদার মতোই অনবদ্য। ❤
@pradyut231Күн бұрын
জাস্ট অসাধারণ। ভাষা হারিয়ে ফেলেছি। তথাগত স্যার, আপনি প্রমাণ করে দিলেন যে আপনি কোন বাড়ির সন্তান। পরের গল্পের জন্য গভীর আগ্রহে রইলাম।
@MoumitaDas-zm8ysКүн бұрын
প্রথম যখন জানলাম যে তথাগত বন্দোপাধ্যায় তারানাথ তান্ত্রিকের নতুন গল্প লিখছেন, তখন সত্যি বলতে একটু চিন্তায় ছিলাম যে কেমন হবে নতুন গল্প? তিনি তাঁর বাবা ও দাদুর মতো গল্পের বৈশিষ্ট্যগুলো বজায় রাখতে পারবেন কিনা। তবে আজ গল্প শুনে বলতে কোন দ্বিধা নেই যে তথাগত বন্দোপাধ্যায় সত্যিই তারাদাস বন্দোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরী। এত সুন্দর করে তিনি পুরো গল্পটা বর্ণনা করেছেন যে কোথাও গিয়ে তাঁর বাবা বা দাদুর লেখনীর থেকে তাঁর গল্প পৃথক করা যায় না। ওনাকে একটাই অনুরোধ আমাদের প্রিয় এই তারানাথ সিরিজ যেন এভাবেই চলতে থাকে। আমরা এরকম আরো রোমাঞ্চকর গল্পের ও অসাধারণ লেখনীর সাক্ষী থাকতে চাই। আর ক্যাপ্টেন কে নিয়ে তো কোন কথাই হবে না। তোমায় ভগবান তৈরী করেছেন এই তারানাথ তান্ত্রিকের চরিত্রের জন্য।❤❤❤❤❤ তোমার গলায় মন্ত্র উচ্চারণে রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছিল। শঙ্করী প্রসাদ স্যারের ভূমিকাটিও আমার আজ মন ছুঁয়ে গেছে। কি অস্বাভাবিক দীপ্তি ওনার কন্ঠস্বরে। মনে হয় যেন সত্যি কোন তেজস্বী সাধুর গলা শুনছি। সব মিলিয়ে খুব ভালো। অসাধারণ অনবদ্য বললেও কম বলা হবে ❤❤❤❤❤
@dilshadaftab1728Күн бұрын
এভাবে তারানাথের লেগ্যাসি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লেখক তথাগত বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ ❤
@meditationandrelaxingmusic4634Күн бұрын
Very nice 💯💯💯
@srizabose6707Күн бұрын
Ekdom ❤
@shibajimajumder7742Күн бұрын
Perfect observation😊
@SankarJasuКүн бұрын
অন্যবদ্য অসাধারণ অকল্পনীয় তথাগত বাবুর রচনা শৈলী মীর বাবুর কণ্ঠস্বর গপ্পো মীরের ঠেক ফাটা ফাটি ভাবে আলোড়ন সৃষ্টি করেছে অসংখ্য মানুষের ভালোবাসা আপনাদের সাথে আছে থাকছে থাকবে।
@arpanpaul4124Күн бұрын
অসাধারণ এক সৃষ্টি সত্যিই অতুলনীয় লেখনী এর জন্যে প্রথমত কুর্নিশ জানাই তথাগত বাবুকে যিনি এই লেখার ধার আরও ধারালো করেছেন তো বটেই কিন্তু সেই পুরোনো স্বাদ কে অপরিবর্তনীয় রেখে অব্যশই।।❤ দ্বিতীয়ত আমাদের প্রিয় মীর দা যিনি প্রায় 2 ঘণ্টার কাছাকাছি এক ভাবে তারানাথ এর কন্ঠে আমাদের মনোরঞ্জিত করে গেলেন আর গল্পটিকে এক নতুন অধ্যায়ের অতুলনীয় স্বাদ দিয়ে চমকপ্রদ প্রচেষ্টায় বাস্তবায়িত করলেন ।।। স্যালুট তোমায় মীর দা ❤❤সুস্থ থাকো আর এভাবেই সিরিজ টা প্লিস প্লিস কন্টিনিউ করে যাও 🙏🏻🙏🏻🙏🏻 তারানাথ যে আসলে সব থেকে প্রিয় 😢❤
@skmostafijurrahaman4028Күн бұрын
রাত 1:38 pm এ গল্প টা শেষ করলাম। অসাধারন গল্প। অপূর্ব লেখা। তারানাথ তান্ত্রিকের গল্প যেন এভাবেই চলতে থাকে এটাই কামনা করি। ✨✨✨✨
@আরপারিনাদেখতে2 күн бұрын
মীরদা অসাধারন। কোনো বিকল্প আজ পর্যন্ত নেই। হবেও না হয়তো।। আপনার দীর্ঘ আয়ু কামনা করি।ঈশ্বর আল্লা আপনার মঙ্গল করুন। আপনার সংসার সুখের হোক।
@khokanmollah12342 күн бұрын
Mir sir all time great 👍👍👍
@snehasishmukherjee7768Күн бұрын
অনবদ্য। ♥️ অসাধারণ।❤ অকল্পনীয়।♥️♥️ এরপরে ফেলুদার সোনার কেল্লা আর জয় বাবা ফেলুনাথ শোনার আবেদন জানালাম।❤
@osimakhatun310Күн бұрын
'তারানাথ চক্রবর্তী' এর চরিত্রে অভিনয় করেছেন মীর আফসার আলী.. কিন্তু এই বিস্ময়কর অভিনয় এর অনুসন্ধান টাও আরও বিস্ময়কর.. কারণ একটানা প্রায় দু ঘন্টার কাছাকাছি, একই "স্কেলে এক কন্ঠস্বর" এই গপ্পো অনুশীলন.. 😮😮👍🙂👍🙂👍🌹🌹🙏🎉🙏🎉🙏💐💐স্যালুট কুর্নিশ আর অঢেল ভালবাসা শুভেচ্ছা ও আশীর্বাদ তোমায় মীর আফসার আলী.. খুব খুব সুস্থ থেকো আনন্দে শরীরে মনে মীর আফসার আলী হয়ে.. 🌿❣️🌿 🙏💕🙏💕🙏😘😘
@ASPIRANTAKMКүн бұрын
তথাগত বাবু অধমের প্রণাম গ্রহন করবেন 🙏।। সত্যি আপনার কলমে জাদু আছে। তারানাথ তান্ত্রিক কোন চরিত্র নয় উনি আমাদের ইমোশন। তারানাথের সত্যিই কিছু অলৌকিক ক্ষমতা অবশ্যই আছে নইলে প্রতিটা গল্প শোনার সময় তার অতল গভীরে চলে যায় কেন ❤। তথাগত বাবু আজ আপনি আবার সেই আগের অনুভূতিগুলো ফিরিয়ে দিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ♥️ ভালোবাসা রইলো আশা করছি আপনার হাত ধরে তারানাথ কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ❤
@meditationandrelaxingmusic4634Күн бұрын
Great analysis 💯💯💯
@NurHoqueMondal-b1bКүн бұрын
Tathagata Banerjee 💯 a 💯 and GMT 🔥 it will be a deadly combination ... please continue it❤❤
@sabyasachimitra9865Күн бұрын
Shri Tathagata Bandopadhyay er proti ekti abedan roilo 🙏... Uni Taranath er golpo aro likhle amra aro erokom episode GMT te sunte pabo...Osadharon
@osimakhatun310Күн бұрын
"বাদ দিয়ে দিয়ে বললাম কারণ তোমাদের সব শোনার প্রয়োজন নেই".. উফ, সংস্কৃতির শ্লোক পাঠ এও মীর আফসার আলী অনবদ্য.. 🙏🌹🙏 বাবার মৃত্যুর বর্ণনা টা, তারানাথ মীর আফসার আলীর দরদী কন্ঠে অতুলনীয় লাগলো.. এক কন্ঠে কত কন্ঠের অধিকারী.. সেটা মীর আফসার আলীর পক্ষেই যেন বীরত্বের বীর গিরি.. 🎉❤🎉❤❤ দূর্দান্ত আজকের এই পরিপাটি গপ্পো পরিচালন পরিবেশন উপস্থাপন.. এক কথায় চমৎকার উপহার.. পঁচিশ এর প্রথম শনিবার.. জিও গপ্পো মীর এর ঠেক জিন্দাবাদ.. 🌿💕🌿🙏💐🙏💐🙏🌹🌹
@mainakmukherjee66Күн бұрын
রক্ত কথা বলে । কি সুন্দর লেখা l কত সুন্দর বর্ণনা । আধুনিক লেখক মত বিকৃত কাম বর্ণনা করে সুড়সুড়ি দেওয়া নাই , কথায় কথায় বৌদ্ধ দেব দেবী দের টেনে আনা নেই । তাও কত ভয় এর , কত ভালোবাসার । রক্ত কথা বলে ।
@indranilsaha33732 күн бұрын
প্রথমে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারপর তারাদাস বন্দ্যোপাধ্যায় আর এখন তথাগত বন্দ্যোপাধ্যায় 🎉🎉🎉 ফ্যান-ফিকশন নয় পারিবারিক Legacy চলতে থাকুক ❤🙏❤
@wolverinea5549Күн бұрын
Exactly!
@BijayBhowmik-r1wКүн бұрын
।।সত্য বচন,সত্য বচন।।👍
@indranimandal6898Күн бұрын
দারুন স্বপ্না চারণ এ প্রবেশ করলাম....... অসাধারণ ❤ বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় এর পৌত্র লেখক তথাগত বন্দ্যোপাধ্যায় এর লেখনীর মধ্য দিয়ে.......#তারনাথতান্ত্রিক #গপ্পোমির কে অসংখ্য ধন্যবাদ ❤
@somnaths.m57742 күн бұрын
অজস্র স্মৃতি পুরনো অতীতের বালুচরে এঁকে রেখে, ভবিষ্যতের পথে হেঁটে যেতেই হবে, তাতে দুঃখ নেই বরঞ্চ আনন্দ আছে ভরপুর, এর ফাঁকে যতটুকু ক্যাপ্টেন আপনাদের সাথে হেঁটে এসেছি, তার আনন্দ ছিল, ভালোবাসায় ফোঁটা ফুলের রঙের মতো -সবার শীর্ষে ধন্যবাদ। ❤️🙏🏻
@AbhikMondal-c5p2 күн бұрын
❤❤
@GHOSTRIDER-jo7cc2 күн бұрын
খুব সুন্দর। ❤❤
@tanumaymaity59752 күн бұрын
❤
@tirthampal89422 күн бұрын
Comment ta age theke likhe rakha chilo naki😂😂😂😂😂😂😂
@JamalHossain-u5iКүн бұрын
🩷
@KshanakaalКүн бұрын
এরে কয় হোমাজ। রেফারেন্স আর মেটাফরের ব্যবহারে মুগ্ধ হয়েছি। চাবির দায়িত্বের যোগ্য হস্তান্তর।🙏🏻❤️ তথাগত বাবুর প্রতি শ্রদ্ধাশীল ধন্যবাদ। ঠেকের প্রোডাকশন নিয়ে নতুন করে কিছু বলার নেই, অসাধারণ।❤
@ImranSk-p6pКүн бұрын
চাবি দিয়ে কি হয় এখনো বুজলাম না যে
@rajitbhattacharjee4107Күн бұрын
Dil ta khush hoye galo go mir da Khub sundor golpo likheche tathagata babu, porer golper opekkhai roilam
@adrijabhattacharyya-ch6myКүн бұрын
Khub valo laglo captain tranath tantrik r ae goppo ta 👀🪻❤️. Ae ber theke taranath tantrik r goppo jano protiber ase❤️.Ar golper r maje hajari takur r kotha ta o valo laglo ❤❤
@kile_musicmax4376Күн бұрын
34:57 Ayooo the Hindu hotel reference 😍😅
@dishamallick70022 сағат бұрын
Amio sune chomke uthechilam.. such a good writing ✍️ 👏 👌
@reeu27Күн бұрын
গল্পটা শুনে সত্যিই মনে হচ্ছে বিভূতিভূষণ বা তারাদাস বন্দোপাধ্যায় ই লিখেছেন❤❤❤। তথাগত বাবু আপনী যোগ্য উত্তরাধিকারি। চালিয়ে যান। আর মীর দা "আপনি থাকছেন স্যার🤟😚"
@parthabag3106Күн бұрын
"""একটু চা হলে ভালো হতো """"এই টা সেরা ছিল,, অনেক বার এইখান টি শুনলাম,, খুব হাসলাম,,, খুব ভালো লাগলো,,, গপ্পো মিরের থেকে কে জানাই 👌👌👌👍👍👍👏👏👏❤❤❤❤🙏🙏🙏
@ArpitaBala-g6zКүн бұрын
Minute ta bolte parben ??
@parthabag3106Күн бұрын
54:40
@udaybhanubandyopadhyay8990Күн бұрын
Very well written. He has the legacy of his ancestors especially his grandfather in his writing. Also, very well presented.
@M_o_n_MOHINI2 күн бұрын
এত শীতের মধ্যেও মন যেন চাইছে একটু বৃষ্টি হলে ভালো হতো❤ তারনাথ তান্ত্রিকের চরিত্রে মির দার গলা শুনলে বেশ একটা শান্তি লাগে। অনেক দিন পর মন যেন তৃপ্তি পেলো❤
@@M_o_n_MOHINI tbe jai bolo mir daa er golatai best…akhn oii karone sunday suspence valo kono golpo krte par6e na….
@sreyapandit312919 сағат бұрын
অসাধারণ, অপূর্ব, অনবদ্য রোমহর্ষক এক তারানাথ তান্ত্রিকের গল্পের সাক্ষী হয়ে থাকলাম শুধুমাত্র গপ্পো মীরের ঠেকের জন্য। 🥰🥰🥰 অসংখ্য ধন্যবাদ টিম গপ্পো মীরের ঠেককে ❤ এত সুন্দর সুন্দর গল্প বাছাই করে সেগুলো উপস্থাপন করার জন্য। 💗❣️
আবার নতুন করে তারানাথ শুনতে পাবো কখনো কল্পনা ও করিনি। ধন্যবাদ তথাগত স্যার ও মীরদা কে।
@AniruddhaSekhar7Күн бұрын
In a world full of fans made taranath tantrik fictional fake-verses & stories/novels tathagata stands out or in other words reign supreme! A true successor by maintainin' the heritage of Sir Bibhuti-bhusan Bandyopadhyay!
@onepieceonly11Күн бұрын
So true!
@Arindam.84Күн бұрын
এতদিন সত্যিই বিভিন্ন লেখকের ফ্যান ফিকশনে ভন্ড তারানাথের গল্প শুনে বিরক্ত হয়ে পড়েছিলাম। এতদিনে সত্তিকারের ঠাকুর মশাই তৃতীয় পুরুষের হাত ধরে আবার গল্প বলতে এলেন। ভীষণ ভালো লাগলো গল্পটা।👍👏
@justfollowwhatyourheartsays2 күн бұрын
আমার জীবনে আমি যে চরিত্রটিকে শুনে বার বার অভিভূত হই... সেই তারানাথ ফিরছেন... আ হা ❤🙏🏻 Thank You GMT 🫡
@ambikaray6339Күн бұрын
কি সুন্দর লিখেছেন তথাগত বাবু পিতামহ এবং পিতৃদেবের ছোঁয়া তো পুরোপুরি আছেই তার সাথে যে আধুনিকতার আঁচ লেগেছে সেটা অসাধারন
@Sidd2698Күн бұрын
Ruddhosash bimurobisshoykor ei Taranath r kahini ❤❤❤..... Thank you Goppo Mirer Thek r Tathagoto Bandopadhyay ei kahini ti niye ele...
@barkatahmed3147Күн бұрын
সেরা হয়েছে 🥰 অনেক বছর পর সুন্দর একটা গল্পো। তারানাথ তথাগত বাবু প্লিজ চালিয়ে যান।
@mrinmay-k5nКүн бұрын
রাত 10:55 বাজে গপ্প শেষ করলাম এক অনবদ্য অনুভূতি. দারুণ লাগল
@CalcuttaBoseКүн бұрын
When it comes to fan fiction, the least readers can do is hype up the OG creators who keep the legacy alive. Thanks to audio stories, Bibhutibhushan’s Taranath Tantrik is back in the spotlight, trending hard. Big props to his son, Taradas Bandopadhyay, for putting in the work to keep it relevant. But let’s be real-most of the KZbin crowd cashing in on Taranath hasn’t really brought anything groundbreaking to the table yet. That said, Mir Afsar Ali teaming up with Taradas’s son, Tathagata Bandopadhyay, to keep the vibe authentic? Absolute respect 🙏🙏🙏. That’s how you keep Taranath’s legacy from getting watered down.
@SabbirKhan-l1q1g2 күн бұрын
নতুন এক যাত্রার শুরু গপ্পো মীর ঠেক এর হাত ধরে। তথাগত বাবুকে শুভকামনা। আশা করি আরো গপ্পো শুনতে পাবো তার কলমের বদৌলতে
@abhisekghosh5847Күн бұрын
অসাধারণ!!!কলম চলতে থাকুক আরো!!! তারানাথের পুনর্জন্ম ঘটল তথাগতবাবুর হাত ধরে ❤❤❤❤
@amiyachatterjee72152 күн бұрын
নতুন বছরে এলেন অবশেষে আমাদের সকলের প্রিয় ঠাকুরমশাই, তবে এবারের বিষয় ভিন্ন 😮😮, দেখা যাক যে জট পাকলো কিভাবে তা ছাড়ানো হয় তারানাথের ভূমিকায় মীরদা -- এটাই যথেষ্ট ❤❤❤❤❤
Already love the start of the story. Can't wait for the next episode. Hopefully we'll get more story writing byTathagata sir and loved the reference of "Adarsha Hindu Hotel".
@SwarneelbhattacharyaКүн бұрын
What is the reference can you please explain?
@rubinakhatun979Күн бұрын
34:54
@creativemohona4 минут бұрын
Ufff back to our Taranath 3.0 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️ সেই গ্রাম বাংলার একটা পুরোনো দিনের ফিল মীর দার গলায় আহা এর চেয়ে শান্তি জগৎ সংসারে আর কী হতে পারে 😌😌❤️❤️❤️
@surajitdhar4177Күн бұрын
Hajari Thakur er ulleykh ta sotti khub bhalo laglo.... Mone hochche Tathagatha Sir Amader Bibhuti Sir Universe takey ultimately create kortey parben... Pls.... this will be a great creation.....
@Riyo1287Күн бұрын
38:21 unexpectedly wonderful Taranath story that too with Easter eggs ❤. The blood line continues to uphold the legacy.
@Amartya_Mandal13Күн бұрын
কত দিন পর আবার তারানাথ তান্ত্রিকের দারুণ গল্প শুনতে পেলাম........ Just দারুন........... THANKS MIR AFSAR ALI AND THE TEAM❤❤
@padyricemill980Күн бұрын
অনেক দিন পরে তারানাথ এর গল্প শুনে মন টা ফুরফুরে হয়ে উঠলো ❤❤❤ অসংখ্য ধন্যবাদ তারানাথ চরিত্রে মীর দা কে❤❤❤
@debrajbiswas173Күн бұрын
Khub Khub Bhalo Golpo Kintu listners Der Jonyo Taranath Jokhon Esechen ar Deep Sir jokhon Thek E Ache Tahole Er Pore Taranath Er Sathe Amar Jibon Er Kono Golpo hole Khub Bhalo Hoi. ❤❤❤ Amar mone Hoi amar Sathe Onek E o Eita Chaibe.
@Piyashmita2 күн бұрын
আরও গল্প চাই দাদাভাই ... অনেকদিন পর আবার তোমার গলায় তারানাথ শুনছি কি যে ভালো লাগছে বলে বোঝানো যাবেনা... এই গল্প গুলোই তো আমাদের আনন্দ দেয় কত একাকীত্ব সময় এই গল্প শুনে আমাদের মন আবার ভালো হয়ে ওঠে... আর তোমার গলায় তো অপূর্ব লাগে যেন মনে হয় আমরা তোমার সামনে বসে আছি তুমি ঠাকুর মশাই হয়ে আমাদের গল্প বলছো ... নিজেদের সেই গল্পের একজন মনে হয়।।। ভালোবাসা নিও দাদা আরও সুন্দর সুন্দর গল্পের অপেক্ষায় রইলাম
@debojyotibanerjee175Күн бұрын
Osadharon....Taranath tantrik jeno cholte thake ..r mir dar gola uffffff❤❤❤❤❤
@sksabir23422 күн бұрын
নতুন বছরের প্রথম গল্প তারনাথ দিয়ে।উফ্ জমিয়ে দিয়েছো মীরদা ❤
@mehragrazu386914 сағат бұрын
তারানাথ তান্ত্রিক মীরের কন্ঠ ছাড়া চিন্তা করাই যায় না, এ পর্যন্ত অনেকের কণ্ঠ শুনেছি। মীরের কন্ঠ সৃষ্টিকর্তা প্রদত্ত এক আশীর্বাদ। ♥️♥️♥️
@ParthaPratimBoseКүн бұрын
বিলেত হলে এই পরিবারকে ব্যারণ টাইটেল দিত। হায় বাঙালি! এখন এপাং ওপাং ঝপাং, আর আমরা সবাই ড্যাং ড্যাং। লেখক অসাধারণ। আর মীর একজন আইকন🎉
@saptorshiroy8292Күн бұрын
Ki6u bolar nei... Osadharon !!osadharon!! R sound effects ,একশো তে পাঁচশো ❤❤
@apratimroy7946Күн бұрын
Sottyi bolte bhabte pari ni ato ta darun hobe 🎉🎉❤ Tathagata Bandopadhyay er lekha Taranath! Family legacy 😊 niye egiye cholun aro golpo likhun. Mitra and Ghosh theke prokashito Bhanda Taranath kine porar iccha roilo boimela theke jaate abar pore romanchito hote pari. 😊
@swagatabiswas2716Күн бұрын
সত্যিই দারুন লাগলো। একটি চরিত্র তিনটে জেনারেশন সৃষ্টি করেছেন। সকলেই অনবদ্য।
@tinabiswas75352 күн бұрын
তারানাথ আমার সবচেয়ে পছন্দের❤❤❤ মীর যখন তারানাথ হয় যেন চরিত্রটি জীবন্ত হয়ে ওঠে❤❤❤ অনেক ভালোবাসা তোমাদের এই উপস্থাপনায়❤❤
@sudiptasen618121 сағат бұрын
একটাই কথা মনে আসছে বার বার "অমর জীবন"। ধন্যবাদ তথাগত বাবু 🙏। ধন্যবাদ "ঠেকের" টিম🙏। কি আনন্দ, কি প্রশান্তি! 🗝️ সঠিক হাতেই আছে।
@biplabdasguptaКүн бұрын
অসাধারণ! তথাগত বাবু যোগ্য উত্তরসূরী, মনেই হয় না এটা ওনার লেখা। সেই একই ধারা বজায় রয়েছে। আরও চাই।
@LizzieTheLizard0109Күн бұрын
কাশী কবিরাজ, হাজারি ঠাকুর, আরণ্যক - এ তো বিভূতিverse❤😊
@SourojeetMoitra8 сағат бұрын
আহা তারানাথ চক্কত্তি মশাই এর গল্প কতদিন পর যে শুনলাম মন ভরে গেল❤️❤️😍😍🔥🔥 অসংখ্য ধন্যবাদ আপনাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাদাস বন্দ্যোপাধ্যায় ও তথাগত বন্দ্যোপাধ্যায়🙏🏻🙏🏻🙏🏻